Bangla Natok | আঁচল | Achol | Aupee Karim, Sharmili Ahmed, Nafisa, Lekha by Chayanika Chowdhury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • Bangla Natok Achol "আঁচল " Featuring Aupee Karim , Sharmili Ahmed , Nafisa Lekha Directed by Chayanika Chowdhury
    Story: Bangla Natok Achol "আঁচল "
    CAST: Aupee Karim, Sharmili Ahmed, Nafisa, Lekha
    CREW: Chayanika Chowdhury
    A B O U T Chayanika Chowdhury
    Chayanika Chowdhury (1 December) is a Bangladeshi television drama director. She has been directing television dramas since 2001 and as of September 2017, she has directed 347 dramas. Chowdhury graduated from Chhayanaut Sangeet Biddayatan for Rabindra Sangeet and then went to Santiniketan. Chowdhury debuted directing television dramas in 2001 with the drama Shesh Belay. She got her breakthrough through the drama titled Ek Jiboney aired on 28 October 2002. Chowdhury's 50th directorial work was Maya, the 100th was Choloman Chhobi in 2010, the 200th was Juari in 2013 and the 300th was Sonar Manush in 2016. Chowdhury publisher her first book Mayaghar in 2014. Chowdhury is married to Arun Chowdhury, a writer, and journalist since 1990. They have a daughter Anulekha. Her sister Tamalika Karmakar is a film and television actress.
    A W A R D S:
    Cultural Reporters Award as the Best Director
    Best Critic Award as the Best Director from Cultural Journalist Forum of Bangladesh
    C O N N E C T
    ■ TH-cam Channel: bit.ly/2tApxVB
    ■ Facebook: / chayanika.ch. .
    #Newbanglanatok
    #ChayanikaChowdhury
    #BanglaNatok

ความคิดเห็น • 784

  • @kamruzzamankajol1903
    @kamruzzamankajol1903 ปีที่แล้ว +32

    তিন জন অভিনেত্রী কে নিয়ে পুরো নাটকটি এতটাই সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করতে ব্যর্থ হলাম। অসংখ্য ধন্যবাদ চয়নিকা চৌধুরীকে।

  • @abdurrahaman1134
    @abdurrahaman1134 ปีที่แล้ว +7

    অপি করিম অসম্ভব মায়াবী চেহারার অসম্ভব গুণী অভিনেত্রী,অসাধারণ অভিনয় যেন হৃদয়ের অভ্যন্তরে অভিনয়ের প্রতিটি মূহুর্ত হৃদয়কে বারবার ছুঁয়ে যায়। এককথায় অভিনয়ের সত্যিকারের অভিনেত্রী ,,,

    • @mahmudaakter5044
      @mahmudaakter5044 ปีที่แล้ว +1

      খুব সুন্দর একটা নাটক

  • @nilufaakter6887
    @nilufaakter6887 3 ปีที่แล้ว +36

    নাটকটা এতো এতো সুন্দর যে হৃদয় স্পর্শ করে। চোখের পানি ধরে রাখা যায়না। আজকাল এমন নাটক খুব কমই দেখা যায়। ধন্যবাদ পরিচাককে এবং যারা অভিনয় করেছেন।

    • @taslimabagum5467
      @taslimabagum5467 ปีที่แล้ว

      Be

    • @mimislam6639
      @mimislam6639 9 หลายเดือนก่อน

      To UK but see😂🎉 yh on is😊 all l see❤​@@taslimabagum5467

    • @SrityHome
      @SrityHome 8 หลายเดือนก่อน

      )@11a@2❤Natok
      ​@@taslimabagum5467

    • @ChampaDebi-it1ok
      @ChampaDebi-it1ok 8 หลายเดือนก่อน

      ​@@taslimabagum5467pu⁰ in 5D tc on

  • @moonnatahasan4795
    @moonnatahasan4795 ปีที่แล้ว +7

    একটা ফ্লাট আর ৩ টা মাত্র মানুষ দিয়ে এক জীবনের গল্প এতো সুন্দর ভাবে ১ ঘন্টায় দেখানো যায়!!!
    Just speechless!!!

