আর্থিং কি এবং কেন করা হয়? What is Earthing and Why it is Necessary?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • আর্থিং কি এবং কেন করা হয়?
    আপনি জানেন কি? আপনার প্রতিষ্ঠান, কলকারখানা, বাসা-বাড়ীতে কেন আর্থিং করা হয়? যদি জেনে না থাকেন আমার এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমরা দেখবো আর্থিং কি এবং আর্থিং এর প্রয়োজনীয়তা কি? এবং ভিডিওর শেষে দেখবো আর্থিং কিভাবে আপনাকে এবং আপনার ইলেক্ট্রিক যন্ত্রপাতিকে নিরাপদ রাখে।
    #Earthing #Grounding #Learning_Engineering_Bangla #Konok_Kamruzzaman #Earthing_Types
    More Videos:-
    পাখিদের বৈদ্যুতিক শ্ক লাগে না কেন? Why Bird don't get Shocked on Electric Power Lines?
    • পাখিদের বৈদ্যুতিক শ্ক ...
    সহজ ভাষায় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ও ক্যালকুলেশন । Power Factor Improvement ।
    • সহজ ভাষায় পাওয়ার ফ্যা...
    জেনে নিন বিদ্যুৎ কিভাবে আপনার বাড়ীতে পৌছায়? How does Electricity Get to Your Home?
    • জেনে নিন বিদ্যুৎ কিভাব...
    induction motor, ট্রান্সফরমার কিভাবে কাজ করে, হাউজ ওয়ারিং, ইলেকট্রিক কাজ শেখা, আর্থিং ও নিউট্রাল এর মধ্যে পার্থক্য কি, আর্থিং কিভাবে করা হয়, নিউট্রাল কারেন্ট কি, আর্থিং করার পদ্ধতি, নিউট্রাল এবং আর্থিং, আর্থিং এর উপাদান কি কি, আর্থিং করার পদ্ধতি, what is earthing in electricity, methods of earthing, importance of earthing, types of earthing, earthing, grounding, earthing and grounding, neutral, নিউট্রাল, আর্থিং, learning Engineering bangla, কিভাবে আর্থ গ্রাউন্ডিং করা হয়,
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 606

  • @salmanshahmyfavoritevideo2111
    @salmanshahmyfavoritevideo2111 3 ปีที่แล้ว +2

    ভাই, আমি আমার কম্পিউটার নিয়ে বেশ বিপদে আছি। আমার বাসার যে রুমে কম্পিউটার সেখানে কিবোর্ড এ কাজ করে না। মানে, X লিখলে Y আসে কিংবা অনেক সময় উল্টাপাল্টা লিখা আসে, আবার দেখা যায় মাউস কাজ করা বন্ধ করে দেয়। আমি দোকানে যাই, যেখান থেকে মাউস কিবোর্ড কিনেছিলাম। কারণ আমি ভেবেছিলাম আমাকে তারা নষ্ট মাউস কিবোর্ড দিয়েছে। কিন্তু দোকানে নিয়ে দেখি তাদের এখানে কোন সমস্যা করছে না। সুন্দর চলছে। আমি তাদের বললাম, আপনাদের এখানে চললেও আমার এখানে চলছে না। তখন তারা বলে, তাহলে আপনার কারেন্টের লাইনে কোন সমস্যা আছে। আমি বাসায় গিয়ে একজন ইন্জিনিয়ারকে এনে আমাদের কারেন্টের লাইন চেক করাই। চেক করার পর ইন্জিনিয়ার কোন সমস্যা খুজে পায় না। সে জানায় আমাদের বাসায় কারেন্টের লাইনে কোন সমস্যা নেই। তবে সে বলে যে আমাদের বাসায় আর্থিং এর তার নেই। এখন প্রশ্ন হল আমাদের বাসায় অার্থিং এর তার না থাকার কারণে কি আমার কম্পিউটারে সমস্যা করছে? যদি এ ব্যাপারে কোন ধারণা থাকে, তাহলে আমাকে জানাবেন আশা করি।

  • @faysalmahmud2611
    @faysalmahmud2611 5 ปีที่แล้ว +34

    খুবই ভালো লাগলো,, অনেক কিছু জানতে পারলাম। ভাই erthing কিভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানালে খুশি হব।

    • @ABTechWorks
      @ABTechWorks 5 ปีที่แล้ว +1

      আপনি জি ই পাইপ বোডিং করে পাইপের ভিতরে 5mm কপার ওয়ার ডুকিয়ে দিতে পারেন

  • @rishadhossain4524
    @rishadhossain4524 4 ปีที่แล้ว +5

    স্যার,,
    সেচ পাম্প মটর অাছে,,,
    ট্রান্সফরমার থেকে যেদুটা তার অাছে তা থেকে
    নিউট্রাল তার টা গরম হয়ে যাই করনীয় কি কি অাছে.??

