আমাদের ভারতের বাংলার চিরস্বরণীয় নায়িকা সুচিত্রা সেন এর অভিনয়ের বলিষ্ঠতা অনেকটা জাকিয়া বারী মম এর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ রইলো। আল্লাহ তাঁর মঙ্গল করুন।
শিল্পী নিলয়ের চিৎকার-চেঁচামেচি রাগের অভিনয় করেছেন। কিন্তু তিনি যে এত নরম একটা অভিনয় করতে পারেন ভাবতেই পারিনি। নাটকের গল্প টা খুবই সুন্দর এবং অভিনয় অসাধারণ হয়েছে দুজনেরই। অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতা থেকে বলছি বাংলাদেশের নাটকের মত এত সুন্দর গল্প পশ্চিমবাংলায় কখনোই হয় না। এখন আমি বাংলাদেশের নাটক ছাড়া আর কোন কিছু দেখি না। গল্প লেখক কেউ অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।
""অহংকার নারীর সৌন্দর্য কে খাটো করে দেয় আর বিনয়ী নারীর সৌন্দর্য কে বাড়িয়ে তুলে।"" চমৎকার ডায়লগ। ব্যবহার, আচরণ আর ভালবাসা দিয়েই, মানুষ -- না, পৃথিবী টাও জয় করা সন্ভব।
''''''' অহংকার নারীর সৌন্দর্য কে খাটো করে দেয় আর বিনয়ী নারীর সৌন্দর্য কে বাড়িয়ে তোলে ''''''' মম সর্বকালের সেরাদের একজন তার সব নাটকেই কিছু না কিছু নতুনত্ব থাকে। আর এজন্যই মম আমার সেরা ফেভারিটদের একজন। মম বাংলা নাটকের রাজকন্যা।
এই টিলিফিল্মে রবীন্দ্র সংগীতের ব্যাবহার দারুণ লেগেছে। শেষে "তুমি নির্জন উপকুলে নায়িকার মত" গানটির শুরুর পিসটুকু সংযোজন ভিন্ন মাত্রা এনে দিয়েছে। মমর অভিনয় তার কন্ঠের মিষ্টি কথা সব সময় আমার কাছে মধুর। নিলয় বেশ ভালো করেছে। সব মিলিয়ে চমৎকার!
অনেক দিন পর একটা খুব ভালো নাটক দেখে অভিভূত হয়ে গেলাম। নিলয় আলমগীর ও জাকিয়া বারী মমর অভিনয় মনকে ছুঁয়ে গেছে। নিলয় আলমগীরের সুপ্ত অভিনয় প্রতিভা যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো জীবন্ত হয়ে উঠছে। জাকিয়া বারী মমর অহঙ্কারী নারীর চরিত্র যেমন মন কে আঘাত করেছে তেমনি উনার বিনয়ী ও নম্র ভদ্র চরিত্র মন কে শান্ত ও মুগ্ধ করেছে। নাটকের গল্প ও পটভূমি খুব ভালো লাগলো। নাটকের পরিচালকে ও সমস্ত উনিট কে জানাই সাধুবাদ।
নাটকটি দেখার সাথে সাথেই কেমন জানি অদ্ভূতভাবেই খারাপ মনটা ভাল হয়ে গেল।এমন নাটক বার বার আশা করছি প্লিজ পরিচালক এবং গল্পকার ভাইকে এরকম নাটক সবসময় দেখতে চাই,,,,
বাংলাদেশের নাটকের সংগে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার নাটকের মধ্যে মনে হয় একটি বেসিক পার্থক্য রয়েছে। আমি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের অনেক নাটক দেখেছি, যা একটি স্হির মন্চে মন্চস্হ হয়। অন্য দিকে, বাংলাদেশের নাটক গুলো ঐ ভাবে মন্চস্হ হয় না। সিনেমার স্টাইলে হয়। এটা নয় কি? এর পেছনে অন্য কোন পার্থক্য আছে কি? জানি হয়তো এর উত্তর আমি পাব না। আমি একজন ত্রিপুরার খোয়াই এর নাট্য প্রেমী। আমি বাংলাদেশের প্রচুর নাটক দেখেছি এবং নিয়মিত দেখি।
আমার মনে হয়, প্রায় প্রতিটি মানুষ বা মানুষের পরিবারেই এমন কোন না কোন কেহ আছে বা থাকে যাদের চরিত্রের সংগে নাটকের বিষয় বস্তুর যথেষ্ট মিল আছে। ঠিক তখনই এই নাটকটি যেন অকাল বসন্তের মতো দেখার সুযোগ এলো।এই নাটকে নিলয়কে একটু হলেও আলাদা মনে হলো। মম ও নিলয়কে অনেক অনেক ধন্যবাদ।
