না ভাইয়া,,, কাঁদে,, তবে সেই কন্নাটা কেন য়েন নিজেকেই কষ্ট দেই,, আমিও চেয়েছিলাম সেদিন, আমি বলেছিলাম তারে তুমি ও কাদবে একদিন, কিন্ত তার কান্না,,মনে হচ্ছে আমাকে আরো বেশি কাদাচ্ছে,,,মনে হয় আমি এমন টা চাইনি খকনো😢😢😢😢😢
এই জীবনে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসলে ধোকা খেতে হয়। ভালোবাসলে শুধু কষ্টই পেতে হয়। আসিফ আকবর আমাদের গানের জগতের গর্ব, একজন যুবরাজ। অনেক বছর যাবত এই গানটা যতোবার শুনি ততবারই মুগ্ধ হই।
আমার ভালোবাসাও কাঁদায় এখন আমাকে। প্রতিনিয়ত কেঁদে যাচ্ছি। তবে সে কাঁদবেও না পুড়বেও না। সার্থপর পৃথিবীতে কেউ কারো জন্য কাঁদে না। সুযোগ পেলেই সুযোগের সৎব্যবহার করে। অর্থের কাছে হেরে গেল দশবছরের সম্পর্ক। সব ভুলে গড়ে তুললো নতুন সংসার। তবে কাঁদবে না পুড়বে না জানি। আসিফ ভাই, সবাই একরকম নয়।
ঠিক বলেছেন, আসলে কেউ কারো নয় !! সবাই ভাল অপশন খোঁজে, আর পেয়ে গেলে তখন কত অজুহাত । আসলে আমার টাকার কাছে হেরে যায় , তা না হইলে ৮ বছরের সম্পকে্র মায়া কি ভাবে ত্যাগ করতে পারে ।
আজ রবিবার 10/04/ 2022, এমনি করেই মনে পরে যাও কখনো কখনো সেই গানের কথা ও সুর সাথে স্বার্থপর মানুষগুলো র কথা যদিও তাও হয় সেই আসিফে কষ্টের বিনয়ের সুরে, আসিফ ভাই মনের হয় একটু অহংকারী প্রকৃতি মানুষ তবে মানুষ ভালো , জানিনা অন্যদের ক্ষতিগ্রস্ত করে কিনা,, তবে আমার মতে আফিস ভাই খুবই ভালো, আইয়ুব বাচ্চু র মতো অহংকার করে কথা বলে না। সবসময়ই ভালো থাকুন আশা করি, নতুন প্রজন্মকে শুভ কামনা, মালয়েশিয়া চেরাজ কুয়ালালামপুর বাতু লাপান আলম জায়া জালান 15 থেকে।
কাউকে কষ্ট দিয়ে কেউ কি সুখি হতে পারে.? পারে না,আজ যে তোমায় ছেরে থাকতে চায়,তোমার থেকে দূরে সরে থাকতে চায়,তাকে স্বাধীন করে দাও,একদিন সে পাগলের মত খুজবে তোমায়,সেদিন আর তাকে গ্রহন করবে না,কারণ সে সার্থপর
যেই চাকরি আর টাকার জন্য ছেড়ে গেছো, সেই চাকরি টাকা একদিন হবে, কিন্তু তোমায় আর পাবো না। আর তুমি সব পেলেও পাবেনা তোমার জন্য পাগল মানুষটাকে, সুখে থেকো প্রিয়
তোমাকে হারানো পরে যে কষ্ট আমি পাইছি, বা কান্না করছি। তার এক চুল পরিমাণ কষ্ট বা কান্না যেন তোমার না হয় ,আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবাসি । বিয়েন i miss you my dear ,,,,,,
অনেকের অনেক কিছু কেড়ে নিয়ে ভালো থাকা মানুষগুলোর কাছে জানতে ইচ্ছে করে ?! তারা কি খুব ভালো আছে? না কি আমার মতো ভালো থাকার ভান করে পড়ে থাকে ! আমি তো রোজ ভোর হলে নগ্ন পায়ে শিশির মাড়াই দুপুরে সূর্য স্নানে যাই সাঝবেলাতে প্রকৃতির সাথে মনের রঙ মিলাই আর রাতের তারা জমা কালো আকাশটার মাঝে, স্বপ্নগুলো জমা রাখি ! তারা কি আমার মতো করে এভাবে সময় কাটায় ? খুব জানতে ইচ্ছে করে !
