আমি পডকাস্ট মাধ্যমে ঠিক এই মাত্রার গল্প এই প্রথম শুনলাম !! কোনও প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। সৈকত মুখোপাধ্যায় একজন লব্ধপ্রতিষ্ঠ লেখক। ওঁর লেখা, পড়া ও শোনা দুয়েরই অভিজ্ঞতা আগেও হয়েছে। কিন্তু এই গল্পটি অতুলনীয় শুধু নয়, পাঠক-শ্রোতাকে সমৃদ্ধ করে। কুর্নিশ আপনাদের, এমন একটি গল্প হাজির করার জন্য। অডিও রূপান্তর নিখুঁত। সামগ্রিক পরিবেশন সহজ, সরল, স্মার্ট। অভিনয় চমৎকার। সব মিলিয়ে প্রাপ্তি অশেষ !!!!
এক নিঃশ্বাস এ শেষ করলাম , কী অসাধারণ গল্প , শুধুমাত্র প্রকৃতি নিয়েও এমন গল্প লেখা যায় ? সৈকত বাবুর গল্প যত শুনি তত মুগ্ধ হই । সবাই কি সুন্দর সাবলীল অভিনয় করেছেন, নীল এর স্পষ্ট বাচনভঙ্গী খুব আকর্ষণীয় , আগামীর জন্য অনেক শুভকামনা রইল ।
এতো অপূর্ব গল্প বহুদিন বাদে শুনলাম।আজকাল এক টানে পুরো গল্প শুনব ,সেরকম গল্পঃ খুব কম ই পাই ।শীর্ষেন্দু মুখোপধ্যায়ের কিশোর গল্প গুলো যেমন , এই গল্প সেই ধরনের হয়েও স্বতন্ত্র । এর আগে মানবেন্দ্র পাল এর গল্প টাও শুনেছি।উনি আমার একজন প্রিয় লেখক ।তাই ওনার গল্প খুঁজে বেড়াই।এই দুটি উপস্থাপনার জন্য অন্তর থেকে ভালোবাসা ❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌🙌♥️♥️♥️
প্রায় ১০ বছর ধরে অডিও স্টোরি শুনছি। কিন্তু এরম মানের গল্প খুব কম শুনেছি বন্ধুরা। আসলে প্রকৃতি, পরিবেশ আর পরিবেশ এ থাকা প্রাণীদের নিয়ে এত সুন্দর ভাবে রিসার্চ করে গল্প লেখা খুব কম রয়েছে। খুব ভালো লাগলো শুনে। দয়া করে এরম গল্প ও রহস্যভেদী নীল কে বারবার নিয়ে আসুন।
এত অসাধারণ একটা লেখা। তেমনি অসাধারণ একটা উপস্থাপনা। ভূমিপুত্রদের নিয়ে এই লেখা, তাদের এই সামাজিক বিচক্ষণতা, তাদের এই প্রকৃতির প্রতি আস্থা, ভাবাবেগ এই লেখা আর এই উপস্থাপনার পরতে পরতে। সত্যি সমৃদ্ধ হলাম।
শারদীয়া দারুন লাগছে! আগের সপ্তাহের মানবেন্দ্র স্যারের গল্পটা খুবই ভালো লেগেছে! বহুবার পড়া গল্প হলেও আপনাদের উপস্থাপনা আবার গল্পটাকে নতুন করে দিয়েছিল! এই গল্পটা আরো ভালো লাগলো! নীল সিরিজ আমার অত্যন্ত প্রিয় সিরিজ। কতবার যে এই গল্পটা পড়েছি সেটা বলে বোঝাতে পারবোনা! সৈকত মুখোপাধ্যায়ের মতন লেখক আর হয়না! ওনার প্রতিটা গল্পই যেনো এক আলাদা দুনিয়া যাতে পাঠক/শ্রোতারা হারিয়ে যায়! আর আপনাদের পরিবেশনা বরাবরই দারুন হয় কিন্তু এই গল্পে যেনো আপনারা একটা মাইলস্টোন সেট করলেন! কত সুন্দর হয়েছে কি বলবো! প্রশংসা করার জন্য মুখের ভাষা নেই! নীল সিরিজটি যেনো কন্টিনিউ হয় এই অনুরোধ রইলো। এরপর শারদীয়া তে কোন গল্প আসবে? আমি গেস করছি হিমাদ্রী বাবুর গল্পটা আসবে কারণ ওটা সম্ভবত বেশি বড়ো নয় আর আপনারা নিশ্চয়ই শারদীয়ার শেষটা সবচেয়ে বড়ো গল্প, মানে অভীক বাবুর উপন্যাসটি দিয়েই করবেন। শারদীয়ার চারটি গল্পের মধ্যে শুধু হিমাদ্রী বাবুরটাই আমার পড়া নেই তাই ওটার অপেক্ষাতে আছি। শেষে, সাহিত্য সমাহার জিন্দাবাদ🔥🔥🔥
Kotota govir jibonbodh ar prokritiprem thakle erokom golpo lekha jay ar ei osadharon golpo apnader onobodyo uposthapona gune aro jibonto hoye utheche❤❤❤❤
অনেক দিন পর একটা অসাধারণ গল্প শুনলাম। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাপ্য পুরো সাহিত্য সমাহারের কলাকুশলী দের। তোমরা আরো অনেক এগিয়ে যাও,প্রত্যেকের ভালোবাসা কে সঙ্গি করে।💕💕💕
Vison vison valo laglo. Golpo ta sune satyajit roy er golpo mone hochchilo akdom. Jamon lekhar bandhuni tamoni uposthapona. Chomotkar hoyeche. Mon ta valo hoye galo. Goyenda r vuter golpo akdom akgheye hoye gache. Ai sundor, prokriti k valobasar golpo ti boro valo laglo. Onek dhonnobaad. Nil er kontho, uchcharon sobi darun khap kheye gache. Nil k abar anun. Onek suvechcha roilo❤
Excellent pot. The whole story reflects the mentality and ideology of the writer, it is superb and divine. God bless him, he must come out with more and more of stories like this. I do not have language to express my hearty desire for the story writer. Long live and God bless you.
খুব সুন্দর একটি গল্প এবং খুব সুন্দর উপস্থাপনা করেছেন।
শ্রী সৈকত বাবুর আরও গল্প চাই 🙏
আমি পডকাস্ট মাধ্যমে ঠিক এই মাত্রার গল্প এই প্রথম শুনলাম !! কোনও প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। সৈকত মুখোপাধ্যায় একজন লব্ধপ্রতিষ্ঠ লেখক। ওঁর লেখা, পড়া ও শোনা দুয়েরই অভিজ্ঞতা আগেও হয়েছে। কিন্তু এই গল্পটি অতুলনীয় শুধু নয়, পাঠক-শ্রোতাকে সমৃদ্ধ করে। কুর্নিশ আপনাদের, এমন একটি গল্প হাজির করার জন্য। অডিও রূপান্তর নিখুঁত। সামগ্রিক পরিবেশন সহজ, সরল, স্মার্ট। অভিনয় চমৎকার। সব মিলিয়ে প্রাপ্তি অশেষ !!!!
অনেক অনেক ধন্যবাদ। 🤩
অসাধারণ❤
কোনো কথা হবে না । লেখক কে প্রনাম। গল্পের কথকতা অসম্ভব সুন্দর। সব মিলিয়ে একেবারে চাঁদের হাট ❤❤❤❤
শিহরিত, মুগ্ধ, এবং পুলকিত !
অপূর্ব একটি গল্পের আকর্ষণীয় পাঠ ও উপস্থাপনা !!! চরিত্রগুলোর রূপায়ণও অনবদ্য !!!
