ভীষণ পরিণত একটি বাংলাদেশী নাটক দেখলাম। প্রত্যেকে নিজ নিজ চরিত্রে দারুন অভিনয় করেছেন। গল্প, সংলাপ, অভিনয়, পরিচালনা, ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই খুব ভাল হয়েছে। এরকম নাটক আরও দেখতে চাই। তবে নামকরণটা নিয়ে একটু আক্ষেপ রয়ে গেল।
এনাদের অভিনয় সম্মন্ধে বলার অবকাশ থাকে না--অনবদ্ব্য, সাবলীল। কিন্তু "দেশপ্রেম", আর দেশের মাঝে লুকিয়ে থাকা দেশ ধ্বংসকারি রাজাকারদের অবস্থান নিয়ে সতন্ত্র এক নির্দেশনা এই বাস্তব নাটকটি। লেখকের প্রশংসা না করলে ঘোর অন্যায় করা হবে। সর্বোপরি বাংলার সাংস্কৃতিক ভাবনায় গৌরবান্বিত। জয় বাংলা।
এক সময় দারুণ জুটি হয়েছিল বলা যায় --মোশাররফ +রিচি সুলায়মান এবং মোশাররফ +সুমাইয়া শিমু,,,,,,, আর এখন মোশাররফ + তিশা এবং মোশাররফ + অপর্ণা ঘোষ,,,,,,, মোশাররফ করিম এক অসাধারণ অভিনয় ব্যক্তিত্ব,,,, আর তিশা i love uuuuu......!!!
আমারা যেন আমাদের ইতিহাস ঐতিহ্য গৌরবময় সৃষ্টি গুলো যত্ন করে আগলে রাখি, বুকে ধারণ করি। চোরদের হাতে তুলে না দেই। নাটকটি ভালো লেগেছে।সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।
ভাই নামটা যাই হোক কেন গল্প টা দারুণ। অনেক দিন পর বসে্র আর তিশা আপুর নতুন নাটক দেখলাম দুজন যা মানিয়েছে আবার প্রমান মোশাররফ আর তিশা বাংলাদেশের সেরা অভিনেতা অভিনেত্রী। আরো নতুন নাটক চাই এই জুটির।
গোয়েন্দা গল্প আমার খুব প্রিয়। আমাদের দেশে গোয়েন্দা গল্প নিয়ে নাটক সিনেমা খুব কম ই তৈরী হয়। খুব ভালো লেগেছে নাটকটি।। পরিচালক এবং অভিনীত সকল শিল্পীদের ধন্যবাদ।
অনবদ্য অভিনয়। বাংলাদেশের নাটক এবং ওয়েব সিরিজ আমি বেশ কয়েক বছর ধরেই উপভোগ করে আসছি। কিন্ত সবকটি ছাপিয়ে এটি একটি অসাধারণ উপস্থাপনা হয়েছে। খুব ভাল লাগল। মাঝে দুটি জায়গার সাউন্ড অফ হয়ে গেছে, এডিট করার অনুরোধ জানাই।
One of the best actors in India and Bangladesh with multi-disciplinary skill. Mosarraf Saheb excels himself in every act and role he plays. Only he can be compared with himself obviously. We are indeed privileged to have witnessed his acting genius in this century. Long live Mosarraf Karim Saheb. A true lion-hearted. Bangladesh must be proud to have him born in her holy soil. I, as a Bengali, am also proud to be associated with all the Bengalis because of my mother-tongue - Bengali. God bless you Mosharraf Bhai. His journey as a commoner to reach all the hearts of Bengalis is awesome and great.
Series chai ei natok tar... Different golpo hote hobe... Good concept... Love from India.. being a Bengali we love detective thriller stories much more.. Feluda, Byomkesh are our fav characters... But this short film create a mark.. hats off to mosharaf Karim & Tisha (best combination)...onek golpo ache jeta onara khub bhalo vabe execute korte parben.. pls korun ...
