(এরকম ভুতের experience)না হয়নি ক্যাপ্টেন যদি হতো তবে আমি হার্ট ফেল করতাম 😵😰তবে গপ্পো টা দুর্দান্ত লাগলো সঙ্গে বৃষ্টি মুখর রাত পুরো জমে গেল ❤😊🤞👌💖thank you so much captain ❤ গপ্পের আসর জমানোর জন্য😌☺️❤💖✨🙏🤗
উফ্ফ কি বলবো ভেবে পাচ্ছি না,সেই পুরোনো দিনের সানডে সাসপেন্স এর স্বাদ ও আমেজ ফিরে পেয়েছি মনে হচ্ছে ক্যাপ্টেনের ঐশ্বরিক কণ্ঠে...স্টেশনের নাম ঘুমঘুমি,ফাস্ট ক্লাস কামরা ও অভিশপ্ত গল্পগুলোর কথা মনে পরে গেল...একটা প্রশান্তি নিয়ে ঘুমোতে গেলাম...আগামী দিন গুলোতে আরও এরকম গল্পের আশা রাখছি ক্যাপ্টেন❤️
যাঃ, শুরু না হতেই শেষ হয়ে গেল - তবে রেশটুকু থেকে গেল উপস্থাপনের প্রয়োগ নৈপুণ্যে-এক কথায় যা ''অসামান্য "।শ্রী মীর ও তার সকল সহশিল্পীদের/সহায়কদের আন্তরিক অভিনন্দন।
মীর দা, তোমার কাছে একটা বিশেষ অনুরোধ এই যে, প্রতিটা গল্পের টাইটেলের সাথে এই কথা টা add করে দেবে যে গল্প টা Horror, Suspense, Adventure, Detective, Romantic, Science Fiction নাকি অন্য কিছু। তাহলে আমাদের খুব সুবিধা হয়। তোমার পাশে সব সময় আছি আর সবসময় থাকবো। ❤ You are The Great Meer 🎉
খুব ভালো লাগলো পুরো গল্পটাই। এক গল্পের মধ্যে দুটির স্বাদ পাবো ভাবিনি। বিভূতিভূষণের এই লেখাটি পড়া ছিল না। তার সাথে সেই পুরোনোগন্ধী উপস্থাপনা যা নস্টালজিক করে তোলে শ্রোতাকে। অনেকদিন পর সেই স্বাদ-গন্ধ ফিরে পেলাম। আর হাসি'র কথা কী বলবো! রোমাঞ্চকর!! শিহরিত হলাম।
শেষের অংশটুকু মানে behind the scene টা খুব ভাল লাগলো। এই যে কিভাবে গল্প পড়া হয়, কিভাবে রেকর্ড করা হয়, কন্ঠাভিনয় জিনিসটা খুব interesting লাগে আমার। যদি কোনোদিন সামনে থেকে experience করতে পারতাম তাহলে জীবনের একটা ইচ্ছাপূরন হত। ভালো থাকবেন মীরদা এন্ড কোং❤
শনিবারের এই ক্লান্তিকর দিনে যখন গরমে বাসের ভির এর মধ্যে ঠেলাঠেলি করে বাড়ি ফিরে একটু ঠান্ডা জলের shower নিয়ে যখন শরীর আর বইছে না তখন পেলাম তোমার এই গল্পঃ টি মীর দা ❤️🧿 কানে ইয়ারফোন দিয়ে এখন শুনছি 😌 সব ক্লান্তির যেন অবসান হয়ে যায় তোমার কন্ঠে গল্পঃ শুনে 🌚 Thank You 😊❤️
আমি ক্লাস 12 এর সময় একটি অলৌকিক গল্প লিখেছিলাম , অনেককে শুনিয়েছিলাম তাদের খুব ভালো লেগেছিল। এখন আমি আমার ইউটিউব এ গল্পটির অডিও স্টোরি করেছি। শোনার জন্য অনুরোধ রইল। Thumbnail এ Kuheli লেখা আছে। আর বলে রাখি আমার চ্যানেল কোন অডিও স্টোরি চ্যানেল নয়। ভবিষ্যতে আমার কোন অডিও স্টরি করার প্ল্যান নেই।
গল্পটা শুনতে দারুণ লাগল। এত রাতে স্বল্প ভলিউমে কানের পাশে ফোন রেখে শুনে দারুণ রোমাঞ্চ অনুভব করলাম। বইয়ের পাতায় ভয়ের যে স্বাদ পূর্বে পেয়েছি, গল্পপাঠ শুনে তা আরও অধিক মাত্রায় পেলাম। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এবং গোটা টিমকে।
দিদা কে কিছুদিন আগেই হারিয়েছি। অনেক গল্পঃ শোনাতো আমাকে দিদাদের সময় কেমন ছিল দিনগুলো,আমার ছেলেবেলা নিয়ে😢। এখন তোমার গল্পঃ গুলোই যেন জীবনের এক ওপর সঙ্গী হয়েগিয়েছে। জানি ফিরে পাবো না দিদা কি তবে তোমার কন্ঠ তো আছে আমদের নিঃসঙ্গের সঙ্গী। ভালো থেকো মিরদা সর্বদা মঙ্গল কামনা করি তোমার
এক অল্পবয়সী মেয়ে নার্স হিসাবে এক বৃদ্ধার দেখাশোনার কাজ নিয়ে তার বাড়ি যায় । কিন্তু গিয়ে জানতে পারে তার আগে যারা সেখানে কাজ করতে গিয়েছিল তারা সবাই ভয় পেয়ে কাজ ফেলে পালিয়েছে । বৃদ্ধার সঙ্গে দেখা করে ও কথা বলেও তার মনে হয় সে অত্যন্ত গোলমেলে এবং খারাপ মহিলা । এরপরই তার সঙ্গে এমন একটি সাংঘাতিক ঘটনা ঘটে যার পর তার জীবন পুরোপুরি পালটে যায় ।
তোমাদের গপ্পের প্রতি এমন নেশা হয়েগেছে যে রোজ রাতে ঘুমানোর সময় একটা গপ্প না শুনলে হয় না....❤ আমাদের এমন সুন্দর উপহার দেয়ার জন্য thank you so much❤❤.... keep it up .... heading towards more amazing stories❤😊
Bristi holo ektu agei tar por tomar ei voice ..r eto sundor akta golpo upohar..jeno mone hoche taranath samne bose golpo sun6i..badlar dine..love u mir da from asansol❤❤
মির দাদা জানিনা আমার কমেন্ট পড়বে কিনা ?? কিন্তু তোমাদের কণ্ঠে `দেবী দ্রাক্ষানি` সব গুলো পর্ব আমার সোনার খুব ইচ্ছা দাদা,,,,,,যুগান্তকারী এক গল্পঃ হবে,,plz দাদা,,,,🖤🇧🇩
"Hashi" by Bibhuti Bhushan Bandopadhyay is a spine-chilling journey into rural Bengal's supernatural mysteries. Bandopadhyay's skillful storytelling and eerie atmosphere make it a captivating read for horror enthusiasts!
