আমি ভারতে থাকি কিন্তু আপনাদের নাটক প্রায় রোজ দেখি। বেশিরভাগ হালকা ধরনের নাটক কিন্তু বেশ কিছু ভাল নাটক ও আছে। এই নাটক দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এ যেন আমার ঘরের গল্প।
ভুলে গেলাম কিছুক্ষনের জন্য যে আমি আজ স্যাটালাইট জগতে বাস করছি 😰 কোথায় চলে গেলো আমাদের সেই আগের দিনের দিনগুলো ?একটা ঘরে বসে সবাই মিলে বিটিভিতে এইধরনের সামাজিক নাটক গুলো দেখতাম আর লুকিয়ে চোখ মুছতাম! অসাধারণ নাটকটি, বিশেষ করে আমার প্রিয় অপি করিম আর টনি ডায়েসের সেরা অভিনয় 💓
অসাধারন। মনে হল সেই ১৯৯৮ সালে সাদা কালো টিভির পর্দায় নাটক টা দেখছি বাহিরে হালকা শীতের হিমেল হাওয়া। মেই দিন গুলো কি জীবনে আর ফিরে পাবো।এই নাটক গুলো আমার রিদয় ছুয়ে যায়। অথচ আমার স্তী সন্তান আমাকে বলে সেকালে আমি পড়ে আছি।
অনেকজন লিখেছিল যে নাটক টা দেখে কান্না লেগে গেল পুরো নাটকটা দেখার সময় ভাবছিলাম কান্নার কি আছে কিন্তু একদম শেষে ছাদের উপরের অভিনয়টা দেখে সত্যিই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল খুবই দুঃখের বিষয় হলেও সত্য নাটকটি আমার পরিবারের সঙ্গে মিলে যাচ্ছে আমরাও তিন ভাই এক বোন চয়নিকা চৌধুরী অনেক ভালো ডিরেক্টর তাকে অনেক ধন্যবাদ তবে আমার মনে হচ্ছে যদি নাটকটার নাম হতো আজকে একটা বিশেষ দিন তাহলে খুব ভালো হতো
ভালো মূল্যবোধের নাটক সব ডিপার্টমেন্টের কাজ অসাধারণ বিপাশার কথা বিশেষ ভাবে বলবো ওর স্বর ক্ষেপণ তৃপ্তি মিত্রের কথা মনে করিয়ে দিলো অসাধারণ নাটক আবারো বলছি
অনুভূতিকে অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিলো এই ছবি।অসংখ্য ধন্যবাদ জানালাম।ছবির পরিচালক ও সকল অভিনেতা দের। জনাব টনি অনবদ্য।দুই বাবার চরিত্রাভিনেতা ও অনবদ্য।এমন ছবি দেখার আশায় থাকলাম।কলকাতা ,পশ্চিমবঙ্গ।
নব্বই দশক আমার জন্মের আমার শৈশবের আমার ভালো লাগা নাটক ও সিনেমার দশক তাই এ দশকে ঘটে যাওয়া সবকিছুই আমার হৃদয়ে অনুভূতির খোরাক জোগায় বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় এবং অন্তহীন পথ চলার স্বপ্ন দেখায়...আজ-২৮/০২/২১-ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।
কত আগের কত ভালো মানের নাটক। আমার জন্ম ৮৪ এর দিকে । এই সব নাটক গুলো দেখে দেখে বড় হয়েছি।আমার শৈশব, কৌশরের দিন গুলোর সাথে এই সমস্থ নাটক মিশে আছে। এখন র্পযন্ত দেখলে নষ্টালজিয়ায় আক্রান্ত হই। আর বিরক্ত লাগে এখনকার সময়ের লাফাঙ্গা পোলাপানের অভিনিত নাটক দেখে। না আছে অভিনয়, না আছে কাহিনি। আহারে আমার সোনায় মোড়া দিনগুলো।
বড় সুন্দর একটা নাটক দেখলাম।যেমন গল্প তেমন অভিনয়। অনবদ্য পরিচালনা আর সংগীত।বিশেষ করে ব্যাক গ্রাউন্ড মিউজিক বা আবহ সংগীত।সব মিলে এককথায় অপূর্ব। খুব ভালো লাগলো।যে কোনো প্রশংসাই কম মনে হয়।কলকাতা থেকে।
