টাকা ছাড়া কী লাইসেন্স হয়? প্রশ্নের মুখে বিআরটিএ কর্মকর্তা | BRTA | Driving License | Desh TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 623

  • @sheikhmoniruzzaman7575
    @sheikhmoniruzzaman7575 หลายเดือนก่อน +130

    টাকা ছাড়া পরিক্ষায় পাস করায় না।

    • @RezaulKarimsiddeq318
      @RezaulKarimsiddeq318 หลายเดือนก่อน +6

      Driving Test e 100 tk Diye Pass Holam😂😂😂

    • @Safu004
      @Safu004 หลายเดือนก่อน

      Kon BRTA bhai​@@RezaulKarimsiddeq318

    • @shuvoss8822
      @shuvoss8822 หลายเดือนก่อน

      কথা সত্য

    • @MdAurnNafiul-gm5hv
      @MdAurnNafiul-gm5hv หลายเดือนก่อน

      কতা সত্য

    • @MdHABIBULLAH-uu6nq
      @MdHABIBULLAH-uu6nq หลายเดือนก่อน

      100%

  • @anowarhossain2925
    @anowarhossain2925 หลายเดือนก่อน +114

    কত সুন্দর বুঝাইলো , কথা ও ঠিক। কিন্তু কাজের বেলায় তারা পাজি।

    • @mcsarker9695
      @mcsarker9695 หลายเดือนก่อน +2

      ঠিক বলেছেন

    • @Genzhero2024
      @Genzhero2024 หลายเดือนก่อน +3

      ফাজিল গুলা, অনলাইনে আবেদন করতে গেলে মোবাইল নাম্বার সমস্যা, রেজিষ্ট্রেশন সমস্যা, একাউন্ট লক হয়। এগুলো দিয়ে পরে টাকা কামাই করে

    • @hossain8463
      @hossain8463 หลายเดือนก่อน

      একদম,নানানরকম কথা বলে।টাকা দিলে পরে হয়ে যায়।​@@Genzhero2024

    • @TA-p9r
      @TA-p9r หลายเดือนก่อน

      আমরা সবাই মিলে এর প্রতিবাদ করি। তাহলে ঠিক হয়ে যাবে।একদিন সবাই মিলে এদের কে পিটলে ঠিক হয়ে যাবে

    • @MahabubAlam-kk4nn
      @MahabubAlam-kk4nn หลายเดือนก่อน

      টাকা না দিলে পাস করে না ফেল কইরা দে

  • @mdkawchar1
    @mdkawchar1 หลายเดือนก่อน +63

    পরিক্ষায় পাস করলেও ফেল করিয়ে দেয়.... টাকা না দিলে...

    • @mrrubel633
      @mrrubel633 หลายเดือนก่อน

      আজকে পরীক্ষার জন্য গিয়ে তাদের আছলিয়াত জানলাম যাঁরা টাকা দিসে সবাই পাশ আর বাকি বেশির ভাগ ফেল এটাই হলো বাস্তব এরা এক একটা ডাকাত

    • @MdshuvoTalukder1236
      @MdshuvoTalukder1236 หลายเดือนก่อน +1

      আমি নিজে ভুক্তভোগী পাস করা পরেউ ও ফেল করে দিল

    • @MdJubair-zb3ki
      @MdJubair-zb3ki หลายเดือนก่อน

      রিটেন ভাইভা ফিল্ড টেস্ট সব গুলোতে পাশ করার পরেও ফেইল...​@@MdshuvoTalukder1236

  • @FoodiesWorld-l6b
    @FoodiesWorld-l6b หลายเดือนก่อน +13

    চোরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি চুরি করেছেন??😂😂

  • @nazmulhyder3652
    @nazmulhyder3652 หลายเดือนก่อน +39

    😂😂😂😂😂
    ঘুষে চাকরী পাওয়া অতি দায়িত্বশীল কর্মকর্তা ।

  • @mahfuzurrahmanjkt1020
    @mahfuzurrahmanjkt1020 หลายเดือนก่อน +31

    পরিক্ষায় পাশ করানোর জন্য ঘুষ নিচ্ছেন ৪৫০০ টাকা। এটা নাকি ফিক্স এবং ২ দিন আগে অগ্রিম দিতে হচ্ছে।
    এই টাকাটা কমানোর জন্য অনুরোধ রইলো।
    টাকা নেয়ার জন্য পরিক্ষাটা ফাঁদ হিসাবে ব্যবহার করা হচ্ছে।

    • @90skidsgenx
      @90skidsgenx หลายเดือนก่อน

      ভাই শুধু পরীক্ষা না, মেডিকেল রিপোর্টটাও এক্সেপ্ট করে না, ওদের বলে দেয়া ডাক্তারই ডাক্তার, বাইরের আর কেউ ডাক্তার না।