এই সপ্তাহে ছোটো গল্প আসছে তার মানে এর পরের সপ্তাহে বড়ো গল্প আসবে। কিছুদিন আগে শার্লক আসবে বলা হয়েছিল তাই আমার মনে হয় একটা শার্লকের গল্পই আসবে। আমি চাই Valley Of Fear হোক। যদি গৌরব চক্রবর্তী কে Birdy Edwards এর রোলে রাখা হয় তাহলে তো আলাদাই একটা মাইলস্টোন হবে! এবার দেখা যাক কি আসে।
The eriee uncontrollable laughter..not getting enough words to describe Godhuli Ma'am's presence in the episode. She is the best thing in this episode. Also didn't miss the unintended humour of such an episode when I casted my vote. All the Best Team Goppo Mireer Theke. Punoshcho please do not read any other angel to this comment. Love Tanushree
দারুন লাগলো গল্পটা। ❤ একটু ভয়ও পেয়েছি হাসিটা শুনে।😊 অনেক দিন আগে পড়েছিলাম। কিন্তু গপ্পোটা শুনে বেশী ভালো লাগলো।❤❤ ভূতের গল্পগুলো তোমার ঠেকে না শুনলে মন ভরে না।❤ বৃষ্টি হোক বা না হোক প্রতি শনিবার রাত নটায় গপ্পো মীরের ঠেক হলেই হবে।❤
এর আগে অয়ন্তিকাদিকে ভূত, পেত্নির কন্ঠে শুনেছি কিন্তু গোধুলীদি কে শুনে seriously হাঁ হয়ে গেছি 😮😮 .. brilliant she is ❤❤❤❤ হাসিটা 😱😱 রেশটা থেকে যাবে অনেক দিন পর্যন্ত ❤❤ Hat's off to all of you 🙌🙌🙌
আমাদের এখানে বৃষ্টি পড়ছে ক্যাপ্টেন❤..সঙ্গে ঠান্ডা হাওয়া হচ্ছে 😊💫আর আমি গপ্পো শোনার অপেক্ষায় রয়েছি....❤ excitement আর ধরে রাখতে পারছি না.....🥺💫ক্যাপ্টেন❤👀🙏💖
বর্তমানে তামিলনাড়ুতে থাকি। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। রাতে খিচুড়ি খেতে খেতে শুনলাম। 😁❤ কিন্তু আবার একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে ভেবে কষ্ট হচ্ছে। যেটা প্রতি সপ্তাহেই হয়। তাই এক গল্প বারবার শুনি। কখনো একঘেয়ে লাগে না। গপ্পো মীরের ঠেক আমাদের মতো মানুষের বেঁচে থাকার রসদ। ❤❤❤
Captain darun hoache ar bhoot er hasi ta just darun koreche godhuli di ❤❤ goppo ta sonar somoy ga chomchom baper hoache amar 🥺khub valo legeche . Ar moti nondi r lekha koni goppo ta kobe asbe 🥺. Tumi sustho theko ar ae vabe amader valo valo goppo upoher diyo proti soniber 🤭❤️.
বৃষ্টিভেজা রাতে রোমহর্ষক অভিজ্ঞতা।রাগ করোনা মীরদা তবে তোমায় ভালোবাসি বলেই একটু অভিমান দেখিয়ে বলছি সারা সপ্তাহের এত দীর্ঘ অপেক্ষার ফল মাত্র এই টুকু সময় 😢😢। ঠিক সাধ মেটে না 😑😑। তবুও বলবো বরাবরের মত এবারও সুপারহিট ❤❤❤....ভালোবাসা রইলো মেদিনীপুর থেকে।
Ekta kotha na bollei noy... joto bhuter golpo suni sobgulo te eto sundor prakritik bornona ache je mon ta bhore jaye... bhutera mone hoy khub romantic hoy tai ei sob sundor jayga tei thake... 😱😱😱
আবারো একটা অপেক্ষার অবসান,উফ সারা সপ্তাহ এটার জন্যেই তো অপেক্ষা করে থাকি।গপ্পো মীরের ঠেকে এমন সব গল্পের স্ম্ভার মাঝে মাঝে মনে হয় একদিন না হয়ে গপ্পোটা দু'দিন হলে ভালো হতো 🥺। কিছু একটা ব্যবস্থা করুন এত দিনের বিরহ সহ্য হয়না 😩😣। Love from Purba Medinipur ❤.