অনেক ধন্যবাদ।
এক নিঃশ্বাস এ শেষ করলাম , কী অসাধারণ গল্প , শুধুমাত্র প্রকৃতি নিয়েও এমন গল্প লেখা যায় ? সৈকত বাবুর গল্প যত শুনি তত মুগ্ধ হই । সবাই কি সুন্দর সাবলীল অভিনয় করেছেন, নীল এর স্পষ্ট বাচনভঙ্গী খুব আকর্ষণীয় , আগামীর জন্য অনেক শুভকামনা রইল ।
খুব ভালো লাগলো। মন জুড়িয়ে গেল। চারপাশের ধ্বংসের মাঝে কিছুটা জিরোন পেলাম। ধন্যবাদ লেখক। ভালোবাসা সাহিত্য সমাহারকে। 🌿🌿
চমৎকার গল্প!! ভুত আর গোয়েন্দার ভিড়ে এমন একটা গল্প প্রকাশ করতে সাহস লাগে। ভাল থাকবেন।
এই সাহসটা যেন চিরকাল বজায় থাকে আমাদের।
খুব ভাল লাগল। বন্ধুবর ডঃ শান্তনু পাত্রকে ধন্যবাদ, এমন চ্যানেল ও কাহিনির সন্ধান জানানোর জন্য।
এতো অপূর্ব গল্প বহুদিন বাদে শুনলাম।আজকাল এক টানে পুরো গল্প শুনব ,সেরকম গল্পঃ খুব কম ই পাই ।শীর্ষেন্দু মুখোপধ্যায়ের কিশোর গল্প গুলো যেমন , এই গল্প সেই ধরনের হয়েও স্বতন্ত্র ।
এর আগে মানবেন্দ্র পাল এর গল্প টাও শুনেছি।উনি আমার একজন প্রিয় লেখক ।তাই ওনার গল্প খুঁজে বেড়াই।এই দুটি উপস্থাপনার জন্য অন্তর থেকে ভালোবাসা ❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌🙌♥️♥️♥️
অনেক ধন্যবাদ।
দারুন পরিবেশনা দারুন গল্প মনটা খুব ভালো হয়ে গেলো অসংখ্য দন্যবাদ সাহিত্য সমাহারের প্রত্যেক সদস্য কে অনেক শুভকামনা ও অভিনন্দন লেখককে 👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️
অসাধারণ। অসাধারণ। অসাধারণ গল্প পাঠ। অসাধারণ উপস্থাপন।
ভীষন ভালো লাগলো গল্প টা শুনতে। ধন্যবাদ, সবাইকে অনেক ❤। খুব ভালো থাকবেন সকলে।
দীঘলবাড়ির দুরন্ত দিনগুলো আমার দুরন্ত লেগেছে😊😊❤ তোমাদের পরিবেশনা নিয়ে নতুন কিছু বলবার নেই🙌
এত্ত সুন্দর গল্প আজকাল আর শুনতে পাই না!! পরিবেশনাও তেমনই!💚💚❤️💚💚
Thanks
অনেক ধন্যবাদ।
মিরচি বাংলা ,গপ্পো মিরেরঠেক এদের প্রতিদ্বন্দ্বী অবশেষে খুঁজে পাওয়া গেল, ভালো থাকবেন
দারুন বললে কিন্তু❤
Excellent....❤
চমৎকার উপস্থাপনা ....❤❤❤
Khub sundor laglo.
অসাধারণ
শেষ টা শুনে মন টা খারাপ হয়ে গেলো টিয়া গুলোর জন্য। গল্প নয় মনে হচ্ছে পুরো গল্প জুড়ে আমিও জঙ্গলে ছিলাম।
খুব খুব খুব খুব ই সুন্দর।
অনেক ধন্যবাদ।
একদম
osamannyo ekti golpo. Jamon valo lekhoni totodhik valo upothapona. mon valo kore daoa ekta audio story.