ভালোবাসা অভিরাম আসিফ। একটা সময় এই গানের কথা গুলোর মানি বুঝতাম না তারপরও শুনতাম। কিন্তু একটা সময়ে জীবনের সাথেই মিলেগেলো গানের কথা গুলো। সেই ২০০৪ থেকে শুনছি, যখন আমি ক্লাস ৯ পড়ি
যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকেনা, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়, আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মত মন থাকেনা, কারন মনটা কষ্ট পেতে, পেতে এক সময় নষ্ট হয়ে যায়**
হে,, এই যোগ্যতা ছিলো না বলে, আমি আমার ভালোবাসার মানুষটিকে পাইনিই,আজ তার অনেক যোগ্যতা😂😂😂 বাট আজ ,আমিও তার থেকে অনেক দূরে,,আর সে ও আমার থেকে অনেক দূরে,,💔💔💔
অনেকটা পথ পাড়ী দিয়ে চলে এসেছি কিন্তু আটকে গেছি স্মৃতিময় এক আবেগি পৃথিবীতে, আর সেখান থেকে খোলস হয়েই শুধু বের হয়ে এসেছি নিজের অস্তিত্ব ফেলে এসেছি সেই আবেগী জগতেই। আমি যেন এক স্বপ্ন সাগরে নিজিকে বিক্রি করে দিয়ে অস্তিত্ব হীন হয়ে ঘুরে ফিরছি সেখানেই যেখানে আমার হাহাকারের মাঝেও সুখের রাজ্য।
কাউকে পাওয়ার জন্য ব্যাকুলতা আর অস্থিরতা প্রকাশ করার আরেক নাম আসিফ ভাইয়ের অসাধারণ এই গান গুলো।ফিরে গেলাম ২০০৩ এ অনেক ভালোই ছিল সে দিন গুলো। কষ্ট থাকলেও পিওর কষ্ট কোন ছলনা ছিলনা।ভালোবাসা বলতে নষ্টামি নয় ধরা হোক বা অধরা।সেদিন গুলো হয়তো ফিরে আসবেনা তবে স্মৃতি গুলো বেঁচে থাক আসিফ ভাইয়ের গানের ফ্রেমে।ভালোবাসা অবিরাম।
যদি তোমাকে খুব সহজে পেয়ে যেতাম তাহলে এতো সুন্দর গানটি এতবার শুনা হতোনা 'অনি' তোমার স্মরণে স্মৃতি রেখে গেলাম.... যুগ যুগ ধরে মানুষ এ গানটা শুনতে আসবে, তখন কেউ লাইক দিলে নটিকিফিশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো......(৩১/০১/২০২৪)
''''' তোমাকে মনে পড়ে না এমন কুনো মুহূর্ত নেই।আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না।মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়।আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি।
কষ্ট শুধু আমিই পেয়ে গেলাম কখনো তোমার ভালোবাসা পেলাম না দীর্ঘ ৬ বছর পরেও তোমার কোন অনুতাপ নাই কেমন মানুষ তুমি তোমার সাথে কথা বলার জন্য আমার হৃদয় পুরে যায় তোমার কেনো পুরে না। কোনদিন ও কি তুমি আমার ভালোবাসা বুঝবা না
তুমি একদিন ছুটে আসবে আমাকে দেখতে, তুমি সেদিন আমাকে আকুল হয়ে ডাকবে ! কিন্তু আমি তখন আমার অভিমানের কাছে পরাজিত হয়ে অচিন পুরের নিশ্চিন্ত ঘুমিয়ে থাকবো ! তোমার ডাক আমার কানে পৌছাবে না, চোঁখ মেলেও দেখবো না একটি বারের জন্য তোমায় ! সেদিন তুমি ঠিক ই বুঝবে কতটা অভিমানের পর ঘুমিয়েছি আমি. ( মিজান,রিয়াদ,কুমিল্লা)
জীবনে ভুল মানুষকে ভালবেসে মান সন্মান সব হারালাম আর কষ্ট ছারা কিছুই পেলামনা বড় বিশ্সাস করেছিলাম তার পতিদান পেয়েছি আজ এখন ভাল আছি আলহামদুলিল্লাহ তবে কারো দুস দেইনা নিজেরই দুস ছিলো তোমাকে ভালবাসা।
কাঁদালে কাঁদতে হয়, তুমিও কাঁদবে.... কিন্তু তখন আর কাউকে পাশে পাবেনা। জানি এইসব গান তোমাদের মত এই আধুনিক যুগের মেয়েরা শুনেনা। এছাড়া তুমি তো আর কষ্ট পাওনি। গানটি যেন মনের সব কথাই তুলে ধরলো।
2024 সালে এসেও কেউ কি গানটি শুনছে?
