আপনারা চিনতেন না, জানতেন না। 90s এ যারা ভারতবর্ষে জন্মেছে তাদের কাছে KK কোন রক্ত মাংসের গায়ক নন, সুখ, দুঃখ, প্রেম, বিরহের পরম আত্মীয়। KK এর গান মানে এক রাশ সোনালি স্মৃতি। ভালোবাসা 💖
এক শিল্পীর অকাল প্রয়ান ফিরিয়ে দিল আমাদের আর এক প্রিয় গায়ক কবির কলমের ও সুরের টান।হয়ত রুখে দেবে তাঁর কলমের ভবিষ্যতের উচ্ছন্ন গমন। হয়ত ফিরে পাব আবার "সুমন চাটুয্যের এক ঘেয়ে গান।"
অনেক দিন পর আবার আপনার গান খুব ভালো লাগলো। অন্তর থেকে কেকে র জন্য গাইলেন। তাই আপনিও অন্তর থেকে আমাদের শ্রদ্ধা ফিরে পেলেন। এটাই তো একজন শিল্পী র পরিচয় যিনি অপর একজন শিল্পী র জন্য মন থেকে ব্যথা অনুভব করেন। ধন্যবাদ স্যর।
গানের শুরুতেই বল্লেন , “ কে কে কে চিনতেন না।” আহাম্মক কোথাকার! একজন শিল্পী হয়ে এতোবড় শিল্পীর নাম না শোনা চরম ব্যর্থতা! তারপর "এখানে নাকি মরতে আসে " অদ্ভুত সংলাপ! 'না চেনা ' কথাটা দিয়ে কে কের প্রতি শ্রদ্ধার থেকে অশ্রদ্ধা বেশি জানানো হয়েছে/ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা !
একদম। নোংরা, জঘন্য, নিচু মানসিকতার। সম্মান শব্দ টা ই ওরা চেনে না তাই kk sir কে চিনতেন না জানতেন না।যারা kk sir কে চিনতেন না জানতেন না তারা মানুষ না এলিয়েন। অন্য গ্রহের প্রাণী।
Exactly..kk anondo dite asechilen sohore.. r jara kk k chinto na janto na ata tader barthota j amn legend er bapre tara janten na.ata kono gorber kotha noy
AC chara gorome suffocation e tho emni e dom bondho hoye jabar kotha tai na. Tar moddhe gaan gaiye lok to k sick kore hospital e na niye hotel e niye Jawa tho arekta bokami. Mortei eshechilo ei sohore
K K akta baje paristhitir shikar hoi chhilen kintu programme bandho karen ni . KK manush hisabe khub gentle, r kolkatay assa mane morte aasa ?tahole others singer kolkata morte assen?
@@Ipsita_143 eta rupankar er gan na. ei gan ta kabir suman er. bohukal agei uni eta onar album e geyechen. pore seta jatiswar e babohar hoi ar seta rupnkar ke diye gawano hoi. ar rupnkar e hok ar karan johar jokhn cntroversy chole oi time e amra eder dekhte pari na. kintu abar kodin por amra sob bhule giye sei karan johar er movie e dkhte jai ar rupnkr er gan e suni. amra manush ra holam paltikhor. 😅
সুমনকে বিশ্বাস করা ঠিক হবে না। এখন পরিস্থিতি অনুকূলে নেই বলে সে ভোল পাল্টে আবার সেই Ruponkar এর সুরেরগান নিয়ে এসেছেন। আসলে তিনি এখনো Ruponkar এর পাশেই থাকতেচাইছেন।বিতর্কিত মানুষ থেকে সবাই সাবধান থকবেন। কে,কে আমাদের হৃদয়ে বেচে থাকবেন।
Ei gaan ta national award winning Bengali song - E tumi kemon tumi er sur thekei neya. Jodio oi gaan ta Kobir Suman ebong Rupankar Bagchi dujonei geyechilen aar sur diyechilen khub sombhoboto Kobir Sumar. Nice tribute
দারুণ শ্রদ্ধার্ঘ্য,যেমন গানের কথা, তেমনই সুর এবং অসাধারণ গায়কী; তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে,কে কে কে চিনতেন না জানতেন না, এটা খুবই দুঃখজনক এবং বেমানান।
Mr. Kobir amon kichu kaj ei ka din ageo jegulo korechen, taki satyii vabajay!.. tai shak diye r mach na dheke, samaje kichu service diye parle notunkorei nijer porichoy rakhteparen!.. Carry on!.. 🙏
একদম ঠিক বলেছেন। hypocrite বুড়ো ভাম সব। আমার তো মনে হয় খুব ভালো করেই চিনত। কিন্তু ওনার সুন্দর কন্ঠস্বর আর খ্যাতির জন্য বুড়ো ভাম গুলোর মনে এতটাই বিষ হিংসা যে এমন ভাব করছে যেন কোনদিন নামই শোনেনি।
Gaan ta originally Suman Chattopadhya er i composition. Rupankar er gawa. Shutorang ekhane promotion bole amar mone hoye na, borong ektu tiroshkaar kora holo bole i mone holo. R shilpi r jibon er sharthokota r barthota konotai kauke chena na chena diye bichaar kora jaye na! It's good to be a fan, but it's necessary to be a human first 🙏. KK nij e akjon khub i bhodrloke chilen, tai shottikar er bhokto der o uchit taar moto na hoke, kintu basic bhodrota ta maintain kora 🙏.
