আনন্দপথ-৩৬৫ মূলাধারে, মনিপুরে, অনাহত চক্রে জপ ও ধ্যানের পদ্ধতি।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2022
  • #anup_b_acharya
    #anandapath_365
    #spiritual_motivational_talks_bangla
    বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে ফোন করতে পারেন, যখন তখন নয়--। Mobile number-- 9836763214
    মূলাধারে, মনিপুরে, অনাহত চক্রে জপ ও ধ্যানের পদ্ধতি
    অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। যোগীবর বরদাচরণ মজুমদার ছিলেন একজন সাধারণ সংসারী মানুষ। সাধনার দ্বারা নিজেকে উন্নত করে তিনি সাফল্যের চূড়ায় পর্যায়ে অবস্থান করেছিলেন। এখানে সাধারণ মানুষের জন্য তাঁর সাধনার নির্দেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবটা শুনে দেখুন কেমন লাগে।
    আনন্দপথ প্রাচীন ভারতীয় ধর্মীয় সংস্কৃতি বিষয়ক এক আলোচনা মঞ্চ। বেদ, উপনিষদ, পুরাণ, সিদ্ধপুরুষ ও মহাপুরুষদের বিভিন্ন লেখায় ছড়িয়ে রয়েছে এদেশের ধর্মীয় সংস্কৃতির অসংখ্য সূত্র। সেসবের পুনরালোচনা করা আমাদের কাজ। এই কাজে আমাদের সঙ্গী হোন।
    Advisor-Mrs Sharmistha
    Technical Advisor--Kaushik Chattopadhya
    Camera- Sourendra Swastik Das
  • เกม

ความคิดเห็น • 185

  • @kripamoyroy8709
    @kripamoyroy8709 7 หลายเดือนก่อน +2

    গুরুদেব আপনাকে করজোড়ে প্রণাম জানাই।

  • @akhilmondal4895
    @akhilmondal4895 2 ปีที่แล้ว +7

    মানুষের নানা ভালো মন্দ মন্তব্যের মাঝেও মানুষের জন্য আপনার এই কাজের জন্য অন্তর থেকে সাধুবাদ জানাই।প্রণাম নেবেন।

    • @goutamchowdhury4550
      @goutamchowdhury4550 2 ปีที่แล้ว +1

      আপনাকে কাছে থেকে পাচ্ছিনা এটা একটা যন্ত্রনা, আমাদের নিজেদের একটা যায়গা খুবই প্রয়জন, আপনার কথা অনুযায়ী খোজ চালিয়ে যাচ্ছি। ভাল থাকবেন।

  • @bhadraneebhattacharjee2689
    @bhadraneebhattacharjee2689 2 ปีที่แล้ว +4

    আচার্য ঠাকুর🙏🙏, আপনার আলোচনা খুবই মূল্যবান। ভীষণ ভালো লাগছে।

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 2 ปีที่แล้ว +1

    নমস্কার দাদা। এই আলোচনা অতি সুন্দর ও উচ্চস্তরের। এবং খুব ই কার্যকরী ও উপকারী। মানুষ জন এতে বেশ উপকৃত হবেন। যোগীবর এর চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই ।আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। 🙏🙏🙏🙏

  • @pradiptaghoshdastidar8330
    @pradiptaghoshdastidar8330 2 ปีที่แล้ว +1

    অনেক উপকৃত হচ্ছি আপনার আলোচনা শুনে । প্রণাম নেবেন দাদা

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 ปีที่แล้ว

    আপনার আলোচনা গূলি খুবই ভালো খুবই সহজ সরল ও প্রাঞ্জল গুরুদেব আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @ipsitapaul8291
    @ipsitapaul8291 ปีที่แล้ว

    Khub bhalo laglo .apnake osonkhyo pronam

  • @ProgressiveRADC
    @ProgressiveRADC หลายเดือนก่อน

    Pranam Maharaj. Swami Vishuddhananda er kriya jeta uni onar sishyo der ke diten sei bishoye alokpat korle upokrito hotam.

