কঠিন একটি গান, কতো গভীর কথা। কিন্তু কতো সহজে সাজানো, কতো সুন্দর, মতো মায়া, কতো দরদ। এমন গান কালের সাক্ষী হয়ে থাকে, থাকবে। বাউল আকাইদ 🙏❤️ মনির বাউলা 🙏❤️
গান টার সাথে বাস্তবতার মিল রয়েছে পুরোটাই। গান টা আমার তো টাই প্রিয় যে বলে বুঝাতে পারবো না। এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। প্রতি দিন ছয় থেকে সাত বার করে শুনি। কখনো বিরক্তি লাগে না।আর ভালো বাসা টা হচ্ছে সত্যিই অদ্ভুত। আমার মতো কেউ কি আছে এই গান পাগল আমার তো মনে হয় না।❤❤❤❤❤❤❤
আমি এখানে বেশি কিছু বলবোনা, অনেকেই অনেক মন্তব্য করেছেন। আমি শুধু বলবো, একজন প্রকৃৃত শিল্পীর জীবনে এমন ২/৪ টা গান থাকলেই হলো। তবেই জীবন ধন্য শিল্পী জনম ধন্য। একজন শিল্পীর জন্য নিজের এমন কালজয়ী কিছু গান রেখে যাওয়া প্রয়োজন। কি অসাধারণ সৃষ্টি, অসাধারণ কথা, সুর ও গায়কী। এই গানটা শুনেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, ভালো গানের সঙ্গে থাকলাম। অনেক অনেক শুভ কামনা রইলো।
বাউল আকাইদ আপনাকে নিয়ে বলবার সাহস রাখিনা। সত্যি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে আপনার মতোই আত্মবিশ্বাস জাগাতে হবে। আপনি সবসময় যুদ্ধে জয়ী। কি কথা, কি সুর, কি মমতা দিয়ে সাজিয়েছেন গানটা। শিল্পের সমৃদ্ধির মূলে আপনারও অবদান থেকে যাচ্ছে। সাথে মনির বাউলা ভাই এর জন্য দোয়া ও ভালবাসা। গানটা কলিজায় লেগে গেলো। সাবস্ক্রাইব করে পাশে থাকলাম।
কষ্ট নিয়ে কত দিন বেচে থাকতে পারবো জানিনা। যেদিন আর সহ্য করতে পারবনা সে দিন হইতো জীবনের আলো নিভিয়ে চলে যাব অচীন দেশে। শুধু ভালো থাকুক এই দুনিয়ার কিছু সবার্থপর বেইমান গুলো। গানের প্রতিটি কথা আমার জীবনের বর্ননা দিয়েছে। অনেক অনেক ভালোবাসা শিল্পী ও গীতিকারের প্রতি।
মনির ভাই আপনার এই গানটি এতো মায়াভরা কণ্ঠে গাইছেন যা বলার ভাষা নেই,,গানটি আপনার কলিজার ভিতর থেকে আসছে,, আপনার কণ্ঠে মধু আছে,, দোয়া করি হাজার বছর বেঁচে থাকেন।।
আহা কি চমৎকার একটা কথা সুরের গান, সঙ্গে দারুন গায়কী। এমন সু্ন্দর গান এখনও হচ্ছে বলে বাংলা গানের শ্রোতা হিসেবে আনন্দিত। জয় হোক বাংলা গানের। জয় হোক বাউল আকাইদের।
আমি যানি আল্লাহ্ সঠিক বিচারক আমার চোখের পানির প্রতিটা ফুটার হিসেব একদিন দিতে হবে, কারন আমি সব কিছু আল্লাহর উপর ছেরে দিয়েছি, বিচার একদিন হবে ইনশাআল্লাহ 😢😢😢
বাউল আকাইদ একজন মেধাবী গীতিকার সুরকার এটা স্বীকার করতেই হবে। কি দারুন সৃষ্টি করছেন তিনি 🙏 যেমন কথা তেমন সুর, হৃদয় ছুঁয়ে দিয়ে গেছে একদম। কন্ঠ শিল্পীও ভালো গেয়েছেন। গানটি অসাধারণ।
