কে এই কল্পনা চাকমা? কেন তাকে নিয়ে এত মাতামাতি? কল্পনা চাকমার সবচেয়ে বড় পরিচয় হল তিনি ছিলেন তৎকালীন শান্তিবাহিনীর অঙ্গ সংগঠন হিল উইমেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদিকা। রাজনৈতিক, আন্দোলন ও নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যেই দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। কিন্তু এই নেতৃত্ব কল্পনা চাকমা বেশিদিন চালিয়ে যেতে পারেননি। ১৯৯৬ সালে ১১ জুন মধ্যরাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। অবশ্য কেউ কেউ বলে তাকে অপহরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেন তিনি স্বেচ্ছায় অন্তর্ধান হয়েছেন। জেনে নেয়া যাক অনুসন্ধান কি বলে: কল্পনা চাকমার প্রেমিক (পরবর্তীতে স্বামী) অরুণ বিকাশ চাকমা ভারতের অরুণাচল প্রদেশের ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন। অরুণ চাকমা বেশ কয়েকবার কল্পনা চাকমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কল্পনা এবং অরুণ দুজনের মধ্যে ভালবাসার সম্পর্কও গড়ে উঠেছিল। এই সম্পর্কের কথা কল্পনার বাড়িতে জানাজানি হলে কল্পনার পরিবার সে সম্পর্ককে মেনে নিতে অস্বীকৃতি জানায়। অপরদিকে তৎকালীন তরুণ সেনা অফিসার লে. ফেরদৌস বেশ কিছু সফল অপারেশন পরিচালনার মাধ্যমে শান্তিবাহিনী এবং পিসিপির মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। তিনি ছিলেন উগলছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। নির্বাচনের উদ্দেশ্যে তার ঐ ক্যাম্পে আগমন। খুব তাড়াতাড়ি তার এই সফলতা শান্তিবাহিনী এবং পিসিপির মধ্যে চিন্তার উদ্রেক করে। পরবর্তিতে তাকে প্রতিহত করার উদ্দেশ্যে তার গাড়ির বহরের উপর বেশ কয়েকবার এম্বুশ করে পিসিপি এবং শান্তিবাহিনী। কিন্তু তার কোন ক্ষতি করতে পারে নি তারা। ফলে তারা ফন্দি আটতে থাকে কিভাবে লে. ফেরদৌসকে কোন বিতর্কে জড়িয়ে তাকে এলাকা ছাড়া করা যায়। অপরদিকে কল্পনা চাকমা হিল উইমেন ফেডারেশানের সদস্য এবং তাদের নিজস্ব প্রার্থী বিজয় কেতন চাকমার প্রচার চালানোর দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের প্রচার চালাচ্ছিলেন। যার কারণে তিনি অতি দ্রুত সবার নজরে চলে আসেন। ফলে ‘সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর‘ বাংলা প্রবাদের মতো তাকে ঘিরেই ষড়যন্ত্র পরিকল্পনা সাজায় আঞ্চলিক সংগঠনটি। বিষয়টি টের পেয়ে তৎকালীন শান্তিবাহিনী ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)‘র কতিপয় শুভাকাঙ্ক্ষীর সহায়তায় এবং পরিকল্পনায় প্রেমিক অরুণ বিকাশ চাকমার কাছে কল্পনা চাকমা পালিয়ে যান। যাকে অনেকটা স্বেচ্ছায় অন্তর্ধান বলা যায়। বিষয়টি তার পরিবারের সকলেই জানে। এ ঘটনায় প্লট পরিবর্তন করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য শান্তিবাহিনী এবং পিসিপি সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা অপহরনের নাটক মঞ্চস্থ করে। যার প্রথম ধাপ ছিল ১২ জুন ১৯৯৬ তারিখে কল্পনা চাকমার ভাই কালিন্দা কুমার চাকমা বাঘাইছড়ি থানার মামলা (মামলা নং-২/৯৬১)। পরবর্তীতে কল্পনা চাকমা নিখোঁজের ব্যাপারটিকে নিয়ে তদন্ত কমিশন গঠন করা হয়। এক পর্যায়ে তদন্ত কমিশন কল্পনা চাকমার মাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কল্পনা চাকমার মা শান্তিবাহিনী ও পিসিপির চাপে পরে উপরোক্ত ঘটনাটি আড়াল করেন এবং তদন্ত কমিটিকে জানায়, যে রাতের বেলা কিছু লোক অস্ত্র হাতে, লুঙ্গি পরিহিত অবস্থায় তার বাড়িতে দরজা কেটে প্রবেশ করে কল্পনাকে নিয়ে যান। সাথে কল্পনার দুই ভাইকেও নিয়ে যায়। কিছুদূর নিয়ে যাওয়ার পর তার ভাইদের পাঠিয়ে দেয় এবং তৎক্ষণাৎ তার মা তিনটি গুলির আওয়াজ পান। এখানে মজার ব্যাপার হল যে, গুলির আওয়াজ তিনি একাই পেয়েছিলেন। তার আশেপাশের কেউ এই আওয়াজ পান নি। তিনি আরো বলেন যে, ‘যারা এসেছিল তাদের কন্ঠস্বর নাকি সেনাবাহিনীর মত‘। যাই হোক, সময়ের সাথে চলতে থাকে তদন্তের কার্যক্রম।
তখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম।কল্পনা চাকমাকে অনেক মাইকিং করে করে খোজা হয়েছিল। তখন তো এতো কিছু বুঝতাম না।আজ এই গান শোনার পরে সেই ছোটবেলা ফিরে পেলাম।ধন্যবাদ আপনাকে,এই প্রতিবাদের জন্য।আমরা চাই কল্পনা চাকমা আমাদের মাঝে সুস্হভাবে ফিরে আসুক।
কল্পনা চাকমা গানটি প্রথমে শুনতে পেয়েছি একটা পাহাড়ি মেয়ের কাছ থেকে। পরে মূল কথা, সুর আপনার তাই আর দেরি না করে ইউ টিউব এ আপনাকে খুঁজি এবং এই গানটা যে মুখরা গেয়েছেন এবং বিশেষ করে যেটা সবচাইতে মন কেড়েছে আপনার কথাগুলো। আপনি যেভাবে সত্যি কথাগুলো নির্ভয়ে, নির্বিঘ্নে, নিরদ্বিধায় স্পষ্ট ভাষায় বুক ফুলিয়ে আপনার যতটুকু সম্ভব আমাদের পাহাড়ের দুঃখ দুরদশা মনের অনেক কথাগুলো বলেছেন, বলে গেছেন, বলে যাবেন আশাকরি যেটা আমরা পাহাড়িদের পক্ষে এভাবে প্রকাশ্বে বলা আমরা সপ্নেও ভাবিনা। তাই আপনাকে পাহাড়ের আদিবাসী পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। পরিশেষে বলতে চাই আমরা সবাই বাংলাদেশী, বাংলাদেশ আমাদের মা, আমাদের অহংকার। আমরা আদিবাসীরাও সমতলের মানুষের মত শোষণহীন ভাবে, নিরাপদে বাঁচতে চাই। চাইনা কোন বৈষম্য, চাইনা কোন সামপ্রদায়িকতা,মারামারি, হানাহানি, হত্যা, গুম। সংগ্রামী সালাম আপনাকে।❤️❤️🇧🇩🇧🇩🌹🌹
গা শিউরে ওঠার একটি প্রতিবাদী গান✊✊।। এমন একটি গান উপহার পেয়ে আদিবাসীদের পক্ষ থেকে স্যালুট ও কৃতজ্ঞতা রইল দিদি 🫡🫡।। ভালবাসা অটুট রইল দিদি আপনার জন্য ❤❤..!!