Really very good natok...lots of entertainment....not only entertainment it’s full of suspense...the motives of movie is nationalists..a nostalgic , mindset group works ...a big and huge claps for all members of the natok ...hats off 🤝👏
নাটকের নামের সাথে নাটকের কাহিনীর মিল হয় নাই। তাই হাসির নাটক মনে করে দেখি নাই। কিন্তু আজ দেখে অনেক ভাল লাগছে । এটা একটা অনেক সুন্দর নাটক । লেখক, পরিচালক, পাত্র ,পাত্রী সহ ও অন্যান্য সকল কলাকুশলীদের অনেক ধন্যবাদ জানাই ।
কলকাতায় আমরা ফেলুদা, কিরিটি রায়, ব্যোমকেশ কে পেয়েছি, কিন্তু বাংলাদেশে কোনো গোয়েন্দা চরিত্র আমরা পাইনি। তিন গোয়েন্দা বা মাসুদ রানা পেয়েছি কিন্তু তাও বিদেশী কাহিনী অবলম্বনে। বাংলাদেশের লেখকদের অনুরোধ করছি এরকম গল্প লেখার।
বেশ কয়েক জায়গায় হঠাৎ করেই audio নেই, এটা খুবই বিরক্তিকর ব্যাপার। খুব ভালো লাগলো গল্পটা। আমার দেখা প্রথম বাংলাদেশী গোয়েন্দা গল্প। আর যে শিল্পীরা করলেন তাঁরা সব সময় খুব হাসান, একটাতে কাদিয়েছেনও। তাই আরও বড় surprise ছিলো আমার কাছে। 👏👏👏👏👏👏👏👏👏👏👏
এই এক ঘন্টা র নাটকে যেনো কুড়ি দিনের গোটা খুনের তদন্ত দেখে ফেললাম , নাটকের গল্প টি এতো সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে নিজের চোখে র সামনে তদন্তের সমস্ত ঘটনা লাইভ দেখেছি।
আমার মনে হয়, বাংলাদেশে যেসব পাকিপ্রেমী ঘাপটি মেরে আছে, তাদেরকে তুচ্ছ অর্থে হাসির পাত্র বলা হয়েছে। তাদের কপালে করুণা ছাড়া আর কিছুই জুটবে না, তাই বুঝানো হয়েছে।
এক সময় মুষ্টিমেয় কিছু মানুষ ইউটিউব চালাত। তখন একটা নাটক ভাল হলে অভিনেতা অভিনেত্রীর প্রশংসা করে তাদেরকে উৎসাহিত করা হত। এখন সবই খানেই ধর্মকে নিয়ে আসি শুধু লাইক পাওয়ার লোভে। লাইক লোভী ভন্ড হুজুরেরা হাবিজাবি ওয়াজ করে। আর আপনেরা যেখানে সেখানে আসেন নামায পড়ি বলে দাওয়াত দিয়ে, বসে থাকেন কয়টা লাইক পেলেন। বিঃ দ্রঃ শুধু নামায পড়লে হবে না। পরিবার পরিজন নিয়ে নামায কায়েম করনে ( নাটকের দর্শকের নামাযের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না)। ডিপিতে বেগানা মেয়ের ছবি না রেখে নিজের ছবি দেন
আমার মনে হয়, বাংলাদেশে যেসব পাকিপ্রেমী ঘাপটি মেরে আছে, তাদেরকে তুচ্ছ অর্থে হাসির পাত্র বলা হয়েছে। তাদের কপালে করুণা ছাড়া আর কিছুই জুটবে না, তাই বুঝানো হয়েছে।
নাটকটি অনেক সুন্দর লাগছে, সাথে সাথে এটাও বলতে বাধ্য হচ্ছি যে, শেষ পর্যায়ে এসে পাকিস্তানকে টেনে এনে ভালোলাগাটা ম্লান হয়ে গেল। পাকিস্তানকে অন্যভাবে পচালে ভালো হতো। নাটকের জায়গায় রাখলে আরও বেশি ভালো লাগতো নাটকটি।
সুদু আবরার নয় তার মতো বহু আছে জারা নিজেদের সারথো নিয়ে বাবে কেউ পাকিস্তান পন্থি কেউ হিন্দুসথান পন্থি কেউ আবার দেশের ও দশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ভালো হয়েছে সবাই কে ধন্যবাদ