বিপাশা হায়াত ও অপি করিম ম্যাম এর দূর্দান্ত অভিনয় সমৃদ্ধ নাটকটি বার বার দেখেও সাধ মেটেনা । নাটকের অন্যান্য কুশী লব,পরিচালক সকলকে অভিনন্দন এমন একটা নাটক উপহার দেবার জন্য । কলকাতা থেকে ।
ব্যাকার জিবন টা আমি কাটিয়েছি তা আমি জানি কত কস্টের জিবন। আর আজ ৭০হাজার টাকা মাসে ইনকাম করেও মনে আগের মতো শান্তি পাওয়া যায়না। সে সময় মায়ের বকা খেয়েও সময় টা খুব ভালো লাগত
সেই ছোট্টোবেলার কথা মনেপড়ে, মনেপড়ে সেই নাটকগুলোর কথা,,,জে নাটকের অভিনয় গুলা দেখলে মগ্ন হয়েজেতাম আর ডুবেজেতাম সেই অভিনয়ের ভেতর। আজ আর এমোন অভিনয় বা নাটক পাইনা। আজ শুধু ভাবি কেন বড় হলাম,,,??? আর শৈশবের দিনগুলো ফিরে পাবার তিব্র ইচ্ছে জাগে 😥😢😭
সময় এত নিঠুর তুমি, দেখতে দেখতে তুমি কেটে যাও, শুধু এঁকে দাও স্মৃতি,জানি পিছনে ফেরা যায়না, তাই হয়ত হৃদয় মাঝে তোমায় নিয়ে পাড়ি দিতে হয় এক নীল বেদনাময় সাগর,এ কেমন জীবন? কেন এই সময়ের ব্যবধান?কেন নিজেকে ফিরে পেতে চাওয়া অতীতে? হে অতীত তূমি ছিলে,আছো, থাকবে।।। হারিয়ে যাওয়ার খেলায় আমারা হেরে যাব!!!
সময় এত নিঠুর তুমি, দেখতে দেখতে তুমি কেটে যাও, শুধু এঁকে দাও স্মৃতি,জানি পিছনে ফেরা যায়না, তাই হয়ত হৃদয় মাঝে তোমায় নিয়ে পাড়ি দিতে হয় এক নীল বেদনাময় সাগর,এ কেমন জীবন? কেন এই সময়ের ব্যবধান?কেন নিজেকে ফিরে পেতে চাওয়া অতীতে? হে অতীত তূমি ছিলে,আছো, থাকবে।।। হারিয়ে যাওয়ার খেলায় আমারা হেরে যাব!!!(সাইফ)
আগের দিনের নাটকগুলো কি প্রাণবন্ত ছিল। বাবা মা ভাই বোনসহ যৌথ ফ্যামিলির পারিবারিক বন্ধন আর এখন দুইটা তিনটা চরিত্র দিয়ে নাটক শেষ।এক সময় কোলকাতার ওরা এন্টেনা উচু করে আমাদের নাটক দেখত আর এখন মানহীন নাটক সিনেমা নিজেদের সংস্কৃতি আমরা নিজেরাই ধ্বংস করছি। আফসোস বিরাট আফসোস।
আগে ২ টো ছেলেমেয়ে একা বসে গল্প করতো কোন সন্দেহ নেই কারোর এখানে।কতটা বিশ্বাস, কতটা সম্মান এখানে জড়িত।আগে ছেলেমেয়ে কেউ কাউকে পছন্দ করলে পরিবারের কাউকে না কাউকে জানিয়ে রাখতো কিন্তু এখনকার সময় তার উল্টো। আগে চাকরির বদলে বাবা মা সবাই দেখতো ছেলেটা ভালো কিনা,সততা আছে কিনা তার মাঝে। বেকারত্ব তো ঘুচে যাবে।কিন্তু এই যে সকলের মাঝে বিশ্বাসের যে ভালবাসা, যে বন্ডিং সেটাতে আসলেই বেশ স্নিগ্ধতা লুকায়িত।
নাটকটি দেখতে দেখতে কখন যে মনের অজান্তে দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো বুঝতেই পারিনি। আসলেই নাটকটি অনেক ভাল লেগেছে।
আমি ভারতে থাকি কিন্তু আপনাদের নাটক প্রায় রোজ দেখি। বেশিরভাগ হালকা ধরনের নাটক কিন্তু বেশ কিছু ভাল নাটক ও আছে। এই নাটক দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এ যেন আমার ঘরের গল্প।
❤😊❤🇧🇩