প্রথমত অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক আমার দুজন পছন্দের মানুষ এবং পছন্দের জুটিকে নিয়ে অসাধারন গল্প নিয়ে নাটকটা যিনি বানিয়েছেন তাকে,,, আরো বেশি বেশি ধন্যবাদ যে আমারি স্বপ্নের জায়গাটায় নাটকটি করেছেন,,, কি বলবো ভাষা খুজে পাচ্ছি না এতটাই ভাল লেগেছে নাটকটি।
আধিপত্যে আর ক্ষমতা দিয়ে মানুষকে কখনো তাচ্ছিল্য করা, অবহেলা করা উচিত নয়। ভালবাসা আর আদরের পাশাপাশি শাসন করা প্রয়োজন তা হলেই বিনয়ী হতে পারে একজন মানুষ। চমৎকার কথা। ধন্যবাদ রচয়িতাকে।
"" তিক্ততা দিয়ে যে সম্পর্ক গড়ে উঠে সেটা অনেক দিন স্হায়ী হয়। "সুন্দর ডায়লগ এবং সত্যি। " অহংকার, তাচ্ছিল্য আর অহমিকা দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না "।চিরন্তন সত্যি । ধন্যবাদ নাট্যকারকে।
মানুষের জীবনে প্রতিটি ঘটনা সময়ের প্রয়োজনেই ঘটে। কিছু কিছু দুঃখ-কষ্টের ঘটনা অনাগত দিনে কোন মধুময় মিলনের ক্ষেত্র তৈরি করে। আমরা মানুষেরা তা বুঝতে পারি না। এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও ধন্যবাদ রচয়িতা এবং পরিচালক কে।
...হাজার চেষ্টা করেও ফেলে আসা সময়টাকে, __________কোন ধরা বা ছোঁয়া যায়না- যৌবনের গতিপথ কোনদিন বদলানো যায়না, বয়স বাড়ে- জীবনের এই সত্যতাকে মানতেই হবে। যৌবন চলে যাওয়ার পরও তো জীবন শেষ হয়না, _____তখনো সামনে থাকে নতুন এক দিগন্ত....।
নিলয় আলমগীরের বেশ কিছু নাটক দেখেছি ,তবে নির্জন উপকুলে Telefilm, এ একটা অন্যরকম চরিত্রে দেখে খুব ভালো লাগলো। ওর বিপরীতে জাকিয়া বারী মম অপূর্ব , অসাধারণ।
অসাধারণ একটি নাটক,, আর তা তো হওয়ার কথা ই যেখানে নিলয় আলমগীর এবং মম আছে,, তবে বুকের ভিতর নুপুর বাজে,, ছেলেটা সত্যিই এসেছিল,, এসব নাটক আরো চাই এই জাতি,,
এক বছর হয়ে গেছে আপনার কমেন্টের, তবু এই দারুন একটা জুটির কয়েকটা নাটকের নাম না লিখে আরাম পাচ্ছি না:- মেয়েটি কথা বলিবে প্রেম করিবে না, প্রজাপতি রঙ ফাগুনে, পেন ফ্রেন্ড, পরীর নাম ময়না পক্ষী, বেলা শেষে, ভালোবাসার সমীকরণ ইত্যাদি। ধন্যবাদ।
"নির্জন উপকূলে" নাটকটির জন্য পরিচালক মামুদ ডিডারকে অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে একটি অসম্ভব সুন্দর রোমান্টিক নাটক উপহার দেওয়ার জন্য। তিনি কোয়েট কলেজে জীবনের সেই চিরন্তন সত্য চিত্ররূপটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নিলয় এবং মম র মধ্যে। অবশেষে সাময়িক বিচ্ছেদের পর যেটা ঘটার সেটাই ঘটছে, শিশির ও কনার মধ্যে সুপ্ত প্রেম মিলনে পরিনত হয়েছে। যাকিয়া বারী মমর অভিনয় দক্ষতা প্রসঙ্গে বলার কোন অবকাশ নেই। বড় এবং ছোট উভয় পর্দায় অভিনয়ে তিনি যথেষ্ট পারদর্শী এবং বাংলাদেশের সুপারস্টারদের অন্যতম। নিলয়কে ও যথেষ্ট বুদ্ধিদীপ্ত ও পরিনত লেগেছে। এদের যুগলবন্দি "বুকের ভিতর নুপুর বাজে" তথ্যচিত্রটি দর্শকদের মনে যে ক্ষত সৃষ্টি করেছিল তার কিছুটা অন্তত প্রলেপ লেপন হয়েছে এই ছবির মধ্যে। Really it's an amazing combination between Zakia Bari Momo and Niloy Alamgir. Rathin Pan from Kolkata.
