শূন্যের_ভিতরে_ঢেউ_কবি_শঙ্খ_ঘোষ_আবৃত্তি_পলাশ_bangla kobita abritti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • শূন্যের ভিতরে ঢেউ
    শঙ্খ ঘোষ
    বলিনি কখনো?
    আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
    এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
    সেই এক বলা
    কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
    কোনো ভাষা নেই
    কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
    যতদূর মুছে নিতে জানে
    দীর্ঘ চরাচর
    তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
    কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
    সকলেই চেয়েছে আশ্রয়
    সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
    জলের কিনারে নিচু জবা?
    শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
    সেকথা জানো না?

ความคิดเห็น • 1