চাইর বছর পর একটি ইউটিউব চ্যানেল পেয়েছি মালাই ভাষা শেখার জন্য সত্তিকারের শিক্ষক ধন্যবাদ আপনাকে এখন মনে হইতেছে ভাষা শিক্ষার প্রতি আগ্রহ জাগে চার বছরের একটি চ্যানেল এরকম পাইনি
আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এবং প্রতি দিন দুইটা ভিডিওর সম্পুর্ন ভাষা না শিখে গুমাইতে যাই না। আপনার জন্য ভালোবাসা রইলো। আপনে মনের অজান্তেই সকলের দোয়া প্রাপ্য।
আপনার বোঝার ক্যাপাসিটি আমার কাছে অনেক সুন্দর লাগছে আমি আপনার চ্যানেল থেকে অনেক মালাই শিখেছি আমি একটা মালয়েশিয়ান মেয়ের সঙ্গে চ্যাট করি কিন্তু ওকে আমি সব ভাষা বুঝিয়ে বলতে পারিনা এখন থেকে ইনশাল্লাহ অনেক ভাষা ওকে বুঝিয়ে বলতে পারব
আসসালামুয়ালাইকুম ভাইয়া কেমন আছেন,আশা করি আমাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, ভাইয়া আপনার সকল ভিডিও আমি দেখি এবং আপনার জন্য আমি অনেক উপকৃত হয়েছি, আপনাকে আমি জীবনে কখনো ভুলবো না, আপনার জন্যে দোয়া রইল আমার অন্তরের অন্তর স্থল থেকে। তবে একটা প্রশ্ন করতে চাই, দয়া করে উত্তর দিবেন । প্রশ্ন টা হলো যে,,, ১/আমি আর ভুলের পিচু পিচু ঘুরতে চাইনা, নিজের জীবন টাকে সুন্দর ভাবে সাজাতে চায়। ২/আমি যাযাবর জীবন টাকে ভালবাসি এবং আমি যাযাবর,,তাই আমাকে একাকী থাকতে দাও আর তোমাকে যাতে ভুলে জেতে পারি সেই দোয়াটাই করো।
অলাইকুম আসসালাম ভাই আপনি উপকৃত হচ্ছেন এটা জেনে খুবই খুশি হলাম ৷ বাক্য সাজানো যায় বিভিন্ন রকম ভাবে ৷ তবে আপনার প্রশ্ন অনুযায়ী সাবলীল ভাষায় এবং সহজে বোধগম্য হয় সেই ভাবে বাক্য সাজা দেওয়ার চেষ্টা করছি.. ১. Saya tak mahu kejar benda-benda yang salah lagi seperti dulu . Sekarang ini saya mahu susunkan hidup saya dalam bentuk yang betul. 2. Saya suka hidup nomad saya ni . Dan Sye memang nomad . Jadi biarkan lah saya sendirian , dan doakan untuk saya... Supaya saya boleh lupakan kamu
আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা মিলন ভাইয়া . পুরাতন ভিডিও গুলো থেকে সিরিয়াল ভাবে দেখা শুরু করুন ৷ ইনশাল্লাহ খুব বেশি সময় লাগবে না খুবই ক্লিয়ার এবং সুন্দরভাবে মালয়েশিয়ান ভাষা শিখতে ৷ ♥️
অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট টা সামনে এনে ভেঙ্গে বুঝিয়ে বলার জন্য🥰🥰 ৮০% ভাষা আপনার ফেইসবুক পেজ / আপনার ইউটিউব চ্যানেল থেকে ১০% বসের কাছ থেকে শিখা,আর ১০% ভাষার প্রয়োজন, সাথে ছিলাম সাথে আছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবো❤️👍
আসসালামু আলাইকুম, মিরাজ ভাই আমার প্রশ্নের উত্তর গুলো পেয়ে আমি অনেক আনন্দিত, আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি মালাই ভাষা নিয়ে রিসার্চ করি কিন্তু, এই রিচার্জের শক্তি পাই একমাত্র আপনার কাছ থেকে, আপনার অবদান অপরিহার্য, আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
Nkx? Hjn Kt Npe xnk reply ni Xsudi xpelah Urm xnk kawan eh? এরকম হাজারো ছোট ছোট ওয়াড আছে কিছু বুঝতে পারি কিছু বুঝতে পারিনা ভাই একটু বুঝিয়ে দিবেন দয়াকরে🙏🙏🙏
😁 আপাতত আপনি এই লেখাটা তাকে দিয়েন.. ( saya kurang faham tulisan singkat ) অর্থাৎ শর্টকাট লেখা আমি কম বুঝি | তবে ভাই মালয়েশিয়াতে পিরিতি করতে গেলে এসব না বুঝলে চলবেনা 😆❤️
আসসালামুয়ালাইকুম আমার জেলা শরীয়তপুর আমি আপনার ইউটিউব চ্যানেলের নিয়মিত একজন মেম্বার আশাকরি হাজারো শ্রোতার দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছেন আপনি পৃথিবীতে সবাই একটা বিষয় নিয়ে বিখ্যাত হতে পারেনি একেকজন একেকটা বিষয় নিয়ে বিখ্যাত হয় যেমন আপনি হাজারো মালয়েশিয়া প্রবাসীর হৃদয়ের বিখ্যাত একজন মানুষ আমি মালয়েশিয়াতে প্রায় সাড়ে তিন বছর ধরে আছি যেখানে কাজ করি সেখানে বাঙ্গালীদের সাথে কাজ করতে হয় ভাষা শিখার মত এরকম কোন স্কোপ পায়নি ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিন্তু আমার