ভীষণ পরিণত একটি বাংলাদেশী নাটক দেখলাম। প্রত্যেকে নিজ নিজ চরিত্রে দারুন অভিনয় করেছেন। গল্প, সংলাপ, অভিনয়, পরিচালনা, ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই খুব ভাল হয়েছে। এরকম নাটক আরও দেখতে চাই। তবে নামকরণটা নিয়ে একটু আক্ষেপ রয়ে গেল।
নামকরণের বিষয়টি পুলিশের অদক্ষতাকে বুঝানো হতে পারে
এনাদের অভিনয় সম্মন্ধে বলার অবকাশ থাকে না--অনবদ্ব্য, সাবলীল। কিন্তু "দেশপ্রেম", আর দেশের মাঝে লুকিয়ে থাকা দেশ
ধ্বংসকারি রাজাকারদের অবস্থান
নিয়ে সতন্ত্র এক নির্দেশনা এই বাস্তব
নাটকটি। লেখকের প্রশংসা না করলে
ঘোর অন্যায় করা হবে। সর্বোপরি
বাংলার সাংস্কৃতিক ভাবনায় গৌরবান্বিত। জয় বাংলা।
বাংলাদেশের কিছু নাটক দুর্দান্ত।
বিশেষ করে ইমরোজ তিশার সব ধরনের অভিনয় আর মুসারফ করীমের কৌতুক।
আমি গত ছয়টা মাস ধরে নাটক দেখছি, ওপার থেকে।।
P
খুব সুন্দর একটা নাটক দেখলাম। এই ধরনের নাটক আর ও চাই
স্বাসতি না শতশ্বতি রায়...বাজি হয়েছে, বলুন...
নাটক যথেষ্ট ভালো হয়েছে, নাটকের টাইটেল দেখে বুঝতেই পারিনি যে ইতিহাস জরিত আছে💜
আবু হায়াত মাহমুদ, সালাম স্যার💜
যাক, অবশেষে ডিটেকটিভ নাটক হল বাংলাদেশে.. খুব ভাল লাগলো..
what d'ya mean bye obosheshe, ageo hoyece
আগে কখনও দেখি নি তো তাই... দয়া করে নাটকের নামটা বলেন.. দেখতে চাই...
আমি আগে এত ভালো আমাদের দেশি বাংলা গোয়েন্দা নাটক দেখি নি।বাংলা নাটকের এই অগ্রগতি বজায় থাকুক, সবাইকে শুভেচ্ছা।
বাংলাদেশ যে ডিটেকটিভ কাহিনি তৈরি করতে পারে? অসাধারণ,,, অকল্পনীয়,,, আমি পছন্দ করি... ১০ শে ১০
ধন্যবাদ পরিচালনা কমিটি কে😍
পুরো নাটকটা অসাধারন ছিলো,
কিন্তু নাটকের নামের সাথে কোন মিল পাইনাই, মোশাররফ করীমের অভিনয়ের তো কোন তুলনায় হয় না,, ♥♥♥
Nice story... acting... love from kolkata
মশাররফ করিম ভাই মানেই বিনেদন
মশাররফ নারে ভাই মোশারফ ঠিক আছ
সুপার অভিনয় করেছেন তিশা দি,মোশারফ দা
এবং sabay যেমন serias তেমনি হাসির
আমি তিশা দির সব নাটক দেখি
এক কথায় Excellent,,
শায়লার পোশাক গুলো খুব সুন্দর ছিল। এরকম ভাবে সব নায়িকা যদি এরকম পোশাক পরত তাহলে পরিবারকে নিয়ে সব নাটক গুলো দেখা যেত।
মোশাররফ করিম ও তিশা আপনাদের দুজনকেই এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ।
এক সময় দারুণ জুটি হয়েছিল বলা যায় --মোশাররফ +রিচি সুলায়মান এবং মোশাররফ +সুমাইয়া শিমু,,,,,,,
আর এখন মোশাররফ + তিশা এবং মোশাররফ + অপর্ণা ঘোষ,,,,,,,
মোশাররফ করিম এক অসাধারণ অভিনয় ব্যক্তিত্ব,,,,
আর তিশা i love uuuuu......!!!
Tisha র কেয়ারিং এপ্রোচ ন্যাচারাল। তাই acting খুব ভালো ও মানানসই লাগে। আর মুশাররফ নিয়ে কিছু বলার নেই। Simply brilliant.
