কি অসাধারন লেখনী তার, ভগবান্ বিদ্রোহী কবি, যতোই দেখি, যতই শুনি বার বার মুগ্ধ হয়, আর সতীনাথ বাবু কি অসাধারন দরদ দিয়ে গেয়েছেন এই গান, সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি, এখনও সেই একই রকম অনুভব হয়।❤
সুন্দর কে সবাই ভালবাসে। যেমন কন্ঠ তেমন লেখক।অসাধারণ এটা ভোলা যায় না।গানেরগলা তেমনিভাবে ছবির মিল থাকাটা উচিৎ। সতীনাথ মুখোপাধ্যায় অসাধারণ এক শিল্পী।খালেদুর রহমান।
আমার বাবা সতীনাথ মুখোপাধ্যায় এর ছাত্র ছিলেন। সতীনাথ মুখোপাধ্যায় এর গান,গলা আমার খুব প্রিয়। নজরুলগীতি আমার খুব প্রিয়। এই গানের সঙ্গে এই সব ছবি একদম বেমানান
জানে সূর্যেরে পাবেনা তবু অবুঝ সূর্যমুখী, চেয়ে চেয়ে দেখে তার দেবতারে,দেখিয়াই সে যে সুখী। আহা! কি উপমা। কখনো এভাবে কেউ ভেবেছে কি নজরুল ছাড়া? এই গানটি খায়রুল আনাম শাকিলের কন্ঠেও একবার শুনে দেখবেন।
I saved a few songs named after my father, as they were his favourite. This was one of em. Now he is no more, all left is his memories enjoying all these songs sipping his tea sitting and humming along. I miss my old man, you have done whatever you could
Me and my grandma were listening to these songs today. She loves to listen to old songs. Today she sang as well!! Since she is hard of hearing she tells me to write the lyrics. She can appreciate the song more this way. This has become a fun activity of ours. She told me about her host days where all girls will gather to listen to songs on the radio. Looked so happy while telling it. Because of her I also get to listen to pretty old songs too.
It is true old songs are valuable then gold specially the song of Satinath mukherjee 'tumi sundar tai chaya thaki.......jane suryare pabana tai abujh surya mukhi...aha ki comparison....chhoke jal ese jay......Tapan HALDER & Reba Halder, Andul
প্রেম প্রত্যেক অনুভূতিশীল হৃদয়েরকাছে এসেই থাকে কোনো না কোনোভাবে কোনো না কোন সময়ে, কিন্তু তাহা বর্ণনার ভাষা খুঁজে ভাষায় বিলীন হওয়া এমন কোন হৃদয় (নজরুল ইসলাম) খুবই বিরল,,,,,,,,""""""""",,,,,,,,,,,
gan gulo sune ato kosto hoi bole bojhate parbona, kosto pauar pore kanna kori, kanna korar pore mon ta onak halka lage, mul kotha holo ai dhoroner gan gulo moner govir er capa kosto gulo chok er jol jhoria halka kore dai. berthotar bece thakar sombol hoye darai ai sob gan gulo. 😥
Tumi sundor tai cheye thaki prio Seki mor aporadh? 2) Chadere heriya kade chokorini Bole na toh kichu chad. Tumi sundor....... Cheye cheye dekhi fote jobe ful Ful bole na toh se amar vul (2) Megho heri jhure chatokini Megh kore na toh protibad. Tumi sundor tai.... Jane surjere pabe na Tobu abujh surjomukhi Cheye cheye dekhe tar debotare Dekhiai se je sukhi Herite tomar rup-monohor Peyechi e akhi ogo sundor (2) Mitite dao he priotomo mor Noyoner sei sadh Tumi sundor tai cheye thaki prio Seki mor aporadh ?
এত সুন্দর একটা গানের সঙ্গে প্রথমের দিকের কিছু দৃশ্যায়ন খুবই দৃষ্টিকটু! তাই ওগুলো না দিয়ে ওগুলোর সঠিক পরিবর্ত দৃশ্যায়ন করলেই ভালো হয়! কারণ কাজী নজরুল ইসলামের বিখ্যাত, মধুর সুর ও কথার মধ্যে একটা অনন্য অপার্থিব সৌন্দর্যের বর্ণনা দেওয়া আছে, যা প্রকৃত প্রেমের অর্থ বোঝার ক্ষমতাধারীরাই যথার্থ মূল্যায়ন করতে পারেন!