ভাই, আপনি বিশ্বাস করুন, আমি কোন বাঙ্গালীদের বিপক্ষে নই। ভাই, আপনি বিশ্বাস করুন, আপনি যখন পাহাড়ে আসবেন তখন বুঝতে পারবেন - পাহাড়িরা কত সহজ সরল। তাদেরকে ভুল ব্যাখ্যা করে সমতলে বা আপনাদের কাছে ভুল প্রমাণ দেখায়। পাহাড়িরা কত সহজ সরল আর খোলা মনের মানুষ আপনি না দেখলে বুঝতে পারবেন না।
জীবনে আজকে প্রথম শুনলাম গানটা, ইউটিউবে এসে গানের ইতিহাস জেনে কসম আল্লাহ চোখে পানি ধরে রাখতে পারিনি।একজন স্বাধীন বাঙালি হিসেবে ২৪ এর এ স্বাধীন দেশে দাঁড়িয়ে আমি বা আমার মতো ছাত্র সমাজ চাই কল্পনার মামলার বিচার হোক। সবচেয়ে বেশি জরুরি হলো পাহাড়ি মানুষ গুলার কথা শুনতে চাই।তাদের কে সংখ্যা লুঘু না ভেবে বাঙালি ভাবা উচিৎ।কারণ তাদের জন্ম আমাদের বাংলাদেশে।সরকার গঠনে ও তাদের অংশগ্রহণ করার মতো প্রতিনিধি রেখে আমাদের এদেশ এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মনে করি। এক কথায় পাহাড়ি বা সংখ্যালুঘু নই এরা।এরাও বাংলাদেশী।✊✊✊✊
Vai amra bangali noi amra chakma marma tripura bom etc. kind of indigenous people but we are Bangladeshi We have our own words, cultures, food cultures, etc etc
স্যালুট দিদি আপনাকে। গানের মাধ্যমে আমাদের পাহাড়ের প্রায় না জানা কথা তুলে ধরার জন্য।😢 বাঙালি ভাইয়েরা হয়তো অনেকেই হয়তো জানেনা শ্রদ্ধেয় কল্পনা চাকমা কে বা তার অবদান কী পাহাড়ে 😢😢
অসাধারণ,,,, আমাদের জন্মের আগে তার জন্ম, এবং আমাদের বিবেক বুদ্বি হবার আগেই তাকে ঘুম করা হয়েছে,,, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি মানুষ রা সব সময় মানুষের ভালোবাসা তে থাকে
ধন্যবাদ, নতুন প্রজন্ম এই গানের মধ্য দিয়ে কল্পনা চাকমাকে নতুন করে চিনবে❤❤❤ ভগবানের কাছে প্রার্থনা ওনার সাথে হওয়া অন্যায়ের বিচার হোক🙏 আমরা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে একত্র হই।
সায়ান ম্যাম আপনাকে স্যালুট জানাই। গানের মাধ্যমে সুন্দর প্রতিবাদ এবং পাহাড়ের প্রতিবাদী কন্যা কল্পনা চাকমাকে নুতন করে সমতলের মানুষের কাছে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ,,,, আপনাকে।
সবাই বলে পাহাড় দেখতে সুন্দর কিন্তু তারা জানে না যে পাহাড়ে কত কষ্ট করে বেঁচে আছে আদিবাসীরা 😢 আমি একজন চাকমা আদিবাসী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি গানের সাথে সাথে কল্পনা চাকমার কথা উল্লেখ করার জন্য✨
M from Northeast INDIA, and i don't know after listening to this lines m Y tears are rolling down at this hour of the night....... 🥺 Long Live Kolpona Chakma ✊🏼
আপা আপনার প্রতি কৃতজ্ঞতা আপনি একজন কল্পনা চাকমাকে ভুলে যাননি বরং নতুন প্রজন্মের কাছে চিনিয়ে দিয়েছেন। তথাকথিত প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বেরা এসব উচ্চারণ করতেও ভয় পান যেখানে আপনি মানবতার অকুতোভয় সৈনিক। মানবতার জয় হোক।
Take a bow Ma'am! What a creative way to represent Kalpana Chakma. Being honest I also didn't knew about Kalpana Chakma before. But this song is the perfect example of "Music connects people". You should do a collaboration with Coke Studio Bangla and represent this song to the whole country and internationally! Keep more songs coming like this.
Mam…I got to know you through our Quota movement. And I’m glad I got to know you. You earned my respect from there and you have gained my love. Thank you for speaking about our sister Kalpana Chakma. Thank you for talking about us. Thank you for talking about the hills.
