কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়! | Who Can Free You From Your Karma?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • প্রাচীনকাল থেকে ভারতের অধ্যাত্মভূমি ‘মুক্তি’ বা ‘মুক্তিলাভ’ এর কথা বলে আসছে। আর এই মুক্তিলাভের খোঁজে বহু অনুসন্ধিৎসু, সাধক, যারা জীবনের অর্থ, জীবনের উৎস, সৃষ্টির উৎসের মতো অস্তিত্বগত প্রশ্নের উত্তর খোঁজেন, তারা গুরু শিষ্য পরম্পরায় দীক্ষিত হন।
    কর্মের যে জটিল জাল “মুক্তিলাভের” পথে মূল কাটা, সেই বাঁধাকে কাটাতে কর্মের গঠনকে খুবই দক্ষতার সাথে ভাঙতে হয়। নচেৎ একইসঙ্গে “মুক্ত” হওয়া ও দেহ ধারণ করে রাখা সম্ভব নয়। এবং এখানেই একজন গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ভিডিওটিতে সদগুরু আমাদের এই গভীর আধ্যাত্মিক বিষয় প্রসঙ্গেই অবগত করছেন।
    English Video: • Who Can Free You From ...
    ****************************************
    সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
    দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরুর প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
    আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
    সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
    www.isha.sadhgu...
    সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
    onelink.to/sadh...
    অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
    Facebook / sadhgurubangla
    Instagram / sadhguru.bangla
    WhatsApp Group chat.whatsapp....
    Telegram t.me/joinchat/....
    আত্ম রূপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
    isha.sadhguru.o...
    সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
    www.ishafoundat...

ความคิดเห็น • 50