কি অসাধারন লেখনী তার, ভগবান্ বিদ্রোহী কবি, যতোই দেখি, যতই শুনি বার বার মুগ্ধ হয়, আর সতীনাথ বাবু কি অসাধারন দরদ দিয়ে গেয়েছেন এই গান, সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি, এখনও সেই একই রকম অনুভব হয়।❤
এতো সুন্দর একটা গানের সাথে
দয়া করে
এমন ছবি লাগিয়ে গানের
সম্মান বিকৃত করবেন না
*বিকৃত *
@@BiswajitBiswas-cq8yl ধন্যবাদ 🙂
সুন্দর কে সবাই ভালবাসে। যেমন কন্ঠ তেমন লেখক।অসাধারণ এটা ভোলা যায় না।গানেরগলা তেমনিভাবে ছবির মিল থাকাটা উচিৎ। সতীনাথ মুখোপাধ্যায় অসাধারণ এক শিল্পী।খালেদুর রহমান।
স্বর্ন হাতে লেখা, স্বর্ণ কন্ঠে গাওয়া, সুন্দর গান।🥰♥️
সংগীত সম্পর্কে নুন্যতম বোধ থাকলে কেউ অন্তত এই গানের সঙ্গে এই ছবিগুলো যুক্ত করে না।
"পেয়েছি এ আঁখি ওগো সুন্দর"কি অপূর্ব অনুভূতির প্রকাশ, পবিত্র প্রেম কবির লেখনীতে পবিত্রতার শিখরের পদস্পর্শ করতে সক্ষম হয়েছে,,,,,,,,,""""""""",,,,,,,,,,,
হ্যা আমিশুনেছি।
মনে হয় যেন স্বপ্নের জগতে বিচরণ করছি।
সেই ছোট্ট বেলার থেকে আজ পর্যন্ত যত শুনি পিপাসা মিটে না তাই হে প্রিয় কবি ও সুরকার সাহেব কে নমস্কার
আমার মা বিশাল নজরুল ভক্ত।আমি তার মেয়ে হয়েও বেশি নজরুলগীতি শোনা হয় না।মাঝে মাঝে যখন শুনি আসলেই বুঝতে পারি তার লেখা গুলো কি সুন্দর,কি অসম্ভব মায়ায় ভরা😇😍
নজরুলের লেখায় জাদু আছে
আমার বাবা সতীনাথ মুখোপাধ্যায় এর ছাত্র ছিলেন। সতীনাথ মুখোপাধ্যায় এর গান,গলা আমার খুব প্রিয়। নজরুলগীতি আমার খুব প্রিয়। এই গানের সঙ্গে এই সব ছবি একদম বেমানান
সারেগামা কে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবেন।
সেই কোন কিশোর বেলা থেকে শুনে শুনে আজ পঁয়ষট্টি তে এসেও সমান শিহরণ অনুভব করছি।🙏🙏
দাদা এটাই তো নজরুল।
এতো দীর্ঘ সময় ধরে এই গান আপনার জীবনে মিশে আছে সেইটা অনুভবের চেষ্টা করছি। আর আপনার নামটাও তো আরেক বিখ্যাত শিল্পীর নামের সাথে মিলে গেছে।
❤️❤️❤️
যতো দিন পৃথিবীর আছে....
এই গান গুলো থাকবে।
যতই শুনি ততই মধুর লাগে।
Akdom Sathik Vaiti
Pls, don't spoil the heavenly song giving filthy awkward highly immature picture.
