@@ArponPaul-gd1kf nts permit visa নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি।ওটা দেখে পরিকল্পনা করতে পারেন।আমি বিদেশে না আসার জন্য উৎসাহ দেই।তারপরও আপনাদের যদি বিদেশ আসার জরুরত থাকে তাহলে প্রকৃত তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন।
ভাইয়া আমার সামীর একটা সালাম ট্রেনিং সেন্টার থেকে ইলেকট্রিক নিয়ে কোর্স করা আছে সে কি এই সার্টিফিকেট দিয়ে সিঙ্গাপুর যেতে পারবে, নাকি আরও কোর্স করতে হবে ইলেকট্রিশিয়ান নিয়ে,আর তার বয়স ৪০ বছর দুই মাস এই বয়সে কি যাওয়া যাবে, প্লিজ জানাবেন। অগ্রিম ধন্যবাদ
@@shabnurakter9095 ধন্যবাদ আপনাকেও। ইলেকট্রিকের উপর কোন কোর্স /দক্ষতা থাকলে অনেক ভাল হবে সিঙ্গাপুর আসার জন্য।দুই ভাবেই আসতে পারবে স্কিল/আনস্কিল।PCM। ৪০ বছর, এটা কি পাসপোর্টের বয়স?স্পষ্ট জানালে আমি পরামর্শ দিতে পারতাম।যদি এটা পূর্বের পাসপোর্টের বয়স হয়ে থাকে তাহলে কোম্পানি জোগাড় করাটা একটু কষ্ট হবে,কিন্তু সিঙ্গাপুরের আইন অনুযায়ী আসতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ভাই আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমি ইলেকট্রিক হাউজ ওয়ারিং, প্লাম্বিং এবং ওয়েল্ডিং কাজের উপর ট্রেনিং করেছি। সিঙ্গাপুর কোন সেক্টরে গেলে আমার জন্য ভালো হবে?
আপনি NTS PERMIT এ manufacturer company এর জন্য ট্রাই করেন। ভাল হবে। এখন বাংলাদেশীরাও আসছে এই ভিসায়।আগামীকাল এই বিষয়ে বিস্তারিত ভিডিও দিব ইনশাআল্লাহ। দেখুন এবং শেয়ার করে অন্যদেরকে জানান।ধন্যবাদ ভাই।
Thanks
@@Zafarabu-e8p welcome brother
vai sendbox niye kichu update den
@@Imrankhan-us1om একটা ভিডিও দেওয়া আছে। আপডেট ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ। দেখতে থাকুন।
ভাই,ওয়েল্ডিং কাজ শিখে গেলে কেমন খরচ হবে এবং বেতন কেমন হবে?
@@sahebkhan7827 ভাল হবে।এটার অনেক দাম আছে সিঙ্গাপুরে।
@@sahebkhan7827 খরচ নির্ভর করবে আপনার এজেন্সির উপর /যার মধ্যমে প্রসেসিং করবেন তার উপর। এমনিতে সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী অল্প টাকাতেই হয়ে যাওয়ার কথা।
ভালো লাগলো ভাই। ভাই সিঙ্গাপুরে রেস্টুরেন্ট জবের কেমন চাহিদা বাংলাদেশি দের জন্য?
@@ArponPaul-gd1kf এখন মোটামুটি অনেকটা ভাল। যদি দেশে এই বিষয়ে কোন পড়াশোনা বা ট্রেনিং থেকে থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন।
@@ArponPaul-gd1kf nts permit visa নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি।ওটা দেখে পরিকল্পনা করতে পারেন।আমি বিদেশে না আসার জন্য উৎসাহ দেই।তারপরও আপনাদের যদি বিদেশ আসার জরুরত থাকে তাহলে প্রকৃত তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন।
ভাইয়া আমার সামীর একটা সালাম ট্রেনিং সেন্টার থেকে ইলেকট্রিক নিয়ে কোর্স করা আছে সে কি এই সার্টিফিকেট দিয়ে সিঙ্গাপুর যেতে পারবে, নাকি আরও কোর্স করতে হবে ইলেকট্রিশিয়ান নিয়ে,আর তার বয়স ৪০ বছর দুই মাস এই বয়সে কি যাওয়া যাবে, প্লিজ জানাবেন। অগ্রিম ধন্যবাদ
@@shabnurakter9095 ধন্যবাদ আপনাকেও। ইলেকট্রিকের উপর কোন কোর্স /দক্ষতা থাকলে অনেক ভাল হবে সিঙ্গাপুর আসার জন্য।দুই ভাবেই আসতে পারবে স্কিল/আনস্কিল।PCM। ৪০ বছর, এটা কি পাসপোর্টের বয়স?স্পষ্ট জানালে আমি পরামর্শ দিতে পারতাম।যদি এটা পূর্বের পাসপোর্টের বয়স হয়ে থাকে তাহলে কোম্পানি জোগাড় করাটা একটু কষ্ট হবে,কিন্তু সিঙ্গাপুরের আইন অনুযায়ী আসতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ভাই আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমি ইলেকট্রিক হাউজ ওয়ারিং, প্লাম্বিং এবং ওয়েল্ডিং কাজের উপর ট্রেনিং করেছি। সিঙ্গাপুর কোন সেক্টরে গেলে আমার জন্য ভালো হবে?
আপনি NTS PERMIT এ manufacturer company এর জন্য ট্রাই করেন। ভাল হবে। এখন বাংলাদেশীরাও আসছে এই ভিসায়।আগামীকাল এই বিষয়ে বিস্তারিত ভিডিও দিব ইনশাআল্লাহ। দেখুন এবং শেয়ার করে অন্যদেরকে জানান।ধন্যবাদ ভাই।
@NuruzzamanSG জি ভাই সেই ভিডিওর অপেক্ষায় আছি