ভাই, এই ইনভার্টার দিয়ে কি চার্জ করা যাবে? (12v 100Ah রিকশা/ভ্যান ব্যাটারি) আর আলাদা ভাবে চার্জিং ব্যবস্থা করলে ভাল হবে নাকি? মেকানিকের দোকানে বর্তমানে 700/100Va Ups মডিফাই করা Ups সেল করে করে? এই ইনভার্টার টেকশই হবে নাকি? মডিফাই করা ups কেনা ভাল হবে??
ভাই, আমি যত তাড়াতাড়ি উত্তর দিই অন্য কেউ উত্তর দেয় কি না জানিনা, কমেন্ট গুলোতে দেখতে পারেন, কেউ কমেন্টে করেছে উত্তর দিইনি এমন কেউ নেই, ঈদে বাড়িতে যাচ্ছি, শরীরটা খারাপ লাগাতে ঘুমিয়ে পড়েছিলাম তাই উত্তর দিতে দেরি হয়েছে, আপনার উত্তর হলো, ইনর্ভাটার অফ থাকলেও ব্যাটারি চাজ হবে এবং সরকারি বিদ্যুৎ আউটপুট দিবে, বিদ্যুৎ চলেগেলে শুধু ইনভাটার অন করার দরকার হয় ব্যাটারি থেকে ব্যাকাপ দেওয়ার জন্য।
ভাই আপনার যে ১২ ভোট ব্যাটারি, এটা কি inverter দিয়ে চার্জ করেন, না কি আলাদা চার্জার ব্যাবহার করেন। আমি পানি ব্যাটারি ব্যবহার করি,সে ক্ষেএে আমি কোনটা দিয়ে চার্জ করলে ভালও হবে, জানাবে...!
আমি ইনভার্টার দিয়ে চাজ দিই আলাদা কোন চাজার ব্যবহার করি না, ইনভাটার দিয়ে চাজ দিলে নিরাপত্তার সার্থে আলাদা হাই-কাট ব্যবহার করবেন যা শেষ ৩টি ভিডিওতে দেখিয়েছি।
@@simplecreativities আচ্ছা ভাই একটা ব্যাটারি কতো ভোল্ট দেখালে বুঝবো যে মোটামোটি ফুল চার্জ,আমি যে এসিড ব্যাটারি ১৩০ এম্পিয়ার ব্যাবহার করি,ইনভার্টার দিয়ে চার্জ দেই, চার্জ থাকা অবস্থায় সর্বচ্চ ১৪.৪ দেখায়,কিন্ত যখন ইনভার্টার টি কারেন্ট থেকে খুলে ফেলি তখন ১৩.৫-১৩.৬ দেখায়, এবং পরে আরো কমে যায় এর কারণ কি,আর এই ইনভার্টার কি পারে এই ১৩০ এম্পিয়ারের ব্যাটারি সঠিক ভাবে ফুল চার্জ করাতে জানাবে...!!