  • @saiyedurshuvo3236
    @saiyedurshuvo3236 หลายเดือนก่อน +5

    খুব ভালো ভাবে ধরেছেন সাংবাদিক ভাইয়েরা। ধন্যবাদ আপনাদের। দুই বছর আগে পরীক্ষা দিয়েছি এখনো স্মার্ট কার্ড পাইলাম না। পরীক্ষায় পাশ করানোর জন্য টাকা লাগে। পরীক্ষা কেন্দ্রে যারা থাকে তারা সরাসরি জিজ্ঞেস করে লোক আছে কিনা??
    প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সরাসরি বলে লোক আছে নাকি?
    না থাকলে ব্যবস্থা করে দেই।

  • @smofficaleditor4882
    @smofficaleditor4882 หลายเดือนก่อน +46

    পরিক্ষা টা সেনাবাহিনীর দেওয়া হক

    • @mdmobarokislam9937
      @mdmobarokislam9937 หลายเดือนก่อน

      Jindeki teo pass korte parba na

    • @mdhafizulislam777
      @mdhafizulislam777 หลายเดือนก่อน

      তাইলে তো ভালো হতো

  • @curiosity402
    @curiosity402 หลายเดือนก่อน +16

    দুই বছর পার হয়ে যাচ্ছে, তবুও বিআরটিএ থেকে লাইসেন্স এর স্মার্ট কার্ড পাচ্ছি না!

  • @mdshaon3053
    @mdshaon3053 หลายเดือนก่อน +5

    সঠিকভাবে লাইসেন্স করতে গিয়েছিলাম, BRTA থেকে বাতিল করে দিয়েছে আমাকে, পরবর্তীতে সাহায্যকারী দলের মাধ্যমে ১২০০০😢 টাকা দিয়ে লাইসেন্স করতে হয়

  • @MspareZone
    @MspareZone หลายเดือนก่อน +14

    বিআরটিএ কে সম্পূর্ণ সরকারের রেভিনিউ উৎস হিসেবে ঘোষণা করা হোক। সরকার এ সেক্টর থেকে আলাদা একাউন্টে মাধ্যমে সব মেশিনে টাকা আদায়ের সিস্টেম করা হোক এবং টাকা আদায়ের জন্য ডেবিট কার্ড সিস্টেম প্রত্যেক জায়গায় চালু করা হোক

  • @md-mir
    @md-mir หลายเดือนก่อน +12

    👀 🙊 ওকার আমল থেকেই কি উনি এইপদে বহাল.... না নতুন এসেছেন...?
    উত্তর জানা থাকলে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হইতো 😂😂😂

  • @kadirchokdar3935
    @kadirchokdar3935 19 วันที่ผ่านมา +3

    টাকা ছাড়া লিগেল ভাবে লাইসেন্স করতে পারছে এরকম রেকর্ড BRTAতে নাই 😅😅😅

  • @SakhawatHossain-oh1tn
    @SakhawatHossain-oh1tn หลายเดือนก่อน +12

    আসসালামুয়ালাইকুম, আমি বিআরটিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় লিখিত, ভাইবা পাস করছি। কিন্তু দালাল না ধরার কারণে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দিয়েছে।

    • @Daliyalutfor
      @Daliyalutfor หลายเดือนก่อน +1

      আমাকেও

    • @alorsondhaneschoolbd3419
      @alorsondhaneschoolbd3419 หลายเดือนก่อน

      Same

    • @habiburrahmanhemel4948
      @habiburrahmanhemel4948 หลายเดือนก่อน

      এখন বলে দালালে কাজ হচ্ছে না?

    • @md.reazuddin2498
      @md.reazuddin2498 หลายเดือนก่อน

      @@habiburrahmanhemel4948
      Bhai ki try korechen kothao?

  • @shakilhussain8682
    @shakilhussain8682 หลายเดือนก่อน +3

    বাংলাদেশের সকল বিআরটিএ কর্মকর্তার সম্পদের হিসাব নেওয়া হোক। তাহলেই বেড়িয়ে যাবে সবকিছু।

  • @MdHabib-kf3wn
    @MdHabib-kf3wn หลายเดือนก่อน +10

    টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য যে গাড়িগুলো দেওয়া হয় ।গাড়িগুলো এমন একটা অবস্থা করে রাখে যাতে কেউ টেস্ট পরীক্ষা পাস না হয়।

  • @happylife10503
    @happylife10503 หลายเดือนก่อน +9

    ওর সম্পদ অনুসন্ধান করেন।

  • @JahidBabu
    @JahidBabu หลายเดือนก่อน +2

    পুরো ১ বছর পরিক্ষা দিয়েছি, তবুও পাশ করতে পারি নাই। বাস্তবতা সাথে এদের কোন মিল নাই।