  • @rumachakraborty33
    @rumachakraborty33 ปีที่แล้ว +7

    এতো সুন্দর একটা নাটক যে মন ভরে গেল।শর্মিলি আহমেদ বাংলাদেশ নাটকের একজন উজ্জ্বল রত্ন ছিলেন ।আজ তিনি নেই ....
    কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক

  • @ranjitsen4275
    @ranjitsen4275 3 ปีที่แล้ว +3

    অসাধারণ। চয়নিকা চৌধুরী আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। অপি করিম সত্যি আপনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী অসম্ভব সুন্দর আপনার অভিনয়। ধন্যবাদ সকলকে।

  • @rathinpan3367
    @rathinpan3367 3 ปีที่แล้ว +9

    মন ছুঁয়ে যাওয়ার মতো একটি হৃদয় বিদারক ঘটনা। চয়নিকা চৌধুরী মানেই তো প্রাত্যহিক জীবনের এক প্রতিচ্ছবি। চোখের কোণে জল এসে যাওয়ার মতো একটি তথ্যচিত্র। আপি করিমের অসামান্য অভিনয় মন ছুঁয়ে গেল। সঙ্গে শর্মিলি আহমেদের অভিনয় ও অনবদ্য হ্য়েছে।

  • @burhanuddin5067
    @burhanuddin5067 ปีที่แล้ว +12

    আমার জীবনে এই প্রথম এত সুন্দর নাটক দেখলাম তিনজন অভিনিত,,ধন্যবাদ

  • @azizulislam3503
    @azizulislam3503 3 ปีที่แล้ว +10

    💝💝💝এতদিন পরে একটা নাটক দেখলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না কারণ আপু তুমি যে অভিনয় করেছ মনে হয় যে বাস্তবে এরকম আপু আমি বিদেশে থাকি কুয়েতে এই নাটকটা দেখে মনে হয়❤️❤️❤️

  • @saydulislam664
    @saydulislam664 3 ปีที่แล้ว +9

    কিছু বলার মতো আমার নাই সুদু কান্না করেছি নাটকটা দেখে পরিচালক আপনিকে ধন্যবাদ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @riadmia325
    @riadmia325 4 ปีที่แล้ว +21

    কি বলবো আর, ভাষা খুজে পেলামনা। অপি আপু অভিনয়ের ভিতর এমনভাবে ডুকতে পারে। আসলে এটাই একটা অভিনেতা বা অভিনেত্রীর চরম স্বার্থকতা।

  • @ashokesarkar4667
    @ashokesarkar4667 ปีที่แล้ว +3

    আমরা বাঙালি মাত্রেই এক অপূর্ব জাতি।এত ভালোবাসা শ্নেহ এই বাঙালি মানসিকতার পরিচয়। এটা সত‍্যের নাট‍্যরূপ।আর অভিনয় অনবদ‍্য।আপি করিম সর্বদাই অতুলনীয়।

  • @fm-farhanmamun3217
    @fm-farhanmamun3217 2 ปีที่แล้ว +17

    আমার জীবনে এর চেয়ে ভালো নাটক কখনো দেখিনি। চোখের পানি অঝড়ে ঝড়ে গেছে। ধরে রাখতে পারিনি চোখের পানি😭😭😭শেষের টুকু অনেক কস্টের ছিল😭😭ধন্যাবদ চয়োনিকা চৌধুরী আমাদেররকে এতো সুন্দ র একটা নাটক উপহার দেয়ার জন্য❤️

  • @MSAlam-fy9oq
    @MSAlam-fy9oq ปีที่แล้ว +10

    তিন জনের এত সুন্দর প্রানবন্ত অভিনয়...
    যা দেখে হৃদয়ের অশ্রু ঝরে পড়েছে... ভালোবাসি এই বাংলাকে...আর ভালোবাসি বালার নাটক কে..♥️

  • @sohelranabablu8354
    @sohelranabablu8354 ปีที่แล้ว +7

    পরিবার কাকে বলে হয়তো আজ এই নাটক টা থেকে বুঝতে পারলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেলো।

  • @ajitkumarchowdhury3022
    @ajitkumarchowdhury3022 3 ปีที่แล้ว +13

    অপূর্ব সুন্দর একটি নাটক। অপি করিম,শর্মিলী আহমেদ এবং ছোট্ট বোনের অভিনয় অতুলনীয়। চয়নিকা চৌধুরীর পরিচালনা ও মনে দাগ কাটে। সব দিক থেকেই আচঁল অসাধারণ হৃদয়স্পর্শি নাটক। কলকাতায় বসে এই মাত্র নাটক টি দেখলাম। সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @anzumanalo9990
    @anzumanalo9990 3 ปีที่แล้ว +7

    চোখের পানি বাঁধ মানলো না।।
    এতো হৃদয়স্পর্শী অভিনয় ছিলো।।
    অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @rumibegum1956
    @rumibegum1956 3 ปีที่แล้ว +20

    সবার অভিনয় এত সুন্দর। অপি এত সুন্দর অভিনয় কিভাবে করে অবাক লাগে। এরকম গুনী শিল্পী আর তৈরি হবে না।

