দারুন পরিবেশনা। সুন্দর কণ্ঠস্বর পশ্চিমবঙ্গে বসে এই গানটি বাংলাদেশের এক শিল্পী গায়ছেন , শুনলেই মন কেমন করে। আমি তো আপনাদের পুরনো শ্রোতা। ভালো থাকবেন সবাই। উন্নতি লাভ করুন।
উফঃ,দুধর্ষ গেয়েছেন গানটি।এত নিখুঁতভাবে গাইলেন যে বিশ্বাস করে উঠতে পারছি না।পুরো গানটা মন্ত্রমুগ্ধের মত শুনে গেছি❗অসাধারণ‼️, অনবদ্য‼️আর যাঁরা যন্ত্রসংগীত দিয়ে সহযোগিতা করলেন তাঁদের জন্য বলি যে, একদম ফাটাফাটি‼️ কোনো প্রশংসাই যথেষ্ট নয়❗👌👌👌
এত স্পষ্ট উচ্চারণ, এত অপুর্ব গানের কন্ঠ, এত সুন্দর পরিবেশনা, সত্যিই One of the best channel. আমি Wset Bengal থেকে শুনছি। আরো শুনতে চাই পুরানো দিনের গান। যদি আশা ভোঁসলে জির গাওয়া গান শোনানো হয় তাহলে খুবই খুশি হই।
নন্দীতা সত্যি তোমার গলায় যাদু আছে.তোমার গান শুনে পেমে পড়ে গেছি.ভুল বুঝ না,আমি হয়ত তোমার বাবার বয়সী,আশিবাদ করি তুমি অনেক বড় হও.তোমার গান শুনলে মন জুড়িয়ে যায়.আমি কলকাতা থেকে.
কলকাতা থেকে।একটা সময় ছিল, যখন বাঙালি বাংলা গান শুনতে ভুলে যেতে বসে ছিল। তখন কবির সুমনের হাত ধরে সেই ভরাডুবি থেকে আমরা উদ্ধার পাই। ঠিক সেইরকম, আজ চারিদিকে এত মিউসিকের জগঝম্প যখন কানকে ঝালাপালা করে দেয়, তখন আপনাদের পরিবেশনা প্রাণকে শান্ত করে মনকে আরাম দেয়। একটাই প্রার্থনা - বেশি বেশি প্রোগ্রাম করে গুণগত মান যেন নিম্নগামী না হয়।Hats off 'Seylon Music Lounge'
আধুনিক বাংলা গানের চর্চার কতটা গভীরে গেলে এইসব গানগুলোকে মঞ্চে আনা যায়, সেটার মাপকাঠি শুধু এই চ্যানেলটি। পশ্চিমবঙ্গে আমাদের সমসাময়িক প্রজন্মে যে গানগুলিকে শুনতে পাওয়া প্রায় দুষ্কর, আজকে দেশকালের সীমানা পেরিয়ে কি সুন্দরভাবে সেগুলোই নতুন হয়ে আত্মপ্রকাশ করছে। মাত্র কয়েক ঘন্টা হয়েছে TH-cam গানটি premiered হয়েছে এ, অথচ কি দারুন মুগ্ধতায় বারবার শুনছি। এতো originality, গানগুলির প্রতি কতটা যত্ন-ভালোবাসা থাকলে এটা সম্ভব!
