মাছের রেণুর খাবার কি ? মাছের রেণু ছাড়ার পর ১ সম্পতাহ যেভাবে পরিচর্যা করবেন | Macher renu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • মাছের #রেণুর_খাবার কি ? #মাছের_রেণু ছাড়ার পর ১ সম্পতাহ যেভাবে পরিচর্যা করবেন | Macher #Renu
    মাছের রেণু পোনা #চাষ_পদ্ধতি: #চারা_পোনা চাষে ক্ষতিকারক রোগ-বালাই দমণ মাছ চাষে মানসম্মত পোনার ভুমিকা অপরিসীম। হ্যাচারি থেকে রেণু পোনা সংগ্রহ করে তা লালন পালন করার জন্য পুকুরে রেখে ৫-১০ সেঃমিঃ বা ৭-১২ সেঃমিঃ পর্যন্ত বড় করে চাষের পুকুরে ছাড়ার পদ্ধতিকেই রেণু পোনা চাষ পদ্ধতি বলে।
    রেণু পোনা চাষের প্রস্তুতিঃ
    আপনাকে রেণু পোনা মাছ চাষের প্রস্তুতি প্রথমে নিতে হবে এবং রেণু পোনা মাছের গুনগত মান কেমন হবে সেটি নিশ্চিত করতে হবে। কারন আপনাকে রেণু পোনা মাছের ব্যবসা করতে গেলে প্রথম প্রশ্নের সম্মুখে পড়তে হবে যে_ আপনার পোনা মাছ কেমন? তাই আপনাকে নির্ধারিত মাছের পোনা কোন মজুদ পুকুরে ছেড়ে চাষ করা উত্তম হয়।
    সাধারনত ২ ধরনের পদ্ধতিতে রেণু মাছ চাষ করা হয় এবং রেণু পোনা এই ২ ধরনেরই উৎস থেকে সংগ্রহ করা হয়।
    রেণু মাছের পুকুরঃ
    আপনি যদি রেণু মাছ চাষ করার কথা ভাবেন তাহলে প্রথমে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচনের জন্য যদি আপনি নতুন পুকুর তৈরি করেন তাহলে আপনাকে পুকুরের চার পাড় উঁচু করে দিবেন। পুকরে যেন পর্যাপ্ত রোদ ও আলো বাতাস পায় সেদিকে লক্ষ রাখবেন। আর একটি জিনিস খেয়াল করবেন সেটা হল বন্যায় যেন আপনার পুকুর তলিয়ে না যায়। এছাড়া বর্ষাকালে পানির গভীরতা দুই মিটারের বেশি হবে না। পুকুরের তলদেশে বেশি কাদা থাকবে না। পুকুরের আয়তন ১০-৫০ শতাংশ হতে পারে।
    আর যদি রেণু পোনা চাষ করার জন্য পুরাতন পুকুর নির্বাচন করেন তাহলে আপনি উপরের নতুন পুকুরের কথাগুলো বিবেচনা করবেন ও পুকুরের পানি শুকিয়ে নিবেন। তারপর আনি রাক্ষুশে মাছ সহ পুকুরের পুরাতন সব মাছ তুলে নিয়ে পুকুরের পানি শুকিয়ে নিবেন। পরে কিছুদিনের মধ্যে চুন দিবেন আর পুকুরের তলদেশের মাটি শুকিয়ে নিবেন। আর যদি পানি নিস্কাশন না করতে পারেন, তাহলে রোটেনন পানিতে ব্যবহার করবেন সেটি অবশ্যই নির্ধারিত মাত্রায়। রোটেটন ব্যবহারের ফলে আপনার পুকুরের পরিত্যক্ত মাছ মরবে সাথে অন্যন্য জলজ উদ্ভিদ মরে যাবে।
    পুকুরের চুন সার প্রয়োগঃ
    এবার আপনি পুকুরে চুন ও সার প্রয়োগ করতে পারেন। প্রতি শতাংশে ১ কেজি চুন প্রয়োগ করতে হবে, সেটি নতুন বা পুরাতন পুকুর হোক না কেন। এরপর আপনি পুকুরের প্রতি শতাংশে ৫ থেকে ৭ কেজি গোবর বা কম্পোস্ট প্রয়োগ করবেন। প্রতি শতাংশে ৮ থেকে ১০ কেজি হাঁস মুরগির বিষ্টা ও ১০০ থেকে ১৫০ গ্রাম ইউরিয়া সার এবং ৫০ থেকে ৮০ গ্রাম টিএসপি সহ সব একসাথে মিশ্রণ করে পানিতে প্রয়োগ কবেন।