Excellent presentation with very less and appropriate dialogues !! 👌 Hat's off to the director for presenting the story through sequences and expressions only like a poetry !! 📴 Both Nilesh and Momo done a great job !! 👌 With 💖 from 🇮🇳
নাটকটা পুনরায় দেখলাম। বারবার দেখলেও মন ভরে না আবার দেখতে ইচ্ছে করে। আমার প্রিয় অভিনেত্রী মম বোন ও প্রিয় অভিনেতা নীলয় ভাইয়ের অভিনয় খুব সুন্দর।এই জুটির আরও অনেক নতুন নাটক দেখার প্রতীক্ষায় রইলাম।
''''''' অহংকার নারীর সৌন্দর্য কে খাটো করে দেয় আর বিনয়ী নারীর সৌন্দর্য কে বাড়িয়ে তোলে ''''''' মম সর্বকালের সেরাদের একজন তার সব নাটকেই কিছু না কিছু নতুনত্ব থাকে। আর এজন্যই মম আমার সেরা ফেভারিটদের একজন। মম বাংলা নাটকের রাজকন্যা।
Excellent. Momo and Niloy always are my favourite artist for their beautiful performing. All the characters in this drama are excellent. Highly impressed. Thanks to director, producer and all others those are involved. God bless you all.
আমাদের ভারতের বাংলার চিরস্বরণীয় নায়িকা সুচিত্রা সেন এর অভিনয়ের বলিষ্ঠতা অনেকটা জাকিয়া বারী মম এর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ রইলো। আল্লাহ তাঁর মঙ্গল করুন।
শিল্পী নিলয়ের চিৎকার-চেঁচামেচি রাগের অভিনয় করেছেন। কিন্তু তিনি যে এত নরম একটা অভিনয় করতে পারেন ভাবতেই পারিনি। নাটকের গল্প টা খুবই সুন্দর এবং অভিনয় অসাধারণ হয়েছে দুজনেরই। অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতা থেকে বলছি বাংলাদেশের নাটকের মত এত সুন্দর গল্প পশ্চিমবাংলায় কখনোই হয় না। এখন আমি বাংলাদেশের নাটক ছাড়া আর কোন কিছু দেখি না। গল্প লেখক কেউ অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।
😊❤❤❤❤❤শরফ
একমাত্র নায়িকা হিমের সাথে আলমগীরকে মানায়।
নিলয় আলমগীর হিমির অভিনয় সবচেয়ে ভালো লাগে।
If a man live together this is call of nature .thanks for a long time there will be long seperation
I am an ardent fan of yours.😊
নিলয় মম জুটির নতুন নাটক চাই।। দুজনের অভিনয় দারুণ হয়েছে
ছবি,গল্প, অভিনয় এবং প্রচ্ছদ রচনা সবটার মধ্যেই একটা নতুনেত্বর ছাপ ছিল । সব মিলিয়ে খুবই ভালো লাগলো ।
""অহংকার নারীর সৌন্দর্য কে খাটো করে দেয় আর বিনয়ী নারীর সৌন্দর্য কে বাড়িয়ে তুলে।"" চমৎকার ডায়লগ। ব্যবহার, আচরণ আর ভালবাসা দিয়েই, মানুষ -- না, পৃথিবী টাও জয় করা সন্ভব।
ধন্যবাদ।
''''''' অহংকার নারীর সৌন্দর্য কে খাটো করে দেয় আর বিনয়ী নারীর সৌন্দর্য কে বাড়িয়ে তোলে '''''''
মম সর্বকালের সেরাদের একজন তার সব নাটকেই কিছু না কিছু নতুনত্ব থাকে। আর এজন্যই মম আমার সেরা ফেভারিটদের একজন। মম বাংলা নাটকের রাজকন্যা।
এই ডাইলগ বাংলা নাটকে মমো ছারা অন্য কেহ অভিনয় করলে এতোটা ফুটতোনা।।
@@শেখওসমানকবির yes it's true
❤❤❤❤❤❤lll@@RAJON8987
এই টিলিফিল্মে রবীন্দ্র সংগীতের ব্যাবহার দারুণ লেগেছে। শেষে "তুমি নির্জন উপকুলে নায়িকার মত" গানটির শুরুর পিসটুকু সংযোজন ভিন্ন মাত্রা এনে দিয়েছে। মমর অভিনয় তার কন্ঠের মিষ্টি কথা সব সময় আমার কাছে মধুর। নিলয় বেশ ভালো করেছে। সব মিলিয়ে চমৎকার!