মনে হল যেরকম একটা ইউটিউব চ্যানেল পেতাম যেখানে শিক্ষকের মত শিক্ষা দিবে কেউ অবশেষে আপনাকে পেয়ে গেলাম প্রায় ছয় মাস আগে তারপরে অনেকগুলো অর্থ শিখছি আল্লাহর রহমতে এবং আপনার কল্যানে অনেক কিছুর অর্থ জানি কিন্তু সমস্যা হল আমি মিলিয়ে কথা বলতে পারিনা এমত অবস্থায় আমি কি করতে পারি ভাই আপনার পরামর্শ চাই এই বিষয়টা নিয়ে আমাকে কিছু বলবেন ভাই পরবর্তী ভিডিওতে আর একটা কথা আপনাকে বলতে চাই আমি আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কথাটা বলছি যদি আমার কথাটা ভোলা কতটা ঠিক হবে আমি জানিনা কিছুতো আপনি আমাদের শিক্ষক তারপরও কথাটা বললাম আপনি অনেক সময় ভিডিও বানানোর সময় একটা কথা বলেন যে আমার মতো কেউ এভাবে শিখাবে না আমার মত কেউ এরকম বুঝিয়ে বলবে না এর পরও যদি আপনারা না পারেন তাহলে আমার করার কিচ্ছু নাই এরকমভাবে বুঝানোর পরও যদি আপনি না পারেন আপনার আর জীবন ও পারবেন না এই কথাগুলোর মাঝে মাঝে বলেন শুধু এই কথাগুলো বলার অধিকার আপনি রাখেন তারপরও বলেই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে আমরা আশা রাখি আপনি পারবেন তাহলে কেন বললেন ভাই যে পারবেন না সত্যি ভাইয়া আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই জাস্ট অনুরোধ আশা করি পরবর্তী ভিডিওতে আমার প্রশ্নের উত্তরটা দিবেন প্লিজ ভাই আমার কমেন্টটা যদি বড় হয়ে থাকে তারপরও চেষ্টা করবেন আমার কমেন্টটা নিয়ে কিছু আলোচনা করতে ভালো থাকবেন সবসময় মানুষের জন্য কিছু করে যাবেন পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম খুব ভালোবাসি আপনাকে
ভাই আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও বানান, কারন আপনি আমাদের শিক্ষক। একমাএ শিক্ষকরাই যানে ছাএ কিভাবে ভালো শিক্ষতে পারে।ভাই আপনার হাতে কলমের ভিডিও গুলো banyak hebat. আশা করি পরবর্তীতে হাতে কলমে লেখিয়ে শিক্ষাবেন ভাই। আমি খুবই কষ্ট পাইলাম আনার এই ভিডিওটা তৈরি করতে ১০ ঘন্টা সময় লাগেছে। আর এই ১০ ঘন্টা সময় নষ্ট না করে যদি আপনে live বা হাতে কলমে লিখিয়ে শিক্ষাতেন আমরা আরো কিছু জানতে পারতাম।
আসসালামু আলাইকুম ভাইজান আপনার কথাগুলো খুব ভালো লাগে কিন্তু আমি মালয়েশিয়া প্রায় চার মাস হলো এসেছি ভাষাগুলো ঠিকমতো বলতে পারিনা এর জন্য এখন অন্য কোন অপশন আছেকি।দয়া করে জানাবেন প্লিজ। আপনার জন্য অনেক দুয়াও ভালোবাসা রইল।
আসসালামালাইকুম ভাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন আমার একটা প্রশ্ন ছিল ভাই দয়া করে উত্তর দিলে খুশি হব মাথা ঘুরে ঐটারে মালাই তে কি বলে ভাইয়া❤️❤️❤️❤️
ভাই ভিডিও করতে কস্ট হবে সেইটা আমরাও যানি, কিন্তু কোনদিন রাগ করে যদি ভিডিও বানা বন্দ করেন যেইটা দিয়েছেন ইউটুবে সেই গুলি ডিলেট করবেনা প্লিচ,আপনার ভিডিও যত বার দেখি ততবার আমি আপনার জন্য দোয়াকরি।
সালামালাইকুম ভাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমি মালয়েশিয়া টেইলার্সের কাজের বিষয় নিয়ে যদি কিছু শব্দ অর্থ বানাতেন যে কাপড় লুজ হলে এটা টাইট এভাবে এটা কিভাবে কি বলে কাইন্ড কম হলে কিভাবে বলে বেশি হলে কিভাবে বলে এগুলো নিয়ে যদি একটা ভিডিও করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম
মিরাজ ভাই, maksud, maksudnya maksudkan এই তিনটা জিনিসের বিষয়ে বললে খুবই উপকৃত হতাম কারন এই তিনটা ভাষা ক্লিয়ার ভাবে না জানার কারনে, আশা করি উত্তর দিবেন।
ভাইজান, আমার অনুরোধে খুবই আকর্ষনীয় একটি ভিডিও তৈরি করেন। যা সবারই খুবই পছন্দ হবে এমন একটা ভিডিও। আপনার সুবিধার্তে আমি ৫০ টার উপরে শব্দ দিব। সেইগুলো দিয়ে বাক্য তৈরি করে দিবেন। সেই শব্দগুলো বিভিন্ন ভিডিওতেই আছে এবং কিছু কিছু বাক্য গঠনেও আছে। সবগুলো শব্দই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেরই অজানা। ভাইজান, এই শব্দের বাক্যগুলো যদি একই ভিডিওতে থাকে তাহলে আমার ধারনা সবাই খুব,খুব খুশি হবে এবং সেরা ভিডিওই প্রমান হবে ইন শা আল্লাহ। অনুরোধ!!! ভাইজান না করিবেন না। আপনার পছন্দ না হলে চাইনা কিন্তু ভাইজান শব্দগুলো দেখার তো একটু সুয়োগ দিন।