জিজ্ঞেস কর যদি কথা বলে উঠবে পাহাড়। কতো শক্তিশালী গানের কথা। ধন্যবাদ শায়ান ম্যাম , আপনার জন্য এক সাহসী নারীর কথা জান্তে পেরেছি।।। বিচার চাই কল্পনা চাকমা অপহরণের।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, জানি না কীভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাবো। গা শিউরে উঠলো গানটা শুনে। আমরা এই জেনেরেশনে ছেলে-মেয়ে হওয়ার সত্ত্বেও নিজেদের প্রতিবাদী মানুষের সংগ্রামের ইতিহাস জানি না এবং জানার চেষ্টাও করি না। আমরা আসলে নিজের ঘরের খবর রাখি না কিন্তু সারা বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবর রাখি। আপনার মতো সাহসী শিল্পী, সাহসী মানুষ আমাদের বাংলাদেশে আরও গড়ে উঠুক এই প্রার্থনা করি। প্রথমত আমরা সবাই মানুষ, এরপর না আমরা পাহাড়ী-বাঙ্গালি কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। কিন্তু দেশটা তো এক বাংলাদেশ আমরা বাংলাদেশী। দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একজোট হয়ে একের অপরকে সম্মান মর্যাদা দিয়ে কাজ করতে হবে।
কল্পনা চাকমাকে আমরা অনেকে চিনি না । যারা কিছুটা চিনি , তারাও অনেকেই তাকে ভুলে গিয়েছি । তিনি ছিলেন পাহাড়ের কন্যা । তিনি ছিলেন একজন অত্যন্ত সাহসী নারী নেত্রী । তিনি ছিলেন একজন মানবাধিকার কর্মী ।তিনি ছিলেন পাহাড়ের বলিষ্ঠ আওয়াজ । তিনি ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীর আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক ।তিনি ছিলেন আমারই সমবয়সী একটি মেয়ে । মাত্র কুড়ি বছর বয়সে এই কন্ঠটিকে থামিয়ে দেয়া হয়েছিল । ১৯৯৬ সালের ১২ই জুন কল্পনা চাকমা অপহৃত হন তার নিজ বাড়ি থেকে তার পরিবারের সদস্যদের চোখের সামনে । এরপর তিনি আর কখনো ফিরে আসেননি । তার এই "গুম" হয়ে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয় । সেই মামলাটি দীর্ঘ ২৮ বছর ধরে নানান প্রতিবন্ধকতার ভেতরেও চালিয়ে নেবার পর শেষমেষ গত ২৩শে এপ্রিল ২০২৪ তারিখে রাঙ্গামাটির আদালতে সেই মামলাটি খারিজ হয়ে যায় । এতে করে অভিযুক্ত অপরাধীকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া আরোই কঠিন হয়ে গেল । উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি ছিলেন তৎকালীন রাষ্ট্রীয় বাহিনীর একজন সদস্য , যিনি আজো জীবিত আছেন এবং মুক্ত আছেন। আমি কল্পনা চাকমার শক্তি থেকে শক্তি নিয়ে বাঁচতে চেষ্টা করি । নিজেকে মনে করিয়ে দেই , কল্পনার ঐ ২০ বছরের জীবনের যা সংগ্রাম, তার কাছে আমি দায়বদ্ধ ।আমি যখন ভয় পাই, কল্পনার নির্ভীকতাই তখন আমার শক্তির উৎস । শিল্পী হিসেবে , মানুষ হিসেবে, নারী হিসেবে , প্রতিবাদের মানুষ হিসেবে , প্রকৃতির সন্তান হিসেবে কল্পনাকে ধারণ করে বাঁচাই আমার বেঁচে থাকবার সংস্কৃতি । এটা কল্পনা চাকমাকে নিয়ে গান । সেই গানের টুকিটাকি গল্প । আগামী ১০ই জুন ২০২৪ তারিখে গানটি প্রকাশিত হবে আমার ইউটিউব চ্যানেল এবং পেইজ থেকে । সকলকে ধন্যবাদ । প্রতিবাদ বেঁচে থাক ... এই কামনা করি । আর চিরকাল সূর্যের মত জ্বলবেই কল্পনা চাকমার নাম । জ্বলবেই...
অনেক ছোটবেলায় শুনেছিলাম কল্পনা চাকমার ঘটনাটি। তখনও খুবই কষ্ট পেয়েছিলাম।আজ আবার এই গানটা শুনে হৃদয়ে রক্তক্ষরণ হলো। কেনো যেনো পাহাড় আমাকে খুবই টানে তার সাথে সবচেয়ে বেশি টানে সহজ সরল পাহাড়ি মানুষগুলোকে। এজন্যই বারে বারে ফিরে যায়। আর অসমতাগুলো আরো বেশি চোখে পড়ে।
ধন্যবাদ আপনাকে। 🙏আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।তবে আরো জানতে ইচ্ছে হলো। তবে কল্পনা চাকমা দিদি যে বছরে নিখোঁজ তার এক বছর পর নভেম্বরে আমার জন্ম।তাই আমি, আমরা প্রতিবাদী হয়ে উঠতে পারলাম না।কিন্তু আপনার আদিবাসীদের প্রতি এত ভালোবাসা। 🤔😍❤️
15:37 আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দিদি❤❤শ্রদ্ধেয় কল্পনা দিদি মতো আপনি ও আমার মনের জায়গায় থাকবেন😍 এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনার ভিডিও দেখে এখন বাঙালি ভাই -বোনেরা কিছুটা হলেও বুঝবে আমাদের পাহাড়ের সম্পর্কে 😔😔
লিরিকাল গানের লিংক (১০ই জুন): th-cam.com/video/_ZfmdnJj5Ao/w-d-xo.html
কে এই কল্পনা চাকমা? কেন তাকে নিয়ে এত মাতামাতি?