  • @mdsajibhossin2816
    @mdsajibhossin2816 3 ปีที่แล้ว +1

    Sub station 500 KVA,
    তাহলে PFI হবে 60%.
    সুতরাং PFI হবে 300 KVAR
    আমার Sub station 500 kva
    = 400 kw
    = 722 A
    এখানে বলে রাখা ভালো 1kvar (capacitor) = 1.32 A
    300 kvar = 396 A (ধরি 400 A)
    এখন Sub station/ PFI,
    =722/400
    =1.80 A
    এখন আমার মূল কথা হলো 500 kva অর্থাৎ 722 A
    লোড কে increase করে PFI 400 A.
    সুতারাং sub station এর 1.80 A এর জন্য PFI 1A লোডই যতেস্ত।
    এই হলো PFI ক্ষমতা। অর্থাৎ power factor improvement.
    আপনার প্রতিষ্ঠানে Total load 722 Ampere load.
    কিন্তু এখন চলছে 380 Ampere load এ। তাহলে আপনার kva হবে 263.272.
    এই 263 kva এর 60% হয়,,,,,,
    ধরবে আপনার PFI Plant 158 kvar!💖
    অর্থাৎ 263*60/100 = 158 kvar .
    কিন্তু PFI এ capacitor ধরে রয়েছে 240 kvar.অর্থাৎ pfi এর প্রায় সব indicator lamp জলে রয়েছে। কিন্তু ধরার কথা ছিলো 158 kvar
    বা পাঁচ/দশ kvar এদিকওদিক।
    Load এর তুলনায় pfi এর capacitor অর্থাৎ বেশি KVAR ধরে রয়েছে।
    PFI Plant capacitor bank ঠিক
    আছে ?
    কেন load এর তোলনায় Capacitor bank অর্থাৎ KVAR বেশি ON অবস্তায় আছে।
    এখন প্রশ্ন Load এর তুলনায় PFI এর Capacitor (KVAR) বেশি ধরে থাকে কেন ???

  • @m.a.alrakib9515
    @m.a.alrakib9515 3 ปีที่แล้ว +1

    ভাইয়া পল্লী বিদ্যুতের হাই টেনশন লাইনের থ্রি ফিডার এর প্রত্যেকটি ফিডার ( তার) এর আলাদা আলাদা ভোল্টেজ কত দয়া করে প্রশ্নোত্তর পর্বে জানাবেন?

  • @ruralbangladesh5040
    @ruralbangladesh5040 5 ปีที่แล้ว +6

    ভাইজান,, 1 hp সেচ মটরে কি এক তারের কারেন্ট আর্থিং করে চালানো যাবে? কিভাবে করলে ভালো হবে?
    জানাবেন প্লিজ,,,,,,

  • @sohelpatowary1031
    @sohelpatowary1031 5 ปีที่แล้ว +6

    এই রকম পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mdkaiyumhossen9257
    @mdkaiyumhossen9257 5 ปีที่แล้ว +5

    , আমিতো আর্থিং রড খুলে ফেলছি বিল বেশি ওঠে এ কারণে

    • @kidsworld3663
      @kidsworld3663 5 ปีที่แล้ว +4

      হাহাহাহা, আর্থিং এর কারনে কখনোই বিল বেশি আসে না

  • @mdazizulislam4785
    @mdazizulislam4785 5 ปีที่แล้ว +9

    ভিডিওটি দেখে চেনেলটি সাবস্ক্রাইব করলাম,
    শত্তিই ভিডিওটি ভালো লাগলো

  • @১৯৯৪
    @১৯৯৪ 4 ปีที่แล้ว +1

    স্যার কিভাবে সোলার দিয়ে এসি কারেন্ট করে ফ্রীজ চালানো যাই এরকম একটা ভিডিও দেন ফ্রীজ টা 40/50 লিটার হলেও হবে ।

  • @banglatips7061
    @banglatips7061 5 ปีที่แล้ว +5

    খুব সুন্দর কথা বলেছেন ধন্যবাদ আপনাকে

  • @knowledgekingbro3154
    @knowledgekingbro3154 4 ปีที่แล้ว +2

    tnx

  • @prashantanaskar8782
    @prashantanaskar8782 5 ปีที่แล้ว +5

    খুব ভালো একটি আইডিয়া দিলেন!

  • @moeendin5794
    @moeendin5794 5 ปีที่แล้ว +4

    আর্থিক তারটি খোলা থাকে এর ভেতর দিয়ে অনাকাংকিত বিদু্ৎ প্রবাহিত হওয়ার সময় তাতে স্পর্শ লাগলে বৈদুতিক শক লাগবে কিনা?

    • @LearningEngineeringBangla
      @LearningEngineeringBangla  5 ปีที่แล้ว +1

      স্যার শক লাগবে না কারন আপনার শরীর এর রেজিস্টেন্স আর্থিং এর চেয়ে অনেক বেশি। এবং তৎক্ষনাৎ সার্কিট ব্রেকার ট্রিপ করবে।

  • @sanchalidutta906
    @sanchalidutta906 4 ปีที่แล้ว +3

    Vison vbae useful sir apnr vdo gulo..thank you so much

  • @nirobmohammadboniamin6687
    @nirobmohammadboniamin6687 4 ปีที่แล้ว +1

    ভাই ওয়েল ফ্রি জেনারেটর নিয়ে কিছু বলেন

  • @md.harun-ar-rashid3579
    @md.harun-ar-rashid3579 4 ปีที่แล้ว +1

    ভাই,
    আমি একটি পাইপ আর্থিং থেকে সাব-মারসিবুল মোটরে, ফ্রিজে ও রাইস কুকারে সংযোগ করেছি।
    এখন যদি রাইস কুকার বডি হয়, তাহলে সাব-মারসিবুল ও ফ্রিজ ক্ষতিগ্রস্ত হবে কিনা এবং একই সময়ে কেহ যদি ফ্রিজ ব্যবহার করে তবে তার শখ লাগবে কি?
    অনুগ্রহ করে, বিষয়টি কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হবো।

    • @LearningEngineeringBangla
      @LearningEngineeringBangla  4 ปีที่แล้ว

      Na sir kono khoti hobe na. Tobe jodi earthier resistance deshi hoi tahole shok lagte pare.

