পাইলস বা অনাল ফিশারের ঘরোয়া চিকিৎসা: ১। আমি নিজে প্রায় ২০ বছর ধরে পাইলস এবং এনালফিসারের হালকা সমস্যায় ভুগতেছিলাম। মাঝে মাঝে ভালো হয়ে যায় আবার গরমের সময় বেড়ে যায়। বিভিন্ন ডাক্তারের কাছে মাঝে মাঝে দেখাতাম এবং মাঝে মাঝেই রেক্টটকেয়ার, প্রভাস,এনুস্টেট ,এরিয়ান এই সমস্ত রুটিন ওষুধ ব্যবহার করতাম। কিন্তু কোনমতেই এর থেকে ভালো /রোগমুক্ত হতে পারতেছিলাম না। ২ । কিছু ডাক্তার এটা কে বড় সমস্যা মনে করে অপারেশন করতে বলে। আবার কিছু সরকারি ডাক্তার বলে এটা ভয় পাওয়ার কিছু নাই। কিছুদিন আগে একজন ডাক্তার আমাকে বলল যে আপনি লবণ পানিতে হালকা গরম পানিতে লবণ দিয়ে মাঝে মাঝেই এনাল ভিসার বা পাইলসের জায়গাটা সেক দিবেন দেখবেন ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আমি গত একমাস ধরে এইটা করার পরে আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো। করণীয়: ১। হালকা সহনীয় গরম পানিতে (একমগ গরম পানিতে পূর্ণ এক চা চামচ লবণ) নিয়ে ১৫/২০ মিনিট সকালে বসে থাকুন। এভাবে দিনে দুইবার বা তিনবার করতে পারলে সবচেয়ে ভালো। ২। চাকুরী বা ব্যবসার ব্যস্ততার কারণে যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত ৩/৪ মিনিট ধরে একমগ হালকা গরম পানিতে চা চামচের ১ চামচ লবণ পানি নিয়ে সকালের পায়খানার পরে জায়গাটা সুন্দরভাবে ধুয়ে নেবেন এবং সুন্দর ভাবে সুতি গামছা দিয়ে মুছে টেবিল ফ্যানের সম্ভব হলে ৫/৭ মিনিট বাতাস দিয়ে সুন্দরভাবে পায়খানার রাস্তার বাহিরে বাতাস দিয়ে শুকিয়ে তারপরে কাপড় পড়ে অফিসে বা ব্যবসায় যাবেন। ৩। দুপুরে বা বিকেলে যখন বাসায় আসবেন তখন আবার হালকা সহনীয় গরম পানিতে লবণ পানিতে পুনরায় আবার ধুবেন এবং টেবিল ফ্যান দিয়ে আবার সুন্দরভাবে শুকায়ে তারপরে কাপড় পড়বেন। ৪। এভাবে যদি ২-৩ বার সারাদিন/ রাতে করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এনাল ফিসার বা পাইল সুকিয়ে সুন্দর ভাবে ঠিক হয়ে গিয়েছে। এক্ষেত্রে কোন ওষুধ ব্যবহারের প্রয়োজন পড়ে না। ৫। মনে রাখবেন অবশ্যই আপনাকে পিওর সুতি কাপড়ের জাংগিয়া বা অন্তরবাস কাপড় পরা ভালো। ৬। মনে রাখবেন যেকোনো চামড়ার জন্য মহা ঔষধ হচ্ছে হালকা গরমের লবণ পানি। যেকোনো মানুষের বা যেকোন প্রাণিরই চামড়ার/ এমনকি গরুর চামড়ার জন্য সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে লবণ ,যা চামড়াকে ভালো রাখে এবং পচাতে দেয় না। তাই অনালফিসার এবং পাইলসের জন্য গরম লবণ পানির ট্রিটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা । আল্লাহতালা সকলকে সুস্থ রাখুন। ধন্যবাদ।।।
Donnobad vaiya..... Ami apnr ei poddoti ta follow korbo... Dekhi allah valo kore kina.... Valo hole apnr jonno dowa korbo Insha-Allah. .. R review dibo
আমার পায়ুপথ জ্বালা করছে আজ সকাল থেকে, কোনো রক্ত বের হচ্ছে না। বসে থাকলে হালকা ব্যাথা অনুভব করছি। কিন্তু দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলে কিছু ব্যাথা অনুভব করছি না,এটা কিসের লক্ষন? স্যার বলবেন
কিন্তু আমার প্রথমে একটু পায়খানা হচ্ছে তারপরে আর হয় না প্রেসার দিই কিন্তু পায়ু দারের মুখ বন্ধ হয়ে থাকে কিছুতেই আর পায়খানা বেরয় না এটা কি জন্য হচ্ছে যদি একটু বলেন?