  • @nemaijash9817
    @nemaijash9817 2 ปีที่แล้ว

    অপূর্ব অপূর্ব

  • @palashbhattacharjee970
    @palashbhattacharjee970 ปีที่แล้ว

    সহজ সাবলীল বর্ণনা। প্রেরণা যোগায়। ভালো লাগে 🙏

  • @suklaadhikary3204
    @suklaadhikary3204 2 ปีที่แล้ว

    অজশ্র প্রনাম আপনাকে।চোখ নিয়ে খুব অসুবিধে ভোগ করছি।লিখতে খুব কষ্ট হচ্ছে।এই অনুষ্ঠান দেখে অনেক অজানা তথ্য জানতে পারছি।আবার আপনাকে আমার বিনম্র প্রনাম।

  • @malatipaul9659
    @malatipaul9659 ปีที่แล้ว

    বাবা আপনার থেকে নতুন পথের সন্ধান পেলাম। আপনাকে ও বাবা বরদা চরন মহাশয় কে আমার শতকোটি প্রনাম🙏🙏🙏🙏 💐💐💐💐।

  • @gouutamchoudary7446
    @gouutamchoudary7446 2 ปีที่แล้ว

    KHUB BHALO LAGLO. JOI HOKE APNAR.

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 ปีที่แล้ว

    Joy guru khub mulloban alochana 🙏🏻🙏🏻

  • @shibnathbasu8441
    @shibnathbasu8441 ปีที่แล้ว

    সশ্রদ্ধ প্রণাম জনাই আপনাকে । আজকের দিক ভ্রষ্ট মানুষ কে সাধনার কথা বলছেন । অন্তত কিছু ভাগ্যবান মানুষ তো উন্নত হবে ?

  • @malinabiswas3479
    @malinabiswas3479 2 ปีที่แล้ว

    Apurba !!apni amar Pranam neben 🙏🙏💞💞

  • @seemasaha9994
    @seemasaha9994 2 ปีที่แล้ว

    Apni Amar pronam neben 🙏. Vogoban apnak sustho rakhun.

  • @salinabegum4016
    @salinabegum4016 2 ปีที่แล้ว

    Thank you guruji ami anek upokrito holam onek valo thakben pranam

  • @subhaschatterjee4722
    @subhaschatterjee4722 2 ปีที่แล้ว

    Very Nice.

  • @monjudas3305
    @monjudas3305 2 ปีที่แล้ว +3

    প্রণাম ঠাকুর।আপনার আলোচনা মনে খুব শান্তি দেয়

  • @ishaanmaji877
    @ishaanmaji877 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ও প্রনাম নবেন।। অনেক কিছু জানতে পারলাম।।

  • @parthamandal4595
    @parthamandal4595 2 ปีที่แล้ว

    Valo sir🙏🙏😍😍

  • @khukonakhay1971
    @khukonakhay1971 ปีที่แล้ว

    আপনাকে প্রনাম

  • @sephalidas5778
    @sephalidas5778 2 ปีที่แล้ว

    Pranam baba apni bholo thakun r amadar path chanan

  • @user-vl1ju2ew1w
    @user-vl1ju2ew1w ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @bidduthpaul670
    @bidduthpaul670 2 ปีที่แล้ว +6

    মহারাজ জি, স্বাধিষ্ঠান চক্র ও বিশুদ্ধ চক্র বাদ গেল কেন ? দয়া করে আগামী পর্বে বুঝিয়ে বলবেন । আপনাকে অসংখ্য প্রণাম জানাই।

  • @arjunchakraborty673
    @arjunchakraborty673 2 ปีที่แล้ว +2

    যোগীবর বড়দাচরণ ওঁ এবং ব্যোম্ মন্ত্র বিষয়ে কি বলেছেন সেটা একটু আলোচনা করলে উপকৃত হব। আমার প্রণাম নেবেন।❤️❤️

  • @pradipkumarmukherjee8958
    @pradipkumarmukherjee8958 ปีที่แล้ว

    Achyrya thakur apnar pratiti katha amrita swarup. Apnar pratiti katha jeno antare bidhe jai. Apni daya kore jadi pratiti chakrer mantra separate vabe balen tahale khubui.i.i upokrta hoi. Pramamante apnar ekanta anugata ek bhakta.kripa karun amay.ar kichhu chai na.praman neben thakur.pacs

  • @alpanaroy4766
    @alpanaroy4766 2 ปีที่แล้ว

    এগুলো অনেক দিন আভ্যাস করেছি, কিন্তু কিছু ফল না পেয়ে ছেড়ে দিয়েছিলাম, আমার নিষ্ঠা ও ধৈর্যের অভাব ছিল তাই ফল পাইনি, আপনার কথায় আবার আশা জাগলো, আবার শুরু করবো

  • @tusharroy401
    @tusharroy401 2 ปีที่แล้ว

    দাদা সশ্রদ্ধ প্রনাম নেবেন। খুবই মূল্যবান উপদেশ পেলাম

  • @bratishankarrudra5307
    @bratishankarrudra5307 2 ปีที่แล้ว +1

    Diner par din ai relegios Kotha bolchen ata màa saraswatir Asesh kripa.pronam.

