সবাইয়ের মন্তব্যের জন্য ধন্যবাদ। রতু মুখোপাধ্যায় কে আমরা, সে সময়ের শ্রোতারাই প্রচারের আলোয় আস্তে দি নি। আমার নিজের অভিজ্ঞতাই বলছি, হেমন্ত দার গাওয়া ,"কি দেখি পাইনা ভেবে গো" গানটি শুনে এতোটাই মোহিত হয়ে গিয়েছিলাম যে এই দারুন মিষ্টি সুরের গানটি রতু মুখোপাধ্যায় সুর করেছিলেন , এটা ঠিক বিশ্বাস করতে মন চাইছিল না। হেমন্ত দার ঠিক পরেই যারা বাঙলা গানের সুরকার হিসেবে খ্যাতি পেয়েছিলেন,রতু মুখোপাধ্যায় তাঁদের সবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একবার সলিল চৌধুরীর এক দুরদর্শন সাক্ষাৎকারে দেখে ছিলাম এক সাথে ৪/৫ জন ঐ সময়ে সবে নাম করতে শুরু করেছেন, তাঁরা গল্পর ছলে সলিল বাবুর সাক্ষাৎকার নিচ্ছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, সম্ভবত অনল চ্যাটার্জি, এদের সাথে রতু মুখোপাধ্যায়ও ছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভালো সুরকার ছিলেন। ১৯৬০ সালেরো আগে থেকে তাঁর সুর দেওয়া প্রচুর ভালো ভালো জনপ্রিয় গান আছে। কিন্তু তিনিও কম প্রচার পেয়েছেন। ভগবানের দয়ায় তিনি এখনও আমাদের মধ্যে আছেন। সুনাম পেতে মনে হয় ভাগ্যর সাহায্য লাগে। এঁদের মত যারা আছেন, তাঁদের নতুন করে প্রচারের আলোয় আনা উচিত।"Caravan" এবং HMV যদি এই উদ্যোগ নেন তবে তাঁদের সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে লাখ লাখ শ্রোতার ধন্যবাদের পাত্র হবেন।
ভারতীয় বাংলা সঙ্গীতের অসাধারণ এক অবিস্মরণীয় সুরকার কিংবদন্তি রতু মুখার্জি। কারভান ক্লাসিকে কিংবদন্তি সুরকার রতু মুখার্জি'কে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ, শ্রদ্ধা এবং শুভ কামনা।💞 ভারতীয় বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় সুরকার কিংবদন্তি রতু মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
Very few music directors who became very famous as music directors respected Ratu Mukherjee was one of them. Eminent singers like Hemanta Mukherjee,Manna Dey,Suman Kalyanpur etc.took him as music guru or music director. He has directed so many types of songs in the golden era of music. With my heartfelt regardness to him. He would survive with us with his creations so long as the world exists. May his soul keep rest in peace and happiness.
কোন ছোটবেলা থেকেই এসব গান শুনে আসছি। রতু মুখোপাধ্যায় সেভাবে প্রচারের আলোয় ছিলেন না। কিন্তু তাঁর সুর দেওয়া প্রত্যেকটা গান দারুন সুন্দর ও মিষ্টি ও খুব জনপ্রিয়। পরপর এই গান গুলো শুনলে এটা বোঝা যায়।
তৃষ্ণা বেড়ে গেল। অপূর্ব, সুন্দর, অনবদ্য। ভদ্রলোক আমারই বয়সের। ওনার সুরের তুলনা উনি নিজেই। সম্ভব হলে ওনার সুরের এমন আরও কিছু গান যদি শোনাতে পারেন তো আমাদের মতো কিছু বুড়োর হয়তো আয়ু বেড়ে যেতে পারে। আপনাকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।
A great music director as well as an unsung hero. So many bengali gems have been awarded by this unsung hero of bengali music world. It is our shame we could not recognize such a talented musician.
আমি তো এনাকে চিনতামই না অথচ এই গানগুলো আমার খুব প্রিয়.....আসলে আমার প্রজন্মের কেউই এনাকে চেনে না এজন্যে দায়ী আমাদের আগের প্রজন্ম যারা এনাকে যোগ্য মর্যাদা দেননি।
অশেষ ধন্যবাদ ,রতু মুখোপাধ্যায়ের সুরের এই সুন্দর কালেকশন সত্যিই মন ভরে যায়। কিন্ত রতু মুখোপাধ্যায়ের সুরে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া উল্লেখযোগ্য গান বাদ গেলো , গান টি হলো "কি দেখি পাইনা ভেবে গো ঐ মেঘের কালো বরণ...,..এই গানটাও থাকলে সর্বাঙ্গ সুন্দর হতো। যাই হোক , তবু পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি।।।।
সমস্ত শিল্পী তার সৃস্টির মধ্যে বেঁচে থাকেন।যখন কেউ বাংলা গানের সুরকারের অন্বেষণ করবেন তখন রুতু মুখোপাধ্যায়ের সুরোপিত গানগুলো শুনে তারা রোমাঞ্চিত হবে। অভিমানে চলে যেও না বা বনতল ফুলে ফুলে ঢাকা কি কোনদিন পুরনো হবে?আমি গর্বিত এই সব মহান সুরকারদের জন্য। 🙏🙏🙏
Definitely deserved better recognition. But people are interested only in 1or 2 star music directors. They have no time for others . That's the way of the world.