  • @DDF2173
    @DDF2173 หลายเดือนก่อน +11

    লাইসেন্স কার্ডের কোয়ালিটি বর্তমানে খুবই খারাপ ১০বছর মেয়াদী লাইসেন্স ২মাস টিকবে কি না সন্দেহ।

  • @dhakaciti
    @dhakaciti หลายเดือนก่อน +3

    টাকা না দিলে আপনি যতবার পরীক্ষা দেন শুধু ফেল আর ফেল

    • @shakibul83
      @shakibul83 หลายเดือนก่อน

      Right 3bar exam dece fail korce sob kesu ta pass kor are porao pora 3500 tk dece exam na deai pass

  • @Humusimagination.
    @Humusimagination. หลายเดือนก่อน +7

    ১ বছর হয়ে গেছে বাইকের নিবন্ধনের জন্য টাকা জমা দিছি এবং ফিংগার প্রিন্ট দিছি এখনো কার্ড পেলাম না..!😢😢

  • @juelrana4476
    @juelrana4476 หลายเดือนก่อน +2

    সেনাবাহিনীর হাতে দেয়া হোক পুরো দায়িত্বটা

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 หลายเดือนก่อน +2

    যারা ঘুষ নেয় এদের শাস্তির বা প্রকাশ্যে চাকরি চ্যুত করা উচিত

  • @jononitelecom3040
    @jononitelecom3040 หลายเดือนก่อน +3

    কথা সত্যি কিন্তু বাস্তবটা ভিন্ন উনি এড়িয়ে গেলেন

  • @tanvirboni
    @tanvirboni หลายเดือนก่อน +3

    আরেকটা কথা গাড়ির পরিক্ষা যখন দিতে হয়,,,তখন ওই গাড়ি পার্কিং করা ১০০%অসম্ভব করে রাখে,,,ওই গাড়ি পার্কিং যে গাড়ির জম্ম দিছে সেও পারবে না ওই গাড়ি পার্কিং করতে।এইখান থেকেই তাদের চাল।

    • @mdkhalilurrahman2683
      @mdkhalilurrahman2683 หลายเดือนก่อน +2

      100% সত্য কথা বলেছেন ভাই আমিও আপনার এই কথার সাথে একমত 100%

  • @Ummahsongbad01977
    @Ummahsongbad01977 หลายเดือนก่อน +1

    হাজারে ২০জন পাস করতে পারে আর বাকি ৯৮০জন ফেল করে কারন তারা পার্কিংয়ের লেনের দাগ খুব ছোট করে দেয়। খিলখেত বিআরটি তে ২বার পরীক্ষা দিলাম ২,৫০০৳ ঘুশ নিছে পরীক্ষা কেন্দ্রের ড্রাইভার সাহেব। তার পরে পাশ করছি 😢

  • @Al-aminislam547
    @Al-aminislam547 หลายเดือนก่อน +1

    ব্রিটিশ আমলের সিস্টেমে গাড়ি চালিয়ে দেখা এটা বাদ দেন, নতুন জেনারেশনের বাইক নিয়ে এই সিস্টেমে সম্ভব না নতুন সিস্টেমে নিয়ে আসেন তাহলে আর ঘুষ দেওয়া লাগবে না। আর যদি ঘুষের টাকা আপনার পকেটে যায় তাহলে এটা থাক😢

  • @Sakilsarder954
    @Sakilsarder954 หลายเดือนก่อน +2

    আমি কিছু দিন আগে পরিক্ষা দিয়েছি আমার আছে ৫০০ টাকা চাইছে তা হলে পরিক্ষায় পাশ করাইয়া দিবে😂😂, আমি দেইনাই তাই আমাকে বলে এই ছেলে লাইসেন্স পাবে না, 🥹, পরে ১১০০০ টাকা দিয়ে লাইসেন্স করছি😭

  • @mililive3824
    @mililive3824 หลายเดือนก่อน

    যেই লাইসেন্স গুলো complete হয়ে গিয়েছে সেগুলো অতিদ্রুত print করে প্রাপক এর কাছে পৌঁছানো হোক, দূর্নীতি মুক্ত লিগাল BRTA দেখতে চাই , জন সাধারণ এর এই ভোগান্তি আর কত?!!

  • @mdromzanshorker1122
    @mdromzanshorker1122 หลายเดือนก่อน +4

    এখন নতুন ব্যবসা পেয়েছে অফিসাররা সবই ঠিক আছে কিন্তু টাকা না দিলে ফাইল আটকে রাখে

  • @bibornoneshat5651
    @bibornoneshat5651 หลายเดือนก่อน +3

    আমি দালাল ছাড়া করছি
    তবে নিজে নিজে করতে হলে পরীক্ষার জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে হবে।

    • @azimuddin-oy8qh
      @azimuddin-oy8qh 29 วันที่ผ่านมา

      লাইসেন্স পাইছেন ?