ভিডিওতে এইসব ছবি না থাকলেও মানুষ এই গান শুনবে, বরং বেশি শুনবে। ছবি সরায়ে দেন।
নজরুলের দারুন কাজ।
একদম সত্যি কথা এ গানের সাথে ছবির ক্লিপ মানায়না।অদ্ভুত নির্বাচন।
আমি ৬০ এর দশকের কিশোর তখন থেকে আমি নজরুল ভক্ত, আমার শ্রদ্ধেয় কবি।
কাজী নজরুল ইসলামের গান আমার প্রাণের গান।যিনি গেয়েছেন আহা কি চমৎকার গলা।
সতীনাথ মুখোপাধ্যায়
শ্রদ্ধেয় চিত্ত রায়, বিএসসির হৃদয় ছোঁয়া সুর আর সতীনাথ মুখোপাধ্যায়ের মরমী গলা গানটিকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে।
@Anup kumar Das eta Nazrul gittee.
@@shahanabegum4602 আমি জানি। তবে এটা নজরুলের লেখা, কিন্তু উনার সুরারোপিত নয়। সুর দিয়েছেন চিত্ত রায়। নজরুলের লেখা অনেক গানে কমল দাশগুপ্ত সুর দিয়েছিলেন।
এই গানটির সুর নজরুলের নিজের । আদি রেকর্ডিং চিত্ত রায়ের গলায় ।
সূত্র: সিরাজ সাঁই ।
@@akdey1600 আমি দেখেছিলাম, সতীনাথ মুখোপাধ্যায়ের রেকর্ডে সুরকার হিসেবে চিত্ত রায়ের নাম উল্লেখ করেছে এইচএমভি।
কি সহজ ও আন্তরিক স্বীকারোক্তি কন্ঠের জাদুতে মুখরিত !
I am fortunate because I learnt this song from him 50 year ago.Now I am 75 year old.I miss him every moment.I am proud of my Gurujee.
এবার তো আপনার কন্ঠে গানটি শুনতে ইচ্ছা করছে।অসাধারণ কণ্ঠের এই শিল্পীর সাথে আপনার স্মৃতির কিছু চুম্বক অংশ আমাদের সাথে ভাগাভাগি করবেন ?
He was also my teacher….miss him…
দয়া করে এই সমস্ত ছবি গুলো সরিয়ে গায়কের ছবি দিন।
এই সব মধুর কণ্ঠের সাথে অন্য কিছুই যোগ করা একেবারেই বাহুল্য এবং গানের মাধুর্য হানিকর!
Thik kotha
এই ছবি গুলো খুব বেমানান, এতে শিল্পীর সাথে শিল্প কেও অপমান করা হচ্ছে । ছবি গুলো ডিলিট করুন প্লিজ
একদম
ঠিক বলেছেন
কি করে এই ছবিগুলো দিতে পারে .... গানটার মাধুর্যকে নষ্ট করে দিল
Uploder er ruchi bole kisu ase kina sondeho
Baje sobi gulo kano rakha holo.
এইসব হৃদয়স্পর্শী গানের সাথে এই ছবিগুলি অত্যন্ত বেমানান ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সম্ভবত 1983 সালে উনার কন্ঠে এই অসাধারণ গানটি শুনেছিলাম সাথে আরো অনেক গান।
নজরুলের প্রেমিক স্বত্ত্বা ছিলো অসাধারণ।
Evergreen
সত্যিই ছবিগুলো খুবই বেমানান ।
জানে সূর্যেরে পাবেনা তবু অবুঝ সূর্যমুখী,
চেয়ে চেয়ে দেখে তার দেবতারে,দেখিয়াই সে যে সুখী।
আহা! কি উপমা। কখনো এভাবে কেউ ভেবেছে কি নজরুল ছাড়া?
এই গানটি খায়রুল আনাম শাকিলের কন্ঠেও একবার শুনে দেখবেন।
এই ভালো গানের সাথে দয়াকরে এমন কদর্য ছবিগুলো দেবেন না।এই ছবি গুলোর জন্য গান শোনার ইচ্ছাটাই চলে যায়।
Right আমিও এক মত।
চিরস্মরণীয় ছিল আছে থাকবে💚🌻 এই ধরনের গান আর সৃষ্টি হবে বলে মনে হয় না 🙏❣
নতুন প্রজন্ম থেকে আমি শুনি নজরুলগীতি ❤️❤️❤️
এমন সুমধুর কন্ঠস্বর ঈশ্বরের দান। মনপ্রান ভরে যায় জীবন সুধারসে ভরে ওঠে শান্তি আসে মনে।
আমি বহুবার গানটি শুনেছি কিন্তু প্রতিবার যেন নতুন লাগে।
গানের সাথে এই ছবি দয়া করে সরিয়ে দেন। ভাই।
এই গানটি স্বর্গীয় গান, ফালতু ছবি প্লিজ সরিয়ে দিন
ঠিক বলেছেন 🙏🙏
একদম ঠিক কথা বলেছেন!