দারুন পরিবেশনা, সুন্দর কণ্ঠস্বর! আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে পুরনো গানটা যেন আরো নতুন হয়ে গেল। ধন্যবাদ আপনাকে নন্দিতা সেন। অনেক অনেক শুভকামনা রইল...আপনার কাছ থেকে আরব পুরনো দিনের গানের রিমেক শোনার অপেক্ষায় রইলাম.... ❤️❤️
Thik e....apni Bangladesh e emigration nite paren...ora khub bhalo....onek unnati o korchhe.....bharote kano thakben? Bharoter besirbhag lok Hindi bole.... Amra toh bangal amra age East Pakistan e chhilam, amra ektu pujo kortam bole ora tarie diechhe, tobe chinta korben na, apni chole jaan
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে জানি না যদি ভুল হয়ে থাকে, আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে জানি না যদি ভুল হয়ে থাকে, খুঁজেছি তোমাকে, আঁধারে আলোকে, আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে জানি না যদি ভুল হয়ে থাকে। স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে জীবনেরই সংঘাতে, শূন্যতারই ফাঁকে, আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে জানি না যদি ভুল হয়ে থাকে। তোমারই প্রতীক্ষায় কখনও ঝঞ্ঝায়, মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। অন্তহীন এই পথে চলেছি কোনও মতে, জানি না ভবিষ্যতে ডাকবে কি আমাকে? আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে জানি না যদি ভুল হয়ে থাকে, খুঁজেছি তোমাকে, আঁধারে আলোকে, আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে জানি না যদি ভুল হয়ে থাকে।
মনেই হচ্ছে না যে,কোনও কাঁটাতার আছে দুই দেশের মাঝখানে।। আর নন্দিতা দি আপনার গানের সাথে facial expression টা জাস্ট আসাধারণ।। অনেক ভালোবাসা পুরো team এর জন্যে।।
The more I listen to Nondita, more fascinated I become. She is, to my opinion, is the best among our "notun projommer shilpi". Her voice is unparalleledly sweet and melodious. The way she presents herself is incredibly pleasant and attractive. Not to speak about her prettiness and attire. All in all marvellous performance indeed.
Again an excellent execution of a beautiful song of the legendary singer. The instruments at the back are fabulous as always. Make me surprised and proud of these Bangladeshi talents. Waiting for more such songs. It is a pure joy in a time when the whole world is suffering from COVID
কাল সকালে ENT তে একটা appointment নিন। বেশি দেরি করলে কান দুটো সম্পূর্ণরূপে অকেজো হয়ে যেতেও পারে। "বাক্যহারা" পর্যন্ত ঠিক আছে। কর্ণহারা হয়ে গেলে বেশ মুশকিল।
A raindrop on a leaf , a voice so comfortably sung , a range to die for, a few songs where the singer carries the audience in this journey of music , an undiscovered dimension of quality tenor , play on Thank you Rana
Thanks Partha da... Apnar jonnoi eto eto sundor gaan upohar pachhi... Sobaike diyei eto osadharon kore gaan poribeshon koriyechen.. Sottie Osadharon.. Nandita keo dhonnobad!
ভারী সুন্দর ও পরিশীলিত ,মার্জিত,রুচিশীল উপস্থাপনা বার বার গানগুলোকে শুনতে একপ্রকার বাধ্য করে আমাকে । পুরোনো দিনের জনপ্রিয় গানগুলোর আরো রিমেকের প্রতিক্ষা রইলো আমার যাতে আমরা শীঘ্র শুনতে পাই ।
Nandita di specially tmy anek bhalobasa Kolkata theke....tmr gola khb bhalo lage amr.erkm purono din er gaan gulo sunie jeo,r amader mon bhalo rekho😍😍😍😍😍😍
নন্দিতা,,,এনার গান এর আগে কখনো শুনি নাই আজ হঠাৎ কোরেই গান শুনতে শুনতে নন্দিতার গান চোলে আসলো রান্না কোরছি আর গান শুনতেছি বেশ ভালো লাগছে (কুয়েত থেকে ইয়াছিন আরাফাত শাওন)
এককথায় দারুন পরিবেশনা। নন্দিতা’র অপূর্ব গলা ও গায়কী দুইই আরতি মুখার্জির এই কালজয়ী গানকে নতুন রূপ দিল। Musical rearrangement ও অসাধারন। সব মিলিয়ে গানটি কে সুধীন দাশগুপ্তের original গানের পাশেই রাখব আমি। কোনটা কার থেকে ভাল, বিচার্য নয় আমার কাছে। দুটো version এর দুরকম value. তবে Original তো original ই।
এককথায় অসাধারণ , মুগ্ধ, ব্যাবস্থাপনা,রুচিসম্মত গান, উপস্থাপনা, কলাকুশলীদের বাদ্য-বাজনা, বিশেষ করে বংশীবাদক ম্যাডামের প্রেমে পড়ে গেলাম,শিল্পীর ব্যাক্তিত্বের নমুনা পাওয়া যায়, ধন্যবাদ সিলং কমিটি কে এ রকমের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য,
নন্দিতা-র অসাধারণ কন্ঠ মুগ্ধ করে দিয়েছে আমায়, কঠিন গান কে কত সহজেই গেয়ে ফেললো। এইভাবেই এগিয়ে চলো, অনেক শুভেচ্ছা রইল।
দেবব্রত, নদীয়া, পঃবঙ্গ, ভারত
sotti osadharon.
