বাংলা ব্যান্ড গানের সেরা ও জনপ্রিয় ১০ গানের তালিকা করা হলে এই গানটি থাকবে। পুরাতন স্বজন বা বন্ধুমহলের যে কোন রিইউনিয়ন বা পুণঃর্মিলনী বা গেট টুগেদার এর জন্য গানটি অসাধারণ ও অনেকটা জাতীয় সংগীত এর মতো।
আমাদের চিটাগং এর কক্সবাজারের অত্যন্ত মেধাবী, ইঞ্জিনিয়ার ড.আব্দুল্লাহ আল মামুন স্যারের লেখা গানটি।যেটি উনি চিটাগাং কলেজে অধ্যয়নরত অবস্থায় লিখেন ও উনি নকিব খানের ক্লাসমেট ছিলেন যার ফলে তার অন্যন্য অসাধারণ এই লেখা দেখে নকিব গান এটিকে গানে রূপান্তর দেই।যেই গান টি অত্যন্ত কালজয়ী ও শৈশবের স্মৃতি মনে করিয়ে দেই।
অনেক শুনি আপনাদের গাওয়া গানগ্তলি। অসম্ভব সুন্দর এবং ভালো লাগে শুনতে। শুভ কামনা পার্থ দা ও নকিব খান ভাই কে। আপনারা সুস্থ ও ভালো থাকবেন আর আমাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাবেন, এ প্রত্যাশা র,লো।
অনেকেই কমেন্ট করেছেন এইসব ভিডিওর ভিউয়ার্স এত কম কেন? আমার মন্তব্য হচ্ছে যেসব গান কন্টিনিউয়াসলি কানে অডিও হয়ে বাজতে থাকে তার ভিউয়ার্স কম হওয়া স্বাভাবিক। ৮০ ৯০ দশকের সবাই ভীষণ আবেগপ্রবণ, এটা মিথ্যে নয় বরং প্রাণবন্ত সত্য।
Ami Choto Bela theke ei gaan shune eshechi and ekhono prio ei gaan, so much love Partho Borua that words can’t do justice but only feelings can as we have felt throughout our own lives, thank you so much for all the great memories
বাংলা ব্যান্ড গানের সেরা ও জনপ্রিয় ১০ গানের তালিকা করা হলে এই গানটি থাকবে। পুরাতন স্বজন বা বন্ধুমহলের যে কোন রিইউনিয়ন বা পুণঃর্মিলনী বা গেট টুগেদার এর জন্য গানটি অসাধারণ ও অনেকটা জাতীয় সংগীত এর মতো।
আমাদের চিটাগং এর কক্সবাজারের অত্যন্ত মেধাবী, ইঞ্জিনিয়ার ড.আব্দুল্লাহ আল মামুন স্যারের লেখা গানটি।যেটি উনি চিটাগাং কলেজে অধ্যয়নরত অবস্থায় লিখেন ও উনি নকিব খানের ক্লাসমেট ছিলেন যার ফলে তার অন্যন্য অসাধারণ এই লেখা দেখে নকিব গান এটিকে গানে রূপান্তর দেই।যেই গান টি অত্যন্ত কালজয়ী ও শৈশবের স্মৃতি মনে করিয়ে দেই।
Salute sir....
night
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে যাই চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
ওরে ছুটে যাই চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
আব্দুল্লা আল মামুন আর নকিব খান - দু'জনের কেউ জানতেন না যে তারা বাঙালীর সব জেনারেশনের জন্য একটা গান লেখা আর সুর করে গেলেন I
True said 👏💯
Nakib khan. Excellent.
অনেক শুনি আপনাদের গাওয়া গানগ্তলি।
অসম্ভব সুন্দর এবং ভালো লাগে শুনতে।
শুভ কামনা পার্থ দা ও নকিব খান ভাই কে।
আপনারা সুস্থ ও ভালো থাকবেন আর আমাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাবেন, এ প্রত্যাশা র,লো।
😍
🙂🙂🙂
যতবার শুনি মনে হয় লাইভ পোগ্রাম শুনছি।
অনেক অনেক দোয়া ও শুভ কামনা আপনাদের প্রতি।
আরও সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিবেন এ প্রত্যাশা করছি...
আহা আমার ফেলে আসা রঙ্গিন শৈশবের দিনগুলো।ধন্যবাদ সোলস,আমাদের ৯০দশকের শৈশব রাঙ্গিয়ে দেবার জন্য।
th-cam.com/video/9AgOp429QO0/w-d-xo.html
এ গানের সব কলা কৌশলী সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এ গানগুলো বেঁচে থাকুক অনন্তকাল।
the song of our generation ( university level in the 80s ) . we are proud of SOULS - our 80s generation bangla band . SALUTE !
হৃদয়ে হাহাকার জাগায় এই গান। যারা গান পছন্দ করে তাদের জন্য এই গান। যারা বাজনা পছন্দ করে তাদের জন্য অপরাধী গান আছে।
শৈশবের কথা মনে হওয়ায় বুকে একটা মোচড় দিয়ে উঠলো! অসাধারণ একটা সৃষ্টি!
যতবারই শুনি ততবারই ভালো লাগে।
melody tune, Soul is quite famous in Kolkata.
স্মার্ট উপস্থাপনা।।। অসাধারণ গান টা।। অনেক বার শুনেছি।।।।মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান গুলো।
hello
সত্যিই অসাধারণ, যতবার শুনি ততবার এই ভালো লাগে।
অসাধারণ একটি উপস্থাপনা করেছেন। সুন্দর সুর, কলাকুশলীদের অভিনন্দন জানাই। গায়ন শৈলী ও অসাধারণ।
অনেক দিন খোজার পর পেলাম। অনেক ধন্যবাদ ইউটিউবকে।
Best song....