Mr TH-camr, এই গানের সাথে এই ছবিগুলো দেন কোন আক্কেল? এই ছবিগুলো দিয়ে এই গানের অপমান করছেন!
একদম সত্যি কথা, রুচিতে আঘাত করে
সঠিক কথা বলেছেন।
আহা.. সর্ব কালের প্রিয় গান
th-cam.com/video/G54RVUzoqjI/w-d-xo.html
Certainly Daughter
Ur 100% Right
Very sweet voice & lyrics
That's day's r gone
Never comes back that golden age
@@nitaidutta59 exactly
I saved a few songs named after my father, as they were his favourite. This was one of em. Now he is no more, all left is his memories enjoying all these songs sipping his tea sitting and humming along. I miss my old man, you have done whatever you could
Me and my grandma were listening to these songs today. She loves to listen to old songs. Today she sang as well!! Since she is hard of hearing she tells me to write the lyrics. She can appreciate the song more this way. This has become a fun activity of ours. She told me about her host days where all girls will gather to listen to songs on the radio. Looked so happy while telling it. Because of her I also get to listen to pretty old songs too.
পবিত্র প্রেমের অতি পবিত্র সুন্দর কথা এবং সেই সঙ্গে অতি সুন্দর,মনোরম গায়কী।
হৃদয়ের গভীরে থেকে যায় নরম সুর … মনের ব্যাথা হয়তো করে দেয় দুর …সেই জন্য সে প্রিয় কবি হৃদয় আজো ভাসে তার ছবি ……
যেমন তেমন ছবি দিয়ে গানের মর্যাদা নষ্ট করবেন না।
রাইট
বাংলা গানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাজী নজরুল ইসলাম।
Of course but don't forget Rabindranath Tagore.
@Sk Sufiyan ভালো করে জানুন।
Kazi Nazrul Islam is greatest all time
Ahha .ki opurbo gaan ...sroshtha o shilpike pronam 🙏🙏
❤❤❤ কাজী নজরুল ইসলাম ❤❤❤
ভালো লাগা ভালবাসার মানুষ.....
তার লেখা ইসলামী গান গুলো শুনলে
কলিজা ঠান্ডা হয়ে যায়
❤❤💓💓💓💓💓💓💓💓
কাজী নজরুল ইসলাম সমস্ত ধর্ম-জাত-পাতের ঊর্দ্ধে। তিনি ছিলেন সমগ্র বিশ্ব মানবের।
সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই রে ভাই , ধর্মের ভেক ছেড়ে মনুষ্যত্বের ভেশ ধর। সকলের কাছে সন্মান পাবি
ছবি ছাড়াও তো গানটি সুন্দর
ছবির কি প্রয়োজন ছিল
We all are the worshiper of beauty. The singer is beautifying the beauty of nature by his sweet voice.
.
what a number from poet Kazi Nazrul Islam! Salute Sathinath jee.
এইসব শিল্পীর গান শুধু মন্ত্র মুগ্ধের মতো শুনে যাই ।
এক উচ্চ মানের শিল্পী র গানে ও কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি তে এতো নিম্ন মানের ছবি যেন এনাদের অপমান করছে।
এমন সুন্দর একটি গানের সাথে এই বিশ্রী ছবি গুলো বেমানান। দয়া করে ছবি গুলো সরায়ে ভাল ছবি দেন
সত্যিই সুন্দর গানটা
ভিডিও এডিটিং অসাধারন 💓
Poor video
ছবিগুলোর জন্য গান শোনার ইচ্ছা টাই চলে গেল 😕
It is true old songs are valuable then gold specially the song of Satinath mukherjee 'tumi sundar tai chaya thaki.......jane suryare pabana tai abujh surya mukhi...aha ki comparison....chhoke jal ese jay......Tapan HALDER & Reba Halder, Andul
একমাত্র নজরুল দ্ধারা সম্ভব।তাই আজও নজরুল আমাদের হৃদয়ে রয়েছে ও থাকবে।
First comment korlam r gaanta o onek pochonder
2020 সালে শুনছেন এমন কেউ আছেন????