আমি
Vai ami j koto bar sunlam gan golo ami nijeo jani na 2002 sal teke 24 ase o suni
Ami
Ha
Ami achi
ব্যস্ততার কারণে এখন গানগুলো শুনা হয়না।কলেজ লাইফে অনেক শুনতাম। এখন ইউটিউবে চোখে পড়লে শুনি। এখনো সবগুলো কলি মুখস্থ। ধন্যবাদ আসিফ ভাই
প্রেম দেয় বিরহ আর নামাজ দেয় জান্নাত
নামাজ পড়েও শান্তি পাই নি,,সব কিছু ধূসর,,,
C7,7
vi Allah sara sobai sartor pagol. imar Allah, Allah imar zan,Allah imar koliza. Allah imar 😭 sob.Allah imar rob.
vi Allah sara sobai sartor pagol. imar Allah, Allah imar zan,Allah imar koliza. Allah imar 😭 sob.Allah imar rob.
@@HasanKamrulHasan-y7r
হয় তো কখনোই কাঁদবে না
আর কখনোই পুড়বেও না।
স্বাথর্পরা সব সময়ই ভালো থাকে।
সহমত
R8
না ভাইয়া,,, কাঁদে,, তবে সেই কন্নাটা কেন য়েন নিজেকেই কষ্ট দেই,,
আমিও চেয়েছিলাম সেদিন, আমি বলেছিলাম তারে তুমি ও কাদবে একদিন, কিন্ত তার কান্না,,মনে হচ্ছে আমাকে আরো বেশি কাদাচ্ছে,,,মনে হয় আমি এমন টা চাইনি খকনো😢😢😢😢😢
@@sakinazakir6185😭😭😭😭
Allha Mohammed su
কমেন্ট রেখে গেলাম হে আল্লাহ তুমি যার জন্য যাকে বানাওনি তার প্রতি তুমি আসক্ত করো না
ঠিক বলেছেন
vi moner kotha ta bollen
Vai ekdom right kotha
আহারে মন 😞
এই জীবনে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসলে ধোকা খেতে হয়। ভালোবাসলে শুধু কষ্টই পেতে হয়। আসিফ আকবর আমাদের গানের জগতের গর্ব, একজন যুবরাজ। অনেক বছর যাবত এই গানটা যতোবার শুনি ততবারই মুগ্ধ হই।
জীবন এমনই
কেউ ভালোবাসতে যেওনা কারন ভালোবাসলে অনেক কষ্ট পেতে হয়। মনে হয় দেহের সব পাজর ভেঙে চুরমার হয়ে যায়।
রাইট
হুম
আসলেই এই কষ্ট সহ্য করা যায় না
স্মৃতির বুকে আটকে থাকে,
অদৃশ্য এক ছায়া।
মানুষটা হারিয়ে গেলেও,
ফুরোয় না তার মায়া।
Hai re valobasha ato valobasheo holo na take paoa
@@sahanasiddique2306 😥😥😥
Eto tai tar voktoo je...husband o mind korche....
স্মৃতির বুকে আটকে থাকে,
অদৃশ্য এক ছায়া।
মানুষটা হারিয়ে গেলেও,
ফুরোয় না তার মায়া
R8
ভালো লাগে এটা জেনে, তুমি সুখে আছো, যাকে পেয়েছো সে অনেক ভালো মানুষ, এখন মনে হয় আমি তোমার যোগ্য ছিলাম না, তাই আল্লাহ তোমার কাছ থেকে আলাদা করে দিয়েছে।
Eto nice comment !khub valo laglo.ashol premik emoni howa uchit...
@@sowamoni6721? /;
😔😔
sinthiya moni
ভালো লাগে এট জেনে, তুমি সুখে আছো, যাকে পেয়েছো সে অনেক ভালো মানুষ, এখন মনে হয় আমি তোমার যোগ্য ছিলাম না,তাই আল্লাহ্ তোমার কাছ থেকে আলাদা করে দিয়েছে।
প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে 😊আর বিচ্চেদ হলে গান বুঝতে শিখে 😢
রাইট ভাই
2030 সালের জন্য কমেন্ট করে গেলাম,আজ থেকে 9 বছর পরে যখন ছোটরা এই গান সুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে এই গান টা আমাদের কতো প্রিয় ছিলো
Bal
Thik
রাইট
একদম 2রাইট বলেছেন ভাইযা মাশাআললাহ সেই হেবী সুন্দর লাগছে মাশাআললাহ দোযা রহিলো ইনশাআললাহ আমিন আমিন আলহামদুলিললাহ সকলের জন্য দোযা রহিলো ইনশাআললাহ আমিন আমিন আলহামদুলিললাহ আলহামদুলিললাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআললাহ
আমি 2040 সালের জন্য করে গেলাম
যে সুখের জন্য চলে গেলে, মন থেকে প্রতিনিয়ত দোয়া করি সুখী হও। তবে মনে রেখো কাউকে দুঃখ দিয়ে সুখী হওয়া যায় না। সবার ভালবাসা বেচে থাকুক সারাজীবন
সত্যি কি তাই, আমি এখন জানতে পারিনি সে কেমন আছে, তবে ১০ বছরের সংসার ছিল😂😂😂😂😂😂😂😂
❤@@RashidulIslam-np8zi
আমার ভালোবাসাও কাঁদায় এখন আমাকে। প্রতিনিয়ত কেঁদে যাচ্ছি। তবে সে কাঁদবেও না পুড়বেও না। সার্থপর পৃথিবীতে কেউ কারো জন্য কাঁদে না। সুযোগ পেলেই সুযোগের সৎব্যবহার করে। অর্থের কাছে হেরে গেল দশবছরের সম্পর্ক। সব ভুলে গড়ে তুললো নতুন সংসার। তবে কাঁদবে না পুড়বে না জানি। আসিফ ভাই, সবাই একরকম নয়।
❤❤❤❤
ঠিক বলেছেন, আসলে কেউ কারো নয় !! সবাই ভাল অপশন খোঁজে, আর পেয়ে গেলে তখন কত অজুহাত । আসলে আমার টাকার কাছে হেরে যায় , তা না হইলে ৮ বছরের সম্পকে্র মায়া কি ভাবে ত্যাগ করতে পারে ।
হাজারে বছর দরে এই গান মানুষ শুনবে আর চোখের পানি জরবে?