    • @TanniEmon
      @TanniEmon 11 หลายเดือนก่อน

      অপি করিমের ৪ বিয়ে হইছে

    • @ruhamaaktherruhi653
      @ruhamaaktherruhi653 9 หลายเดือนก่อน

      ❤ 😮😅😊​@@TanniEmon

  • @bimalbhowmick
    @bimalbhowmick 6 ปีที่แล้ว +19

    অসাধারণ আপু করিমের অভিনয়
    মা মেয়ের মিলন দৃশ্য দেখে চোখের জল আর বাঁধ মানলো না
    স্যালুট আঁচল নাটকের সকল কলা কৌশলী ও নাট্যকার পরিচালক কে

    • @abutaher4083
      @abutaher4083 5 ปีที่แล้ว

      আচলনাটকদেকেদোননোবাদ

    • @nazmultaz3010
      @nazmultaz3010 3 ปีที่แล้ว

      @@abutaher4083 th-cam.com/video/I-yKA1jrUnI/w-d-xo.html

  • @fahimay3642
    @fahimay3642 ปีที่แล้ว +4

    কান্না আটকে রাখতে পারিনি।
    নাটক এমনি হওয়া উচিৎ, যা হৃদয়ের গভীর ছুঁয়ে যায়।
    অভিনয় ছিলো অসাধারণ। ছোটবেলায় বাংলা সিনেমা দেখে কাঁদতাম বাস্তব মনে করে। আর এখন অভিনয় জেনেও কান্না আটকে রাখতে পারিনি।

    • @salmamunsy4066
      @salmamunsy4066 5 หลายเดือนก่อน

      এমদাদুল হক মিলন নেমেয়ে যদি অ্যাক্টিং কান্ট্রি নে করতো শুঅভিনেত্রী হতে পারতো❤❤❤❤❤🇧🇩♥️🌿🌼🤲🙏✌️💐

  • @kishorekbiswas7251
    @kishorekbiswas7251 2 ปีที่แล้ว +3

    চয়নিকা দিদি ভারত থেকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি

  • @md.khokonemployee1393
    @md.khokonemployee1393 4 ปีที่แล้ว +3

    মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু নাটকের গল্প এবং অভিনেতা দের কে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে লেখক এমদাদুল হক মিলন ভাইকে

  • @nasrinakter8188
    @nasrinakter8188 6 ปีที่แล้ว +8

    কি আর বলবো এত সুন্দর নাটক ভাষায় বুঝায় তে পারছিনা এমন নাটক এখন আর হয় না কি বলবো আমার কান্না চলে এসেছে এই নাটকের পরিচালক ও নাটকের সবাই কে ধোনবাদ।

  • @kudduschowdhury8273
    @kudduschowdhury8273 3 ปีที่แล้ว +4

    মনে খুবই ক‍ষ্ট পেলাম। বেদনার কষ্ট চোখের মুক্ত ঝরে পড়লো।খুব সুন্দর নাটক।

  • @syedabegum5955
    @syedabegum5955 3 ปีที่แล้ว +4

    পেয়ে হারানোর কি যন্ত্রণা যার হয়েছে সেই জানে।নাটকটি অসাধারণ বলার অপেক্ষা রাখেনা। ধন্যবাদ সবাইকে ।

  • @alamgirkabirbablu5740
    @alamgirkabirbablu5740 6 ปีที่แล้ว +23

    ভীষণ হৃদয়ষ্পর্শী নাটক ৷ চোখের জল বাঁধ মানল না ৷ বারবার ঝড়ে পরল ৷ শুধু এটুকু বলতে পারি- 'বড় ছেলে' এই নাটকের কাছে নস্যি ৷
    নাট্যকার, পরিচালক, কলাকুশলীদেরকে আমার পক্ষ থেকে অগণ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ৷
    12-09-2018

    • @سلطانالحب-ه3ه
      @سلطانالحب-ه3ه 2 ปีที่แล้ว +1

      .9k3z

    • @kolykhanom2976
      @kolykhanom2976 2 ปีที่แล้ว

      রাইট চোখের পানি আটকে রখতে পারিনাই

  • @monikd278
    @monikd278 ชั่วโมงที่ผ่านมา

    Aupee Karim is one of the most powerful actress of Bangladeshi drama... really you are amazing A karim ❤❤❤

  • @Lucifer-ip2wm
    @Lucifer-ip2wm 4 ปีที่แล้ว +37

    অনুভূতির সবটুকু দিয়েও প্রশংসা করার জন্য যথাযথ কোন শব্দ মাথায় আসছেই নাহ্ - অন্নেক সুন্দর ছিলো ❤

  • @md.nayeemuddin447
    @md.nayeemuddin447 ปีที่แล้ว +1

    Aha re ki natok re baba dialogue and avinoy unbelievable perfect for life.. shudhui Kanna paitese Amar ..