"চিনতাম না জানতাম না"..... সেটা আপনাদের ব্যর্থতা । আর ".....এই শহরে মরতে আসে....." এই ব্যাপারটা স্পষ্ট হলো না । উনি মরলেন না চক্রান্ত করে মারা হলো সেটাই অস্পষ্ট। কলকাতায় এখন সবই সম্ভব।
এ তুমি কেমন তুমি,,,,,,,গানটি আপনার প্রায় ১০ বৎসর পূর্বের তৈরি এবং গাওয়া। এই গানটির জন্য জাতীয় পুরস্কার কি ভাবে রূপঙ্কর পায়??? অনেক কিছুই বুঝি না। আপনার সংগীত, কন্ঠস্বর আমাদের সম্পদ। নতুন করে ভাবতে শেখায়। আমরা এই সুমনকেই চাই। সার্থক শ্রদ্ধাঞ্জলি❤️
@@bedouin8487 এতটুকু তো জানি গানটি 'জাতিস্মর' ছবিতে ব্যবহৃত হয়েছে। ওই গানটি জাতীয় পুরস্কার পায়। গানটির স্রষ্টা ও গায়ক যখন কবির সুমন, তখন জাতীয় পুরস্কার কিভাবে রূপঙ্কর পেতে পারেন? ওই গানটির সুর বা কথার কোনো পরিবর্তন হয় নি।
@@gitidhara-3777 কারণ ছবিতে সুমন নিজে গাননি কারণ সুমন এখন বৃদ্ধ, আর তার গলার সাথে ছবির নায়কের গলা মিলবেনা, তাই রূপঙ্কর গেয়েছিলো। আর এজন্যই সেরা গায়ক ক্যাটাগরিতে রূপঙ্কর জাতীয় পুরস্কার জিতে নেয়। এবার বুজেছেন?
আপনি গায়ক হয়ে কে কে এর গান শোনেননি আপনার দুর্ভাগ্য। এখন শুনে নেবেন। গান সুর লয় সম্বন্ধে যদি এত টুকুও জ্ঞান থাকে তবে বুঝবেন তিনি কেন কোনো ভাষায় আবদ্ধ ছিলেন না।তিনি ছিলেন ইন্দ্রলোক থেকে পাঠানো আমাদের জন্য বিশেষ উপহার। যা আমরা নিজেদের দোষে হারিয়ে ফেললাম।
@@bedouin8487 কে.কে ফিল্ম ইন্ডাস্ট্রির গায়ক, সুতরাং ভগবান, তাঁর নাম শোনা যেকোনো জীবিত মানুষের পক্ষে বাধ্যতামূলক, সে ষাটোর্ধ্ব, সত্তরোর্ধ্ব বা অশীতিপর যেই হোন না কেন, আমার দিদা ও দাদু কে.কে-এর নাম জানতেননা!!! এজন্য আমি যারপরনাই লজ্জিত , ভাবছি ওঁদের ত্যাজ্যমাতামহ/মহী ঘোষণা করে দিই।
@@suryabartasaha341 কবীর সুমন অন্য ধারার গানের মানুষ। বাংলা জীবনমুখী ধারার জনক। আরবান ফোক সং এ কবীর সুমন অদ্বিতীয়। সেখানে হিন্দি ফিল্মের কারো নাম না শোনাটায় স্বাভাবিক।
@@souviksarkar5677 এরা অশিক্ষিত বলিউড শ্রোতা। কবীর সুমনের লিরিক গান এদের জন্য না। এরা জাস্টিন বিবারকে পিট সিগার বব ডিলান লিওনার্দো কোহেনের থেকে বড় মনে করে।
সুমন বাবু এই গানটা দারুন দারুন দারুন
আপনারা চিনতেন না, জানতেন না। 90s এ যারা ভারতবর্ষে জন্মেছে তাদের কাছে KK কোন রক্ত মাংসের গায়ক নন, সুখ, দুঃখ, প্রেম, বিরহের পরম আত্মীয়। KK এর গান মানে এক রাশ সোনালি স্মৃতি। ভালোবাসা 💖
KK chara school college life incomplete
kk r gan r sathe jno bondhutto, prem , breakup sob jorie ache... emotion guloi onar gan...amra 90's kidra khub lucky....sathe unlucky o😢
কে কে সিঙ্গার😀।
আর চুপঙ্কর কুলাঙ্গার😀।
কে কে ইউথ আইডল😀।
আর সবীর কুমন আস্ত পাগল😀।
💯 correct...