মনের অজান্তে দুই চোখের অশ্রু হু হু করে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না । সত্যিই অসাধারন একটি নাটক .... আর বেশি কিছু লিখতে আমি অযোগ্য 😢
ভুলে গেলাম কিছুক্ষনের জন্য যে আমি আজ স্যাটালাইট জগতে বাস করছি 😰 কোথায় চলে গেলো আমাদের সেই আগের দিনের দিনগুলো ?একটা ঘরে বসে সবাই মিলে বিটিভিতে এইধরনের সামাজিক নাটক গুলো দেখতাম আর লুকিয়ে চোখ মুছতাম! অসাধারণ নাটকটি, বিশেষ করে আমার প্রিয় অপি করিম আর টনি ডায়েসের সেরা অভিনয় 💓
আসলেও সেই সময়গুলো স্বপ্নের মতো ছিল | মাঝে মাঝে মনে হয় হঠাৎ যদি সব স্যাটেলাইট অচল হয়ে বন্ধ হয়ে যেত তাহলে কি সেই সময়গুলো আবার ফিরে আসতো ?
মা,বাবার প্রতি সন্তানদের ভালোবাসা এমনই হওয়া উচিৎ। ভালোবাসা বুঝানোর জন্য ভালোবাসি বলার সত্যিই কোন প্রয়োজন নেই।
অসাধারন। মনে হল সেই ১৯৯৮ সালে সাদা কালো টিভির পর্দায় নাটক টা দেখছি বাহিরে হালকা শীতের হিমেল হাওয়া। মেই দিন গুলো কি জীবনে আর ফিরে পাবো।এই নাটক গুলো আমার রিদয় ছুয়ে যায়। অথচ আমার স্তী সন্তান আমাকে বলে সেকালে আমি পড়ে আছি।
Ato ager
Ami to jani na
Ami to babcilam 2008 ba 2009
হ্যা দাদা একধম আমার হৃদয়ের কথা বলেছেন। আমাকেও সবাই তাই বলে।
এটা ২০০৩ এর নাটক।
Ekhon kar movie natok e isthir chitro nei second second e new drisho thake etau karon
Ke osadaron,ke comotker selo sai den gole,somoi golo akon kamon hoiya geyasa.ami onek soto selam,class 4 a selam.sai den gole jode abar fera petam.
টনিডায়েস, ভারী মিষ্টি হাসি,
অসাধারণ অভিনয় ।।।👌👌👌
অনেকজন লিখেছিল যে নাটক টা দেখে কান্না লেগে গেল পুরো নাটকটা দেখার সময় ভাবছিলাম কান্নার কি আছে কিন্তু একদম শেষে ছাদের উপরের অভিনয়টা দেখে সত্যিই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল খুবই দুঃখের বিষয় হলেও সত্য নাটকটি আমার পরিবারের সঙ্গে মিলে যাচ্ছে আমরাও তিন ভাই এক বোন চয়নিকা চৌধুরী অনেক ভালো ডিরেক্টর তাকে অনেক ধন্যবাদ তবে আমার মনে হচ্ছে যদি নাটকটার নাম হতো আজকে একটা বিশেষ দিন তাহলে খুব ভালো হতো
অপি করিম একজন অসাধারণ অভিনেত্রী! অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ! পুরো নাটকটি সময়োপযোগী করে তৈরি করা!ভালো লেগেছে
এই ধরনের নাটক গুলো তারাই বেশি অনুভব করতে পারবে ৯০ দশকে যাদের জন্ম। বহুদিন পর ২০২২ এসে আবার দেখছি এসব নাটক গুলো খুঁজে খুঁজে। 🌹🌹
ভালো মূল্যবোধের নাটক
সব ডিপার্টমেন্টের কাজ অসাধারণ
বিপাশার কথা বিশেষ ভাবে বলবো
ওর স্বর ক্ষেপণ তৃপ্তি মিত্রের কথা মনে করিয়ে দিলো
অসাধারণ নাটক আবারো বলছি
nc
Bhai,amader actress ra kolkatar actress moto keno hotay jabe...comparision bad din....apnader obhinetrira shudhu hotness r nagorikota jane..
