জয়নুল আবেদিন সংগ্রহশালা ও পার্ক ময়মনসিংহ | joynul abedin park mymensingh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • জয়নুল আবেদিন সংগ্রহশালা ও পার্ক ময়মনসিংহ | joynul abedin park mymensingh
    শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
    ময়মনসিংহ শহরের উত্তর পাশ দিয়ে প্রবহমান পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একটি দোতলা দালান আশ্রয় করে ১৯৭৫ খ্রিষ্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল তৎকালীন বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছিলো। আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা ময়মনসিংহে এই সংগহশালাটি প্রতিষ্ঠিত হয়। ২০০৬ খ্রিষ্টাব্দে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয়। নীচতলায় ব্যবস্থাপনা কক্ষসমূহ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ছবির গ্যালারী স্থাপন করা হয়।
    মোট আয়তন হচ্ছে ৩.৬৯ একর।পুরো চত্বরটি গাছগাছালি পরিবেষ্টিত। যে ভবনটিতে সংগ্রহশালা অবস্থিত ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তার কাছ থেকে নলিনী রঞ্জন সরকার বাড়িটি কিনে নেন।নলিনীরঞ্জন ১৯৪৭-এ দেশবিভাগের পর ভারতে চলে যান। এরপর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। ১৯৭৫ খ্রিষ্টাব্দে সরকারী সিদ্ধান্তক্রমে এটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়।
    এই সংগ্রহশালায় প্রথমে ৭০ টি চিত্রকর্ম স্থান পেয়েছিল যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে - বিভিন্ন দেশ ভ্রমনকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি, গুণটানা, নদী পারাপারের অপেক্ষায় পিতা-পুত্র এবং দুর্ভিক্ষ।
    ১৭ টি অতি আকর্ষণীয় ছবি ১৯৮২ সালে চুরি হয়ে যায়। এর মধ্যে ১০ টি ছবি ১৯৯৪ সালে আবার উদ্ধার করা হয়। বর্তমানে এখানে মোট ৬৩ টি চিত্রকর্ম রয়েছে। এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থিরচিত্র।
    প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ও ব্রক্ষপুত্র নদের স্নিগ্ধ,মনোরম পরিবেশ উপভোগ করেন। এছাড়া ময়মনসিংহ বিভাগের আশপাশের এলাকা থেকে প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
    your queries
    জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ
    joynul abedin park mymensingh
    ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক
    joynal abedin park mymensingh
    জয়নাল আবেদীন পার্ক
    জয়নাল আবেদিনের চিত্রকর্ম
    ময়মনসিংহ সার্কিট হাউজ পার্ক
    mymensingh joynul abedin park
    mymensingh park
    ময়মনসিংহ পার্ক
    joynul abedin art
    joynul abedin
    zainul abedin park mymensingh
    zainul abedin art
    জয়নুল আবেদিন এর জীবনী
    জয়নুল আবেদিনের আঁকা ছবি
    শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ
    শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক
    #joynulabedin #জয়নুলআবেদিনপার্ক #জয়নুলআবেদিনসংগ্রহশালা #ময়মনসিংহপার্ক #ময়মনসিংহ #joynulabedinpark #joynulabedinparkmymensingh #শিল্পাচার্যজয়নুলআবেদিন #শিল্পাচার্যজয়নুলআবেদিনপার্ক

ความคิดเห็น • 43