    *রেণু মজুদঃ
    আপনি উপরে সব কিছু পড়ে মাছের রেনু চাষ করার সব কিছুই উপযুক্ত করে তৈরি করেছেন। এবার আপনাকে রেণু মজুদ করার প্রস্তুতি নেওয়া যেতে পারে। রেণু মজুদ করা সমপূর্ণ পুকুরের ঘনত্বের উপর ও মজুদ রাখার সময়কালের উপর নির্ভর করে। আপনার পুকুর যত বেশি বড় হবে আপনি রেণুর পরিমানও বেশি দিতে পারবেন। তবে রেনু মজুদ কার প্রক্রিয়া ২ ধরনের হয়ে থাকে সেটা হল : যদি একই পুকুরে রেণু পোনা থেকে চারা পোনা উৎপাদন করেন তাহলে তাকে ‘ এক-স্তর পদ্ধতি ‘ বলা হয়। ৭ থেকে ১৫ সেমি পর্যন্তকে চারা পোনা বলা হয়। আর যদি আপনি একটি ছোট পুকুরে রেণু ছেড়ে কয়েক দিন পর অন্য কয়েকটি পুকুরে কম ঘনত্বে ধানি পোনা স্থানান্তর করা হয়, তাহলে সে পদ্ধতিকে বলে ‘দ্বি-স্তর পদ্ধতি’। এ ক্ষেত্রে প্রথম পদ্ধতির প্রায় তিন গুণ রেণু মজুদ করা যায়। একস্তর পদ্ধিতে মাছের রেণু পোনা পালন করার জন্য আপনাকে ৬ থেকে ৮ গ্রাম ও দ্বি-স্তর রেণু পোনা পালন করার জন্য আপনাকে ২৫ থেকে ৩০ গ্রাম পর্যন্ত রেণু মজুদ করে রাখতে পারবেন।
    *রেণুর জন্য কিছু সতর্কতা রাখুনঃ
    আপনি রেণু পোনা ছাড়ার সময় এই সকল সতর্কতা রাখতে হবে। আপনি যেখান থেকেই মাছের রেণু নিয়ে আসুন না কেন অবশ্যই আপনাকে অক্সিজেন দিয়ে নিয়ে আসতে হবে। রেণু পোনা আনার সময় পাত্রে ঝাকুনি কম দিতে হবে কারন ঝাকুনি যত বেশি হবে তত আপনার রেণু পোনা মরার সম্ভবনা বেশি হবে। আর ঝাকুনি কম থাকলে আপনার রেণু পোনা মাছের মৃত্যুর ঝুকি অনেক কম থাকবে। তাই পরিবহনের রিক্স এর দিকটা খুব গুরত্বসহকারে দেখবেন। এর পর আপনি যখন পুকুরে রেণু ছাড়তে যাবেন তখন প্রথম যে বিষয়টি খেয়াল করবেন তা হলো আপনাকে আহবাওয়া ঠান্ডার দিকটা বিবেচনা করবেন, সকাল ও সন্ধার সময় আবহাওয়া শুস্ক ও ঠান্ডা থাকে তাই এই সময়টা রেণু ছাড়ার সময় বেচে নিতে পারেন। এছাড়া আপনার রেণু পোনার ব্যগের তাপমাত্রা ও পুকুরে পানির তাপমাত্রা সমান আছে কিনা তা অবশ্যই দেখে নিবেন।
    রেণু পোনার খাদ্য
    ইতিমধ্যে আপনি আপনার পুকুরে রেণু ছেড়েছেন। এবার খাদ্য প্রয়োগ করার পালা। তবে একটি জিনিস খেয়াল করবেন রেণুর জন্য উপযুক্ত খাদ্য হচ্ছে প্রকৃতিজ খাদ্য যা ইতিমধ্যে আপনার পুকুরে তৈরি হয়েছে। এছাড়া নিয়মিত পুকুরে সার প্রয়োগ করলে অনেক ভাল ফল পাওয়া যায়। রেণু পোনার খ্যদ্য সার হিসেবে বেচে নিতে পারেন গোবর ২০০ গ্রাম অথবা কম্পোস্ট ৩০০ থেকে ৪০০ গ্রাম অথবা হাঁস- মুরগির বিষ্ঠা ২০০ গ্রাম, ইউরিয়া ৪ থেকে ৫ গ্রাম, টিএসপি ২ থেকে ৩ গ্রাম সহ সব একত্রে পানিতে গুলিয়ে প্রয়োগ করবেন। তা ছাড়া সম্পূরক খাবার হিসেবে চালের কুঁড়া এবং সরিষার খৈল প্রয়োগ করা যায়। এ ক্ষেত্রে কুঁড়া ও খৈল ৫০: ৫০ অনুপাতে প্রয়োগ করতে পারেন ।