  • @saraddevsharma260
    @saraddevsharma260 ปีที่แล้ว

    আপনাকে আমার শত কোটি প্রণাম, আপনার এই ভিডিও গুলো দেখে আমরা অনেক কিছু জানতে পারছি, আপনার কাছে একটি নিবেদন রইল, যদি "সুরত শব্দ যোগ " সম্পর্কে কিছু বলেন ও সাধন প্রণালী জানান তাহলে উপকৃত হব। বা কোথায় পাওয়া যেতে পারে এই সাধন -প্রণালী সেটা সম্বন্ধে যদি বিস্তারিত বলেন তাহলে ধন্য হব …🙏

  • @subratamisra3871
    @subratamisra3871 2 ปีที่แล้ว

    Very nice tips, please brief navi dhyan, any risk?pranam.

  • @parthamondal1805
    @parthamondal1805 2 ปีที่แล้ว +1

    Om paramatmane namo

  • @soumensaha1354
    @soumensaha1354 2 ปีที่แล้ว

    প্রনাম নেবেন আচার্যী-দাদা, আমি আপনার আলোচনা প্রথম থেকে দেখছি , অসাধারন লাগে, অনেক কিছু জানতে পারছি আপনার সান্নিধ্য, দেখা করার আশায় আছি, মনে মনে আপনাকে আমি গুরুআসনে মেনেছি, তাই প্রথমেই আমার গুরুপ্রনাম ও আন্তরিক শ্রদ্ধা নেবেন ।।। দয়া করে আমাকে একটু পথ দেখান,, এই আলোচনা বা পূর্বের আলোচনায় একটি কথা বারেবারে শুনছি, কিন্তু feel করতে পারছি না,
    মূলাধার থেকে মহাপ্রান শক্তিকে কল্পনা দ্বারা তুলে আনার যে বিষয়টি আমরা পাচ্ছি , সেটি কে কী ভাবে কল্পনা করব, - উজ্জল আলো, শীতল বা উষ্ণ বায়ুপ্রবাহ, না কি কোন সর্পিল প্রবাহ, --- যাতে আমি সেই মহাপ্রানশক্তির গমনাগমন অনুভবে পেতে পারি,,,দয়া করে মার্গ দর্শন করান, এই বিষয় টি জানার জন্য অধীর হয়ে আছি, 🙏🙏🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      প্রত্যেকবার মহাপ্রাণ শক্তিকে কূটস্থে আধা মাত্র একটা মৃদু ধাক্কা বা কোন অন্য অনুভূতি হবে-। শক্তি যে উপরে উঠে আসছে বা নীচে মূলাধারে পৌঁছচ্ছে -- তাও অনুভব করা যায়। আলো বা শীতল- উষ্ণের কল্পনার কোনো প্রয়োজন হয় না। তবুও অসুবিধে হলে আলোক বিন্দু রূপে কল্পনা করতে পারেন।

    • @soumensaha1354
      @soumensaha1354 2 ปีที่แล้ว

      @@anupbacharya5711 ধন্যবাদান্তে প্রভাত শুভেচ্ছা ও আন্তরিক প্রনাম নেবেন ।। 🙏🙏🙏

  • @kalikantaroy4623
    @kalikantaroy4623 ปีที่แล้ว

    Namaskar.Acharyamahasay.Apanarkathasunle.manbekulhaejaysir

  • @suranjanapurkayastha8993
    @suranjanapurkayastha8993 2 ปีที่แล้ว

    Pronam🙏🙏🙏

  • @Dilip-db8kf
    @Dilip-db8kf ปีที่แล้ว

    Porom honso jogananda er jogi kothamrita book ti porte bolben
    Kolaghat purba medinipur

  • @subirmazumder2409
    @subirmazumder2409 2 ปีที่แล้ว +2

    যোগীবর বরদাচরণের বই প্রত্যেক যোগীর পড়া উচিত

  • @biki779
    @biki779 2 หลายเดือนก่อน

    চক্র গুলো কি কি রঙের এই বিষয়ে যদি আলোচনা করেন তাহলে কল্পনা করতে সুবিধা হবে আর চক্রের আকার কেমন যদি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন অনুরোধ রইলো🙏🙏🙏🙏🙏