অপূর্ব। প্রাণটা ছুঁয়ে গেল। কান্না ধরে রাখতে পারছিলাম না। অনেক ধন্যবাদ। কে কে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন
প্রিয় শিল্পী সুমনের এই যে অনুরাগের প্রকাশ লেখনী ও কন্ঠে তা মুগ্ধতা এনে দিল।কে কে- র প্রতি যুগপৎ শ্রদ্ধা ও প্রশাসনিক ব্যর্থতার প্রতি প্রতিবাদও।
এক শিল্পীর অকাল প্রয়ান ফিরিয়ে দিল আমাদের আর এক প্রিয় গায়ক কবির কলমের ও সুরের টান।হয়ত রুখে দেবে তাঁর কলমের ভবিষ্যতের উচ্ছন্ন গমন। হয়ত ফিরে পাব আবার "সুমন চাটুয্যের এক ঘেয়ে গান।"
asadharon......!Great tribute to KK...oti sukhho bhabe KK r apoman er protibad.....ektu anyo bhabe!
Apurbo. Ami apluto. Ei shrodhya nibedone kanna bhore ache. Thanks Kabir Sumon.
Osadharon .......choke jol chole aslo ......kk sir miss you😑😑
Khub, khub khub bhalo laglo. Asonkhyo, asonkhyo dhanyavad janai.
Khub bhalo laglo sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
খুব ভালো লাগল।অপূর্ব অপূর্ব অপূর্ব ।সেই সাথে খুব ই কষ্ট হচ্ছে ।
কেকে love love love ❤ অতুলনী আপনার এ গান জয় হিন্দ। ভারত মাতার জয়
Great Tribute to KK❤️🇧🇩👍.......
অসাধারণ গেয়েছেন দাদা।
Very nice khub sundor 👌👌👌👌
গানের কৃষ্ণ আমাদের 90s এর ছেলে মেয়েদের heartthrob ছিল আছে এবং থাকবে। ❤️love you❤️ KK sir ❤️❤️❤️❤️
🌹🌹❤❤
ঠিক বলেছ দিদি
Apoorbo kotha o sur 👌👌👌👌👌👌👍👍👍👍❤❤❤❤🙌🙌🙌🙌
অসাধারণ লাগলো। সুন্দর শ্রদ্ধার্ঘ।
Darun laglo ganta ❤❤
অসাধারণ । স্বর্গীয় KK 'এর জন্য আমরা সবাই শোকাহত।
আবার আদরের সুমনকে পেলাম, অসাধারণ।
এমন গান গেয়ে যাও, প্রতিদিন।
Daarun Sir👍👍👍👍🌹🙏🏻
Darun darun darun sir...
Sumon da, proketo silpir moto kaj korlen .. dhonnobad dada ...