@@aforzaobayed3817 তৃপ্তি মিত্র কিন্তু বাংলাদেশেরই।ঠাকুরগাঁও জেলার মেয়ে তিনি।শৈশব ও কৈশোর ঠাকুরগাঁও এর টাঙ্গন নদীর তীরেই কেটেছে উনার
সেই দিন গুলো ফিরে পেতে চাই, বাংলা নাটকে। ❤️
এসব নাটক দেখে এখন আফসোস হয়,আমাদের সোনালী সময় আমরা পেছনে ফেলে এসেছি।সুন্দর মনের মানুষ,সুন্দর সময়,সুন্দর অনুভূতি কিছুই এখন আর নেই।সব পেছনে ফেলে এসেছি...
বাংলার মাধুরী
সালীনতার পোষাকে কি করে সুন্দর নাটক উপহার দেয়া যায় তার জলন্ত উদাহরণ (বিপাশা হায়াত )
Madhuri is cheap,bepasha way talented
অনুভূতিকে অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিলো এই ছবি।অসংখ্য ধন্যবাদ জানালাম।ছবির পরিচালক ও সকল অভিনেতা দের। জনাব টনি অনবদ্য।দুই বাবার চরিত্রাভিনেতা ও অনবদ্য।এমন ছবি দেখার আশায় থাকলাম।কলকাতা ,পশ্চিমবঙ্গ।
Eta onk ager.purono diner Bangladesh er natok gulo oshadharon chilo.
চয়নিকা ম্যাডামের নাটকের শুরু থেকেই ভালো লাগে। নাটকের মাঝে মাঝে কিছু মিউজিক থাকে অনেক অনেক ভালো লাগে।
Gada
Faltu natok
সোনালী দিনের কথা গুলি মনে পড়ে যায়। আবার ফিরে আসুক সেই দিনগুলি অপেক্ষাতে রইলাম।
নাটকটি আগে একবার দেখা হয়েছিল। এই নাটক গুলি দেখলে মনে পরে যায় যে আমাদের নাটক কতটা বেশি সুন্দর; সামাজিক ও পারিবারিক ছিল
নাটকের সাবলীল উপস্থাপনন, অভিনয় সবমিলিয়ে খুব সুন্দর। মনের অজান্তেই চোখে আসে জল।।
এত সুন্দর নাটক এ জীবনে আর পাবো না ...... মনে খুব কষ্ট লাগে
মনের অজান্তে চোখে জল চলে এলো, অসাধারণ মন ছুয়ে যাওয়ার মতো একটি নাটক।
আগের এসমস্ত নাটক গুলো যতোই দেখি ততোই মুগ্ধ হই অসম্ভব সুন্দর নাটক, এমন সুন্দর নাটক এখন আর হয় না, এখন যতো সব ডলাডলি অশলিলতা।
সত্যি খুব মিস করি এই নাটকগুলো।
আর ন্যাকামো
নব্বই দশক আমার জন্মের আমার শৈশবের আমার ভালো লাগা নাটক ও সিনেমার দশক তাই এ দশকে ঘটে যাওয়া সবকিছুই আমার হৃদয়ে অনুভূতির খোরাক জোগায় বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় এবং অন্তহীন পথ চলার স্বপ্ন দেখায়...আজ-২৮/০২/২১-ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।
অসাধারণ একটা নাটক। টনি ডায়েস কে খুব মিস করি নাটক জগতে
কত আগের কত ভালো মানের নাটক। আমার জন্ম ৮৪ এর দিকে । এই সব নাটক গুলো দেখে দেখে বড় হয়েছি।আমার শৈশব, কৌশরের দিন গুলোর সাথে এই সমস্থ নাটক মিশে আছে। এখন র্পযন্ত দেখলে নষ্টালজিয়ায় আক্রান্ত হই। আর বিরক্ত লাগে এখনকার সময়ের লাফাঙ্গা পোলাপানের অভিনিত নাটক দেখে। না আছে অভিনয়, না আছে কাহিনি। আহারে আমার সোনায় মোড়া দিনগুলো।
