পা ফসকালেই মৃত্যু! তবু কেন এই বিপজ্জনক রুট দিয়েই ইউরোপ যাচ্ছে তাঁরা? | Italy Migrants

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 469

  • @syedmanna5189
    @syedmanna5189 3 ปีที่แล้ว +155

    এমন চিন্তা ভাবনা আমিও একসময় করেছিলাম কিন্তু কোরআন পড়ে মনথেকে এমন চিন্তা উঠিয়ে ফেলেছি,,আলহামদুলিল্লাহ এই অস্থায়ী দুনিয়ায় এখন আর ভোগ বিলাসিতার চিন্তা করিনা

    • @HaripadaHaldar-d8r
      @HaripadaHaldar-d8r 3 ปีที่แล้ว +13

      তাহলে এখানে কেন আসছো। মোবাইলটাও একটা ভোগ-বিলাসের জিনিস। কথা বলার জায়গা পাওনা।

    • @-Oyec
      @-Oyec 3 ปีที่แล้ว +1

      @@HaripadaHaldar-d8r 😅😅

    • @tanmaymukherjee502
      @tanmaymukherjee502 3 ปีที่แล้ว +1

      😁😁😁

    • @arifhassan2505
      @arifhassan2505 3 ปีที่แล้ว +1

      Manna akhon hogay tel deo ..tao gyaan dio na

    • @smakidulislamshah2912
      @smakidulislamshah2912 3 ปีที่แล้ว +1

      @@HaripadaHaldar-d8r ভাই তোমার মেন্টালে যাওয়া উচিত

  • @fatemamony9984
    @fatemamony9984 3 ปีที่แล้ว +108

    সকল নবীর শ্রেষ্ঠ নবী
    আমাদের প্রিয় নবী
    ---হযরত মোহাম্মদ (সাঃ)

  • @princeofficial3837
    @princeofficial3837 3 ปีที่แล้ว +57

    এই পথেই আমার ভাই আর চাচাত ভাইরা পেরিস গেছে, তারা বুঝতে পারছে কত কষ্ট। আল্লাহ সবাইকে হেফাজতে রেখ।আমিন

  • @mnislamicmedia
    @mnislamicmedia 3 ปีที่แล้ว +396

    ভাই দুনিয়ার জন্য যে এত কষ্ট করছেন, তা কোন কাজে আসবে না। বরং দুনিয়া অর্জনের নেশা ছেড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন।

    • @shainshain7695
      @shainshain7695 3 ปีที่แล้ว +10

      মাসাহ আললাহ্ খুব শুনধর কথা বলেছেন

    • @sujanlaskar2400
      @sujanlaskar2400 3 ปีที่แล้ว +2

      আমিন।

    • @rahilajabbar7060
      @rahilajabbar7060 3 ปีที่แล้ว +28

      কথাটা যত সুন্দর বলেছেন ভাবছেন কিন্তু গুলি বোমা খেয়ে মরতে গেলে তখন বুঝতেন কত মজা!!!
      তাদের কাছে ইমানের সঙে বেচে থাকার আকুলতাও সমান সেটা বুঝতে চেস্টা করুন ।
      আগে নিজেকে তাদের প্লেসে ভাবুন পরে বলুন

    • @nooryeamin8267
      @nooryeamin8267 3 ปีที่แล้ว +16

      ভাই এটা দুনিয়ার জন্য কাজ না। নিজের জীবন বাচানো ফরজ। এটাও এক ধরনের ইবাদত। আপনি আফগানিস্তানের অই যুদ্ধের মধ্যে থাকলে কি করতেন? অবশ্যই আল্লাহর ইবাদত করতেন কিন্তু তা নিজের জীবন বাচিয়ে। আশা করি বুঝাতে পেরেছি

    • @zaynalsikder9213
      @zaynalsikder9213 3 ปีที่แล้ว +8

      এমনি ভাই মানুষ মাত্রই সুবিধাবাদি সুযোগ পেলে ফ্রান্স যেতে মরিয়া তখন আর বয়কটের কতা মাথা থাকেনা জানে সেখানে জীবনের নিরাপত্তা আছে মানবাধিকার আছে আইনের সঠিক ব্যবহার আছে।আপনীও সে সুযোগ পেলে মিস করবেননা তাই নয়কি?

  • @zahangiralom663
    @zahangiralom663 3 ปีที่แล้ว +23

    এরা অভাবের জন্য বিদেশে যায়না বরং রাতারাতি কোটিপতি হবার নেশায় বিদেশে যায়। লোভে পাপ আর পাপে মৃত্যু

  • @sahedafrintumpa8983
    @sahedafrintumpa8983 3 ปีที่แล้ว +5

    যে নাম পুরো বিশ্বকে কাঁপায় 💗😍
    তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 👍❤

  • @zummanmiah8051
    @zummanmiah8051 3 ปีที่แล้ว +8

    দেশের যুবসমাজকে চাকরি দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি দেশের কর্মকর্তাদের প্রতি।

    • @myworld8601
      @myworld8601 3 ปีที่แล้ว

      এটাই ইসলামের জানোয়ারদের কান্ড, বাচ্চা জন্ম দেয়ায় নাম্বার ১। নিজ দেশ খতম করে অন্যের ডেরায় আশ্রয় নিয়ে সেই দেশকেও খতম করে দেয়।এরা পৃথিবীটাকে ধংস্ব করে দিবে।

  • @khorshedarman3945
    @khorshedarman3945 3 ปีที่แล้ว +32

    দরকার নাই ইউরোপের আলহামদুলিল্লাহ যেমন আছি তেমনি ছলবে

    • @myworld8601
      @myworld8601 3 ปีที่แล้ว

      এটাই ইসলামের জানোয়ারদের কান্ড, বাচ্চা জন্ম দেয়ায় নাম্বার ১। নিজ দেশ খতম করে অন্যের ডেরায় আশ্রয় নিয়ে সেই দেশকেও খতম করে দেয়।এরা পৃথিবীটাকে ধংস্ব করে দিবে।