    • @bibornoneshat5651
      @bibornoneshat5651 29 วันที่ผ่านมา

      @@azimuddin-oy8qh হ্যাঁ পাইছে ১/১/২০২৫

  • @ShekapUddin
    @ShekapUddin หลายเดือนก่อน +1

    টাকা ছাড়া ১% এর বেশি হয় বলে মনে হয় না 😢

  • @rjamirul
    @rjamirul หลายเดือนก่อน +1

    টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় পাশ করা যায় না। আর এই টাকার ভাগ বিআরটিএ অফিসের কর্মকর্তারাও পায় । টাকা নেওয়ার জন্য ই ব্যবহারিক পরীক্ষা এত কঠিন করে রেখেছে এরা।

  • @mdriyazulislamriyazmdriyaz8635
    @mdriyazulislamriyazmdriyaz8635 หลายเดือนก่อน +1

    আমি নিজে জুলাই আগষ্টের বিপলবের পর,করতে দিছি এতোদিন আটকে আছে,এখন টাকা চাচ্ছে

  • @rishadulislam8158
    @rishadulislam8158 หลายเดือนก่อน +2

    যারা দালাল ছাড়া যায় তারা যতো ভালোই করুক পরীক্ষায় টেস্টে তাদের ফেল দেখানো হয়। এবং আচরনও খারাপ করে তাদের সাথে।

  • @saddamhossen4461
    @saddamhossen4461 หลายเดือนก่อน +2

    পরিক্ষা সিস্টেম টা আরো সহজ করা হোক।পরিক্ষায় যেন সবাই পাশ করে তাহলে সরকারের ইনকামটাও বেড়ে যাবে

  • @pantaenglish
    @pantaenglish หลายเดือนก่อน +1

    উনি ইঞ্জিনিয়ার মুসা স্যার, ইকুরিয়া বিআরটিএ, উনার কাছে আমি গেছিলাম উনার ব্যবহার অনেক ভালো, আমি মাত্র তিন মাসে স্মার্ট কার্ড ডেলিভারি নিলাম, এমনকি অথেন্টিকেশন সার্টিফিকেটসহ,

  • @NatureofBangladesh121
    @NatureofBangladesh121 หลายเดือนก่อน

    টাকা ছাড়া কোন কাগজপত্র জমা নেয় না। যতই কথা বলা হোক। ঘুষের সাথে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত এখান থেকে দুর্নীতি দূর হবে না।

  • @rumanul.kamran
    @rumanul.kamran หลายเดือนก่อน +1

    সিলেটে দায়িত্বশীল কিছু মানুষের ডকুমেন্টস সহ প্রমাণ আছে।

  • @Mohammadmurad1989
    @Mohammadmurad1989 หลายเดือนก่อน

    এখন সব নিয়ম কানুন ঠিক আছে,, ❤❤❤❤

  • @arshedmha
    @arshedmha 28 วันที่ผ่านมา

    দালাল ছাড়া কোন কাজ হয় না। এখন ১৫০০০ হাজার থেকে ২৫০০০ টাকা নিচ্ছে। লোক দেখানো মাইকিং, আর যারা অনলাইনে টাকা জমা দিয়ে পরিক্ষা দেন তারা বেশিভাগ লোক পরিক্ষায় পাশ করেনা।

  • @md.parvajislam59
    @md.parvajislam59 หลายเดือนก่อน +2

    সে শুধু অনলাইন অনলাইন অনলাইন বলেছেন। টাকাটা তারা হাতে নেয় সেটা বলছে না।

  • @Funy3.O
    @Funy3.O หลายเดือนก่อน

    বড় বড় অফিসারদের সাথে কিছু দালালের যোগাযোগ থাকে তারাই টাকা লেনদেন করে। পরীক্ষা দেওয়ার আগে যদি টাকা পরিশোধ না করা হয়। তাহলে তাকে পরীক্ষাতে ফেল করানো হয়। আর যারা টাকা দেয় তাদের প্রশ্নের উপরে উত্তর লেখা থাকে। সে যদি পাস করে তাহলেও পাস দেখায় আর যদি ফেল করে তাও পাস দেখায়। ধন্যবাদ 👍

  • @ShamsuzzamanShamsu-n6s
    @ShamsuzzamanShamsu-n6s 4 วันที่ผ่านมา

    বি আর টি এ এর উপদেষ্টা একটু নজর দিতে হবে অনেক ভুক্তভুগে আছেন যারা এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে এখনো স্মার্ট কার্ড পাইনি