নাম এবং পৃথিবীতে আসার সাল এবং আপনার মনের কথার সাথে হুবহু মিলে গেল
অপি করিমের লাষ্ট ডায়লগ """তোর মনে ছিল কেন বলিসনিরে ভাইয়া"""
শুনে সত্যি চোখে জল চলে আসলো
বড় সুন্দর একটা নাটক দেখলাম।যেমন গল্প তেমন অভিনয়। অনবদ্য পরিচালনা আর সংগীত।বিশেষ করে ব্যাক গ্রাউন্ড মিউজিক বা আবহ সংগীত।সব মিলে এককথায় অপূর্ব। খুব ভালো লাগলো।যে কোনো প্রশংসাই কম মনে হয়।কলকাতা থেকে।
সত্যিই নাটকটি অসাধারণ লেগেছে। কখন যে চোখ বেয়ে অশ্রু নেমেছে সেটা বুঝতেই পারিনি। সবাই যার যার জায়গায় অদ্ভুত অভিনয় করেছেন করেছে। একদম বাস্তব ভিত্তিক।
সত্যি একটা সুন্দর নাটক দেখলাম ।সবাইকে ধন্যবাদ ।🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
পুরনো নাটক মানেই অতীব সুন্দর।
বরতমান সব ন্যাকামি
অভিনয় জানেই না
আজিজুল হাকিম,টনি ডায়েস,জাহিদ হাসান,তৌকির আহমেদ,মাহফুজ আহমেদ সেরা অভিনয় শিল্পী।
টনি ডয়েস খুব ভালো অভিনেতা
বিপাশা হায়াত ও অপি করিম ম্যাম এর দূর্দান্ত অভিনয় সমৃদ্ধ নাটকটি বার বার দেখেও সাধ মেটেনা ।
নাটকের অন্যান্য কুশী লব,পরিচালক সকলকে
অভিনন্দন এমন একটা নাটক উপহার দেবার জন্য ।
কলকাতা থেকে ।
অনেক সুন্দর নাটক।হৃদয় ছুয়ে গেলো❤❤❤❤❤❤❤❤❤
আগের দিনের কথা মনে পড়ে গেল । খুবই কান্না আসছিলো। ধন্যবাদ সবাইকে।
২০২৪ এর শেষ সময়ে এসেও মনটা ভরে গেলো। আমরা ৯০ দশক সত্যিই ভাগ্যবান।
wow##really excelent valo lager moto akta story shekhar ache onk kisu
মা বাবাকে তারচেও বেশী ভাল বাস যতটুকু তারা তোমাকে বেসেছে
সবগুলো অভিনেতা অভিনেত্রী খুব প্রিয়, অসাধারণ একটা গল্প ।চোখের জল আটকে রাখা সম্ভব না ।
এই রকম বিশেষ কিছু চিন্তা করার, বিশেষ একজন মানুষ ছিল আমার। কিন্তু এই নাটকের সালেই এই বিশেষ মানুষটাকে হারিয়েছি। ভালো থাকুক পৃথিবীর সকল বিশেষ মানুষ। ২০২৪
কি অসাধারণ নাটক,, প্রতিটা জীবনের সাথেই কত মিল।
Natok ta dekhe sudhu kanna asche . love you all.
Bipasha baade shobar ovinoy Khub spontaneous legeche amr specifically Tony and Opi excellent.
আমি বাংলাদেশের নাটক দেখতে দেখতে ভাষা হারিয়ে ফেলি।💐💐💐💐💐
আমার দেখা নাটকের মধ্যে অন্যতম।
অসাধারন এক কথায়
❤মনের যতো ভালোবাসা রয়ে গেলো এই নাটকে। খুব খুব সুন্দর একটি নাটক।
ব্যাকার জিবন টা আমি কাটিয়েছি তা আমি জানি কত কস্টের জিবন।
আর আজ ৭০হাজার টাকা মাসে ইনকাম করেও মনে আগের মতো শান্তি পাওয়া যায়না।
সে সময় মায়ের বকা খেয়েও সময় টা খুব ভালো লাগত
ভাই একটা চাকরি দিবেন
অসাধারণ! হৃদয় ছুঁয়ে গেল❤
Tony sir bujhi. choto belay khub dusto chilo. dustu vhaiya amar . khub miss kori apnake sir.