  • @Shohideuropevlog
    @Shohideuropevlog 3 ปีที่แล้ว +79

    ইউরোপ যে এসেছে সে কাঁদে
    আর যে আসেনি সেও কাঁদে

    • @taniayesha2657
      @taniayesha2657 3 ปีที่แล้ว

      Keno

    • @শিমুল-ল৯ষ
      @শিমুল-ল৯ষ 3 ปีที่แล้ว +3

      ইউরোপ কিছুটা দিল্লির লাড্ডুর মতো

    • @Shohideuropevlog
      @Shohideuropevlog 3 ปีที่แล้ว +1

      @@শিমুল-ল৯ষ 😂

    • @sajjadhossain4699
      @sajjadhossain4699 3 ปีที่แล้ว

      Keno kade bhai?

    • @najjashikarimapple8974
      @najjashikarimapple8974 3 ปีที่แล้ว

      @@sajjadhossain4699 কারন তারা হলো নিষ্ঠুর আর মুসলমানদের জন্য ওস্তাদ

  • @asifsiddique4210
    @asifsiddique4210 3 ปีที่แล้ว +10

    আহারে,যে দেশে যুদ্ধ আছে তারাই জানে বেঁচে থাকা কতো আনন্দের আর যুদ্ধ কীভাবে একটা পরিবার একটা দেশকে তছনছ করে দেয় ।

    • @myworld8601
      @myworld8601 3 ปีที่แล้ว

      এটাই ইসলামের জানোয়ারদের কান্ড, বাচ্চা জন্ম দেয়ায় নাম্বার ১। নিজ দেশ খতম করে অন্যের ডেরায় আশ্রয় নিয়ে সেই দেশকেও খতম করে দেয়।এরা পৃথিবীটাকে ধংস্ব করে দিবে।

  • @Ukbangla996
    @Ukbangla996 3 ปีที่แล้ว +3

    এভাবেই মানুষ যাচ্ছে
    কারন বাংলাদেশ খুব ভাল।

  • @moynahalder6927
    @moynahalder6927 3 ปีที่แล้ว +31

    হে ভগবান এই দেশগুলোকে উন্নত করো যেন অন্য দেশে পাড়ি দিতে নাহয়।

    • @ekaboro1043
      @ekaboro1043 3 ปีที่แล้ว +3

      এর জন্য পশ্চিমারাই । যুদ্ধ বাধিয়েছে এরাই।

    • @mahadiislam6438
      @mahadiislam6438 3 ปีที่แล้ว +4

      হালদার দাদা আপনি ভালো চেয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আবার ওই ভাইয়ের কথায়ও যুক্তি সংগত আছে,, মুসলিম বিশ্বে যত অশান্তি হচ্ছে,মুসলিমরা যত অত্যাচারিত হচ্ছে এর জন্য দায়ী কিছু পশ্চিমাবিশ্বের নোংরা রাজনীতি আর গভীর ষড়যন্ত্র।

    • @swatlipz6028
      @swatlipz6028 3 ปีที่แล้ว

      th-cam.com/video/rnKNw_olJP0/w-d-xo.html

    • @সত্যেরউন্মোচন-ন৪ম
      @সত্যেরউন্মোচন-ন৪ম 3 ปีที่แล้ว

      দেশ উন্নত হলে তো পশ্চিমা দেশগুলোর গা চুলকায়।

    • @moynahalder6927
      @moynahalder6927 3 ปีที่แล้ว

      @@সত্যেরউন্মোচন-ন৪ম চুলকাক,নিজের দেশের ফেনভাত খাবো তবুও অন‍্যের ভাতে ভাগ বসাবোনা।

  • @jhongomes3243
    @jhongomes3243 3 ปีที่แล้ว +12

    আমি ফ্রান্স বিরোধী আন্দোলন করব কিন্তু সময় হলে ঠিকই কঠিন পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করব।কারন আমার লজ্জা শরম কম।

    • @zaynalsikder9213
      @zaynalsikder9213 3 ปีที่แล้ว

      কথাটি মিথ্যে নয়।অনেকাংশেই সত্যি

  • @OnAir24
    @OnAir24 3 ปีที่แล้ว

    আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমিন🤲🤲🤲

  • @AllinOne-ro1uz
    @AllinOne-ro1uz 3 ปีที่แล้ว +33

    শেষ পর্যন্ত মুসলিমদের ও আশ্রয়স্থল ইহুদি খ্রিস্টানদের দেশে!!!

    • @shuvosarkar777
      @shuvosarkar777 3 ปีที่แล้ว +1

      হুম 😑

    • @rifathasan5973
      @rifathasan5973 3 ปีที่แล้ว +8

      ধর্ম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না।আবুলের দল সব জায়গায় ধর্মের গন্ধ খুঁজে।

    • @obujbalok2983
      @obujbalok2983 3 ปีที่แล้ว

      Karaon tarai tader desh osantir agon lagayse abar tara bujok ar fol..