  • @JayedHasan-sn5bt
    @JayedHasan-sn5bt หลายเดือนก่อน

    সকল কথ সত্যি নয়।টাকা ছাড়া লাইসেন্স হয় না। সকল সেক্টর দুর্নীতি মুক্তি করা হোক।

  • @MD.Hamzala-f5y
    @MD.Hamzala-f5y หลายเดือนก่อน +1

    আজকেও আমি টাকা জমা দিয়েছি 5000 টাকা😊 ফিঙ্গার দেবো তারপর 6000 টাকা 💸

  • @md.jamalmiah1650
    @md.jamalmiah1650 18 วันที่ผ่านมา

    উনি মিথ্যা কথা বলতেছে টাকা ছাড়া কোন লাইসেন্স হয় না। এবং লাইসেন্সের বিভিন্ন ভুল করে। ইচ্ছা করে বিভিন্ন ভুল করে।

  • @786Piku
    @786Piku หลายเดือนก่อน

    2019 সালে লাইসেন্স এর জন্য টাকা দিছিলাম সেই লাইসেন্স 2023 সালে পাইছি😅😂

  • @shoumikonly
    @shoumikonly หลายเดือนก่อน

    টাকা ছাড়া কোন কিছুই হয় না। এই সেক্টর টা যদি ঠিক করা যেতো তাহলে হয়তো শত শত এক্সিডেন্ট থেকে রক্ষা পেত মানুষ

  • @TopFishing-b2d
    @TopFishing-b2d 12 วันที่ผ่านมา

    আমি নিজে করছি কোন প্রকার দালাল ছারা ❤️

  • @AB.RAHIM.SARDAR
    @AB.RAHIM.SARDAR หลายเดือนก่อน +1

    ভালো হয়ে যাও মাসুদ

  • @mdkawchar1
    @mdkawchar1 หลายเดือนก่อน +1

    ড্রাইভিং পরীক্ষার ভিডিও সরাসরি অনলাইনে সম্প্রচার করা হউক।
    ভালো করলেও তারা ফেল করিয়ে দেয়...

  • @nazmulhaque4228
    @nazmulhaque4228 หลายเดือนก่อน +1

    মটর সাইকেলের প্রাকটিক্যাল পরিক্ষাটা একটু সহজ করা প্রয়োজন

  • @Islam-fr094
    @Islam-fr094 หลายเดือนก่อน +1

    ভাই আমি নিজেও টাকা দিয়ে লাইসেন্স করছি সরসরি গেলে পরিক্ষায় পাস করলেও ফেল করিয়ে দেয় তাই সাধারণ মানুষ দালাল এর মাধ্যমে কাজ করে

  • @alamisikdar2870
    @alamisikdar2870 หลายเดือนก่อน

    দুই বছর ধরে পরীক্ষায় পাস করে বসে আছি টাকা জমা দিয়ে বসে আছি পেপার নিয়ে বসে আছি ড্রাইভিং লাইসেন্সের কোন খবর নাই এবং হেভি লাইসেন্সের তো ই পেপারই পাই নাই শুধু লাইট লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করি সেইটার ই-পেপার পাইসি আজও পর্যন্ত লাইট লাইসেন্সও পাইনি হেব্বি লাইসেন্সও পাইনি 😢😢😢

  • @BulbulIslam-y3o
    @BulbulIslam-y3o หลายเดือนก่อน

    অন্য দেশে পাশ করলে লাইসেন্স হয় এক সপ্তাহে
    আর আমার দেশে এক বছরেও হয়না ইসমার্ট কার্ট বের হতে

  • @ahmedsolayman
    @ahmedsolayman หลายเดือนก่อน

    আসলে আমরা পরীক্ষায় পাশ করার যোগ্য না। এই জন্য আমরা নিজেই টাকা সাধি ওদের কে পাশ করার ব্যাপারে। বিআরটিএ অফিসে যেয়ে কি লাভ। মূল দোষ আম জনতার

  • @junaedahmed6924
    @junaedahmed6924 หลายเดือนก่อน

    টাকা ছাড়া লাইসেন্স হয় তবে খুব কম,যারা টাকা ছাড়া যাবে ওদের সব ধরনের কিছুর প্রিপারেশন নিয়ে যেতে হয়,আর টাকা দিলে কিছুই জানা লাগে না

  • @akmtourtravelbd
    @akmtourtravelbd หลายเดือนก่อน

    গত ৮ তারিখে ঘুষ না দেয়া কারনে পরিক্ষায় পাশ করার পর ও আমাকে ফেইল দিয়েছে ম্যাজিস্ট্রেট। আমি এর বিচার চাই।