অপূর্ব। ঈশ্বর কত মধুময় কণ্ঠ নতুন প্রজন্মের মধ্য দিয়ে বিতরণ করছেন । এই ব্যবস্থপনায় সেলন টি সংস্থাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
প্রিয় কন্ঠ শিল্পী নন্দিতার উপস্থাপনা, বাচনভঙ্গি, উচ্চারণ ও সুমধুর কন্ঠের এই গানটি সত্যিই অসাধারণ। এই শিল্পীর প্রতি অনেক অনেক আর্শীবাদ ও শুভকামনা রইল।
দারুন পরিবেশনা। সুন্দর কণ্ঠস্বর
পশ্চিমবঙ্গে বসে এই গানটি বাংলাদেশের এক শিল্পী গায়ছেন , শুনলেই মন কেমন করে।
আমি তো আপনাদের পুরনো শ্রোতা।
ভালো থাকবেন সবাই। উন্নতি লাভ করুন।
উফঃ,দুধর্ষ গেয়েছেন গানটি।এত নিখুঁতভাবে গাইলেন যে বিশ্বাস করে উঠতে পারছি না।পুরো গানটা মন্ত্রমুগ্ধের মত শুনে গেছি❗অসাধারণ‼️, অনবদ্য‼️আর যাঁরা যন্ত্রসংগীত দিয়ে সহযোগিতা করলেন তাঁদের জন্য বলি যে, একদম ফাটাফাটি‼️ কোনো প্রশংসাই যথেষ্ট নয়❗👌👌👌
এত স্পষ্ট উচ্চারণ, এত অপুর্ব গানের কন্ঠ, এত সুন্দর পরিবেশনা, সত্যিই One of the best channel. আমি Wset Bengal থেকে শুনছি। আরো শুনতে চাই পুরানো দিনের গান। যদি আশা ভোঁসলে জির গাওয়া গান শোনানো হয় তাহলে খুবই খুশি হই।
Dekhecho ki take shovomita
অসাধারণ গায়কী।
অসাধারণ গায়কী।
Je kono silpokolar jonno passion thakle poribesona ato chomotkar hoi.
Khub sundar gola....sotti arati Mukherjee ke replace korte paren uni kichuta holeo...👍👍
নন্দীতা সত্যি তোমার গলায় যাদু আছে.তোমার গান শুনে পেমে পড়ে গেছি.ভুল বুঝ না,আমি হয়ত তোমার বাবার বয়সী,আশিবাদ করি তুমি অনেক বড় হও.তোমার গান শুনলে মন জুড়িয়ে যায়.আমি কলকাতা থেকে.