মোশাররফ করিম ও তিশা'র অভিনয় চমৎকার।
সুন্দর রহস্য কাহিনী।
ধন্যবাদ চ্যানেল আই।
আমারা যেন আমাদের ইতিহাস ঐতিহ্য গৌরবময় সৃষ্টি গুলো যত্ন করে আগলে রাখি, বুকে ধারণ করি। চোরদের হাতে তুলে না দেই।
নাটকটি ভালো লেগেছে।সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।
মোশাররফ করিম এর ভক্তদের দেখতে চাই কই সবাই
আমি মুশারফের খুব ভালো ফ্রেন কিনতু মুশাররফের জে মাছের দেশের মানুস নাটক টা আছে অটা যদি আরও কিছু পরব বাহির হত তাহলে খুব ভাল হত 😍😍😍
Nat
Khub sundor hoyechhe natok ta.
Sudhu naam ta.......
বেশ ভাল লাগল ! মোশাররফ ও তিশা আমার অন্যতম প্রিয় জুটি ! দু'জনকে অনেক শুভেচ্ছা ... !!
ভাই নামটা যাই হোক কেন গল্প টা দারুণ। অনেক দিন পর বসে্র আর তিশা আপুর নতুন নাটক দেখলাম দুজন যা মানিয়েছে আবার প্রমান মোশাররফ আর তিশা বাংলাদেশের সেরা অভিনেতা অভিনেত্রী। আরো নতুন নাটক চাই এই জুটির।
onek sondor kahini. onek valo laglo 2 joner ovinoi...mosharoff vai and Tisha apu... tnq you so much
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি জীবন টা সুন্দর করি
তই আমনে নেটে কি করেন
এটা কী কমেন্ড বা লাইক পাওয়ার জন্য লেখেন, না কী শত্তিকার অর্টে আল্লাহর ভয়ে বলেন, তা হলেতো নাটক দেখাও ঠিকনা, আমার কথাই কিছু মনে করবেন না???
ঠিক বাই
হিতি মনে হয় মাজার পুজারি
দুনিয়ার হিসাব হবে কবরে
হুম আসুন
নাটক যে বাস্তবতা কে হার মানায় তা বুঝতে শিখলাম অভিনয়দক্ষতা এবং পান্ডুলিপি দুটোই অসাধারণ আন্তরিক অভিনন্দন সবাইকে।
পাস্ট কমেন্টার.....
এই ঈদের বস্'য়ের সকল নাটক দেখেছি!
আপনারা....
সবাই আল্লাহর পথে চলি,,,তাহলে জীবন টা সুন্দর ভাবে কাটানো সম্ভব
মোশারেফ এবং তিশা একদম পারফেক্ট,,,,, অভিনয়,,,,,তিশা ❤❤❤
Apu khup Excellent Natok darshok ke upohar diyesen. Allah bless you... From Assam....
খুব সুন্দর একটা নাটক বস আবারও প্রমান করলো যে তিনিই বাংলা নাটকের যুবরাজ
TishaMam,Your performance play or role is very well....from Guwahati Assam.