  • @ArifulIslamDurjoy
    @ArifulIslamDurjoy หลายเดือนก่อน

    আমি নিজে একাই লাইসেন্স করেছি কোনো প্রকার দালাল কে টাকা দেওয়া করা।

  • @likhonmahmud1271
    @likhonmahmud1271 หลายเดือนก่อน

    কিছুদিন আগেও পরীক্ষা দিয়ে আসলাম টাকা দিলে পরীক্ষায় পাস না দিলে পরীক্ষায় ডাবল ফেল । এই দুর্নীতির জন্য আজ বাংলাদেশ পিছিয়ে রয়েছে। জয় হোক বাংলাদেশের জয় হোক দুর্নীতির।😅

  • @saifalislam1860
    @saifalislam1860 หลายเดือนก่อน

    ভাই এগুলো মুখের কথা বলে লাভ নেই 👏👏 লাইসেন্স কিভাবে দেয় তা দেখেছি, পরীক্ষা দিলাম দেখলাম ১০০ জনের মধ্যে ৯০ জন ফেল, কিন্তু রেজাল্ট ১০০ তে ৯০ জন পাস

  • @ziabulhaque2243
    @ziabulhaque2243 หลายเดือนก่อน

    ধন্যবাদ ❤

  • @TravelwithTanhaz.
    @TravelwithTanhaz. หลายเดือนก่อน

    পর্তুগাল এ গত ৫ মাসে বাংলাদেশ থেকে মোট ৫ হাজার মানুষ লাইসেন্স পেয়েছে জন প্রতি ১/২ লক্ক টাকা দিয়ে বাংলাদেশ কি জীবনে উন্নতি করবে না দুর্নীতি

  • @RobiulHasan-vs7pc
    @RobiulHasan-vs7pc หลายเดือนก่อน

    টাকা ছাড়া পরীক্ষায় পাস করায় না... ইচ্ছে কৃত ফেল করায়

  • @shantoislamniloy
    @shantoislamniloy หลายเดือนก่อน +1

    হাস্যকর 😂😂😂 এই মাসেই বাসায় বসে ১২ হাজারে লাইসেন্স পাইলাম 😂🤣 ফিংগার আর ছবি তুলতে গেসিলাম 🤣😂

  • @hasan-h3l
    @hasan-h3l หลายเดือนก่อน

    দালাল না ধরলে নাকি পরীক্ষায় ফেল করানো হয়।

  • @digitalratan1994
    @digitalratan1994 หลายเดือนก่อน

    প্র‍্যাকটিক্যাল এর পাশ ফেইল এর ভিডিও অডিট চাই

  • @Rainvillage90
    @Rainvillage90 หลายเดือนก่อน +1

    পরীক্ষা দিয়ে আজ পর্যন্ত কেউ পাস করছে দালাল ছাড়া??????

  • @abdulKarim-nf8gy
    @abdulKarim-nf8gy หลายเดือนก่อน

    এটা শুধু মুখে শুনতে পাওয়া যায় বাস্তবে টাকা ছাড়া সম্ভব না

  • @arfinaopu6780
    @arfinaopu6780 หลายเดือนก่อน +1

    আমি গিয়েছিলাম ড্রাইভিং পরীক্ষা দিতে সেখানে মাত্র পাঁচ ফিট দূরত্ব পর পর জিগজ্যাকের পাক নেওয়ার জায়গা এই পাঁচ ফিটের মধ্যে কিভাবে একটা বাইক নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ করা যাবে আইনত জানি যে ৯ ফিট থাকে কিন্তু সেখানে ছিল পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে এক্সপ্রেস তো কেউ চাইলেও পরীক্ষা দিয়ে কখনো পাস করতে পারবে না তারা এই জায়গায় বাধ্য করে

  • @moniruzzaman3664
    @moniruzzaman3664 หลายเดือนก่อน

    কথা ঠিক আছে টাকা অনলাইনে নেয় কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করলেও ফেল করায় দেয়। আর সরাসরি টাকা নেয় না, দালালের মাধ্যমে টাকা নেয়।
    গত 05/12/2024 তারিখ আমার মেঝো ভাই কে ফেল করাই দিছে। ১৯ বছর ধরে ড্রাইভিং করেন + জিকজ্যাক টেস্টের চেয়ে ও কঠিন যায়গায় প্রতিদিন গাড়ি পার্কিং করে রাখেন। কিন্তু আমি কোন দালাল ধরি নাই সেজন্য।