Onek boro hoyese er theke boro hole na kaku fete jabe
সত্যিই বাংলাদেশের গায়িকাদের যে এত সুন্দর কন্ঠ না শুনলে বোঝা যায় না
কলকাতা থেকে।একটা সময় ছিল, যখন বাঙালি বাংলা গান শুনতে ভুলে যেতে বসে ছিল। তখন কবির সুমনের হাত ধরে সেই ভরাডুবি থেকে আমরা উদ্ধার পাই। ঠিক সেইরকম, আজ চারিদিকে এত মিউসিকের জগঝম্প যখন কানকে ঝালাপালা করে দেয়, তখন আপনাদের পরিবেশনা প্রাণকে শান্ত করে মনকে আরাম দেয়। একটাই প্রার্থনা - বেশি বেশি প্রোগ্রাম করে গুণগত মান যেন নিম্নগামী না হয়।Hats off 'Seylon Music Lounge'
ek mot dada
আধুনিক বাংলা গানের চর্চার কতটা গভীরে গেলে এইসব গানগুলোকে মঞ্চে আনা যায়, সেটার মাপকাঠি শুধু এই চ্যানেলটি। পশ্চিমবঙ্গে আমাদের সমসাময়িক প্রজন্মে যে গানগুলিকে শুনতে পাওয়া প্রায় দুষ্কর, আজকে দেশকালের সীমানা পেরিয়ে কি সুন্দরভাবে সেগুলোই নতুন হয়ে আত্মপ্রকাশ করছে। মাত্র কয়েক ঘন্টা হয়েছে TH-cam গানটি premiered হয়েছে এ, অথচ কি দারুন মুগ্ধতায় বারবার শুনছি। এতো originality, গানগুলির প্রতি কতটা যত্ন-ভালোবাসা থাকলে এটা সম্ভব!
Sob credit partho da’r😊
দারুন পরিবেশনা, সুন্দর কণ্ঠস্বর! আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে পুরনো গানটা যেন আরো নতুন হয়ে গেল। ধন্যবাদ আপনাকে নন্দিতা সেন। অনেক অনেক শুভকামনা রইল...আপনার কাছ থেকে আরব পুরনো দিনের গানের রিমেক শোনার অপেক্ষায় রইলাম.... ❤️❤️
ইউটিউব এ ঢুকলেই অপেক্ষায় থাকি আপনাদের নতুন একটা কভার কবে শুনবো
আগের গান গুলো নতুনভাবে শুনতে দারুণ লাগে।।
অনেক শুভ কামনা, এগিয়ে যান, পাশে আছি।🥰 ✌
Every thing is outstanding
Ki music arrangement
R ki Nanditar gan
Excellent ❤️
Darun darun ❤ Khub sundar geyechhen 🎉🎉🎉 Love from India 💜😊
খুব সুন্দর পরিবেশনা... স্টুডিয়ো তে একটা নির্মল পরিবেশর সৃষ্টি হয়েছে গানের সুর ও কথার মাধ্যমে ।❤
অসাধারন গায়কী, মন মাতানো অভিব্যক্তি... একরাশ মুগ্ধতা ❤️❤️❤️
sotti. opurbo
@@ziaushshams8840 excellent
অসাধারণ কণ্ঠে মুগ্ধ হয়ে গেলাম, অনেক শুভেচ্ছা রইল ❤️❤️
নন্দিতা, তোমার মত কন্ঠশিল্পীকে নিয়ে বাংগালী সব সময় গর্ব করবে।
অপূর্ব। খুব ভালো লাগলো। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
বড় শিল্পি হওয়ার সব গুণই রয়েছে নন্দিতার মধ্যে। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।
অসাধারণ,
আগামীর জন্যে শুভেচ্ছা রইলো
একজন সম্পূর্ন শিল্পী। যেমন গলা, তেমন উচ্চারণ, তেমন body language আমি নন্দিতার প্রেমে পড়েছি। বার বার শুনি।
অামি কোলকাতা থেকে বলছি। বাঙলাদেশের শিল্পিদের অামি ভিষন ভালোবাসি। তোমরাই বাঙলার গরব
bangali mane amar kase se mohan se ze religion er houk na ken
♥️♥️🇧🇩
Tnq dada ami Bangladesh a besa Jessore jala
Thik e....apni Bangladesh e emigration nite paren...ora khub bhalo....onek unnati o korchhe.....bharote kano thakben? Bharoter besirbhag lok Hindi bole....
Amra toh bangal amra age East Pakistan e chhilam, amra ektu pujo kortam bole ora tarie diechhe, tobe chinta korben na, apni chole jaan
@@lalonsohel9983😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊888😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
নন্দিতাতোমার গান ও খুব ভালো ।
First class .এর জন্য ceylon music এর অবদান ও অসামান্য ।
Excellent
Thanks
Singer
Nandita.