ღ᭄♡!❛যদি!❛______♡🥰🌿
__ღ᭄!❛কল্পনা❛গুলো বাস্তব ❛হতো !
_ তাহলে!
.__ღ᭄!❛❛বদলে যেত হাজারো জীবনের গল্প!🥰
ভুল মানুষ কে ভালো বেশে মিথ্যা আশায় পরে। অনেক সহজ সরল মানুষ গুলো পাগলের মতো কাদে।।।।
একদম সঠিক 😭😪😥
Right vaiya
অসাধারণ এই গানটা ।
আমার ভালোই লাগে আসিফ ভাই এর গান ❤❤
স্বার্থপরেরা কখনো কাঁদবে না কখনো পুড়বে না..স্বার্থপররা সব সময় ভালো থাকে...😢
2021 সালে এসেও এই গানটা শুনতেছি! ভালবাসার মানুষটি ছেড়ে গেছে সেই কবে,আহ! কি কষ্ট
কি আর করা।
চোখ থাকিতে চোখের মূল্য বুজ্লো না ।
চোখ হারালে চোখের মূল্য ঠিকই বুঝবে।
হুম
অনেক স্মৃতি জড়ানো গান
হুম
কিছু মানুষ নতুনের খোজে,আর কিছু মানুষ পুরানোতেই আসক্ত,কাদের ভালবাসা টা গভীর👨👦👩👧👧?????
অসাধারন,
আসিফ আকবরের এই ধরনের পুরাতন গান গুলি মানুষের মনের মাঝে অমর হয়ে রবে।
কেন
আজ রবিবার 10/04/ 2022, এমনি করেই মনে পরে যাও কখনো কখনো সেই গানের কথা ও সুর সাথে স্বার্থপর মানুষগুলো র কথা যদিও তাও হয় সেই আসিফে কষ্টের বিনয়ের সুরে, আসিফ ভাই মনের হয় একটু অহংকারী প্রকৃতি মানুষ তবে মানুষ ভালো , জানিনা অন্যদের ক্ষতিগ্রস্ত করে কিনা,, তবে আমার মতে আফিস ভাই খুবই ভালো, আইয়ুব বাচ্চু র মতো অহংকার করে কথা বলে না। সবসময়ই ভালো থাকুন আশা করি, নতুন প্রজন্মকে শুভ কামনা, মালয়েশিয়া চেরাজ কুয়ালালামপুর বাতু লাপান আলম জায়া জালান 15 থেকে।
আসিফ ভাই তুমি চিরজীবন থাকবে সবার অন্তরে অন্তরে,
আপনে এ সবার সেরা!
জীবনের কাটা তার acv
আসিফ সবার সেরা নয়।হয়তো আপনার কাছে সেরা!
Nice
ইতি তুমি আমাকে যে মিথ্যা দোষ দিয়ে চলে গেলা, তা তোমার জীবনে সওি হবে।
hmmm
আজ অনেক দিন পর গান টা সুনে চোখ দিয়ে পানি জেনো আপনি আপনি পরছে কিছুতেই ঠেকাতে পারলাম না একারনে এসব গান সুনিনা আমি দোয়া করি তুমি ভালো থেকো
নাম কি তার❓
same obostha vai
Same u vai.....
সবারি একটা করে হৃদয় ভাংগা গল্প থাকে।
Chaina sunte.. bt phn hate nilei ashb e suna hoy..