ইটালী থেকে আমি জে কতো বার সুনছি আমার মনে নেই তবুও ভালো লাগে আমার ভালোবাসা মানুষ টা আমায় ছেরে চলে গেছে অনেক আগে তখন আমার কিছু ছিলো না আজ আমার সব হয়েছে ঢাকার শহরে একটা বাড়িও হয়েছে কিন্তুু আমার ভালোবাসার মানুষ টা হলোনা সারা জীবন এমনি কাটবে আমার,,,,,, মুন্নি,,,,তুমি ভালো থেকো,,, তোমাকে ছারা আমি আছি চখের জলে,,,
মনির ভাই, আপনার এই গান টা আমার কাছে এতো ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না,মন খারাপ হলেই গানটা শুনি, বারবার শুনি।আর রানা ভাই অসাধারণ বাঁশি বাজিয়েছেন। শ্রদ্ধা ও ভালবাসা নিবেন ভাই
আসলেই রানা বাঁশীটা খুব ভালো বাজিয়েছে। সকল যন্ত্রশিল্পীর মনোগত সুরময় সহোযোগিতায় আমি গানটি গাওয়ার জন্য অনেক প্রান পেয়েছি,চেষ্টা করেছি মাত্র। আপনাকে ধন্যবাদ।
উস্তাদ বাউল আকাইদ এবং মনির বাউলা ভাই এর গাওয়া এই গান আমার জন্য এন্টিবায়োটিক প্রতিরোধী ঔষধ "তিনবেলায় শুনতে হয়" না শুনলে অসুস্থ হয়ে যাই। এটা কি গান.? আহারে হৃদয়ের আর্তনাদ, কতো অভিমানে লেখা, কতো সুন্দর সুর, কতো সুন্দর গায়কী। এই গান সমৃদ্ধ করবে বাংলার শিল্প সংস্কৃতি। সারাদিন ডিউটি শেষ করে রাতে গানটা শুনেই ঘুমাতে হয়। এটা রাতেরই গান।
বাউল আকাইদ ভাই আপনার লেখা সব গানই সুন্দর হয়, সব লেখাই দারুণ সুন্দর লাগে, কলিজায় লেগে যায়। আমি আপনার অনেক গানের ভক্ত, রিংকু, গামছা পলাশ, ফজলুর রহমান বাবু, কাজী শুভ, কামরুজ্জামান রাব্বি, অনেক শিল্পীর কন্ঠের মধ্যে, কলিজা কাটিয়া, গুরু গঞ্জে যাবো, ভাবেতে মজিয়া, নামের মালা, ভালবাসা সর্বনাশা, পার করো দয়াল, দুই দিনের পিরিতি, জ্বালা দিওনা, রঙ্গের গাড়ী, জ্বালাইয়া পোড়াইয়া, পিরিতি ভীষম জ্বালা, আনন্দের বাজার, এনে দে-রে একতারা, এসব গান আমার মুখস্থ গান। আজ থেকে একটাই দুঃখ গানের ভক্ত হয়ে গেলাম 🙏 সাবস্ক্রাইব করে দিলাম। গায়ক ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, বাউল আকাইদ ভাই এর লেখা আরও গান চাই। জয় গুরু বাউল আকাইদ এর জয় 🙏
গানটা আমার সাথে মিলে গেছে, আমি প্রতিদিন একবার হলেও সুনি, কমেন্ড রেখে গেলাম যতবার লাইক পরবে ততবার শুনতে পারব, ভালোবাসার মানুষ যে এত কস্ট দেবে তা আগে ভাবতে পারিনি😢 রকি ভাই পিকে ভাই অনেক ভালো বাজিয়েছেন ।
এই গানটা শুনলে চোখের পানি আর ধরে রাখতে পারি না,, আমার জীবনটা আজ খতবিক্ষত হয়ে গেছে,,এই গানটা শুনলে কিছুখন একা একা কাদি পরে হালকা লাগে,,এত সুন্দর গান গাওয়াট জন্য ধন্যবাদ
গানটা আমার জীবনের দুঃখ কষ্টের সাথে একদম পুরোপুরি মিলে গেছে। সত্যি জীবনে যার জন্য আপনি বেশি কষ্ট করবেন সেই দেখবেন একটা একদিন আপনাকে ধোকা দিয়ে চলে গেছে। 😢😢
