Recipe: 20টা চকলেট ক্রীম বিস্কিট মিক্সারে গুঁড়ো করে পাত্রে চেপে চেপে সমান করে সেট করে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে আধ ঘন্টা। আধ কাপ চিনি কম আঁচে কোনরকম নাড়াচাড়া না করে একটু রাখলেই ক্যারামেল তৈরী হয়ে যাবে। এতে দিয়ে দিতে হবে ১/৪ কাপ বাটার আর ১/৪ কাপ দুধের সর বা ফ্রেস ক্রীম। বড় এক চামচ কফি আর এক চামচ কোকা পাউডার।ক্যারামেল সস ঠান্ডা হতে হতে 4 চামচ হালকা গরম দুধে একটু কর্ন ফ্লাওয়ার গুলে সেটা মেশাতে হবে ক্যারামেল সসে। এরপর ফ্রীজ থেকে বিস্কিট ক্রাস্ট বের করে তার ওপর ক্যারামেল সস ঢেলে আর এক বার ফ্রিজ রেখে ঠান্ডা করে নিলেই তৈরি এই গরমে প্রাণ জুড়ানো কফি ক্যারামেল ডেসার্ট ♥️
Recipe: 20টা চকলেট ক্রীম বিস্কিট মিক্সারে গুঁড়ো করে পাত্রে চেপে চেপে সমান করে সেট করে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে আধ ঘন্টা।
আধ কাপ চিনি কম আঁচে কোনরকম নাড়াচাড়া না করে একটু রাখলেই ক্যারামেল তৈরী হয়ে যাবে। এতে দিয়ে দিতে হবে ১/৪ কাপ বাটার আর ১/৪ কাপ দুধের সর বা ফ্রেস ক্রীম। বড় এক চামচ কফি আর এক চামচ কোকা পাউডার।ক্যারামেল সস ঠান্ডা হতে হতে 4 চামচ হালকা গরম দুধে একটু কর্ন ফ্লাওয়ার গুলে সেটা মেশাতে হবে ক্যারামেল সসে। এরপর ফ্রীজ থেকে বিস্কিট ক্রাস্ট বের করে তার ওপর ক্যারামেল সস ঢেলে আর এক বার ফ্রিজ রেখে ঠান্ডা করে নিলেই তৈরি এই গরমে প্রাণ জুড়ানো কফি ক্যারামেল ডেসার্ট ♥️
Darun