নিলয় এবং মমের অভিনয় নয় যেন বাস্তৱ ৰূপ দেখা যায়, এতো সুন্দর চক্ষু দিয়ে পানি ঝরিয়ে গেলো । ভারত, আসাম
অনেক দিন পর একটা খুব ভালো নাটক দেখে অভিভূত হয়ে গেলাম। নিলয় আলমগীর ও জাকিয়া বারী মমর অভিনয় মনকে ছুঁয়ে গেছে। নিলয় আলমগীরের সুপ্ত অভিনয় প্রতিভা যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো জীবন্ত হয়ে উঠছে। জাকিয়া বারী মমর অহঙ্কারী নারীর চরিত্র যেমন মন কে আঘাত করেছে তেমনি উনার বিনয়ী ও নম্র ভদ্র চরিত্র মন কে শান্ত ও মুগ্ধ করেছে। নাটকের গল্প ও পটভূমি খুব ভালো লাগলো। নাটকের পরিচালকে ও সমস্ত উনিট কে জানাই সাধুবাদ।
@@haradhandey2717lol p😊a km
⁰
@@haradhandey2717সঅঅঅব যা য়াগের চেয়ে ভালো াসাারের রার রের রের প্রধাাীন না িওওওপপপিসুাাাাাাাাাাাাাাাাাাাঅাাাাাাাাাাাাাাাায়য়য়য়য়য়য়য়অষঅঅঅষঅঅঅঅঅাঅাাসা
❤@@haradhandey2717
❤আপনি ভারত আসাম থেকে দেখছেন ধন্যবাদ
মম ও নিলয় অসাধারণ জুটি
নাটকটি দেখার সাথে সাথেই কেমন জানি অদ্ভূতভাবেই খারাপ মনটা ভাল হয়ে গেল।এমন নাটক বার বার আশা করছি প্লিজ পরিচালক এবং গল্পকার ভাইকে এরকম নাটক সবসময় দেখতে চাই,,,,
Kmn achen apni??
বাংলার নাটকের কাছে বাংলা সিনামা হার মেনে যায়
বাংলাদেশের নাটকের সংগে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার নাটকের মধ্যে মনে হয় একটি বেসিক পার্থক্য রয়েছে। আমি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের অনেক নাটক দেখেছি, যা একটি স্হির মন্চে মন্চস্হ হয়। অন্য দিকে, বাংলাদেশের নাটক গুলো ঐ ভাবে মন্চস্হ হয় না। সিনেমার স্টাইলে হয়। এটা নয় কি? এর পেছনে অন্য কোন পার্থক্য আছে কি? জানি হয়তো এর উত্তর আমি পাব না। আমি একজন ত্রিপুরার খোয়াই এর নাট্য প্রেমী। আমি বাংলাদেশের প্রচুর নাটক দেখেছি এবং নিয়মিত দেখি।
আমার মনে হয়, প্রায় প্রতিটি মানুষ বা মানুষের পরিবারেই এমন কোন না কোন কেহ আছে বা থাকে যাদের চরিত্রের সংগে নাটকের বিষয় বস্তুর যথেষ্ট মিল আছে। ঠিক তখনই এই নাটকটি যেন অকাল বসন্তের মতো দেখার সুযোগ এলো।এই নাটকে নিলয়কে একটু হলেও আলাদা মনে হলো। মম ও নিলয়কে অনেক অনেক ধন্যবাদ।
প্রথমত অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক আমার দুজন পছন্দের মানুষ এবং পছন্দের জুটিকে নিয়ে অসাধারন গল্প নিয়ে নাটকটা যিনি বানিয়েছেন তাকে,,, আরো বেশি বেশি ধন্যবাদ যে আমারি স্বপ্নের জায়গাটায় নাটকটি করেছেন,,, কি বলবো ভাষা খুজে পাচ্ছি না এতটাই ভাল লেগেছে নাটকটি।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সুন্দরী নায়ক ও নায়িকা এরা দুজন ।Thanks, from India.