@@simplecreativities এখন কি করা যায়,শুধু লাইন দিলে এসি কারন্ট বাহির হচ্ছে, ফ্যান ও চলছে না, ব্যাটারির চার্জ দিলে মাঝে মাঝে লাল বাতি জলছে,যদি কোন হেল্প করতে পারেন ভাই খুব উপকৃত হবো
ভাইয়া আপনি যে ব্যাটারী ১ বছর আগে নিছিলেন ওইটার ব্রেকআপ টাইম ছিল ৩ থেকে ৩.৫ ঘন্টা এখন বর্তমানে কত ঘন্টা ব্রেকআপ টাইম পাচ্ছেন। সঠিকটা জানাবেন প্লিজ আর আমি ৩০০ ah ব্যবহার করলে সমস্যা হবে কিনা ঐটাও জানাইয়েন
আপনি অনেকবার কমেন্ট করেছেন, ১বার কমেন্ট করলেই উত্তর দিই, সমস্যা নেই, শুরুতে পরিক্ষা করেছিলাম যদিও বিদ্যুৎ ঐ রকম যায় না, ১ ঘন্টা, কখন ৩০ মিনিট এভাবে বিদ্যুৎ সমস্যা করে, কোন সমস্যা হচ্ছে না,
আমার জংফা ১০০০ ওয়াট ইনভার্টার চালু অবস্থায় হঠাৎ করেই ১/২ ঘন্টা পর পর ফল্ট লাল লাইট জ্বলে আউটপুট অফ হয়ে যায় আবার ৩০ সেকেন্ড পরেই অটোমেটিক অন হয়ে আউটপুট আসে । এটা কেন এমন হয় বা এর সমাধান কি? দয়া করে রিপ্লাই দেওয়ার অনুরোধ রইলো।
Battery voltage 10.4 এ চলে আসে এটাকে লো-কাট বলা হয়, যখন সব অফ হয়ে যায় তখন 10.4 এর উপরে থাকে তখন আবার চালু হয়, আপনার ব্যাটারি দুবল, বা এই ব্যাটারি দিয়ে আপনি ২/১ ঘন্টার বেশি ব্যবহার করতে পারবেন না। দয়া করে একটি DC volt মিটার সংযোগ করে রাখেন তাহলে সব দেখতে পারবেন
@@ariyaneditstudio এভাবে ইনর্ভাটরটি 24 ঘন্টা অন থাকতে হয়ে এবং ফ্যানটিও চালু থাকে শব্দ হয়, তাছাড়া যেহেতু এটা কমদামী চায়না মেশিন যেন বেশিদিন ব্যবহার করতে পারি, নষ্টও কম হবে তাই। ধন্যবাদ
ব্যাটারি চাজিং এর জন্য ইনভার্টার অন করা লাগবে না, শুধু ইনভার্ট থেকে ব্যাকাপের জন্য ইনভার্টার অন করা লাগে, আর যদি বিশ্বাস না হয় চেক করেন তাহলে বুঝতে পারবেন, ধন্যবাদ
ব্যাটারি চাজের জন্য ইনভার্টার অন করা লাগবে না, ইনভার্টার অন করার দরকার হয় শুধু ব্যাটারি থেকে আউটপুটের জন্য, ইনভার্টার অফ থাকলে AC আউটপুট দিবে এবং ব্যাটারি চাজিং হবে। এটা চেক করে আবার জানাবেন।
@@zZzakir ঠিক বলেছে.. আমাদের দেশের মানুষগুলো খবই কঠিন তারা মনে করে কাউকে ঠকিয়ে নিজে উপরে উঠে যাবে বাস্তবে দিন শেষে সে নিজেই ঠকে যায়, নিজের কাছে এবং নিজের বিবেকের কাছে।
চমৎকার কথা বলেছেন, আমি আপমান করবো না, আমি কি জানি আর কি কি জানিনা, সেটাও বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই আমি কি জন্য রিলে ব্যবহার করতেছি সেটা আপনি না জনলে জানতে চাইতে পারেন মনে হয় এটা অনেক ভদ্রতা।
অটোমেটিক সিস্টেম আছে, অটোমেটিক করে করে রাখলে ২৪ঘন্টা ফ্যান চলে ও শব্দ হয়, তাই বিদ্যুৎ যতক্ষণ থাকবে ইনর্ভাটার অন হবে না এবং মসফেটগুলো ও হিট কম হবে এবং ইনভার্টারটি বেশি দিন ব্যবহার করা যাবে।
অনেক ধন্যবাদ, অনেক মাস পর এতো সুন্দর কমেন্ট পাওয়া গেলো, কিছু না বুঝলে জানানোর সুযোগ আছে, বলতে পারতেন, এ পযন্ত ৮০ হাজার লোক ভিডিও দেখলো কারো থেকে এমন লাগলো না আপনার কাছে এতো খারাপ লাগলো বুঝতে পারলাম না, কষ্ট করে ফেইসবুক ফেইজে একটা কল দিয়ে জানাবেন কোন বুঝতে পারেন নি।তাছাড়া মহিলা মানুষ ভিডিও বুঝতে পারলো আপনি বুঝতে পারেন নি, কোন সমস্যা নেই, বুঝিয়ে দিতে পারবো।
@@kukijaan9346 ধন্যবাদ আমি একটি ভিডিওর কথা বলিনি ভাই.. আমার মোট ৯/১০টি ভিডিও মোট ৮০ হাজার + কারো থেকে আউলা ঝাউলা লাগেনি তাই..এই ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি এবং একটি রিলে দিয়ে বাড়তি একটি কাজ সেটি দেখিয়েছি আপনিই বলে এখানে আউলা ঝাউলা কি.. ভাই যদি কোন একটি স্থানে বুঝতে অসুবিধা হলে আমাকে অন্যদের মত জানালে আমি বুঝিয়ে দিতাম...
গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ।
ভাই, এই ইনভার্টার দিয়ে কি চার্জ করা যাবে?
(12v 100Ah রিকশা/ভ্যান ব্যাটারি)
আর আলাদা ভাবে চার্জিং ব্যবস্থা করলে ভাল হবে নাকি?
মেকানিকের দোকানে বর্তমানে 700/100Va Ups মডিফাই করা Ups সেল করে করে?
এই ইনভার্টার টেকশই হবে নাকি?
মডিফাই করা ups কেনা ভাল হবে??
এই সব উত্তর আমার সর্ব শেষ ভিডিওগুলোতে পারবে, ধন্যবাদ
আপনি যেই 5v রিলে টা যুক্ত করলেন, সেই রিলেতে 24.ঘন্টা বিদ্যুৎ দিয়ে রাখলে, রিলে টি কতোদিন টিকতে পারে??
5/6 মাস ব্যবহার করতেছি এখনো সমস্যা হয়নি। ইনভার্টারেরর ভিতরেও এই রকম রিলে আছে ঐটা নিয়ে নিয়ে কি টেনশন করতেছেন
Onek sundor video
Thanks
৫০০ ওয়াটের ইনভার্টার একটানা ২৪ ঘন্টা চালালে ইনভার্টার কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে?
এগুলো ভালো মানের না, কষ্ট করে খুলে দেখেন, তা ছাড়া বিভিন্ন কারণে নষ্ট হতে পারে
Vai 500 watt invatar diye ki ips system kora jabe borad.. Plz reply
1000w এর নিচে হলে লোড নিতে সমস্যা হয়, তা ছাড়া কি কি ব্যবহার করবেন, কোন কোম্পানির ইনভার্টর তার উপর নিভর করবে
আমি ২০০০ওয়াট চালাচ্ছি গত রমজান মাস থেকে ভালোই
দুই হাজার ওয়াট দিয়ে কি কি চালেন আপনি
সাথে কি ব্যাটারি ইউজ করেন, কত এম্পিয়ার
জানাবেন
ভাইজান কারেন্ট থাকলে কি ইনভাটার থেকে ব্যাটারিতে অটোমেটিক চার্জ হবে
উত্তর টা তো দিলে না যে 😕
ভাই, আমি যত তাড়াতাড়ি উত্তর দিই অন্য কেউ উত্তর দেয় কি না জানিনা, কমেন্ট গুলোতে দেখতে পারেন, কেউ কমেন্টে করেছে উত্তর দিইনি এমন কেউ নেই, ঈদে বাড়িতে যাচ্ছি, শরীরটা খারাপ লাগাতে ঘুমিয়ে পড়েছিলাম তাই উত্তর দিতে দেরি হয়েছে, আপনার উত্তর হলো, ইনর্ভাটার অফ থাকলেও ব্যাটারি চাজ হবে এবং সরকারি বিদ্যুৎ আউটপুট দিবে, বিদ্যুৎ চলেগেলে শুধু ইনভাটার অন করার দরকার হয় ব্যাটারি থেকে ব্যাকাপ দেওয়ার জন্য।
ভাই রিলেটা লাগাবো কোন তারে....