Mirda apnar voice a Bhibhutibusan Bandopadhyay r Abhisopto golpo ta sunte chai... Please ... Ar ajker golpo ta darun laglo... Loadshedding r bhuter golpo asadharon ❤🥶
হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তবুও বলতে মন চাইল- প্রায় বছর ৩ আগে, আমি রোজ রাতে মোবাইল চার্জ করতাম, যে ঘরে মোবাইল চার্জ করতাম সেখানে কেউ থাকতো না। কিন্তু রোজ সকালে উঠতাম আর দেখতাম চার্জার মোবাইল সব টেবিলের উপর রাখা, মোবাইল টা এই ভাবে কোন দিন চার্জ হত না, এবং মা এর সাথে রোজ ঝগড়া, তুমি আমাকে মোবাইল ঘাটতে দেবে না বলে, রোজ এই কাজ কর, আর মা বলতো - তুই ভুলে গিয়ে চার্জে বসাস না, আর দোষ দিস আমার নামে। তাই সাক্ষী হিসেবে আনা হয় বাবা কে, আমি মোবাইল চার্জে বসাই, বাবা দেখে, এবং মা যাতে চার্জ বন্ধ না করতে পারে, তার জন্য বাবা ঘরে তালা মেরে চাবি রেখে দেয় আমার কাছে। পরের দিন সকালে, তালা খুলে মোবাইল আনতে যাই, এবং যথারীতি - মোবাইল, চার্জার খুলে টেবিলে রাখা, এর পর শুধু মা বলে ডাকতে পেরেছিলাম,
পরের সপ্তাহে নিশ্চয়ই কোনো ধামাকা আসতে চলেছে, যে কারণে এই সপ্তাহে গল্পের সময়সীমা এত কম। তবে, গল্পের সময়সীমা যতই কম হোক, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এনারা আমার প্রিয় লেখক। তাই তাঁদের রচিত কোনো গল্প বিশেষত গপ্পো মীর এর ঠেক এ যখন শুনি, গল্পের সময়সীমার কথা তখন ভুলে - ই যাই।
মীর দা যে সানডে সাসপেন্স এ নেই, সেটা অবশ্যই মন খারাপের বিষয়, কিন্তু মোটের মধ্যে ভালো এই যে, সানডে সাসপেন্স এবং গপ্পো মীরের ঠেক দুটো জায়গা থেকে অসাধারণ সমস্ত গল্প গুলো শুনতে পাচ্ছি। যেটাকে বলে Double Bonus ❤ আপনারা কি বলেন?
দুর্দান্ত ❤❤ আপনার গলায় প্রতিটি গল্পই যেন প্রাণ পায় দাদা,, আমি আপনার একজন silent অনুরাগী,, কিন্তু আজ একটা অনুরোধ নিয়ে এলাম , আপনার কন্ঠে শরদিন্দু অমনিবাস এর দশম খন্ড এর প্রথম গল্প " রিমঝিম" গল্পটি শুনতে চাই দাদা। একটু বড় গল্প কিন্তু বড় স্নিগ্ধ প্রেম ও মাতৃত্বের গল্প। এটুকু বলতে পারি আপনার কন্ঠে প্রধান চরিত্র প্রাণ পেয়ে জীবন্ত হতে উঠবে গল্পে,, ভীষণ ভালো লাগবে শুনতে।। বই এর পাতায় পড়া প্রিয় গল্প টা আপনার গলায় শুনতে চাই,, একটু বিবেচনা করে দেখবেন দাদা অনুরোধ টা।। এই গল্প ত সিনেমা করলে খুবই ভালো হতো কিন্তু এ অনুরোধ আর কার কাছে করব ,, কে রাখবে জানি না তাই সে বাসনার কথা মনে এলেও সম্ভব নয়।। কিন্তু শুনতে অনুরোধ করতে পারি আপনার কাছে দাদা❤❤ অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা আপনাকে আর আপনার চ্যানেলকে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
তোমাদের এরকম কোনও ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে? জানাও। আর সেইসঙ্গে গপ্পো কেমন লাগলো, কমেন্ট করে গপ্পোমীরকে জানাতে ভুলো না কিন্তু।
এরকম ভূতের experience এতদিন হয়নি মীর আফসার আলী,, 😅 😅 তবে আজ বৃষ্টি মুখর রাতে হবে বোধহয়.. 🤗 😃😃👏💚🙏🙏
sir huge fan .... grambanglar bhuter golp chai holud pora r mto
(এরকম ভুতের experience)না হয়নি ক্যাপ্টেন যদি হতো তবে আমি হার্ট ফেল করতাম 😵😰তবে গপ্পো টা দুর্দান্ত লাগলো সঙ্গে বৃষ্টি মুখর রাত পুরো জমে গেল ❤😊🤞👌💖thank you so much captain ❤ গপ্পের আসর জমানোর জন্য😌☺️❤💖✨🙏🤗
Kauri burir Mandir golpo ta porer week e anun
Mir da Betal er golpo onek din hoyni.
কাউরি বুড়ির মতো আরও সুন্দর ভয়ঙ্কর গল্প আসুক । সারাদিন অফিস এর পর মানসিক শান্তির জন্য এইগুলি যথেষ্ট।
উফ্ফ কি বলবো ভেবে পাচ্ছি না,সেই পুরোনো দিনের সানডে সাসপেন্স এর স্বাদ ও আমেজ ফিরে পেয়েছি মনে হচ্ছে ক্যাপ্টেনের ঐশ্বরিক কণ্ঠে...স্টেশনের নাম ঘুমঘুমি,ফাস্ট ক্লাস কামরা ও অভিশপ্ত গল্পগুলোর কথা মনে পরে গেল...একটা প্রশান্তি নিয়ে ঘুমোতে গেলাম...আগামী দিন গুলোতে আরও এরকম গল্পের আশা রাখছি ক্যাপ্টেন❤️
Ja bolecho puro moner kotha ❤
@@sujaymondal183 ha
N@@creativemohona
ড় কে র লেখেন কেন?