৫ দিন ধরে আমার মলদ্বারের পাশে একটা ছোট বিচির মত হইছে,আমি হালকা ভাবে ধরার পরে সেটা ফেটে রক্ত বের হইছে,কিন্তুু আগে কখনো রক্ত বা জ্বলা পোড়া কোনো সমস্যা ছিলোনা,একে বারে হঠ্যৎ হইছে,পরে আমি স্যাভলন দিয়ে ধুইছি,এখন বর্তমানে দেখি সেখানে একটা ছোট মুখ হয়ে আছে,বাথরুম করলে ময়লা টা যদি লাগে তাহলে পোড়ায়,পানি লাগলেও প্রথমে পোড়ায়,এবং এখন জ্বলে,আমি ঘরোয়া ভাবে গরম পানি ও পভিসেভ দিয়ে ১০/১৫ মিনিট দিনে ২/৩ বার বসে থাকি,এখন কি করনীয় দয়া করে আমাকে জানাবেন,যদি জানা থাকে,
স্যার আমার আমার পায়ুপথের মাংসপেশি ফুলে গেছে এবং পায়ুপথের চামড়ার এক কোনে ছোট আকৃতির ক্ষত হয়েছে কিন্তু কোনো রক্ত যায় না এর কারণে পায়াখানা করার পূর্বে এবং পরে ব্যাথা জালাপোড়া করে, কখনও কখনও পায়খানার রাস্তা টাইট হয়ে যায় এবং ব্যাথা করে কোনজায়গায় ঠিকমত বসা যায় না, এটা কোন সমস্যা হয়েছে এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো দয়া করে 🙏 জানাবেন। 13 9
এটার চিকিৎসা নিন ডাক্তারের কাছে গিয়ে না হয় একসময় এটা ক্যান্সারের দিকে চলে যাবে তখন আর বাঁচতে পারবেন না যদি চিকিৎসা করেন আমি একজন ডাক্তারের ঠিকানা দিতে পারি তিনি বরিশালে বসেন
ভাই এটা কিন্তু একটি নিউজ চ্যানেল ডক্টরের প্রাইভেট ইউটিউব চ্যানেল না। আপনার সমস্যাগুলো কমেন্ট বক্সে না বলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেন। তবে আপনার কথা শুনে মনে এমনটাই কিছু। এটা এমন একটা রোগ যেটা বেশি দেরি হয়ে গেলে সার্জারি করতে হতে পারে।
আসসালামু আলাইকুম ভাইয়্যা আপুরা কেউ কি আমাকে একটু বলবেন প্লিজ আমার যখন বাথরুমের প্রেশার আসে তখন আমার কোমরে জ্বলে প্রথমে আমার কোমরে জ্বলে তারপর বাথরুম এর প্রেশার আসে এটা কিসের লক্ষন কেউ কি একটু বলবেন প্লিজ
স্যার আমার অনেকদিন থেকেই সমস্যা।। ২/৩ মাস পর পর রক্ত আসে।। কিন্তু ব্যাথা নেই।। মাজে মাজে রক্ত আসার আগে বা যেদিন রক্ত আয়াবে সেদিন একটু ব্যাথা অনুভভ হয়।। এইটা কি রোগ।। পাইলস,, এনাল ফিসার না ফিস্টুলা।
পাইলস বা অনাল ফিশারের ঘরোয়া চিকিৎসা:
১। আমি নিজে প্রায় ২০ বছর ধরে পাইলস এবং এনালফিসারের
হালকা সমস্যায় ভুগতেছিলাম।
মাঝে মাঝে ভালো হয়ে যায় আবার গরমের সময় বেড়ে যায়।
বিভিন্ন ডাক্তারের কাছে মাঝে মাঝে দেখাতাম এবং মাঝে মাঝেই রেক্টটকেয়ার, প্রভাস,এনুস্টেট ,এরিয়ান এই সমস্ত রুটিন ওষুধ ব্যবহার করতাম।
