মানারাত‌ ইউনিভার্সিটি সরকারের দখলে||‌ জামায়াতের ক্ষোভ প্রকাশ||মানারাতের‌ চেয়ারম্যান মেয়র‌ আতিক

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • #মানারাত_ইন্টারন্যাশনাল_ইউনিভার্সিটিতে সরকারের হস্তক্ষেপ সম্পূর্ণ অন্যায় এবং আইনগত এখতিয়ার বহির্ভূত
    মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চলমান বোর্ড অব ট্রাস্ট ভেঙে দিয়ে নতুন বোর্ড অব ট্রাস্ট পুনর্গঠন এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে সব কথা-বার্তা বলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৮ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
    বিবৃতিতে তিনি বলেন, আমাদের জানা মতে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট পাঠ্যসূচি অনুয়ায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে বলেই আমরা জানি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের নানা অভিযোগ থাকলেও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অভিভাবক, শিক্ষকদের পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি উত্থাপিত হয়নি। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসা অবস্থায় আকর্ষিকভাবে ৮ সেপ্টেম্বর সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও অবৈধভাবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর চলমান বোর্ড অব ট্রাস্ট ভেঙে দিয়ে নতুন বোর্ড অব ট্রাস্ট পুনর্গঠন করা হয়। যা সম্পূর্ণ অন্যায় এবং আইনগত এখতিয়ার বহির্ভূত।
    চিরাচরিত বদঅভ্যাস অনুযায়ী সরকারের জারী করা প্রজ্ঞাপনে বলা হয় ‘উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী ও জামায়াত-শিবিরের উচ্চ পর্যায়ের নেতা-কর্মীদের সাথে বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারকদের যোগাযোগ রয়েছে’ এবং ‘ছাত্র-ছাত্রীদেরকে জামায়াত-শিবিরের রাজনৈতিক কাজে লিপ্ত করা হয়’ ইত্যাদি ভাষা ব্যবহার করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে অযাচিতভাবে টেনে আনা হয়েছে, যা সরকারের একটি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়।
    আমাদের জানামতে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে কখনো কোনো বেআইনী তৎপরতার অভিযোগ উত্থাপন বা তা প্রমাণিত হয়নি। প্রজ্ঞাপনে জামায়াত-শিবিরের তৎপরতা এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের যে সব কথা বলা হয়েছে, তা সর্বৈব মিথ্যা।
    আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। কোনো ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়টি দখল করার জন্য এ ধরনের বক্তব্যের অবতারণা করা হয়েছে।
    সরকার দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের যে কার্যক্রম পরিচালনা করে আসছে মানারাত ইউনিভার্সিটি দখল তার ধারাবাহিকতা মাত্র। এটি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের নামান্তর। আমরা এই একপেশে অন্যায়, অবৈধ ও আইনগত এখতিয়ার বহির্ভূত পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”
    উল্লেখ্য,
    মানারাত ট্রাস্ট নামক একটি দাতব্য সংস্থা ১৯৭৯ সাল থেকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা করে আসছে। ১৯৯৫ সালে ট্রাস্টটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে এবং এ লক্ষ্যে ১৯৯৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে। ২০০১ সালের ৩ এপ্রিল ট্রাস্টটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারি অনুমোদন লাভ করে। সে বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওই বছরের ২৮ মে ঢাকার গুলশানে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি পাঠ দান কার্যক্রম শুরু করেছিল। ট্রাস্টিবোর্ডের একাধিক সদস্য জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে শিক্ষাপ্রশাসনে চাউর‌ আছে
    আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্ব) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ঢাকা, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৬ (১০) সুস্পষ্ট লঙ্ঘন করায় উল্লিখিত আইনের ধারা ৩৫ (৭) অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-কে চেয়ারম্যান করে ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে।
    বৃহস্পতিবার বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

ความคิดเห็น • 6

  • @MdKader-mo9zk
    @MdKader-mo9zk 2 ปีที่แล้ว

    ঠিক বলেছেন মাওলানা এটিএম মাসুম

  • @khonikermusafir5544
    @khonikermusafir5544 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মাসআল্লাহ অনেক ভাল লাগলো

  • @mostamazing3480
    @mostamazing3480 5 หลายเดือนก่อน

    Mitha Kotha bolar jayga pawna,miu studentdar shathay protarona korasay,haque nosto korasay,papar foshol.Allah shojo korbayna.

    • @sabbir4.
      @sabbir4. 4 หลายเดือนก่อน

      Keno ki hoise jante pari?