🍆🍆
অসাধারণ একটি নাটক দুইজনের অভিনয় সুন্দর হইছে নাটক টা দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ পরিচালক ভাই কে
TG
momo always the best
nice drama
good direction
নিলয় এন্ড মম,দারূন,অভিনয় করেছেন, নিলয়, একজন ভাল,মানুষ,
Kub sundor natok....
যাদের বিয়ে টিকেনা আর যাই হোক এরা ভাল মানুষ হতে পারেনা।
আধিপত্যে আর ক্ষমতা দিয়ে মানুষকে কখনো তাচ্ছিল্য করা, অবহেলা করা উচিত নয়। ভালবাসা আর আদরের পাশাপাশি শাসন করা প্রয়োজন তা হলেই বিনয়ী হতে পারে একজন মানুষ। চমৎকার কথা। ধন্যবাদ রচয়িতাকে।
Binay. Ajjkal. Shishu. Pet. Theke. Parar age. Mayer. Kokhei. Chhere. Ase
Upomahadeshe. Akhan. Kam. Beshi. Sab. Achhe. Kintu. Manusyatwa Paowa. Muskil.
Ma. Athaba. Baba. Hara. Santan ata aasavyai keno habe uddhAtai. Keno habe. tader. To. Akta. Dik. Dukhergavire. Nimajjito. Thake...Dukhi manuser. Man. Tader. Bojha. Swavabik.
অনেক সুন্দর হইছে নাটক দেখে আমার কাছে মনে হয় এই ধরনের নাটক আমাদের বেসি বেসি নির্মাণ করা উচিত
নিলয়+মম.........নাটকের জগতে প্রিয়।
Tor matha.
Niloy ar mitil faruque
Niloy ar nadia ei gulare niye babun
সত্যি অসাধারণ নিলয় এর অভিনয় আমি প্রথম ওর নাটক দেখলাম এই দুই দিন ধরে if you bast of Lak nilay
"" তিক্ততা দিয়ে যে সম্পর্ক গড়ে উঠে সেটা অনেক দিন স্হায়ী হয়। "সুন্দর ডায়লগ এবং সত্যি। " অহংকার, তাচ্ছিল্য আর অহমিকা দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না "।চিরন্তন সত্যি । ধন্যবাদ নাট্যকারকে।
নিলয় ভাইয়ের নাটক গুলো অসাধারণ আমার অনার নাটক গুলা দেখতে ভালই লাগে নিলয় ভাইয়ের নাটক কার কার ভালো লাগে তারাই লাইক করো আমাকে
সত্যি বলি আমার অনেক ভালো লেগেছে এই নাটক টা মমও নিলয় ভাইয়ের অভিনয়ে।
Really Thanks brother for respecting mother.
@@m.k.rahman2259 beďpĺ8
সোনার পাখি, রুপার পাখি নাটকটাই সব চেয়ে ভাল লেগেছে এখনও ভুলতে পারি না, কেন যে শেষ করে দেওয়া হলো!!! আবার যদি চালু হতো।
বাজনা বিরক্তকার
এতোটা সুন্দর হয়েছে যা মুখে বলার বাসা নেই
Amon ki tomake valo legechhe bhai.
অসাধারণ সুন্দর একটি নাটক উপস্থাপনা করেছেন লেখক, পরিচালক, নীলয়, মোমো ও সমস্ত শিল্পীরা।। সত্যি মন ছুঁয়ে গেল।। শেখর চক্রবর্তী, কোচবিহার, ভারত।।
নিলয়, মম গ্রামীণ জীবনের কাহিনি নিয়ে আরও বেশি নাটক চাই............
মম বাংলাদেশের নাট্যাঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী।
ভাই তোমার এই নাটক মাকে অনেক দামি করেছো তাই তোমাকে আমি আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সবার ভালো বাসা ওশাষন দোনটাই দরকার আছে
High ranking p0lice officer has wrong hair getup.