  • @darshan7951
    @darshan7951 2 ปีที่แล้ว +12

    নায়ক বিহীন নাটকটি ভীষণ হৃদয়গ্রাহী হয়েছে, ভালোও লেগেছে।ধন্যবাদ।

  • @ZaraKhan-xl7fz
    @ZaraKhan-xl7fz 3 ปีที่แล้ว +5

    3 জনের অভিনয়ই অসাধারণ এর ওপর অসাধারণ ভালো ছিল।💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @beautykhanom2882
      @beautykhanom2882 2 ปีที่แล้ว

      কি ভাবে ধন্যবাদ দিই ভাষা হারিয়ে ফেলে ছি।২০২২.

  • @sandipghosh9077
    @sandipghosh9077 4 ปีที่แล้ว +17

    এই নাটকটি নিয়ে কিছু বলার অথবা প্রশংসা করার ভাষা খুজে পাচ্ছি না ৷ অপি করিম সুচিএা সেনকে মনে করান ৷ চয়নিকা আপনার পরিচালনাকে অনেক ধন্যবাদ ৷

  • @shahidulislambs4927
    @shahidulislambs4927 3 ปีที่แล้ว +7

    আমি এর আগে দুইবার দেখে কান্না করেছি আজ আবার দেখলাম।সত্যিই যার মা নাই দুনিয়াটা তার জন্য বড় কঠিন আল্লাহ তুমি আমার মাকেসুস্থ রাখিয়েন

  • @madanmohanchatterjee7628
    @madanmohanchatterjee7628 3 ปีที่แล้ว +1

    Osadharon natok.chokher jol dhore rakhte parlam na. Thanks mam Chayanika Choudhury Mon chuye gelo. Again thanks.

  • @MohammedAli-qo2mv
    @MohammedAli-qo2mv 4 ปีที่แล้ว +3

    So emotional natok , Excellent acting, Lekha, Nafisa, Aupee Karim, or Sharmili Ahmed, Always very good, Iam grateful to Chayanika Chowdhury

  • @ontheway5967
    @ontheway5967 4 ปีที่แล้ว +13

    এই নাটকটি দুইবার দেখতে বাধ্য হয়েছি। একটু টেনে দেখিনি অসাধারণ নাটক

  • @sadiatajin5743
    @sadiatajin5743 8 วันที่ผ่านมา

    চোখে জল চলে এলো।সুন্দর,অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে ❤

  • @mdtariqul8369
    @mdtariqul8369 8 หลายเดือนก่อน +1

    সত্যি অসাধারণ একটি নাটক। আমি নাটকটা দেখে অনেক অনেক বার কেঁদেছে চয়নিকা আপুর নাটক গুলো অনেক সুন্দর ❤❤❤❤

  • @zzzpal8837
    @zzzpal8837 5 ปีที่แล้ว +23

    ছোট বোনের চরিত্রে, মেয়েটা অসাধারণ অভিনয় করেছে। তার উচ্চারণ অনেক নায়ক নায়িকার থেকে অনেক শুদ্ধ আর পরিষ্কার। খুব ভালো।

    • @tohfaafrin9737
      @tohfaafrin9737 5 ปีที่แล้ว +5

      মেয়েটা শুভেচ্ছা হক। ইমদাদুল হক মিলনের মেয়ে। আমার খুবই পছন্দএর একজন। ওর আর একটা নাটক আছে "কুসুম "।জাহিদ হাসান আর আফসানা মিমির সাথে। খুবই চমৎকার। দেখতে পারেন।

    • @sahikpranto7544
      @sahikpranto7544 3 ปีที่แล้ว

      @@tohfaafrin9737 suvacca haq ar ar kono natok ar nam janla janaban. Ami onk onk pocondo kori oka.

    • @hasib002
      @hasib002 3 ปีที่แล้ว

      মেয়ে টার আর একটা নাটক আছে কোন গ্ৰামের মেয়ে

  • @MDIqbal-fl8xw
    @MDIqbal-fl8xw 3 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতু।.... ভালো লাগার মতো একটা নাটক খুব সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। আমার দেখা সেরা নাটকের একটা। 💝💝💝
    ধন্যবাদ, আপু চয়নিকা চৌধুরী।

  • @alaminhossain-py2gc
    @alaminhossain-py2gc ปีที่แล้ว +2

    আবেগপ্রবন একটা নাটক,চোখে কান্না এসে গেলো,সত্যিই অসাধারণ

  • @mohammedsaidur518
    @mohammedsaidur518 6 หลายเดือนก่อน

    কিছু বলার ভাসা নেই,,, নাটক টা দেখে খুব কান্না পেয়েছে,,,এই দিনে এমন মার্জিত নাটক দেখাই না,,, অসাধারণ নাটক