সত্যিই তাই
যাঃ, শুরু না হতেই শেষ হয়ে গেল - তবে রেশটুকু থেকে গেল উপস্থাপনের প্রয়োগ নৈপুণ্যে-এক কথায় যা ''অসামান্য "।শ্রী মীর ও তার সকল সহশিল্পীদের/সহায়কদের আন্তরিক অভিনন্দন।
শ্রী মির?😂
মীর দা, তোমার কাছে একটা বিশেষ অনুরোধ এই যে, প্রতিটা গল্পের টাইটেলের সাথে এই কথা টা add করে দেবে যে গল্প টা Horror, Suspense, Adventure, Detective, Romantic, Science Fiction নাকি অন্য কিছু। তাহলে আমাদের খুব সুবিধা হয়।
তোমার পাশে সব সময় আছি আর সবসময় থাকবো। ❤ You are The Great Meer 🎉
ও দাদা, এমনটা হলে তা বলার জন্যে আর বেঁচে থাকতাম না।😅😅
অপেক্ষার হল অবসান
মনের হল শান্তি,
শনিবারের ঠেকে বসে
মীর দা র নেই ক্লান্তি।🙂
জীবনের সব বেদনাগুলো
রাখলাম দূরে ঠেলে,
কয়েকঘন্টা সংসার জালা
গেলাম নাহয় ভুলে।।☺️
❤❤❤❤❤❤❤❤
😊❤❤🎉🎉@@realmir🎉🎉❤❤😊
@@realmir
Mir Da Please Agatha Christie Er Female detective er Golpo Porun
Please
@@realmirmoti nondi chai skipper
খুব সুন্দর ❤
খুব ভালো লাগলো পুরো গল্পটাই। এক গল্পের মধ্যে দুটির স্বাদ পাবো ভাবিনি। বিভূতিভূষণের এই লেখাটি পড়া ছিল না। তার সাথে সেই পুরোনোগন্ধী উপস্থাপনা যা নস্টালজিক করে তোলে শ্রোতাকে। অনেকদিন পর সেই স্বাদ-গন্ধ ফিরে পেলাম। আর হাসি'র কথা কী বলবো! রোমাঞ্চকর!! শিহরিত হলাম।
শেষের অংশটুকু মানে behind the scene টা খুব ভাল লাগলো। এই যে কিভাবে গল্প পড়া হয়, কিভাবে রেকর্ড করা হয়, কন্ঠাভিনয় জিনিসটা খুব interesting লাগে আমার। যদি কোনোদিন সামনে থেকে experience করতে পারতাম তাহলে জীবনের একটা ইচ্ছাপূরন হত। ভালো থাকবেন মীরদা এন্ড কোং❤
বহুদিন পর ভূতের গল্প পাওয়া গেল ঠেকে। খুব ভালো লাগলো। আর বলতেই হবে পোস্টারটা অসাধারণ হয়েছে ❤এত ভয় পেয়েছিলাম দেখে,যে রাতে শোনার সাহস হয়নি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ভূতের গল্পগুলো সবসময় একটা কেমন যেনো ভয় ধরিয়ে দেয়। ধন্যবাদ এতো সুন্দরভাবে এই গল্পটা উপস্থাপনের জন্য।❤❤
💀💀💀💀💀❤❤❤❤❤
শনিবারের এই ক্লান্তিকর দিনে যখন গরমে বাসের ভির এর মধ্যে ঠেলাঠেলি করে বাড়ি ফিরে একটু ঠান্ডা জলের shower নিয়ে যখন শরীর আর বইছে না তখন পেলাম তোমার এই গল্পঃ টি মীর দা ❤️🧿 কানে ইয়ারফোন দিয়ে এখন শুনছি 😌 সব ক্লান্তির যেন অবসান হয়ে যায় তোমার কন্ঠে গল্পঃ শুনে 🌚
Thank You 😊❤️
এই বৃষ্টিমুখর রাত্রে ভূতের গল্প আহা! সামনেই পরীক্ষা প্রচুর চাপ, তার মধ্যে তোমার এই গল্প গুলোই একটু মনে প্রশান্তি এনে দেয়। থ্যাংক ইউ মীর দা ❤❤❤❤
এই শনিবার টার জন্য টানা 7 দিন অপেক্ষা করতে হয়..এই 7টা দিন খুব লম্বা মনে হয় শেষই হতে চাইনা... অধীর আগ্রহে বসে থাকি এই দিন টার জন্য❤❤❤
❤❤❤❤... আমিও। তোমাদের গপ্পো শোনানোর জন্য অপেক্ষা করতে করতে আমিও অধৈর্য হয়ে যাই ❤❤❤
আমি ক্লাস 12 এর সময় একটি অলৌকিক গল্প লিখেছিলাম , অনেককে শুনিয়েছিলাম তাদের খুব ভালো লেগেছিল। এখন আমি আমার ইউটিউব এ গল্পটির অডিও স্টোরি করেছি। শোনার জন্য অনুরোধ রইল। Thumbnail এ Kuheli লেখা আছে। আর বলে রাখি আমার চ্যানেল কোন অডিও স্টোরি চ্যানেল নয়। ভবিষ্যতে আমার কোন অডিও স্টরি করার প্ল্যান নেই।
Tahole week a 2to kore hoye jaahk,,ki bolen😅@@realmir
@@arbindasaha6868 agree
Satti e week a duto kore galpo anle valoi hoii 🎉🎉ai 7 ta din jano katei chai naa💕💖
গল্পটা শুনতে দারুণ লাগল। এত রাতে স্বল্প ভলিউমে কানের পাশে ফোন রেখে শুনে দারুণ রোমাঞ্চ অনুভব করলাম। বইয়ের পাতায় ভয়ের যে স্বাদ পূর্বে পেয়েছি, গল্পপাঠ শুনে তা আরও অধিক মাত্রায় পেলাম। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এবং গোটা টিমকে।
আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি শুনছি ভৌতিক হাসি ভয়ের ইনঙ্গিত সত্যি গল্পটা বেশ ভালো তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে ধন্যবাদ জানাই মীর দা ❤❤
দিদা কে কিছুদিন আগেই হারিয়েছি। অনেক গল্পঃ শোনাতো আমাকে দিদাদের সময় কেমন ছিল দিনগুলো,আমার ছেলেবেলা নিয়ে😢। এখন তোমার গল্পঃ গুলোই যেন জীবনের এক ওপর সঙ্গী হয়েগিয়েছে। জানি ফিরে পাবো না দিদা কি তবে তোমার কন্ঠ তো আছে আমদের নিঃসঙ্গের সঙ্গী। ভালো থেকো মিরদা সর্বদা মঙ্গল কামনা করি তোমার
ছাদে অন্ধকারে এমন লোমহর্ষক গপ্প শোনার মজায় আলাদা 💙 জমে ক্ষীর, না না হাড় হিম 😅
দারুন হবে 😊
মীরদা কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের গিন্নি মা গল্পটা করার অনুরোধ জানাচ্ছি 🙏🙏🙏🙏
গল্পটা ভীষণ ভয়ের 😉😉
Can you give me a summary like just a Lil summary please
এক অল্পবয়সী মেয়ে নার্স হিসাবে এক বৃদ্ধার দেখাশোনার কাজ নিয়ে তার বাড়ি যায় । কিন্তু গিয়ে জানতে পারে তার আগে যারা সেখানে কাজ করতে গিয়েছিল তারা সবাই ভয় পেয়ে কাজ ফেলে পালিয়েছে । বৃদ্ধার সঙ্গে দেখা করে ও কথা বলেও তার মনে হয় সে অত্যন্ত গোলমেলে এবং খারাপ মহিলা । এরপরই তার সঙ্গে এমন একটি সাংঘাতিক ঘটনা ঘটে যার পর তার জীবন পুরোপুরি পালটে যায় ।
@indranilsaha7975 গল্প টা Sunday Suspense এ শুনেছি অনেক দিন আগে। শেষে গিন্নি মা আর ঐ মেয়ের আত্মা শরীর বদল করবে। কি তাই তো?