  • @pranabrudra2932
    @pranabrudra2932 2 ปีที่แล้ว

    🙏

  • @pravakarmajumder5100
    @pravakarmajumder5100 2 ปีที่แล้ว +1

    প্রণাম, আপনি যে মন্ত্র গুলি বললেন, আমি প্রতিদিন যে দীক্ষিত মন্ত্র জপ করি সেটা ছাড়াও কি এই মন্ত্র জপ করতে পারি দয়া করে একটু পরামর্শ দেবেন, ভালো থাকবেন 🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      এসব কথা তো ভিডিওতে বলাই হয়েছে, আরেকবার শুনে দেখুন।

  • @mrinalinikundu6130
    @mrinalinikundu6130 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @chandrashekhardas5803
    @chandrashekhardas5803 2 ปีที่แล้ว

    Pronam niben sir.

  • @rituseth6248
    @rituseth6248 2 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @sudhangshubhattacharya4991
    @sudhangshubhattacharya4991 2 ปีที่แล้ว

    Is any specific colour for different chakras followed

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      Ya, there's different fixed colour for chakras.

  • @user-qm6ib5qi6h
    @user-qm6ib5qi6h 8 หลายเดือนก่อน

    আমাদের জাতীয় কবি কাজীনজরুল ইসলাম উনার গুরু গরদা চরন মজুম দার

    • @anupbacharya5711
      @anupbacharya5711  8 หลายเดือนก่อน

      বানাব বিষয়ে সতর্ক হোন।

  • @sharminsultana2633
    @sharminsultana2633 ปีที่แล้ว

    আমি মানব দেহের যে সাতটি চক্র আছে সেটা নিয়ে আর একটু সবিস্তারে জানতে চাই। অনুরোধ করছি এই সাতটি চক্র নিয়ে কিছু বলতে

  • @avijitbanerjee5344
    @avijitbanerjee5344 2 ปีที่แล้ว

    Bisuddha chakra te ki kono jap korar darkar ache pranam neben

  • @mukulikaganguly4071
    @mukulikaganguly4071 2 ปีที่แล้ว

    🙏🌹🌹🌹

  • @sulatabhattacharjee1569
    @sulatabhattacharjee1569 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @indranimitra8823
    @indranimitra8823 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnabhattacharya3898
    @krishnabhattacharya3898 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babondey7709
    @babondey7709 หลายเดือนก่อน

    Guru agga chara ki chakre bosa jay

  • @lnslogistics4191
    @lnslogistics4191 ปีที่แล้ว

    Dear Sir, would pls confirm me whether I will utter those words in mind or by sounding it? Pls let me know by your prompt reply. Thanks.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      মনে মনে উচ্চারণ করবেন। নিজের নাম জানালে খুশি হবো।

    • @lnslogistics4191
      @lnslogistics4191 ปีที่แล้ว

      Thanks. B. Rdgs/Subrata Kumar Sarkar

  • @nanditabhattacharya9749
    @nanditabhattacharya9749 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ratanpal2006
    @ratanpal2006 2 ปีที่แล้ว +1

    প্রণাম গ্রহন করবেন। আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে, আমি নীচে সেই প্রশ্নগুলি লিখলাম :
    ১. সম্পূর্ন প্রক্রিয়াটি আপনি যেমন বুঝেছি সেটি হল,
    মনকে স্থির করা - নাড়ি শোধন প্রাণায়াম - ক্রিয়াযোগ অনুশীলন বা ইস্টের জপ - চক্র জাগরণ প্রক্রিয়া
    আমি কি সঠিক বুঝেছি?
    ২. চক্র জাগরণ প্রক্রিয়ার মন্ত্রগুলি কি সোচ্চারে হবে নাকি মনে মনে নিরুচ্চারে করা যাবে?
    ৩. চক্র জাগরণ ক্রিয়াটি কি গুরুর তত্ত্বাবধানে করা উচিত নয়?
    ৪. গুরুর তত্ত্বাবধানে না করলে কোন ভুল ত্রুটি হলে কিভাবে তা বোঝা যাবে এবং ক্রমাগত সেই ভুল অনুশীলনের ফলে কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা কি নেই?
    অনুগ্রহ করে এই প্রশ্নগুলোর উত্তর দিলে বাধিত হব।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ১০ই মের রাতের আলোচনা শুনে দেখুন।