  • @AnikaBashar679
    @AnikaBashar679 2 ปีที่แล้ว +3

    বাংলা নাটক গুলো আসলেই অসাধারণ। গল্প,মেকিং,কাস্টিং,অভিনয় সব কিছু এককথায় অসাধারণ। সব সময় বাংলা নাটকের জন্য অপেক্ষা করি।এই একটা সেক্টর নিয়ে আমরা গর্ব করতে পারি।এরকম আরো বাংলা নাটক তৈরি হোক।

  • @shajanshajan3273
    @shajanshajan3273 6 ปีที่แล้ว +13

    অসাধারন গল্প, আচঁল নাটকের পরিচালক, অভিনয় শিল্পী, কলাকৌশলী,সহ নির্মানের সাথে জরিত সকল কে ধন্যবাদ।

  • @tanusreebhattacharjee9138
    @tanusreebhattacharjee9138 3 ปีที่แล้ว +1

    Bole bojhanor vasa nai ato darun ekta story . Chokher jol r dhore rakhte pari ni.

  • @mdashekurrahmanakbor614
    @mdashekurrahmanakbor614 หลายเดือนก่อน

    অনেক কান্না চলে আসলো নিজের অজান্তেই,, অসাধারন হয়েছে জিবন কাহিনীটি।❤❤❤

  • @Vikarun.N
    @Vikarun.N 2 ปีที่แล้ว +12

    অসাধারন অভিনয় তিনজনেরই , মা” চরিএে শর্মীলি আহমেদ, যেন সকলেরই মা” উনি ।

  • @nilanjanmukherjee191
    @nilanjanmukherjee191 3 ปีที่แล้ว +3

    পরিচালক ও নাট্যকার এবং কলাকুশলীদের অজস্র ধন্যবাদ বিশেষ করে আপি করিম এবং ছোট্টো মেয়েটিকে আগামী দিনে অনেক বড়ো শিল্পী হবার সম্ভাবনা আছে। Nilanjan from Kolkata

  • @webseries-q5z
    @webseries-q5z 8 วันที่ผ่านมา

    কত আবেগ অনুভুতি মিশ্রিত এক নাটক। চোখে কখন জল চলে আসছে নিজেই জানি না

  • @কবিমোহাম্মদআফজালহোসেন

    চয়নিকা চৌধুরী একজন গুণী পরিচালিকা নারীদের মধ্যে তিনি অন্যতম। শুভকামনা ও ভালোবাসা রইলো তার জন্য।

  • @suranjanmandal7904
    @suranjanmandal7904 ปีที่แล้ว +3

    আঁচল নাটকটি, উত্তরের সুর -সিনেমার মতো, যেখানে বাস্তব জীবন আর সিনেমার মধ্যে লেখাটি মুছে গেছে, আর অন্তিম লগ্নে দর্শকদের চোখে তাদের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ছে।

  • @ashisdas707
    @ashisdas707 4 ปีที่แล้ว +1

    জীবনের কত সাধারণ উপকরণ নিয়ে কত অসাধারণ একটা নাটক করা যায়। পরিচালিকাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। এ নাটকের সবচেয়ে বড় সম্পদ প্রাণবন্ত অভিনয়। কি অসামান্য অভিনয়। দীর্ঘদিন মনে থাকবে। শিল্পীত্রয়ীর প্রতিভা কে আমি প্রণাম জানাই ।👍

  • @khondakarvlogs1175
    @khondakarvlogs1175 3 ปีที่แล้ว +5

    কি অসাধারণ কেমেস্টি,এ কারনেই বাংলা নাটক সেরা

  • @parvinakter690
    @parvinakter690 12 วันที่ผ่านมา

    ৩ জনেও যে এতো সুন্দর কাহিনী নটকে ফুটে উঠে, ভাবতেই পারি না,অসাধারণ ❤️❤️❤️

  • @gfhf1900
    @gfhf1900 6 หลายเดือนก่อน

    আমার জীবনে এই প্রথম দেখা এত সুন্দর নাটক, যাহারা অভিনয় করেছে, আর যে এই কাহিনী লিখেছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা

  • @MsNazmaAktarNopor
    @MsNazmaAktarNopor หลายเดือนก่อน

    অসাধারণ একটি নাটক এই নাটক থেকে অনেক কিছু শিখার আছে খুব ভালো লাগলো নাটকটা দেখে ধন্যবাদ সেই পরিচালককে যিনি নাটকটি ফুটিয়ে তুলেছেন

  • @tahminasultana2829
    @tahminasultana2829 ปีที่แล้ว +1

    Beautiful, speechless, indescribable eternal bondage of love of mother and children profound in this drama.extraordinnary, splendid personality by themselves.