    • @md.harun-ar-rashid3579
      @md.harun-ar-rashid3579 4 ปีที่แล้ว

      @@LearningEngineeringBangla তথ্যটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

  • @shamimhossain4200
    @shamimhossain4200 5 ปีที่แล้ว +4

    আপনার মূল্যবান ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, আমার কম্পিউটারের মেটাল জায়গাগুলোতে টাচ করলে শক করে এবং টেস্টার দিলেও জ্বলে সেক্ষেত্রে কি আর্থিং দিলে সমাধান হওয়া যাবে?

  • @md.rashedulislam1652
    @md.rashedulislam1652 4 ปีที่แล้ว +2

    নিউট্রাল তারের সাথে আর্থিং তার সংযোগ করা আছে,পোল থেকে নিউট্রাল তার ছিরে গেলে, নাইট, ফ্যান চলে না কেন?

  • @mrrajib8717
    @mrrajib8717 4 ปีที่แล้ว +1

    tnx

  • @ফারুকপলাশ
    @ফারুকপলাশ 4 ปีที่แล้ว +1

    ভাইয়া, আমাদের বাসার ডিজিটাট মিটার লাগানোর সময় মিস্ত্রি রা আর্থিং (মাটির নীচ হতে যে জি আই টাইপ তার মিটার এ এসেছে) সেটা কেটে দিয়ে যায় বলেছে এই মিটারে আর্থিং লাগালে বিল বেশি আসে ও সমস্যা হয়।
    দয়া,করে জানাবেন।
    ধন্যবাদ

    • @LearningEngineeringBangla
      @LearningEngineeringBangla  4 ปีที่แล้ว +1

      স্যার যদি আপনার ওয়ারিং ঠিক থাকে তাহলে বিল বেশি আসবে না, কারন আর্থিং দিয়ে শুধু মাত্র শর্ট সার্কিট এবং ফল্ট অবস্থায় কারেন্ট প্রবাহিত হয়। আর আপনার নিরাপাত্তা আপনার কাছে , আথিং করা হয় যাতে দূর্ঘটনার হাত হতে আপনাকে রক্ষা করার জন্য । ধন্যবাদ।

    • @ফারুকপলাশ
      @ফারুকপলাশ 4 ปีที่แล้ว

      @@LearningEngineeringBangla অনেক ধন্যবাদ স্যার। আমি তাহলে এবার আর্থিং টা জয়েন্ট করিয়ে নিব।

  • @properelectricalcompany6447
    @properelectricalcompany6447 4 ปีที่แล้ว +1

    DP MCB & SP MCB দিয়ে কখনওই Electrical Shock circuit থেকে বাঁচা যায়না, ঘরে ঘরে RCCB & ELR must ব্যাবহার করতে হবে। এর সাথে ছিঁড়া ফাড়া তার টানা বন্ধ করতে হবে।

  • @mehedihasan9055
    @mehedihasan9055 5 ปีที่แล้ว +3

    Suircit breaker kon maper lagbay abong kivabsy breaker lagatay hoi janaben please

  • @shawonmobarakhossain3532
    @shawonmobarakhossain3532 5 ปีที่แล้ว +7

    খুবই ভালো লাগলো ভাই but in maximum house it is deeply ignored.

  • @md.habiburrahman5685
    @md.habiburrahman5685 5 ปีที่แล้ว +3

    ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য। বাসা বাড়িতে পানির মোটরে আর্থিং এর তার দেয়া থাকে না, অনেক সময় মোটরে বিদুত এসে মানুষ মারা যায়। মোটরে কিভাবে আর্থিংলাগানো যায়, জানালে অনেক উপকৃত হব।

    • @LearningEngineeringBangla
      @LearningEngineeringBangla  5 ปีที่แล้ว +2

      স্যার মোটরের বডির বেস প্লেটের নাটের সাথে আর্থিং করতে পারেন।

  • @jeee4601
    @jeee4601 5 ปีที่แล้ว +2

    ভাইয়া আপনার । ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ ভাই

  • @mkbusinesspartners4298
    @mkbusinesspartners4298 4 ปีที่แล้ว

    Dada ami Indian theke. Apnar channel amake khub valo lage. Solar Inverter & Electric Inverter somporke bolben. Plz apnar WhatsApp number diben.

  • @fjsripon7935
    @fjsripon7935 5 ปีที่แล้ว +6

    ভাই ফ্রিজ এর লাইন কিভাবে কানেশন করব যদি তার উপর একটি ভিডিও দিতেন,,,,প্লিজ ভাই

    • @LearningEngineeringBangla
      @LearningEngineeringBangla  5 ปีที่แล้ว +1

      ধন্যবাদ স্যার। এই টপিক এর উপর নেক্সট টাইম ভিডিও বানাবো।

    • @mizanrhman962
      @mizanrhman962 5 ปีที่แล้ว

      @@LearningEngineeringBangla ok

  • @rsdreamlibrary3755
    @rsdreamlibrary3755 4 ปีที่แล้ว

    ভাইয়া মনে করেন একটা মেয়ের লাইন সেখানে আছে একটা বোর্ড সেখান থেকে মনে করেন একটা দুই সুইচের একটি লাইন করব অন্য জায়গায় কিভাবে বানা যাবে সেই ভিডিওটি বানান প্লিজ

  • @md.mijanurrahman434
    @md.mijanurrahman434 4 ปีที่แล้ว +2

    কনক ভাই!আর্থিং করা থাকলে কি বিল বেশী আসে?দয়া করে এর একটা সমাধান দিবেন?

