প্রাথমিক শিক্ষকদের আরও জটিলতা ছিল কিন্তু তাদের কোন সমস্যা হয়নি। এখানেও সমস্যা হওয়ার কথা নয়। কারণ আপডেট নেওয়া হয়েছিল। আপডেট দিয়ে কাজ করলে এসমস্যা হতো না। এমপিও শীটে নাম ভুল করেছে অধিদপ্তর। শিক্ষকদের এনআইডি ও ব্যাংক হিসাব ঠিক থাকলে বেতন ইএফটি না হওয়ার কারণ দেখি না।
স্যার,আমার সকল সনদে আছে Most ও এমপিও সীটে Most কিন্তু এনআইডি কার্ডে Mst আছে এবং সনদে আছে বাবার Md তাই বাবা মারা যাওয়ার পর এনআইডি কার্ড হয় এক্ষেত্রে এনআইডি কার্ডে মৃত লেখা হয় এবং এমপিও সীটে মৃত লেখা হয়েছে। এখন কি সনদ অনুযায়ী এনআইডি কার্ডে Most হবে কিন্তু বাবার ক্ষেত্রে কি? প্লিজ বলবেন -
@Farid79 ইএফটি হালনাগাদ ফরম বিষয় অপশনের এরপর ব্যাংক হিসাবের নাম অপশনে ভুল করে আমার নিজের নামের পরিবর্তে সোনালী ব্যাংক সিপিএল শাখা লিখে দিয়েছি। আমার A/C নম্বর সঠিক দিয়েছি। এতে কি সমস্যা হবে?
স্যার, আমার এমপিও কপি তে মায়ের নামের শেষে বেগম আছে এবং সাটিফিকেট এও বেগম আছে কিন্তু এন আইডি তে খাতুন আছে আমার কি ৩য় ধাপে বেতন আসতে পারে? দয়া করে জানাবেন।
বেতন ছার করে সব সমস্যার সমাধান করা হউক। এভাবে আর কষ্ট করা যায় না।
যেখানে ই, এফ, টি শিক্ষকের চোখের পানি ঝরায় সেখানে এনালগ ই ভালো।
বলা হয়েছে এভাবে চালিয়ে যেতে....
প্রাথমিক শিক্ষকদের আরও জটিলতা ছিল কিন্তু তাদের কোন সমস্যা হয়নি। এখানেও সমস্যা হওয়ার কথা নয়। কারণ আপডেট নেওয়া হয়েছিল। আপডেট দিয়ে কাজ করলে এসমস্যা হতো না। এমপিও শীটে নাম ভুল করেছে অধিদপ্তর। শিক্ষকদের এনআইডি ও ব্যাংক হিসাব ঠিক থাকলে বেতন ইএফটি না হওয়ার কারণ দেখি না।
সময় উপযোগি একটি কথা বলছেন। ধন্যবাদ আপনাকে এ বিষয়ে ভাল বুঝ দানের জন্য।
ইএফটি বাতিল করা হোক
স্যার বললে তো আর হবে না
Assalamulaikum sir amar MPO tay name acy Md kintu NID tay acy a Muhammed and amar jonmo tarik hoccay 01-01-01-19970 kintu prothom MPO hoitay koyak bocor chilo 01-01-1970 hothat montro naloy thakay bhul kromay asay jonmo tarik 01-01-1971 a tay amar dos kothy?ami songsodon kagoj potro pathailam kintu shikkha montronaloy amar jonmo tarik thik korayni akhon amr a dap a beton asayni amar koronio ki poramosso diben .and bortoman EFT tay amr sellary asayni
Se
ই এফ টি বাতিল করা হউক।
স্যার,আমার সকল সনদে আছে Most ও এমপিও সীটে Most কিন্তু এনআইডি কার্ডে Mst আছে এবং সনদে আছে বাবার Md তাই বাবা মারা যাওয়ার পর এনআইডি কার্ড হয় এক্ষেত্রে এনআইডি কার্ডে মৃত লেখা হয় এবং এমপিও সীটে মৃত লেখা হয়েছে। এখন কি সনদ অনুযায়ী এনআইডি কার্ডে Most হবে কিন্তু বাবার ক্ষেত্রে কি? প্লিজ বলবেন -
অতিদ্রুত এনআইডি কার্ড অনুযায়ী ঠিক করুন সনদ অনুযায়ী। দেরি করবেন না।
শিক্ষকরা আর কতকাল পরে মানুষ হিসাবে মর্যাদা পাবে।দুমাস হলো বেতন নাই। শিক্ষকরা চলবে কিভাবে?