  • @SaidulIslam-fy2rr
    @SaidulIslam-fy2rr 6 ปีที่แล้ว +3

    কি আর বলবো আমি এক জন মানুষ নাটক সিনেমার পতি আমার তেমন রুচি নাই আর সেই আমি মোখে রুমাল দিয়ে তিন বার কেঁদেছি। ধন্যবাদ পরিচালক ভাইকে ধন্যবাদ যে তিন জন অবি নেতরীকে।

    • @rosidmiya1350
      @rosidmiya1350 5 ปีที่แล้ว

      Saidul Islam পরিচালক ভাই না, আপু

    • @jaforahmed2045
      @jaforahmed2045 4 ปีที่แล้ว

      মা মাগো

    • @hironhossasin255
      @hironhossasin255 4 ปีที่แล้ว

      মা হারানো কত যে বেদনা দায়ক ঝার মা নেই সে বুঝে। তাই নাটকটা দেখে দু চখের পানি আর দরে রাখতে পারলাম না।

  • @md.abdullatif9087
    @md.abdullatif9087 4 ปีที่แล้ว +13

    কাহিনী, সংলাপ, অভিনয় খুবই চমৎকার। মা মেয়ের মিলন দৃশ্যে চোখের জল ধরে রাখা যায়নি। চ্য়নিকা চৌধুরীর সব নাটকই ভাল লাগে। এ নাটকটি হৃদয় ছুঁয়ে গিয়েছে। অভিনন্দন নাট্যকার, কলাকুশলী সবাইকে।

  • @dipakkumardas8215
    @dipakkumardas8215 3 ปีที่แล้ว +9

    আমি এইমাত্র " আঁচল "নাটক দেখলাম। মায়ের,অপি করিম , এবং ছোট্ট বহিনের অভিনয় অনন্য,অসাধারণ।। চয়নিকা চৌধুরীর পরিচালনা অপূর্ব, হৃদয়স্পর্সী।।।।সকলের জন্য আল্লাহ্‌র দোয়া কামনা করছি।।

    • @jahidhassan5127
      @jahidhassan5127 2 ปีที่แล้ว

      এটা আল্লাহর দোয়া হবে না,,, হবে-- আল্লাহর কাছে দোয়া।।

  • @shahingazi2314
    @shahingazi2314 2 หลายเดือนก่อน

    চোখে পানি আসলোই।
    সত্যি অপি করিম একজন জাত অভিনেতা

  • @মনপাখিপৃথিবী
    @মনপাখিপৃথিবী 6 ปีที่แล้ว +20

    কি লেখবো ভাষা হারিয়ে ফেলেছি চোখের পানি চলে আসলো।

  • @arabindaghosh9004
    @arabindaghosh9004 7 หลายเดือนก่อน

    নাটকটি আমি দ্বিতীয় বার দেখলাম,নাট্যকারকে অনেক অনেক ধন্যবাদ। নাটকের প্রত্যেকেই অপূর্ব অভিনয় করেছেন। আমি বাংলাদেশের নাটক প্রতিদিন দেখি, আমার বয়স ৬২ বছর , বাংলাদেশের যে সকল female artist আছেন তাদের সকলের অভিনয় আমার ভালো লাগে কিন্তু অপি করিমের ঐ মায়াবি মুখের সমস্ত নাটক আমার কাছে যেন জীবন্ত হয়ে যায়।

  • @usmangani6854
    @usmangani6854 3 ปีที่แล้ว +4

    সত্যিই হৃদয় ছোঁয়া নাটক,
    সকলকেই আন্তরিক ধন্যবাদ।

  • @md.sumansarker167
    @md.sumansarker167 2 ปีที่แล้ว +7

    অভিনয় এত সুন্দর হয় ক্যামনে?✌️✌️
    অনেক দিন পর একটা সুন্দর নাটক দেখলাম।

  • @charukriti
    @charukriti 3 ปีที่แล้ว +4

    Imdadul Hoque Milon's story is good. Chayanika Chowdhury's direction is excellent too. This is the first time I have watched a Chayanika Chowdhury's drama.

    • @ChayanikaChowdhuryDirector
      @ChayanikaChowdhuryDirector  2 ปีที่แล้ว

      থানক্স আপনি আমার নাম লিখলে অনেক কাজ দেখতে পারবেন

  • @abdurrazzak-rf5mr
    @abdurrazzak-rf5mr 3 ปีที่แล้ว +2

    Aupee karim এর অভিনয় দেখে এ বাঙলার অভিনেত্রী সুচিত্রা সেনের অভিনয়ের কথা মনে পড়ছে।অপু করিমের অসাধারণ।এ নাটকে তিনি জনের অভিনয় ই মর্মস্পর্শী।

  • @prasantasengupta6838
    @prasantasengupta6838 3 ปีที่แล้ว +1

    Eto misty golpo. Chayanika chowdhuri ke dhonyobad janai. Kolkatar dorshok. Aupi karim er onyotom shera obhinoy.