    • @rifathasan5973
      @rifathasan5973 3 ปีที่แล้ว +1

      বোকা কোথাকার মুসলিম দেশ থেকে গেলেই বুঝি সে মুসলিম হয় বুঝি।

    • @ধর্মেরফেরিওয়ালা
      @ধর্মেরফেরিওয়ালা 3 ปีที่แล้ว +6

      ইহুদি-নাসারাদের জাহান্নামী বলে গালিও দেবে আবার জাহান্নামীদের দেশগুলিতেই যাবে । কি মুনাফেকি রে ভাই ! 🙄🙄🙄🙄🙄🙄

  • @Islamicyoutubrasel
    @Islamicyoutubrasel 3 ปีที่แล้ว +2

    হাদিস নং - ৭
    ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
    ১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
    ২. সালাত কায়িম করা।
    ৩. যাকাত আদায় করা।
    ৪. হাজ্জ সম্পাদন করা এবং
    ৫. রমাযানের সিয়ামব্রত পালন করা। (৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯)

  • @MdIbrahim-hz3gb
    @MdIbrahim-hz3gb 3 ปีที่แล้ว +7

    আল্লাহ সবাইকে হেফাজত করুক

  • @hkabirbiplab2788
    @hkabirbiplab2788 3 ปีที่แล้ว +6

    আল্লাহ সবাইকে হেপাজত করুন

  • @tahminaakter2014
    @tahminaakter2014 3 ปีที่แล้ว +1

    যে দোয়া পড়ে রাসুলুল্লাহ (সাঃ) তাওবা করতেন ও
    আমাদেরকে পড়তে বলছেন :
    ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪَ ﺍﻟﻌَﻈِﻴْﻢَ ﺍﻟَّﺬِﻯْ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻲُّ ﺍﻟْﻘَﻴُّﻮْﻡُ ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻪِ
    উচ্চারণ : আসতাগফিরুল্লা-হাল আ’যীমাল্লাযী লা- ইলা-হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।
    অর্থ : আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের আর কোন যোগ্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে তাওবা করছি।
    রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন :
    “যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা
    করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে
    পলাতক আসামী হয়।" (অর্থাৎ, সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন)।
    তিরমিযী ৪/৬৯, আবুদাঊদ ২/৮৫, মিশকাত হা/২৩৫৩,
    হাদীসটি সহীহ : সিলসিলা ছহীহাহ হা/২৭২৭

  • @TECHREMASTER
    @TECHREMASTER 3 ปีที่แล้ว +31

    আমি দরিদ্র পরিবারের ছেলে অনেক চিন্তা করে ইউটিউবিং শুরু করি দয়া করে সাহায্য করবেন

  • @অন্ধকারেরআলো-ষ৩ড
    @অন্ধকারেরআলো-ষ৩ড 3 ปีที่แล้ว +77

    *ভাই তোমার দেশ আফগানিস্তান শুনলে ফ্রান্সের প্রেসিডেন্ট হার্ট ফিল করবে*

    • @prantobiswas3692
      @prantobiswas3692 3 ปีที่แล้ว +1

      Vai tumar manobota nai

    • @shakrabby134
      @shakrabby134 3 ปีที่แล้ว +8

      কারন আফগানিস্তানে যুদ্ধবিদ্ধস্ত। সেখানে জীবনের নিরাপত্তা নেই।

    • @অন্ধকারেরআলো-ষ৩ড
      @অন্ধকারেরআলো-ষ৩ড 3 ปีที่แล้ว +13

      @@shakrabby134 বর্তমানে কোথাও মানুষ নিরাপদ নয় সন্তান মা বাবা কাছে নিরাপদ না আর কলিমদী আর ছলিমদী কাছে নিরাপদ থাকবে

    • @tanmaymukherjee502
      @tanmaymukherjee502 3 ปีที่แล้ว +1

      😁😁😁

    • @mohammedislam1081
      @mohammedislam1081 3 ปีที่แล้ว

      Mane ki bujaite chaisen apni basha tik koren apnar

  • @kamrulhassandolon1867
    @kamrulhassandolon1867 3 ปีที่แล้ว +18

    ভাই রে,
    তুমি এতো গুলো দেশ পাড়ি দিলে,!!
    তোমাকে নোবেল পুরষ্কার দেওয়া যেতে পারে!

  • @MEMOUNAT
    @MEMOUNAT 3 ปีที่แล้ว +8

    জীবন ছোট তাই অবৈধ পথে কিছু নয় !!!

  • @fariyanoor6214
    @fariyanoor6214 3 ปีที่แล้ว +5

    টাকা আর সম্মান অর্জনের জন্য
    বাংলাদেশীরা ঐ পথে..... 💜👗👕👚

  • @ahmedsarwarovi8497
    @ahmedsarwarovi8497 3 ปีที่แล้ว +1

    আমি ইতালীর লাকূইলা থেকে 🇮🇹
    আমার সাথের অনেক ছেলে এখনো বসনিয়া সারবিয়া আটকা পরে আছে😥
    যখন আমরা এসেছিলাম বর্ডার এতো একটা করাকরি ছিলো না।
    অনেকটাই সহজ ছিলো, আর এখন তো তুর্কী থেকে Greece ঢুকাটাই অসম্ভব হয়ে গেছে😰
    ইতালী তো দূরের কথা।🤕
    যারা সারবিয়া আছেন তাদেরকে বলবোরোমানিয়া দিয়ে ঢুকে যান, এক গেমেই success🤙

    • @sauravbasu8805
      @sauravbasu8805 3 ปีที่แล้ว

      Apni Italy te ekhon ki kaj korchen ? Corona situation kemon ?

  • @Abdullahskme
    @Abdullahskme 3 ปีที่แล้ว +5

    আল্লাহ সকলকে হেফাজত করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন।

  • @bikashpaul9720
    @bikashpaul9720 3 ปีที่แล้ว +1

    খুব তারাতারি ইতালি মুসলিম রাষ্ট্র হয়ে যাবে

  • @rakibbhuiyan5557
    @rakibbhuiyan5557 3 ปีที่แล้ว

    আমি ইংল্যান্ড, পাপুয়ানিউগিনি, মাইক্রোনেশিয়া, ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র এসব দেশে গেছি।

  • @Dr-Akter365
    @Dr-Akter365 3 ปีที่แล้ว +46

    কি রে ভাই এইটা কি মানুষ নাকি এলিয়েন!! এতো দেশ পারি দিলো আর কোনো দেশের পুলিশ কি কিছু বলেনি??