@@wargreymonx2811Ki nam e pawa jabe ei golpota sunday suspense e?
@@wargreymonx2811হ্যাঁ কিন্তু গল্পটা সানডে সাসপেন্সে হয়নি এখনো আমিও অনেকদিন আগে শুনেছিলাম অন্য জায়গায়।
তোমাদের গপ্পের প্রতি এমন নেশা হয়েগেছে যে রোজ রাতে ঘুমানোর সময় একটা গপ্প না শুনলে হয় না....❤ আমাদের এমন সুন্দর উপহার দেয়ার জন্য thank you so much❤❤.... keep it up .... heading towards more amazing stories❤😊
Same to you
অনেক অনেক ভালোবাসা ❤❤❤
অপেক্ষা শেষ হলো।। ভূতের গল্প তাও আবার এই ঠেকে,,অসাধারণ।
শনিবারের জন্য অপেক্ষা করে থাকা সার্থক হলো যেন। উঃ কি গা ছমছমে গল্প 😮 একদম রক্ত জল করা হাসি
এরকম গল্প আমার হেব্বি লাগে। কারণ তুমি নিজেই নেশা টা ধরিয়েছো প্রায় 10 বছর আগে
শুরু হলো অট্টহাসির হাসি.. ওরে বাবা, কী ভৌতিক হাসি.. সত্যি একটু ভয়ের ইঙ্গিত আছে বৈকি গপ্পো তে.. 😮😮😮😅😅 কিন্তু আজ গপ্পো পাঠে কে.. শানু না অনুজয়..!??? 😃 😃 তবে তালিম টা বেশ চমৎকার.. মীর আফসার আলীর কোচিং তো.. পারদর্শী হতেই হবে, নইলে ক্যাপ্টেন মীর আফসার আলী গুরু হবেন কী করে.. 😂 😂 ❤🎉 🎉 🙏 💐 🙏 💐 🙏
গপ্পো মীরের ঠেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা "দেবযান " গল্পটি শোনার আন্তরিক অনুরোধ রইলো।
Sotti debjan sonar khub iccha..
Bristi holo ektu agei tar por tomar ei voice ..r eto sundor akta golpo upohar..jeno mone hoche taranath samne bose golpo sun6i..badlar dine..love u mir da from asansol❤❤
স্যার পথের পাঁচালী তো শেষ হয়ে গেল এবার অপরাজিত শুনতে চাই অপুকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি অনুরোধটা রাখবেন কিন্তু।❤️
মির দাদা জানিনা আমার কমেন্ট পড়বে কিনা ?? কিন্তু তোমাদের কণ্ঠে `দেবী দ্রাক্ষানি` সব গুলো পর্ব আমার সোনার খুব ইচ্ছা দাদা,,,,,,যুগান্তকারী এক গল্পঃ হবে,,plz দাদা,,,,🖤🇧🇩
খুলনা থেকে শুনলাম, সুন্দরবনের গল্পটা আলাদা একটা রোমাঞ্চ সৃষ্টি করল।
আজ একটু অন্য কথা হোক।। Join the dots স্যালুট the team for the poster design 🥰👍
বেশি বেশি গোয়েন্দা গল্প চাই শার্লক হোমস আর ফেলুদার গল্প,,,।।।
Taranath Tantrik ar jonno so excited ❤❤
অসাধারণ গল্প।❤। পুরো Scene টা যেন চোখের সামনে ভাসছে। এককথায় অসাধারণ।
Hasi ta just fatafati ❤ darun laglo story ta... godhuli di darun hoyeche ❤😮
"Hashi" by Bibhuti Bhushan Bandopadhyay is a spine-chilling journey into rural Bengal's supernatural mysteries. Bandopadhyay's skillful storytelling and eerie atmosphere make it a captivating read for horror enthusiasts!