সেই ছোট্টোবেলার কথা মনেপড়ে,
মনেপড়ে সেই নাটকগুলোর কথা,,,জে নাটকের অভিনয় গুলা দেখলে মগ্ন হয়েজেতাম আর ডুবেজেতাম সেই অভিনয়ের ভেতর।
আজ আর এমোন অভিনয় বা নাটক পাইনা। আজ শুধু ভাবি কেন বড় হলাম,,,??? আর শৈশবের দিনগুলো ফিরে পাবার তিব্র ইচ্ছে জাগে 😥😢😭
এই নাটকটা দেখে বোঝা যায় ভাই বোনের বাপ মার উপরে কত ভালোবাসা থাকে
চমৎকার একটি নাটক। হৃদয় ছুঁয়ে যায়।
মন খারাপ হলেই নাটকটি দেখি খুব ভালো লাগে...
সংসার মনে দুঃখ দুঃখ দুঃখ সুখ টা খুব কম আসে তাও সংসার করতে হয় আবার ইকটু কানি সুখের আসায় ধরে রাকতে হয় সংসার
হ
এই নাটক গুলি যারা দেখেন ও সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা অবশ্যই সুন্দর রুচির মানুষ। সৃতি রেখে গেলাম। ❤
❤😊❤
মন ছুয়ে গেল ।।। অসাধারন
সময় এত নিঠুর তুমি, দেখতে দেখতে তুমি কেটে যাও, শুধু এঁকে দাও স্মৃতি,জানি পিছনে ফেরা যায়না, তাই হয়ত হৃদয় মাঝে তোমায় নিয়ে পাড়ি দিতে হয় এক নীল বেদনাময় সাগর,এ কেমন জীবন? কেন এই সময়ের ব্যবধান?কেন নিজেকে ফিরে পেতে চাওয়া অতীতে? হে অতীত তূমি ছিলে,আছো, থাকবে।।। হারিয়ে যাওয়ার খেলায় আমারা হেরে যাব!!!
Fantastic natok, such nice acting by Tony and oppy
D
অনেক আগে নাটকটি দেখেছিলাম মনে মনে খোজছিলাম নাটকটি
এই ধরনের কিংবদন্তী নাটকগুলো শত বছর,হাজার বছরেও পুরাতন হবে না!স্পেন প্রবাস.. ০৩.০২.২০২১
আগরতলা থেকে দেখছি আমার দুচোখে জলবয়ে এনেছিল ❤❤❤❤
অসাধারণ নাটক অসাধারণ অভিনয় অসাধারণ গল্প বিন্যাস
আমাদের নাটকগুলো কতো সুন্দর ছিল।❤️ কালক্রমে আজকে কোথায় গিয়ে থেমেছি। 😢
অসাধারণ ও ঘটনার ঘানাঘটা samvriddhya নাটকে দেখে ভালো লাগলো । এমন নাটক সাহিত্য মন সমবৃদ্ধি হয়।
টনি বাংলাদেশের সবচেয়ে বড় মাপের অভিনেতা। আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে মনে করি।
我
আগের সব নাটক গুলো কত বাস্তব মুখী ছিল।অনেক ছোটখাটো বিষয় গুলো কত সুন্দর করে নাটকে দেখানো হত।অসাধারণ একটি নাটক ।
২০২৩আবার দেখলাম জানিনা আর কত বার দেখতে হবে এত সুন্দর নাটক দেখে মন বরেনা❤❤❤❤
পুরনো যত নাটক আছে সেই নাটক দেখার মতন বর্তমানে নাটকের দেখার কোনো মজা পাইতেছি না
মন ছুয়ে গেলো
আামার অনেক ভালো লেগেছে এই নাটকটা
Ager natok dakla mon vora ji
Fantastic !!!! Mon chuye jawa natok.