Prokrito shilpi apni..apnake anek bhalobasha sir..Apni abaro proman korlen shilpir porichoy tar sristitei ..🙏🙏
অনেক দিন পর আবার আপনার গান খুব ভালো লাগলো। অন্তর থেকে কেকে র জন্য গাইলেন। তাই আপনিও অন্তর থেকে আমাদের শ্রদ্ধা ফিরে পেলেন। এটাই তো একজন শিল্পী র পরিচয় যিনি অপর একজন শিল্পী র জন্য মন থেকে ব্যথা অনুভব করেন। ধন্যবাদ স্যর।
গানের শুরুতেই বল্লেন , “ কে কে কে চিনতেন না।” আহাম্মক কোথাকার! একজন শিল্পী হয়ে এতোবড় শিল্পীর নাম না শোনা চরম ব্যর্থতা! তারপর "এখানে নাকি মরতে আসে " অদ্ভুত সংলাপ! 'না চেনা ' কথাটা দিয়ে কে কের প্রতি শ্রদ্ধার থেকে অশ্রদ্ধা বেশি জানানো হয়েছে/ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা !
সব কটা হিংসুটে frustrated বুড়ো ভাম। চিনত খুব ভালোই । ওনার অত সুন্দর কন্ঠস্বর আর খ্যাতির জন্য মনে মনে হিংসায় জ্বলে পুড়ে মরত। নিজেরা তো আর ভাও পায় না।
একদম। নোংরা, জঘন্য, নিচু মানসিকতার। সম্মান শব্দ টা ই ওরা চেনে না তাই kk sir কে চিনতেন না জানতেন না।যারা kk sir কে চিনতেন না জানতেন না তারা মানুষ না এলিয়েন। অন্য গ্রহের প্রাণী।
Finally শাক দিয়ে মাছ ঢাকার গানই করলেন সুমনবাবু 🙏
অসাধারণ।কিছু বলার নেই।
Beautiful composition..
দারুণ গুটি চেলেছেন -- অন্তঃত তাঁর কিছুদিন আগের গুটির চালটা বাঙ্গালি ভুলে যেতে পারবে।
অসাধারণ।
Khub bhalo hoeychhe Sumanda🙏
সুমন অনেক ভাল হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ থেকে।
এ কেকে কেমন কেকে এ শহরে মরতে আসে ,গানের এই লাইনটা একদম ই ভাল লাগল না, কেকে এই শহরে আমাদের গানে গানে আনন্দ দিতে এসেছেন, long live KK.
I must say you didn’t understand K.S’s song
Exactly..kk anondo dite asechilen sohore.. r jara kk k chinto na janto na ata tader barthota j amn legend er bapre tara janten na.ata kono gorber kotha noy
কে কে ইউথ আইডল😀।
আর সবীর কুমন আস্ত পাগল😀।
AC chara gorome suffocation e tho emni e dom bondho hoye jabar kotha tai na. Tar moddhe gaan gaiye lok to k sick kore hospital e na niye hotel e niye Jawa tho arekta bokami. Mortei eshechilo ei sohore
K K akta baje paristhitir shikar hoi chhilen kintu programme bandho karen ni . KK manush hisabe khub gentle, r kolkatay assa mane morte aasa ?tahole others singer kolkata morte assen?
Excellent tribute for KK thank you Suman da
Fantastic কথা ও সুর। খুব সুন্দর গান উপহার দিয়েছেন কবীর সুমন।
Khub sundar laglo. Bhalo thakben
lyrics ta khub sundor likhechen sir!! pronam neben🙏🙏🙏
রূপঙ্করের গান দিয়ে শ্রদ্ধা আপনার মাথাও
@@Ipsita_143 eta rupankar er gan na. ei gan ta kabir suman er. bohukal agei uni eta onar album e geyechen. pore seta jatiswar e babohar hoi ar seta rupnkar ke diye gawano hoi. ar rupnkar e hok ar karan johar jokhn cntroversy chole oi time e amra eder dekhte pari na. kintu abar kodin por amra sob bhule giye sei karan johar er movie e dkhte jai ar rupnkr er gan e suni. amra manush ra holam paltikhor. 😅
osadheran laglo bison sundor laglo thank you dada🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤😭😭😭😭😭😭
MON TA BHORE GLOO KK k kokhono bhulbo na 🥺😭😭😭
Osadharon!
Gaanti khub mon chnuae jae
Bah..khub bhalo.
Great tribute for k. K.... K. K. Ke je apoman korechilo, taar reward paoya gaan apni k. K. Kei dedicate korlen... Pronam apnake
গানের কথা গুলি সুরের সঙ্গে মিশে মন ছুঁয়ে গেলো
যদি বলি খুব ভালো লাগলো তা হলেও সবটা বলা হবে না, গান টা ঊপহার দেওয়ার জন্য কবীর
সুমন কে শ্রদ্ধা জানাই ।
রূপঙ্করের বাজার শেষ
কে কে সিঙ্গার😀।
আর চুপঙ্কর কুলাঙ্গার😀।
অসাধারণ, এই বয়সেও এমন গলা এমন অনূভুতি সত্যি দারুন👌👌..