  • @kolyzaman615
    @kolyzaman615 2 ปีที่แล้ว

    Ami natok khub kom deki bolle tv dekai hoye na kintu ami hotah ata you tube choke porlo natok ta puto deklam ato bhalo laglo ja bojate parbona. Onk onk bhalo.Chyanika apa ka arokom aro shundor shundor natok dekar sujog & upohar den. Chyanika apa ka dhonnobad superb

  • @Mahmudfamilysworld
    @Mahmudfamilysworld ปีที่แล้ว +3

    কি অসাধারণ একটা নাটক।মা না থাকলে বুঝা যায় মায়ের আদর ভালোবাসা কি জিনিস ❤ আমার দেখা বেস্ট একটা নাটক।

  • @shyamalkumarbose948
    @shyamalkumarbose948 3 ปีที่แล้ว +4

    Opurbo! Tulona hoe naa. Jamon obhinoy tamon rochona. Whole team should be appreciated including artists.

  • @օօաօֆ
    @օօաօֆ 3 ปีที่แล้ว +2

    অসাধারণ গল্প শিক্ষার অনেক কিছু রয়ে গেছে। ইমদাদুল হক মিলন ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি।

  • @SajedarahmanSamu
    @SajedarahmanSamu ปีที่แล้ว +1

    কোন অশীলতা, ছাড়া,কোন পুরুষ ছাড়া কতো সুন্দর অভিনয় করে হৃদয় ছুঁয়ে দিলো।আসলে অপি করিম মানি অন্য রকম একটা ব্যাপার।

  • @mossammadu.c.sultana8548
    @mossammadu.c.sultana8548 6 ปีที่แล้ว +14

    আপনার নাটক সবসময়-ই অসাধারন। হৃদয় ছোঁয়া নাটক বানান আপনি। কৃতজ্ঞতা অপরিসীম।

  • @farukmohinuddin5140
    @farukmohinuddin5140 2 ปีที่แล้ว

    আমার কনো ভাসা জানা নাই।শুধু এইটুকুই ভলবো এতো নাটকনা এই রকম হাজারো বাস্তব গটনা আছে। চোখে পানি চেপে রাখতে পারিনী।মায়ের ক্লান্তি ও ভালো বাসা দেখে।প্রবাস থেকে মা বেশ মনে পড়ছে মণ চায় মাকে জড়িয়ে অনেক কাঁদতে মণটা হালকা করা জন্য।দোয়া সকল মৃত ও জীবিত মা বাবার জন্য।৩/১১/২০২১ইং

  • @digambaraich1828
    @digambaraich1828 3 หลายเดือนก่อน

    মন প্রাণ দিয়ে নাটক টা উপভোগ করলাম। হৃদয় ছুঁয়ে গেল।

  • @ranjanadutta5484
    @ranjanadutta5484 2 ปีที่แล้ว +1

    Vishon sundor sobar jonno valobasa roilo

  • @khadizabegum6167
    @khadizabegum6167 3 ปีที่แล้ว +7

    এ রকম নাটক বার বার দেখতে ইচ্ছে করে।

  • @Jahanara-Moni
    @Jahanara-Moni 5 หลายเดือนก่อน +1

    Kub sundor natok.

  • @sooriyanhalder8490
    @sooriyanhalder8490 10 หลายเดือนก่อน

    অসাধারণ এক ইমোশনাল নাটক, আর আমিও এক ইমোশনাল মানুষ।দুই মিলে এক ভয়ংকর করুন অবস্থা আমার।খুবি সুন্দর হয়েছে।

  • @saifulislampaik
    @saifulislampaik 3 ปีที่แล้ว +4

    চোখের পানি শেষ হওয়ার না,না আসাটাই ভাল ছিল।

  • @arunnakshatra1003
    @arunnakshatra1003 5 ปีที่แล้ว +9

    অনেক দিন পর এই নাটক টা দেখলাম 🥰🥰🥰😍😍🙏🙏🙏🙏 ধন্যবাদ চৌধুরী কাকি মা

  • @khanbabul5049
    @khanbabul5049 6 ปีที่แล้ว +7

    অসাধারন কাহিনি,,অপি করিমের,কস্টের সাথে, আমার কিছুটা মিল আছে,,,,,,,,

  • @raselhossainarzu3840
    @raselhossainarzu3840 ปีที่แล้ว +1

    জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ। ভাষা হারিয়ে ফেলেছি।

  • @waliulalam679
    @waliulalam679 5 ปีที่แล้ว +3

    Amar jibone joto natok dekhesi ei natok ta onno rokom daag ketese.....
    Dhonnobad ei natok er sobai ke