Manir bhaiya, Outstanding performance. তোমার গান শুনলে মন ভারাক্রান্ত হয়ে যায়।কী যাদু তোমার গানে । তুমি অনেক অনেক বড়ো হ্ও শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আমি একজন ভারতীয়, তোমার বিরাট ফ্যান।
বাউল আকাইদ ভাই এবং মনির বাউলা ভাই জুটিতে আরও গান চাই 🙏 যদিও যতদুর জানি বাউল আকাইদ ভাই সবসময় খুব খেয়াল করে কাজ করেন, হরহামেশাই মনগড়া কাজ করেন না, তিনি গানের লেখা ও সুরের বিষয়ে খুবই যত্নবান ❣️ বরাবরের মতো সুন্দর সুন্দর সৃষ্টি আপনার থেকে আশা করি। মনির বাউলা ভাইয়ের দরদী কন্ঠ 🙏
গানটি আমার জিবনে এর সাথে অনেক মিল খুজে পায়, সত্যি ই গানটির গীতিকার, সুরকার, এবং যিনি এতো মাধুর্য দিয়ে গানটি গায়লেন তাকেও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ।
আমি ব্যক্তিগতভাবে বাউল আকাইদ স্যারের একজন ভক্ত অনুরাগী, শ্রদ্ধেয় বাউল আকাইদ স্যার বাংলা ফোক গানের বর্তমান সময়ের প্রাণ। উনার লেখা গানে বাস্তব জীবনের কথা, মা ও মাটির কথা ফুটে উঠে। জনপ্রিয় গীতিকার বাউল আকাইদ এবং শিল্পী মনির বাউলা শ্রদ্ধা জানাই আপনাদের 🙏
😢😢😢 এতো সুন্দর করে গান লিখেছে বাউল আাকাইদ ভাইয়া... যার কোন ভাষা খুঁজে পাইনা..খুব মনে পরে সেই দিন গোলা যখন থাকে খুব কাছে পেয়েও হারায় ছি😢😢 অল্প দিনের ব্যবধানে থাকে আমি হারিছি ভুলতে পারিনা থাকে আজও.... সৃতি হয়ে রয়ে গেল আমাদের দিন গোলা..... তোকে আমি কখনো ভুলতে পারবো না.......😢😢😢😢😢😢 7:58
জনপ্রিয় গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় বাউল আকাইদ এর লেখায়, আপনার গায়কীতে অসাধারণ একটা গান এটি। শুভকামনা রইলো। আর বাউল আকাইদ ভাই আপনি দেশের সম্পদ, বাংলা সংস্কৃতির সম্পদ, আপনি সময়মতো আপনার মর্যাদা পাবেন। আপনাদের জন্য দোয়া রইলো।
আমি গান বাজনা এতোটা বুঝিনা তবে বাংলাদেশের লোকসংগীত বারিসিদ্দীকী কন্ঠে শুনলে যে ফিল্ টা পাইতাম তার কিছুটা আমি মনির বাউলা ভাইয়ের মাঝে দেখতে পাই। আমার বাড়ি নেত্রকোনা, বারি সিদ্দিকী সম্পর্কে আমার চাচা হতেন। উনি ঢাকা থেকে কারলী বাউল বাড়িতে আসলে অনেক সময় উনার সাথে আমার সাক্ষাত হতো এবং সামনা সামনি উনাকে দেখে বুঝতে পারতাম যে, এমন লোকগানের দরদী বারি সিদ্দীকির মতো শিল্পী বাংলাদেশে আর জন্মাবে কিনা আমি জানিনা। তবে মনির বাউলা ভাইয়ের মাঝে উনার ছায়া দেখতে পাচ্ছি। 💚❤️💙🌺
স্বামী মরা পর বুজলাম ভালো বাসা বলতে কিছু হয়না,,, জে আগে বলতো আমি তোমাকে ছারা কষ্ট আছি সে মানুষ টার কাছে এসেও বুজলাম কতটা অবহেলা করতে পারে,,, লাগে বিয়ে করে আমাকে আরো কষ্ট দিছি আমি তো তাকে সে ছোট সময় থেকে ভালো বাসতাম,,, স্বামী মরা পর দয়া করে বিয়ে করলেও ভালো বাসেনা