One surpirising fact is that this musician did not work with my best and most favourite singer Manabendra Mukhopadhyay for a single tune. I just want to know the mystery behind this fact.
সবচেয়ে দুঃখের বিষয় যে এমন একজন সুরকারকে দিয়ে কোনো বাংলা ছায়াছবিতে সুর করার সুযোগ দেওয়া হয়নি। অন্ততঃ আমার জানা নেই। যে বিষয়ে যদি কেউ আলোকপাত করেন তো উপকৃত হবো
সবাইয়ের মন্তব্যের জন্য ধন্যবাদ। রতু মুখোপাধ্যায় কে আমরা, সে সময়ের শ্রোতারাই প্রচারের আলোয় আস্তে দি নি। আমার নিজের অভিজ্ঞতাই বলছি, হেমন্ত দার গাওয়া ,"কি দেখি পাইনা ভেবে গো" গানটি শুনে এতোটাই মোহিত হয়ে গিয়েছিলাম যে এই দারুন মিষ্টি সুরের গানটি রতু মুখোপাধ্যায় সুর করেছিলেন , এটা ঠিক বিশ্বাস করতে মন চাইছিল না। হেমন্ত দার ঠিক পরেই যারা বাঙলা গানের সুরকার হিসেবে খ্যাতি পেয়েছিলেন,রতু মুখোপাধ্যায় তাঁদের সবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একবার সলিল চৌধুরীর এক দুরদর্শন
সাক্ষাৎকারে দেখে ছিলাম এক সাথে ৪/৫ জন ঐ সময়ে সবে নাম করতে শুরু করেছেন, তাঁরা গল্পর ছলে সলিল বাবুর সাক্ষাৎকার নিচ্ছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, সম্ভবত অনল চ্যাটার্জি, এদের সাথে রতু মুখোপাধ্যায়ও ছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভালো সুরকার ছিলেন। ১৯৬০ সালেরো আগে থেকে তাঁর সুর দেওয়া প্রচুর ভালো ভালো জনপ্রিয় গান আছে। কিন্তু তিনিও কম প্রচার পেয়েছেন। ভগবানের দয়ায় তিনি এখনও আমাদের মধ্যে আছেন। সুনাম পেতে মনে হয় ভাগ্যর সাহায্য লাগে। এঁদের মত যারা আছেন, তাঁদের নতুন করে প্রচারের আলোয় আনা উচিত।"Caravan" এবং HMV যদি এই উদ্যোগ নেন তবে তাঁদের সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে লাখ লাখ শ্রোতার ধন্যবাদের পাত্র হবেন।
.,
_মনে করো আমি নেই_ এত মিষ্টি একটি গান, যে অনেক চেষ্টা করেও সঠিক বিশেষণটা খুঁজে পাই নি।
সঠিক বলেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়েরও অসাধারণ সুর। যেমন, ছিপখান তিনদাঁড়।
ভারতীয় বাংলা সঙ্গীতের অসাধারণ এক অবিস্মরণীয় সুরকার কিংবদন্তি রতু মুখার্জি।
কারভান ক্লাসিকে কিংবদন্তি সুরকার রতু মুখার্জি'কে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ, শ্রদ্ধা এবং শুভ কামনা।💞
ভারতীয় বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় সুরকার কিংবদন্তি রতু মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
Very few music directors who became very famous as music directors respected Ratu Mukherjee was one of them. Eminent singers like Hemanta Mukherjee,Manna Dey,Suman Kalyanpur etc.took him as music guru or music director. He has directed so many types of songs in the golden era of music. With my heartfelt regardness to him. He would survive with us with his creations so long as the world exists. May his soul keep rest in peace and happiness.