কল্পনা চাকমার সবচেয়ে বড় পরিচয় হল তিনি ছিলেন তৎকালীন শান্তিবাহিনীর অঙ্গ সংগঠন হিল উইমেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদিকা। রাজনৈতিক, আন্দোলন ও নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যেই দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। কিন্তু এই নেতৃত্ব কল্পনা চাকমা বেশিদিন চালিয়ে যেতে পারেননি। ১৯৯৬ সালে ১১ জুন মধ্যরাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। অবশ্য কেউ কেউ বলে তাকে অপহরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেন তিনি স্বেচ্ছায় অন্তর্ধান হয়েছেন। জেনে নেয়া যাক অনুসন্ধান কি বলে:
কল্পনা চাকমার প্রেমিক (পরবর্তীতে স্বামী) অরুণ বিকাশ চাকমা ভারতের অরুণাচল প্রদেশের ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন। অরুণ চাকমা বেশ কয়েকবার কল্পনা চাকমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কল্পনা এবং অরুণ দুজনের মধ্যে ভালবাসার সম্পর্কও গড়ে উঠেছিল। এই সম্পর্কের কথা কল্পনার বাড়িতে জানাজানি হলে কল্পনার পরিবার সে সম্পর্ককে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
অপরদিকে তৎকালীন তরুণ সেনা অফিসার লে. ফেরদৌস বেশ কিছু সফল অপারেশন পরিচালনার মাধ্যমে শান্তিবাহিনী এবং পিসিপির মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। তিনি ছিলেন উগলছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। নির্বাচনের উদ্দেশ্যে তার ঐ ক্যাম্পে আগমন। খুব তাড়াতাড়ি তার এই সফলতা শান্তিবাহিনী এবং পিসিপির মধ্যে চিন্তার উদ্রেক করে। পরবর্তিতে তাকে প্রতিহত করার উদ্দেশ্যে তার গাড়ির বহরের উপর বেশ কয়েকবার এম্বুশ করে পিসিপি এবং শান্তিবাহিনী। কিন্তু তার কোন ক্ষতি করতে পারে নি তারা। ফলে তারা ফন্দি আটতে থাকে কিভাবে লে. ফেরদৌসকে কোন বিতর্কে জড়িয়ে তাকে এলাকা ছাড়া করা যায়।
অপরদিকে কল্পনা চাকমা হিল উইমেন ফেডারেশানের সদস্য এবং তাদের নিজস্ব প্রার্থী বিজয় কেতন চাকমার প্রচার চালানোর দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের প্রচার চালাচ্ছিলেন। যার কারণে তিনি অতি দ্রুত সবার নজরে চলে আসেন। ফলে ‘সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর‘ বাংলা প্রবাদের মতো তাকে ঘিরেই ষড়যন্ত্র পরিকল্পনা সাজায় আঞ্চলিক সংগঠনটি। বিষয়টি টের পেয়ে তৎকালীন শান্তিবাহিনী ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)‘র কতিপয় শুভাকাঙ্ক্ষীর সহায়তায় এবং পরিকল্পনায় প্রেমিক অরুণ বিকাশ চাকমার কাছে কল্পনা চাকমা পালিয়ে যান। যাকে অনেকটা স্বেচ্ছায় অন্তর্ধান বলা যায়। বিষয়টি তার পরিবারের সকলেই জানে।
এ ঘটনায় প্লট পরিবর্তন করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য শান্তিবাহিনী এবং পিসিপি সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা অপহরনের নাটক মঞ্চস্থ করে। যার প্রথম ধাপ ছিল ১২ জুন ১৯৯৬ তারিখে কল্পনা চাকমার ভাই কালিন্দা কুমার চাকমা বাঘাইছড়ি থানার মামলা (মামলা নং-২/৯৬১)।
পরবর্তীতে কল্পনা চাকমা নিখোঁজের ব্যাপারটিকে নিয়ে তদন্ত কমিশন গঠন করা হয়। এক পর্যায়ে তদন্ত কমিশন কল্পনা চাকমার মাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কল্পনা চাকমার মা শান্তিবাহিনী ও পিসিপির চাপে পরে উপরোক্ত ঘটনাটি আড়াল করেন এবং তদন্ত কমিটিকে জানায়, যে রাতের বেলা কিছু লোক অস্ত্র হাতে, লুঙ্গি পরিহিত অবস্থায় তার বাড়িতে দরজা কেটে প্রবেশ করে কল্পনাকে নিয়ে যান। সাথে কল্পনার দুই ভাইকেও নিয়ে যায়। কিছুদূর নিয়ে যাওয়ার পর তার ভাইদের পাঠিয়ে দেয় এবং তৎক্ষণাৎ তার মা তিনটি গুলির আওয়াজ পান। এখানে মজার ব্যাপার হল যে, গুলির আওয়াজ তিনি একাই পেয়েছিলেন। তার আশেপাশের কেউ এই আওয়াজ পান নি। তিনি আরো বলেন যে, ‘যারা এসেছিল তাদের কন্ঠস্বর নাকি সেনাবাহিনীর মত‘। যাই হোক, সময়ের সাথে চলতে থাকে তদন্তের কার্যক্রম।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আমাদের আধিবাসীদের পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা।
তখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম।কল্পনা চাকমাকে অনেক মাইকিং করে করে খোজা হয়েছিল। তখন তো এতো কিছু বুঝতাম না।আজ এই গান শোনার পরে সেই ছোটবেলা ফিরে পেলাম।ধন্যবাদ আপনাকে,এই প্রতিবাদের জন্য।আমরা চাই কল্পনা চাকমা আমাদের মাঝে সুস্হভাবে ফিরে আসুক।
Well said
😢
জানিনা সে আসবে কিনা তার আত্মত্যাগ যেন বৃথা না যায় এটা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
মেরে ফেলছে may be 28 বছর পর তার মামলা খারিজ করে দিছে
😢😢😢😢
কল্পনা চাকমা গানটি প্রথমে শুনতে পেয়েছি একটা পাহাড়ি মেয়ের কাছ থেকে। পরে মূল কথা, সুর আপনার তাই আর দেরি না করে ইউ টিউব এ আপনাকে খুঁজি এবং এই গানটা যে মুখরা গেয়েছেন এবং বিশেষ করে যেটা সবচাইতে মন কেড়েছে আপনার কথাগুলো। আপনি যেভাবে সত্যি কথাগুলো নির্ভয়ে, নির্বিঘ্নে, নিরদ্বিধায় স্পষ্ট ভাষায় বুক ফুলিয়ে আপনার যতটুকু সম্ভব আমাদের পাহাড়ের দুঃখ দুরদশা মনের অনেক কথাগুলো বলেছেন, বলে গেছেন, বলে যাবেন আশাকরি যেটা আমরা পাহাড়িদের পক্ষে এভাবে প্রকাশ্বে বলা আমরা সপ্নেও ভাবিনা। তাই আপনাকে পাহাড়ের আদিবাসী পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
পরিশেষে বলতে চাই আমরা সবাই বাংলাদেশী, বাংলাদেশ আমাদের মা, আমাদের অহংকার। আমরা আদিবাসীরাও সমতলের মানুষের মত শোষণহীন ভাবে, নিরাপদে বাঁচতে চাই। চাইনা কোন বৈষম্য, চাইনা কোন সামপ্রদায়িকতা,মারামারি, হানাহানি, হত্যা, গুম।
সংগ্রামী সালাম আপনাকে।❤️❤️🇧🇩🇧🇩🌹🌹
আমরাও চাই সমতলের মত পাহাড়ের বৈষম্য দূর হোক...... ✌️
রাইট ❤
❤
গা শিউরে ওঠার একটি প্রতিবাদী গান✊✊।। এমন একটি গান উপহার পেয়ে আদিবাসীদের পক্ষ থেকে স্যালুট ও কৃতজ্ঞতা রইল দিদি 🫡🫡।। ভালবাসা অটুট রইল দিদি আপনার জন্য ❤❤..!!