ভাই আপনার জন্য অনেক মালায়ু লোকজন বাংলা ভাষা শিখতে পারতেছে না এটা তো আপনার অপরাধ হয়ছে আপনি আগে বাংলা শিখায়তেন আর এখন মালাই শেখান আগে যারা বাংলা শিখতো তাদের ঐসব লোক জন এর কি অবস্থা নিজের দেশের লোকের ভালো করার জন্য মালাই লোকজন দের শেখানো ছেরে দিলেন। এটা কোন হইলো??? ভাই ক্ষমা করে দিবেন প্লীজ 🙏 এমনি মজা করে বললাম কাল আপনার বাংলা শেখানোর ভিডিও দেখে আমি তো পুরাই শেষ 😔💔
😁 ওগুলো শুধু বেসিক বাংলা ভাষা শেখানো হয়েছে ৷ বাংলাদেশে আমার পরিচিত কিছু মালয়েশিয়ান রয়েছে ৷ তাছাড়া নিজের ওয়ার্কারদের সাথে ভালোভাবে কথা বলতে চায় এমন ভালো মনের মালয়েশিয়ান রয়েছে অনেক মালয়েশিয়াতে ৷ তাদের অনুরোধে ওই ভিডিও গুলো বানানো
ভাই সত্যিই আমি অনেক গর্বিত আপনার ইউটিউব চ্যানেল টা পেয়ে। আপনি এতো সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে শব্দের অর্থ বলে বুঝিয়ে দেন, যা কেউ এত কষ্ট করে বোঝাবে না, ধন্যবাদ ভাই। বেঁচে থাকুন হাজার বছর।
Hamba = বান্দা উদাহরণ: ya Allah maafkanlah hamba-hambamu ( আল্লাহ আপনার বান্দাদের মাফ করে দিন) এখানে .. Hamba শব্দটি দুইবার করে উচ্চারণ করার কারণেই বান্দা থেকে বহুবচন হয়ে বান্দাদের হয়ে গেছে ৷ Penting = গুরুত্বপূর্ণ
আসসালামু আলাইকুম ভাইয়া,,আশা করি ভাল আছেন,,আমি আপনার ক্লাসে নতুন,,আমার মালয় ভাষা শিখার খুব ইচ্ছা ছিল,,কিন্তু সঠিক শিক্ষক পাচ্ছিলাম না,,অবশেষে আপনাকে পেয়ে গেলাম,,আল্লাহর কাছে হাজারো শুকরিয়া,,ভাইয়া,,! Lalu এবং Jalan কি একই অর্থ বহন করে? লালু এবং জালান কখন ব্যবহার হয়
অলাইকুম আসসালাম কাওসার হোসাইন ভাইয়া ৷ আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য যে আপনাদের মত স্টুডেন্ট পেয়েছি ৷ যারা কিনা প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষা শিখতে চায় ৷ Lalu লালু = গড়ানো / পার হয়ে যাওয়া / অতিক্রম করা ৷ Tahun lalu তাহুন লালু = গত বছর বা যে বছর পার হয়ে গেছে ৷ Laluan motor লালুয়ান মোতোর = মোটরসাইকেল চলাচলের স্থান Jalan জালান = রাস্তা বা চলা
আসসালামুআলাইকুম ভাই আমি আপনার ভিডিও দেখি মালয় ভাষা শিখার চেষ্টা করতেছি আমার দুইটা প্রশ্ন আছে আমি পেয়েছি মানে কি এবং আমি আপনার কাছে পাবো অথবা পাব বা তার কাছে এর মানে কি
আমি পেয়েছি Saya sudah dapat আমি আপনার থেকে পাবো Saya akan dapat dari awak (আপনার কাছে পাবো এমনটা মালয়েশিয়ান ভাষায় বাক্য সাজালে সেটা কেমন যেন হয় ৷ কারণ মালয়েশিয়ানরা আপনার কাছে পাবো এমনটাই বলে )
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ভাই আসলেই অনেক প্রয়োজনীয় ভিডিও। এটা আমার ধারণা, হাতে লেখা অনেক বেটার। কারণ হাতে লেখা ভিডিও তে কিছু বিপরীত, কিছু উদাহরণ থাকে। so হাতে লেখা ভিডিও চাই।
Vai, jei jei romer chabi acilo oi rom kora shesh, er malayu ki hobe , tolong bagitau sy sikit, r vai ami joto tuku malayu vasha shikheci ekmatro apnar jonno
আমরা যারা মালয়েশিয়া তে আছি সবাই অনেক উপকৃত হচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে
Welcome 😊🙏
ভাই অনেক অনেক ধন্যাবাদ ❤️❤️❤️❤️
আসসালামুআলাইকুম ভাই=আমি এখনো পাইনি=এটা মালয়েশিয়া ভাষায় কি হবে
আলহামদুলিল্লাহ
চাইর বছর পর একটি ইউটিউব চ্যানেল পেয়েছি মালাই ভাষা শেখার জন্য সত্তিকারের শিক্ষক ধন্যবাদ আপনাকে এখন মনে হইতেছে ভাষা শিক্ষার প্রতি আগ্রহ জাগে চার বছরের একটি চ্যানেল এরকম পাইনি
অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই ৷ মনের ভিতর অনেক শান্তি লাগে আপনাদের এই কমেন্ট গুলো পড়লে ❣️
আমিও একমত..
ধন্যবাদ আপনাকেও মিরাজ ভাই আমাদের জন্য এত কষ্ট করেন
Setoju saya 👌👌👌
মনের কথা বলিছেন ভাই,, ছেম,,,
Thanks a bunch vaijan love you ❤️❤️❤️ awesome description.....