ইনভাটারের অন/অফ সুইচের যে তার সেখানে
সাদা রিভন এর একটি তার কেটে লাগাতে হবে, ফেইসবুক ফেইজ থেকে নক করেন
ভাই সমস্যাই তো এটা আমার ইনভাটারে সাদা রিভন ই নাই,তাহলে কোন লাইনে রিলে লাগাবো
@@arponkumarnath540 আছে কষ্ট করে খুলে দেখেন, আর পারলে ফেইজবুক ফেইজে গিয়ে একটা কল দেন
@@arponkumarnath540 কোন কোম্পানির কোন মডেল
Youngfa
ভাই আপনার যে ১২ ভোট ব্যাটারি, এটা কি inverter দিয়ে চার্জ করেন, না কি আলাদা চার্জার ব্যাবহার করেন। আমি পানি ব্যাটারি ব্যবহার করি,সে ক্ষেএে আমি কোনটা দিয়ে চার্জ করলে ভালও হবে, জানাবে...!
আমি ইনভার্টার দিয়ে চাজ দিই আলাদা কোন চাজার ব্যবহার করি না, ইনভাটার দিয়ে চাজ দিলে নিরাপত্তার সার্থে আলাদা হাই-কাট ব্যবহার করবেন যা শেষ ৩টি ভিডিওতে দেখিয়েছি।
@@simplecreativities আচ্ছা ভাই একটা ব্যাটারি কতো ভোল্ট দেখালে বুঝবো যে মোটামোটি ফুল চার্জ,আমি যে এসিড ব্যাটারি ১৩০ এম্পিয়ার ব্যাবহার করি,ইনভার্টার দিয়ে চার্জ দেই, চার্জ থাকা অবস্থায় সর্বচ্চ ১৪.৪ দেখায়,কিন্ত যখন ইনভার্টার টি কারেন্ট থেকে খুলে ফেলি তখন ১৩.৫-১৩.৬ দেখায়, এবং পরে আরো কমে যায় এর কারণ কি,আর এই ইনভার্টার কি পারে এই ১৩০ এম্পিয়ারের ব্যাটারি সঠিক ভাবে ফুল চার্জ করাতে জানাবে...!!
@@arponkumarnath540 ফোনে আপনাকে সব বুঝিয়ে বলেছি আশা করি বুঝতে পারছেন।
ভাই আমি নিয়ে ছিলাম, ব্যাটারির সাথে কানেকশন করার পর যখন অন করলাম ইনভারটার টা ভিতরে কি পুড়ে গেল, পরে আর কাজ করছে না
কানেকশন ঠিক মত করতে পারেননি মনে হয়, আর কোন কিছু না বুঝলে আমাকে কল দিতেন
@@simplecreativities
এখন কি করা যায়,শুধু লাইন দিলে এসি কারন্ট বাহির হচ্ছে, ফ্যান ও চলছে না, ব্যাটারির চার্জ দিলে মাঝে মাঝে লাল বাতি জলছে,যদি কোন হেল্প করতে পারেন ভাই খুব উপকৃত হবো
@@rubelahmed2780 pls call
পিওর সাইন ওয়েভ ইনভাইটার কেমন টিকবে কেমন
দাম বেশি, সিলিং ফ্যান আর led লাইটের জন্য পিউর সাইনওয়েব না হলেও চলে
এই ইনভাটার গুলো কি আইপেএস এর মত এক তার দিয়ে আউটপুট দিলে কোন সমস্যা হয় কিনা?
এক তারে চলবে না,
Vai ei volt meter ki 12v 215ah battery lagano jabe??
অবশ্যই
@@simplecreativities laganor niyom??
আপনার কাছে মিটার কি আছে, থাকলে ফেইসবুক ফেইজে গিয়ে ছবি দেন বলে দিবো
ভাই আমি এর সাথে 320 Ah এর পাউডার ব্যাটারি লাগাতে চাই এটা কি করা যাবে?
নতুন ব্যবহার করবেন, আমি ২৬০ ন্যবহার করতেছি ১বছরের বেশি..