অসাধারণ একটা গান। যিনি লিখেছেন তার প্রতি শ্রদ্ধা জানাই। এমন এক একটি গানের জন্য বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ হবে। লেখক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো শ্রোতাদের কাছে জন্য ভালো গান সৃষ্টি করেছেন বলে।
গতকাল গানটি Fb তে প্রথম বার শুনার পর.....ডাউনলোড করে কিছু না হলেও ১৭/১৮ বার শুনেছি.. আমার জীবনের সাথে অনেক মিল আছে গানের কথা গুলো😢...এ ধরনের গান আরো পেতে চাই❤ শুভ-কামনা রইল প্রিয়❤
এই গানটা আমার মনে হয় হাজার বারের বেশি শুনছি তবুও আরও শুনতে ভালো লাগে।।। আমার জীবনের সঙ্গে পুরো মিলে গেছে গানের সঙ্গে। ৮ বছর ভালোবাসার তার মিথ্যে অভিনয়ের কাছে আমি হেরে গিয়াছি 😭😭😭
ভাই কতবার যে শুনেছি নিজেও জানিনা,মনে হয় গানটা আমার ভিতরের কথাগুলো বলতেছে,,আপনি হয়তো গানে বলছেন যে কেউ ভালোবাসে না কিন্তু ভাই আপনার গানটা আমার জন্য মনে হয়,, সত্যি ভাই এই জগতে মনে হয় কারো কাছে ভালো না আমি, আমার জীবনে অফুরন্ত ভালোবাসার অভাব।বুকটা কষ্টে ভরা ভাই,জগতে সবার কাছে ভালবাসা পাওয়ার জন্য যদি কিছু থাকতো জীবনটা সহজ হয়ে যেতো
একটা সময় পর মানুষের দেখার চোখ বদলে যায়। যে জীবন একসময় ছিল দুঃসহ যন্ত্রণার, সেই জীবন একদিন মানুষকে কি নিবিড় ভাবে যত্ন করে নিজের প্রতি একটা অদ্ভুত আদর অনুভব করতে শিখিয়ে দেয়! মানুষ তার দুঃসময়ে নিজের জীবনের প্রতি এত'টা বেশি অনিহা বোধ করে যে; জীবনের পথে হাঁটবার জন্য, আনন্দে বাঁচবার জন্য যেটুকু আগ্রহ থাকা প্রয়োজন, সেটুকুও কমে আসে ধীরে। অথচ মানুষ জানেনা; জীবনের প্রতি বিতৃষ্ণা না জন্মানোর আগে জীবনের প্রতি মায়া জন্মেনা। এই পৃথিবীতে যে একবার ঠেকে ঠেকে, ঠকে ঠকে বেঁচে থাকা শিখে যায়; তার নিজের ভেতর নিজের একটা নতুন জন্ম হয়। নিরানন্দই মানুষকে আনন্দের গভীর চুম্বন উপলব্ধি করতে শেখায়। তীব্র অপ্রেম মানুষকে প্রেমের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেয়। নিঃসঙ্গতা মানুষকে বুঝিয়ে দেয় সঙ্গীর গুরুত্ব। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও অপ্রেমের প্রয়োজন আছে; তা না হলে মানুষ বাঁচবার আনন্দটা কখনোই ঠিকঠাক টের পায়না।🍁 অসাধারণ অসাধারণ একটা গান শুনানোর জন্য অনেক আন্তরিক ও ধন্যবাদ।
গানটা 10 বার শুনলাম আবারো যদি কেউ শুনতে এসে লাইক দেয় আমি নোটিফিকেশন পেয়ে আবারো গানটা শুনতে আসবো🥲🥲🥲
😢
❤❤❤❤
আমি ডাউনলোড করে রাখছি জখনি মন খারাপ হয় গানটা সুনি আর কান্না করি