🌺🌺🌹🌹💓💓💓🌺🌺🌺💘💘🌺🌺🌺🌺🌺
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে
জানি না যদি ভুল হয়ে থাকে,
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে
জানি না যদি ভুল হয়ে থাকে,
খুঁজেছি তোমাকে, আঁধারে আলোকে,
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে
জানি না যদি ভুল হয়ে থাকে।
স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে
জীবনেরই সংঘাতে, শূন্যতারই ফাঁকে,
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে
জানি না যদি ভুল হয়ে থাকে।
তোমারই প্রতীক্ষায়
কখনও ঝঞ্ঝায়, মৌন সন্ধ্যায়
রয়েছি অন্ধ আশায়।
অন্তহীন এই পথে
চলেছি কোনও মতে,
জানি না ভবিষ্যতে
ডাকবে কি আমাকে?
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে
জানি না যদি ভুল হয়ে থাকে,
খুঁজেছি তোমাকে, আঁধারে আলোকে,
আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে
জানি না যদি ভুল হয়ে থাকে।
মনেই হচ্ছে না যে,কোনও কাঁটাতার আছে দুই দেশের মাঝখানে।। আর নন্দিতা দি আপনার গানের সাথে facial expression টা জাস্ট আসাধারণ।। অনেক ভালোবাসা পুরো team এর জন্যে।।
অপূর্ব! নন্দিতার কন্ঠ এবং গায়কী প্রতিবারের মতই নিখুঁত ও মধুর। আপনাদের সকল শিল্পীদের মধ্যে নন্দিতা এবং মিফতাহ্ জামান আমার খুব প্রিয় 🙂
Seylon tea র সব শিল্পী ও এর যন্ত্র শিল্পীরা সবাই দারুণ প্রতিভাবান। কাকে থুয়ে কাকে ভাল বলবো।অনেক ভালবাসা আর শুভকামনা সবাইকে।
No Possible Doubt Priyanka and Nandita are my Favorite Singers from Seylon Tea......(!) Love and Respect from France......!
অসাধারণ... নন্দিতার কণ্ঠে যাদু আছে। পার্থদা কে অভিনন্দন এত সুন্দর আয়োজনের কারণে
কোক স্টুডিও বাংলাকে আবারো ধন্যবাদ জানান দিতে হয়
(আমি নন্দিতাকে দিদিকে চিনতাম না,এইজন্য প্রথমেই আমি খুবইইই সরি
খুবইই সরি)
আজকে বুলবুলি শোনার পরে ইউটিউবে সার্চ দিলাম,এবং দিদির গান শুনে নিজেকে নিজের মারতে মন চাইতেসে,এত সুন্দরের খোজ আমি আগে কেন পাই নাই💔💔💔💔💔
নান্দিতা কবে শিলিগুড়ি আসবে সেই অপেক্ষায় বসে আছি,। উনার সুমিষ্ট গানের গলা আমাদের সব দুঃখ ভুলিয়ে দেয়, এক অনুপম আনন্দের পরশ লাগে মনে
ওহ ময়না গো গানটা শুনার পর থেকেই আপনার গানের প্রিয় হয়ে গেলাম!😊
The more I listen to Nondita, more fascinated I become. She is, to my opinion, is the best among our "notun projommer shilpi". Her voice is unparalleledly sweet and melodious. The way she presents herself is incredibly pleasant and attractive. Not to speak about her prettiness and attire. All in all marvellous performance indeed.
superb Bangla pronunciation! the sweetest language on earth!
Nandita and the total team of musicians deserve a big round of applause!
Again an excellent execution of a beautiful song of the legendary singer. The instruments at the back are fabulous as always. Make me surprised and proud of these Bangladeshi talents. Waiting for more such songs. It is a pure joy in a time when the whole world is suffering from COVID
অসম্ভব অসাধারণ অপূর্ব। আরতিকেও ছাপিয়ে গেছে। আমি বাক্যহারা।
Upnar sathe akmot noi.
Eta barabari hoye gelo Dada...original ta arekbar shunun....