"TISHA"=AAPNI VISHON NATURAL OVINETRI.... .TAI AAPNI REAL HEROEN (KOLKATA)👍👍👍👍👍👍🙋♂️
We Proud Amara Bangali
চ্যানেল কতৃপক্ষ কে অনেক অনেক ধন্যবাদ, দারুণ একটা নাটক উপহার দিয়েছেন আমাদের।মোশাররফ করিম ভাইয়ার অভিনয় অসাধারণ।
Darun Laglo... Meyetar Acting Osm.. R Songge To musharaf Achen...Ashadharon,
মোশাররফ করিম, তিশা এবং অন্যদের অভিনয় সুন্দর হয়েছে
এই প্রথম একটা থ্রিলার দেখলাম। খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গ থেকে বলছি।
অসাধারণ।
মোসারফ ভাই এবং তিশার দুজনের কাজ গুলোই খুব ভালো ছিলো
গোয়েন্দা গল্প আমার খুব প্রিয়। আমাদের দেশে গোয়েন্দা গল্প নিয়ে নাটক সিনেমা খুব কম ই তৈরী হয়। খুব ভালো লেগেছে নাটকটি।। পরিচালক এবং অভিনীত সকল শিল্পীদের ধন্যবাদ।
আমার মতো, হাসির নাটক মনে করে কে কে দেখতে এসেছেন..? 👍👍
Me
আমি ভাই দেখছি কিন্তু হাসতে পারছি না।
Vai ami o
Sohanur Rahman
ami
Ami 🤬🤬
অনবদ্য অভিনয়। বাংলাদেশের নাটক এবং ওয়েব সিরিজ আমি বেশ কয়েক বছর ধরেই উপভোগ করে আসছি। কিন্ত সবকটি ছাপিয়ে এটি একটি অসাধারণ উপস্থাপনা হয়েছে। খুব ভাল লাগল। মাঝে দুটি জায়গার সাউন্ড অফ হয়ে গেছে, এডিট করার অনুরোধ জানাই।
অনেক অনেক ভালো লাগলো, তিশাকে যত দেখি মুগ্ধতা তত বেশি বেয়ে যায়
তিশা আপু এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ ।
আমিতো হাসির নাটক মনে করে হাসতে আসলাম।
আমার মত কে কে এই মতলব নিয়ে আসছেন??😋😋
Hi Bro
আমি 🖐🖐
এটাই মোশাররফ এর সেনসিয়ার্লি নাটক
Viral Bhai সহমত
Me✋✋☺️
অসাধারণ ,পরিণত অভিনয়,জমাট গল্প আর এডিটিং ।
নাটকের নাম যাই হোক, কিন্তু আমার যেটা সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, সেটা হলো বাংলাদেশ যে এই রকম standard quality নাটক বানিয়েছে এটা দেখেও ভালো লাগলো।
E rokom natok Ami dekhini. Aar avinoy jemon Tisha temone Musharraf Karim. Ki asamanya mature avinoy. Tishar.....Hats off.
Mosharraf karim is a great actor in Bangladesh.....love from India.
Loo
One of the best actors in India and Bangladesh with multi-disciplinary skill. Mosarraf Saheb excels himself in every act and role he plays. Only he can be compared with himself obviously. We are indeed privileged to have witnessed his acting genius in this century. Long live Mosarraf Karim Saheb. A true lion-hearted. Bangladesh must be proud to have him born in her holy soil. I, as a Bengali, am also proud to be associated with all the Bengalis because of my mother-tongue - Bengali. God bless you Mosharraf Bhai. His journey as a commoner to reach all the hearts of Bengalis is awesome and great.
ধন্যবাদ দুজনেরই অসাধারণ একটি অর্জন ।
এতো সুন্দর নাটক উপহার চেনেল আই কে ধন্যবাদ, আশা করি আগামি দিন গুলোতে আরো ভালো কিছু ামাদের উপহার দিবেন
I was born and raised in America
But this natok will always be one my favorite
Tisa is very good for Bangla natok
মোশারফ করিম মানে সেরা নাটক
জীবনে সুখি হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই নামাজ হলো বেহেশতের চাবি আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি সুন্দর জীবন গঠন করি,
সেরা মোশারফ করিম
অসাধারণ নাটক ২য় পাঠ কোরবানির ঈদে চাই
মোশাররফ এবং তিশা বলেই এমন অভিনয় দেখার সৌভাগ্য হলো..❤❤❤
Right vaiya
Series chai ei natok tar... Different golpo hote hobe... Good concept... Love from India.. being a Bengali we love detective thriller stories much more.. Feluda, Byomkesh are our fav characters... But this short film create a mark.. hats off to mosharaf Karim & Tisha (best combination)...onek golpo ache jeta onara khub bhalo vabe execute korte parben.. pls korun ...
সিরিয়াস একটা নাটকের নাম " হাসির পাত্র "?? অদ্ভূত, আমার নিজেরই হাসি পাচ্ছে।
A very smart production. Thanks to all great performers and of course the smart Director - a Kolkata viewer
So nice and natural acting tisha....as usual......
অসাধারন হইছে নাটকটা বলার ভাসা নাই
যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা। যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম। যেখানে প্রেম, সেখানেই ব্যাথা। আর যেখানে ব্যাথা, সেখানেই টাইগার বাম মলম।
Bat
Sundor akta natok. Clean & clear...