কিন্তু কোনমতেই এর থেকে ভালো /রোগমুক্ত হতে পারতেছিলাম না।
২ । কিছু ডাক্তার এটা কে বড় সমস্যা মনে করে অপারেশন করতে বলে। আবার কিছু সরকারি ডাক্তার বলে এটা ভয় পাওয়ার কিছু নাই।
কিছুদিন আগে একজন ডাক্তার আমাকে বলল যে আপনি লবণ পানিতে হালকা গরম পানিতে লবণ দিয়ে মাঝে মাঝেই এনাল ভিসার বা পাইলসের জায়গাটা সেক দিবেন দেখবেন ধীরে ধীরে ভালো হয়ে যাবে।
আমি গত একমাস ধরে এইটা করার পরে আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো।
করণীয়:
১। হালকা সহনীয় গরম পানিতে (একমগ গরম পানিতে পূর্ণ এক চা চামচ লবণ) নিয়ে ১৫/২০ মিনিট সকালে বসে থাকুন। এভাবে দিনে দুইবার বা তিনবার করতে পারলে সবচেয়ে ভালো।
২। চাকুরী বা ব্যবসার ব্যস্ততার কারণে যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত ৩/৪ মিনিট ধরে একমগ হালকা গরম পানিতে চা চামচের ১ চামচ লবণ পানি নিয়ে সকালের পায়খানার পরে জায়গাটা সুন্দরভাবে ধুয়ে নেবেন এবং সুন্দর ভাবে সুতি গামছা দিয়ে মুছে টেবিল ফ্যানের সম্ভব হলে ৫/৭ মিনিট বাতাস দিয়ে সুন্দরভাবে পায়খানার রাস্তার বাহিরে বাতাস দিয়ে শুকিয়ে তারপরে কাপড় পড়ে অফিসে বা ব্যবসায় যাবেন।
৩। দুপুরে বা বিকেলে যখন বাসায় আসবেন তখন আবার হালকা সহনীয় গরম পানিতে লবণ পানিতে পুনরায় আবার ধুবেন এবং টেবিল ফ্যান দিয়ে আবার সুন্দরভাবে শুকায়ে তারপরে কাপড় পড়বেন।
৪। এভাবে যদি ২-৩ বার সারাদিন/ রাতে করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এনাল ফিসার বা পাইল সুকিয়ে সুন্দর ভাবে ঠিক হয়ে গিয়েছে। এক্ষেত্রে কোন ওষুধ ব্যবহারের প্রয়োজন পড়ে না।
৫। মনে রাখবেন অবশ্যই আপনাকে পিওর সুতি কাপড়ের জাংগিয়া বা অন্তরবাস কাপড় পরা ভালো।
৬। মনে রাখবেন যেকোনো চামড়ার জন্য মহা ঔষধ হচ্ছে হালকা গরমের লবণ পানি। যেকোনো মানুষের বা যেকোন প্রাণিরই চামড়ার/ এমনকি গরুর চামড়ার জন্য সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে লবণ ,যা চামড়াকে ভালো রাখে এবং পচাতে দেয় না।
তাই অনালফিসার এবং পাইলসের জন্য গরম লবণ পানির ট্রিটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা ।
আল্লাহতালা সকলকে সুস্থ রাখুন।
ধন্যবাদ।।।
Bhai amr kicu din dhore abr dekha dise, hoytho gorom er jonno,
Apnr comment er deadline gula follow korbo, thik hobe tho bhai?