Thanks bro💖💖💖💖💖💖
আসসালামু আলাইকুম কেমন আছেন মিরাজ ভাই ❤❤❤❤❤
ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো
ভাই আপনার জন্য অনেক বেশি ভালো বাসা রইল,,,,
আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এবং প্রতি দিন দুইটা ভিডিওর সম্পুর্ন ভাষা না শিখে গুমাইতে যাই না।
আপনার জন্য ভালোবাসা রইলো।
আপনে মনের অজান্তেই সকলের দোয়া প্রাপ্য।
আলহামদুলিল্লাহ ৷
সোহেল ভাই , আপনার কমেন্ট পড়ে মনের ভিতর আলাদা একটা তৃপ্তি পেলাম ৷ ❣️
@@EasyBanglatoMalay Love you bro.🌹🌹
অনেক সুন্দর ভাইয়া🥰
ভাই আপনি এত বুজিয়ে বলেন খুব ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ
খুব ভালো ভিডিও
Thanks you vai
Welcome dear 💗
, আসসালামুয়ালাইকুম
ভাই কেমন আছেন
বেশ কিছু দিন আপনার ভিডিও দেখতে পারিনি
ক্লাস মিস করি ফেলছি দোয়া রইল আমার জন্য দোয়া করবেন
ওয়ালাইকুমআসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ৷
অবশ্যই ভাই আপনার জন্য দোয়া করি 🥰
❤️❤️❤️❤️❤️❤️❤️
খুব ভালো
Thank you so much bro
আসসালামু আলাইকুম
বড় ভাই আপনার অনেক ভিডিও দেখে
অনেক কিছু শিখতে পেরেছি
অনেক দিন পুরনো লোকেরা এখন আমাকে ফলো করে মালেশিয়ান ভাষা শিখতে।
আলহামদুলিল্লাহ 😍
ভাই আপনাকে অনেক ধন্যবাদ
💝💝💝💝💝💝💝💝💝💝
আলহামদুলিল্লাহ আমি রাজু ভাই ভালোই আছি
Ami Edit kori ami jani onek perar kaj tarpor o onek kosto kore apni sundor kore bujan khub valo lagce ❤️❤️❤️
,🥰🙏
@@EasyBanglatoMalay ❤️❤️❤️
ভাই অনেক ভালো লাগে আপনার ভিডিও দন্যবাদ
khop sundor video vanan apni
স্লামালাইকুম ভালো আছেন আপনার ভিডিওএকবার দেখি
ধন্যবাদ ভাই
OK
ভাই আমি দোকানে কাজ করি নতুন আসছি একটা ভিডিও বানাবেন..
আপনার ভিডিও ঘুলা খুব ভালো লাগে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন আপনি
Vai ei rokom video Aro banaben. Thank
8:11 ছায়া আম্বিল বাওয়া পিগি।আমি নিয়ে যাই।ভাই এটা কি ঠিক আছে।
ভিডিও বড় হলে সমস্যা নাই
বিউটিফুল
Thanks you for that
বাই আমি আপনার বিডিও অনেক দেখি সব সময়ে
Thanks
বড় ভাই আর কি ভিডিও বানাবেন না আজ কতদিন হয়ে গেল আপনি ভিডিও দেন নাই ভাবছিলাম লকডাউনে বসে বসে ভিডিও দিবেন আমরা দেখব 😭😭😭😭😭🙏🙏🙏
ইনশাল্লাহ আগামী কালকে পেয়ে যাবেন ৷ এবং পরপর কয়েকটা ভিডিও দিতে থাকব ইনশাআল্লাহ
Love you boss💝💝💝🖤
আপনার বোঝার ক্যাপাসিটি আমার কাছে অনেক সুন্দর লাগছে আমি আপনার চ্যানেল থেকে অনেক মালাই শিখেছি আমি একটা মালয়েশিয়ান মেয়ের সঙ্গে চ্যাট করি কিন্তু ওকে আমি সব ভাষা বুঝিয়ে বলতে পারিনা এখন থেকে ইনশাল্লাহ অনেক ভাষা ওকে বুঝিয়ে বলতে পারব
আসসালামুয়ালাইকুম
ভাইয়া কেমন আছেন,আশা করি আমাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আপনি ভালো আছেন,
ভাইয়া আপনার সকল ভিডিও আমি দেখি এবং আপনার জন্য আমি অনেক উপকৃত হয়েছি,
আপনাকে আমি জীবনে কখনো ভুলবো না, আপনার জন্যে দোয়া রইল আমার অন্তরের অন্তর স্থল থেকে।
তবে একটা প্রশ্ন করতে চাই, দয়া করে উত্তর দিবেন ।
প্রশ্ন টা হলো যে,,, ১/আমি আর ভুলের পিচু পিচু ঘুরতে চাইনা, নিজের জীবন টাকে সুন্দর ভাবে সাজাতে চায়।
২/আমি যাযাবর জীবন টাকে ভালবাসি এবং আমি যাযাবর,,তাই আমাকে একাকী থাকতে দাও আর তোমাকে যাতে ভুলে জেতে পারি সেই দোয়াটাই করো।
অলাইকুম আসসালাম ভাই আপনি উপকৃত হচ্ছেন এটা জেনে খুবই খুশি হলাম ৷
বাক্য সাজানো যায় বিভিন্ন রকম ভাবে ৷
তবে আপনার প্রশ্ন অনুযায়ী সাবলীল ভাষায় এবং সহজে বোধগম্য হয় সেই ভাবে বাক্য সাজা দেওয়ার চেষ্টা করছি..