  • @FaPiash
    @FaPiash 4 ปีที่แล้ว

    আমরা সাধারণত দেখি যে নিউট্রেল তারের সাথে আর্থিং সংযোগ করা হয় ব্যাপারটি কেন? ও কতটুকু যুক্তিযত....?

  • @alomkhan4917
    @alomkhan4917 5 ปีที่แล้ว +4

    Acca vai .3pees Lainer .R.Y.V.kibabe berkorbo.

  • @Kamrulhasan-mm4im
    @Kamrulhasan-mm4im 4 ปีที่แล้ว

    ভাই আমারও একটা প্রশ্ন যে আমাদের বাসা বাড়িতে সিংগেল ফেইজ কারেন্ট ব্যবহার করা হয়। আর সেখানে নিউট্রাল এর সাথে আর্থিং সংযুক্ত থাকে তাই আমি যখন RCCB কানেকশন করার পর অন করি তখন সাথে সাথে RCCB অফ হয়ে যায়। এটার কোন সমাধান থাকলে, এটার ব্যাপারে একটা ভিডিও আপলোড করলে আমার মনেহয় আমরা অনেকেই উপকৃত হবো।

  • @ariyan478
    @ariyan478 4 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ ভাই। আর্থিং সম্পর্কে ধারণা একটু অন্যরকম ধারণা ছিল। আপনার ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম ।আশাকরি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিবেন আপনি। 01760862523

  • @swapankumarroy7499
    @swapankumarroy7499 3 ปีที่แล้ว +2

    খুব ভালো, সরল ভাষায় জটিল জিনিষ বোঝানো হয়েছে। গৃহবধু দের জানা উচিত।

  • @ishortmaker5280
    @ishortmaker5280 2 ปีที่แล้ว

    শেষ এই ভিডিও দেখে আমার এক অধ্যায় শেষ
    পড়ার থেকে এখানে ভিডিও টা আমি উপকারী মনে করলাম

  • @md.sanaullahmahmud3721
    @md.sanaullahmahmud3721 4 ปีที่แล้ว +2

    ভাই। আপ্নার দ্বারা অনেক অনেক উপকৃত হলাম। সঠিক তথ্য দেয়ারভজন্য ধন্যবাদ

  • @sheikhrasel5177
    @sheikhrasel5177 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, ৮তলা বাড়ি সাব স্টেশন ছাড়া, সরাসরি ৪৪০ লাইন টানার জন্য কতো আর এম তার লাগবে ভাই?সেই সাথে নিউটল লানের জন্য কতো আর এম তার লাগবে?জাহাজের ব্যবহিত তার কি ভালো হবে?
    দুই ইউনিটের বাড়ি,৪ টি রুম, ২ টি টয়লেট,দুইটি বেলকনী,বাড়িতে 4/6 person লিফট, এসি প্রায় ১৫ টি, গ্রিজার প্রায় ১৫ টি, ওয়াশিং মেশিন, ফ্রিজ আরও অন্যান্য

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    কাদামাটি থেকে এক কিলো বিদ্যুত উৎপাদনের জন্য কত বর্গফুট জায়গার দরকার হবে। কাদামাটির অসংখ্য ইলেকট্রন থেকে বিদ্যুত উৎপাদন হয়। এর
    ফলে ইলেকট্রন ক্ষয় হয় কিনা?

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    যদি ইলেকট্রন ক্ষয় হয়,তবে পরবর্তীতে
    এখানে কোথা থেকে ইলেকট্রন আসবে। ২৪ ঘন্টা বিদ্যুত উৎপাদন হবে কিনা। ১ কিলো বিদ্যুত তৈরীর জন্য কত বর্গফুট জমি লাগবে,প্লান্টে কত খরচ হবে, কতদিন
    যাবে।

  • @siamkhan9424
    @siamkhan9424 3 ปีที่แล้ว

    আমার বাসায় কি আর্থিং নাই??? আমি কালকে ১৫০০ টাকা দিয়ে এক্স লেব বক্স কিনেছি। আজকে বক্সের গোল রেগুলেটরের মাধ্যমে ভলিউম বাড়াতে গিয়ে কঠিন শক খেয়েছি।। এটা কি বক্সের সমস্যা বা আর্থিং,,, সংযোগ ঠিকমত দেওয়া হয়নি।।।

  • @sasamimchowdury9799
    @sasamimchowdury9799 4 ปีที่แล้ว

    একটি বাড়িতে সব ভালো মানের বৈদ্যুতিক সরঞ্জাম লাগানো হয়েছে, বজ্রপাত নিরোধক লাগানো হয়েছে, কিন্তু হঠাৎ করেই, ফেজ ও নিউটল এ না লেগেই আর্থিং তার পুড়ে যায়, একটি রুমের এসির আর্থিং তার ব্রেকার বক্স পর্যন্ত পুড়ে যায়, কিন্তু তার পুড়ে যাওয়ার পরে ব্রেকার ট্রিপ হয়েছে, এবং এমডিবি বক্স পর্যন্ত আর্থিং এর তার পুড়ে গেছে, ব্রেকার গুলো এবিবি কোম্পানির অরিজিনাল বেকার ছিল, এবং শুধু এসির ব্রেকার ছিল ২০ এম্পিয়ার,
    এখন আমার প্রশ্ন হল
    কি কারনে আর্থিং এর টি পুড়ে গেছে এবং ব্রেকার ঠিক করে নাই????

  • @sumoneuc
    @sumoneuc 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ।জনাব , Instant water heater লিক হয়ে গেল বা আকস্মিক নষ্ট হয়ে গেলে ,বিদ্যুত স্পর্শে মানুষ মারা যেতে পারে । এ থেকে বাঁচার উপায় কি । এ বিষয়ে জানালে উপকৃত হব ।

  • @khaiyacharadae-agri-news2701
    @khaiyacharadae-agri-news2701 3 ปีที่แล้ว

    আমা‌দের ঘ‌রের ফ্রিজ টি তো আলাদাভা‌বে আ‌র্থিং সং‌যোগ করা নেই, তবে সমগ্র ঘ‌রের জন্য ১টি আর্থ‌িং। এখন শুধুমাত্র ফ্রি‌জের জন্য আলাদাভা‌বে আর্থ‌িং করার প্র‌য়োজন আ‌ছে?

  • @salamin8366
    @salamin8366 4 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম,
    ভাইয়া আমার বাড়িতে অল্টারনেটিভ কারেন্ট আছে যেইটা শুধু দুই তারের, একটা নেগেটিভ আর পজেটিভ। আমি চাচ্ছি, ওইখানে একটা আর্তিনের তার ব্যবহার করব, এক্সট্রা ভাবে। যদি আমি আর্তিনের তার এক্সট্রা ভাবে সংযোগ করতে চাই, তাহলে কি আমি মাটিতে আর্তরড বসিয়েই করতে পারব?

  • @md.rohomot2284
    @md.rohomot2284 3 ปีที่แล้ว

    মিটারের কাছাকাছি মাটিতে যে রড পুতে দেয়া হয় আমি আগে জানতাম সেটাই আর্থীং কিন্তু এখন দেখছি সেটা নিউটাল এটা জানতে পেরে আমি কিছু বিষয় আপনার থেকে শিখতে পারলাম, তাহলে বাসা বাড়িতে ফ্রীজ, ওয়াশিং মেশিন, বা অন্যান্য যে সমস্ত ডিভাইসে নিউটাল ছারাও আর্থিং করতে হয় সেই আর্থিংগুলো কী ভাবে করবো এই বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বোঝাবেন

  • @khalidalimran383
    @khalidalimran383 4 ปีที่แล้ว

    আমার বাসায় একটি লাইট এবং একটি ফ্রিজ এর নিউট্রাল তারকে মেইন সুইচের সাথে সংযুক্ত আর্থিং রডের সাথে সংযোগ করেছি। পরবর্তীতে লাইট টির সুইচ অন করলে কিছুক্ষণ জ্বলার পর অফ হয়ে যায় আবার কিছুক্ষণ পর অন করলে জ্বলে আবার অফ হয়ে যায়।আর ফ্রিজ তো চলে।কিন্তু বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসতেছে। কেনো লাইট টির ক্ষেত্রে এরকম হয় আর এর বিপরীতে আমার কি করনীয়..?
    জানালে চির কৃতজ্ঞ থাকবো...

  • @mdiman8254
    @mdiman8254 4 ปีที่แล้ว

    Boss, এখন কিন্তু স্মাট led tv metal বডির তৈওরী বাজারে আছে সেগুলের ক্ষেত্রে কি থ্রি পিন সকেট ব্যাবহার করা লাগবে? যদি থ্রি পিন সকেট না থাকে তাহলে করনীয় কি? জানাবেন প্লীজ

  • @web.worldedu.bengali8756
    @web.worldedu.bengali8756 4 ปีที่แล้ว

    ভাই, এনার্জি মিটার থেকে ২টা তার আশে, আমরা ভূমি থেকে ১টা আর্থ নিই??? কিন্তু ফ্যান,লাইট চালাতে ২ টা তারেই হয়। এমনকি বেশির ভাগ জায়গাতেই ২ তারেই হয়। তাহলে আর্থ আমরা কেন নেব, কোথায় নেব, কিভাবে নেব????? বুঝিয়ে বললে উপকৃত হতাম

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    আমার বাড়ীতে দৈনিক ২০ ইউনিট বিদ্যুত
    লাগে। কাদামাটির প্লান্টে ৩০ ইউনিট উৎপাদন হলে বাড়তি বিদ্যুত কি করব। একটি প্লান্ট কত বছর টেকসই হবে।

  • @mdnazim359
    @mdnazim359 2 ปีที่แล้ว

    ভাই ভালো মানের সকেট কিনছি মোবাইল চার্জ দিলে গরম হয়ে যায় বলে, কেউ কেউ বলছে ভালো মানের চকেট দিয়ে চার্জ দিলে মোবাইল গরম হয় না তাই কিনলাম। এখন দেখি ঠিকিই আগের মতই গরম হয় চার্জ দিলে, আমার মোবাইলটা চার্জ হয় ৬৫ ওয়াট চার্জার দিয়ে। চার্জ দিলে খুব হিট হয়, এখন কি আর্তিং তার লাগাইলে কি মোবাইল ঠান্ডা থাকবে? আপনি বললেন কমেন্টের রিপলাই দিবেন,তাই কমেন্ট করলাম। দয়া করে জানালে ভালো হত,অপেক্ষায় থাকব।

  • @rofickehos4756
    @rofickehos4756 ปีที่แล้ว

    আপনার উপস্থাপনা এবং কথা বলা বা বোঝানোর দক্ষতা অতটা ভালো নয় আপনি ডায়াগ্রাম বা চিত্র অংকন এর মাধ্যমে যদি দেখিয়ে দেন বুঝিয়ে দেন তাহলে সেটা আরো বেশি বোঝার জন্য ভালো হয়

  • @rhoque6572
    @rhoque6572 4 ปีที่แล้ว

    আমি ষ্টিল স্ট্রাকচারের উপর ই,পি,এস পেনেলের দেয়াল দিয়ে একটি দোতলা আবাসিক ভিলা বানিয়েছি যার সিড়িও ষ্টিলের। গ্রামের ইলেক্ট্রিশিয়ান ওয়াইরিং করেছে এবং আমার জানা নেই প্রোপার আর্দিং তারা করেছে কিনা। শুধু দেখেছি মিটার লাগানোর সময় তারা একটি ছোট রড গেরেছিল। যেহেতু আমার ষ্টিলের ঘর এবং মিটারের সাথের আর্দিং কি যথেষ্ট? আর যথেষ্ট না হলে আমি এই ঘরের প্রোপার আর্দিং কিভাবে নিশ্চিত করব জানালে বাধিত থাকব।

  • @mdsaiful-dx9rz
    @mdsaiful-dx9rz 4 ปีที่แล้ว +2

    খুব সুন্দর কথা বলেছেন ভাই,

  • @mrabosofianchowdury
    @mrabosofianchowdury 4 ปีที่แล้ว +1

    nice

  • @raisa9256
    @raisa9256 3 ปีที่แล้ว

    ভাইজান,আমাদের যখন বাড়ী তৈরী হয় তখন মেইন দরজা বরাবর গাছের গুড়ির ইলেকট্রিক খাম্বা খুব দ্রূত সরানোর প্রতিশ্রুতি দিয়ে এপর্যন্ত না সরানোয় সমূহ বিপদের মধ্যে আছি।কিভাবে আর্তিংয়ের সাহায্যে বিপদমুক্ত হওয়া যায় কিনা দয়া করে জানাবেন।

  • @yeshasvlog4644
    @yeshasvlog4644 3 ปีที่แล้ว

    ভাইয়া আমাদের নতুন বাসায় Earthing করে নাই প্লাস একটা লাইট আর ফ্রিজ চলে কিন্তু বার বার ব্রেকার পড়ে যাচ্ছে খুব টেনশনে আছি। যে শয়তান কারেন্ট এর কাজ করছে ২ মাস হলো আর এখন এই সমস্যা। প্লিজ একটু হেল্প করুন সুন্দর মতামত দিয়ে।

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    বর্ষায় যখন উপরে পানিতে টইটুম্বর, তখন
    নীচের লেয়ার তো ফাঁকা থাকার কথা নয়।
    তথায় কিভাবে অতিরিক্ত পানি সংরক্ষণ করা হয়, জানতে চাই। পুকুরের চার পাশের পানি সংলগ্ন স্হানে কাদামাটি জমা
    করে বিদ্যুত উৎপাদন করা যাবে কিনা?

  • @sohilkhan5154
    @sohilkhan5154 4 ปีที่แล้ว +1

    nice vido

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    ভারতের এক সিভিল ইন্জিঃ বর্ষা মৌসুমের
    অতিরিক্ত পানিকে পাম্পের দ্বারা মাটির নীচের লেয়ারে জমা রাখে, শীত ও গ্রীষ্মকালে এই পানি ডিপটিউবওয়েল দ্বারা
    বের করে আনাহয়। ইহা সম্ভব কিনা।

  • @md.shohelkhan7193
    @md.shohelkhan7193 4 ปีที่แล้ว +1

    hi

  • @myfriendmedia9881
    @myfriendmedia9881 4 ปีที่แล้ว

    আমরা কি টিউবওয়েল র পাইপে কি সংযোগ দেয়া যাবে?

  • @primaryschoolonlinelearnin4193
    @primaryschoolonlinelearnin4193 4 ปีที่แล้ว

    ভাই আমি পল্লী বিদ্যুত ব্যবহার করি।আমার বাসার ফ্রিজ, ওয়াসিংগ,মোটরের, মেশিনের থ্রি পিন সকেটে কী কমন করে সব গুলোর সাথে আর্থিং দিতে পারব? না কী সব কটা সকেটে আলাদা আলাদা আর্থিং করতে হবে???

  • @hafizarrahman4194
    @hafizarrahman4194 3 ปีที่แล้ว

    Vi আমার ফিরিজে হাত দিলে শক করে।তাই আমি ফিরিজের বডিতে একটি আর্থ সংজক করেছি। এখন শক করেনা।এখন আমি জানতে চাচ্ছি যে আমার ফিরিজে কোনো ফল্ট আছে কি, এবং আমার কি কারেন্ট অপচয় হচ্ছে, আমার ফিরিজ টি নতুন

  • @md.rezaulkarim562
    @md.rezaulkarim562 4 ปีที่แล้ว

    বাসার সব বো‌র্ডে আ‌র্থিং এর অপশন থা‌কেনা। যেমন ধ‌রেন আ‌মি ওয়া‌শিং মে‌শি‌নের জন্য এমন একটা সুইচ বোর্ড থে‌কে কা‌নেকশন নি‌চ্ছি যেখা‌নে আ‌র্থিং এর ক্যাবল নেই, তাহ‌লে এর সমাধান কিভা‌বে হ‌বে?

  • @lalmia8195
    @lalmia8195 3 ปีที่แล้ว

    ভাই আসসালামু আলাইকুম প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আর্থিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য
    আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ি টিন সেটের তাহলে আমি যদি আর্থিং লাইন থেকে একটি তার নিয়ে টিনের বেড়ার সাথে লাগিয়ে দেই তাহলে কি আমার বাড়ি নিরাপদ থাকবে
    ভাই দয়া করে এই সম্পর্কে আপনার মতামত জানাবেন

  • @anasahmed8005
    @anasahmed8005 4 ปีที่แล้ว +2

    thank you so much... Upload this video

  • @tamimofficial8769
    @tamimofficial8769 2 ปีที่แล้ว

    স্যার আমার বাড়ির যে ফ্রিজ আছে সেই ফ্রিজ এ একবার যখন ফেইজ ও নিউটাল কানেকশন করি তখন ফ্রিজের পিছনের অংশে শট করে.. পরে আবার যখন নিউটল তার যখন আথিং এ লাগায় তখন আর শট করে না.. এটা কিভাবে হল
    .বলবেন....