অনেক ধন্যবাদ।
প্রায় ১০ বছর ধরে অডিও স্টোরি শুনছি। কিন্তু এরম মানের গল্প খুব কম শুনেছি বন্ধুরা। আসলে প্রকৃতি, পরিবেশ আর পরিবেশ এ থাকা প্রাণীদের নিয়ে এত সুন্দর ভাবে রিসার্চ করে গল্প লেখা খুব কম রয়েছে। খুব ভালো লাগলো শুনে। দয়া করে এরম গল্প ও রহস্যভেদী নীল কে বারবার নিয়ে আসুন।
অনেক ধন্যবাদ।
বেশ সুন্দর লাগলো..সানডে সাসপেন্স,মির আফসার আলী অনেকের গল্পপাঠ,উপস্থাপনা শুনেছি..কিন্তু এত মনোহর,দুর্ধর্ষ পোস্টার,উপস্থাপনা,গল্পপাঠ,লেখনী সবই অনবদ্য..প্রথম প্রথম মাঠে নেমেই দারুন পারফরমেন্স!!❤🖤
অনেক ধন্যবাদ।
এত অসাধারণ একটা লেখা। তেমনি অসাধারণ একটা উপস্থাপনা।
ভূমিপুত্রদের নিয়ে এই লেখা, তাদের এই সামাজিক বিচক্ষণতা, তাদের এই প্রকৃতির প্রতি আস্থা, ভাবাবেগ এই লেখা আর এই উপস্থাপনার পরতে পরতে।
সত্যি সমৃদ্ধ হলাম।
অনেক ধন্যবাদ।
শ্রী সৈকত মুখোপাধ্যায় খুব প্রিয় একজন লেখক।
আমাদের ও
Amaro ❤😊
ধন্যবাদ এই মাত্রার একটি গল্পো উপস্থাপনার জন্য আকাশ। ভালো থাকবেন।
আর্থিক সাহায্য করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ দাদা।
@@sahityasamahar 🙏🙏
অসাধারণ। আপনাদের উপস্থাপনা অনবদ্য।
দারুণ সুন্দর।। লেখক ও চ্যানেল কে ধন্যবাদ 🎉
Kudos to Saikat Mukhopadhyay for such a great masterpiece. Kudos to entire Team for your exceptional presentation. ❤
Ek kathay asadharon ❤❤
সব কিছু মিলিয়ে খুব খুব সুন্দর।👌👌👌👌 কিন্তু ওই প্যানাসিয়া/অমৃত পাতার বর্তমান নাম জানতে পারলে খুব ভালো হতো। কত মানুষ কত দূরারোগ্য ব্যধি থেকে মুক্তি পেতো।
শারদীয়া দারুন লাগছে! আগের সপ্তাহের মানবেন্দ্র স্যারের গল্পটা খুবই ভালো লেগেছে! বহুবার পড়া গল্প হলেও আপনাদের উপস্থাপনা আবার গল্পটাকে নতুন করে দিয়েছিল!
এই গল্পটা আরো ভালো লাগলো! নীল সিরিজ আমার অত্যন্ত প্রিয় সিরিজ। কতবার যে এই গল্পটা পড়েছি সেটা বলে বোঝাতে পারবোনা! সৈকত মুখোপাধ্যায়ের মতন লেখক আর হয়না! ওনার প্রতিটা গল্পই যেনো এক আলাদা দুনিয়া যাতে পাঠক/শ্রোতারা হারিয়ে যায়! আর আপনাদের পরিবেশনা বরাবরই দারুন হয় কিন্তু এই গল্পে যেনো আপনারা একটা মাইলস্টোন সেট করলেন! কত সুন্দর হয়েছে কি বলবো! প্রশংসা করার জন্য মুখের ভাষা নেই! নীল সিরিজটি যেনো কন্টিনিউ হয় এই অনুরোধ রইলো।
এরপর শারদীয়া তে কোন গল্প আসবে? আমি গেস করছি হিমাদ্রী বাবুর গল্পটা আসবে কারণ ওটা সম্ভবত বেশি বড়ো নয় আর আপনারা নিশ্চয়ই শারদীয়ার শেষটা সবচেয়ে বড়ো গল্প, মানে অভীক বাবুর উপন্যাসটি দিয়েই করবেন। শারদীয়ার চারটি গল্পের মধ্যে শুধু হিমাদ্রী বাবুরটাই আমার পড়া নেই তাই ওটার অপেক্ষাতে আছি।
শেষে, সাহিত্য সমাহার জিন্দাবাদ🔥🔥🔥
অনেক ধন্যবাদ। একদম ঠিক ধরেছেন। এবার হিমাদ্রি বাবুর পালা। যদি ভালো ভিউ পাই নীল কে নিশ্চয়ই ফিরিয়ে আনবো।
@@sahityasamahar আচ্ছা। জেনে খুশি হলাম❤️
Darun laglo Golpo ta.Thanks to all team members.