ধন্যবাদ
ধন্যবাদ ভাই সুন্দর করে বলেছেন,, পদ্ধতি টা এপ্লাই করব,৷ কাজে দিলে তো শুকরিয়া
অসংখ্য ধন্যবাদ
Donnobad vaiya..... Ami apnr ei poddoti ta follow korbo... Dekhi allah valo kore kina.... Valo hole apnr jonno dowa korbo Insha-Allah. .. R review dibo
আল্লাহ এমন রোগ থেকে আমি সহ আমাদের সবাইকে হেফাজত করুন
Amar celer boyos 4 bocor.or ata hoyece onek kicu korteci tao jaccena cinty asi
amin
আমিন
আলহামদুলিল্লাহ
আমিন
বাংলাদেশের একমাত্র চ্যনেল যেটা কোনো কিছু বাদ রাখে না thank somoy tv❤
Piles l fissure l fistula l somoy tv
এমন ভাবে লিখেছেন ,যেন এ গুলো সব ই রোগ
থ্যাঙ্ক ইউ স্যার আপনি খুব সুন্দর কথা বলছেন
tnx vai
অনেক উপকার হলো
subscribe করে দিলাম ভাই।
Vaiya ami oparetion korsi 4 bosor agy but akhon aber molder dara pani asy,vaja vaja lagy er jonno ki koronio vaiya....jodi bolten upoker hoto onek😢
সময় TV কে ধন্যবাদ
আমার পায়ুপথ জ্বালা করছে আজ সকাল থেকে, কোনো রক্ত বের হচ্ছে না। বসে থাকলে হালকা ব্যাথা অনুভব করছি। কিন্তু দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলে কিছু ব্যাথা অনুভব করছি না,এটা কিসের লক্ষন? স্যার বলবেন
কিন্তু আমার প্রথমে একটু পায়খানা হচ্ছে তারপরে আর হয় না প্রেসার দিই কিন্তু পায়ু দারের মুখ বন্ধ হয়ে থাকে কিছুতেই আর পায়খানা বেরয় না এটা কি জন্য হচ্ছে যদি একটু বলেন?
আপনার কি এই সমস্যাটা ঠিক হয়েছে?
@@pabnarsourov6069amr o same somossa ki kora jete pare...apni ki sosto hyesen
আল্লাহ মাফ করো
আপনি কি রাজশাহীতে বসেন নাকি স্যার
৫ দিন ধরে আমার মলদ্বারের পাশে একটা ছোট বিচির মত হইছে,আমি হালকা ভাবে ধরার পরে সেটা ফেটে রক্ত বের হইছে,কিন্তুু আগে কখনো রক্ত বা জ্বলা পোড়া কোনো সমস্যা ছিলোনা,একে বারে হঠ্যৎ হইছে,পরে আমি স্যাভলন দিয়ে ধুইছি,এখন বর্তমানে দেখি সেখানে একটা ছোট মুখ হয়ে আছে,বাথরুম করলে ময়লা টা যদি লাগে তাহলে পোড়ায়,পানি লাগলেও প্রথমে পোড়ায়,এবং এখন জ্বলে,আমি ঘরোয়া ভাবে গরম পানি ও পভিসেভ দিয়ে ১০/১৫ মিনিট দিনে ২/৩ বার বসে থাকি,এখন কি করনীয় দয়া করে আমাকে জানাবেন,যদি জানা থাকে,
Sir amer onak din thaka ac ay somossa akhun amer payu pot mol tag korar somay kater motow phura santi vaba mol tag korta pari na
স্যার আপনার শরণাপন্ন হতে চাই স,,, এনালফিসারের জন্য
স্যার আমার আমার পায়ুপথের মাংসপেশি ফুলে গেছে এবং পায়ুপথের চামড়ার এক কোনে ছোট আকৃতির ক্ষত হয়েছে কিন্তু কোনো রক্ত যায় না এর কারণে পায়াখানা করার পূর্বে এবং পরে ব্যাথা জালাপোড়া করে, কখনও কখনও পায়খানার রাস্তা টাইট হয়ে যায় এবং ব্যাথা করে কোনজায়গায় ঠিকমত বসা যায় না, এটা কোন সমস্যা হয়েছে এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো দয়া করে 🙏 জানাবেন।
13
9
Same
Hm dada amaro same tmr ki kora vlo hoyacha aktu bolona plz😭😭😭😭
ভাই আমারও একই সমস্যা
সেইম 😢😢
এটা অ্যানাল ফিসার
রক্ত বের হয় না ফুলে গেছে ব্যাথা করে।,,,, চিকিৎসা করে ও সুস্থ হচ্ছি না 🥺
এখন কেমন আছেন?