Unar poribare k k ase?
সায়ান আপুকে আগে থেকেই পছন্দ করতাম, তবে এই গানটা শোনার পর, উনার উপর আরো ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই বেড়ে গেলো।
অশেষ ভালোবাসা এবং শুভকামনা
গান দিয়ে যে এত তীব্রভাবে প্রতিবাদ করা যায় অভাবনীয়, কি তীব্রতায় আপনি কল্পনা চাকমাকে, পাহাড়কে অনুভব করেছেন, আর কী সাহসীকতায় অন্যায়কে প্রতিবাদ জানিয়েছেন! আপনার অনুভবতাকে শ্রদ্ধা জানায়। খুবই হৃদয় স্পর্শী গান, অসাধারণ!
আপনাকে স্যালুট।
❤❤
গান টা হ্নদয় ছুয়ে গেল, যেখানে আছেন ভালো থাকবেন কল্পনা দিদি♥️
বাংলার একমাত্র বিদ্রোহী শিল্পী❤️
আমি একজন বাঙালি। গানটা শুনে পাহাড়িদের জন্য মনটা কেঁদে উঠলো।
ভাই, আপনি বিশ্বাস করুন, আমি কোন বাঙ্গালীদের বিপক্ষে নই। ভাই, আপনি বিশ্বাস করুন, আপনি যখন পাহাড়ে আসবেন তখন বুঝতে পারবেন - পাহাড়িরা কত সহজ সরল। তাদেরকে ভুল ব্যাখ্যা করে সমতলে বা আপনাদের কাছে ভুল প্রমাণ দেখায়। পাহাড়িরা কত সহজ সরল আর খোলা মনের মানুষ আপনি না দেখলে বুঝতে পারবেন না।
Ora parbbot chattagram ke Bangladesh theke alada korte chay!
Jar jonno ora nijider adibashi dabi kore
Oder fade na diben na!
আপনাকে আমার সালাম
আপনাদেরকে আমরা কতটা ভালোবাসি।
কিভাবে বুঝাবো।
আপনারা যে আমার ভাই বোন।@@sumsungmobile7107
@@sumsungmobile7107আল্লাহ আপনাদের খুব ভালো রাখুন!
❤❤❤❤❤
গানটা কলিজা ছুয়ে গেল,এক মুহুর্তের জন্য নিরব স্তব্ধ হয়ে গেলাম,কল্পনা চাকমা দিদি যেখানে থাবেন ভাল থাকবেন
জীবনে আজকে প্রথম শুনলাম গানটা,
ইউটিউবে এসে গানের ইতিহাস জেনে কসম আল্লাহ চোখে পানি ধরে রাখতে পারিনি।একজন স্বাধীন বাঙালি হিসেবে ২৪ এর এ স্বাধীন দেশে দাঁড়িয়ে আমি বা আমার মতো ছাত্র সমাজ চাই কল্পনার মামলার বিচার হোক।
সবচেয়ে বেশি জরুরি হলো পাহাড়ি মানুষ গুলার কথা শুনতে চাই।তাদের কে সংখ্যা লুঘু না ভেবে বাঙালি ভাবা উচিৎ।কারণ তাদের জন্ম আমাদের বাংলাদেশে।সরকার গঠনে ও তাদের অংশগ্রহণ করার মতো প্রতিনিধি রেখে আমাদের এদেশ এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মনে করি।
এক কথায় পাহাড়ি বা সংখ্যালুঘু নই এরা।এরাও বাংলাদেশী।✊✊✊✊
Vai amra bangali noi amra chakma marma tripura bom etc. kind of indigenous people but we are Bangladeshi
We have our own words, cultures, food cultures, etc etc
😢😢😢
আহা পাহাড়ের জীবন। অদ্ভুত সুন্দর মনের আর অসম্ভব পরিশ্রমী সাধারণ মানুষগুলো। আমাদেরই ভাইবোন। আমরা বাংলাদেশী।
th-cam.com/video/J3fNK6rc0TI/w-d-xo.htmlsi=s_Xxwh9wTyLtmiEp
বাঙালি নয়, এটা বাংলাদেশী হবে,,কারণ তারা বাঙালি নয় তারা চাকমা
অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা আপু.... গায়ের লোম শিউরে উঠল গানটা শোনে.......