প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধুর, কখনো হাসায় কখনো কাঁদায়, আবার কখনো সে দুর বহু দুর।
কাঁদালে কাঁদতে হয়, সবারই জীবনে
পোড়ালে পুড়তে হয়, ভুলেরই আগুনে
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন 😰
2020 সালে এসেও এই গানটা শুনতেছি!গান সত্যিই কোনদিন পুরোনো হয়না।
I hope all
22 e esu gan sunchi
2022 te teo shunsi
২০২৩ সালেও শুনছি গানটা আরও বেশি মনে পরে তোমার কথা
আরে গান...সেই পুরনো দিনের গান! কতো সৃতি জড়ানো আছে আমার আসিফ ভাইয়ের এইসব গানের সাথে।
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন...তুমিও পুড়বে জেনে রেখো একদিন।
বাংলা গানের যুবরাজ একটাই...সেটা তুমি আসিফ ভাই।
Amon soto soto memory amaro ace
nice
If you want you can share with us something from your memory...
Love to hear memories... :)
tumi o kadbe jene rekho ekdin
অনেক সুন্দর হয়েছে গান টি। আমার প্রিয় শীল্পি।
কাঁদিয়ে ছো কেঁদেছি.সত চেষ্টা করে ও কান্না থামাতে পারি নাই.. কখনো হাসাও নি তাই মন খুলে হাসঁতে পারি নাই
কাউকে কষ্ট দিয়ে কেউ কি সুখি হতে পারে.? পারে না,আজ যে তোমায় ছেরে থাকতে চায়,তোমার থেকে দূরে সরে থাকতে চায়,তাকে স্বাধীন করে দাও,একদিন সে পাগলের মত খুজবে তোমায়,সেদিন আর তাকে গ্রহন করবে না,কারণ সে সার্থপর
Right bai
রাইট বলছেন ভাইয়া
একদম তাই করা উচিৎ 😥
সম্ভব এটা ভাই
চেষ্টা করবো
ভালোবাসা কেন ভুল মানুষের সাথে হয়,,,,😥😥😥এ প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকতো তাহলে মানুষ কাউকে ভালোবাসতো না,,, 🤔🤔🤔 ঘৃণা করতো।
Biyer age prem kora haram, ar allah r nobir niseddo jinish kokhnoi valo kisu ane dibe na, mone rakhben se khane valo bole kisu thake na
তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসা😢😢😢 নাটক করছো কি দরকার ছিল নিজ থেকে এই গুলো করার 😭😭
imo
আবেগ আর জিবন ত এক সাথে চলে না,বাস্তবতার কারণে আমরা ছ্যাকা খাইছি,আর এখন ত ছেলেদের কোন ছ্যাকা নাই কস্ট নাই,সব কস্ট আমাদের সময় ছিল
যেই চাকরি আর টাকার জন্য ছেড়ে গেছো, সেই চাকরি টাকা একদিন হবে, কিন্তু তোমায় আর পাবো না। আর তুমি সব পেলেও পাবেনা তোমার জন্য পাগল মানুষটাকে, সুখে থেকো প্রিয়
Eivabe bolle vison kostu hoi
তোমাকে হারানো পরে যে কষ্ট আমি পাইছি, বা কান্না করছি। তার এক চুল পরিমাণ কষ্ট বা কান্না যেন তোমার না হয় ,আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবাসি । বিয়েন i miss you my dear ,,,,,,
Khoma holo sob cheye boro jinis
মানুষ যদি কখনো কষ্টের সময়
কাদতে না পারতো
তাহলে মানুষ দম আটকে মরে
😰😰 যেতো😞😞😞
kr
right
Hmm
Right
Rait
জীবনের সাথে যুদ্ধ করে লাভ কি? আমার জীবনের ঝড় কোন দিন শেষ হবার নয়। এক জীবনের কষ্ট নিয়ে চলে যাব কোন একদিন এক টুকরো সুখের আশাই।
কুমার শানুর মতো,, অসিফ ও সর্ব কালের সেরা হয়ে থাকবে,,,
তোমাকে যেন কখনওই না কাঁদতে হয় এই কামনা ই করি জান,,,,,,,,nice song,,,,,
ভালো থাকুক পৃথিবীর সব
ভালোবাসার মানুষ গুলো..!
তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে
ছেড়ে দাও,যদি সে তোমার কাছে ফিরে আসে,
তবে সে তোমারই ছিলো।আর যদি ফিরে না
আসে,তবে সে কখনই তোমার ছিলো না,,,!!!!
Kokhonoi amr chilona..