Ami
Ami suni
@@mrashokpaul2371 aponar basa kothai???
Achhi
প্রেম প্রত্যেক অনুভূতিশীল হৃদয়েরকাছে এসেই থাকে কোনো না কোনোভাবে কোনো না কোন সময়ে, কিন্তু তাহা বর্ণনার ভাষা খুঁজে ভাষায় বিলীন হওয়া এমন কোন হৃদয় (নজরুল ইসলাম) খুবই বিরল,,,,,,,,""""""""",,,,,,,,,,,
Tumi TO sabar moner kathay bolechho
gan gulo sune ato kosto hoi bole bojhate parbona, kosto pauar pore kanna kori, kanna korar pore mon ta onak halka lage, mul kotha holo ai dhoroner gan gulo moner govir er capa kosto gulo chok er jol jhoria halka kore dai. berthotar bece thakar sombol hoye darai ai sob gan gulo. 😥
জানিনা আপনি ওপারে গিয়ে এই মধু ঝরা কন্ঠ দিয়ে তাদেরকে তৃপ্ত করছেন কিনা। কিন্তু আমরা সম্মোহিত মুগ্ধ তৃপ্ত।
এই গান যত কন্ঠে শুনি না কেন সব কন্ঠেই সুন্দর অনুভূতি হয়।
সতীনাথ মুখোপাধ্যায় এই গানটির জন্য একদম অদ্বিতীয় , আর কেউ ছিলেন না আর হবেন না।
These pictures should be omited songs are really good and wonderful kazidar gan purono hoena hobeo kagidake amar pronam
পবিত্র গানের সাথে শরীর ঘিনঘিন করা ছবি।ধন্য রুচিবোধ।
নজরুল গীতির এই গানটি সতিনাতের গলায় অপুর্ব।
খুব সুন্দর মনটা খারাপ থেকে ভালো হয়ে গেলো....
Legendary songs can not be forgotten.
Realy SUNDOR .
গানটা মন ছুয়ে যায়💖💖💖
খুব সুন্দর একটা গান,,,,,, ভালো লাগলো
Ak chiranta satyer bani
চোখ বুজে শুনলে প্রকৃত সুন্দর ছবিই মনে ভেসে ওঠে ।
সত্যি।এই ছবি বেমানান দরদী শিল্পী র ন জ রুল গীতির অসম্মান সতিনাথ মুখার্জি অনবদ্য শিল্পী প্রণাম
সুন্দর ❤
Parom pujonio shree sotinath mukhopadhyayer andho vato ami ato darodi kantho athocho akhono amon mahan shipike akhono aneke cheneina eta khubi durvaggo.onake amar pronam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tumi sundor tai cheye thaki priyo seki mor oporadh.!❤
পথ চেয়ে বসে আছি,তবু প্রিয়র দেখা নেই।😔😔😔
এই ছবিগুলো গানের সঙ্গে একেবারেই বেমানান ।যদি এই ছবিগুলো বাদ দেওয়া
যায় তাহলে খুব ভালো হয় ।এই ধরনের
সুন্দর গানের সঙ্গে ছবি গুলো আর একটু
শৈল্পিক ভালো হয়।
satinath mukhopadhya is my most favourite ..
this song is my one of the most fvt.
I loved it .
এমন অপূর্ব গানের সাথে এই ছবি গুলো বড় বেমানান।
এই গান টি অসাধারণ অডিও, এ-ই গানের সাথে এইছবি গুলো মানায় না,
Tumi sundor tai cheye thaki prio
Seki mor aporadh? 2)
Chadere heriya kade chokorini
Bole na toh kichu chad.