প্রতিটা গান অসম্ভব জনপ্রিয় হয়েছিল। মনে হয় সলিল চৌধুরীর অসামান্য প্রতিভা এবং জনপ্রিয়তার আড়ালে তখন অনেক সুরকার ঢাকা পড়ে যান।
গান গুলো খুব প্রিয় গান।সুর অপুর্ব। কিন্তু সুরকার কে জানতাম না। সুরকার কে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।🙏🙏🙏
মন ভরে যাওয়া গান, কত মানুষের হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি জড়িয়ে আছে এই সব গানে।
Ek dom tik katha thanks
mona. Thanks ❤❤🙏🙏
কোন ছোটবেলা থেকেই এসব গান শুনে আসছি। রতু মুখোপাধ্যায় সেভাবে প্রচারের আলোয় ছিলেন না। কিন্তু তাঁর সুর দেওয়া প্রত্যেকটা গান দারুন সুন্দর ও মিষ্টি ও খুব জনপ্রিয়। পরপর এই গান গুলো শুনলে এটা বোঝা যায়।
Khub sotyi katha
সত্যি তার নাম চিরকাল আড়ালে থেকে গেছে।
Long live Ratu Mukopadhya
এই অসাধারণ গানগুলোর সুরকার কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
রতু মুখার্জী শুধু নন, আরো অনেকে ছিলেন। যারা অতটা প্রচার পাননি। কিন্ত তাদের সৃষ্টি অপূর্ব।
❤️
আহা, রতু মুখপাধ্যায়ের সুরে ও কথায় সুমন কল্যান পুরের গান শুনে অনেক পুরনো কথা মনে পড়ে গেলো। রতু-বাবুকে অজস্র ধন্যবাদ।
খুব চেনা গানগুলি আবার শুনলাম। খুব ভালো লাগল। সুরকার রতু মুখোপাধ্যায়ের নাম বর্তমান প্রজন্ম জানে কিনা সন্দেহ। তিনি চিরকাল বেঁচে থাকবেন তাঁর কাজেরমধ্যে।
আমি সুমন,কলৈনের, গান সুনতে,চাই,,all,,,tha,,,best
তৃষ্ণা বেড়ে গেল। অপূর্ব, সুন্দর, অনবদ্য। ভদ্রলোক আমারই বয়সের। ওনার সুরের তুলনা উনি নিজেই।
সম্ভব হলে ওনার সুরের এমন আরও কিছু গান যদি শোনাতে পারেন তো আমাদের মতো কিছু বুড়োর হয়তো আয়ু বেড়ে যেতে পারে।
আপনাকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।
Excellent presentation with beautiful arrangement of words .Thanks sohini.
A great music director as well as an unsung hero. So many bengali gems have been awarded by this unsung hero of bengali music world. It is our shame we could not recognize such a talented musician.
রতু মুখোপাধ্যায়ের মতো সুরকার খুব কমই পেয়েছি, এরকম গানের সৃষ্টি আর হবে না।সুরের জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। ওনাকে আমার প্রনাম জানাই।🙏🙏🙏🙏
Eto bhalo gan gulir surakar uni chhilen jantam i na athachha sab guli gan chhoto belar bhisan priya gan chhilo
আপনার পরিবেশনা সত্যিই অতুলনীয়..
Ratu Mukherjee.Hat's off.❤❤❤❤
ধন্যবাদ সুরকার রতু মুখোপাধ্যায়কে তুলে ধরার জন্য। Old Is Gold
গান গুলো অনেক অনেক সুন্দর হয়েছে। আমি খুব খুশি।
Good job ,well done.It was long overdue.The great composer is almost forgotten now.I wrote about him in Dainik Statesman in 2017.
আমি তো এনাকে চিনতামই না অথচ এই গানগুলো আমার খুব প্রিয়.....আসলে আমার প্রজন্মের কেউই এনাকে চেনে না এজন্যে দায়ী আমাদের আগের প্রজন্ম যারা এনাকে যোগ্য মর্যাদা দেননি।
কী অসাধারণ সব গান, কী সুর! সুরকার কে সত্যিই জানতাম না। এটা আমার লজ্জা।
Just Fata fati.songs and presentation.