  • @KobutorKobutor-z8w
    @KobutorKobutor-z8w หลายเดือนก่อน

    লক্ষ্য লক্ষ্য লাইসেন্স পেন্ডিং এ আছো 😢😢😢😢

  • @mdmursalin6298
    @mdmursalin6298 22 วันที่ผ่านมา

    টাকা না দিলে পাস করলেও ফেল হয়ে যায়।
    টাকা দিলে পরিক্ষাও দিতে হয় না।

  • @YesminLucky
    @YesminLucky 19 วันที่ผ่านมา

    টাকা দিলে ফিল টেস্ট পাশ করে। এইটা গোপন সিস্টেম। ১৫বছর গাড়ি চালিয়ে সে নাকি ফিল টেস্ট ফেল করে হাহাহা? কেন ফেল করবে???? ফিল টেস্ট যে কোন বিআরটিএ অফিসে দেয়ার সিস্টেম করে না কেন??? অনলাইন নামে সেমি অনলাইন সিস্টেম কেন রাখা হয়েছে

  • @arunroy8191
    @arunroy8191 หลายเดือนก่อน

    পাশ ত আর অনলাইনে হয় না,,,,আবার টাকা না দিলে পাশ করে না,,,

  • @likhonmahmud1271
    @likhonmahmud1271 หลายเดือนก่อน

    বিআরটিএর ঊর্ধ্বতন সব নাপিতরা এর সাথে জড়িত বায়োমেট্রিক ব্যতীত রিটেন এবং মাঠে এই টাকার লেনদেন হয়। জয় হোক নাপিতদের ক্ষয় হোক গরিব মানুষের।

  • @mddulal4204
    @mddulal4204 หลายเดือนก่อน

    লাইসেন্সের বিষয়টা সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক, টাকা-পয়সা সবকিছুই অনলাইনে নেয়া হয়, কিন্তু দালাল না ধরলে পাস করা যায় না।

  • @saminyead1233
    @saminyead1233 หลายเดือนก่อน

    ২ বছর হয়ে গেল, আমার কোন এসএমএস আসে নি এখনও। আমি যখন খোঁজ নিতে চাই তখন বলে "আপনি এত দেরি করে আসছেন কেন? আপনার জরিমানা দেওয়া লাগবে।" এখানে কিসের জরিমানা? আমাকে সেবা দিতে পারবে না কিন্তু আমি দেরি করলে সমস্যা।

  • @dulalkhondokar8349
    @dulalkhondokar8349 หลายเดือนก่อน

    নবায়নের ক্ষেত্রে, পরিক্ষা কেন, একই লাইসেন্স নবায়ন করতে গেলে পরিক্ষা দিতে হয় এ নিয়ম বাদ দেন

  • @AbdurRahim-gm9bb
    @AbdurRahim-gm9bb 21 วันที่ผ่านมา

    স্যার মটরসাইকেল নম্বর এনালগ থেকে ডিজিটাল করতে কত টাকা লাগবে দয়া করে বলবেন স্যার।

  • @সময়এরকথা
    @সময়এরকথা หลายเดือนก่อน +1

    ১ বছর হই গেছে স্মাট কার্ড পাই নাই.. দয়া করে বলবেন.. কখন স্মাট কার্ড পাওয়া যাবে.??

  • @MNRZaed
    @MNRZaed หลายเดือนก่อน

    আমি দুই হাজার বিশ সালে ডিসেম্বর মাসে একুশ তারিখে লাইসেন্স রেনু করতে দিয়েছিলাম।এখন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের একুশ তারিখ চলে আমি আমার স্মার্ট কার্ড লাইসেন্স পাইনাই বিআরটিএ গেলে শুধু ডেট বাড়িয়ে দেয়।কয়েকদিন আগে বিআরটিএতে যোগাযোগ করলাম টাকা চায় চল্লিশ হাজার দশ দিনের মধ্যে স্মার্ট কার্ড দিবে।আমি দিতে পারিনায় স্মার্ট কার্ডও পায়নাই।

  • @aonenasir4940
    @aonenasir4940 หลายเดือนก่อน

    ঘুষ ছাড়া লাইসেন্স হয়, আমার টা আমি নিজে নিজে করেছি, তবে একটু হয়রানির শিকার হতে হয়, তবে মোটামুটি আলহামদুলিল্লাহ।

    • @azimuddin-oy8qh
      @azimuddin-oy8qh 29 วันที่ผ่านมา

      লাইসেন্স হাতে পাইছে ?