Tumi sundor.......
Cheye cheye dekhi fote jobe ful
Ful bole na toh se amar vul (2)
Megho heri jhure chatokini
Megh kore na toh protibad.
Tumi sundor tai....
Jane surjere pabe na
Tobu abujh surjomukhi
Cheye cheye dekhe tar debotare
Dekhiai se je sukhi
Herite tomar rup-monohor
Peyechi e akhi ogo sundor (2)
Mitite dao he priotomo mor
Noyoner sei sadh
Tumi sundor tai cheye thaki prio
Seki mor aporadh ?
Ai doroner gan gulo prithibir buke chiro amor hoye thakbe🙏🙏
2021 সালে 9 এপ্রিল এখনো শোনার লোক আছে
২০২১ সালের মানোষের কি মন নেই ভাই
তুমি ভালো থেকো । " অপরাধ " শুধু আমার দুটি " চোখ " । অনধ হলে কিছুই ..............।
Kazi nazrul islamer shyama sangeeter tulona hoy na.ekjon satyikarer kalisadhak,osadharon,mon bhulano,bhuban bhoolanu.
Ei gaaner sange je videoti deoa hoechhe seti gaantir madhurjyo nashto korechhe.
এই গানে ছবিগুলো বড়ই বেমানান। আধুনিক যুগের এই বদখত ছবিগুলোর জন্য এই গানটি সৃষ্টি হয়নি।
দয়া করে এইসব দৃষ্টিকটু চিত্র প্রদর্শনী করে আমাদের প্রিয় গানের অমার্যাদা করবেন না।
Ei gaan oti sundar.mon pran kende othe.gaaner sathe oi sob chhabi dewa ta ki khubi darkar chilo?
অপূর্ব । মনে ভরে গেলো ।
Sundar kena valo base tar pareo saba vul
গানে সঙ্গে এই সব গুলো আমাদের দরকার নাই,,,
এই প্রাণপ্রিয় সঙ্গীতের সঙ্গে একালের couple এর ছবিগুলো গানটির মাধুর্য ব্যাহত করে। এই দয়া করে delete করার ব্যবস্থা করুন।
Ah ha ha...ki osadharon 💖🙏🙏🙏
এমন কালজয়ী গানের আবহ এই মানের ছবিতে হয়না।
Abdul. Latif. ❤❤❤❤❤ very good
এত সুন্দর একটা গানের সঙ্গে প্রথমের দিকের কিছু দৃশ্যায়ন খুবই দৃষ্টিকটু! তাই ওগুলো না দিয়ে ওগুলোর সঠিক পরিবর্ত দৃশ্যায়ন করলেই ভালো হয়! কারণ কাজী নজরুল ইসলামের বিখ্যাত, মধুর সুর ও কথার মধ্যে একটা অনন্য অপার্থিব সৌন্দর্যের বর্ণনা দেওয়া আছে, যা প্রকৃত প্রেমের অর্থ বোঝার ক্ষমতাধারীরাই যথার্থ মূল্যায়ন করতে পারেন!
তুমি সত্যি সত্যি অনেক সুন্দর 🖤
❤❤❤ excellent presentation .❤❤❤❤❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉
"ভালোবাসা " এবং " মন" । ভালোলাগলেই ভালোবাসা পাবে ---- এমনটা নয । তার জন্য "ভাগ্য " দরকার । তাই শেষ চাওযা ""সমাধী "" । সবাই ভালো থাকুন ।
কলকাতাবাসী নজরুল কে কখনও সঠিকভাবে মূল্যায়ন করে নাই 😢
No alternative of this melodious voice
নজরুল ❤
Ato sundor monomugdakor gaan.. Ai gaangulur kono tulona hoy na..
Ki darun sundor chobi gulo .dakha mone pram jaga uthlo.aha!
গানের গভীরতার সাথে ছবি একেবারেই প্রাসঙ্গিক লাগছে না। এত ভালো গানটির গরিমা ধুলোয় মিশে গেছে।😢
আহা! কি সুন্দর