এই নাটকের আরও ভিউ হওয়া দরকার ছিল।অনেক সুন্দর বেশ রুচিশীল নাটক।
মানুষের জীবনে প্রতিটি ঘটনা সময়ের প্রয়োজনেই ঘটে। কিছু কিছু দুঃখ-কষ্টের ঘটনা অনাগত দিনে কোন মধুময় মিলনের ক্ষেত্র তৈরি করে। আমরা মানুষেরা তা বুঝতে পারি না। এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও ধন্যবাদ রচয়িতা এবং পরিচালক কে।
অনেক সুন্দর হয়েছে নাটক টি ধন্য বাদ সবাই যারা এই নাটক নির্মান করেছেন ও অভিনয় করেছেন
নিলয় এর নাটক অনক বেশি বেশি চায়।
যদি থাকে নসিবে, আপনে আপনে আসিবে। ভালো লেগেছে।
নিলয় ভাইয়ার সকল ধরনের অভিনয় খুব ভালো লাগে এক কথায় নাটকের মধ্যে মিলয় ভাইয়া একজন শ্রেষ্ঠ অভিনেতা❤
নাটকটা খুবই ভালো লেগেছে সত্যি বলছি মম এবং নিলয় খুবই ভালো লেগেছে
Awosome নাটক, হেব্বি লাগলো!
এটা অামাদের কক্সবাজার কলেজ, শিক্ষক হিসেবে অাছেন অামাদের প্রিয় অারিফ স্যার। নাটকটা খুব ভালো লাগলো।
জীবনে প্রতিষ্ঠিত হলে ভালবাসার মানুষটাকে পাওয়া যায়,, যেটা আমার জীবনে শুধু কল্পনাই থেকে গেলো,😓😓😓 ভালো থাকুক আমার ভালবাসা,,,,
মমকে আমার সেই লাগে
আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা আমি মোমো ম্যাডাম এর fan। আজ Mr নিলয় এর সঙ্গে জুটি তে একটা ভালো নাটক দেখলাম। ভালো লাগলো।
ভালো নাটক দেখার জন্য
নাটকটা দেখলাম ,গল্প এবং
অভিনয় দুটিই খুব ভাল লেগেছে ।বিশেষ করে সৈকতে প্রথম দেখায় মমের এক্সপ্রেসান ।
তবে পরিচালকের ভুল চোখ এড়ায়নি ।যেমন সৈকতে দুজন মুখমুখি বসেথাকা সত্বেও কেবল একজনকেই হাওয়া লাগছে ।
ধন্যবাদ ।
Momo কেন্দ্রিক নাটক, ভালো লাগেনি।
অভিনয়ের মান বেশি কাঁচা এবং ব্যাক গ্রাউন্ডের মিউজিক বেশ বিরক্তিকর।
অনেক ভালো লেগেছিল... সত্যিই অসাধারণ নাটক টা
কিছু বলার মত ভাষা নেই। নিলয় ভাই এর নাটক যত দেখি তত মুগ্ধ হচ্ছি।
চমৎকার একটি নাঠক।
নাটকটির সুন্দর লিখন,নিলয় মহাশয়,মম দেবী,আপনাদের অভিনয় অসাধারণ,ভালো থাকুন সুস্থ থাকুন,নমস্কার।
অনেক সুন্দর একটা নাটক নাইস
After long time I could see Arif sir, Department head (English) Coxbazar govt college,salute sir.
।।মম।। ❤️❤️❤️❤️
সত্যি
অসাধারণ
ছিল নাটক
ধন্যবাদ
ভারতের হাজার পর্বের ইসোপিড দেখি আর আমার বাংলার কয়েক মিনিটের নাটক আমাকে মুগ্ধ করে
...হাজার চেষ্টা করেও ফেলে আসা সময়টাকে,
__________কোন ধরা বা ছোঁয়া যায়না-
যৌবনের গতিপথ কোনদিন বদলানো যায়না,
বয়স বাড়ে- জীবনের এই সত্যতাকে মানতেই হবে।
যৌবন চলে যাওয়ার পরও তো জীবন শেষ হয়না,
_____তখনো সামনে থাকে নতুন এক দিগন্ত....।
ভাই আমি অনেক বেশি ভালো বাসি বাংলা দেশের নাটক নিলয়ের বলে কথা খুব বেশি ভালো লাগছে অসাধারণ এককথায় এইধরনের নাটক বেশি বেশি করে আপলোড দিবেন প্লিজ ডুবাই থেকে
সেলিম ভাই আপনার নাটোক গুলো অনেক ভালে লাগে,,,,আপনাকে অনেক ধন্য বাদ