১. Saya tak mahu kejar benda-benda yang salah lagi seperti dulu .
Sekarang ini saya mahu susunkan hidup saya dalam bentuk yang betul.
2. Saya suka hidup nomad saya ni . Dan Sye memang nomad . Jadi biarkan lah saya sendirian , dan doakan untuk saya... Supaya saya boleh lupakan kamu
@@EasyBanglatoMalay আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
ভাইয়া আমি আপনার ইস্কুলের নতুন ভর্তি হলাম তাই আমি মনে মনে খুব আনন্দ বদ করছি
আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা মিলন ভাইয়া .
পুরাতন ভিডিও গুলো থেকে সিরিয়াল ভাবে দেখা শুরু করুন ৷
ইনশাল্লাহ খুব বেশি সময় লাগবে না খুবই ক্লিয়ার এবং সুন্দরভাবে মালয়েশিয়ান ভাষা শিখতে ৷ ♥️
অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট টা সামনে এনে ভেঙ্গে বুঝিয়ে বলার জন্য🥰🥰
৮০% ভাষা আপনার ফেইসবুক পেজ / আপনার ইউটিউব চ্যানেল থেকে ১০% বসের কাছ থেকে শিখা,আর ১০% ভাষার প্রয়োজন, সাথে ছিলাম সাথে আছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবো❤️👍
আপনাদের এই কমেন্ট গুলো পড়লে মনের ভিতর একটা অন্যরকম শান্তি অনুভব করি ৷ ❣️🙏
আলহামদুলিল্লাহ 🥰
very nice...
কষ্ট দেওয়া কে কি বলে,,, উদাহরণ,,, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো
Awak bagi sedih sangat saya..
আসসালামু আলাইকুম, মিরাজ ভাই আমার প্রশ্নের উত্তর গুলো পেয়ে আমি অনেক আনন্দিত, আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি মালাই ভাষা নিয়ে রিসার্চ করি কিন্তু, এই রিচার্জের শক্তি পাই একমাত্র আপনার কাছ থেকে, আপনার অবদান অপরিহার্য, আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
😍🤩 এভাবেই সামনে এগিয়ে যান ভাই । মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার জন্য
@@EasyBanglatoMalay ইনশাআল্লাহ,
ভাই একটা প্রেম ভালবাসার একটা ভিডিও বানান প্লিজ প্লিজ ভাইয়া একটা ভিডিও চাই আপনি অনেক ভিডিও দেখে আমি অনেক বড় ফ্যান ❤ প্লিজ ভাইয়া রিপ্লে
হাতে লেখাটা ঠিক আছে ভাই
ভাই আপনার ভিডিও আমি প্রচুর শেয়ার করেছি এজন্য মানুষ এত দেখতে পাই
রিপন আলী ভাই .. আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো ৷ 🙏
আমি মনেপ্রাণে চাই আমার ভিডিও দ্বারা মানুষের উপকার হোক
Nkx?
Hjn
Kt
Npe xnk reply ni
Xsudi xpelah
Urm xnk kawan eh?
এরকম হাজারো ছোট ছোট ওয়াড আছে কিছু বুঝতে পারি কিছু বুঝতে পারিনা ভাই একটু বুঝিয়ে দিবেন দয়াকরে🙏🙏🙏
😁 আপাতত আপনি এই লেখাটা তাকে দিয়েন.. ( saya kurang faham tulisan singkat )
অর্থাৎ শর্টকাট লেখা আমি কম বুঝি |
তবে ভাই মালয়েশিয়াতে পিরিতি করতে গেলে এসব না বুঝলে চলবেনা 😆❤️
এটা নিয়ে একটা পর্ব আমি ইউটিউবে দিতে পারি অথবা ফেসবুকে দিতে পারি ৷ সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করব
@@EasyBanglatoMalayভাই অপেক্ষায় আছি
আলহামদুলিল্লাহ , স্যার আপনি কেমন আছেন??
আলহামদুলিল্লাহ ভালো আছি
ভাইয়া সিদ্ধ করাকে মালয়েশিয়ায় কি বলে?