ความคิดเห็น • 57

  • @মা-মণিএগ্রো
    @মা-মণিএগ্রো 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ

  • @monirhossoinmonir5027
    @monirhossoinmonir5027 2 ปีที่แล้ว +3

    কাঁচা ডিম ভেঙে পানির সাথে মিক্সার করেও দেয়া যায় আপনার সিদ্ধ করার প্রয়োজন নাই তো আমরা তো কাঁচা ডিম ইউজ করি আমি সবসময় কাঁচা ডিম ভেঙে এক্কেবারে মিক্সার করে পানির সাথে মিশিয়ে সেই পানি আবার পুকুরে ছিটিয়ে দেই

  • @shajahansiraj5086
    @shajahansiraj5086 2 ปีที่แล้ว +2

    ভাই শতকে কয়টি ডিম দেওয়া যাবে।

  • @গ্রামীনজীবন-স৭ভ
    @গ্রামীনজীবন-স৭ভ 3 ปีที่แล้ว +3

    মাছের রেনু ফোটানো যে সিমেন্টের চেম্বার টা শুরু থেকে কি ভাবে তৈরী করা নেট লাগানো প্রসেস পুরো ভিডিও করে দেখাতে পারলে খুব ভালো হতো

  • @ruhulkobir9879
    @ruhulkobir9879 3 ปีที่แล้ว +4

    ১ কেজি কার্প রেনুর জন্য কতটুকু ডিম দেবো।

  • @mahasinsarker9249
    @mahasinsarker9249 2 ปีที่แล้ว +1

    আমাকে পিজি দিতে পারবেন?

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว

      জি নিয়ে গেলে দিতে পাড়বো

  • @mdonuehasan
    @mdonuehasan ปีที่แล้ว

    নেটের ভেতর কী চাষ করা যাই 😊😊

  • @salimuddin7084
    @salimuddin7084 3 ปีที่แล้ว +2

    আপনার নম্বর দাও

  • @polashmazumder4755
    @polashmazumder4755 ปีที่แล้ว

    মাছ দুই ইঞ্চি হয়ে গেলে কোন খাবার খাওয়াবো

  • @abidhasan7118
    @abidhasan7118 3 ปีที่แล้ว +1

    ডিম ফুটার পর জারে কি 4 দিন রেনু রাখতে হবে আর খাবার কি জারে দিতে হবে ,নাকি রেনু বের করে হাউজে দিতে হবে

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  3 ปีที่แล้ว

      না, সরাসরি পুকুরে দিতে পারবেন

    • @abidhasan7118
      @abidhasan7118 3 ปีที่แล้ว

      Ovulin হরমোন কত কেজি মাছে কতটুকু কতটুকু পরিমান দিতে হবে?আর PG হরমোন 1কেজি মাছে কতো পিছ, বা কয়টা PG হরমোন ব্যবহার করে

  • @Hazratali-me3wz
    @Hazratali-me3wz ปีที่แล้ว

    মাছের রেনু কোন মাসে চাষ করলে লাভোবান হওয়াযায়

  • @payeljamatia9232
    @payeljamatia9232 2 ปีที่แล้ว

    ami nutan bhai .... ei kaj ta karte chai

  • @Tanbirhasan821
    @Tanbirhasan821 2 ปีที่แล้ว +2

    ফার্মের মুরগির ডিম দিলে হবে না ভাই

  • @mdtamimmia1240
    @mdtamimmia1240 2 ปีที่แล้ว

    মেগা পাউডার বা টাইগার কি বুঝলাম না ভাই, আমাকে বুঝিয়ে বলুন

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว

      বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করেন

  • @ruhulkobir9879
    @ruhulkobir9879 2 ปีที่แล้ว

    ১ কেজি রেনুর জন্য কতটা ডিম দেবো,,নেটের খাচায় আছে

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว

      নেটের খাচার জায়গার উপর নির্ভর করে

  • @joy-ly4ok
    @joy-ly4ok ปีที่แล้ว

    Megha powder kivabe dibo sir?