অসাধারণ লেখা এক একটা।
Darun golpo abong golpo path
অনেক ধন্যবাদ।
What an absolutely beautiful story, masterfully produced by tram Sahitya Samahar 💖
বাহ্ খুব ভালো লাগলো ❤🎉
দারুণ ভালো একটা গল্প শুনলাম ❤
দারুন, এই নীল সিরিজের আরও গল্প আনুন ।
অসাধারণ গল্প । খুব ভালো লেগেছে ❤
Kotota govir jibonbodh ar prokritiprem thakle erokom golpo lekha jay ar ei osadharon golpo apnader onobodyo uposthapona gune aro jibonto hoye utheche❤❤❤❤
আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গ্ল্প সারদিয়া উপহার দেওয়ার জন্য । 😊
Just sunte boslam. Sobar Comments pore Golpo sonar interest bere galo.Tnxx to all team members.
Khub valo golpota. Lakhak ke anek Dhannyabad.
অনেক ধন্যবাদ।
Sahitya Samahar Ekti Amazing Channel, jekhane protita golpo otulonio. Odbhut ei channel er presentation o.
অনেক ধন্যবাদ।
খুব ভালো গল্প ও খুব ভালো presentation
অসাধারণ, মন ভাল করে দেওয়া গল্প ।
অনেক ধন্যবাদ।
Darun laglo galpo ta. Onek onek abhinandan apnader ar lekhok ke
Darun golpo ta
অনবদ্য এক কথায়।বার বার ইচ্ছা করছে লেখককে ধন্যবাদ দিতে।
অনেক ধন্যবাদ।
Ek kthai o-sa-dha-ron ❤❤❤ durdanto presentation apnader ❤❤ Saikat Mukhopadhay jug jug jio ❤❤
অনেক ধন্যবাদ।
উপস্থাপন যাঁরা করেছেন তাঁরা ও অপূর্ব।
অনেক ধন্যবাদ।
Ki sundor golpo. The rendition is awesome. Keep going!!
Asadharon ❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ।
Golpo khana oti sundor....ei series er aro golpo apnara anben asha roilo....
Khub valo laglo golpo ta.. Ei series er aro golpo shonar opekhaye roilam
অনেক ধন্যবাদ। যদি ভালো ভিউ পাই নীল কে নিশ্চয়ই ফিরিয়ে আনব।
খুব সুন্দর, সব ভালো যার শেষ ভালো।
অনেক ধন্যবাদ।
Oshadharon laglo.
অনেক ধন্যবাদ।
Sotti asadharon ek golpo sunlam...🙏🙏
এমন গল্প বারবার চাই। দারুন লাগে। আমাদের আশাহত করবেন না ❤
অনেক ধন্যবাদ।
this is called adventure story...wow..
Osadharon 🙏🙏
Osadharon lovely😊
Osadharon bolle kom bola hoi🥰😍😍😍🤩🤩
অনেক ধন্যবাদ।
Ami bakrudho hoe gelam....sortti kono katha die bakhya korte parbona amar moner abostha....asambhab asambhab sundor..lekhok,kathok enong onnanyo artistder amar pronam.❤❤❤
অনেক ধন্যবাদ।
Asadharon darun darun 👌👌👌👌👌
অনেক ধন্যবাদ।
লোভ! লোভে পাপ, পাপে মৃত্যু।
Darun golpo. Movie er moto jeno dekhte pelam. Khub valo presentation
সত্যিই! যেনো একটা বায়োস্কোপ দেখলাম মনে হচ্ছে!
অনেক ধন্যবাদ।
Asadharon bollleo kom ....akgheye bhut pret ,kalo jadu r theke hazar hazar gun sundor
অনেক ধন্যবাদ।
আপনাদের sound effect, bgm সত্যি অসাধারণ,❤🍁
অনেক ধন্যবাদ।
অনেক দিন পর একটা অসাধারণ গল্প শুনলাম। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাপ্য পুরো সাহিত্য সমাহারের কলাকুশলী দের।
তোমরা আরো অনেক এগিয়ে যাও,প্রত্যেকের ভালোবাসা কে সঙ্গি করে।💕💕💕
অনেক ধন্যবাদ।
খুব পছন্দের একটা গল্প, ধন্যবাদ এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য।
অনেক ধন্যবাদ।
Just speechless hoyegelam sune, Saikat sir borabor amar favorite r apnader presentation onoboddo, puro makhon er moto laglo kane!