সিদ্ধ করা = rebus
ভাজি করা = goreng
রান্না করা = masak
পোড়ানো = bakar
এই টপিক নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি
দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে।
ভালো থাকবেন সবসময় আপনার জন্য শুভকামনা রইল আগামী দিন গুলির জন্য।
❣️ ধন্যবাদ ভাইয়া 😍
অবশ্যই সুন্দর
শেখার অনেক ইচ্ছা মাথা ধরে না চেষ্টা করি
ভাই আপনি ভালোবাসার বিষয়ে একটি ভিডিও বানাবেন
আসসালামুয়ালাইকুম আমার জেলা শরীয়তপুর আমি আপনার ইউটিউব চ্যানেলের নিয়মিত একজন মেম্বার আশাকরি হাজারো শ্রোতার দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছেন আপনি পৃথিবীতে সবাই একটা বিষয় নিয়ে বিখ্যাত হতে পারেনি একেকজন একেকটা বিষয় নিয়ে বিখ্যাত হয় যেমন আপনি হাজারো মালয়েশিয়া প্রবাসীর হৃদয়ের বিখ্যাত একজন মানুষ আমি মালয়েশিয়াতে প্রায় সাড়ে তিন বছর ধরে আছি যেখানে কাজ করি সেখানে বাঙ্গালীদের সাথে কাজ করতে হয় ভাষা শিখার মত এরকম কোন স্কোপ পায়নি ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিন্তু আমার মনে হল যেরকম একটা ইউটিউব চ্যানেল পেতাম যেখানে শিক্ষকের মত শিক্ষা দিবে কেউ অবশেষে আপনাকে পেয়ে গেলাম প্রায় ছয় মাস আগে তারপরে অনেকগুলো অর্থ শিখছি আল্লাহর রহমতে এবং আপনার কল্যানে অনেক কিছুর অর্থ জানি কিন্তু সমস্যা হল আমি মিলিয়ে কথা বলতে পারিনা এমত অবস্থায় আমি কি করতে পারি ভাই আপনার পরামর্শ চাই এই বিষয়টা নিয়ে আমাকে কিছু বলবেন ভাই পরবর্তী ভিডিওতে আর একটা কথা আপনাকে বলতে চাই আমি আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কথাটা বলছি যদি আমার কথাটা ভোলা কতটা ঠিক হবে আমি জানিনা কিছুতো আপনি আমাদের শিক্ষক তারপরও কথাটা বললাম আপনি অনেক সময় ভিডিও বানানোর সময় একটা কথা বলেন যে আমার মতো কেউ এভাবে শিখাবে না আমার মত কেউ এরকম বুঝিয়ে বলবে না এর পরও যদি আপনারা না পারেন তাহলে আমার করার কিচ্ছু নাই এরকমভাবে বুঝানোর পরও যদি আপনি না পারেন আপনার আর জীবন ও পারবেন না এই কথাগুলোর মাঝে মাঝে বলেন শুধু এই কথাগুলো বলার অধিকার আপনি রাখেন তারপরও বলেই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে আমরা আশা রাখি আপনি পারবেন তাহলে কেন বললেন ভাই যে পারবেন না সত্যি ভাইয়া আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই জাস্ট অনুরোধ আশা করি পরবর্তী ভিডিওতে আমার প্রশ্নের উত্তরটা দিবেন প্লিজ ভাই আমার কমেন্টটা যদি বড় হয়ে থাকে তারপরও চেষ্টা করবেন আমার কমেন্টটা নিয়ে কিছু আলোচনা করতে ভালো থাকবেন সবসময় মানুষের জন্য কিছু করে যাবেন পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম খুব ভালোবাসি আপনাকে
সত্যি কারের একজন ভাসা শিক্ষক আপনি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
ধন্যবাদ খান সাহেব
আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন আমার মতে লেখে ভিডিও টাই বেটার
ওয়ালাইকুম আসসালাম ভাই
ভাই ভিডিও 15মিনিট এর ভিতরে রাখবেন।বার বার দেখলে মনে থাকে।
ভাই আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও বানান, কারন আপনি আমাদের শিক্ষক। একমাএ শিক্ষকরাই যানে ছাএ কিভাবে ভালো শিক্ষতে পারে।ভাই আপনার হাতে কলমের ভিডিও গুলো banyak hebat. আশা করি পরবর্তীতে হাতে কলমে লেখিয়ে শিক্ষাবেন ভাই। আমি খুবই কষ্ট পাইলাম আনার এই ভিডিওটা তৈরি করতে ১০ ঘন্টা সময় লাগেছে। আর এই ১০ ঘন্টা সময় নষ্ট না করে যদি আপনে live বা হাতে কলমে লিখিয়ে শিক্ষাতেন আমরা আরো কিছু জানতে পারতাম।
ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর ভাবে বিঝানোর জন্য,
❤️❣️❣️❤️
গত কালকে ভিডিও টা দেখতে পারিনাই আজকে দেখলাম কেমন আছেন ভাই
আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি
কেমন আছো ছোট ভাই তোমার ভিডিও অনেকের উপকারে আসবে খুব ভালো তোমার ভিডিও পেনাং আসলে আমার সাথে যোগাযোগ করো ভাই ভালো থেকো
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ৷ জি ভাইয়া আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে
আমি ভাই না বোন
ও আচ্ছা ৷ ঠিক আছে আপু
নিচে, আর গাড়ি চালানো এর মালায় ভাসা কি? এই দুটোর ভাসা কি একই রকম হবে না কি? যেমন বাওয়া?
নিচে = bawah (বাওয়াহ)
গাড়ি চালানো অথবা কোন কিছু বয়ে নিয়ে যাওয়া.. = bawa (বাওয়া)
25 :16 interesting coli😀🤣😂
ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ছুল কাটা নিয়ে একটা ভিডিও বানান
সত্যি! আপনাকে কি বলে ধন্যবাদ দিব । আপনি এতো সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️❤️
❤️😍🙏🙏
অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য 🙏🖤🖤🖤 যদি সময় থাকে তাহলে এক সপ্তাহে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন 🖤🖤love you boos 💝🌿
এরপর থেকে ছোট ছোট করে কমপক্ষে 2 টা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ৷
তাছাড়া লাইভে এসে প্রশ্ন-উত্তরের ভিডিও করার ইচ্ছা আছে
Love 😘 you too bro 🖤🖤🖤
আসসালামু আলাইকুম ভাইজান আপনার কথাগুলো খুব ভালো লাগে কিন্তু আমি মালয়েশিয়া প্রায় চার মাস হলো এসেছি ভাষাগুলো ঠিকমতো বলতে পারিনা এর জন্য এখন অন্য কোন অপশন আছেকি।দয়া করে জানাবেন প্লিজ। আপনার জন্য অনেক দুয়াও ভালোবাসা রইল।
আসসালামালাইকুম ভাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন আমার একটা প্রশ্ন ছিল ভাই দয়া করে উত্তর দিলে খুশি হব মাথা ঘুরে ঐটারে মালাই তে কি বলে ভাইয়া❤️❤️❤️❤️
অলাইকুম আসসালাম ৷
মাথা ঘুরায় = pening kepala
মাথা ব্যাথা করে = sakit kepala
ভাই ভিডিও করতে কস্ট হবে সেইটা আমরাও যানি, কিন্তু কোনদিন রাগ করে যদি ভিডিও বানা বন্দ করেন যেইটা দিয়েছেন ইউটুবে সেই গুলি ডিলেট করবেনা প্লিচ,আপনার ভিডিও যত বার দেখি ততবার আমি আপনার জন্য দোয়াকরি।
আপ্নি কতটুকু পর্যন্ত লেখাপড়া করছেন... এটা কিভাবে বলবো👍
Awak belajar sampai mana
ভাই মালয়েশিয়া শব্দ অর্থ দিয়ে একটি অ্যাপস তৈরি
খুবই ভালো প্রস্তাব 🥰
আলহামদুলিল্লাহ আপনার ভিডিও কল করে আমি অনেক কিছু শিখেছি
Thanks 🌹
ভাই ভাল লাগছে আপনার ভিডিও দেখে-
দোয়া করবেন আমি জেনো, শিখতে পারি!