  • @PalashBd-k2t
    @PalashBd-k2t 2 หลายเดือนก่อน

    অপি আপু কি বলবো ভাষা খুজে পাচ্ছি না,আপনি আমাদেরকে এভাবে কাঁদালেন আজ রাতে ঘুম হবেনা শুধু আপনার কথাই মনে করবো ❤️❤️❤️❤️

  • @pratitiroychowdhury2058
    @pratitiroychowdhury2058 3 ปีที่แล้ว

    আজ 2021 এ এই নাটক দেখে মনে হল আগে কেন দেখিনি। সুন্দর। যা সুন্দর তাই ঈশ্বর। মাননীয়া চয়নিকা চৌধুরীর জন্য অকুণ্ঠ শ্রদ্ধা ও শুভেচ্ছা।

    • @pratitiroychowdhury2058
      @pratitiroychowdhury2058 3 ปีที่แล้ว

      সকল অভিনেত্রী অসাধারণ। তাদের প্রতি অফুরান শ্রদ্ধা ও শুভেচ্ছা।

  • @farhanatuli2201
    @farhanatuli2201 ปีที่แล้ว

    অনেক ছোটবেলায় এটা দেখেছিলাম।
    তখনো হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিলো। আজও হলো।
    চোখের পানি বাঁধ মানছেই না।
    এতো কষ্ট কেন চারদিকে?

  • @shiulebagum9960
    @shiulebagum9960 6 ปีที่แล้ว +5

    অসাধারন নাটক বাংলা নাটকের কোন তুলনা হয়না আর চোখের পানি দরে রাখা যায়না অনেক কেদেছি

    • @tuhinzannat2364
      @tuhinzannat2364 4 ปีที่แล้ว

      ধ্যাৎ ! আর কাঁদতে পারব না তো !!😭😭😭

  • @karunbhattacharjee5889
    @karunbhattacharjee5889 3 ปีที่แล้ว

    Asadharan natok & asadharan avinoy. Sarmilididi & opidi-ke amar sasraddha pranam. Hashi avinay sattikar asamanya. Eto bhalo natok durlav. Janen amar purbapurshder desh o desh. Kumilla brambhanbaria bidyakut. Icche ekdin jaboi. Desbhag amader anatiya kare diyeche.

  • @kamalhussain6849
    @kamalhussain6849 5 ปีที่แล้ว +4

    ইমদাদুল হক মিলন স্যার হচ্ছেন, একজন অসাধারন লেখক,উনার নাটক মানে নতুন কিছু।

  • @moneygamerz731
    @moneygamerz731 3 ปีที่แล้ว +4

    অসাধারণ । চোখে পানি চলে আসে।

  • @nayonmiahmimnayon8751
    @nayonmiahmimnayon8751 ปีที่แล้ว +1

    এই নাটক আমি অমেক বার দেখিছি তবু ভালো লাগে

  • @muktaakter9695
    @muktaakter9695 2 ปีที่แล้ว +1

    কি অসাধারণ,, চোঁখ ভিজে গেলো।

  • @ShipraSarkar-e9m
    @ShipraSarkar-e9m 9 หลายเดือนก่อน

    Chokhe jol ese galo okhankar natok amar khub valo Lage ami India r Assam State theke dekhchi.Onobodyo ovinoy protyeker.

  • @bulbulahmed1642
    @bulbulahmed1642 4 ปีที่แล้ว +3

    আমার সব সময় মনে হতো নাটক সিনেমা নিয়ে ইমশোনাল হবার কিছু নেই। কিন্তু এই নাটক দেখে আমি নিজেই ইমশোনাল হয়ে গিয়েছি। মাত্র তিন জন নিয়ে অভিনয়। এক জন মনে হয় প্রতিযোগিতা করে অপর জনের থেকে বেশি ভালো করছে। অন্যতম নাটকের লিষ্ট করলে এই নাটক এক নাম্বারে থাকবে।

  • @kishanbiswas8014
    @kishanbiswas8014 3 ปีที่แล้ว +5

    বাস্তব জীবন দিয়ে তৈরি অসম্ভব সুন্দর মায়ায় ভরা বেদনার নাটক চোখে জল এনে দিলো😢😢।

  • @tarasankarghosh5730
    @tarasankarghosh5730 4 ปีที่แล้ว +11

    A good story &the actors were excellent. Thank u

  • @ratankumarbasak6546
    @ratankumarbasak6546 3 ปีที่แล้ว

    Kolkata theke bolchi. Khub sundor akta natok. Sharmili didi, apu korim bon, Nafisa, abong lekha er abhinoy khub bhalo laglo. Choyanika madam ke sundor parichaloner jannya asonkho dhannyabad. Banglabhasa te amon sundor natok Bangladesh theke aro chai.

  • @syfulislam6653
    @syfulislam6653 ปีที่แล้ว +2

    অনুভূতি গুলো স্থির হয়ে গেছে অসাধারণ