😢😢
এই গানটা যে লিখেছে, আমি তার প্রতি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো কারণ এই গানটা আমার জীবনের যত দুঃখ কষ্ট যত পাওয়া না পাওয়া গুলো প্রকাশ করেছেন, 🙏🙏🙏🙏🙏🙏
Sem to vaia
@@babulkhan8369❤
সেম ভাই
আমিও
এমন সু্ন্দর গান এখনও হচ্ছে বলে বাংলা গানের শ্রোতা হিসেবে আনন্দিত। জয় হোক বাংলা গানের। জয় হোক বাউল আকাইদের।
অনেক ধন্যবাদ
সময়ের ব্যবধানে সব ভালবাসা অর্থহীন, এক মাত্র আল্লাহর ভালবাসা অপরিসীম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤।
১০০% সত্য কথা
❤
❤
❤❤
ঠিক কথা ভাইয়া। আমি এই পৃথীবির মানুষ দুংখ গুলো জেনো মাফ করে দেয়। আর সবর দুংখ মুছে। এই পৃথীবির সকল রে মুখে হাশি দেয়।
কঠিন একটি গান, কতো গভীর কথা। কিন্তু কতো সহজে সাজানো, কতো সুন্দর, মতো মায়া, কতো দরদ। এমন গান কালের সাক্ষী হয়ে থাকে, থাকবে। বাউল আকাইদ 🙏❤️ মনির বাউলা 🙏❤️
❤️❤️❤️
Gaanta Amer jiboner shathe mile gace. Shakila.
আরে বেটা না আমার গান তো
@@somratkhan-lk4iio
@@dulhajmiya620288ইওঅঅ
শ্রদ্ধা জানাই প্রিয় বাউল আকাইদ ভাই
আপনার কালজয়ী আরেকটি সৃষ্টি এটা 🙏
সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊00000😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
গান টার সাথে বাস্তবতার মিল রয়েছে পুরোটাই। গান টা আমার তো টাই প্রিয় যে বলে বুঝাতে পারবো না। এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। প্রতি দিন ছয় থেকে সাত বার করে শুনি। কখনো বিরক্তি লাগে না।আর ভালো বাসা টা হচ্ছে সত্যিই অদ্ভুত। আমার মতো কেউ কি আছে এই গান পাগল আমার তো মনে হয় না।❤❤❤❤❤❤❤
বাশিটার জন্য গানটা আরো বেশি ভালো লাগলো, আর আপনাকেও অনেক ধন্যবাদ এতো মধুর সুরে গানটা গাওয়ার জন্য
❤️❤️❤️
@@monirbaulaofficials6775🥰🥰
আমার জীবনের গল্প বলা যায় এই গানটা দিয়েই।
যে গানটা লিখছে তার প্রতি আমার হাজার সালাম❤
গানটার সাথে আমার জীবনের মিল আছে পুরাই,,,, ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর সুর আর গানটা এক কথায় অসাধারণ
আমি এখানে বেশি কিছু বলবোনা, অনেকেই অনেক মন্তব্য করেছেন। আমি শুধু বলবো, একজন প্রকৃৃত শিল্পীর জীবনে এমন ২/৪ টা গান থাকলেই হলো। তবেই জীবন ধন্য শিল্পী জনম ধন্য। একজন শিল্পীর জন্য নিজের এমন কালজয়ী কিছু গান রেখে যাওয়া প্রয়োজন। কি অসাধারণ সৃষ্টি, অসাধারণ কথা, সুর ও গায়কী। এই গানটা শুনেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, ভালো গানের সঙ্গে থাকলাম। অনেক অনেক শুভ কামনা রইলো।