সহমত পোষণ করছি।
সকল সনদ, আইডি,ব্যাংক একাউন্টে MOHAMMED কেবল এম,পি ও তে MD.ইহার সমাধান চাই।
এমিশ সার্ভার অপেন করে দিলে তা ঠিক করুন অন্যথায় সম্ভব নয়।
ব্যাংক হিসাব নাম অপশনে আমার নামের পরিবর্তে ব্যাংক নাম দিয়েছি। ব্যাংক হিসাব সঠিক আছে। তাহলে কি ৩য় ধাপে বেতন আসবে কি?
কথাটা কেন জানি বুঝলাম ক্লিয়ার যদি করতেন।
@Farid79 ইএফটি হালনাগাদ ফরম বিষয় অপশনের এরপর ব্যাংক হিসাবের নাম অপশনে ভুল করে আমার নিজের নামের পরিবর্তে সোনালী ব্যাংক সিপিএল শাখা লিখে দিয়েছি। আমার A/C নম্বর সঠিক দিয়েছি। এতে কি সমস্যা হবে?
২য় ধাপে ডিসেম্বর মাসের বেতন ২৬বা ২৭ তারিখে জমা হলে জানুয়ারি মাসের বেতন ১বা ২ ফেব্রুয়ারিতে পাওয়া যাবে
স্যার আরও কত কিছু দেখব।
স্যার আমার এনআইডিতে AbdurRasid আর এমপিও ভুক্ত কাগজে লিখা আছে Abdur Rashid আমি কি বেতন পাব
এনআইডি সংশোধন করেন।
দ্বিতীয় লটের অর্থ কবে ব্যাংকে জমা হবে।
রবিবার হতে সোমবারের মধ্যে।
স্যার, আমার এমপিও কপি তে মায়ের নামের শেষে বেগম আছে এবং সাটিফিকেট এও বেগম আছে কিন্তু এন আইডি তে খাতুন আছে আমার কি ৩য় ধাপে বেতন আসতে পারে? দয়া করে জানাবেন।
অন্য কোন সমস্যা অথবা ব্যাংক হিসাব শিরোনাম একাউন্ড নম্বর ও রাউটিং চেক করুন সমস্যা পেলে সার্ভার অপেন করে দিলে তা ঠিক করুন।
@Farid79 অন্য গুলো ঠিক আছে স্যার।
Sir ajke 24 tarik, beton to pailam na, sob thik ace
ব্যাংক হিসাব শিরোনাম একাউন্ড নম্বর ও রাউটিং চেক করুন সমস্যা পেলে সার্ভার অপেন করে দিলে তা ঠিক করুন।
আমার এমপিও ব্যাংক আইডি সব ঠিক আছে আমার জানা মতে কোন প্রকার সমস্যা নাই আমি কেন পাইনা
ব্যাংক হিসাব শিরোনাম একাউন্ড নম্বর ও রাউটিং চেক করুন সমস্যা পেলে সার্ভার অপেন করে দিলে তা ঠিক করুন।
শিক্ষকের কান্না!
সহমত পোষন করছি।
এমপিও শীটে MD. কিন্তু NIDতে ও সনদে MUHAMMAD আছে তৃতীয় ধাপে বেতন পাব কিনা?
এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি স্যার।
স্যার, এ সব নিয়ে আর কতো,আজ প্রাইমারী শিক্ষকদের দেখেন,লজ্জা হওয়া উচিত আপনাদের।
আমাকে বললে কি হবে শুনতেছি তারা আন্দেলনে যাবে কিন্তু আমাদের বিষয়ে তারা কতটুকু কাজ করবে তা বোধগম্য নয়।
এসব কথা বলে লাভ কি সবাই তালা লাগিয়ে মাঠে নামেন তাহলে এক সপ্তাহের মধ্যে বেতন দিতে বাধ্য হবে
স্যার, সমস্যা এখানেই। নদী পার আপনার আর দরকার নেই।
স্যার আর কত
সবুর একটু করতেই হবে।
sir amer nid.mpo shet.certificate sob tik asay.kentu eft fromay hesaber namay Begum ar jagay egum laka. Ame ke three lostay beton pabo
It is not possible. Wait server has been open next lots soon.