বৃষ্টি হয়ে গেল কিছুক্ষন আগে। হাওয়া দিচ্ছে। এর মধ্যে মীর দা তোমার এই উপহার মন ভরিয়ে দিল।
কোথাই বাড়ি আমাদের এখানেও বৃষ্টি হল 😊
আমার বাড়িতেও একটু বৃষ্টিটা পাঠাও না.. 😊
Amader o ei sobe bristi suru holo
আমাদের এখানে (হাওড়া) বৃষ্টি এসেছে এবার
apnaar baari kothaay??? ami barrackpore a thaaki... ektuo bristi nei edike
সত্যি রোমহর্ষক এক গল্পঃ। জঙ্গলের মধ্যে যখন অপ্রাকৃতিক হাসি কানে হেডফোন এবং অন্ধকার ঘরে শুনলাম তখন একটু ভয় করছিল বইকি ❤
এই সপ্তাহে ছোটো গল্প আসছে তার মানে এর পরের সপ্তাহে বড়ো গল্প আসবে। কিছুদিন আগে শার্লক
আসবে বলা হয়েছিল তাই আমার মনে হয় একটা শার্লকের গল্পই আসবে। আমি চাই Valley Of Fear হোক। যদি গৌরব চক্রবর্তী কে Birdy Edwards এর রোলে রাখা হয় তাহলে তো আলাদাই একটা মাইলস্টোন হবে! এবার দেখা যাক কি আসে।
গল্পটা বেশ শিহরণ জাগায়, তারসঙ্গে নারী কন্ঠের অট্টহাসি। দুর্দান্ত। এ হাসি ভোলার নয়! ❤❤
মীরদার গলায় ভুতের গল্প শোনার মজাটাই আলাদা
The eriee uncontrollable laughter..not getting enough words to describe Godhuli Ma'am's presence in the episode. She is the best thing in this episode. Also didn't miss the unintended humour of such an episode when I casted my vote. All the Best Team Goppo Mireer Theke. Punoshcho please do not read any other angel to this comment. Love Tanushree
গোধূলি দিদির হাসিটা সেরা 😰😆👌❤
☠️💀☠️💀☠️💀☠️💀
Ekdom❤
@@realmir Ekta chotto video sei haasi taar hoye jaag.... byapok hobe. It'll be so satisfying to put a face to that laughter
ধুস ভাবলাম কতই না ভয় হবে , মোটামুটিভাবে হয়েছে মীরদা সেই শিরন পেলামনা ।💔
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর' ঠগী ' গল্পো টা শুনতে চাই ।
থগি গল্পটা খুব ভালো।
গত সপ্তাহে একটা বড় ও দুর্দান্ত গল্প পেয়ে খুব খুশি হয়েছিলাম, আবার সেই ছোট গল্প, ধুর শুরু না হতেই শেষ। ঠেক একদম জমলো না
বৃষ্টির রাতে এমন অসাধারণ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤❤
শনিবারের অপেক্ষায় থাকি। মীর দার গলা টা মনে একটা আলাদা প্রশান্তি আনে। All my love to মীর দা and team ❤❤❤❤
শার্লক কী আর আসবে না ? এটা কোন কথা, ৫০ টা শার্লক এর গল্প চাই, সবাই একমত কিনা জানান,
Hmm❤❤
Chai
আমি অলওয়েজ চাচ্ছিলাম মীর যেন তরুণ কণ্ঠে ভূমিকা রাখেন …finally শুনলাম ♥️♥️♥️♥️
সুন্দরবনের বর্ণনায় খুশি হলাম ..😊 সুন্দরবনবাসী কিনা🌿😊😊😊
Same 💐🍃
সেই পুরোনো সময়ের কথা মনে পড়ে গেল। নস্টালজিয়া। আবার resurrect করে তোলার জন্য ধন্যবাদ❤
আজ বৃষ্টি হয়েছে।মজা এসে যাবে।love you Mir da।
তারানাথ তান্ত্রিক সাথে থাকলে মজা বেড়ে যেতো।
অসাধারণ গল্প।অসাধারণ উপস্থাপনা। ❤❤মীর স্যার কে অনেক ধন্যবাদ।
গল্পের ঈশ্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়___এর___ গল্পটা__ গপ্পো MIR-এর ঠেক এত সুন্দর উপস্থাপনা করলেন___তা সকল স্রোতার ভাবনার বাইরে । হোক ছোট্ট__ আমার দারুন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মীর সাহেব। আবার আগামী শনিবারের জন্য অপেক্ষায় রইলাম। শুভেচ্ছা রইল সকাল অভিনেতা/ অভিনেত্রী__ দের জন্য। ভালো লাগলো, শুভ রাত্রি ।
শুভ রাত্রি ❤❤❤❤
@@realmirসপ্তাহে কয়েকটি ছোট গল্পঃ দিন
উফফ মীর দা, গোধূলী দির হাসি শুনে toh পিলে চমকে গেলো 😰 ভূতের ভয় ছিলো না কোনোদিন এবার বোধহয় ভয়টা ধরলো 🙂
অসাধারণ অনবদ্য কণ্ঠাভিনোয়ের জন্য গপ্পোটা দারুণ জমলো❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
দারুন লাগলো গল্পটা। ❤
একটু ভয়ও পেয়েছি হাসিটা শুনে।😊
অনেক দিন আগে পড়েছিলাম।
কিন্তু গপ্পোটা শুনে বেশী ভালো লাগলো।❤❤
ভূতের গল্পগুলো তোমার ঠেকে না শুনলে মন ভরে না।❤
বৃষ্টি হোক বা না হোক প্রতি শনিবার রাত নটায় গপ্পো মীরের ঠেক হলেই হবে।❤
💀💀💀💀💀❤❤❤
@@realmirসপ্তাহে কয়েকটি ছোট গল্পঃ দিন
এর আগে অয়ন্তিকাদিকে ভূত, পেত্নির কন্ঠে শুনেছি কিন্তু গোধুলীদি কে শুনে seriously হাঁ হয়ে গেছি 😮😮 .. brilliant she is ❤❤❤❤
হাসিটা 😱😱
রেশটা থেকে যাবে অনেক দিন পর্যন্ত ❤❤
Hat's off to all of you 🙌🙌🙌
আমাদের এখানে বৃষ্টি পড়ছে ক্যাপ্টেন❤..সঙ্গে ঠান্ডা হাওয়া হচ্ছে 😊💫আর আমি গপ্পো শোনার অপেক্ষায় রয়েছি....❤ excitement আর ধরে রাখতে পারছি না.....🥺💫ক্যাপ্টেন❤👀🙏💖
আমাদের এখানেও,, নদীয়া বীরনগর 😊
Amader karimpur 🌧️😁
করিমপুর, নদিয়া ❤😊
উত্তর 24 পরগনা জেলার মিনাখাঁ থানা এলাকায় এখনও বৃষ্টি ☔ হচ্ছে 10.50
বর্তমানে তামিলনাড়ুতে থাকি। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। রাতে খিচুড়ি খেতে খেতে শুনলাম। 😁❤ কিন্তু আবার একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে ভেবে কষ্ট হচ্ছে। যেটা প্রতি সপ্তাহেই হয়। তাই এক গল্প বারবার শুনি। কখনো একঘেয়ে লাগে না। গপ্পো মীরের ঠেক আমাদের মতো মানুষের বেঁচে থাকার রসদ। ❤❤❤
Wow .. rate kichuri .. amkeo try korte hobe . Besh valoi mone ho66e at least roti r porota r theke 😂
Duration 29:01 ❤
Jossssss..... আপনার কন্ঠের সাথে গল্পের মিলের কোনো তুলনা হয় না। কেও লাইক করলে আবার এসে শুনব❤
এই গল্প গুলো শুনে মন ভালো হয়ে যায় ❤ ধন্যবাদ মীর দা ❤
Captain,tomar golay Byomkesh ke khub miss korchi😢😢
Ha Dada plz anun Byomkesh Bakshi ke
Uff just darun golpo❤❤❤sathe Godhuli di r pile chomkano hasi🔥🔥🔥
Darun golpo asche
Captain darun hoache ar bhoot er hasi ta just darun koreche godhuli di ❤❤ goppo ta sonar somoy ga chomchom baper hoache amar 🥺khub valo legeche . Ar moti nondi r lekha koni goppo ta kobe asbe
🥺. Tumi sustho theko ar ae vabe amader valo valo goppo upoher diyo proti soniber 🤭❤️.