ভাই কিছু বললেন না তো
আপনার কি ধারণা 320 Ah ব্যাবহার করলে কি কোন সমস্যা হবে
@@akib-jy8gy কি ব্যটারি অটোর পাউডার ব্যাটারি
@@akib-jy8gy 320 Ah অটোর পাউডার ব্যাটারি
vaiya jongfa inverter orjinal kotai teke pabo?please aktu janaben
ঢাকা নবাবপুর, কাপ্তান বাজার
@@simplecreativitiesকত টাকা লাগতে পারে? ২০০০ ওয়াট
ভাইয়া আপনি যে ব্যাটারী ১ বছর আগে নিছিলেন ওইটার ব্রেকআপ টাইম ছিল ৩ থেকে ৩.৫ ঘন্টা
এখন বর্তমানে কত ঘন্টা ব্রেকআপ টাইম পাচ্ছেন। সঠিকটা জানাবেন প্লিজ
আর আমি ৩০০ ah ব্যবহার করলে সমস্যা হবে কিনা ঐটাও জানাইয়েন
আপনি অনেকবার কমেন্ট করেছেন, ১বার কমেন্ট করলেই উত্তর দিই, সমস্যা নেই, শুরুতে পরিক্ষা করেছিলাম যদিও বিদ্যুৎ ঐ রকম যায় না, ১ ঘন্টা, কখন ৩০ মিনিট এভাবে বিদ্যুৎ সমস্যা করে, কোন সমস্যা হচ্ছে না,
পিউর সাইন ওয়েব দিয়ে করা যাবে না?
পিউর সাইন ওয়েব ইনভার্টর এর দাম অনেক, মাকেটে সহজে পাওয়া যায় না
আমার জংফা ১০০০ ওয়াট ইনভার্টার চালু অবস্থায় হঠাৎ করেই ১/২ ঘন্টা পর পর ফল্ট লাল লাইট জ্বলে আউটপুট অফ হয়ে যায় আবার ৩০ সেকেন্ড পরেই অটোমেটিক অন হয়ে আউটপুট আসে । এটা কেন এমন হয় বা এর সমাধান কি? দয়া করে রিপ্লাই দেওয়ার অনুরোধ রইলো।
Battery voltage 10.4 এ চলে আসে এটাকে লো-কাট বলা হয়, যখন সব অফ হয়ে যায় তখন 10.4 এর উপরে থাকে তখন আবার চালু হয়, আপনার ব্যাটারি দুবল, বা এই ব্যাটারি দিয়ে আপনি ২/১ ঘন্টার বেশি ব্যবহার করতে পারবেন না। দয়া করে একটি DC volt মিটার সংযোগ করে রাখেন তাহলে সব দেখতে পারবেন
@@simplecreativities একদম নতুন ব্যাটারী ৩ দিন হলো কেনা
লাইন সঠিক ভাবে লাগানো হয় নি বা নেগেটিপ পোজেটিপ এক হয় মনেহচ্ছে @@mahasandhan1
আপনার ভূল ধারণা। অন্য কোন বেজাল আছে@@simplecreativities
@@MdMonir-mr2tv আমার কোন ধারণাটা ভুল, বুঝতে পারিনি, কষ্ট করে বলেন, আর সঠিকটি ও জানিয়ে দিলে বুঝতে পারতাম
battery charge hobe kivabe tali.Jodi current cola gili sudu inverter on hoi ta hole battery charge hoba kivabe?
ইনর্ভাটার অফ থাকলেও চাজিং হবে এবং AC আউটপুট দিবে।
ইনর্ভাটার অফ থাকলেও চাজিং হবে এবং AC আউটপুট দিবে, আমি চিন্তা করেছি এ বিষয়টি সবাই জানে তাই ভিডিও বলিনি, ধন্যবাদ।
ata te to amni tai to current asle current a cola current gila on hoy automatic to.tahole relay ar proyojon ki?
@@ariyaneditstudio এভাবে ইনর্ভাটরটি 24 ঘন্টা অন থাকতে হয়ে এবং ফ্যানটিও চালু থাকে শব্দ হয়, তাছাড়া যেহেতু এটা কমদামী চায়না মেশিন যেন বেশিদিন ব্যবহার করতে পারি, নষ্টও কম হবে তাই। ধন্যবাদ
@@simplecreativities oh.acca
Vai etar body earthing kore kemo?