অশেষ ধন্যবাদ ,রতু মুখোপাধ্যায়ের সুরের এই সুন্দর কালেকশন সত্যিই মন ভরে যায়। কিন্ত রতু মুখোপাধ্যায়ের সুরে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া উল্লেখযোগ্য গান বাদ গেলো , গান টি হলো "কি দেখি পাইনা ভেবে গো ঐ মেঘের কালো বরণ...,..এই গানটাও থাকলে সর্বাঙ্গ সুন্দর হতো। যাই হোক , তবু পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি।।।।
Ratu মুখার্জি আমার প্রিয় সুর স্রষ্টা
অনেক পুরনো দিনের গান শুনতে পারছি।ভিষন ভালো লাগছে।এই গানগুলো শুনলে পুরোনো দিনের কথা মনে পড়ে।নষ্টালজিক হয়ে পড়ি অসংখ্য ধন্যবাদ জানাই।
Excellent. Vasho kanto.❤
তিরোধানের পর এই উপস্থাপনা অবশ্যই প্রশংসার দাবি রাখে। একজন গুণী সুরকার হিসাবে তাঁর অনন্য অবদান আমরা সব সময়ই মনে রাখব।
এখন কার সুরকার দের এ সব শুনে মনে হয় না এই রকম সুর করি কি অসাধারণ সুর
Ami same area te thaki je khane uni thakten, asole onake dekhe aseachi uni prochar bimukh chilen. Onader family Kddeepore khub renowned family.
Bartaman prajanmyo jane na tobe gan gulo 1000years ahead Darun baichitra
Super super super.❤❤❤❤❤
সমস্ত শিল্পী তার সৃস্টির মধ্যে বেঁচে থাকেন।যখন কেউ বাংলা গানের সুরকারের অন্বেষণ করবেন তখন রুতু মুখোপাধ্যায়ের সুরোপিত গানগুলো শুনে তারা রোমাঞ্চিত হবে।
অভিমানে চলে যেও না বা বনতল ফুলে ফুলে ঢাকা কি কোনদিন পুরনো হবে?আমি গর্বিত এই সব মহান সুরকারদের জন্য। 🙏🙏🙏
মাতৃভাষায় (সংগীতে) রতনের খনি!
যত শুনছি মুগ্ধ বিস্ময় নিয়ে অবাক হচ্ছি।
ধন্যবাদ জানাই রতু মুখোপাধ্যায় কে তুলে আনার জন্য।
À
A
À
À
À
Exceptional
খুব ভালো লাগলো গান গুলো ।অনেক কিছু জানতে পারলাম ।ধন্যবাদ সোহিনী ।
Excellent compose r, Ratu Mukherje.
Asadharan sur diyechen
Asadharan. Amar parar ratu da. Kidderpore bakulia house.
অপূর্ব অদ্ভুত সুন্দর
সুরকার কে সশ্রদ্ধ প্রণাম
চিরকালীন ভালো লাগার গান👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
বাংলা গানের রত্ন ভান্ডার অসীম।
RADHE, RADHE, RADHE.
Creator of everlasting melodies
❤❤❤
Definitely deserved better recognition. But people are interested only in 1or 2 star music directors. They have no time for others . That's the way of the world.
asadharan surakar
Anobdyo. Phire gelam bangla gaaner Swarno Yuge. Kazi Najruler moto ini o banchonai peyechhen
Ratu Mukherjee er first Megahit song Dhanjanjay Bhattacharya r Chameli Meleno Akhi perhaps 1953 puja te release hoyachilo
রতু মুখোপাধ্যায় তার উপযুক্ত সম্মান পাননি। গানে তিনি অমর হয়ে থাকবেন।
Jug jug geo Rotu Mukherjee
Ratu Mukherje excellent composer but very much underrated.
Darun valo gan
Each & every songs are superhit
Nice
কানু ঘোষ বা বিনোদ চটোপাধযায কে নিতে এই রকমের অনুষ্ঠান আছে নাকি জানতে চাই?
Nice song
good
Ratubabur sure shubir sen er gaan suite Chai.
Khub valo sur
Ratu mukherjeer gangulote darun gavirata amar khub pasanda
One surpirising fact is that this musician did not work with my best and most favourite singer Manabendra Mukhopadhyay for a single tune. I just want to know the mystery behind this fact.
I love Bangla song
মন কেমন করা যূগ ফিরে পেলাম।
বাংলা গানের একজন অন্যতম শ্রেষ্ঠ সুরকার রতু মুখো.। অমরত্ব
লাভ করেছেন তিনি ।
Anekei ei mahan surakarer namtai janena je tule dharben eder kotha satiy amader lajjita hoa uchit
সবচেয়ে দুঃখের বিষয় যে এমন একজন সুরকারকে দিয়ে কোনো বাংলা ছায়াছবিতে সুর করার সুযোগ দেওয়া হয়নি। অন্ততঃ আমার জানা নেই। যে বিষয়ে যদি কেউ আলোকপাত করেন তো উপকৃত হবো
Bhabteo obak lage enar nam hoito onekei janena
Rotu mukherjee কি ফুটবলার ছিলেন? বা ফুটবলের সাথে কোন ভাবে যুক্ত ছিলেন? জানতে চাই, কেউ এই তথ্য জানলে, দয়া করে জানাবেন
কোনো. কমেন্ট. হয়ে না
À