আসলে আপনি কুষ্টিয়ার যেই ড্রোন ভিউ দিয়েছেন সেটা মূলত আমলাপাড়া এরিয়ার আর নদীর তীরের। কুষ্টিয়ার অধিকাংশ হাইরাইজ বিল্ডিং আর এ খান রোড, চাঁদ মোহাম্মদ রোড, গোশালা রোড, কলেজ মোড়, কাজী নজরুল রোড, পুলিশ লাইন্সের সামনে, সাদ্দাম বাজার এলাকায়। এছাড়া সেলিমা মেডিকেল কলেজ, বিআরবি কেবল টাওয়ার তো আছেই
@@TravelTuner ঠিক আছে। শীতের পর সেক্ষেত্রে ভালো হবে। গুরুত্বপূর্ণ জায়গা ও স্থাপনার ভিডিও কম্পাইল করলে মোটামুটি ভালো ভিডিও হবে। আর আপনি যে শাহী মসজিদের ভিডিও দিয়েছেন তার কাছেই আমার নানু বাড়ি৷ আমার স্কুল লাইফ কেটেছে ঝাউদিয়ায়
ভালো লাগলো ভাই এগিয়ে যাও,, আমাদের পাশের জেলা কুষ্টিয়া,,,, রাজবাড়ী থেকে,,,
ভাই gopro দিয়ে ভিডিও করেছেন?? হাতে যে ক্যামেরা??
ধন্যবাদ ভাই। hmm Gopro
@@TravelTuner ওয়েলকাম,,, মডেল কত??
GoPro Hero 7 black
tumi madaripur ba rajoir re kisu history janao
Ok, janabo
আসলে আপনি কুষ্টিয়ার যেই ড্রোন ভিউ দিয়েছেন সেটা মূলত আমলাপাড়া এরিয়ার আর নদীর তীরের। কুষ্টিয়ার অধিকাংশ হাইরাইজ বিল্ডিং আর এ খান রোড, চাঁদ মোহাম্মদ রোড, গোশালা রোড, কলেজ মোড়, কাজী নজরুল রোড, পুলিশ লাইন্সের সামনে, সাদ্দাম বাজার এলাকায়। এছাড়া সেলিমা মেডিকেল কলেজ, বিআরবি কেবল টাওয়ার তো আছেই
হুম জানি ভাই । আমার সময় ছিলনা হাতে তাই সব জায়গায় যেতে পারিনি। আর তাছাড়া কুয়াসা বেশি ছিলো। কিছু দিন পর আবার যাবার পরিকল্পনা আছে তখন সব ভিডিও করবো।
@@TravelTuner ঠিক আছে। শীতের পর সেক্ষেত্রে ভালো হবে। গুরুত্বপূর্ণ জায়গা ও স্থাপনার ভিডিও কম্পাইল করলে মোটামুটি ভালো ভিডিও হবে।
আর আপনি যে শাহী মসজিদের ভিডিও দিয়েছেন তার কাছেই আমার নানু বাড়ি৷ আমার স্কুল লাইফ কেটেছে ঝাউদিয়ায়
@@CityScraper ধন্যবাদ আপনাকে । আমি যাব আবার :)