  • @mainulbangladeshi
    @mainulbangladeshi หลายเดือนก่อน

    প্র্যাকটিক্যালে পরীক্ষা দিতে গেছি, আমি গাড়ির পেছনে বসছি আরেকজন ড্রাইভিং করেছে, বলে আমার নাকি পরীক্ষা হয়ে গেছে।
    সব দুই নাম্বার লোক।😡

  • @amranhasan5595
    @amranhasan5595 หลายเดือนก่อน

    আমার সাথে প্রায় ২০০ জন পরীক্ষার্থী ছিল, ৭০ জনের মত লিখিত পরীক্ষা দেয় বাকি সবাই ফিঙ্গার দিয়ে বাসায় চলে যায় । বুঝেন অবস্থা

  • @md.rashednabichowdhury2740
    @md.rashednabichowdhury2740 หลายเดือนก่อน

    দালান আরও বাড়ছে, এখন দুই হাজার টাকা ছাড়া সই হয় না, একদিনের কাজ ঘুড়াইতেই থাকে।

  • @TravelwithTanhaz.
    @TravelwithTanhaz. หลายเดือนก่อน

    ভাই বিদেশে বসে কেম্বে লাইসেন্স মিলে?? 😂😂😂

  • @কথারকথাই
    @কথারকথাই หลายเดือนก่อน +1

    কোসো সুযোগ নাই,পরিক্ষা ফেল করিয়ে দিবেন শুধু।

  • @MdOmarFaruq-r8v
    @MdOmarFaruq-r8v หลายเดือนก่อน

    আমাদের এলাকার চিহ্নিত লীগের লোক, অনেক টাকা বানিয়ে ফেলছে। প্রশাসনকে অনুরোধ দ্রুত পদক্ষেপ নিন গ্রেফতার করুন। সুবলপুর ফরহাদ নগর ফেনী সদর, ফেনী।

  • @BasharMd-wy7bm
    @BasharMd-wy7bm หลายเดือนก่อน

    ওখানে ক্যাশ টাকা না দিলে কোন পরীক্ষায় পাশ করা যায় না এমনকি রানার ও খুঁজে পাওয়া যায় না,,,

  • @user-abdurrahimzb1q
    @user-abdurrahimzb1q 16 ชั่วโมงที่ผ่านมา

    আজকে ৫মাস হয়ে গেলো এখনো স্মার্ট কার্ড পায় নি

  • @Sohelfakirofficial
    @Sohelfakirofficial 18 วันที่ผ่านมา

    আমার সবকিছু ডকুমেন্ট অনলাইনে দেওয়ার পরেও বলে আমার ডকুমেন্ট ঠিক নেই। এটার নতুন ধান্দা

  • @Update4215
    @Update4215 หลายเดือนก่อน

    টাকা ছাড়া পাস করা আর আমি সরকার প্রধান হওয়া একই কথা।

  • @mdshahinahamed7780
    @mdshahinahamed7780 หลายเดือนก่อน

    আমি দালাল ছাড়া গিয়ে দুইবার পরীক্ষা দিয়েছি,,, দুবারেই ফেল আসছে

  • @MdmasudRana-ns5gh
    @MdmasudRana-ns5gh หลายเดือนก่อน +1

    যে পাট নিল তার মানে ভাজা মাছ উল্টে খেতে পারে না আর গেলে আকামে আকাম বাধায় আকাম

  • @jononitelecom3040
    @jononitelecom3040 หลายเดือนก่อน

    অফিসে কন্টাক না থাকলে ফেল জতই ভালো পরীক্ষা দিক

  • @mohammadhabib393
    @mohammadhabib393 หลายเดือนก่อน

    পরীক্ষা পাশ না করলে challenge করা যায় না। টাকা না দিলে fail. যে উত্তরপত্র check করে তার চাকরি যাবার আইন নাই। সচ্ছতা নাই

  • @fahimfardul1209
    @fahimfardul1209 หลายเดือนก่อน

    টাকা ছাড়া পরিক্ষায় পাশ করায় না
    জেলা মেজিস্ট্রেট পরিক্ষার সময় হা করে তাকায় থাকে। পুলিশ ইন্সপেক্টর ফেল দেয় আর বিআরটিএ অফিসার পাশ লিখে দেয় আমার নিজের দেখা।

  • @monjurulmonjurul3666
    @monjurulmonjurul3666 หลายเดือนก่อน

    আমি সেপ্টেম্বর মাসের 3 তারিখ পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষার সময় ছিল সকাল 11 টায় সেই পরীক্ষা শুরু হয় বিকেল 4:30 টায় প্রথমে মোটরসাইকেল পরে মিডিয়াম পরীক্ষা, মোটরসাইকেল পরীক্ষা সেষ হতে 5:45 মিডিয়াম পরীক্ষা চলছে 7:30 টা পর্যন্ত আমরা যাড়া পরীক্ষা দিয়েছে তারা সবাই ফেল কারণ অন্ধকারে কিছু দেখা যায় না তাই আমরা সবাই বলেছিলাম রাত্রে দেখা যায় না আমরা কালকে পরীক্ষা দিব কিন্তু আমাদের কথা শুনে নাই পরে আমি 4000 টাকা দিয়ে পাস করে নিয়েছি কিছু করার নাই কারণ ওরা সবাই সিন্ডিকেট