কিছু কিছু গান আছে যা শুনলে বার বার শুনতে ইচ্ছে করে ❤🙏
মানুষের জীবনের সবচেয়ে দুর্বল সাইট হলো,তার ভালোবার মানুষ, ও তার অবহেলা
এইগানের কথাগুলো জীবনের সাথে
কাকতালীয় মিল।
আমি বলেছিলাম এইগানের কলিগুলো
ঠিকএমনি হয়েছিলো তারজীবনে।
আসিফের গান গুলো কষ্টেপোড়া হৃদয়ের
চাপা আর্তনাদ।
ফুলের মতো সাজানো সপ্ন গুলোর
কাঁচ ভাঙা শব্দ।
সারাজীবন আপনি আমাদের মাঝে থাকবেন আসিফ ভাই
এই গানে বাস্তব জীবিনের কথা বলা হয়েছে, আমি ও অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তার নয়ন ভরা নোনা পানি দেখার জন্য। যেমন আমাকে পুড়ালো তার ভালোবাসার আগুনে
আমাদের পরের পৌজন্মের যারা এই গানটা শুনবে,,, তারা তখন ভাববে আগের মানুষ দের আবেগ অনুভূতি ভালোবাসা তাদের থেকে আরো বেশি ছিল,,,,,২০.১২.২০২২
অনেকের অনেক কিছু কেড়ে নিয়ে
ভালো থাকা মানুষগুলোর কাছে জানতে ইচ্ছে করে ?!
তারা কি খুব ভালো আছে?
না কি আমার মতো ভালো থাকার ভান করে পড়ে থাকে !
আমি তো রোজ ভোর হলে নগ্ন পায়ে শিশির মাড়াই
দুপুরে সূর্য স্নানে যাই
সাঝবেলাতে প্রকৃতির সাথে মনের রঙ মিলাই
আর রাতের তারা জমা কালো আকাশটার মাঝে, স্বপ্নগুলো জমা রাখি !
তারা কি আমার মতো করে এভাবে সময় কাটায় ?
খুব জানতে ইচ্ছে করে !
রোজ নিয়ম করেই শুনি তাই কমেন্ট রেখে দিলাম 💝🇧🇩
ভালোবাসার মানুষ গুলো কেন স্বার্থপর হয়ে মানুষের জীবনে আগমন করে।
তুমিও পুড়বে আর কাদবে তখন আমাকে আর পাবেনা।😢😢😢😢😢
হুম
ভালোবাসা অভিরাম আসিফ।
একটা সময় এই গানের কথা গুলোর মানি বুঝতাম না তারপরও শুনতাম।
কিন্তু একটা সময়ে জীবনের সাথেই মিলেগেলো গানের কথা গুলো। সেই ২০০৪ থেকে শুনছি, যখন আমি ক্লাস ৯ পড়ি
❤ balovasa shottiy hole Tumi o kad be ak din shitara ❤
আমি সেলিম রেজা সাগর নিলফামারী থেকে আসিফ ভাইয়ের গান আমি জতই শূনি ততই ভালো লাগে আর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে
কেউ কারো সমস্যা পুরোপুরি উপলব্ধি
করতে সক্ষম হয়না ।
যার জ্বালা সেই বোঝে....
রাইট
সত্যি বললা ভাই
Jar jala see buje bustob
আমি সত্যি ভাই এখন কান্না করতেছি তুমিও কাদবে একদিন প্রিও এটা অভিশাপ নয় নিয়তির বিচার 😥😪😪
17==4==2021===
সত্যি বলছি ভাই কষ্টের আর এক নাম আসিফ ভাই গান
Priyanka🌹sardar🌷
সত্যি ভাবিনি শেষ চেষ্টা না করে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে,,,
দোয়া করি সে যেনো না কাদে আমার মতো
সুখে থাকে অন্য কাউকে নিয়ে হয়তো আমার চোখের পানির দাম ছিল তার কাছে
Thakns asif Boss
যখন ভালোবাসা থাকে তখন
হয়তো যোগ্যতা থাকেনা,
যোগ্যতার অভাবে অনেক
ভালোবাসা হারিয়ে যায়,
আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো
ভালোবাসার মত মন থাকেনা,
কারন মনটা কষ্ট পেতে, পেতে
এক সময় নষ্ট হয়ে যায়**
Really
হে,, এই যোগ্যতা ছিলো না বলে, আমি আমার ভালোবাসার মানুষটিকে পাইনিই,আজ তার অনেক যোগ্যতা😂😂😂 বাট আজ ,আমিও তার থেকে অনেক দূরে,,আর সে ও আমার থেকে অনেক দূরে,,💔💔💔
Right
Ghu
I am sohag
হ্যাঁ তুমিও কাঁদবে একদিন মনে রেখো।।
সত্যি বলতে কি পৃথিবীতে মানুষ
বড়ই নিষ্ঠুর সত্যি কারের ভালোবাসা
নেই এটাই বাস্তবতা।।
সিরাজগঞ্জ নিমগাছি মাই মালেশিয়া।।
কি পেয়েছি তোমাকে ভালোবেসে এক বুক কষ্ট অপমান লাঞ্ছনা আর অবহেলা 😥😢
প্রিয় তোমায় না পাওয়ার কষ্ট হয়তোবা চিরজীবন থাকবে তবুও দোয়া করি সুখে থেকো সারাজীবন..??