    • @rifathasan5973
      @rifathasan5973 3 ปีที่แล้ว +7

      জ্বি ভাই। বুঝতে হবে। সেখানে কোন ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার নেই। কোন বিএসএফ সন্ত্রাসী নেই। তাই সম্ভব হয়।

    • @mdshakhawathhossainshorif2364
      @mdshakhawathhossainshorif2364 3 ปีที่แล้ว

      @@rifathasan5973 sekhane Bsf nai

    • @rifathasan5973
      @rifathasan5973 3 ปีที่แล้ว +1

      @ProNewb Rume জ্বি ভাই। মারাও যেতে পারে। কারণ, ইউরোপ আমেরিকার মিডিয়া সন্ত্রাসীরা তথ্য গোপন করা সত্য মিথ্যা ওলট-পালট করায় খুব উস্তাদ। আর তাদের কাছ থেকেই আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মিডিয়াগুলো হলুদ চুরি শিখেছে।

    • @md.kamrulhassan2020
      @md.kamrulhassan2020 3 ปีที่แล้ว

      @@mdshakhawathhossainshorif2364 সেখানে বিডিআর আছে এজন্যই মারেনাই।

    • @sujonroy3412
      @sujonroy3412 3 ปีที่แล้ว

      @@rifathasan5973 এজন্য রাতের অন্ধকারে বডার পারি দেয়

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ 3 ปีที่แล้ว +7

    ইউরোপে গেলেই কি সুখ হবে... ।

  • @bmrony2960
    @bmrony2960 3 ปีที่แล้ว +3

    আল্লাহ তোমাদের হেফাজত করুন 😥

    • @ধর্মেরফেরিওয়ালা
      @ধর্মেরফেরিওয়ালা 3 ปีที่แล้ว

      যাচ্ছে কাফেরদের দেশে । আল্লাহ কেমন করে হেফাজত করবে ? কোনো আশা নেই ।

  • @kausaruddin
    @kausaruddin 3 ปีที่แล้ว +1

    জীবনকে বাজি রেখে অনেকেই এ কাজটা করে , যা মোটেই উচিত নয় |

  • @reporterjd896
    @reporterjd896 3 ปีที่แล้ว +2

    আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমিন

  • @alzihad5021
    @alzihad5021 3 ปีที่แล้ว +4

    I Love Jamuna Tv

  • @sceneryviewlover
    @sceneryviewlover 3 ปีที่แล้ว +1

    প্রাকৃতিক দৃশ্য দিয়ে সাজানো প্রিয় এ বাংলাদেশটি।
    ভিডিওটি দেখুন আর আল্লাহকে সরন করুন।

  • @rinasultana4698
    @rinasultana4698 3 ปีที่แล้ว +3

    দুনিয়ার সামান্য সময়ের আরামের জন্য এ মানুষ গুলো অমানুষিক কষ্ট করে অথচ চিরস্থায়ী সুখ জান্নাতের কোনো চিন্তা নেই।

    • @huffyophelia8813
      @huffyophelia8813 3 ปีที่แล้ว +1

      Jar kosto she boje... Apni ami hole hoito tai kortam..

  • @hussainahmed6874
    @hussainahmed6874 3 ปีที่แล้ว +1

    ইতালি গিয়েছে তাঁর পরও ফ্রান্সের আশা করে।।।

  • @Creator250
    @Creator250 3 ปีที่แล้ว +5

    ভাই বাংলাদেশে বসে এই কষট করলে আমার মনে হয় অনেক ভালো করতেন আপনারা।

  • @entertainmentstudio1661
    @entertainmentstudio1661 3 ปีที่แล้ว +9

    কেন মুসলিম দেশ সৌদি,তুর্কী জায়গা দেয় না😁

    • @marzanabintekamal2325
      @marzanabintekamal2325 3 ปีที่แล้ว +2

      Oder lokkho saudi ba turki na ....oder lokkho france

    • @entertainmentstudio1661
      @entertainmentstudio1661 3 ปีที่แล้ว

      @@marzanabintekamal2325 কেন ফ্রান্স নাপাক দেশ নবীজি সাঃ এর অবমাননাকারি সেখানে গেলে ইমান থাকবে?

    • @marzanabintekamal2325
      @marzanabintekamal2325 3 ปีที่แล้ว +1

      @@entertainmentstudio1661 imaner sathe er kono somporko nai...imaner satti bishoy age pore dekhen....cls 8 er boi e o ase...

    • @nyangnyang9166
      @nyangnyang9166 3 ปีที่แล้ว +2

      @@entertainmentstudio1661 areh vi saudi, Turkey gele toh ar Italy, France er moto lakh taka income korta parbo nah

  • @mohammadyeasin2891
    @mohammadyeasin2891 3 ปีที่แล้ว

    হায় রে ইউরোপ।
    ফ্রান্স থেকে 🇫🇷

  • @nahidsorder1445
    @nahidsorder1445 3 ปีที่แล้ว

    আমার মনে হয়এরা ব্লেয়ারের ম্যানvs ওয়ার্ল্ড শো টা দেখে অনুপ্রাণিত হয়েছে।

  • @thesohagsarker
    @thesohagsarker 3 ปีที่แล้ว +12

    পশ্চিমা বিশ্বে কেন সৌদি আরব তথা আরব আমিরাত দেশগুলোতে গেলেইতো পারে।

    • @swatlipz6028
      @swatlipz6028 3 ปีที่แล้ว

      th-cam.com/video/rnKNw_olJP0/w-d-xo.html

    • @ধর্মেরফেরিওয়ালা
      @ধর্মেরফেরিওয়ালা 3 ปีที่แล้ว +1

      @@swatlipz6028 সৌদি আরব তথা আরব আমিরাত দেশগুলোতে তো জিহাদের সুবিধা নেই । কার গলা কাটবে ? কাটতে হলে পশ্চিমাদের গলাই তো কাটতে হবে । আর জান্নাতে যেতে গেলে ওটাই সহজ উপায় ।