খুব ভালো লাগলো।। কবীর সুমন 🙏🙏
Ashadharon sir 🙏🙏🙏🍫🍫🍫💐💐💐💐👏👏👏👏👏
Opurbo, Amar respect 🙏
Absolutely right .🥲🥲sir apni amar moner kotha gulo bollen 🙏🙏🙏🙏🙏🙏
আপনি গানটা খুব ভালো গেয়েছেন,, ❤❤❤ ধন্যবাদ
Mind blowing Suman Babu
Salute sir kk.k sanman debar jonno.
শ্রেষ্ঠ সম্মান জানালেন স্যার। প্রণাম ও ধন্যবাদ আপনাকে🙏🙏
বাহ্ চমৎকার গান টি উপহার দিলেন আমাদের কবীর সুমন আমাদের সকলের প্রিয় কে কে ❤️❤️❤️👌👌👌কে🌹🌹🌹
ভালো হয়েছে
কি সুন্দর….নিখাদ ভালোবাসা জানালেন আপনি🙏
Excellent tribute. Special thanks to Kabir Suman.
A BIG THANKS DADA TUMAKE🙏🙏😭😭DADA🙏🙏🙏
দারুন।
সুমনকে বিশ্বাস করা ঠিক হবে না। এখন পরিস্থিতি অনুকূলে নেই বলে সে ভোল পাল্টে আবার সেই Ruponkar এর সুরেরগান নিয়ে এসেছেন। আসলে তিনি এখনো Ruponkar এর পাশেই থাকতেচাইছেন।বিতর্কিত মানুষ থেকে সবাই সাবধান থকবেন। কে,কে আমাদের হৃদয়ে বেচে থাকবেন।
Ei gan ti ruponkor er surer gan noy
Thik
ঠিক বলেছেন ।
Ei gaan ta national award winning Bengali song - E tumi kemon tumi er sur thekei neya. Jodio oi gaan ta Kobir Suman ebong Rupankar Bagchi dujonei geyechilen aar sur diyechilen khub sombhoboto Kobir Sumar. Nice tribute
Darun darun
Durdanto Sir.... 🙏🙏
Osadharon
Darun...
দারুণ শ্রদ্ধার্ঘ্য,যেমন গানের কথা, তেমনই সুর এবং অসাধারণ গায়কী; তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে,কে কে কে চিনতেন না জানতেন না, এটা খুবই দুঃখজনক এবং বেমানান।
Thank you Suman Sir for your soulful tribute to our beloved KK ...
Chamatkar. Thank you.
Osadharon🙏🙏🙏
Mon chuye glo
Osadharon lyrics ❤️🙏
Thank you for the wonderful tribute 🙏
I am speechless Sir🙏🙏🙏🌷🌷🌷🌷🌷.......Great tribute🙏🙏🙏🙏🙏🙏
খুব সুন্দর একটি গান 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice sir...Thank you ...
Khoob bhalo- apni ektu sustho hoyechhen
Ahshadharon
অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে এমন ভাবে কে কে কে, স্মরণ করার জন্য।
কে কে সিঙ্গার😀।
আর চুপঙ্কর কুলাঙ্গার😀।
কে কে সিঙ্গার😀।
আর সবীর কুমন রাজাকার😀।
আর আপনি ধূরনধর
Mr. Kobir amon kichu kaj ei ka din ageo jegulo korechen, taki satyii vabajay!.. tai shak diye r mach na dheke, samaje kichu service diye parle notunkorei nijer porichoy rakhteparen!.. Carry on!.. 🙏
এটা কি ওই স্টুপিড শিল্পীর গান কে প্রমোট করার টেকনিক l কে কে কে আপনি চিনতেন না এটা আপনার শিল্পী জীবনের ব্যার্থতা l
একদম ঠিক বলেছেন। hypocrite বুড়ো ভাম সব। আমার তো মনে হয় খুব ভালো করেই চিনত। কিন্তু ওনার সুন্দর কন্ঠস্বর আর খ্যাতির জন্য বুড়ো ভাম গুলোর মনে এতটাই বিষ হিংসা যে এমন ভাব করছে যেন কোনদিন নামই শোনেনি।
ঠিক
@@debopriyabanerjee9509 tobu enara creative people... nijeder creation diye tribute ditey paaren kintu tomra shudhu nongra kotha boley oshomman kortey shikhechho...kichhu bhalo create korar kono khomota ba ruchi nei... shotteyi kotha boltey tomra total failures
Gaan ta originally Suman Chattopadhya er i composition. Rupankar er gawa. Shutorang ekhane promotion bole amar mone hoye na, borong ektu tiroshkaar kora holo bole i mone holo. R shilpi r jibon er sharthokota r barthota konotai kauke chena na chena diye bichaar kora jaye na! It's good to be a fan, but it's necessary to be a human first 🙏. KK nij e akjon khub i bhodrloke chilen, tai shottikar er bhokto der o uchit taar moto na hoke, kintu basic bhodrota ta maintain kora 🙏.
