Transform Your Life with Ananda Marga Seminar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • "More and more Seminar"
    Transform Your Life with Ananda Marga Seminar
    "সাথে চলার সংকল্প নিয়ে' যারা একত্রিত হয়েছে পথের কণ্টক তাদের বাধা দিতে পারে না। বিশ্ব জয়ের সাধনায় যারা বিজয়-দুন্দুভি বাজিয়ে' চলেছে ভীরু মনের সংশয়াকুল দৃষ্টি তাদের গতি রুদ্ধ করতে পারে না। মানুষ, তুমি এগিয়ে যাও। এগিয়ে চলার গানই তোমার মুখের একমাত্র ভাষা হোক।"
    শ্রী শ্রী আনন্দমূর্ত্তি মানবজাতির আধ্যাত্মিক ও সামাজিক বিমুক্তির ব্রতে ব্রতী আনন্দমার্গ ১৯৫৫ সালের প্রথম সপ্তাহে বিহারে জামালপুর থেকে তার যে বহুমুখী কর্মধারা শুরু করে তা আজ বিশ্বের ২০০টি দেশে ছড়িয়ে গেছে। বিশ্বধর্মের রূপকার আনন্দমার্গ আজ বিশ্বসংস্থা। প্রতিটি মানুষই জীবনে সুখ পেতে চায়। কিন্তু মানুষ চায় অনন্ত সুখ। অথচ কিভাবে তা পাওয়া যাবে সেটি মানুষ জানে না বলে সীমার মাঝে খুঁজে পেতে চায় অসীমকে। কিন্তু তা তো সম্ভব নয়। তাই মনকে নিয়ন্ত্রণ করে লক্ষ্যের দিকে চালিত করলেই সুখ বা শান্তি পাওয়া সম্ভব। মনের অবাঞ্ছিত অন্তর্মুখী ও বর্হিমুখী চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে যে প্রক্রিয়ায় মানুষ তার চরম লক্ষ্যে পৌঁছুতে পারে তাই হ'ল যথার্থ আধ্যাত্মিক সাধনা। বুদ্ধিমান মানুষের উচিত বাল্যকাল থেকেই এর অনুশীলন করা। আনন্দমার্গ যোগ ও বিদ্যাতন্ত্রের অপূর্ব মিশ্রণে যে বিজ্ঞানভিত্তিক সাধনা তা জাতি-ধর্ম- বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলেই শিখতে পারেন। অন্যদিকে জগতের কল্যাণের জন্যে শ্রীশ্রীআনন্দমূর্তিজী দিয়েছেন সামাজিক-অর্থনৈতিক দর্শন যার মধ্য দিয়ে এক সর্বপ্রকার শোষণমুক্ত মানব সমাজ গড়ে তুলতে হবে। তাই- "আত্মমোক্ষার্থং জগদ্ধিতায়চ" আত্মমোক্ষ ও জগতের কল্যাণই আনন্দমার্গের লক্ষ্য ও উদ্দেশ্য। আনন্দমার্গের সর্বাত্মক জীবনাদর্শের বিভিন্ন দিক-অষ্টাঙ্গিক যোগ সাধনা, সমাজের সার্বিক কল্যাণ, শিক্ষা ব্যবস্থা, সঙ্গীত-শিল্প- সাহিত্য-সংস্কৃতি, সমাজ ব্যবস্থা প্রভৃতির ওপর বিস্তারিত আলোচনা করবেন আনন্দমার্গের বরিষ্ঠ তাত্ত্বিকগণ। এর জন্যে তিন দিনের (১৯, ২০ ও ২১শে জুলাই, ২০২৪) এক সেমিনারের আয়োজন করা হয়েছে আনন্দমার্গ স্কুল, ইসলামপুর (রায়গঞ্জ ডায়োসিস)-এ।
    Music:Remembering Lost Love
    Musician:Maike WatsonAnanda marga seminarbaba nam kevalam kiirtan

ความคิดเห็น • 1

  • @user-ie7xt6ts7g
    @user-ie7xt6ts7g หลายเดือนก่อน

    Baba নাম kevalam