ব্রেনের রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক হলে কি করবেন? ডাঃ মোঃ গওছুল আযম। ডাক্তার বাড়ী, Doctor Bari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • ব্রেনের রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক হলে কি করবেন?
    স্ট্রোক প্রতিরোধে আমাদের করণীয় সমূহঃ-
    *স্ট্রোক আটকাতে অবশ্যই প্রেশার, সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে।
    *ওজন স্বাভাবিক রাখা আবশ্যক, নিয়ম করে অন্তত আধ ঘণ্টা একটানা হাঁটা মাস্ট।
    *বাড়িতে রান্না টাটকা সব্জি ও মাছ-মাংস খেতে হবে। বাইরে খাওয়ায় রাশ টানতে হবে।
    *ধুমপান, মদ্যপানের মতো বদভ্যাস ছাড়তেই হবে।
    *মাইনর অ্যাটাক বা টিআইএ হওয়ার পর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
    স্ট্রোকের লক্ষণ সমূহঃ-
    *মুখ, বাহু বা পায়ের হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একপাশে।
    *হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে বা বুঝতে সমস্যা।
    *হঠাৎ এক বা উভয় চোখে দেখতে অসুবিধা হওয়া।
    *হঠাৎ হাঁটতে সমস্যা, মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয় হারানো।
    *কোনো অজ্ঞাত কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা।
    উক্ত লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ পেলে অতিদ্রুত নিউরোসার্জনের শরণাপন্ন হবেন। মনে রাখতে হবে ”টাইম ইজ ব্রেইন” অতিদ্রুত চিকিৎসা পেলে স্ট্রোকের রোগী মৃত্যুর ঝুঁকি থেকে মুক্ত হতে পারবে। এজন্য স্ট্রোকের লক্ষণ পেলেই সরাসরি রোগীকে হাসপাতালে নিয়ে আসুন ।
    #doctor_bari #drgaousulazam #neurosurgeon #stroke
    ডাঃ মোঃ গওছুল আযম
    এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমএস(নিউরোসার্জারী), বিএসএমএমইউ
    ফেলোসিপঃ মিনিমালি ইনভেসিভ মাইক্রোস্কোপিক এন্ড এন্ডোস্কোপিক
    ব্রেইন ও স্পাইন সার্জারী (তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও ভারত)
    ব্রেইন, স্পাইন, নার্ভ ও স্ট্রোক বিষয়ক সার্জন
    সহকারী অধ্যাপক (নিউরোসার্জারী বিভাগ)
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
    চীফ কনসালটেন্ট- ডাক্তারবাড়ী।
    চেম্বার:-
    বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন(বিসিআর)
    নিউ এ্যালিফেন্ট রোড,কাঁটাবন ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিমে ২য় তলা , ঢাকা-১২০৫। অথবা শাহবাগ পিজি হাসপাতালের পশ্চিমে, কাঁটাবন, ঢাকা
    চেম্বারের সময়: বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত (শনিবার, সোমবার, বুধবার)
    সিরিয়ালের জন্য অথবা ভিডিও কলে পরামর্শ পেতে কল করুন: +8801320766504 WhatsApp অথবা +8801882580286.
    চেম্বারে গুগল ম্যাপ: g.co/kgs/KgZVm9
    Facebook পেজের লিংক: / dr.gaousulazam
    ইউটিউব চ্যানেল: • ব্রেইনের রক্ত চলাচলে ব...
    ওয়েবসাইট:www.drgaousulazam.com
    Email: gaousulazam@gmail.com

ความคิดเห็น • 1

  • @rajeshgazi9922
    @rajeshgazi9922 9 หลายเดือนก่อน

    আপনার নাম কে, রেখেছে