  • @rashadulislam8775
    @rashadulislam8775 3 ปีที่แล้ว +2

    নয় দেশ পাড়ি দিয়ে সুখের জন্য এতো কস্ট করছি ,তবে আপসেস সুখ পাওয়া এখনো হলো না,

  • @nurnobinurnobi97
    @nurnobinurnobi97 3 ปีที่แล้ว +25

    নিজের দেশকে তোমার খেওছ এবার অন্য দেশকে খাওয়া পালা।

    • @জয়বাংলা-ট২ণ
      @জয়বাংলা-ট২ণ 3 ปีที่แล้ว

      অশিক্ষিত উগ্রপন্থী তুই

    • @nurnobinurnobi97
      @nurnobinurnobi97 3 ปีที่แล้ว +1

      @@জয়বাংলা-ট২ণ পৃথিবীর বস দেশের লোকজন যানে আবগানিসতান কী ধরনের েদশ

    • @rifathasan5973
      @rifathasan5973 3 ปีที่แล้ว +1

      নিজের দেশকে নিজেরা খায়নি। আমেরিকা বিশ্ব চোর আমেরিকা তার সহকারী সকল চোর ডাকাত আর লুচ্চাদেরকে নিয়ে এসেছিল আফগানিস্তানকে খেতে। এখন তালিবান সিংহদের গর্জন শুনে পরাজিত হয়ে কুকুরের মত লেজ গুটিয়ে পালাচ্ছে।

    • @mridulpandya5430
      @mridulpandya5430 3 ปีที่แล้ว

      Right.

    • @mridulpandya5430
      @mridulpandya5430 3 ปีที่แล้ว

      100%Right via.

  • @HussainAbdullahTofa
    @HussainAbdullahTofa 3 ปีที่แล้ว +3

    সিনেমাকেও হার মানাবে তার এই দেশ পারি দেয়া!

  • @nurnobinurnobi97
    @nurnobinurnobi97 3 ปีที่แล้ว +5

    ভাই বিদেশে আছি কিন্তু । ভাই বসসমাই দৌড়ের পারথাকতে হয়। মানুষশিক শান্তি বা দামপাওযা যায় না।

  • @wellovejesus1354
    @wellovejesus1354 3 ปีที่แล้ว +12

    কোথায় গেলো Boycott France ডায়লগ?

    • @SohelRana-ky2tx
      @SohelRana-ky2tx 3 ปีที่แล้ว

      যারা যায় তারা তোমাদের মতো নাস্তিক।
      খাঁটি মুসলমান অল্পতেই খুশি থাকে।

  • @deparahman7704
    @deparahman7704 3 ปีที่แล้ว +4

    Ya Allah tader sahajjo koro

  • @prophet-mohammad
    @prophet-mohammad 3 ปีที่แล้ว +3

    হাদিস প্রচার ঃ সবকিছুই পূর্ব নির্ধারিত😄
    সন্দেহ হলে নিচে লিংক দেয়া আছে হাদিস বিডি ডটকমের
    পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
    ৬১৪২। আবূল ওয়ালীদ হিশাম ইবনু আবদউল মালিক (রহঃ) ... আবদূলাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বিশ্বাসী ও বিশ্বস্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের প্রত্যেকেই আপন আপন মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত শুক্র বিন্দুরূপে জমা থাক। তারপর ঐরুপ চল্লিশ দিন রক্তপিণ্ড এবং এরপর ঐরুপ চল্লিশ দিন গোশত পিন্ডাকারে থাকে। তারপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরন করেন এবং তাকে বিযিক, মউত, দূর্ভাগ্য ও সৌভাগ্য-এ চারটি ব্যাপার লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। তিনি আরও বলেন, আল্লাহর কসম! তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেনঃ কোন ব্যাক্তি জাহান্নামীদের আমল করতে থাকে।
    এমন কি তার মাঝে এবং জাহান্নামের মাঝে তখন কেবলমাত্র একহাত বা এক গজের ব্যবধান থাকে। এমন সময় তাকদীর তার ওপর প্রাধান্য বিস্তার করে আর তখন সে জান্নাতীদের আমল করা শুরু করে দেয়। ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যাক্তি বেহেশতীদের আমল করতে থাকে। এমন কি তার মাঝে ও জান্নাতের মাঝে কেবলমাত্র এক গজ বা দু-গজের ব্যবধান থাকে। এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য বিস্তার করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয়। ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আবূ আবদুল্লাহ বুখারী (রহঃ) বলেন যে, আদম তার বর্ননায় শুধুমাত্রذِرَاعٌ‏ (এক গজ) বলেছেন।
    হাদিসের মানঃ সহিহ (Sahih)
    বর্ণনাকারীঃ আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ)
    পুনঃনিরীক্ষণঃ
    সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
    ৭০/ তাকদির (كتاب القدر)
    www.hadithbd.com/hadith/filter/?book=1&hadith=%E0%A7%AC%E0%A7%A7%E0%A7%AA%E0%A7%A8

    • @mohammad6991
      @mohammad6991 3 ปีที่แล้ว +1

      দুর্গা মারে ঠাপাই

  • @MdHasan-mg7ek
    @MdHasan-mg7ek 3 ปีที่แล้ว +3

    পৃথিবীর অবস্থা খুবই খারাপের দিকে !
    সভ্য মানুষ কে প্রশ্ন কেন মানুষ নিজ মাতৃভূমি ত্যাগ করে বিদেশে পাড়ি দিচ্ছে ?