৩পিন সকেটে যদি আর্থিং থাকে তাহলে ঐখান থেকে একটি তার এনে ইনর্ভাটারের বডির স্কুতে লাগিয়ে দিবেন।
আসসালামুয়ালাইকুম
আমার টা রিলে লাগাইছি ভাই।
@@popimoni5714 চার্জ হচ্ছে কি? আর ফুল চার্জ হলে বন্ধ হয়ে যায় কি?
Vai normal inverter use korleiii toh Hoy Ami 1.5 bochor Diya use korsiii
Normal inverter বলতে বুঝতে পারিনি, বুঝিয়ে বলবেন
স্যার, আসসালামু আলাইকুম, আমার ইনভেটার টি ব্যাটারি চার্জ দিচ্ছে না। দয়া করে একটু সমাধান জানাবেন প্লিজ প্লিজ প্লিজ
ফেইসবুক ফেইজ থেকে কল দেন
ভাই DPDC এর মানে কি??
Dhaka Power Distribution Company ( মানে সরকারি বিদ্যুৎ)
2000 ওয়াট ইনভাটার দিয়ে কত এমপিয়ার বেটারি চাজ করতে পারবো?
আপনার ✆ নাম্বার কি দেয়া যাবে?
Dry cell battery হলে 260/280/300 চাজ দিতে পারবেন সমস্যা নাই, আমি 1000w দিয়ে চাজিং দিতেছি আজ ১বছরেরর বেশি যদি এখন বিদ্যুৎ বেশি সমস্যা করে না
টি এম elections নাটোর থেকে ২০০০ ওয়াট ইনভাটার নিয়েছি ওনি বলতাছে ১৫০ এমপিয়ার পাউডার পর্যন্ত চাজ করতে পারবে তার বেশি হলে সমস্যা হবে?আপনি কি বলেন?
@@RayhanAhmad-p9o 260, 280, 300 এগুলোতে 150 এর উপরে থাকে না।
ভাই সব বুঝতে পারছি কিন্তু আমি একটা বিষয় জানতে চাই যখন বিদ্যুৎ আসবে রিলে তো ইনভেটর বন্ধ করে দিবে তাহলে ব্যাটারি চার্জ হবে কিভাবে? দয়া করে উত্তর দিবেন।
ব্যাটারি চাজিং এর জন্য ইনভার্টার অন করা লাগবে না, শুধু ইনভার্ট থেকে ব্যাকাপের জন্য ইনভার্টার অন করা লাগে, আর যদি বিশ্বাস না হয় চেক করেন তাহলে বুঝতে পারবেন, ধন্যবাদ
Vau ame to 1 tar deya line dece
❤❤
পাশে থাকার জন্য ধন্যবাদ
কারেন্ট থাকলে ইনভাটার চলবে না বুঝলাম তাহলে ব্যাটারিকে চাজ দিবে কে?
ব্যাটারি চাজের জন্য ইনভার্টার অন করা লাগবে না, ইনভার্টার অন করার দরকার হয় শুধু ব্যাটারি থেকে আউটপুটের জন্য, ইনভার্টার অফ থাকলে AC আউটপুট দিবে এবং ব্যাটারি চাজিং হবে। এটা চেক করে আবার জানাবেন।
ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে
ফেইসবুক ফেইজে
*** IPS এর সাথে Inverter এর তুলনা হয়না। IPS ও Inverter এর মধ্যে IPS সবচেয়ে ভালো। ***
আপনি ঠিকই বলেছেন
High class valo naki jonfa valo
জংফার ভালো ফিডব্যাক
@@simplecreativities apni ki jhonfa orginal sell koren?
আমি সেল করি না, ভাইয়া, ব্যবহার করে অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের জন্য, কোথায় থেকে পাইকারি নিবেন সেটা বলতে পারি।
@@simplecreativities আমার এলাকায় পাওয়া যায়না। অনলাইনে অর্ডার কোন দোকানে ওরজিনাল টা পাওয়া যাবে একটু জানাবেন
@@simplecreativities আমার এলাকায় পাওয়া যায়না। অনলাইনে অর্ডার কোন দোকানে ওরজিনাল টা পাওয়া যাবে একটু জানাবেন
এভাবে ব্যাটারি চার্জ হবে কখন তাহলে
ইনভার্টর অফ থাকলেও চাজিং ও AC আউটপুট দিবে। ধন্যবাদ
Sine wave 5000/6000 er niche pawa jaina. R bd te maximum duplicate.
