পাঠ -১ রিজিক বা জীবিকা কত প্রকার কি কি?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 10

  • @roksanqzaman9089
    @roksanqzaman9089 หลายเดือนก่อน +2

    সালামুন আলাইকুম স্যার। আপনার জন্য অনেক অনেক -----

  • @pijushsadhu562
    @pijushsadhu562 หลายเดือนก่อน +3

    বিশ্ব বাসির প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া বর্ষিত হোক।

  • @koly5333
    @koly5333 หลายเดือนก่อน

    সালামুআলাইকুম স্যার রাব্বানা ওয়াতা কব্বাল দোয়া

  • @Enerdiff
    @Enerdiff หลายเดือนก่อน

    Rijik mane ki bujhiyeche sirr blbn please iktu likhe?

  • @webtechsoftltd90
    @webtechsoftltd90 หลายเดือนก่อน +1

    এই ভন্ড গ্রুপ আপনাদের বুঝার জন্য ০৩ টি আয়াত দিলাম
    এক
    সাহাবীদের মত ঈমান
    সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন -
    ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
    দুই
    মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
    ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
    و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
    আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।
    তিন
    আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
    ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
    إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
    أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
    অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।

  • @waliulislam6522
    @waliulislam6522 หลายเดือนก่อน +1

    কোন সুরার কত নম্বর আয়াত থেকে শুরু করলেন?

  • @waliulislam6522
    @waliulislam6522 หลายเดือนก่อน

    রিজিক অর্থ আমি যতদুর বুঝেছি কুরআন পড়ে, তা হলো জীবনোপকরণ। অর্থাৎ প্রাণীর জীবন ধারনের জন্য যা যা প্রয়োজন সে সব কিছু।