  • @panchamsen9102
    @panchamsen9102 2 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো 🙏 শুধু জানার এই যে সময় টা কি ভাবে রাখবো 5/7 হলো কি না? আর এই সাধনা র সময় কি চোখ খোলা না বন্ধ থাকবে? দয়া করে জানাবেন 🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      কাল শুনতে পাবেন আশাকরি।

  • @avijitbanerjee5344
    @avijitbanerjee5344 2 ปีที่แล้ว

    japer somoy sash prashas ki savabik thakbe pronam neben

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      স্বাভাবিক থাকবে।

  • @manikdutta815
    @manikdutta815 11 หลายเดือนก่อน

    আমি নীচে বসতে পারি না চেয়ার বসে চেষ্টা করি কোন্ অসুবিধা হবে না তো

  • @minagorain2427
    @minagorain2427 2 ปีที่แล้ว

    Apni amar pronam neben apniki Lahiri babar sadhon padhatid katha bolchen Daya kore janaben

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      বাক্য অশুদ্ধ, সঠিক মানৈ বুঝলাম না।

  • @bipulbanerjee1813
    @bipulbanerjee1813 2 ปีที่แล้ว

    গুরু ছাড়া কি ভাবে সম্ভব? সদগুরু র সন্ধান পাওয়া দরকার।যিনি আমাকে আমার গুরুর কাছে পৌঁছাতে সাহায্য করবেন।।

  • @subirbasu898
    @subirbasu898 ปีที่แล้ว

    muladhar theke suru kore abar muladhare phireaste hobe dwidal hoye ..etai barodababur upay

  • @ajitsengupta37
    @ajitsengupta37 3 หลายเดือนก่อน

    Swadisthan ar Bisudha chakra r Katha kano Bad dewa holo jadi ektu bujhie bollen tahole upakrita hoi . Pronam neben. Bhalo thakben.

  • @byasdevmandal5278
    @byasdevmandal5278 ปีที่แล้ว

    Ai sadhanar book er naam ki

  • @banshibadandawn3500
    @banshibadandawn3500 ปีที่แล้ว

    Sir apna r Saatha jogajog kortey Parle upoker paytam, joga jog korar thikana, sir anurodh royal lo please

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      ৭৫৯৫৮৫২২৩১ নম্বরে বিকাল ৪-৬টার মধ্যে ফোন করতে পারেন।

  • @km9994
    @km9994 ปีที่แล้ว

    ,দয়া করে ক্রিয়াযোগ কেমন করে করতে হবে অনুশীলন করে দেখান

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      অনেক আগে বহুবার দেখানো হয়েছে। রাজযোগ playlistএর ভিডিও দেখুন।

  • @amukhopa100
    @amukhopa100 2 ปีที่แล้ว

    Nomoskar, amar pronam neben...amar ekta choto proshno chilo...jop ta ki mone mone korte hobe na ucharon kore ?

  • @banimukherjee3904
    @banimukherjee3904 2 ปีที่แล้ว

    Popor kono parboi paoa jai na, ki kore pabo par par?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ইউটিউবে সার্চ বাটন্ স্পর্শ করে চেয়ে নেবেন।

  • @ramharichanda397
    @ramharichanda397 ปีที่แล้ว

    গুরুদেব প্রনাম নেবেন। মন্ত্র গুলো কি মনে মনে জপ করবো ?

  • @rajdippatra7867
    @rajdippatra7867 2 ปีที่แล้ว

    নাভি চক্র বা মনিপুর চক্র টির অবস্থান নাভিমূলে বিপরীতে নাকি নাভি মূলের উপরে বিপরীতে। দয়া করে বলুন।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      উপরে বিপরীতে কেন হতে যাবে? স্পষ্ট করে বলা হয়েছে যে, নাভির বিপরীতে।

  • @uptaldas2502
    @uptaldas2502 4 หลายเดือนก่อน

    গুরুজি যে শক্তি সম্পর্কে আমি কিছুই জানি না কিভাবে বুঝব সেই শক্তি আমার শরীরে উপরে উঠছে ? সেই শক্তি শরীরে কেমন অনুভব হয় ?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  4 หลายเดือนก่อน +1

      সামনে এলে আলোচনা করা যায়।

  • @biki779
    @biki779 2 หลายเดือนก่อน

    এ ক্ষেত্রে স্বাস প্রসাসের দিকে কোনো খেয়াল রাখতে হবে কি না যদি বলেন তবে উপকৃত হবো

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 หลายเดือนก่อน

      জপে মন দিতে হবে।

    • @biki779
      @biki779 2 หลายเดือนก่อน

      🙏ধন্যবাদ

  • @Go2AM
    @Go2AM 2 ปีที่แล้ว +2

    এই চর্চার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন আছে..নাড়ি শোধন প্রাণায়ামের পধ্যতি টা কত নম্বর ভিডিও তে পাওয়া যাবে স্যার? ~Thanks and regards, AM.