এই গানের কথা গুলি জীবনের সাসে সহসাই মিলে যায় ।
DeshTV did a great job. This effort should be continued. Thank you all.
কালজয়ী গান। এই গানগুলো নস্টালজিক। সবার জন্য ভালবাসা
A song for all generations!
One of the best song of band music
Bangladesh one n only band i like 82 untel now2018 with lots of love
nice
Just awesome and Just nostalgic in school life
সেই ছাত্র জীবনের কথা মনে করিয়ে দেয়। চরম নস্টালজিকতায় পেয়ে বসে মন
Absolutely . .... Universal.....
অসম্ভব সুন্দর একটা গান। ধন্যবাদ
What a melodious song!! Great composition with rich lyrics!! Souls band’s all tracks are awesome!!❤️❤️
Souls is my college love...ek kothai osthir!!!!!!
যুগে যুগে মানুষকে তাদের রঙিন শৈশবের কথা মনে করিয়ে দিতে এই গানটি অনন্য ভুমিকা রেখে যাবে।
osadaron Partho Bhai....nd Souls.....
Souls is that band who grows me up... :)
89জন ডিসলাইক দিছে ওরা সপ হিরো আলমের গান শুনে মনে হয় 🌺🌺🌺🌺🧕🧕🧕
Jara diselike korse tara gaan somporke kichu janena
Chotobela mone pore gelo ❤️❤️
আমার পছন্দের একটি গান ❤❤❤
অনেকেই কমেন্ট করেছেন এইসব ভিডিওর ভিউয়ার্স এত কম কেন? আমার মন্তব্য হচ্ছে যেসব গান কন্টিনিউয়াসলি কানে অডিও হয়ে বাজতে থাকে তার ভিউয়ার্স কম হওয়া স্বাভাবিক। ৮০ ৯০ দশকের সবাই ভীষণ আবেগপ্রবণ, এটা মিথ্যে নয় বরং প্রাণবন্ত সত্য।
ছোট্ট বেলার সেই দিন গুলি যদি ফিরে পেতাম,, থাকতো না কোনো কষ্ট.....!
Osthir song,tribute to Legend
এই গান টা আমার বন্ধু পলাশ বেশ গেয়ে শোনাতো। দারুণ স্মৃতি চারন হোল।
Take me back to wild college days.. 💔
Nasim Ali Khan!! All Respect for your best song
Sai hoi6e bhaiya 👌😊😊😊🥰❤🥀🍃
অসাধারন ❤❤❤
osthir!!
এভারগ্রীন। আমাদের ৯০ দশকের সেরা গানের একটি।
সেরা।
apnader gaan gulo amr mon chuye jay
মন ছুয়ে গেল
সেরা❤
অসাধারণ ডেলিভারিতে ছিলো এই বয়সেও
এ গানগুলো বেঁচে থাকুক অনন্তকাল
Love this song so much 👏👏❤️❤️🇺🇸
Nice Sound Balance.....
❤প্রিয় ব্যান্ডের@প্রিয় গান🎶🎶🎶
আমি বুঝিনা,,,,,,এ গানের ভিউ এত কম কেনো,,,,,তার উপর কতগুলো গাধা ডিসলাইক দিসে😠
কারণ
ওই গুলো গাধা
আসল কথা - গানটার অর্থ-ই ডিসলাইক গাধাগুলো বুজেনা _ এইজন্য ভিউ কম _???
Jara dislike diche oigulo ganjakhor
@@md.faisalnafismajumder1240
Thik akdom thik
যারা ডিসলাইক দিছে তারা উনাদের সম্পর্কে এবং এসব গান সম্পর্কে কিছুই জানেনা, আর এরা আমাদের চট্টগ্রামের গর্বিত সন্তান 😍😍
Song will be never old.
Ah ki gan😍ki tune😍
vai apner commens er sate gan ta mil ache
evergreen
Very good
I like it!
ki bolbo oshadharon akta gaan. ❤❤❤
golden song of my life
Very sweet power full song❤❤❤
Legendary ❤❤
Nostalgia to the end of nostalgia
The show must go on....
one of the best song ever
most loving one
My childhood memories
My one of favorite song
All time favourite
সব জেনারেশনের জন্য এই গান।
হৃদয়ছোঁয়া গান
Amader rag day er slide show te background music cilo.
Evergreen song.
evergreen song
Awsome
শৈশবের স্মৃতি মনে করিয়ে .....
শৈশবের স্মৃতি মনে যায়
Iove to all.
very Nice song.
What a song,!
love this songs
Even they don't know what they created for a generation covering 40 yers
😍😍😍🌻🌻🌻
Nostalgia..
❤❤❤❤🌿
👏🏻👏🏻👌🏻👌🏻❤️❤️
Nostalogic
Thanks
Is it Nasim Vai?
Affirmative. Just without his hair piece. He looks better this way though.
Goodsong
আমার ভালো লাগার গান
很好听
❤️❤️
❤❤❤
এই গানটা সব জেনারেশনের মনকে নারা দেবে বলে আমি আসা করছি
❤❤❤❤❤❤❤❤❤❤ My Love❤❤❤❤❤❤❤❤
Nice song .
Ami Choto Bela theke ei gaan shune eshechi and ekhono prio ei gaan, so much love Partho Borua that words can’t do justice but only feelings can as we have felt throughout our own lives, thank you so much for all the great memories
purano dingulo shamne ene dilo
❤❤❤❤❤❤❤❤
❤❤🤘
❤
💕💕💕💕
প্রজন্ম পর প্রজন্ম এই গান শুনবে।