আপনার প্রতি সম্মান ভালোবাসা রইল। এভাবেই পাশে থাকবেন আমার গানের পাশে।
আমি এই অনুষ্ঠানটি লাইভে দেখেছি। অসাধারণ একটি গান ছিল। মনির ভাই আমি আপনার একজন ভক্ত হয়ে গেলাম ❤
বাউল আকাইদ আপনাকে নিয়ে বলবার সাহস রাখিনা। সত্যি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে আপনার মতোই আত্মবিশ্বাস জাগাতে হবে। আপনি সবসময় যুদ্ধে জয়ী। কি কথা, কি সুর, কি মমতা দিয়ে সাজিয়েছেন গানটা। শিল্পের সমৃদ্ধির মূলে আপনারও অবদান থেকে যাচ্ছে। সাথে মনির বাউলা ভাই এর জন্য দোয়া ও ভালবাসা। গানটা কলিজায় লেগে গেলো। সাবস্ক্রাইব করে পাশে থাকলাম।
❤️❤️
কষ্ট নিয়ে কত দিন বেচে থাকতে পারবো জানিনা। যেদিন আর সহ্য করতে পারবনা সে দিন হইতো জীবনের আলো নিভিয়ে চলে যাব অচীন দেশে। শুধু ভালো থাকুক এই দুনিয়ার কিছু সবার্থপর বেইমান গুলো। গানের প্রতিটি কথা আমার জীবনের বর্ননা দিয়েছে। অনেক অনেক ভালোবাসা শিল্পী ও গীতিকারের প্রতি।
❤️❤️❤️❤️
কিছু কথা ব্যক্তিগত থাকে,, এই গান টার মাধ্যমে সেই গোপনে থাকা কথা গুলো প্রকাশ হয়ে যায়🙂ধন্যবাদ জানাই,গীতিকার আকাউদ ও আমাদের মনির কাকা❤️🖤
ধন্যবাদ ভাতিজা...
এরকম গান কি আর উপহার দেওয়া যায় না ভাই ❤
মনির ভাই আপনার এই গানটি এতো মায়াভরা কণ্ঠে গাইছেন যা বলার ভাষা নেই,,গানটি আপনার কলিজার ভিতর থেকে আসছে,, আপনার কণ্ঠে মধু আছে,, দোয়া করি হাজার বছর বেঁচে থাকেন।।
অনেক ধন্যবাদ
Darun
এই দুনিয়ায় ভালোবাসা বোলাতে কিছু নেই। সব হচ্ছে স্বাথ । নির স্বাথভাবে যদি কেউ ভালোবেসে সে হলো মা❤ ।
আহা কি চমৎকার একটা কথা সুরের গান, সঙ্গে দারুন গায়কী। এমন সু্ন্দর গান এখনও হচ্ছে বলে বাংলা গানের শ্রোতা হিসেবে আনন্দিত। জয় হোক বাংলা গানের। জয় হোক বাউল আকাইদের।
অনেক ধন্যবাদ
আমি যানি আল্লাহ্ সঠিক বিচারক আমার চোখের পানির প্রতিটা ফুটার হিসেব একদিন দিতে হবে, কারন আমি সব কিছু আল্লাহর উপর ছেরে দিয়েছি, বিচার একদিন হবে ইনশাআল্লাহ 😢😢😢
❤️❤️❤️
এমনটা ও বলতে নাই। কারন ভালবাসা সর্গিও তাই অভিযোগ অভিমান রাখলে কি ভালো বাসলাম।
কথা গুলো হ্নদয়ের মাঝে রক্তক্ষরণ করে দিলো❤কি অসাধারণ সৃষ্টি, অসাধারণ কথা, সুর ও গায়কী
❤️❤️❤️
❤❤❤❤❤ অসাধারণ একটি গান জীবনের সাথে মিল
বাউল আকাইদ একজন মেধাবী গীতিকার সুরকার এটা স্বীকার করতেই হবে। কি দারুন সৃষ্টি করছেন তিনি 🙏 যেমন কথা তেমন সুর, হৃদয় ছুঁয়ে দিয়ে গেছে একদম। কন্ঠ শিল্পীও ভালো গেয়েছেন। গানটি অসাধারণ।
ইটালী থেকে আমি জে কতো বার সুনছি আমার মনে নেই তবুও ভালো লাগে আমার ভালোবাসা মানুষ টা আমায় ছেরে চলে গেছে অনেক আগে তখন আমার কিছু ছিলো না আজ আমার সব হয়েছে ঢাকার শহরে একটা বাড়িও হয়েছে কিন্তুু আমার ভালোবাসার মানুষ টা হলোনা সারা জীবন এমনি কাটবে আমার,,,,,, মুন্নি,,,,তুমি ভালো থেকো,,, তোমাকে ছারা আমি আছি চখের জলে,,,
