রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।। চলমান স্বাস্থ্যসেবা।। প্রবাহচিত্র
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024
- রামগতিবাসীর সুচিকিৎসাসেবার একমাত্র ৩১ শয্যাবিশিষ্ট রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান স্বাস্থ্যসেবার প্রবাহচিত্র
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সংযোজন সিজারিয়ান ব্যবস্থা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার এর তত্ত্বাবধানে, পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতাল প্রাঙ্গণকে এখন স্থায়ীভাবে আলোকিত করার ব্যবস্থা করা হয়েছে।
তদুপরি, নিরবচ্ছিন্নভাবে চলছে হাসপাতালের স্বাস্থ্যসেবা।
মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।
রামগতিবাসীর জন্য আজ একটি স্মরনীয় দিন।
ক্ষুধা- দারিদ্র্যতায় জর্জরিত মৎস্য এবং কৃষিনির্ভর দেশের প্রত্যন্ত এই উপজেলার পৌনে ৩ লক্ষ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মাতৃমৃত্যু এবং নবজাতক মৃত্যু হ্রাস করা আজ পুরো বাংলাদেশের জন্য বিশেষ চ্যালেঞ্জ।
জটিল গর্ভবতী মায়েদের সামান্য চিকিৎসা সেবাও যেখানে এতোদিন রামগতিবাসীর জন্য ছিল স্বপ্ন, আজ সেই স্বপ্ন সত্য হয়ে ধরা দিলো এই উপজেলারই কৃতি সন্তান উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামনাশিষ মজুমদার মহোদয়ের সুদক্ষ ব্যবস্থাপনায়।
২৯ শে মার্চ, ২০২১ রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলেকজান্ডার পৌরসভার অধিবাসিনী ২২ বছর বয়সী মিসেস হাসনা বেগম গর্ভবতী এক মা সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন।যা রামগতিবাসীর জন্য সত্যি এক আনন্দের দিন।এই জটিল অপারেশনটি সম্পন্ন হয় মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত সবার প্রিয় মুখ লক্ষ্মীপুর জেলার সম্মানীত সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার এবং তাঁর টিমের অন্যান্য সদস্যদের সুদক্ষ নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামনাশিষ মজুমদারের যথাযথ ব্যবস্থাপনায়।
এদিকে রামগতি উপজেলায় নিম্নোক্ত স্থানে সরকারী ছুটি দিন ব্যাতিত প্রতিদিন টিকা কার্যক্রম চলতেছে -
১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলেকজান্ডার,
২।বড় খেরী উপ-স্বাস্থ্য কেন্দ্র,রামগতি,
৩।চর বাদাম পরিবার পরিকল্পনা কেন্দ্র।
টিকা বিষয়ে যেকোন তথ্যের জন যোগাযোগ করার
মোবাইল নং ০১৭৩০৩২৪৮৫৮
#৩১_শয্যা_বিশিষ্ট_রামগতি_উপজেলা_স্বাস্থ্য কমপ্লেক্স_হাসপাতালের_স্বাস্থ্যসেবা