অসাধারন অসাধারন 👌🏽👌🏽👌🏽
অদ্ভূত সুন্দর ❤️
আমার দেখা অনেক অনেক সুন্দর একটা নাটক ❤️❤️💖💖
খুব ভালো লাগলো অনেক অনেক শিক্ষা হইছে অনেক
অনেক দিন পরে এরকম একটি সুন্দর নাটক দেখলাম , নাটকের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলি দের প্রতি রইল আমার ভালোবাসা।
Osadharon 1ta natok.mon chuye galo
অসাধারণ লেগেছে এরকম আরো ভালো নাটক দেখতে চাই ❤2023.
This is the best. Loved It.
মাঝেমধ্যে মনে হয় সবই তো অভিনয় হয়তো আর দেখবো কিন্তু এ ধরনের অভিনয় না দেখে করি। অসাধারণ
Chayanika is the gretest producer. She has mingled the story with the genius actor Apuee.
Outstanding....
Better than best...
অসাধারণ একটা নাটক... এখন আর এমন নাটক হয় না।
খুব সুন্দর। ❤❤
অসাধারণ একটা নাটক।ভালো লাগলো
অনেক সুন্দর সামাজিক নাটক
অসাধারণ ❤
সময় এত নিঠুর তুমি, দেখতে দেখতে তুমি কেটে যাও, শুধু এঁকে দাও স্মৃতি,জানি পিছনে ফেরা যায়না, তাই হয়ত হৃদয় মাঝে তোমায় নিয়ে পাড়ি দিতে হয় এক নীল বেদনাময় সাগর,এ কেমন জীবন? কেন এই সময়ের ব্যবধান?কেন নিজেকে ফিরে পেতে চাওয়া অতীতে? হে অতীত তূমি ছিলে,আছো, থাকবে।।। হারিয়ে যাওয়ার খেলায় আমারা হেরে যাব!!!(সাইফ)
অসম্ভব সুন্দর একটা নাটক দেখলাম। ধন্যবাদ আপনাকে । একেবারে বাস্তব জীবনের ঘটনা।
আগের দিনের নাটকগুলো কি প্রাণবন্ত ছিল। বাবা মা ভাই বোনসহ যৌথ ফ্যামিলির পারিবারিক বন্ধন আর এখন দুইটা তিনটা চরিত্র দিয়ে নাটক শেষ।এক সময় কোলকাতার ওরা এন্টেনা উচু করে আমাদের নাটক দেখত আর এখন মানহীন নাটক সিনেমা নিজেদের সংস্কৃতি আমরা নিজেরাই ধ্বংস করছি। আফসোস বিরাট আফসোস।
এমন নাটক যার তুলনা হয়না। যেমন ধরুন যে নাটক মানুষ চোখের জল ধরে রাখতে পারে না আমিও পারিনি অপূর্ব নাইস নাইস
অনেক দিন পর মন ভরে নাটক্টি উপভো করলাম,,,,দারুণ
অসাধারণ লাগলো। অসংখ্য ধন্যবাদ।
আগে ২ টো ছেলেমেয়ে একা বসে গল্প করতো কোন সন্দেহ নেই কারোর এখানে।কতটা বিশ্বাস, কতটা সম্মান এখানে জড়িত।আগে ছেলেমেয়ে কেউ কাউকে পছন্দ করলে পরিবারের কাউকে না কাউকে জানিয়ে রাখতো কিন্তু এখনকার সময় তার উল্টো। আগে চাকরির বদলে বাবা মা সবাই দেখতো ছেলেটা ভালো কিনা,সততা আছে কিনা তার মাঝে। বেকারত্ব তো ঘুচে যাবে।কিন্তু এই যে সকলের মাঝে বিশ্বাসের যে ভালবাসা, যে বন্ডিং সেটাতে আসলেই বেশ স্নিগ্ধতা লুকায়িত।
VERY 'DEEPLY SENTIMENTAL' DRAMA!!
অসাধারণ একটি নাটক। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না।
আহা এমন নাটক এখন আর হয় না। নাটকের সোনালী রূপালী যুগবলতে তখন এটাই ছিলো।
অসাধারণ জার কোনো তোলনা হয়। না
আমার মনে হয় আজকাল সিনেমা হলে সিনামা না হয়ে নাটক হতো তাহলে খুবই ভালো হতো।
অসাধারণ একটি নাটক মন ছুয়ে যায়
অনেক ভালো লাগলো নাটক টি
Nostalgia filters 🖤