এই নোংরা লোকটা একজন অসাধারণ গায়কের মৃত্যুকে অবলম্বন করে বাঙালির সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।
এটা সুমনের প্রায়্শচিত্ত, অনুশোচনায় পুড়ে পুড়ে সু মনটা বেরিয়েছে।যাক।
Keno. Prayeschitta. ? Uni. K. K. K. Namer. Oi. Sundar. Maner. Malayalam. Chheletir. Sathe. Kon. Anyay. Korechhen. Sumandada? Uni. Atobaro. Manush. Ajjo. Ganer. Janye. Dariye. Achhen. Er. Saravarate. Duti. Pawajayni. Krishna. Kumar. Kannath. Ke. Kena. Valobase? Oner. Akta slang gan nei oner karma ato valo chhiloja gaitegaite saraswati onake tule niyechhen uni aber janmeogachhen kono sangeet premiker santanhoye o. Sekhane. Oner. Prayojan. Chhilo. Uni. Kolkatay. Morte. Asenni. Banglar. Buke. Uni. Anwk. Esechhen. 2003. Januaryte. Uni. Kharagpur. IITTe. Wholenight. Gan. Geyechhen. Ami. Chhilam. Sekhane. Suman. Babu. Hindi. Kam. Balen. Kintu. Oner. MdRafir. Upar. Video. Ta. Sunben. Sangeeter. Satyakarer. Critic. Uni. Aei. Gan. Ajanya. Uni. Oi. Sure. Baniyechhen. Rupankarke. Diye. Oisure. Uni. Aei. Rakamer. Gan. Jatismare. Gaiyechhen. Ata. Maner. Dukhkha. Ki. Je. Gane. Je. Manushta. Award. Nilo. Se. Lokta. Erek. Shilpike. Heyo. Korlo. Akti. Gano. O. Kono. Felber. Bastunay. Gan. Satyikarer. Kajan. Gaite. Pare? Aei. BayosheO. Sumandada. Gan. O. Shilpider. Niye. Gabeshana. Korejaxchhen. Ganlikhchhen. Gaichhen. Gawachhen. AmiOner. Satabarsher. Kamanakori. KKK er. Punarjanmo. Biswaskori. Ami. Chai. Ter. Mababasaha. Akti. Photo. Keu. Upload. Korun. Aman. Sundar. Santan. Jar. Ter. Parents. KeO. Pranam. Janai..
Asadharon sir 🙏
Khub sundor
"চিনতাম না জানতাম না"..... সেটা আপনাদের ব্যর্থতা ।
আর ".....এই শহরে মরতে আসে....." এই ব্যাপারটা স্পষ্ট হলো না । উনি মরলেন না চক্রান্ত করে মারা হলো সেটাই অস্পষ্ট।
কলকাতায় এখন সবই সম্ভব।
কে কে ইউথ আইডল😀।
আর সবীর কুমন আস্ত পাগল😀।
thik bolechen
Right
মারা হয়েছে ।
Last antara chara ar kno kothai valo lage ni
Hats off kabir sumon.
khub valo laglo sir 🙏.valo thakben ❤️
great tribute
Odvudd sundor .. hoyechee 🌹 mashallah thanks 💕 Bangladesh
কে কে সিঙ্গার😀।
আর সবীর কুমন রাজাকার😀।
Suman da apnake anek shrodhya.... Ashadharon tribute to KK bhai 🙏❤🙏 apnar gan er sir e amar chokh e jol 😢❤
কে কে সিঙ্গার😀।
আর চুপঙ্কর কুলাঙ্গার😀।
অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ ভালো লাগছে
excellent Suman sir for such a wonderful song for our beloved late KK Sir.