হৃদয় ছুঁয়ে দিলে
জীবনে আসিফ ভাইয়ের এমন কোন ক্যাসেট নাই যে কিনি নাই। আজও এই গান শুনলে পুরোনো দিন গুলোতে ফিরে চলে যাই
আমি ও
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না 🗣️💔😭
জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ভালবাসার মানুষটি হারিয়ে যায়,
আসিফ ভাই এর গান আমার খুব ভালো লাগে আসিফ ভাই চালিয়ে যান
এই গান গুলোর জন্যই এখনো বেঁচে আছি ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ
অনেকটা পথ পাড়ী দিয়ে চলে এসেছি কিন্তু আটকে গেছি স্মৃতিময় এক আবেগি পৃথিবীতে, আর সেখান থেকে খোলস হয়েই শুধু বের হয়ে এসেছি নিজের অস্তিত্ব ফেলে এসেছি সেই আবেগী জগতেই। আমি যেন এক স্বপ্ন সাগরে নিজিকে বিক্রি করে দিয়ে অস্তিত্ব হীন হয়ে ঘুরে ফিরছি সেখানেই যেখানে আমার হাহাকারের মাঝেও সুখের রাজ্য।
আহ!!
কি মধুর ছিল সে ভোকাল, সে সুর!
কাদালে কাথঁতে হয় সবারি জীবনে, কথা এক দম সত্য।
জীবনের সাথে মিলে গেল।।২৭/০৫/২০২৪, ইং,সোমবার,সকাল ৭.০৭ মিনিট
আমার আসিফের গান শুনতে অনেক ভালো লাগে আমার প্রিয় শিল্পী
কাঁদালে কাঁদতে হয় সবারই জীবনে,১০০% সত্যি
কাউকে পাওয়ার জন্য ব্যাকুলতা আর অস্থিরতা প্রকাশ করার আরেক নাম আসিফ ভাইয়ের অসাধারণ এই গান গুলো।ফিরে গেলাম ২০০৩ এ অনেক ভালোই ছিল সে দিন গুলো। কষ্ট থাকলেও পিওর কষ্ট কোন ছলনা ছিলনা।ভালোবাসা বলতে নষ্টামি নয় ধরা হোক বা অধরা।সেদিন গুলো হয়তো ফিরে আসবেনা তবে স্মৃতি গুলো বেঁচে থাক আসিফ ভাইয়ের গানের ফ্রেমে।ভালোবাসা অবিরাম।
আসিফ ভাইয়ের গান সুনলে পুরনো দিনের কথা মনে পরে যায়,,,
যদি তোমাকে খুব সহজে পেয়ে যেতাম তাহলে এতো সুন্দর গানটি এতবার শুনা হতোনা 'অনি'
তোমার স্মরণে স্মৃতি রেখে গেলাম.... যুগ যুগ ধরে মানুষ এ গানটা শুনতে আসবে, তখন কেউ লাইক দিলে নটিকিফিশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো......(৩১/০১/২০২৪)
আসিফ ভাই তুমি সত্যি সত্যিই আমার আবেগ এবং তোমার গান ও।
তুমি কুমিল্লার মানুষের আবেগ
অাসিফ ভাই, অাপনার গান শুনে পুরনো দিনগুলো মনে পরে যায়।
ঠিক বলেচেন,,,
''''' তোমাকে মনে পড়ে না এমন কুনো মুহূর্ত নেই।আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না।মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়।আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি।
নাইছ।গানটি
Mizan Khan you are R8
Shaha Mohammad ধন্যবাদ ভালোবাসা অভিরাম।
Mizan Khan I love you asif vai and mizan vai apnakao
ধন্যবাদ সবাইকে ভালোবাসা অভিরাম।
পৃথীবিতে যতদিন ভালোবাসা আছে,আসিফ ততদিন বেচে আছে সবার মনে
Right
আমার পছন্দের গানের মধ্যে এটি একটি 👌👍
একদিন যে পথটাকে ভালোবেসে ছিলাম!
সাথে সাথে সে পথের ধূলা বালি কে ও
আজ যে পথে শুধু ইট পাথরের ঘর বাড়ি
আর পিচ ডালা পথ!