    • @rabinhood1126
      @rabinhood1126 3 ปีที่แล้ว

      মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো গণতন্ত্র বিহীন, তাই ঐসব দেশে কেউই থাকতে চায় না।সুযোগ পেলেই জীবনের ঝুঁকি নিয়েও লোকগুলো শান্তিপ্রিয় মানবাধিকারসম্পন্ন খ্রিষ্টানদের দেশে স্থায়ী হতে চা্য।

    • @MdHasan-mg7ek
      @MdHasan-mg7ek 3 ปีที่แล้ว

      @@rabinhood1126
      কারা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করছে ? কারা আরব বিশ্ব যুদ্ধ লাগিয়ে নীরহ মানুষ কে তাদের মাতৃভূমি ত্যাগ এ বাধ্য করছে?

  • @rafiyajannath1857
    @rafiyajannath1857 3 ปีที่แล้ว +1

    good

  • @mahedyblog834
    @mahedyblog834 3 ปีที่แล้ว

    May Allah grant us all a healthy life with good health. Amen❤️❤️❤️

    • @myworld8601
      @myworld8601 3 ปีที่แล้ว

      এটাই ইসলামের জানোয়ারদের কান্ড, বাচ্চা জন্ম দেয়ায় নাম্বার ১। নিজ দেশ খতম করে অন্যের ডেরায় আশ্রয় নিয়ে সেই দেশকেও খতম করে দেয়।এরা পৃথিবীটাকে ধংস্ব করে দিবে।

  • @emafarjana4279
    @emafarjana4279 3 ปีที่แล้ว

    কি যে হবে তাদের 😔

  • @ceastarmartin3871
    @ceastarmartin3871 3 ปีที่แล้ว +3

    বৈধ ভাবে পড়াশোনা করতে গেলেই হয়!।পড়াশোনা শেষে কাজ করবে সেটেল্ড হবে!
    ভাই পড়াশোনা করতে গেলে জার্মানী, ইটালী তে মাত্র ১২ লাখ টাকা লাগে!

  • @Alaminkhan-jr9ut
    @Alaminkhan-jr9ut 3 ปีที่แล้ว +2

    পরিবারকে ভালো রাখার জন্য মানুষ এত কষ্ট করে। একা তো নিজ দেশে ও ভালো থাকা যায়

  • @mahabuburrahamn9229
    @mahabuburrahamn9229 3 ปีที่แล้ว

    আমারও যে অনেক সপ্ন একদিন আমিও যাবো

  • @MahmudulHasan-gl2si
    @MahmudulHasan-gl2si 3 ปีที่แล้ว +3

    মানুষের এত কষ্টের রেমিট্যান্স। সরকার তাদের জন্য কি করেছে

  • @taposhsutrodhar8501
    @taposhsutrodhar8501 3 ปีที่แล้ว +1

    আমি বুঝতে পারলাম না!নিজের শান্তির দেশ ছেড়ে,কেন বিজাতি বিধর্মীর দেশে যেতে হবে ।

    • @tishajahan4892
      @tishajahan4892 3 ปีที่แล้ว

      এই দেশ কি শান্তির দেশ,,

    • @taposhsutrodhar8501
      @taposhsutrodhar8501 3 ปีที่แล้ว

      @@tishajahan4892 কেন শান্তির দেশ না??

  • @anantokarmokar7485
    @anantokarmokar7485 3 ปีที่แล้ว

    বেশিরভাগই মুসলিম দেশ থেকে যাচ্ছে।।।

  • @probasinetworkvlog5976
    @probasinetworkvlog5976 3 ปีที่แล้ว +2

    আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো

    • @sojalhossain495
      @sojalhossain495 3 ปีที่แล้ว

      ফ্রান্স আসলে এই দোয়া করতেন না আফগানিস্তানি সবচেয়ে খারাপ

  • @mdabdullah7378
    @mdabdullah7378 2 ปีที่แล้ว

    আমরা এমন কেন এদের কে আমরা গিনাকরি আবার এদের দেসে জেথছাই

  • @godsgirl998
    @godsgirl998 3 ปีที่แล้ว

    Plz tader atkan🥺🥺🥺
    Okhane gea shod dhonsho kore deba🥺

  • @jazzsubrata7119
    @jazzsubrata7119 3 ปีที่แล้ว

    আই যাইয়ুম আরে লই য ও ভাই আল্পস পর্বত

  • @bajnabajabajnabaja6247
    @bajnabajabajnabaja6247 3 ปีที่แล้ว +2

    new root for bangladeshi...

  • @azharmondol8869
    @azharmondol8869 3 ปีที่แล้ว +4

    বয়কট ফ্রান্স বাঙ্গালরা কোথায়?

