Emono Dine Tare Bola Jay | এমন দিনে তারে বলা যায় | Rabindranath Tagore | Barshar Dine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • Emono Dine Tare Bola Jay | এমন দিনে তারে বলা যায় | Rabindranath Tagore | Barshar Dine
    কবিতা : বর্ষার দিনে
    কবি : রবীন্দ্রনাথ ঠাকুর
    কণ্ঠে : ক্যামেলিয়া চৌধুরী
    poem : Borshar Dine
    Poet : Rabindranath Tagore
    Voice : Kyamalia Choudhury
    ---------------------------------------
    কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো 🙏
    Links :
    / @kyamaliachoudhury
    বর্ষার দিনে
    রবীন্দ্রনাথ ঠাকুর
    এমন দিনে তারে বলা যায়
    এমন ঘনঘোর বরিষায়-
    এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
    তপনহীন ঘন তমসায়।
    এমন দিনে তারে বলা যায়
    সে কথা শুনিবে না কেহ আর
    নিভৃত নির্জন চারিধার।
    দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী,
    আকাশে জল ঝরে অনিবার-
    জগতে কেহ যেন নাহি আর।।
    সমাজ সংসার মিছে সব,
    মিছে এ জীবনের কলরব।
    কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
    হৃদয় দিয়ে হৃদি অনুভব-
    আঁধারে মিশে গেছে আর সব।।
    বলিতে ব্যথিবে না নিজ কান,
    চমকি উঠিবে না নিজ প্রাণ।
    সে কথা আঁখিনীড়ে
    মিশিয়া যাবে ধীরে,
    বাদলবায়ে তার অবসান-
    সে কথা ছেয়ে দিবে দু'টি প্রাণ।।
    তাহাতে এ জগতে ক্ষতি কার
    নামাতে পারি যদি মনোভার!
    শ্রাবণবরিষণে একদা গৃহকোণে
    দু'কথা বলি যদি কাছে তার
    তাহাতে আসে যাবে কিবা কার।।
    আছে তো তার পরে বারো মাস-
    উঠিবে কত কথা, কত হাস।
    আসিবে কত লোক,
    কত-না দুখশোক,
    সে কথা কোনখানে পাবে নাশ-
    জগৎ চলে যাবে বারো মাস।।
    ব্যাকুল বেগে আজি বহে বায়,
    বিজুলি থেকে থেকে চমকায়।
    যে কথা এ জীবনে
    রহিয়া গেল মনে
    সে কথা আজি যেন বলা যায়
    এমন ঘনঘোর বরিষায়।।
    #bangla_kobita
    #rabindranathtagore
    #borshar_dine
    #Borshardine
    #emonodinetarebolajay
    #KyamaliaChoudhury
    #borsharkobita
    #বর্ষার_দিনে_কবিতা
    #বর্ষার_কবিতা
    #রবীন্দ্রনাথঠাকুরেরকবিতা
    #রবীন্দ্রনাথ_ঠাকুর
    #এমন_দিনে_তারে_বলা_যায়
    #ক্যামেলিয়া_চৌধুরী
    #amonodinetarebolajay
    #রবীন্দ্রজন্মজয়ন্তী
    #রবীন্দ্রনাথের_প্রেমের_কবিতা

ความคิดเห็น • 154