    • @pranabrudra2932
      @pranabrudra2932 2 ปีที่แล้ว +1

      ১৮৮ পর্বে

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      একদম সঠিক।

    • @krishnapadabaidya
      @krishnapadabaidya 2 ปีที่แล้ว

      আপনি Anup B Acharya লেখার বামদিকে একটা circle এর মধ্যে capital A লেখা আছে সেখানে touch করুন এবং play list a touch করে দেখে নিন। নমস্কার।

    • @krishnapadabaidya
      @krishnapadabaidya 2 ปีที่แล้ว

      188 পর্ব

    • @Go2AM
      @Go2AM 2 ปีที่แล้ว

      @@pranabrudra2932 Thank you.

  • @deboprosadchoudhury3921
    @deboprosadchoudhury3921 2 ปีที่แล้ว

    এই পর্বের পূর্ব পূর্ব পর্ব গুলি র ক্রমিক সংখ্যা অনুগ্রহ করে বলুন

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ৩৬৫ পর্বের আগের ক্রম নিশ্চয়ই ৩৬০, ৩৬১, ৩৬২ ইত্যাদি হবে।

  • @kallolbala
    @kallolbala ปีที่แล้ว

    🙏...'Ong লং,রং ও ইয়ং' না 'Omm লং,রং ও ইয়ং'' কোনটা সঠিক উচ্চারণ...?
    এবং 'লং,রং ও ইয়ং' na 'লম্ ,রম্ ও ইয়ম্' কোনটা সঠিক উচ্চারণ...
    জানাবেন কি ???...

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      উচ্চারণ শুনলেই বোঝা যায়। বুঝতে না পারলে ফোন করতে পারেন।

  • @tirthankarraha3323
    @tirthankarraha3323 ปีที่แล้ว

    So Hum ei mantro ja karle hay na

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      আপনি তো সবই জানেন। হয়, হয়, সব হয়।

  • @monikachakraborty2598
    @monikachakraborty2598 ปีที่แล้ว

    M

  • @pallabdutta2067
    @pallabdutta2067 2 ปีที่แล้ว

    Apni j montro ta bolchen,sekhame
    Om montrota amar guruji bolechen jara brmhon na tara uchcharon korbena taholey kibhabe korbo ? Daya kore bolben.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ওম্ পরমেশ্বর বা পরম ব্রহ্মের বাচক শব্দ। এই ব্রহ্মান্ডের সকলের সেই নাম উচ্চারণ করার অধিকার আছে।

  • @krishnapadabaidya
    @krishnapadabaidya 2 ปีที่แล้ว

    আপনারা দয়া করে মনোযোগ সহকারে বিভিন্ন পর্বগুলি শোনার চেষ্টা করুন তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর কোন ভিডিওতে কি কি আছে সেটা আপনারা প্লে লিস্টে গিয়ে খোঁজ করুন। এভাবে যোগীবর এর সময় নষ্ট করলে সকলে অনেক কিছু থেকে বঞ্চিত হব সময়ের অভাবে। Playlist কি ভাবে পাবেন? সেখানে চ্যানেলের নাম লেখা আছে তার বাঁ দিকে একটা circle মধ্যে বড় হাতের A লেখাটা পাবেন। সেখানে টাচ করলে video, playlist ইত্যাদি দেখতে পাবেন। ওখানে গিয়ে প্লেলিস্ট এ টাচ করুন সবকিছু দেখতে পাবেন। তখন আপনার প্রয়োজন মত vdo গুলো দেখে নেবেন। নমস্কার।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে।

  • @SouravGhuri
    @SouravGhuri 2 หลายเดือนก่อน

    ধ্যান‌ করার‌ সময়‌ ভয়‌ ভয়‌ লাগে‌ একটু‌ বলবেন‌ গুরু‌ জি

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 หลายเดือนก่อน

      নিজের মনকে প্রশ্ন করুন - কেন ভয়, কিসের ভয় !