মরতে আসে ......কথাটা খুব ই অসস্তিকর, না বললেই ভালো হতো
Amar sob tai ososti lagche...
একদম খাঁটি কথা বলেছেন কবির সুমন ধন্যবাদ আপনাকে
এ তুমি কেমন তুমি,,,,,,,গানটি আপনার প্রায় ১০ বৎসর পূর্বের তৈরি এবং গাওয়া। এই গানটির জন্য জাতীয় পুরস্কার কি ভাবে রূপঙ্কর পায়??? অনেক কিছুই বুঝি না।
আপনার সংগীত, কন্ঠস্বর আমাদের সম্পদ। নতুন করে ভাবতে শেখায়। আমরা এই সুমনকেই চাই। সার্থক শ্রদ্ধাঞ্জলি❤️
কারণ রূপঙ্করকে জাতিশ্বর ছবিতে গাইতে দিয়েছিলেন তাই রূপঙ্কর ন্যাশনাল এওয়ার্ড পেয়েছিলো। বুঝলেন?
@@bedouin8487
এতটুকু তো জানি গানটি 'জাতিস্মর' ছবিতে ব্যবহৃত হয়েছে। ওই গানটি জাতীয় পুরস্কার পায়। গানটির স্রষ্টা ও গায়ক যখন কবির সুমন, তখন জাতীয় পুরস্কার কিভাবে রূপঙ্কর পেতে পারেন? ওই গানটির সুর বা কথার কোনো পরিবর্তন হয় নি।
@@gitidhara-3777 কারণ ছবিতে সুমন নিজে গাননি কারণ সুমন এখন বৃদ্ধ, আর তার গলার সাথে ছবির নায়কের গলা মিলবেনা, তাই রূপঙ্কর গেয়েছিলো। আর এজন্যই সেরা গায়ক ক্যাটাগরিতে রূপঙ্কর জাতীয় পুরস্কার জিতে নেয়। এবার বুজেছেন?
OMG! Sumon is a great actor too 😁😁
Excellent.. Good tribute and respect
my fbrt music composer,dirctor,writer# kabir suman
2:56 wow... just wow ❤
Excellent
অপূর্ব সঙ্গীতের মূর্ছনায় শ্রধ্যাঞ্জলি
আপনি গায়ক হয়ে কে কে এর গান শোনেননি আপনার দুর্ভাগ্য। এখন শুনে নেবেন। গান সুর লয় সম্বন্ধে যদি এত টুকুও জ্ঞান থাকে তবে বুঝবেন তিনি কেন কোনো ভাষায় আবদ্ধ ছিলেন না।তিনি ছিলেন ইন্দ্রলোক থেকে পাঠানো আমাদের জন্য বিশেষ উপহার। যা আমরা নিজেদের দোষে হারিয়ে ফেললাম।
কে কে নিজেই কি কবীর সুমনের গান শুনেছেন? আমার মনে হয়না। তাহলে কবীর সুমনেরই বা উনাকে চিনতে হবে কেনো?
@@bedouin8487 কে.কে ফিল্ম ইন্ডাস্ট্রির গায়ক, সুতরাং ভগবান, তাঁর নাম শোনা যেকোনো জীবিত মানুষের পক্ষে বাধ্যতামূলক, সে ষাটোর্ধ্ব, সত্তরোর্ধ্ব বা অশীতিপর যেই হোন না কেন, আমার দিদা ও দাদু কে.কে-এর নাম জানতেননা!!! এজন্য আমি যারপরনাই লজ্জিত , ভাবছি ওঁদের ত্যাজ্যমাতামহ/মহী ঘোষণা করে দিই।
কবীর সুমনকে বলছে গান লয় সম্বন্ধে জ্ঞান! বাবাগো 😅😅
@@suryabartasaha341 কবীর সুমন অন্য ধারার গানের মানুষ। বাংলা জীবনমুখী ধারার জনক। আরবান ফোক সং এ কবীর সুমন অদ্বিতীয়। সেখানে হিন্দি ফিল্মের কারো নাম না শোনাটায় স্বাভাবিক।
@@souviksarkar5677 এরা অশিক্ষিত বলিউড শ্রোতা। কবীর সুমনের লিরিক গান এদের জন্য না। এরা জাস্টিন বিবারকে পিট সিগার বব ডিলান লিওনার্দো কোহেনের থেকে বড় মনে করে।