কাল সকালে ENT তে একটা appointment নিন। বেশি দেরি করলে কান দুটো সম্পূর্ণরূপে অকেজো হয়ে যেতেও পারে। "বাক্যহারা" পর্যন্ত ঠিক আছে। কর্ণহারা হয়ে গেলে বেশ মুশকিল।
আপনি কি পাগল???
এ সব গান দুই বাংলার বাঙ্গালিদের হৃদয় এক করে দেয়। ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ।
আহ! শিল্পীর এক্সপ্রেশন, পরিবেশ, মিউজিক, গানের গলা সবমিলিয়ে যেনো গানে হারিয়ে গিয়েছি।
ধন্যবাদ অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্যে।❤❤❤❤❤❤❤
Excellent, Mnd blowing, keep going Nandita and Seylon Music Lounge
দারুন দারুন দারুণ কিছু আর বলার ভাষা নেই। আরোও অনেক শুনতে চাই
Another beautiful song from Nandita ji. Mesmerizing voice. Thanks Seylon Music Lounge for showing the world such a talent.
সামুদা আপনাকে এই নামেই আমি সবসময় মনে রাখতে চাই। এই চরিত্রগুলি আমাদের মনের মনিকোঠায় চিরকাল থাকবে আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন। 🙏🙏🙏
কি অসম্ভব সুন্দর গলা মেয়েটার !!!!! ধন্যবাদ seylon ।
Asadharon srutimadhur, khub khub sundor, darun valo laglo, God bless you, from Kolkata
Amader Arati Mukherjee !! Kono applause e jothesto noy tomar jonno ! Superb Anindita !!
Greetings from Australia!
Beautiful song. It’s pleasure to listen again and again.
নন্দিতা, খুব চমৎকার গেয়েছো। আমি মুগ্ধ। এগিয়ে যাও। ভালো থেকো।
হৃদয় ছুঁয়ে গেল! এত সুন্দর গাও তুমি! অভিনন্দন!
Listening over and over and over..... Possibly better than the original.... Great Nandita!
আপুনি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনার মঙ্গল করুক।
Welcome back Nandita. You are presenting with melodious voice. Thanks Cylon music
The girl with the golden voice. Her singing was awesome indeed!
0pp00p000pp0p000ppp00pp00p0p0p000p0p0p0p00000p0p00p0pp00pp00pp0ppp0000p0pp00p0pp0pp0p0p000pp00p0p0p00p000p000p0pppp0p0p00ppp0p0p0pp0000p0p0p00p0pp00p0pp00p00p00p0ppp0p0p00p0ppp0p0p000ppp0p0p0p0p0pp0p00p0p0p0p000ppppp0000p0ppp00p0pp000000p000p000p0p00p0p00p0000pp0p0ppp0pppppp0pppp000p00p000p00pppp0p00p000p000p0pp00p00pp0000p0p00ppp0p00ppp0p0ppp0p0ppppp0pp00pp0p0ppp0ppp00pp0000p000p0p000p0p00p0p0pppppp00p000pp0p0pp00pp000pp0pp0pppp0ppp0p0ppp0ppp0p0pppppppp0pppppp0ppppppppp0pp00ppp0pp0p00p0pp000p0p0ppppppp0pp0pp0ppppppp00ppp0pppp0ppppppp0pppp0pppp0ppp0ppppp00pp0p0p0pppppppp0ppppppppppppppp00p0pp00ppppp0ppppp0ppppppp0pp0pppp0pppp0pppp0p000p0pppppppppp0p0p000p00p0p0ppp00000p00p0pp0ppp0pp0pp0pppppppppppppppppppp0ppp00pp0ppp0ppp0p0p00ppp0p0ppppp00p00p0000p000p0p0p0p00p0p0p0p0p0p0p0p0p0p0pppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppp0pp0ppp0pp0ppp0ppppppppppppp0pppppppppppppppppppppppppppp0ppppppppppppppp0ppppp0ppppp0ppppp0pp0ppp0ppp0pp0ppp0ppp0pppp0pp0ppppppppppppp0pp0pp0ppp0ppp0pppp0pp00p0p0pppp0pp0ppp0pp0ppp00ppp0pppppp0ppp0pp0ppp0pp00ppp0pp00pp00pp0ppp000p0p0p0p0p0pp00p0pp0ppp0ppp0⁰p
এই কণ্ঠটা এতোটা মায়াবী ❤❤❤ মনে ঝড় তোলে,,, নন্দিতার এই সুর, এই Posture.।।।
শিল্পী নন্দিতাকে অনেক শুভেচ্ছা, পুরোনো দিনের জনপ্রিয় গানগুলোর আরো রিমেকের প্রতিক্ষা রইলো.
