ডলার খরচ করে বিলাসবহুল পাখি আমদানি | Bird import in Bangladesh | Ekhon TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #Birdimport #important #ekhontv
    বছরে কত টাকার পাখি আমদানি হয় আপনি জানেন? লাখ লাখ টাকার পাখি আমদানিতে যে টাকা খরচ হয়, তা'র জন্য রিজার্ভে যেমন প্রভাব পড়ে। প্রভাব পড়ে ডলারের বাজারেও। তাই সরকার পাখি আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছে।
    যে বয়সে বাবুল আক্তারের দিন কাটার কথা ছিল অবকাশ যাপনে, সে বয়সেও কাঁধ থেকে নামাতে পারেননি শক্ত ইটের এই কঠিন বোঝা।
    বাবুল আক্তারের মত এমন অনেক মানুষ আছেন যাদের, দিনে এনে দিন খেতে হয়। অবকাশ কিংবা সখ তাদের কাছে বিলাসিতার চেয়েও বড়কিছু।
    কারো নুন আনতে পানতা ফুরোয়, আর কারো সখের দাম লাখ টাকা। এই যে এখানে যে মানুষগুলোকে দেখছেন, এদের প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে। এই গল্পটা উত্তপ্ত রোদের নিচে শরীরের ঘাম ঝরিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার গল্প, পরিবারের সদস্যদের অন্য, বস্ত্র, বাসস্থান জোগান দেয়ার গল্প। কিন্তু এর বিপরীত চিত্রও তো রয়েছে এই সমাজে। এই যেমন ধরুন, কেউ কেউ সখ পুরনের জন্য একটা পাখি পালন করতে গিয়ে যে টাকা ব্যয় করেন, তাকে ১০০ দিয়ে ভাগ করলে যা আসে, তা এরা একমাসেও রোজগার করতে পারে না। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই সেই সখের বাজের।
    পাখির বাজার। প্রতি শুক্রবারেই জমজমাট। এখানে পাখি প্রেমীদের আনাগোনায় তিল ধরানোরও ঠাঁয় নেই।
    রাজধানীর মিরপুরে অবস্থিত এই বাজারটিতে প্রতিদিন কত টাকার পাখি কেনা-বেচা হয়, সে হিসেবটা সরকারের কাছেও নেই।
    Someone is trying to bring salt, and someone's hobby is worth lakhs of taka. The people you see here have a story in each of their lives. This is the story of continuing the struggle of life by shedding body sweat under the hot sun, the story of providing other family members with clothes and shelter. But the opposite picture is also in this society. For example, if some people spend money on raising a bird to fulfill their hobbies, if they divide it by 100, they will not be able to earn even a month.
    First-ever Business Television 'EKHON', telling about Bangladesh. Speak up and know what Bangladesh says in EKHON.
    Facebook: / tv.ekhon
    Twitter: / ekhon_tv
    Linkedin: / ekhon-tv
    Instagram: / ekhon_tv

ความคิดเห็น • 12