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  ปีที่แล้ว

      ৭দিন পর্যপর্যন্ত পানির সাথে মিশিয়ে দিবেন

  • @sunnojibone7709
    @sunnojibone7709 3 ปีที่แล้ว +1

    Bi sikano jabe..

  • @mdhashan2699
    @mdhashan2699 3 ปีที่แล้ว +1

    আটা দেওয়া যাবে কি

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  3 ปีที่แล้ว +1

      জি দেয়া যাবে

    • @mdhashan2699
      @mdhashan2699 3 ปีที่แล้ว

      @@fishsellermarketbd-5m ok TQ bhai ami India Tripura theka bolcilam

  • @farmingupdated4359
    @farmingupdated4359 3 ปีที่แล้ว +1

    Parimanta balun

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  3 ปีที่แล้ว +1

      Kiser poriman

    • @farmingupdated4359
      @farmingupdated4359 3 ปีที่แล้ว

      @@fishsellermarketbd-5m 500 গ্রাম গ্লাসকাপ রেনু পোনা বায়োফ্লক ট্যাংকে ছাড়বো ওয়াটার প্রিপারেশন কিভাবে করব আর ডিম সারাদিনে কতবার দিব আর কয়টা করে ডিম

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  3 ปีที่แล้ว

      @@farmingupdated4359 বায়োফ্লক ওয়াটার প্রিপারেশন সম্পর্কে আমাদের ভাল ধারনা নাই।। তবে ডিন ২বার দিতে হয়।

  • @Ag-kc7xs
    @Ag-kc7xs 2 ปีที่แล้ว

    দাদাভাই নমস্কার। শিং মাছের রেনু কত কেজিতে আনুমানিক 1 লাখ পিস হয়? আর ততটুকু রেনু পুনার জন্য দিনে কটা ডিম দেওয়া লাগে প্লিজ জানাবেন। ধন্যবাদ।

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว

      কোথায় থেকে বলছেন..?

    • @Ag-kc7xs
      @Ag-kc7xs 2 ปีที่แล้ว

      @@fishsellermarketbd-5m আমি ইন্ডিয়া থেকে বলছি।

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว

      জি

  • @mdAshik-xe7en
    @mdAshik-xe7en 2 ปีที่แล้ว

    Vaiya koto din pokora dim dita hoba

  • @arianbioflocfishfarm8832
    @arianbioflocfishfarm8832 2 ปีที่แล้ว

    vai tanke ki babe Renu korbo

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  ปีที่แล้ว

      বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করেন ঃ০১৭৭৮৬১৮২৭৮

  • @poem7162
    @poem7162 3 ปีที่แล้ว

    hi

  • @arefulhasansujion9361
    @arefulhasansujion9361 ปีที่แล้ว

    Bi Dem golo ke shedo kora

  • @khokanmondal8150
    @khokanmondal8150 2 ปีที่แล้ว +1

    স্যার।।।।।
    শিং মাছের ডিম ফুটে রেণুর হোয়ার কত দিন হলে তবেই আমি পুকুরে রেনু দেব?

  • @mdekramulislam4483
    @mdekramulislam4483 3 ปีที่แล้ว

    ভাই সিং অ পাংগাস এর রেনু কত করে কেজি

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  3 ปีที่แล้ว +1

      বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করেন ০১৭৭৮৬১৮২৭৮

  • @poem7162
    @poem7162 3 ปีที่แล้ว

    baoio

  • @monirsheik9320
    @monirsheik9320 2 ปีที่แล้ว

    এক কেজি রেনু কয়টা ডিম লাগে

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว +1

      পানির গভীরতা ও জায়গার উপর ডিপেন্ড করে

    • @monirsheik9320
      @monirsheik9320 2 ปีที่แล้ว

      @@fishsellermarketbd-5m ছয় সতক ।তিন ফুট পানি

    • @fishsellermarketbd-5m
      @fishsellermarketbd-5m  2 ปีที่แล้ว

      @@monirsheik9320 সকালে ২ হালি বিজালে ২ হালি ডিম খাওয়াতে হবে