Bon amar amio eki shomossha y vugsi, allahor kase shusthota kamona korsi jara jara ei roge vugsen😭
নাজমুল হক স্যার কোথায় বসেন?
কেউ জানলে জানান প্লিজ।
বড় সমস্যায় আছি।😢
Khoj paile aktu janaben plz
আমি ছাফী পাইল খেয়ে অনেক ভালো হয়েছি❤️🙏
ভাইয়া ছাফী পাইল কোথায় পাওয়া যাবে
@@ohi_islam6269 যেকোনো ফার্মেসীতে,,, এখন দাম ২০০
এটা কোথায় পাওয়া যাবে ?
Doya kore bolben plzzzz 4bocorer baccar hole ki korbo ar cafi pile kothy theke nibo?
হামদর্দের ফাইল ঔষধ। নাম ছাফী। যে কোনো ঔষধের দোকানে পাওয়া যাবে। আমিও খাচ্ছি। খুব উপকারী একটি ফাইল।
আপনার সাথে কি ভাবে যোগাযোগ করব
আচ্ছা স্যার আচ্ছা স্যার আমার পায়খানা রাস্তার ভিতরে ঘাড় মত হয়ে গেছে আরকি ছোট ছোট মত হয়ে গেছে
ai problem hole ki baby conciv hote problems hoi plz kew janle janaben
নাহ ❤❤।
sir ar sathe kivabe jogajog korte pari
পায়ুপথে কষা পায়খানা হয় রক্ত বের হয় তখন আর আমার পায়ুপথে রাবারের মতো যে অংশ আছে ওইটা একটা একটু লুস মানে নিচের দিকে নেমে থাকে এটার মানে কি পাইলস
hmm same 😢
আমার একটা piles হয়ে বাইরে বেরিয়ে আছে খুব ব্যাথা করে কি করবো
Parbati ayurvedic নাও
আমার আম্মুর একই সমস্যা ভুগছেন এই,রোগটির,জায়্গায় শিকরবেদে,গেছে এখনো কোনো সমস্যা হবে 🥹🥹🥹🥹🥹
দাদা এটা চিকিৎসা কিভাবে করব
পায়ুপথের বাহিরে আলাদা একটু মাংস এটা থেকে মাঝে মধ্যে ব্যথা করে আবার অনেক দিন পর পর রক্ত বের হয়
Sir amir paikhana rasta chulkai
ফিস্টুলার প্রতিকার কি
আমার অনেক চুলকানি দেয়৷। হাল্কা ভিতরের দিকে৷কি করবো???
৩ য় নাম্বার পাইলস টা আমার এইটার থেকে বাঁচার উপায় কি আমার বছর ১৫ আমি একজন ছেলে 🙂💔
এটার চিকিৎসা নিন ডাক্তারের কাছে গিয়ে না হয় একসময় এটা ক্যান্সারের দিকে চলে যাবে তখন আর বাঁচতে পারবেন না যদি চিকিৎসা করেন আমি একজন ডাক্তারের ঠিকানা দিতে পারি তিনি বরিশালে বসেন
স্যার আমার তো বাইরে গেলে পুরো মলদ্বারে বের হয়ে আসে। এটার কি কোন উপায় আছে
Anal fisar ar operation ar infection hole koronio ki..
❤
আসসালামু আলাইকুম,,, আমার পায়ুপথের বাহিরে অর্থাৎ ডান পাশে একটা বুটার মতো হয়েছে এটার করণীয় কি।
Vai amr ba pase. Kintu seta vitore abr hat diye ektu tan dile dekha jay bahire ase. Betha 3din jabot ajk ektu besi onk voy lagtse eta ki piles?