@@zZzakir ঠিক বলেছে.. আমাদের দেশের মানুষগুলো খবই কঠিন তারা মনে করে কাউকে ঠকিয়ে নিজে উপরে উঠে যাবে বাস্তবে দিন শেষে সে নিজেই ঠকে যায়, নিজের কাছে এবং নিজের বিবেকের কাছে।
বুঝলাম ওফ থাকা অবস্থায় ব্যাটারি চার্জ হবে কিন্তু চার্জিং সেক্টর ত কুলিং ফ্যান না চললে গরম হয়ে নষ্ট হয়ে যাবে। @@simplecreativities
@@randomhub167 কুলিং ফ্যান অফ করা হচ্ছে না, তার প্রয়োজন মত সে অটো চলবে এবং বন্ধ হবে। আগে করে দেখেন তার পর উত্তর দেন, আমার কথা আর কাজ ঠিক আছে কিনা।
ভাই আপনি অযথা রিলে লাগানোর পরামর্শ দিয়েছেন কেন?এই jongfa 4 in 1 ইনভার্টার টি অটোমেটিক সিষ্টেম করাই আছে।আপনি হয়তো জানেনই না।
চমৎকার কথা বলেছেন, আমি আপমান করবো না, আমি কি জানি আর কি কি জানিনা, সেটাও বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই আমি কি জন্য রিলে ব্যবহার করতেছি সেটা আপনি না জনলে জানতে চাইতে পারেন মনে হয় এটা অনেক ভদ্রতা।
অটোমেটিক সিস্টেম আছে, অটোমেটিক করে করে রাখলে ২৪ঘন্টা ফ্যান চলে ও শব্দ হয়, তাই বিদ্যুৎ যতক্ষণ থাকবে ইনর্ভাটার অন হবে না এবং মসফেটগুলো ও হিট কম হবে এবং ইনভার্টারটি বেশি দিন ব্যবহার করা যাবে।
Relay paoyata muskil..relay kothay pabo.
🎉
ঈদ মোবারক৷ ধন্যবাদ
এভাবে চালালে কম্পিউটার রিস্টার্ট নিবে
রিস্টার্ট নিবে, এটা UPS না, ইনভাটার কিন্তু IPS এর মত কাজ করবে।
পুরাই আউলা ঝাউলা ভিডিও, ধ্যাত সময় নষ্ট
অনেক ধন্যবাদ, অনেক মাস পর এতো সুন্দর কমেন্ট পাওয়া গেলো, কিছু না বুঝলে জানানোর সুযোগ আছে, বলতে পারতেন, এ পযন্ত ৮০ হাজার লোক ভিডিও দেখলো কারো থেকে এমন লাগলো না আপনার কাছে এতো খারাপ লাগলো বুঝতে পারলাম না, কষ্ট করে ফেইসবুক ফেইজে একটা কল দিয়ে জানাবেন কোন বুঝতে পারেন নি।তাছাড়া মহিলা মানুষ ভিডিও বুঝতে পারলো আপনি বুঝতে পারেন নি, কোন সমস্যা নেই, বুঝিয়ে দিতে পারবো।
৮০ হাজার কত কতয় হয় ?
আমি তো দেখলাম মাত্র ২ হাজার ১শ ভিউ হইছে।
@@kukijaan9346 ধন্যবাদ আমি একটি ভিডিওর কথা বলিনি ভাই.. আমার মোট ৯/১০টি ভিডিও মোট ৮০ হাজার + কারো থেকে আউলা ঝাউলা লাগেনি তাই..এই ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি এবং একটি রিলে দিয়ে বাড়তি একটি কাজ সেটি দেখিয়েছি আপনিই বলে এখানে আউলা ঝাউলা কি.. ভাই যদি কোন একটি স্থানে বুঝতে অসুবিধা হলে আমাকে অন্যদের মত জানালে আমি বুঝিয়ে দিতাম...