  • @ismailismailkhan7927
    @ismailismailkhan7927 3 ปีที่แล้ว +5

    পথটা অনেক অনেক কঠিন আমি জানি কারন আমি ত্রই পথের যাত্রী

    • @nurnobinurnobi97
      @nurnobinurnobi97 3 ปีที่แล้ว

      ভাই এখন আপনি কথায়

    • @ismailismailkhan7927
      @ismailismailkhan7927 3 ปีที่แล้ว

      ত্রখন গ্রিসে আছি

    • @nurnobinurnobi97
      @nurnobinurnobi97 3 ปีที่แล้ว

      @@ismailismailkhan7927 ভাই সুখী আছেন ত। নাকি কষ্টের আছেন

  • @tanvirali7098
    @tanvirali7098 3 ปีที่แล้ว

    বাংলাদেশে আসো এদেশে আসতে ঝামেলা নেই।

  • @STREET-FOOTAGE
    @STREET-FOOTAGE 3 ปีที่แล้ว

    এই ভিডিওগুলো সংগ্রহ করে কেমনে

  • @AmirulIslam-yy6cc
    @AmirulIslam-yy6cc 3 ปีที่แล้ว

    ফ্রান্স পুলিশ আমাকে ধরে ইটালিেত পেরত পাটিয়েছিলো দ্বিতীয় বার চেষ্টায় আবার চলে আসি প্যারিস

    • @SaRKaR-lf7lf
      @SaRKaR-lf7lf 3 ปีที่แล้ว

      ভাই একটা কথা জানতে চাই।
      বাংগালীরা কি বাংগালী দের হিংসা করে বা সাহায্য করেনা?
      নাকি শুধু যে বাংগালী দের কাগজ নেই তাদের সাহায্য করেনা অন্য বাংগালীরা?
      ভাই একটু যদি বিস্তারিত খুলে বলতেন তাহলে উপক্রিত হবো।

  • @shawon878787
    @shawon878787 3 ปีที่แล้ว

    ইরানের নাম উল্লেখ করা যা খুবই হাস্যকর

  • @nayandatta9009
    @nayandatta9009 3 ปีที่แล้ว +5

    ইমাম মাহদির সৈনিক হবিনা,,,,বাংলাদেশ থেকে কিছু যা আফগানিক্তান

    • @mdnurhossainbapary7478
      @mdnurhossainbapary7478 3 ปีที่แล้ว +1

      সেটা সময় বলে দেবে।

    • @nayandatta9009
      @nayandatta9009 3 ปีที่แล้ว +1

      ভাই আপনি আমার কথাই কষ্ট পেলে দুঃখিত ??আল্লাহ যখন ইমাম মাহদি কে পাঠাচ্ছে আপনাদের যুদ্ধ করতে হবে কেন, ,তাহলে বোঝা যাচ্ছে আপনারা ,, মুসলিমরা আল্লাহর থেকে ও শক্তিশালী

    • @ekaboro1043
      @ekaboro1043 3 ปีที่แล้ว

      @@nayandatta9009 ভাই দুনিয়া একটা পরিক্ষা। আর যুদ্ধ লাগলে সেনাবাহিনি সাধারন মানুষ যুদ্ধ করবে মোদি সাহেব তো করবে না৷

    • @nayandatta9009
      @nayandatta9009 3 ปีที่แล้ว

      একা ভাই, ,,,সেনাবাহিনী আর মোদী তো মানুষ, ,,,মাহদির পাবলিকের শক্তি লাগবে আমার মনে হচ্ছে না

  • @md.imtiaz1574
    @md.imtiaz1574 3 ปีที่แล้ว

    Life a amon 1ta adventure korte chai

  • @tarekahmed9840
    @tarekahmed9840 3 ปีที่แล้ว

    ইরান থেকে আসে, এই কথাটা কেমন যেন হাস্যকর হয়ে গেল

    • @rabinhood1126
      @rabinhood1126 3 ปีที่แล้ว

      ভাই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো গণতন্ত্র বিহীন, তাই ঐসব দেশে কেউই থাকতে চায় না।সুযোগ পেলেই জীবনের ঝুঁকি নিয়েও লোকগুলো শান্তিপ্রিয় মানবাধিকারসম্পন্ন খ্রিষ্টানদের দেশে স্থায়ী হতে চা্য।

  • @project-startup7172
    @project-startup7172 3 ปีที่แล้ว +12

    বুঝলাম না অবৈধ ভাবে গিয়ে কি লাভ।

    • @ENTERTAINMENT-kh9wq
      @ENTERTAINMENT-kh9wq 3 ปีที่แล้ว +1

      tiha ki tumr ambappe dibe

    • @imranhossan6831
      @imranhossan6831 3 ปีที่แล้ว +2

      @@ENTERTAINMENT-kh9wq আপনার ফ‍্যামিলি কি সবাই এই ইতালি ভাষায় কথা বলে,বাংলায় লিখেন না,কি লিখলেন ট‍্যাহা বাপে দিবেনি,এই ভাষায় কথা বললে আপনার ফ‍্যামিলি গেরেট নাম্বার ওয়ান ভাই,যাদু ঘরে রাখার মত

    • @sujonmahmud351
      @sujonmahmud351 3 ปีที่แล้ว

      @@ENTERTAINMENT-kh9wq মাতারির পোলা জীবনের চাইতে টাকা বড়?

    • @khalidhasan1793
      @khalidhasan1793 3 ปีที่แล้ว

      কারণ তাদের বেশিরভাগ দেশে যুদ্ধ চলে..!

    • @sujonmahmud351
      @sujonmahmud351 3 ปีที่แล้ว

      @@khalidhasan1793 bangali,Pakistani, indian ra kno jay

  • @hajimusa7508
    @hajimusa7508 3 ปีที่แล้ว

    Just came my country

  • @holydream2941
    @holydream2941 3 ปีที่แล้ว +3

    মানুষ এখনও এতো সংগ্রাম করে।

    • @myworld8601
      @myworld8601 3 ปีที่แล้ว

      এটাই ইসলামের জানোয়ারদের কান্ড, বাচ্চা জন্ম দেয়ায় নাম্বার ১। নিজ দেশ খতম করে অন্যের ডেরায় আশ্রয় নিয়ে সেই দেশকেও খতম করে দেয়।এরা পৃথিবীটাকে ধংস্ব করে দিবে।

  • @monirnibir4358
    @monirnibir4358 3 ปีที่แล้ว

    Vai ami aci

  • @contentreview1672
    @contentreview1672 3 ปีที่แล้ว

    ইউরোপ নাম শুনলেই চুর চুর মনে হয়

  • @bappyrahman4716
    @bappyrahman4716 3 ปีที่แล้ว

    ভাইরা আমি ডুবাই তে একলাখ টাকা বেতন পাই

  • @AhmmedSami
    @AhmmedSami 3 ปีที่แล้ว

    allah

  • @souravghosh1107
    @souravghosh1107 3 ปีที่แล้ว

    Since more people are prone to human trafficking so the situation is becoming untenable.