আমার প্রশ্ন হল-ঃ আমি চলে যাওয়ার আগে কাজ টা শেষ করে জেতে চাই-?
ভাইয়া আমার পছন্দ হাতে লেখা
আমারও ভাই ৷ কারণ এভাবে ভিডিও করতে অনেক সময় লাগে ৷
সালামালাইকুম ভাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমি মালয়েশিয়া টেইলার্সের কাজের বিষয় নিয়ে যদি কিছু শব্দ অর্থ বানাতেন যে কাপড় লুজ হলে এটা টাইট এভাবে এটা কিভাবে কি বলে কাইন্ড কম হলে কিভাবে বলে বেশি হলে কিভাবে বলে এগুলো নিয়ে যদি একটা ভিডিও করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম
মিরাজ ভাই, maksud, maksudnya maksudkan এই তিনটা জিনিসের বিষয়ে বললে খুবই উপকৃত হতাম কারন এই তিনটা ভাষা ক্লিয়ার ভাবে না জানার কারনে, আশা করি উত্তর দিবেন।
৮৮ নাম্বার ভিডিওতে আপনার এই একই প্রশ্নের উত্তর দিয়েছি ৷ সেখান থেকে অনুগ্রহপূর্বক দেখে নিবেন
@@EasyBanglatoMalay ভাই ওটা দুই বার দেখেছি এবিষয়ে বলা হয়নি ওখানে
কেমন আছেন মিরাজুল ভাইয়া
আলহামদুলিল্লাহ ভালো
দাওয়াত দেওয়া মালাই কি
জেমপুত
ভাই হাতে লিখে শিখাইলেই ভালো হয়। হাতে লিখে শিখাইলে ভিডিও টা দেখার আকশন বারে ,
জ্বী ভাইয়া এর পর থেকে তাই হবে ☺️❣️
আসসালামুয়ালাইকুম
মেরাজুল ভাই আপনার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করি
ভাই kata-kata মানে কি???
ওয়ালাইকুম আসসালাম ৷
( কথা গুলো )
❤️❤️❤️❤️Sei hoyca vai jan❤️❤️❤️ apnr sob vedio 100% ok....❤️
ধন্যবাদ ভাইয়া
ভাইজান, আমার অনুরোধে খুবই আকর্ষনীয় একটি ভিডিও তৈরি করেন। যা সবারই খুবই পছন্দ হবে এমন একটা ভিডিও। আপনার সুবিধার্তে আমি ৫০ টার উপরে শব্দ দিব। সেইগুলো দিয়ে বাক্য তৈরি করে দিবেন। সেই শব্দগুলো বিভিন্ন ভিডিওতেই আছে এবং কিছু কিছু বাক্য গঠনেও আছে। সবগুলো শব্দই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেরই অজানা। ভাইজান, এই শব্দের বাক্যগুলো যদি একই ভিডিওতে থাকে তাহলে আমার ধারনা সবাই খুব,খুব খুশি হবে এবং সেরা ভিডিওই প্রমান হবে ইন শা আল্লাহ। অনুরোধ!!! ভাইজান না করিবেন না। আপনার পছন্দ না হলে চাইনা কিন্তু ভাইজান শব্দগুলো দেখার তো একটু সুয়োগ দিন।
খুব সুন্দর প্রস্তাব ৷ টুকুস করে এক সময় দিয়ে দিন ভাই 🥰
@@EasyBanglatoMalayওকে ভাইজান।
Vai apnar desher basa ki satkhira naki?
বাগেরহাট ☺️
ভাই আপনার জন্য অনেক মালায়ু লোকজন বাংলা ভাষা শিখতে পারতেছে না
এটা তো আপনার অপরাধ হয়ছে
আপনি আগে বাংলা শিখায়তেন
আর এখন মালাই শেখান
আগে যারা বাংলা শিখতো তাদের ঐসব লোক জন এর কি অবস্থা
নিজের দেশের লোকের ভালো করার জন্য মালাই লোকজন দের শেখানো ছেরে দিলেন। এটা কোন হইলো???
ভাই ক্ষমা করে দিবেন প্লীজ 🙏 এমনি মজা করে বললাম কাল আপনার বাংলা শেখানোর ভিডিও দেখে আমি তো পুরাই শেষ 😔💔
😁 ওগুলো শুধু বেসিক বাংলা ভাষা শেখানো হয়েছে ৷
বাংলাদেশে আমার পরিচিত কিছু মালয়েশিয়ান রয়েছে ৷
তাছাড়া নিজের ওয়ার্কারদের সাথে ভালোভাবে কথা বলতে চায় এমন ভালো মনের মালয়েশিয়ান রয়েছে অনেক মালয়েশিয়াতে ৷
তাদের অনুরোধে ওই ভিডিও গুলো বানানো
@@EasyBanglatoMalay ওহ খুব ভালো
আমি তো ভিডিও দেখে অবাক হয়ছি আরে মিরাজ ভাই বাংলা শেখায় সত্যি ভাই অসাধারণ আপনি যা বলে বোঝানো যাবে না 🥰🥰🥰
Onek sondor hoyce vai....