রাইট ❤❤
ধন্যবাদ আপু, আপনার গানের মাধ্যমে কল্পনা দিদির কথা তুলে ধরেছেন
স্যালুট দিদি আপনাকে। গানের মাধ্যমে আমাদের পাহাড়ের প্রায় না জানা কথা তুলে ধরার জন্য।😢 বাঙালি ভাইয়েরা হয়তো অনেকেই হয়তো জানেনা শ্রদ্ধেয় কল্পনা চাকমা কে বা তার অবদান কী পাহাড়ে 😢😢
পাহাড়িদের আমি অনেক ভালবাসি। যতবার পাহাড়ে যাই আমার আত্মায় কত যে শান্তি লাগে। আমি চাই আপনাদের সুযোগ সুবিধা ও অধিকারে যেন আপনারা সমতা পান।
@@mtf4031 thanks brother ❤️❤️
আমি আজকেই জানলাম এ বিষয়ে,,, গুগলে অনেক ঘাটাঘাটি করার পর তার সম্পর্কে জানলাম ঘটনাটি সত্যিই দুঃখজনক😢😢😢
রাইট
@bipআমিও❤asastudent314
আসলেই আপনি অসাধারণ একজন শ্রদ্ধেয় মানুষ
অসাধারণ,,,,
আমাদের জন্মের আগে তার জন্ম, এবং আমাদের বিবেক বুদ্বি হবার আগেই তাকে ঘুম করা হয়েছে,,, অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদি মানুষ রা সব সময় মানুষের ভালোবাসা তে থাকে
অনন্ত কাল বেচে থাকবেন আমাদের মাঝে❤
সায়ান আপু আল্লাহ সবসময় সুস্থ রাখোক আপনাকে সহস্র হাজারো ভালোবাসা সবসময় 😢😢
Gan r kotha gulo Khub valo laglo Dd❤. Onk onk valobasa roilo apnr jnn. God bless you so much dd🙏🙏
যতই যুগ যুগ পেরিয়ে যাকনা তবুও কল্পনা চাকমা স্মৃতি আমাদের মনের ভেতর আজীবন গেঁথে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গানটি অনেক সুন্দর গেয়েছেন।
❤❤❤❤ ধন্যবাদ আপনাকে আপনার প্রতিবাদী গানের মাধ্যমে আমাদের পাহাড়ের হাড়িয়ে যাওয়া ফুলকে ফুটে তোলার জন্য♥️♥️♥️ ভালোবাসা অবিরাম রইল❤️❤️❤️
অনেক সুন্দর হয়েছে গানটি। কল্পনা চাকমা দিদি আমাদের সকলের অন্তরে অমর হয়ে থাকবে।। ❣️❣️
অসাধারণ একটা গান রচনা করলেন এবং সুর দিলেন। গানের সুরটা মনমুগ্ধকর।
ধন্যবাদ, নতুন প্রজন্ম এই গানের মধ্য দিয়ে কল্পনা চাকমাকে নতুন করে চিনবে❤❤❤
ভগবানের কাছে প্রার্থনা ওনার সাথে হওয়া অন্যায়ের বিচার হোক🙏
আমরা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে একত্র হই।
বাহ! কি অসাধারণ? সালাম ম্যাম।
স্যালুট বোন আপনাকে। জীবন নই তাজা রক্তও দিতে রাজি✊
ভয় তো সবারই আছে, তবু তার মধ্যেই সাহসের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করা...... 👍 🙏
ধন্যবাদ। আপনার সাহসী ও সুমধুর প্রতিভাবান কন্ঠের জন্য বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
সায়ান ম্যাম আপনাকে স্যালুট জানাই। গানের মাধ্যমে সুন্দর প্রতিবাদ এবং পাহাড়ের প্রতিবাদী কন্যা কল্পনা চাকমাকে নুতন করে সমতলের মানুষের কাছে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ,,,, আপনাকে।
প্রিয় ফুল কাঠগোলাপ নিয়ে খুবই সুন্দর এবং যুক্তিযুক্ত একটি গান, অসাধারণ।
ধন্যবাদ আপু🙏🙏🙏🙏
Apnake onek onek dhonnobad. Pahar niye, Paharider niye Gaaner maddhome protibad korar Jonno. ✊🌹❤️
সত্যি বলতে কি এই কাহিনী আর গানটা শুনে অনেক কান্না আসলো আদিবাসীদের জন্য অনেক অনেক ভালোবাসা আমরা কিছুই করতে পারিনি তোমাদের জন্য সরি
সবাই বলে পাহাড় দেখতে সুন্দর কিন্তু তারা জানে না যে পাহাড়ে কত কষ্ট করে বেঁচে আছে আদিবাসীরা 😢
আমি একজন চাকমা আদিবাসী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি গানের সাথে সাথে কল্পনা চাকমার কথা উল্লেখ করার জন্য✨
আপনারা খেলাধুলায় ভালো। আপনারা ফুটবলে এগিয়ে আসুন।
আপনারা বাংলাদেশের ফুটবল অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করুন। দেশটা আপনাদেরই। এগিয়ে নিয়ে যান❤।
❤❤❤❤
❤❤❤❤
@@mioshasan8372আমাদেরকে আপনারা সাপোর্ট করলে আমরা বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করতে পারবো।
আপনার মাধ্যমে একজন নারী কে চিনলাম❤
কল্পনা যেখানেই থাকুক, সৃষ্টিকর্তা তাঁকে অনেক ভালো রাখুক
আপনি যেভাবে কল্পনা চাকমান কাহিনী উপস্থাপন করলেন একজন আদিবাসী ও আপনার মতন উপস্থাপন করতে পারবেনা।
ধন্যবাদ আপনাকে দিদি
Thanks apnake didi amader bonke mwne rakar jonno❤🥺onek onek valo laglo apnar kotha❤ apnar jonno onek onek valobasa roilo
Kolpona kothai thakto?
অকল্পনীয় সুন্দর! কথা ও সুর আর আবেগ!
M from Northeast INDIA, and i don't know after listening to this lines m Y tears are rolling down at this hour of the night....... 🥺
Long Live Kolpona Chakma ✊🏼
একজন কল্পনা চাকমা ছিলো,আছে,থাকবে🙌
কল্পনা চাকমার ব্যাপারে প্রথম জানলাম। সত্যি অসধারণ
আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই❤❤।আমরা এখন স্বাধীন না😥😥
প্রতিবাদের জন্য অনেক ধন্যবাদ।অবিরাম ভালোবাসা দিদি
সত্যি অসাধারণ একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে 💔
আপা আপনার প্রতি কৃতজ্ঞতা আপনি একজন কল্পনা চাকমাকে ভুলে যাননি বরং নতুন প্রজন্মের কাছে চিনিয়ে দিয়েছেন। তথাকথিত প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বেরা এসব উচ্চারণ করতেও ভয় পান যেখানে আপনি মানবতার অকুতোভয় সৈনিক।
মানবতার জয় হোক।
খুব অসাধারণ গান টি ❤দিদি আপনাকে প্রণাম জানাই 🙏
Take a bow Ma'am! What a creative way to represent Kalpana Chakma. Being honest I also didn't knew about Kalpana Chakma before. But this song is the perfect example of "Music connects people".
