সকল প্রথিতযশা শিল্পীর প্রতি সম্মান রেখেই বলে যায় যে এই গানটি শ্রী সাগর সেনের গলায় যেমন স্বর্গীয় সুষমামণ্ডিত হয়ে ওঠে, আর কারো কণ্ঠে তেমনটি হয় না। যে টিপিক্যাল রাবীন্দ্রিক ঢঙে অধিকাংশ শিল্পী গানটির টপ্পা ধাঁচের কাজগুলি পরিবেশন করে থাকেন তার চাইতে অনেক বেশি শ্রুতিমধুর লাগে সাগরবাবুর এই সরল, সুরে ভরা, পুরুষালি গায়কী
When I am frustrated in life I used to sing the song and really within a minute I become a happy man of the earth,a song of eternal life and encouragement
মাঝে মাঝে মনে হয় এই গানটাই (সাগর সেনের গলায়) পৃথিবীর সেরা গান।
সকল প্রথিতযশা শিল্পীর প্রতি সম্মান রেখেই বলে যায় যে এই গানটি শ্রী সাগর সেনের গলায় যেমন স্বর্গীয় সুষমামণ্ডিত হয়ে ওঠে, আর কারো কণ্ঠে তেমনটি হয় না। যে টিপিক্যাল রাবীন্দ্রিক ঢঙে অধিকাংশ শিল্পী গানটির টপ্পা ধাঁচের কাজগুলি পরিবেশন করে থাকেন তার চাইতে অনেক বেশি শ্রুতিমধুর লাগে সাগরবাবুর এই সরল, সুরে ভরা, পুরুষালি গায়কী
Ekkebare thik. Nailed it.
সর্বৈব সত্য।❤
যত বার শুনি মন ভরে না। এই রকম গায়কী ও কণ্ঠস্বর আর পাওয়া যাবে না। বিশেষত রবীন্দ্রসংগীতে।
অপূর্ব কন্ঠ,স্বরের স্বকীয়তার জন্য ভীষন ভালবাসি।
সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রনাথ সংগীত শুনে রবীন্দ্রনাথ সংগীত শোনা শুরু যা আজও চলছে। 🙏🇧🇩
অপূর্ব। চোখে জল এসে যায়। তাঁকে অনুভব করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম।
Shilpir binamra nibedan amader hridayke sparsha kare gabhirbhabe
সৃষ্টিকর্তার কাছে অদ্ভুত ভাবে আত্মসমর্পণ , এই নিপুন লিখা কবিগুরুর পক্ষে সম্ভব। প্রণাম কবিগুরুর, প্রণাম সাগর সেন।
ঈশ্বর তাঁর দান উজার করে দিয়েছেন এই শিল্পীর গলায়। প্রনাম।
যতবার শুনি চোখে জল এসে যায়। 1:25
এই শিল্পী সাগর সেন। বর্তমান প্রজন্ম এনাকে হয়তো অনেকেই চেনেন না। দরকার নেই কোন অপ্রাসঙ্গিক মিউজিক। গলা ও গায়কীই যথেষ্ট!!❤❤❤😂
When I am frustrated in life I used to sing the song and really within a minute I become a happy man of the earth,a song of eternal life and encouragement
অপূর্ব! যতবার শুনি মন ভরে যায় । সাক্ষাৎ মঞ্চেও ওনার গান শোনার সৌভাগ্য আমার হয়েছে ।
সে কতদিন আগের কথা ...
প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে মোরে আরও আরও দাও প্রাণ 🙏
মন ভরে গেলো
Thank you.
🙏🙏😢🙏🙏
Most divine song . My beloved kabiguru.
Dhae jano more valobasa protidan muk
অসাধারণ কন্ঠ মাধুর্য দিয়ে পরিবেশিত কবিগুরুর এই গানটি যতবার শুনি, মনে হয় প্রথম শুনলাম।❤️❤️❤️🙏🙏🙏
অসাধারন অসাধারন.
প্রাণের আকুতি ❤❤❤
অসাধারণ!
ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে।
চিত্ত মম যখন যেথায় থাকে,
সাড়া যেন দেয় সে তোমার ডাকে,
যত বাধা সব টুটে যায় যেন
প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
বাহিরের এই ভিক্ষাভরা থালি
এবার যেন নি:শেষে হয় খালি,
অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
হে বন্ধু মোর, হে অন্তরতর,
এ জীবনে যা-কিছু সুন্দর
সকলি আজ বেজে উঠুক সুরে
প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার
Kono mantabyai jatheshta noy . Sagar . Sen shudhu akjon shilpi ñon uni sajan sadhak .kabiguruke ebong . Sagar . Senke ajasra pronam . Sharmistha ❤❤❤❤❤
অতীব সুন্দর।
অপূর্ব
Kano amon silpi ke surutei harai - jakhon tini srotader kachhe sarbbasrestha hoye uthechhilen takhnoi jete holo - kachh theke sonar saubhagyo hoye chhilo amon Sundar moner manus ruchisingdha ke pronam
Ek kothai.....osadharon. ....notun bondhu holam
❤❤❤❤অসাধারণ❤❤❤❤