ধন্যবাদ।ভাই কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে
আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি
ভাই সত্যিই আমি অনেক গর্বিত আপনার ইউটিউব চ্যানেল টা পেয়ে।
আপনি এতো সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে শব্দের অর্থ বলে বুঝিয়ে দেন,
যা কেউ এত কষ্ট করে বোঝাবে না,
ধন্যবাদ ভাই।
বেঁচে থাকুন হাজার বছর।
ভাই আপনি বিয়ে করেছেন এটা তো জানতাম না!
৯০ নম্বর ভিডিওতে এসে শুনতে পারলাম 😁😁
bai, Hamba,penting ar bangla ki hobaa,,,plz, bai,,,,
Hamba = বান্দা
উদাহরণ: ya Allah maafkanlah hamba-hambamu ( আল্লাহ আপনার বান্দাদের মাফ করে দিন)
এখানে ..
Hamba শব্দটি দুইবার করে উচ্চারণ করার কারণেই বান্দা থেকে বহুবচন হয়ে বান্দাদের হয়ে গেছে ৷
Penting = গুরুত্বপূর্ণ
ধন্যবাদ প্রিয় ভাইয়া,,,,,
ভাই আমি মালশিয়া নতুন কিন্তু একমাস হয় কাজ করি তাও আবার চাই নিচদের সাতে ভাষা বুচতে নাপায় অনেক সমস্যা
একটু পরা মর্স দেবেন ভাই
আপনি ভিডিও গুলো দেখে বোঝার পর নিজে নিজে বলার চেষ্টা করবেন ৷
মালয়েশিয়ান কার্টুন / এবং নাটক গুলো দেখবেন
আসসালামু আলাইকুম ভাইয়া,,আশা করি ভাল আছেন,,আমি আপনার ক্লাসে নতুন,,আমার মালয় ভাষা শিখার খুব ইচ্ছা ছিল,,কিন্তু সঠিক শিক্ষক পাচ্ছিলাম না,,অবশেষে আপনাকে পেয়ে গেলাম,,আল্লাহর কাছে হাজারো শুকরিয়া,,ভাইয়া,,! Lalu এবং Jalan কি একই অর্থ বহন করে? লালু এবং জালান কখন ব্যবহার হয়
অলাইকুম আসসালাম কাওসার হোসাইন ভাইয়া ৷ আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য যে আপনাদের মত স্টুডেন্ট পেয়েছি ৷ যারা কিনা প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষা শিখতে চায় ৷
Lalu লালু = গড়ানো / পার হয়ে যাওয়া / অতিক্রম করা ৷
Tahun lalu তাহুন লালু = গত বছর বা যে বছর পার হয়ে গেছে ৷
Laluan motor লালুয়ান মোতোর = মোটরসাইকেল চলাচলের স্থান
Jalan জালান = রাস্তা বা চলা
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
আসসালামুআলাইকুম ভাই আমি আপনার ভিডিও দেখি মালয় ভাষা শিখার চেষ্টা করতেছি আমার দুইটা প্রশ্ন আছে আমি পেয়েছি মানে কি এবং আমি আপনার কাছে পাবো অথবা পাব বা তার কাছে এর মানে কি
আমি পেয়েছি
Saya sudah dapat
আমি আপনার থেকে পাবো
Saya akan dapat dari awak
(আপনার কাছে পাবো এমনটা মালয়েশিয়ান ভাষায় বাক্য সাজালে সেটা কেমন যেন হয় ৷ কারণ মালয়েশিয়ানরা আপনার কাছে পাবো এমনটাই বলে )
১) আমার কাছে আছে।
২) জাইগা বা স্থান
এটার মালাই ভাষা কি হবে?
ada dekat saya -আমার কাছে আছে
Tempat,- জায়গা
বড় ভাই আমি একটা প্রশ্ন করেছি এই ভিডিওতে দয়া করে উত্তরটা দিবেন,,,, আমাকে কেউ একজন ভুল শিখিয়েছে সঠিক টা জানতে চাই 😭😭😭
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইয়া একটা প্রশ্ন। জাগা । তেতাপ। প্লিজ ভাই জানাবেন
Jaga জাগা = রক্ষণাবেক্ষণ করা
Tetap তেতাপ = তার পরেও
অনেক ভালো লাগলো ভাই
No
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ভাই আসলেই অনেক প্রয়োজনীয় ভিডিও। এটা আমার ধারণা, হাতে লেখা অনেক বেটার। কারণ হাতে লেখা ভিডিও তে কিছু বিপরীত, কিছু উদাহরণ থাকে। so হাতে লেখা ভিডিও চাই।
অলাইকুম আসসালাম ভাই ৷
হ্যাঁ ভাই , স্ক্রিন রেকর্ড না করে হাতে-কলমে শেখালে আমার জন্যেও সুবিধা হয়
Vai, jei jei romer chabi acilo oi rom kora shesh, er malayu ki hobe , tolong bagitau sy sikit, r vai ami joto tuku malayu vasha shikheci ekmatro apnar jonno
যেই যেই রুমের চাবি ছিল ওই রুম করা শেষ ৷ (ওই রুমের কাজ সম্পন্ন করা হয়ে গেছে)
Bilik bilik yang ada kunci.. semua sudah siap.
@@EasyBanglatoMalay okey bro terima kasih banyak2
hi