Oh !!! Heart touching. Nandita and co artist musician proud of all
A raindrop on a leaf , a voice so comfortably sung , a range to die for, a few songs where the singer carries the audience in this journey of music , an undiscovered dimension of quality tenor , play on
Thank you
Rana
শিল্পী নন্দিতাকে অনেক শুভেচ্ছা , ভালো লাগলো পরিবেশনা ৷
সত্যিই অপূর্ব । মনপ্রান ভরে গেল । সবকিছু মিলিয়ে লা-জওয়াব ।
চমৎকার সুন্দর গেয়েছেন, শিল্পী আপনি। 👌
ভালো লাগলো । আরও পুরনো দিনের গান নন্দিতার কন্ঠে শুনতে চাই ।
What a magical vocalist Nandita is!
Just fantastic.. ARATI jir kotha monei porlo na apnar gaan shune
Mone holo fresh song at the sweet cord of NANDITA.. Thanks to Partha da.
সুন্দর মেয়ের গলায় সুন্দর গান। সুন্দর গলার স্বর। সুন্দর এক্সপ্রেশন মন ভরে যায়। আশীর্বাদ করেছি, এগিয়ে যাক। ধন্যবাদ জানাচ্ছি Seilon tea কে উপস্থাপন করার জন্য।
Ms Nandita,
You not only have a mesmerising voice capable of perhaps singing any song, but I think you can also be a super hit actor.Think about it.
Thanks Partha da... Apnar jonnoi eto eto sundor gaan upohar pachhi... Sobaike diyei eto osadharon kore gaan poribeshon koriyechen.. Sottie Osadharon.. Nandita keo dhonnobad!
Congrats madam for your outstanding performance and hats off to the musicians for their flawless rendition...
Wow! Nandita gaan, expression, dress up all 100/100. Darun Partho Da, thank you. Amra erokom Nodita ke chai.🤗
অসাধারণ, নন্দিতা। মুগ্ধতা কথায়, চোখে-মুখে ও পরিবেশনায়। অদ্ভুত ভালোলাগায় ভরে গেলো মন I
After long time, excellent singing by Nandita. Thanks Seylon.
কোলকাতা থেকে লিখছি। অসাধারণ আরও একটি বোমার অপেক্ষায় রইলাম।
অসাধারণ গায়কী, স্পস্ট উচ্চারণ সব কিছু মিলে ভীষন মুগ্ধতায় ভরিয়ে দিলে।প্রত্যেক টা গান কতবার যে শুনেছি বলতে পারবোনা।ধন্যবাদ সিলন চা কে।
One of the best channel , I love this channel ❤️❤️❤️❤️💕💕💕
khuuub bhalo laaglo bangladesh er beautiful gayok gayika der gaan. ganguli daaaruuun geyechen aapnara. partha barua saheb er arrangement daaruun. onek shubhechha roilo aapnader shobai ke. sanjoy mukherjee from kolkata, india.
অসাধারণ,, ভাষায় প্রকাশ করার মতো না🌷🌷
মূল গানটি এক অপূর্ব সৃষ্টি। গানটির recreation অনবদ্য। প্রত্যেকের ভুমিকা সমানভাবে প্রশঙষা পাবে। পার্থ বড়ুয়া ও আপনার টিমকে অনেক অনেক শুভেচ্ছা।
ভারী সুন্দর ও পরিশীলিত ,মার্জিত,রুচিশীল উপস্থাপনা বার বার গানগুলোকে শুনতে একপ্রকার বাধ্য করে আমাকে । পুরোনো দিনের জনপ্রিয় গানগুলোর আরো রিমেকের প্রতিক্ষা রইলো আমার যাতে আমরা শীঘ্র শুনতে পাই ।
Nandita, hat's off , wonderful voice, God bless you. Lots of love 💓💓💓 and blessings.