অনেক ধন্যবাদ।
Apurbo. Just awesome storytelling.
অনেক ধন্যবাদ।
Darun লাগছে শুনতে খুব ভালো উপস্থাপনা
অনেক ধন্যবাদ।
Ato valo valo golpo sonanor jonyo apnader antarik dhonyabad.vogoban apnader Mangal korun.
অনেক ধন্যবাদ।
Osadharon laglo golpo ti.. mugdho hye sunlam.... Anek anek dhonyobad eto sundor sundor golpo amdr upohar deowar jonno..❤🙏
অনেক ধন্যবাদ।
Sotti onk valo presentation apnader😊
Hariya gachilam puro😮
অনেক ধন্যবাদ।
Vison vison valo laglo. Golpo ta sune satyajit roy er golpo mone hochchilo akdom. Jamon lekhar bandhuni tamoni uposthapona. Chomotkar hoyeche. Mon ta valo hoye galo. Goyenda r vuter golpo akdom akgheye hoye gache. Ai sundor, prokriti k valobasar golpo ti boro valo laglo. Onek dhonnobaad. Nil er kontho, uchcharon sobi darun khap kheye gache. Nil k abar anun. Onek suvechcha roilo❤
অনেক ধন্যবাদ।
Khub sundar golpota❤
অনেক ধন্যবাদ।
Excellent pot. The whole story reflects the mentality and ideology of the writer, it is superb and divine. God bless him, he must come out with more and more of stories like this. I do not have language to express my hearty desire for the story writer. Long live and God bless you.
অনেক ধন্যবাদ।
অপূর্ব
Darun laglo ❤❤❤❤
অনেক ধন্যবাদ।
Opurbo!!
সৈকত মুখোপাধ্যায়ের যেমন লেখনী, এই কাহিনী তেমন, যথার্থ। খুব সুন্দর লাগলো
অনেক ধন্যবাদ।
Asadharon ❤
অনেক ধন্যবাদ।
অসম্ভব সুন্দর গল্পঃ।দারুন লাগলো।এরকম গল্পঃ আরও শুনতে চাই।💚💚💚💚
দারুন👍 খুব সুন্দর 💓
অনেক ধন্যবাদ।
Ashadharan galpo! Daroon performance. Thank you for sharing 👍
অনেক ধন্যবাদ।
দারুণ লাগল পুজোবার্ষিকীর গল্প। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
Darun sundor golpo!! Temni sundor uposthapona❤❤
অনেক ধন্যবাদ।
Khub valo hoyeche golpo ta ❤❤ sundor hoyeche ❤❤
অনেক ধন্যবাদ।
খুব ভালো। খুব ভালো ❤
অনেক ধন্যবাদ।
Darun golpo....khub sundor. Somoy upojogi...
অনেক ধন্যবাদ।
অনেক দিন পর এত ভালো একটা গল্প শুনলাম...... Thank you so much এত সুন্দর একটা গল্প নির্বাচন করার জন্য....
অনেক ধন্যবাদ।
Asadharan akta golpo
অনেক ধন্যবাদ।
Onek din por eto valo ekta golpo sunlam kono channel e... Dhonyobad apander
অনেক ধন্যবাদ।
Darun golpo.....anek din por akta valo adventure golpo sunlam, sathe amar chele o.
আপনার পুত্রের বয়সটা একটু জানাবেন।
এককথায় অপূর্ব 💜
অনেক ধন্যবাদ।
দুর্দান্ত উপস্থাপনা, সমৃদ্ধ লেখনী
অনেক ধন্যবাদ।
অসাধারণ।
অনেক ধন্যবাদ।
অসাধারণ, অপূর্ব ❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ।