বি‌দ্রোহী # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    Poem: Bidrohi (বি‌দ্রোহী)
    Poet: Kazi Nazrul Islam ( কাজী নজরুল ইসলাম)
    Recitation: Foysal Aziz (ফয়সাল অা‌জিজ)
    বল বীর -
    বল উন্নত মম শির!
    শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
    বল বীর -
    বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
    চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
    ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
    খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
    উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
    মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
    বল বীর -
    আমি চির উন্নত শির!
    আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
    মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
    আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
    আমি দুর্বার,
    আমি ভেঙে করি সব চুরমার!
    আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
    আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
    আমি মানি না কো কোন আইন,
    আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
    আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
    আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
    বল বীর -
    চির-উন্নত মম শির!
    ....
    ....
    ....
    ....
    ....

    আমি বন্ধন-হারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি
    আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!
    আমি উন্মন মন উদাসীর,
    আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।
    আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,
    আমি অবমানিতের মরম বেদনা, বিষ - জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের
    আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়
    চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!
    আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন,
    আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন-কন!
    আমি চির-শিশু, চির-কিশোর,
    আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর!
    আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া,
    আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া।
    আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি
    আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি!
    আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ!
    আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!
    আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,
    আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন।
    ছুটি ঝড়ের মতন করতালি দিয়া
    স্বর্গ মর্ত্য-করতলে,
    তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার
    হিম্মত-হ্রেষা হেঁকে চলে!
    আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়ব-বহ্ণি, কালানল,
    আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!
    আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
    আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি’ ভূমিকম্প।
    ধরি বাসুকির ফণা জাপটি’ -
    ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি’।
    আমি দেব শিশু, আমি চঞ্চল,
    আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল!
    আমি অর্ফিয়াসের বাঁশরী,
    মহা- সিন্ধু উতলা ঘুমঘুম
    ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
    মম বাঁশরীর তানে পাশরি’
    আমি শ্যামের হাতের বাঁশরী।
    আমি রুষে উঠি’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
    ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!
    আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!
    আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,
    কভু ধরনীরে করি বরণীয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা-
    আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!
    আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,
    আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণী!
    আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,
    আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!
    আমি মৃন্ময়, আমি চিন্ময়,
    আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়।
    আমি মানব দানব দেবতার ভয়,
    বিশ্বের আমি চির-দুর্জয়,
    জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,
    আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ-পাতাল মর্ত্য!
    আমি উন্মাদ, আমি উন্মাদ!!
    আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!
    আমি পরশুরামের কঠোর কুঠার
    নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!
    আমি হল বলরাম-স্কন্ধে
    আমি উপাড়ি’ ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।
    মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
    আমি সেই দিন হব শান্ত,
    যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না -
    অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
    বিদ্রোহী রণ ক্লান্ত
    আমি সেই দিন হব শান্ত।
    আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
    আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
    আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
    আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!
    আমি চির-বিদ্রোহী বীর -
    বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

ความคิดเห็น • 87

  • @tonmoyshihab6081
    @tonmoyshihab6081 3 ปีที่แล้ว +85

    যে জাতির এমন কবিতা আছে সে জাতির পারমাণবিক বোমার প্রয়োজন হয় না।

  • @hscstudy2825
    @hscstudy2825 2 ปีที่แล้ว +19

    ফয়সাল আজিজ স্যার। নটরডেম কলেজ এর গণিত বিভাগের একজন শিক্ষক ❤️

  • @RuhulAmin-ug6jo
    @RuhulAmin-ug6jo 3 ปีที่แล้ว +21

    কি সুন্দর শব্দ চয়ন,,একরাতে এমন কবিতা নজরুল ছাড়া কোন মহা কবি লিখতে পারে নাই,শ্রদ্ধা হে মহান কবি,,প্রিয় কবি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হও সেই দোয়াই করি হে মহা কবি

  • @abdullahalfuad3162
    @abdullahalfuad3162 ปีที่แล้ว +6

    অথচ স্যারকে শুধুমাত্র একজন গনিত শিক্ষক হিসেবেই জানতাম। Notre Damian teachers are all rounder.

  • @md.mobassherhossain5463
    @md.mobassherhossain5463 6 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ! ফয়সাল আজিজ কে। উনার আবৃত্তিই সবচেয়ে ভাল হয়েছে। টিটু মুন্সী থেকেও উত্তম।

  • @arnobbanik9349
    @arnobbanik9349 2 ปีที่แล้ว +7

    স্যার আমি সত্যিই কখনো এতটা আশা করে শুনতে আসি নি🙂
    থ্যাংকস টু শাপলা ম্যাম

  • @arifhossain7570
    @arifhossain7570 3 ปีที่แล้ว +15

    বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্ট বিদ্রোহী কবিতা। নজরুল এর মত প্রতিভা হাজার বছরে আসে পৃথীবিতে।যতবার শুনি ততবারই শিউরে উঠি।

    • @turjo11
      @turjo11 ปีที่แล้ว +1

      R8

  • @Tasfia195
    @Tasfia195 3 หลายเดือนก่อน +4

    2024 এ কে কে এই কবিতা দেখছেন??

  • @shobhanannandaroychoudhury121
    @shobhanannandaroychoudhury121 ปีที่แล้ว +2

    কালজয়ী কবিতা। তুলনা হয় না। কি সুন্দর আবৃত্তি কি সুন্দর গলার আওয়াজ মন ভরে যায়। বারবার শুনতে ইচ্ছা হয়। একবির কোনদিন মৃত্যু হবে না। চির নবীন চির সবুজ কবি। ধন্যবাদ

  • @abujafar5318
    @abujafar5318 3 ปีที่แล้ว +10

    যতবার শুনি ততবারই শিউরে উঠি।

  • @kalimchoudhury6078
    @kalimchoudhury6078 ปีที่แล้ว +1

    হে বিদ্রোহী কবি অপারে তুই ভালো থাক আল্লাহর কাছে এই আকুতি!!❤️❤️

  • @mahfuzulalam7979
    @mahfuzulalam7979 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশে এই মূহুর্তে একটা নজরুলের খুবই প্রয়োজন।

  • @SabihaTabassum608
    @SabihaTabassum608 ปีที่แล้ว +2

    আমি মনে করি, আপনি একজন সেরা আবৃত্তিকার।

  • @user-sl2ep7vl3r
    @user-sl2ep7vl3r 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহা কবি কাজী নজরুল ইসলাম সাহেব কে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন

  • @NHstorm
    @NHstorm 2 ปีที่แล้ว +3

    নজরুল এর কবিতা শুনলেই কলিজাটা কেঁপে উঠে 💝💝

  • @anannyakabir
    @anannyakabir 10 หลายเดือนก่อน

    অনেক সুন্দর হয়েছে

  • @trilegendeducation3136
    @trilegendeducation3136 ปีที่แล้ว +1

    ফয়সাল আজিজ স্যার, আপনার কন্ঠে বিদ্রোহী কবিতা ❤️

  • @oikantiksomaddar6984
    @oikantiksomaddar6984 2 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ স্যার
    রক্তে আগুন জ্বালিয়ে দেওয়া আবৃত্তি

  • @kazitahnun1873
    @kazitahnun1873 2 ปีที่แล้ว

    ভালোবাসা অভিরাম কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি,
    ❤️❤️❤️❤️❤️❤️❤️💞💖💖

  • @abulbasar2442
    @abulbasar2442 3 หลายเดือนก่อน

    কবিতা নয় যেনো আগুনের একটা টুকরো😊😮

  • @mdtarek3334
    @mdtarek3334 2 ปีที่แล้ว

    আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করা জাতিই কেবল এমন কবিতা লিখতে পারে।

  • @mr.mayeedul2378
    @mr.mayeedul2378 2 ปีที่แล้ว +2

    বিদ্রোহী কবিতা আমার প্রিয়।

  • @pranatisanyal3235
    @pranatisanyal3235 2 ปีที่แล้ว +1

    অদ্ভুত সুন্দর আবৃত্তি খুব ভালো লাগলো

  • @vifvkoret8904
    @vifvkoret8904 2 ปีที่แล้ว

    কাজী নজরুল ইসলামের বিদ্রোহি কবিতা ভীষণ ভালো লাগে 👌👌

  • @arijitbhowmick8703
    @arijitbhowmick8703 ปีที่แล้ว

  • @kobitaokathaymanisha4939
    @kobitaokathaymanisha4939 3 ปีที่แล้ว +2

    মুগ্ধ হলাম। 🧡

  • @rejaulredwan1729
    @rejaulredwan1729 3 ปีที่แล้ว +2

    বরাবরের মতো অসাধারণ 🌸❤️

  • @halimsikder4563
    @halimsikder4563 ปีที่แล้ว

    নজরুল পৃথিবীতে একজনই

  • @NogoderJogot
    @NogoderJogot ปีที่แล้ว

    আমি আপনার একোনিষ্ঠ একজন ভক্ত হয়ে পাশে আছি ছিলাম থাকবো চিরকাল আশাকরি পাশে পাবো চিরকাল।

  • @jonayedbablu9827
    @jonayedbablu9827 2 ปีที่แล้ว +1

    Well done

  • @mahedikhan3741
    @mahedikhan3741 2 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @shyamalbhattacharya3854
    @shyamalbhattacharya3854 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @2rwavetune927
    @2rwavetune927 ปีที่แล้ว

    ২০২৩ - এ কে কে এই কবিতা শুনছো ? কমেন্টের রিপ্লাই করো ।

  • @sumantrapul5934
    @sumantrapul5934 2 ปีที่แล้ว

    খুবই সুন্দর হয়েছে আবৃতি দাদা শুভ কামনা রইলো।

  • @MdJahangir-zy8zw
    @MdJahangir-zy8zw ปีที่แล้ว

    অসাধারন কবিতা

  • @bimalbimalhalderhalder4940
    @bimalbimalhalderhalder4940 2 ปีที่แล้ว

    অসাধারণ কবিতা 👌👌👌👌

  • @golamrabbani1715
    @golamrabbani1715 2 ปีที่แล้ว

    Ami sotti anek khusi..

  • @AfzalKhan-kp2yb
    @AfzalKhan-kp2yb ปีที่แล้ว

    আমি সন্ন্যাসী সুর সৈনিক। আমি যুবরাজ মম রাজবেশ স্নান গৈনিক। -------আমি বেদুইন আমি চেঙ্গিস।

  • @shovonmondal3425
    @shovonmondal3425 2 ปีที่แล้ว

    বল বীর চির উন্নত মম শির

  • @mdsajjadhossain7297
    @mdsajjadhossain7297 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @parthokr
    @parthokr 2 ปีที่แล้ว +1

    Congratulations on 100K subs

  • @omarrashedsizan8723
    @omarrashedsizan8723 ปีที่แล้ว

    We inspire still now.

  • @ars.arif2
    @ars.arif2 3 ปีที่แล้ว +2

    ফয়সাল আজিজ ভাই,
    কাজী নজরুল ইসলাম এর হিংসাতুর কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি করে আপলোড করুন প্লিজ

  • @MotiurRahman-jf6rc
    @MotiurRahman-jf6rc 2 ปีที่แล้ว

    এত দিন সব কিছু চাপ শুনতাম এখন প্রতিবাদ করব অন্যায়ের প্রতি

  • @user-qy3yu6lt2s
    @user-qy3yu6lt2s 11 หลายเดือนก่อน

    আমার জন্য সুন্দর কবিতা আবৃত্তি করতে হবে

  • @ndBishajitPaik
    @ndBishajitPaik 3 ปีที่แล้ว +4

    ভাত দে কবিতার পর থেকে শুনি আপনাকে।

  • @jayamandal9554
    @jayamandal9554 15 วันที่ผ่านมา

    Ami shunsi

  • @sagorabobokkor7292
    @sagorabobokkor7292 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @kamrunkabir9643
    @kamrunkabir9643 3 ปีที่แล้ว

    Great! The poet, the poem and the reciting.

  • @botavsghota1868
    @botavsghota1868 3 ปีที่แล้ว +1

    চমৎকার চমৎকার

  • @ataurrahaman2339
    @ataurrahaman2339 2 ปีที่แล้ว

    আপনাকে অশেষ ধন্যবাদ , কলকাতা

  • @miaziarif8704
    @miaziarif8704 3 ปีที่แล้ว

    অসাধারণ লাগল।

  • @salauddinsojib3665
    @salauddinsojib3665 3 ปีที่แล้ว

    ❤❤✌

  • @rijanmitraofficial7708
    @rijanmitraofficial7708 3 ปีที่แล้ว

    দুর্দান্ত

  • @sultanmahmudshishir5400
    @sultanmahmudshishir5400 3 ปีที่แล้ว

    চমৎকার..
    শুভকামনা রইল..

  • @md.al-amin1133
    @md.al-amin1133 2 ปีที่แล้ว

    ফায়সাল আজিজ ভাই এর সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো।
    কেউ দয়া করে চলবেন।

    • @fahmidalmamun1165
      @fahmidalmamun1165 ปีที่แล้ว

      He is a teacher at the Mathematics Department of Notre Dame College. Hopefully you will find him there.

  • @tansimrafi1586
    @tansimrafi1586 3 ปีที่แล้ว

    Sir hatss offf

  • @sahabuddinlaskar5221
    @sahabuddinlaskar5221 2 ปีที่แล้ว

    Super

  • @nnt5
    @nnt5 2 ปีที่แล้ว

    wow

  • @mdmohsin5243
    @mdmohsin5243 2 ปีที่แล้ว

    Right

  • @MdSumon-ui8qd
    @MdSumon-ui8qd 3 ปีที่แล้ว

    আমি উন্মাদ

  • @newgenerationbdc1395
    @newgenerationbdc1395 3 ปีที่แล้ว

    🥰

  • @mr.mayeedul2378
    @mr.mayeedul2378 2 ปีที่แล้ว

    Blo bir blo unnot momoshir

  • @MdSumon-ui8qd
    @MdSumon-ui8qd 3 ปีที่แล้ว

    আমি মহামারী

  • @dr.md.modasserhossain470
    @dr.md.modasserhossain470 2 ปีที่แล้ว +1

    কয়েকটি শব্দ উচ্চারণে ভুল ‌হয়েছে।

  • @AshrafAli-ok7ik
    @AshrafAli-ok7ik ปีที่แล้ว

    আপনার আবৃত্তিতে কিছু ভুল আছে

  • @wealiraj810
    @wealiraj810 2 ปีที่แล้ว

    লেখাগুলো এখন আর বোঝা যায় না

  • @EducationSkills
    @EducationSkills 2 ปีที่แล้ว

    কবিতার এই ব্যাখ্যাটা দেখা জরুরি।
    th-cam.com/video/JszjSWvRXes/w-d-xo.html

  • @botavsghota1868
    @botavsghota1868 3 ปีที่แล้ว +3

    Voice.art@outlook.com এই ঠিকানায় কি লেখা পাঠানো হয়???
    আমার একটি বিদ্রোহী লেখা দিতাম

    • @user-ps3fh4vg8v
      @user-ps3fh4vg8v 3 ปีที่แล้ว

      sihorunaj@gmail.com
      এটাতে দাও

  • @voiceoflife5193
    @voiceoflife5193 2 ปีที่แล้ว

    যতবার শুনি ততবারই শিউরে উঠি।

  • @mohabbatali2744
    @mohabbatali2744 2 ปีที่แล้ว

    ❤️