  • @NewazSharif08
    @NewazSharif08 3 ปีที่แล้ว

    সাধারনত গ্রামের বাড়িতে আর্থিং টানা হয় না। কেবল L & N টানা হয়,এক্ষত্রে কি মাটিতে আর্থিং রড দিয়ে 3 পিন সকেটে আর্থিং টার্মিমালে সংযোগ দিলে কাজ হবে নাকি কোন প্রবলেম হবে? প্লিজ জানান।

  • @chadmiah414
    @chadmiah414 4 ปีที่แล้ว +2

    আপনি আসলে একজন দক্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসাধারন প্রতিভা, ধন্যবাদ ভাই

  • @MdForhad-tr8ru
    @MdForhad-tr8ru 4 ปีที่แล้ว

    আমার বাসায় ওয়ারিং করা আছে কিন্তু আর্থিং করা নেই তাহলে আমি এখন কিভাবে আমার ইকুইপমেন্ট আর্থিং করব?

  • @raihanali6233
    @raihanali6233 5 ปีที่แล้ว +1

    Very good dada

  • @riajlaskar6068
    @riajlaskar6068 2 ปีที่แล้ว

    দাদা low voltage থেকে High voltage কিভাবে করবো বলবেন

  • @solaikgs5889
    @solaikgs5889 3 ปีที่แล้ว

    বোরতোমানে ডিজিটাল মিটার আরথিংটি আমরা ইনপুটে নাকি আউট পুটে ব্যাবোহার কোরবো জানতে চাই

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    দৈনিক ৩০ ইউনিট বিদ্যুত উৎপাদনের জন্য কতটুকু জ মির দরকার হবে। এই প্লান্টে কত টাকা খরচ হবে।

  • @mahmudulhassan2030
    @mahmudulhassan2030 5 ปีที่แล้ว

    আমার একটা আইরন বডি হচ্ছে মিস্ত্রি দেখালাম তো সিরিজ দিয়ে চেক করে দেখলো কোন বডি নেই কিন্তু বোর্ডে দিয়ে আয়রন করতে গেলে তখন বডি হচ্ছে এর কারণ মিস্ত্রি বলল ঘরে আর্থিক নেই তাই আমি বললাম আর তিন থাকলে এই ব্যাপক পরিমাণ যেটা বডি হচ্ছে এটাতো লাইনটা আমার ব্যয় হবে অপব্যয় হবে আর তিন করলে আর তিন করলে পারে আর বডি হবে না এর কারণটা কি আমাকে জানাবেন

  • @ভালোবাসিতোমাকে-র৭ট

    সৌদি থেকে দেখলাম। আমার একটা জিজ্ঞাসা, তা হলো কম্বল লোহা জাতীয় কাট বা প্রায় এমন জিনিসে হাত লাগলেই আর্থিং এর মত ছেত করে ওঠে কেন? সেই সাথে আলোকি হয়ে ওঠে কেন?

  • @satipu3963
    @satipu3963 3 ปีที่แล้ว

    কালে ভলটেস কমে যায়। কম চার্জ হয় গাড়ি এবং সময় বেশি লাগে। যা শীত কালের তুল নায় অনেক কম। চার্জ হয়। আর্তিং পাইব করিলে কি এই সমস্যা দুর হবে।

  • @jakirulislam6628
    @jakirulislam6628 3 ปีที่แล้ว

    ভাইয়া আপনি যে কথা টা বললেন সব বোঝতে পারছি,কিন্তু এই আরথিন যদি মাটির উপরে রাখি তাহলে কারেন্ট জ্বলবে না,,,নাকি মাটির নিচে রাখতে হবে।

  • @jsjshsjjsis7742
    @jsjshsjjsis7742 4 ปีที่แล้ว

    Vaiya ami a gulo Jani .....tobe ki vabe artink line korbo seta Jani na

  • @mdmostakimmiya6342
    @mdmostakimmiya6342 2 ปีที่แล้ว

    অনেকে চোরা লাইন ব্যাবহার করেন।।
    এতে কি ঝুকি আছে এবং এতে কি সরকারের কোন ক্ষতি হয়।।
    আসা করি এ বিষয়ে একটি ভিডিও বানাবেন।।

  • @hamidur.islamhamdu3298
    @hamidur.islamhamdu3298 ปีที่แล้ว

    ভাই কোন ডিভাইস আমরা আর্থিং করার পরে ডিভাইসটি বডি হয়ে গিয়েছে ডিভাইসটা আমরা বুলাইলে আমাদের কি শট লাগবে

  • @shahinoorislam8788
    @shahinoorislam8788 3 ปีที่แล้ว

    টিউবওয়েলে আর্থিং তার কানেকশন দিলে কোন সমস্যা হবে কিনা তা জানালে উপকৃত হতাম।

  • @alamgirsunny3687
    @alamgirsunny3687 3 ปีที่แล้ว

    বজ্রপাতে কারণে আথিং লাগানো হয় তবে ছাদের কোথায় লাগালে ভালো হবে জানাবেন কারণ ছাদে লিফটের মেশিন রুম আছে

  • @qutubuddin1503
    @qutubuddin1503 3 ปีที่แล้ว

    ২০ লাখ মানুষ যদি কাদামাটি দিয়ে বাড়ী বাড়ী বিদ্যুত উৎপাদন করে তবে কি পরিমান বিদ্যুত উৎপাদন করা যাবে।

  • @dipakroy9834
    @dipakroy9834 5 ปีที่แล้ว +4

    আকাশের বিদ্যুৎ ও লাইনের আর্থিং এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কি?

    • @kidsworld3663
      @kidsworld3663 5 ปีที่แล้ว

      আছে

    • @freelancermdnurulislam1302
      @freelancermdnurulislam1302 5 ปีที่แล้ว

      সম্পর্ক আছে। পৃথিবী আঁধার নিরপেক্ষ। অর্থাৎ পৃথিবীর সাথে আহিত বস্তু আনলে সেটি নিষ্ক্রিয় হয়। অর্থাৎ পৃথিবীতে আপনি যতই বিদ্যুৎ সব বিদ্যুৎ টেনে নেবে। বিদ্যুৎ চমকানোর সময় দুইটি বিপরীত ধর্মী ধনাত্মক এবং ঋনাত্বক আধান দ্বারা আহিত মেঘের ধাক্কা লাগে। কারণ সমধর্মী পরস্পর বিকর্ষণ এবং বিপরীতধর্মী পরস্পর আকর্ষণ করে। এই মেঘগুলোকে করে যদি নিষ্ক্রিয় করা যায় তাহলে তারা ধাক্কা লাগবে না। তাই বাড়ির ওপরে লম্বা লোহার রড দিয়ে সেটিকে তার দ্বারা ভূমির সাথে সংযুক্ত করলে অর্থাৎ আর্থিং করলে ওই আর্থিং মেঘের প্রয়োজনমতো আদান সরবরাহ করে একে নিষ্ক্রিয় করে। তাই বাড়ি এবং এর আশেপাশে বজ্রপাত হবে না।

    • @aftabspost
      @aftabspost 5 ปีที่แล้ว

      @@freelancermdnurulislam1302 ভাই সাধারণ কথ্য বাংলা বললে ভাল হয়। পাঠ্য বইএর বাংলার সাথে সবাই পরিচিত নয়। সবাই আপনার এই বাংলা বুঝবে না।

  • @OmorFaruk-xz3ve
    @OmorFaruk-xz3ve 3 ปีที่แล้ว

    হ্যাঁ ভাই আমরা জানি যে শুধু ফেস শর্ট করে আর এটাও জানি যে নিউট্রাল করো না তো নিউট্রাল এবং আর্থিং শর্ট করো না আর না করার পার্থক্যটা কি

  • @sujitkumardas817
    @sujitkumardas817 5 ปีที่แล้ว +17

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও করুন এতে আপনার আমার সবার মঙ্গল হবে।

  • @Mdsujon-qb2ll
    @Mdsujon-qb2ll 4 ปีที่แล้ว +1

    কিছু তৈরি করেন দেখান

  • @noyonbssa8151
    @noyonbssa8151 3 ปีที่แล้ว

    ভাই আর্থিং এর সাথে কি বর্জ্য পাত নিয়ন্ত্রণ যে যন্ত্রটি থাকে আন্টি সাথে কানেকশন দেয়া যাবে কি
    প্লিজ একটু জানাবেন প্লিজ

  • @mdnasirkhan2052
    @mdnasirkhan2052 2 ปีที่แล้ว

    ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে কথা আছে আপনার মোবাইল নম্বর টি দয়া করে দিবেন আমি আপনাকে একটি ডয়েং দিবো আমাকে একটু বুঝিয়ে দিবেন

  • @md.mazaharulislammehidi9904
    @md.mazaharulislammehidi9904 4 ปีที่แล้ว

    অামা‌দের বাড়‌ির ভবনটি‌ ৬তলা তাহল‌ে ,অার্থ সংযগ করত‌ে হ‌লে কি করব?

  • @mdabirhossain350
    @mdabirhossain350 11 หลายเดือนก่อน

    অনেক সুন্দর হয়েছে স্যার।
    এখন এই রড থেকে কত আর এম তার ডিবি বক্স এর মধ্যে নিবো???

  • @a.b.c.5705
    @a.b.c.5705 5 ปีที่แล้ว +1

    আরথিং....করলে কারেন্ট বিল বেশি আসবে কি...!!!

  • @mdakterali2645
    @mdakterali2645 5 ปีที่แล้ว +2

    ভাই মোটর কাকে বলে মোটরের প্যধানত কয়টি অংশ ওকি কি

  • @funnytheory2566
    @funnytheory2566 3 ปีที่แล้ว

    Dada Ami bolte chai j. save arthing A koto mm tar deoya sobtheke better bole Mone hobe... Aktu Amy boledin please

  • @rakibhusain9615
    @rakibhusain9615 ปีที่แล้ว

    আর্থিং খরচ কেমন? আর্থিং না করা থাকলে কাদের মাধ্যমে করা যেতে পারে। সেক্ষেত্রে খরচ কেমন হতে পারে?

  • @ripansekh786yourhandle4
    @ripansekh786yourhandle4 3 ปีที่แล้ว +1

    tnx

  • @mdbellalhossen9787
    @mdbellalhossen9787 2 ปีที่แล้ว

    10 বিল্ডিং সাব স্টেশন কয়টা আরথিন লাগে

  • @mdfahimfaisal2598
    @mdfahimfaisal2598 2 ปีที่แล้ว

    মোবাইল চার্জার যদি ভিজা থাকে পুরোটাই তাহলে কি হবে?