Love ❤️From USA
Hi
হাই
তুমি খুব সুন্দর
মোশাররফ করিমের নাটক মানে অন্য কিছু...!! ❤️❤️
Really very good natok...lots of entertainment....not only entertainment it’s full of suspense...the motives of movie is nationalists..a nostalgic , mindset group works ...a big and huge claps for all members of the natok ...hats off 🤝👏
Cc.
Tisha apu and mosarraf vai thank you. a rokom akta natok upohar dewar jonno.
পুরো গল্প এবং সকলের অভিনয় অসম্ভব ভাল ছিল। কিন্তু নাটকের নামের সাথে গল্পের কোনো মিল নাই।
নাটকটা অনেক সুন্দর হয়ে ছে আমার খুব ভালো লাগছে এই রকম নাটক আরো চাই
হাবু ভাই এই নাটকে দেখছি অনেক স্মার্ট
😁😁
yes
নাটকের নামের সাথে নাটকের কাহিনীর মিল হয় নাই।
তাই হাসির নাটক মনে করে দেখি নাই। কিন্তু আজ দেখে অনেক ভাল লাগছে ।
এটা একটা অনেক সুন্দর নাটক ।
লেখক, পরিচালক, পাত্র ,পাত্রী সহ ও অন্যান্য সকল কলাকুশলীদের অনেক ধন্যবাদ জানাই ।
কিউটের ডিব্বা তিশা।অনেক সুন্দর হয়েছে।
জমজমাট। আর দুর্দান্ত অভিনয়।
দারুন লাগলো নাটকটি। বস্তা পচা নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। যাক অবশেষে একটা সুন্দর কাহিনীর নাটক দেখলাম।
কলকাতায় আমরা ফেলুদা, কিরিটি রায়, ব্যোমকেশ কে পেয়েছি, কিন্তু বাংলাদেশে কোনো গোয়েন্দা চরিত্র আমরা পাইনি। তিন গোয়েন্দা বা মাসুদ রানা পেয়েছি কিন্তু তাও বিদেশী কাহিনী অবলম্বনে। বাংলাদেশের লেখকদের অনুরোধ করছি এরকম গল্প লেখার।
Mosharraf Karim boss er shate Tisha apur biye hole Valo hoto.duijonak onek manai.duijo ney real Hero Heroein.
এখন আর সম্ভব না . দুই জন ঐ বিবাহিত .
অসাধারণ একটা টেলিফিল্ম খুব ভালো লাগলো, তবে নামটা টেলিফিল্ম এর সাথে মেলেনি।
Fabulous drama 👌
really love this Hero 👉"Mosarrof Karim" 💖
বেশ কয়েক জায়গায় হঠাৎ করেই audio নেই, এটা খুবই বিরক্তিকর ব্যাপার।
খুব ভালো লাগলো গল্পটা। আমার দেখা প্রথম বাংলাদেশী গোয়েন্দা গল্প। আর যে শিল্পীরা করলেন তাঁরা সব সময় খুব হাসান, একটাতে কাদিয়েছেনও। তাই আরও বড় surprise ছিলো আমার কাছে।
👏👏👏👏👏👏👏👏👏👏👏
বেশ উপভোগ্য ছিলো নাটকটা অবশ্যই শিক্ষনীয়।
এই এক ঘন্টা র নাটকে যেনো কুড়ি দিনের গোটা খুনের তদন্ত দেখে ফেললাম , নাটকের গল্প টি এতো সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে নিজের চোখে র সামনে তদন্তের সমস্ত ঘটনা লাইভ দেখেছি।
পুরো গল্প এবং সকলের অভিনয় অসম্ভব ভাল ছিল।
কিন্তু নাটকের নামটা একদম মিলে নাই।
ঠিক বলেছেন
Amaro ekoi question??