You should do a collaboration with Coke Studio Bangla and represent this song to the whole country and internationally! Keep more songs coming like this.
Mam…I got to know you through our Quota movement. And I’m glad I got to know you.
You earned my respect from there and you have gained my love.
Thank you for speaking about our sister Kalpana Chakma. Thank you for talking about us. Thank you for talking about the hills.
জিজ্ঞেস কর যদি কথা বলে উঠবে পাহাড়।
কতো শক্তিশালী গানের কথা।
ধন্যবাদ শায়ান ম্যাম , আপনার জন্য এক সাহসী নারীর কথা জান্তে পেরেছি।।।
বিচার চাই কল্পনা চাকমা অপহরণের।
গানটা অন্তর ছুয়ে গেল, কিনা অন্যায় করা হয়েছে এই বোন কল্পনা চাকমার সঙ্গে
আমি মনযোগ দিয়ে যতটা আপনার কথাগুলো শুনি।
তার চেয়ে অনেক অনেক বেশি সম্মান করি!!❤❤
অসাধারণ, মনের মানুষ আপনি। নিজের খেয়াল রাখবেন।❤
অনন্তকাল বেঁচে থাকবেন আমাদের কাছে দিদি🖤 আমদের পাহাড় নিয়ে আজ পর্যন্ত আপনার মত করে মন থেকে কেউ প্রতিবাদ করেনি🥹
শ্রদ্ধা
ভালোবাসা, বিনয় অবিরাম ❤
আপনার কথা গান গুলো আজীবন স্বরণীয় হিসেবে থাকুক।
❤️
Powerful writing.
Thank you for being a voice for the indigenous people.
অসাধারণ একটা আন্দোলন❤
আপনি এত সুন্দর জীবনের ছবি দেখালেন সত্যি অসাধারণ।
জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়। এই লাইনটার গভিরতা সব কিছু ছাপিয়ে গেছে।
Take my humble Love. you inspired me a lot. I can not write a single word like you. but I cry whenever I embrace your song.
বাহ্ খুব ভালো লাগলো। তারা চায় তুমি তাদের মতো প্রতিবাদ কর।
She knows what this government is always did to innocent people 😭❤️❤️❤️My favourite singer from now on ❤️
ধন্যবাদ। বিষয়টিকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য।
Didi valobasa roilo.....Rangamati❤️❤️
Hats off to you Ma'am❤
পাহাড়িদের সালাম দিনশেষে পাহাড়ি সমতল বাঙালি কি অবাঙালি বাংলাদেশি কি অবাংলাদেশি আমি চাই পুরো পৃথিবীর সবাই ভালো থাকুক
ধন্যবাদ সহমর্মিতা প্রকাশ করার জন্য
সত্যি কল্পনা চাকমার ভাইদের মুখে কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না
Oder paharider kothay mon golabenna
tumi ar tomra chara Bangladesh e kew na thakle e valo.!tai na Vai?
ধন্যবাদ সম্মানিত শিল্পী আপনাকে অনুসরণ করে বিপ্লবী হয়ে বেচে আছি।
😢😢😢 গানটি শুনে চোখে জল আটকে রাখতে পারলাম না 🥺
স্যালুট আপু।আপনার সংগ্রামে আমরাও সহযোদ্ধা ❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগলো এবং অন্যায়ের প্রতিবাদ করার শক্তি পেলাম। যতদিন প্রাণ আছে ততদিন প্রতিবাদ করে যাব অন্যায়ের বিরুদ্ধে।
😢😢😢❤❤❤ বলার ভাষা হারিয়ে ফেলেছি
শুধু কল্পনা চাকমা নই কতো কল্পনা চাকমার মতো ভাই-বোন এভাবেই হারিয়ে গেছে যাচ্ছে, গুঁতি কয়েক মানবতাকর্মী ছাড়া সবার অজানা 😢।
পাহাড়িদের আমি ভালো বাসি। ❤❤
আমরা সবাই বাংলাদেশি, একটাই পরিচয় আমাদের সবার
অসংখ্য ধন্যবাদ আপনাকে, জানি না কীভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাবো। গা শিউরে উঠলো গানটা শুনে। আমরা এই জেনেরেশনে ছেলে-মেয়ে হওয়ার সত্ত্বেও নিজেদের প্রতিবাদী মানুষের সংগ্রামের ইতিহাস জানি না এবং জানার চেষ্টাও করি না। আমরা আসলে নিজের ঘরের খবর রাখি না কিন্তু সারা বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবর রাখি। আপনার মতো সাহসী শিল্পী, সাহসী মানুষ আমাদের বাংলাদেশে আরও গড়ে উঠুক এই প্রার্থনা করি। প্রথমত আমরা সবাই মানুষ, এরপর না আমরা পাহাড়ী-বাঙ্গালি কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। কিন্তু দেশটা তো এক বাংলাদেশ আমরা বাংলাদেশী। দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একজোট হয়ে একের অপরকে সম্মান মর্যাদা দিয়ে কাজ করতে হবে।
সহমত
ধন্যবাদ ম্যাম। বিষয়টিকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য ❤
আপনার গান সত্যি বাস্তবতাকে সামনে নিয়ে আসে। ধন্যবাদ আপনাকে।
এই গানের মাধ্যমে আপনাকে আরেকবার জানলাম আপনি মানুষের অধিকারের কথা গানের মাধ্যমে বলেন,যা হ্রদয় শুয়ে যায়। ভালোবাসা রইল অফুরন্ত 🙏🙏🙏
আমার কাছে আপনার গান গুলো অনেক ভালো লাগে, আপনার গানে লজিক পাওয়া যায়, লাভ ইউ সাইয়ান আপু 😘❤️