ওরে বাবা, সত্যি গা ছমছমে হাসি.. 🙄🙄😎 হাসি খানি কিন্তু দারুণ হয়েছে গোধূলি র কন্ঠে.. awesome 👍 excellent.. মীর আফসার আলী, তোমার গপ্পো পরিবেশন, জীবন্ত ভয়ের অনুশীলন, আর দরাজ কন্ঠের গপ্পো পাঠ.. uffffff awesome 👍 🙏 🎉 🙏 😮😮 খুব খুব খুব ভয়ঙ্কর হাসি মীর আফসার আলী.. ধন্যবাদ আজকের ক্ষুদ্র গপ্পো-র সম্ভার.. 🤗 🤗 💚 💚 😚 😚 😚 👏🙏👏🙏🎉🎉👍👍👍
থ্যাংক ইউ ❤❤❤❤❤❤❤
@@realmirভীষণ ভীষণ আনন্দ পেলাম, এই বিকট ভৌতিক 'হাসি' শুনে.. 👍 👍 🙏🙏🙏🤣🤣🤣❤️❤️❤️❤️❤️🤪🤪
@@osimakhatun310❤❤❤❤❤
@@user-SahebDas 💚🌻💚
দুর্দান্ত গল্প পেলাম গল্প মির এর তরফ থেকে,,,, আরও চাই একরকম গল্প ❤️❤️big fan
দাদা খুবই বাচ্চা সুলভ গল্প
বৃষ্টিভেজা রাতে রোমহর্ষক অভিজ্ঞতা।রাগ করোনা মীরদা তবে তোমায় ভালোবাসি বলেই একটু অভিমান দেখিয়ে বলছি সারা সপ্তাহের এত দীর্ঘ অপেক্ষার ফল মাত্র এই টুকু সময় 😢😢। ঠিক সাধ মেটে না 😑😑। তবুও বলবো বরাবরের মত এবারও সুপারহিট ❤❤❤....ভালোবাসা রইলো মেদিনীপুর থেকে।
Ayantika ম্যাম কোথায় গেল স্যার plz আনুন না আমাদের রাজকুমারী কে।
আরে আছে ভাই আছে। কোথায় আবার যাবেন। কোনো গল্পে ওনার উপযুক্ত ক্যারেকটার এলেই উনি আসবেন। TT
এই পৈশাচিক হাসিটা তো অয়ন্তিকা দিরই..🧛🏻♀️🧟♀️
@@sougatadey30 না ওটা গোধূলির।
@@sougatadey30na godhuli mam ar
দারুন দারুন ❤
প্লিজ ক্যাপ্টেন এবার সব্যসাচী চক্রবর্তীর গলাতে ফেলুদা হয়ে যাক "গ্যাংটকে গন্ডগোল"
ঢাকা বাংলাদেশ থেকে শুনেছি ❤
কেমন আছো দাদা,, বয়কট কতদুর এগোলো😊
@@prosenjitmondal2748 ভালোই
@@prosenjitmondal2748 heavy diye6o dada😂😂
আহা❤
খুব সুন্দর, খুলনায় বসে খুলনা এলাকার ভূতের গল্প শুনলাম দারুণ অনুভূতি।
হ্যালো মীর এন্ড টিম ❤❤❤❤
Love from, Khulna, Bangladesh
হ্যালো ❤❤❤❤❤
Ekta kotha na bollei noy... joto bhuter golpo suni sobgulo te eto sundor prakritik bornona ache je mon ta bhore jaye... bhutera mone hoy khub romantic hoy tai ei sob sundor jayga tei thake... 😱😱😱
Love from Bangladesh 🇧🇩🇧🇩❤️❤️
❤🙏🫂
ফেলুদা সমগ্র থেকে কোনো গল্প আসবে না
Na asbena. Kal onyo jaygay Royal Bengal Rahasya giye shunun. Ekhane Feluda hobena onek agei Midda bolechen.
Sharlock Homes আর ব্যোমকেশ যে কবে শুনতে পাবো মির দার গলায় 😢😢
আবারো একটা অপেক্ষার অবসান,উফ সারা সপ্তাহ এটার জন্যেই তো অপেক্ষা করে থাকি।গপ্পো মীরের ঠেকে এমন সব গল্পের স্ম্ভার মাঝে মাঝে মনে হয় একদিন না হয়ে গপ্পোটা দু'দিন হলে ভালো হতো 🥺।
কিছু একটা ব্যবস্থা করুন এত দিনের বিরহ সহ্য হয়না 😩😣।
Love from Purba Medinipur ❤.