  • @asiskumarghosal2358
    @asiskumarghosal2358 2 ปีที่แล้ว

    আপনি যে যে বর্ণগুলো উচ্চারণ করলেন অনুস্সার সমেত ( তার মানে ), ও আদি ও উৎস এবং কেন সেই সেই চক্রে স্থান পেয়েছে , যদি জানা থাকে দয়া করে জানাবেন নমস্কার

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      এজাতীয় গুহ্য তত্ব এখানে প্রকাশ করা যায়না।

  • @dhrubthewarrior1443
    @dhrubthewarrior1443 2 หลายเดือนก่อน

    প্রণাম মহারাজ, জপ কি উপাংশু করব?

  • @aritrasanyal9003
    @aritrasanyal9003 2 ปีที่แล้ว

    Jethu yogibar ajna Chakra e surya murti dhyaner katha bolechen abar gayatri jaap er samay ajna Chakra e surya murti dhyan er katha gandha baba o bolechen ei surya murti to je rakam khali chokhe dekhi temon hoy na er artho ki khanikta bastab o kalpana meshano?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      কালকের আলোচনা শুনবেন।

  • @Dilip-db8kf
    @Dilip-db8kf ปีที่แล้ว

    Path harar path khub valo book

  • @tulikasantra9598
    @tulikasantra9598 2 ปีที่แล้ว

    প্রণাম জানাই,মন্ত্র গুলি মনে মনে জপ্ করলে চলবে? একটি চক্র তে পাঁচ মিনিট হলো কি ভাবে বুঝবো? শত কোটি প্রণাম।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว +1

      জপ তো মনেই করতে হয়। বলা হয়েছে ৫/৭ মিনিট, তার মানে আন্দাজ করে সময় টা বুঝে নেবেন।

  • @rajadas5825
    @rajadas5825 2 ปีที่แล้ว

    তবে কি লাহিড়ী মহাশয়ের ক্রিয়া বাদ?অপেক্ষায় রইলাম আগামীর
    নমস্কার

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      কেন এই অদ্ভুত চিন্তা? যোগীরাজ ছাড়াও বহু যোগী ছিলেন ও আছেন। তাঁদের কথাও তো জানতে হবে।

  • @johnvoice595
    @johnvoice595 2 ปีที่แล้ว

    নমষ্কার আচার্য মহাশয়। সুনির্দিষ্ট চক্রগুলোর যে বীজ আপনি উল্লেখ করেছেন সেইগুলো শব্দকরে উচ্চারণ করতে হবে নাকি মনে মনে মুখ না নেড়ে করতে হবে? ধন্যবাদ

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      মনে মনে নীরবে উচ্চারণ করবেন।

  • @user-vl1ju2ew1w
    @user-vl1ju2ew1w ปีที่แล้ว

    আমি ক্রিয়াযোগ অনুমতি চাই আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত কিন্তু আমি আপনার কাছে দীক্ষা বা অনুমতি চাই ফোন নাম্বার নাই আমার কাছে ফোন নাম্বার দিলে আমি কল করতে পারি আর যদি অনুমতি দেন তাহলে ও চলবে

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      আপত্তি নেই। ফোন নম্বর পাবেন description box এ।

  • @parthagupta9103
    @parthagupta9103 2 ปีที่แล้ว

    ধ্যান করতে গেলে কোন দিকে মুখ করে ধ্যান করবো।.... প্রণাম নিবেন।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা প্রশস্ত।

  • @sujoynandy8637
    @sujoynandy8637 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @debasishalder8237
    @debasishalder8237 ปีที่แล้ว

    Swamijir Raj jog boita kintu aktu onnobhabe nirdesh aachey.
    Namoskar naben

  • @sangitamajumdar9466
    @sangitamajumdar9466 2 ปีที่แล้ว

    সহস্রারে এই শক্তি উঠলে কোনো বিপদের ঝুঁকি আছে কি?🙏🙏🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ঝুঁকি থাকলে কি সিদ্ধযোগী একথা বলতেন?

    • @tapatisikdar5388
      @tapatisikdar5388 2 ปีที่แล้ว

      Joy guru.pronam niben.