কল্পনা চাকমাকে আমরা অনেকে চিনি না । যারা কিছুটা চিনি , তারাও অনেকেই তাকে ভুলে গিয়েছি । তিনি ছিলেন পাহাড়ের কন্যা । তিনি ছিলেন একজন অত্যন্ত সাহসী নারী নেত্রী । তিনি ছিলেন একজন মানবাধিকার কর্মী ।তিনি ছিলেন পাহাড়ের বলিষ্ঠ আওয়াজ । তিনি ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীর আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক ।তিনি ছিলেন আমারই সমবয়সী একটি মেয়ে । মাত্র কুড়ি বছর বয়সে এই কন্ঠটিকে থামিয়ে দেয়া হয়েছিল ।
১৯৯৬ সালের ১২ই জুন কল্পনা চাকমা অপহৃত হন তার নিজ বাড়ি থেকে তার পরিবারের সদস্যদের চোখের সামনে । এরপর তিনি আর কখনো ফিরে আসেননি । তার এই "গুম" হয়ে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয় । সেই মামলাটি দীর্ঘ ২৮ বছর ধরে নানান প্রতিবন্ধকতার ভেতরেও চালিয়ে নেবার পর শেষমেষ গত ২৩শে এপ্রিল ২০২৪ তারিখে রাঙ্গামাটির আদালতে সেই মামলাটি খারিজ হয়ে যায় । এতে করে অভিযুক্ত অপরাধীকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া আরোই কঠিন হয়ে গেল । উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি ছিলেন তৎকালীন রাষ্ট্রীয় বাহিনীর একজন সদস্য , যিনি আজো জীবিত আছেন এবং মুক্ত আছেন।
আমি কল্পনা চাকমার শক্তি থেকে শক্তি নিয়ে বাঁচতে চেষ্টা করি । নিজেকে মনে করিয়ে দেই , কল্পনার ঐ ২০ বছরের জীবনের যা সংগ্রাম, তার কাছে আমি দায়বদ্ধ ।আমি যখন ভয় পাই, কল্পনার নির্ভীকতাই তখন আমার শক্তির উৎস । শিল্পী হিসেবে , মানুষ হিসেবে, নারী হিসেবে , প্রতিবাদের মানুষ হিসেবে , প্রকৃতির সন্তান হিসেবে কল্পনাকে ধারণ করে বাঁচাই আমার বেঁচে থাকবার সংস্কৃতি ।
এটা কল্পনা চাকমাকে নিয়ে গান । সেই গানের টুকিটাকি গল্প । আগামী ১০ই জুন ২০২৪ তারিখে গানটি প্রকাশিত হবে আমার ইউটিউব চ্যানেল এবং পেইজ থেকে । সকলকে ধন্যবাদ । প্রতিবাদ বেঁচে থাক ... এই কামনা করি । আর চিরকাল সূর্যের মত জ্বলবেই কল্পনা চাকমার নাম । জ্বলবেই...
Osadaron manus apni akjon ❤❤❤❤❤❤❤❤
ভালবাসা নিয়েন।
আপনার জন্য সবসময় শুভকামনা।
🤎
বাংলার গর্বিত এক প্রতিবাদী শিল্পী 💝💝
অনেক ছোটবেলায় শুনেছিলাম কল্পনা চাকমার ঘটনাটি। তখনও খুবই কষ্ট পেয়েছিলাম।আজ আবার এই গানটা শুনে হৃদয়ে রক্তক্ষরণ হলো। কেনো যেনো পাহাড় আমাকে খুবই টানে তার সাথে সবচেয়ে বেশি টানে সহজ সরল পাহাড়ি মানুষগুলোকে। এজন্যই বারে বারে ফিরে যায়। আর অসমতাগুলো আরো বেশি চোখে পড়ে।
ভালোবাসা অবিরাম ❤! আপনাকে অসংখ্য ধন্যবাদ
Khub vako laglo ganer prottekta sure protibader dohni❤
wow this is a beautiful heart touching lyric. peace and justice to all
অসাধারণ দিদি🙏🙏🙏
হয়তো তখন আমরা ছোটো ছিলাম বা জন্ম হয়নি আমাদের কিন্তু আজকে বুঝতে পারলাম কে এই কল্পনা চাকমা ! খুবি কষ্ট লাগে তাদের কথা শুনলে!
অসাধারণ কথা বলেছেন
Darun bolechen didi bhai..standing firm against oppression.
অনেক অনেক ধন্যবাদ আপু সবাইকে গানের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য
অসাধারণ এক শ্রদ্ধাশীল গান।
কিন্তু আমরা বাঙালী আর কতকাল এমন বিচারহীনতায় চলবো?😢😢😢😢
কত সুন্দর করে অন্যায়, অবিচার, বৈষম্যের কথা বলে যান আপনি!
ধন্যবাদ আপনাকে। 🙏আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।তবে আরো জানতে ইচ্ছে হলো।
তবে কল্পনা চাকমা দিদি যে বছরে নিখোঁজ তার এক বছর পর নভেম্বরে আমার জন্ম।তাই আমি, আমরা প্রতিবাদী হয়ে উঠতে পারলাম না।কিন্তু আপনার আদিবাসীদের প্রতি এত ভালোবাসা। 🤔😍❤️
আপনাকে নমস্কার। আপনি দেখালেন সব বাঙালী এখনো মরে যায়নি। অজস্র ধন্যবাদ।
Thanks sayan mam❤
আপনাকে অনেক দন্যবাদ ❤❤❤❤
15:37 আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দিদি❤❤শ্রদ্ধেয় কল্পনা দিদি মতো আপনি ও আমার মনের জায়গায় থাকবেন😍 এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনার ভিডিও দেখে এখন বাঙালি ভাই -বোনেরা কিছুটা হলেও বুঝবে আমাদের পাহাড়ের সম্পর্কে 😔😔
U couldn’t stop myself from crying.what a great kady kolpona chakma.h
❤️ u mam,,,সত্যকে উদঘাটন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
আপনি স্বতন্ত্র, এক ও অনন্য.
তিনি শুধু শিল্পী নন।
তিনি একজন ন্যায় প্রতিবাদী যোদ্ধার শিল্পী।
তাঁর প্রতিটি ন্যায় প্রতিবাদ নিপীড়িত শোষিত মানুষের মুকুট