নিলয় আলমগীরের বেশ কিছু নাটক দেখেছি ,তবে নির্জন উপকুলে Telefilm, এ একটা অন্যরকম চরিত্রে দেখে খুব ভালো লাগলো। ওর বিপরীতে জাকিয়া বারী মম
অপূর্ব , অসাধারণ।
পরিচালক ভাই প্লিজ নিলয় আর মম আপুর নাটক আরও চাই।
Islam
অসাধারণ একটি নাটক,, আর তা তো হওয়ার কথা ই যেখানে নিলয় আলমগীর এবং মম আছে,, তবে বুকের ভিতর নুপুর বাজে,, ছেলেটা সত্যিই এসেছিল,, এসব নাটক আরো চাই এই জাতি,,
এক বছর হয়ে গেছে আপনার কমেন্টের, তবু এই দারুন একটা জুটির কয়েকটা নাটকের নাম না লিখে আরাম পাচ্ছি না:- মেয়েটি কথা বলিবে প্রেম করিবে না, প্রজাপতি রঙ ফাগুনে, পেন ফ্রেন্ড, পরীর নাম ময়না পক্ষী, বেলা শেষে, ভালোবাসার সমীকরণ ইত্যাদি। ধন্যবাদ।
"নির্জন উপকূলে" নাটকটির জন্য পরিচালক মামুদ ডিডারকে অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে একটি অসম্ভব সুন্দর রোমান্টিক নাটক উপহার দেওয়ার জন্য। তিনি কোয়েট কলেজে জীবনের সেই চিরন্তন সত্য চিত্ররূপটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নিলয় এবং মম র মধ্যে। অবশেষে সাময়িক বিচ্ছেদের পর যেটা ঘটার সেটাই ঘটছে, শিশির ও কনার মধ্যে সুপ্ত প্রেম মিলনে পরিনত হয়েছে।
যাকিয়া বারী মমর অভিনয় দক্ষতা প্রসঙ্গে বলার কোন অবকাশ নেই। বড় এবং ছোট উভয় পর্দায় অভিনয়ে তিনি যথেষ্ট পারদর্শী এবং বাংলাদেশের সুপারস্টারদের অন্যতম। নিলয়কে ও যথেষ্ট বুদ্ধিদীপ্ত ও পরিনত লেগেছে। এদের যুগলবন্দি "বুকের ভিতর নুপুর বাজে" তথ্যচিত্রটি দর্শকদের মনে যে ক্ষত সৃষ্টি করেছিল তার কিছুটা অন্তত প্রলেপ লেপন হয়েছে এই ছবির মধ্যে।
Really it's an amazing combination between Zakia Bari Momo and Niloy Alamgir. Rathin Pan from Kolkata.
আসলে বুকের ভিতর নুপুর বাজে নাটক টা লাষ্ট দৃশ্যটা খুবই বেদনাদায়ক ছিলো।
এই নাটক দেখে অনেক আনন্দ পেলাম
নিলয় আলমগীর নাটক সব গুলো অসাধারণ হয় আমি নিলয় আলমগীর বড় এক জন ফেন্ড
অনেক অনেক ভালো লেগেছে নাটুকটা বিশেষ মোমু আপু কে এন্ড নিলয় ভাইয়া আমার ফাব্রিট
Khub Valo laglo
RTV সব নাটকের উপস্থাপনা খুব ভাল (কলকাতা )
ওকে মিলি আমিও আচ্ছি,ভাল লাগলো গলপটা।
Right dos Joss
এরকমই একটি ভালোবাসার মানুষ চেয়ে ছিলাম
অসাধারণ নাটক ধন্যবাদ পরিচালক ও বাকি সবাইকে
নাটকটি খুব সুন্দর। দুজনের অভিনয় দেখে মনে হচ্ছে বাস্তব কাহিনি
অসাধারণ, খুবেই ভাল লাগল কাহিনীটা
অসাধারণ একটা নাটক..... 💛
Excellent presentation with very less and appropriate dialogues !! 👌
Hat's off to the director for presenting the story through sequences and expressions only like a poetry !! 📴
Both Nilesh and Momo done a great job !! 👌
With 💖 from 🇮🇳
সুন্ধর, সুন্ধর।। কিন্তুু বাজনা দিয়া কানটা জালাপালা করে দিল।।
Hi
অসাধারন... ভাষা খুঁজে পাচ্ছি না.