  • @tathagatabanerjee3726
    @tathagatabanerjee3726 ปีที่แล้ว

    MAHARAJ AMR CHHELER SATHE AKTU KATHA BOLBEN DAYAKORE O JE DINDIN ATOLE TOLIYE JACHHE KONO LOKJON ATTIOSAJON KE PACHHONDO KARENA KAU BARITE BARATE ASBE SUNLEI KHEPE JAYE NANA RAKOM ACTIVITIES KARE KHAOA BANDO KOR DAYE PARASUNAA AKDOM KARENAA O MA EXAM DEBE KI KORBO BUJHE UTHTE PARCHHINAA KHUB ASOHAYE BODH KORCHHI BABA MAA HISABE KHUB VENGE PORECHHI JODI OK KICHHU COUNSelling KORE DEN APNER UPOKAR VULBONAA AMDR ARTITUKU SUNBEN MAHARAJ DAYAKARUN 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐💐🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @bapithakur8337
    @bapithakur8337 2 ปีที่แล้ว

    প্রনাম নেবেন🙏। সহস্যারে শক্তি পৌছালে কী হয়?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 ปีที่แล้ว

      ১০ই মের রাতের আলোচনা শুনে দেখুন।

  • @biki779
    @biki779 หลายเดือนก่อน

    শুয়ে পড়ে কি ধ্যান করা সম্ভব দয়া করে বলবেন 🙏🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  หลายเดือนก่อน

      তাহলে তো সব সাধু ঋষিগণের শোয়া মূর্তিই আমরা দেখতাম, বসে থাকা মূর্তি নয়।

    • @biki779
      @biki779 หลายเดือนก่อน

      বুঝলাম তবে যারা বসতে পারে না তাদের জন্য ধ্যান নিষিদ্ধ

  • @dipankardakshy3754
    @dipankardakshy3754 ปีที่แล้ว

    জপ কি মনে মনে করতে হবে ?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      জপ মনে মনেই করতে হয়।

  • @chandankumershil6608
    @chandankumershil6608 ปีที่แล้ว

    নমস্কার। দ্বিদল পদ্মে ধ্যান জপ করার পরে কি সেখান থেকেই ধ্যান ছেড়ে সাভাবিক অবস্হায় ফিরে আসব। না পুনরায় মনিপুর চক্রে গিয়ে ধ্যান ছেড়ে সাভাবিক হব। দয়া করে ব্যাপারটা জানালে উপকৃত হব।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว +1

      যোগীবর যা বলেছেন তাই আমার মুখে শুনেছেন। ভিডিওতে যা বলা হয়েছে, সেটাই তাঁর নির্দেশ । নমস্কার।

    • @chandankumershil6608
      @chandankumershil6608 ปีที่แล้ว

      প্রণাম আপনার চরণে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য।যোগী বর বরদাচরণ মজুমদার, উনার লিখিত গ্রন্থ পথ হারার ও দ্বাদশ বাণীর ৪৭ নং পাতায় লিখিত আছে যে দ্বিদলে ধ্যান ও জপ করার পর পুনরায় হৃদয়ে এবং নাভিতে ধ্যান জপ করতে হইবে। গুরুদেব আমি জানতে চাইছি সেখান থেকে কি স্বাভাবিক অবস্হায় আসব। দয়া করে ৪৭ নং পাতা একটু দেখবেন এবং একটু জানাবে। আমি আপনার অপেক্ষায় থাকব। প্রণাম।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  7 หลายเดือนก่อน

      ধ্যান কখনো শেষ হয়না, শেষ করতে ও নেই। দ্বিদল থেকে নাভিতে নয়-আরো দুটি স্তর শেষ করে মুলাধারে নামা যায়। তারপর যতকষণ সম্ভব বসে থাকতে হয়।

  • @user-vl1ju2ew1w
    @user-vl1ju2ew1w ปีที่แล้ว

    আমি বাংলাদেশ থেকে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কথা বলতাম

    • @user-vl1ju2ew1w
      @user-vl1ju2ew1w ปีที่แล้ว

      আপনি যদি অনুমতি দেন তো তা হলেও চলবে

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      আমার একটাই নম্বর, ইচ্ছা হলে সময় মতো কথা বলতে পারেন।

  • @shilpichatterjee9675
    @shilpichatterjee9675 ปีที่แล้ว

    গুরু ছাড়া বই পড়ে ক্রিয়াগুলো করা যাবে কী?
    আচার্যদেব?🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  ปีที่แล้ว

      কাল কোনো বই লিখলেন না কেন?নিজে বুঝে করতে পারলে ভালো, নইলে ফোনে কথা বলতে পারেন।