আহত পাখির মতো আজ আমি বড় একা??? তোকে ছাড়া তুই কি করে পারলী আমাকে ভুলে যেতে??? ভালো থাকিস তুই ??? আমি না হয় একাই কাদঁবো ??? তুই হাসিস সারা জীবন
এইআমারহাসিনাইতোমারজন্য
😭💔
কষ্ট শুধু আমিই পেয়ে গেলাম কখনো তোমার ভালোবাসা পেলাম না দীর্ঘ ৬ বছর পরেও তোমার কোন অনুতাপ নাই কেমন মানুষ তুমি তোমার সাথে কথা বলার জন্য আমার হৃদয় পুরে যায় তোমার কেনো পুরে না। কোনদিন ও কি তুমি আমার ভালোবাসা বুঝবা না
না গো,
না গো,
তোমাকে এতটা ভালোবেসি যে আমার পক্ষে তোমাকে ভুলা আমার সম্ভব না
এখন তোমার দেওয়া কষ্ট গুলো
ভালোবাসার সুখ মনে হয়
এটা তো জীবন
জানি হয়ত তুমি কাঁদবে না কোন দিন, বেইমানের চোখে জ্বল থাকে না!তবুও চাই "ভালো থেকো তুমি "
১১/১/২০২৪
ভালো থেকো প্রিয়
NIE 99
খুব বেশি মিস করি আসিফ ভাইয়ের এই গান গুলো
Asif vai sottoi Bangla ganer juboraj.sei 2000 sale agomon akhono sobar Kase onek prio.
জানি না কবে দেশে যাব।
যদি আল্লাহ তালা আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনও তোমাকেই চাবো।
যানতাম না, ভালোবাসায় এতো কষ্ট , জানলে হয়তো ভালোই বাসতাম না,
আজ 12 বছর দরে গান গুলা শুনছি
তার পরেও মনে হচ্ছে এই মাত্র গানটা
রিলিজ হইছে
মনের অজান্তেই তোমাকে ভালবেসে ছিলাম আজও ভালবাসি যদিও তুমি অন্য কারো🙁এতদিনে হইতো আমাকে ভুলেই গেছ কিন্তূ তোমাকে ভুলতে পারবোনা। তুমি ভাল থেকো সুখে থাক স্বামী সংসার নিয়ে 💔
Amr onk kostu hoi
তুমি একদিন ছুটে আসবে আমাকে দেখতে,
তুমি সেদিন আমাকে আকুল হয়ে ডাকবে !
কিন্তু আমি তখন আমার অভিমানের কাছে পরাজিত হয়ে অচিন পুরের নিশ্চিন্ত ঘুমিয়ে থাকবো !
তোমার ডাক আমার কানে পৌছাবে না,
চোঁখ মেলেও দেখবো না একটি বারের জন্য তোমায় !
সেদিন তুমি ঠিক ই বুঝবে কতটা অভিমানের পর ঘুমিয়েছি আমি.
( মিজান,রিয়াদ,কুমিল্লা)
so nice song
Mizan Khan রাইট
nice song
ধন্যবাদ সবাইকে ভালোবাসা অভিরাম।
Absulotly right .
জীবনে ভুল মানুষকে ভালবেসে মান সন্মান সব হারালাম আর কষ্ট ছারা কিছুই পেলামনা বড় বিশ্সাস করেছিলাম তার পতিদান পেয়েছি আজ এখন ভাল আছি আলহামদুলিল্লাহ তবে কারো দুস দেইনা নিজেরই দুস ছিলো তোমাকে ভালবাসা।
Age banan likha Shikh
দোয়া করি আমার মতন তুমি কেঁদো না, তুমি সুখে থাকো আমার জান
কারো হাত শেষ পর্যন্ত ধরে না রাখতে পারলে ভালবেসো না,প্রিয়জন হারানোর ব্যথা সবাই সহ্য করতে পারে না 😓💔
আসিফের জন্যই সাউন্ডটেকের আজকের এই অবস্থান✌
প্রেম তুমি অধরা রয়ে গেলে,দিয়ে গেলে এক নদীর ঝল, মাজ রাতে ঘুমের ঘরে চখের পানি তে ভিজে যায় বাঁলিশ,
কাঁদালে কাঁদতে হয়, তুমিও কাঁদবে.... কিন্তু তখন আর কাউকে পাশে পাবেনা। জানি এইসব গান তোমাদের মত এই আধুনিক যুগের মেয়েরা শুনেনা। এছাড়া তুমি তো আর কষ্ট পাওনি। গানটি যেন মনের সব কথাই তুলে ধরলো।
অতুলনীয় লেখা ভাই
@@oliahmedtrust1472 ধন্যবাদ ভাই।
জীবনের একটা সময় ছিল এই গান গুলা শুনতাম আর আগাইতাম
প্রিয় গান টা শুনলাম অনেক দিন পরে.....17.04.22. রবিবার
প্রিয় মানুষ টা কে খুব মিস করসি,,,২০২২ সালে কে কে শুনসেন