The drama is absolutely realistic and Marvelous
এ পর্যন্ত একমাত্র এই নাটকটি ৫০ বারেরও বেশি দেখেছি দুজনের প্রাঞ্জল অভিনয়ের জন্য। ধন্যবাদ নিলয়, ধন্যবাদ মম।
নাইচ নিলয় ভাইয়া চালিয়ে জাও
মম,আপু,আনেক,ভালো,ভাসি,,,আপনাকে,,নিলয়,ভাই,কে,আনেক,,ভালো,ভাসি,,,আমা,পোরবাসে,থাকি,,আনেক,কসটো,তার,পরে,,ভালো,থাকি,,এসব,নাটক,,দেখতে,,বালে,লাগে,,,মম,আপু,,আনেক,আনেক,,ভালো,বাসি,,,,,,
নাটকটা পুনরায় দেখলাম। বারবার দেখলেও মন ভরে না আবার দেখতে ইচ্ছে করে। আমার প্রিয় অভিনেত্রী মম বোন ও প্রিয় অভিনেতা নীলয় ভাইয়ের অভিনয় খুব সুন্দর।এই জুটির আরও অনেক নতুন নাটক দেখার প্রতীক্ষায় রইলাম।
''''''' অহংকার নারীর সৌন্দর্য কে খাটো করে দেয় আর বিনয়ী নারীর সৌন্দর্য কে বাড়িয়ে তোলে '''''''
মম সর্বকালের সেরাদের একজন তার সব নাটকেই কিছু না কিছু নতুনত্ব থাকে। আর এজন্যই মম আমার সেরা ফেভারিটদের একজন। মম বাংলা নাটকের রাজকন্যা।
নিলয় ভাইয়া আপনার অভিনয় আমার কাছে অনেক ভালো লেগেছে
ভাই, আপনি গ্রামের নাটক বেশী করবেন, খুব ভালো লাগে আমার।
কক্সবাজার সরকারি কলেজে ধারণকৃত টেলিফিল্মটি অসাধারণ। সেই কলেজের ছাত্র হতে পেরে আমি গর্বিত।
Excellent. Momo and Niloy always are my favourite artist for their beautiful performing. All the characters in this drama are excellent. Highly impressed. Thanks to director, producer and all others those are involved. God bless you all.
আসলে RTV প্রতেক টা নাটক ই অসাধারণ।
খুব ভালো লেগেছে নির্জন উপকূলে কাহিনী চরিত্র অভিনয় আসলে এই নির্জন উপকূলে দেখার মত একটা নাটক
সত্যি অসাদারন নাটক
দেখা শুরু করলাম 👌👌💟আশা করি ভালো হবে 👌💟👌নাটক টা 🌹🌷🌺🌻
খাদিজা আকতার মিম 01725633548
@@MDRASEL-ky8fr 01964600520
@@MDRASEL-ky8fr hjyvf oht
আমিও 🐦🍓🍉💌🔥দেখা শুরু করলাম নাটকটি ভালই💅❤💙💚💛💝💘💗💟💞🐇🐰🐦🎋🎠🎡 লাগল
ভাই আপনার এই নাটক টি আমার খুব ভাল লেগেছে ধন্যবাদ
নিলয় ভাই আপনা ওভিনয় অনেক ভালোলাগে আমার
যাকে ভালোবাসা যায়
তাকে কখনো ভোলা সম্ভব নয়
হৃদয়ের মাঝে এখনো থাকিস তুই
form Italy
সেলিম ভাই আপনার নাটক অনেক শুনদর
ভাইয়া আপনাকে গ্রামের নাটক গুলো খুবই ভাল লাগে
আমার মত কে কে বাংলা নাটক দেখেন
মিউজিক মিউজিক মিউজিক! নাটকটা সেই লাগচে কিন্তু মিউজিকটা মাথা গরম করে দিসে।।
নাটকটা খুবই সুন্দর, অনেকবার দেখেছি, অসাধারণ অভিনয়, কলকাতা থেকে l বাংলাদেশের প্রায় সব নাটক দেখি, অল্প সময়ের মধ্যে, খুবই ভালো লাগে l
নাইচ মম
মমর অভিনয় টা অসাধারণ
Speechless!!
1st a Quarrel then Love forever.
18-10-2020
কার কার নাটক টা দেখে ইস্কুল জীবনের কথা মনে পড়ে গেলো???
Niloy is my favourite actor
এই নাটকটা অনেক সুন্দর হয়েছে ভাই
বাজনা একটু কম হলে আরো আনেক বেশি মজা পইতাম।
খুব সুন্দর একটা নাটক অনেক কিছু জানার আছে।