আমার মনে হয়, বাংলাদেশে যেসব পাকিপ্রেমী ঘাপটি মেরে আছে, তাদেরকে তুচ্ছ অর্থে হাসির পাত্র বলা হয়েছে। তাদের কপালে করুণা ছাড়া আর কিছুই জুটবে না, তাই বুঝানো হয়েছে।
Rebel cow ...should be the title
উত্তর কি
Excellent drama, thanks Tisha &Mosaraf vai ke,
অাসুন সময় মত নামাজ পড়ি।।।
ভন্ড ছাগল
@@solobdstudentingermany8346 k bhi
এক সময় মুষ্টিমেয় কিছু মানুষ ইউটিউব চালাত। তখন একটা নাটক ভাল হলে অভিনেতা অভিনেত্রীর প্রশংসা করে তাদেরকে উৎসাহিত করা হত।
এখন সবই খানেই ধর্মকে নিয়ে আসি শুধু লাইক পাওয়ার লোভে। লাইক লোভী ভন্ড হুজুরেরা হাবিজাবি ওয়াজ করে। আর আপনেরা যেখানে সেখানে আসেন নামায পড়ি বলে দাওয়াত দিয়ে, বসে থাকেন কয়টা লাইক পেলেন।
বিঃ দ্রঃ শুধু নামায পড়লে হবে না। পরিবার পরিজন নিয়ে নামায কায়েম করনে ( নাটকের দর্শকের নামাযের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না)। ডিপিতে বেগানা মেয়ের ছবি না রেখে নিজের ছবি দেন
একমত
Faltu
দারুন লাগলো নাটকটি
টেলিফিল্মের নাম হাসির পাত্র কেন দেয়া হয়েছে?
Great acting by MOSHARAF bhai and tisha mam. Love from India
Sera juti era dujon love you tisha and mosharraf.
অসাদরন,,,, তিসা আপুর অভিনয়, সাতে নাটকটি ও
নাটকটা অসাধারণ """ তবে আমার মনে হয়, নাটকের সাথে নাটকের নাম মিল নেই।।।আমি তো ভেবেছিলাম কমেডি নাটক হবে, কিন্তু তা না।।। তবে কাহিনীটা খুব ভালো।।।
Very nice natok.
Ami thanks jani ai natok ar porichaloka.
আমার মতে নাটকটির নাম হওয়া উচিত ছিল Rebel Cow
seta e chilo pore je keno change korche director e valo jane
ঠিক
Thik tai
আমার মনে হয়, বাংলাদেশে যেসব পাকিপ্রেমী ঘাপটি মেরে আছে, তাদেরকে তুচ্ছ অর্থে হাসির পাত্র বলা হয়েছে। তাদের কপালে করুণা ছাড়া আর কিছুই জুটবে না, তাই বুঝানো হয়েছে।
Khub khub khub valo laglo natok ta. Emon natok emon guni ovineta der dara aro dekhte chai
নাটকটি অনেক সুন্দর লাগছে, সাথে সাথে এটাও বলতে বাধ্য হচ্ছি যে, শেষ পর্যায়ে এসে পাকিস্তানকে টেনে এনে ভালোলাগাটা ম্লান হয়ে গেল। পাকিস্তানকে অন্যভাবে পচালে ভালো হতো। নাটকের জায়গায় রাখলে আরও বেশি ভালো লাগতো নাটকটি।
গোজামিল হয়ে গেছে অনেকটা।
একদম ঠিক বলেছেন ভাই,,, সব ঠিক ছিল শুধু ওইটুকু নাটকটাকে শেষ করে দিছে,,,,
চ্যানেল আই ভারতের র এর পেইড এজেন্ট তাই প্রভূদের খুশি করতে পাকিস্তান প্রসঙ্গ এনেছে।
Good natok
আর অভিনয় অসাধারন ৷ ও একটা কথা এই রকম স্বামী ও স্ত্রীর মধ্যে যে প্রেম ভালবাসা অমাইক৷
মোশাররফ করিম মানেই, কমেডি🤗😂🔥
নাটক টা হাসির ভেবে দেখতে এলে ও খারাপ লাগেনি।এই ধরনের ডিটেক্টিভ নাটক আমার খুব পছন্দ।তিশা মোশারফ করিমের জুটি বেষ্ট
সুদু আবরার নয় তার মতো বহু আছে জারা নিজেদের সারথো নিয়ে বাবে কেউ পাকিস্তান পন্থি কেউ হিন্দুসথান পন্থি কেউ আবার দেশের ও দশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ভালো হয়েছে সবাই কে ধন্যবাদ
চ্যানেল আই নিজেইতো ভারতের গোয়েন্দা সংস্থা র এর পেইড এজেন্ট।
খুব ভালো লাগলো নাটকটি। এমন নাটক আরো দেখতে চায়।