  • @butterflyeffectexperiment530
    @butterflyeffectexperiment530 3 ปีที่แล้ว

    My father was a Greek refugee in Syria and Egypt during WWII. I just published a video about it on my channel.

  • @alfell9130
    @alfell9130 3 ปีที่แล้ว

    দুঃখজনক

  • @mdnurul9226
    @mdnurul9226 3 ปีที่แล้ว

    জিবন জুকি নিয়ে

  • @takbeerhamza6058
    @takbeerhamza6058 3 ปีที่แล้ว

    Ha Bangladesh ar anak unnnnnnnan but i have no job.

  • @RE-te9jb
    @RE-te9jb 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @xtreme6018
    @xtreme6018 3 ปีที่แล้ว

    sob start hose soviet n america er cold war teke..west rai dai... tho russia or america jeto

  • @ohedrezamondal9806
    @ohedrezamondal9806 3 ปีที่แล้ว

    কোরান থেকে প্যাগোল হয়

  • @palashdebnath9954
    @palashdebnath9954 3 ปีที่แล้ว +1

    ঐখানে গিয়ে আবার যুদ্ধ বাধিয়ে না দিতেই হয়

    • @mdthaohidislam5522
      @mdthaohidislam5522 3 ปีที่แล้ว +3

      গাদার বাচ্চা তুই

    • @mohammad6991
      @mohammad6991 3 ปีที่แล้ว +2

      তোদের বাবা আমেরিকাকে আগে যুদ্ধ বন্ধ করতে বল তোরা মুসলিম দেশে লক্ষ লক্ষ মালুরা কামলা দেই তোদের লজ্জা শরম থাকলে মিডেল ইস্টে কামলা দেওয়া বন্ধ কর

    • @md.abdullah7240
      @md.abdullah7240 3 ปีที่แล้ว +1

      ভয় পাস? 🤣🤣
      আরব রাষ্ট্রের মুত খেয়ে তোরা বেচে আছস

  • @TourlinkBDLtd
    @TourlinkBDLtd 3 ปีที่แล้ว

    😢

  • @sadiqurrahman8944
    @sadiqurrahman8944 3 ปีที่แล้ว

    ওমান,ইরান,এখন তুর্কি আছি,লক্ষ্য ফ্রান্স বা স্পেন। জানিনা আল্লাহ কতটুকু নিবেন।

  • @rubel81miah65
    @rubel81miah65 3 ปีที่แล้ว +1

    অফগানি অপরাধের সাথে যুক্ত।

    • @rifathasan5973
      @rifathasan5973 3 ปีที่แล้ว

      উন্নত দেশগুলোই অপরাধ শিখিয়েছে।

  • @rajumiah9657
    @rajumiah9657 3 ปีที่แล้ว

    হায়রে ইউরোপ

  • @romanislam1625
    @romanislam1625 3 ปีที่แล้ว +1

    এই অবৈধ অভিবাসনের জন্য পশ্চিমারাই দায়ী।

    • @almahmudhasansojib2033
      @almahmudhasansojib2033 3 ปีที่แล้ว

      না। ওরা কেন দায়ী হবে? অবৈধ অনুপ্রবেশকারীরা নিজেরাই দায়ী।

    • @romanislam1625
      @romanislam1625 3 ปีที่แล้ว +1

      @@almahmudhasansojib2033 মিডেল ইস্টে যুদ্ধ বাধিয়ে রেখেছে তো ওরাই।

    • @almahmudhasansojib2033
      @almahmudhasansojib2033 3 ปีที่แล้ว

      @@romanislam1625 কিভাবে?

  • @MdTopon-ex1jc
    @MdTopon-ex1jc 3 ปีที่แล้ว

    Afghanistan er manus kub karap

  • @lakiakter1939
    @lakiakter1939 4 หลายเดือนก่อน

    😳😳😳😳😳🤔🤔🥲🥲

  • @rubiakter2686
    @rubiakter2686 3 ปีที่แล้ว

    রাত্রে থাকে কই

  • @DDDD45059
    @DDDD45059 3 ปีที่แล้ว

    1 Ba 2 Jon kew Ki Achen J Akta Football Sports Event a May, 2021 Te Europe Aste Ready Achen???Sports event ta europe ar 12 ta city te hobe.Kew Thakle Urgent knock diben tobe tader at first running passport a 2-3 ta desh visit thakte hobe and motamuti valo English communication knowledge thakte hobe......Jete ichuk hole joggo jara tara amar sathe Facebook a othoba amar IMO ba whatsapp 01814768301 ai number add kore contact korte paren.......To Be noted That Jader ager minimum 2-3 country visit nai tara kindly jogajog korben na ..........

  • @swarnadeeproy6373
    @swarnadeeproy6373 3 ปีที่แล้ว

    War and terrorism only Islamic country on this planet.Otherside totally free...

  • @sajibhossain625
    @sajibhossain625 3 ปีที่แล้ว

    Vai total europe e 5 jon ovibashi o nai iraner amar janamote tahole irani kivabe aslo,,,
    R iran Europe chaite 6 gun besi somriddho
    Ganja khaia news kortechen