ভাই এটা কিন্তু একটি নিউজ চ্যানেল ডক্টরের প্রাইভেট ইউটিউব চ্যানেল না। আপনার সমস্যাগুলো কমেন্ট বক্সে না বলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেন।
তবে আপনার কথা শুনে মনে এমনটাই কিছু।
এটা এমন একটা রোগ যেটা বেশি দেরি হয়ে গেলে সার্জারি করতে হতে পারে।
@@thetimeterminal8861😢😢hmm daktar dekhan amar same 🥺
Amar hoiche ki korbo,,
স্যার
স্যার মলত্যাগের সময় খুব সমস্যা হয়
Mol teger somoy,Amer moler sathe rokto ber hoy,onek jala pura kore but mol teger pore kisu byre ber hoyni akhono,ki korbo bujtesina
আপনি পরে কী কোনো চিকিৎসা করাইছেন???
আপনি পরে কী কোনো চিকিৎসা করাইছেন???
@@mdtalha4097 kobirajer osudh khya valo hoyse
@@shathiakter6933 কতোদিন ধরে এই সমস্যছিল???
বাসা কোথায় আপু
Anal fissur teke ki fistula hoy
আসসালামু আলাইকুম
ভাইয়্যা আপুরা কেউ কি আমাকে একটু বলবেন প্লিজ
আমার যখন বাথরুমের প্রেশার আসে তখন আমার কোমরে জ্বলে
প্রথমে আমার কোমরে জ্বলে তারপর বাথরুম এর প্রেশার আসে
এটা কিসের লক্ষন কেউ কি একটু বলবেন প্লিজ
আমার ফুল বা চুকাই এর করওনি কি
piles hole koronio ki
সমাধান কি
সব রকম পাইলসের জন্য বেসজ ঔষধ দেওয়া হয়। আল্লাহর রহমতে ১০০% সুস্থ হবেন - সারা জীবনের জন্য। মাত্র ১০০০ টাকায়। আল্লাহু আকবার।
Ami kotha bolte sai
স্যার আমার চার বছর ধরে পাইলস হয়েছে ভিতরে ডুকাতে পারি না সব সময় বাইরে থাকে মলদানের সময় অনেক ব্যথা ও রক্ত বের হয়
Same vai
Same
আপনি আরো চার বৎসর অপেক্ষা করুন। ব্যাথা উপভোগ করে । তারপর অপারেশন করুন
ভাই ডাক্তার দেখান না কেন
আমর খুব রক্ত পরে। মল্ দোরের মুক দিয়া কি করবো
আমার তো মলদ্বারের সাইডে মাংস পিন্ডের মতো গজিয়েছে কিন্তু সেটা ব্যাথা করছে না। এটা কি পাইলস??
Amaro same vai kono trwatment koraicen naki
@@mahmudmijan8830 na
Hmm
Same problem
উনি কন হাসপাতালে বসে উনার সিরিয়ার দেওয়া যাবে
Sar hamare paise samosa samadhan deewan ki
😭😭😭😭😭 আমার একটা গোল মাংস বেড় হয়ে আসছে মলদ্বার দিয়ে
আমারও একই অবস্থা আপনি কি এখন সুস্থ,??
আমার মাংস বেরিয়ে আছে ভেতরে ধুকে না
Holi ke upay
25.yars..ami.boktasi..
😊@
আমার ৪ এটা ভিতরে ঢুকে না বাইরে আছে কোন রকম ব্যথা রক্ত নাই কি করবো পরামর্শ চাই
Doctor number pagal
স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে
আপনার বাড়ি কোথায় এটার জন্য বরিশালে ডাক্তার বসেন যদি চিকিৎসা করেন ঠিকানা দিতে পারি
আমারও সেম সমস্যা আমি চিকিৎসা করছি
Z
I am a number tantalum
স্যার আমার অনেকদিন থেকেই সমস্যা।।
২/৩ মাস পর পর রক্ত আসে।।
কিন্তু ব্যাথা নেই।।
মাজে মাজে রক্ত আসার আগে বা যেদিন রক্ত আয়াবে সেদিন একটু ব্যাথা অনুভভ হয়।।
এইটা কি রোগ।।
পাইলস,, এনাল ফিসার না ফিস্টুলা।
আল্লার উপর বিশ্বাস করে মাত্র ১০০০ টাকায় গাছন্ত ঔষধ নিন, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য মলাদারের যে কোন সমস্যা ভালো হয়ে যাবে। ইনবক্সে আসতে পারেন
Pails
সঠিক
Bhai apna phone number to de bhajan
❤