গ্রেটার বাংলাদেশ আসলে কি? র্যাডক্লিফ লাইন কেনো এমন? মহাবেঙ্গলকে ভারত ভয় পায় কেন? - EP1 | CHAPTER-3
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- প্রথম এপিসোড এর ৩য় ও শেষ পর্ব দিয়ে শুরু হলো আমাদের আলাপ পডকাস্ট বা সর্টে আলাপকাস্ট! প্রথম ও ২য় পর্ব যথা (উল্টো) ক্রমে প্রিমিয়ার করা হবে, দেখার নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
আলোচক পরিচিতিঃ
মনিরুল ইসলাম বাপ্পি ,
রিসার্চ ফেলো, স্পার্সো,
এসোসিয়েট রিসার্চার, এসআইপিজি
নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এই পর্বে আমাদের শেষ আলাপটি ছিলো একটি ধারণা, একটি সপ্ন কে ঘিরে, যা হলো "বৃহত্তর বঙ্গ" বা "গ্রেটার বাংলা" ! বাংলা ভাষাভাষী অঞ্চলগুলো নিয়ে একটি বৃহত্তর ঐতিহাসিক অবিভক্ত বাংলার গঠণ হলে ভারতের মূল শক্তির বাহক কে এবং কিভাবে হবে তার ভূমি ও জনসংখ্যার তথ্য নিয়ে একটি আনুমানিক হিসাব দেখানো ও আলাপ হয়েছে । আর সর্বপুরি জ্ঞানগর্ভ আড্ডার মাধ্যমে এই এপিসোড টি শেষ করা হয়েছে।
সামনের পডকাস্টে অথিতি হিসেবে কাকে দেখতে চান কমেন্টে জানান আমরা ঝথাসাধ্য চেস্টা করবো আপনাদের কথা রাখার । কিন্তু সবার আগে এই নতুন চ্যানেল টি সাভস্ক্রাইভ করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করার মাধ্যমে আরো সমমনা দের দেখার/জানার সুযগ করে দিতে হবে।
bhallagse
Thank you so much. Keep watching , We are uploading new videos everyday ❤