Hi Nandita, beautifully sung specially, your shadow acting. Keep improving. God bless..
Alway's Overwhelmed My Dear ,U R OSM ..👌👌
🦋❤️❤️❤️❤️🦋
Love U Frm Gujrat ..
Darun Khoob Bhalo Laglo .
অসাধারণ গানের গলা আপনার! খুব ভালো লাগলো।
অসাধারণ অনবদ্য প্রশংসা করার ভাষা পাচ্ছিনা...❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
একটা অনুরোধ🙏
"ওগো তোমার আকাশ দুটি চোখে" গানটি আপনাদের কাছ থেকে শুনতে চাই...
One of the best singer of Bangladesh at present. Her voice is so sweet and she is a very talented singer.♥️♥️
অসাধারণ মুগ্ধতায় আচ্ছন্ন হলাম এই পরিবেশনায়। খুব ভালো। এই ভাবেই এগিয়ে চলুক Seylon ☕
দারুন, দারুন! চমৎকার কন্ঠ, বাংলার গৌরব
nandita ? simply amazing. oner kontho oner motoi sundar
অসাধারণ মন ছুয়ে যায়,,ধন্যবাদ আবুল খায়ের এর সিলনকে
Nandita di specially tmy anek bhalobasa Kolkata theke....tmr gola khb bhalo lage amr.erkm purono din er gaan gulo sunie jeo,r amader mon bhalo rekho😍😍😍😍😍😍
অনেক চমৎকার মানিয়েছে এরা একদিন সোনালী দিনের গানগুলো কে মাদুর্যে মিশিয়ে রাখবে অসংখ্য ধন্যবাদ প্রার্থ দা ওর দাঁতগুলোর প্রেমে পড়ে গেলাম🌹🌹🌹🌹🥰🥰🥰
আমি কোচবিহার থেকে বলছি এই গান গুলো আমায় খুব ভালো লাগে তাই আমি সবসময় বাংলাদেশের গায়িকা দের ধন্যবাদ যানাই❤❤
এই ভাবে এগিয়ে যাও অনেক শুভেচ্ছা রইল
নন্দিতা,,,এনার গান এর আগে কখনো শুনি নাই আজ হঠাৎ কোরেই গান শুনতে শুনতে নন্দিতার গান চোলে আসলো রান্না কোরছি আর গান শুনতেছি বেশ ভালো লাগছে (কুয়েত থেকে ইয়াছিন আরাফাত শাওন)
যত শুনি কোথায় যেন হারিয়ে যাই। অসাধারণ সুর ও মিউজিক।
এককথায় দারুন পরিবেশনা। নন্দিতা’র অপূর্ব গলা ও গায়কী দুইই আরতি মুখার্জির এই কালজয়ী গানকে নতুন রূপ দিল। Musical rearrangement ও অসাধারন। সব মিলিয়ে গানটি কে সুধীন দাশগুপ্তের original গানের পাশেই রাখব আমি। কোনটা কার থেকে ভাল, বিচার্য নয় আমার কাছে। দুটো version এর দুরকম value. তবে Original তো original ই।
ধন্যবাদ সেইলন মিউজিক লাউঞ্জ । বহুদিন পর আমার অনুরোধের গান টি উপস্থাপনা করার জন্য ।
ay gaan ta kotho shundor ami onek ponchondo kore shunetchi nandita onek shundor kore geache. well done!!
বাহ্, বেশ গাইলে।ধন্যবাদ পার্থবাবু।
এত ভালো presentation আর উচ্চারণ অনেক দিন পর শুনলাম ।
অনেক সুন্দর কালজয়ী গান। বছর শেষে Sylon Music Lunch থেকে খুঁজে পেলাম অসাধারণ গানটি।