আহা রে, দেখছি কী ব্যবস্থা করা যায়... 😊😊
হ্যাঁ অবশ্যই 😊😊।
@@realmir সপ্তাহে কয়েকটি ছোট গল্পঃ দিন
Mirda apnar voice a Bhibhutibusan Bandopadhyay r Abhisopto golpo ta sunte chai... Please ... Ar ajker golpo ta darun laglo... Loadshedding r bhuter golpo asadharon ❤🥶
অসাধারণ সৃষ্টি। গল্পের থেকেও বেশি ভালো লাগলো আপনাদের উপস্থাপনা। ❤
হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তবুও বলতে মন চাইল-
প্রায় বছর ৩ আগে, আমি রোজ রাতে মোবাইল চার্জ করতাম, যে ঘরে মোবাইল চার্জ করতাম সেখানে কেউ থাকতো না। কিন্তু রোজ সকালে উঠতাম আর দেখতাম চার্জার মোবাইল সব টেবিলের উপর রাখা, মোবাইল টা এই ভাবে কোন দিন চার্জ হত না, এবং মা এর সাথে রোজ ঝগড়া, তুমি আমাকে মোবাইল ঘাটতে দেবে না বলে, রোজ এই কাজ কর, আর মা বলতো - তুই ভুলে গিয়ে চার্জে বসাস না, আর দোষ দিস আমার নামে।
তাই সাক্ষী হিসেবে আনা হয় বাবা কে, আমি মোবাইল চার্জে বসাই, বাবা দেখে, এবং মা যাতে চার্জ বন্ধ না করতে পারে, তার জন্য বাবা ঘরে তালা মেরে চাবি রেখে দেয় আমার কাছে।
পরের দিন সকালে, তালা খুলে মোবাইল আনতে যাই, এবং যথারীতি - মোবাইল, চার্জার খুলে টেবিলে রাখা, এর পর শুধু মা বলে ডাকতে পেরেছিলাম,
পরের সপ্তাহে নিশ্চয়ই কোনো ধামাকা আসতে চলেছে, যে কারণে এই সপ্তাহে গল্পের সময়সীমা এত কম। তবে, গল্পের সময়সীমা যতই কম হোক, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এনারা আমার প্রিয় লেখক। তাই তাঁদের রচিত কোনো গল্প বিশেষত গপ্পো মীর এর ঠেক এ যখন শুনি, গল্পের সময়সীমার কথা তখন ভুলে - ই যাই।
গল্পটা খুব ভালো লাগলো❤, কিন্তু এইটুকুতে মন ভরতে চাই না মীর স্যার 😅 ঘণ্টা খানেক না কাটলে মনেই হয়না গল্প শুনলাম🙂
Ami khub bhuter golper fan aj ker golpo ta fatafati hoeche. Thank you very much 😊 . Erokom golpo ro sunte chai.
মীর দা যে সানডে সাসপেন্স এ নেই, সেটা অবশ্যই মন খারাপের বিষয়, কিন্তু মোটের মধ্যে ভালো এই যে, সানডে সাসপেন্স এবং গপ্পো মীরের ঠেক দুটো জায়গা থেকে অসাধারণ সমস্ত গল্প গুলো শুনতে পাচ্ছি। যেটাকে বলে Double Bonus ❤
আপনারা কি বলেন?
Orebaba re.. ki sanghatik bhoe pelam.. hasi ta jei korechen just osadharon 🎉
স্যার, আমি নিয়মিত আপনার পড়া গল্প গুলো শুনি! ভীষণ ভালো লাগে। গপ্পো মীরের ঠেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দী গল্প টি শোনার অনুরোধ রইল
ছোটবেলায় ঠাকুমা আর এখন মির দা-র মুখের গল্প না শুনলে ঘুম পায় না।
Ei to etai sei purono mir da 💝 ei style tai thak
দুর্দান্ত ❤❤ আপনার গলায় প্রতিটি গল্পই যেন প্রাণ পায় দাদা,, আমি আপনার একজন silent অনুরাগী,, কিন্তু আজ একটা অনুরোধ নিয়ে এলাম , আপনার কন্ঠে শরদিন্দু অমনিবাস এর দশম খন্ড এর প্রথম গল্প " রিমঝিম" গল্পটি শুনতে চাই দাদা। একটু বড় গল্প কিন্তু বড় স্নিগ্ধ প্রেম ও মাতৃত্বের গল্প। এটুকু বলতে পারি আপনার কন্ঠে প্রধান চরিত্র প্রাণ পেয়ে জীবন্ত হতে উঠবে গল্পে,, ভীষণ ভালো লাগবে শুনতে।। বই এর পাতায় পড়া প্রিয় গল্প টা আপনার গলায় শুনতে চাই,, একটু বিবেচনা করে দেখবেন দাদা অনুরোধ টা।। এই গল্প ত সিনেমা করলে খুবই ভালো হতো কিন্তু এ অনুরোধ আর কার কাছে করব ,, কে রাখবে জানি না তাই সে বাসনার কথা মনে এলেও সম্ভব নয়।। কিন্তু শুনতে অনুরোধ করতে পারি আপনার কাছে দাদা❤❤
অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা আপনাকে আর আপনার চ্যানেলকে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ami Sunday Suspense er Golpo Gulo Radio Te Sune, Diary Te Likhe Rakhi. Eta Amar Ekta Hobby. ❤❤❤
কে কে নোটিফিকেশন দেখে ছুটে এসেছেন মীর দার কন্ঠে অনবদ্য এই গল্পটি শুনতে ? 😊
এইরকম একটা ভুতুড়ে গল্পের অপেক্ষায় ছিলাম ❤❤ ধন্যবাদ মীর স্যার আপনাকে💖💖
আপেক্ষার অবসান ঘটল Captain💜😌
Just loved it!! পুরনো Sunday suspense এর মীরের পড়া ভূতের গল্প গুলো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে তবু বারবার শুনি। list এ একটা নতুন যোগ হল। ❤
❤❤❤ সকলকে অশেষ ধন্যবাদ খুব সুন্দর হয়েছে❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mir dar moddhe borabor akta Jadu ache,,,,Sai fm radio ta suntam choto thake,,,,mon dia,, akhono jano khub valo lage ager moto❤❤❤❤❤
অপরাজিত গল্পটা শুনতে চাই❤❤ আপনাদের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে ❤️❤️
প্রত্যাশা পূরণ হলো না ক্যাপ্টেন।
তবে যেটা পেলাম সেটা অসাধারণ।
সবদিন তো হয় না 😊😊😊
@@realmirসপ্তাহে কয়েকটি ছোট গল্পঃ দিন
পিতা পুত্রের দারুণ সব ভূতের গল্প ❤