আহারে ভালোবাসা রে 🥺🥺🥹🥹🥹😢😢😭😭😭
সাত বছর পর আজ 14 এপ্রিল 2023 একটু😢😅খানি তাকে দেখলাম এখনো আগের মতই মনে হল
মনির ভাই, আপনার এই গান টা আমার কাছে এতো ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না,মন খারাপ হলেই গানটা শুনি, বারবার শুনি।আর রানা ভাই অসাধারণ বাঁশি বাজিয়েছেন।
শ্রদ্ধা ও ভালবাসা নিবেন ভাই
আসলেই রানা বাঁশীটা খুব ভালো বাজিয়েছে। সকল যন্ত্রশিল্পীর মনোগত সুরময় সহোযোগিতায় আমি গানটি গাওয়ার জন্য অনেক প্রান পেয়েছি,চেষ্টা করেছি মাত্র। আপনাকে ধন্যবাদ।
উস্তাদ বাউল আকাইদ এবং মনির বাউলা ভাই এর গাওয়া এই গান আমার জন্য এন্টিবায়োটিক প্রতিরোধী ঔষধ "তিনবেলায় শুনতে হয়" না শুনলে অসুস্থ হয়ে যাই। এটা কি গান.? আহারে হৃদয়ের আর্তনাদ, কতো অভিমানে লেখা, কতো সুন্দর সুর, কতো সুন্দর গায়কী। এই গান সমৃদ্ধ করবে বাংলার শিল্প সংস্কৃতি। সারাদিন ডিউটি শেষ করে রাতে গানটা শুনেই ঘুমাতে হয়। এটা রাতেরই গান।
অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য৷
Hoyto akjon manush at moner moto na, kintu hajar koti manusher moner moto ❤❤❤tnx monir vai ke gaan ta sobar majhe upohar Dwyer jonno🥰🥰
💗💗💗
বাশিটা এতো সুন্দর বাজানোর জন্য ধন্যবাদ
❤️❤️❤️
নিজেও জানিনা কতবার শুনেছি এই গান❤❤❤
কথা ও সুর এক কথায় অসাধারণ,,,,,,,
কোন কিছুর কমতি ছিল না,,,৷
অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় ভাই।
অনেক ধন্যবাদ
@@monirbaulaofficials6775❤❤
গান টা মনে হয় আমার জন্যই লেখা হইছে । জীবনের সাথে মিলে যাচ্ছে । গান এর লেখক কে পেলে একটু জড়াইয়া ধরতাম ।
অসাধারণ সৃষ্টি একটা দারুণ সুন্দর কথা ও সুর। শ্রদ্ধা বাউল আকাইদ ভাই। আপনি গুনে মানে অনন্য আর মনির ভাই অসাধারণ গেয়েছেন।
❤️❤️❤️
গানটা দিনে অনেক বারই শোনা হয়,,
অসাধারণ একটা গান গেয়েছেন মনির ভাই....💕💕💕💞💞
❤️❤️❤️
বাউল আকাইদ ভাই আপনার লেখা সব গানই সুন্দর হয়, সব লেখাই দারুণ সুন্দর লাগে, কলিজায় লেগে যায়। আমি আপনার অনেক গানের ভক্ত, রিংকু, গামছা পলাশ, ফজলুর রহমান বাবু, কাজী শুভ, কামরুজ্জামান রাব্বি, অনেক শিল্পীর কন্ঠের মধ্যে, কলিজা কাটিয়া, গুরু গঞ্জে যাবো, ভাবেতে মজিয়া, নামের মালা, ভালবাসা সর্বনাশা, পার করো দয়াল, দুই দিনের পিরিতি, জ্বালা দিওনা, রঙ্গের গাড়ী, জ্বালাইয়া পোড়াইয়া, পিরিতি ভীষম জ্বালা, আনন্দের বাজার, এনে দে-রে একতারা, এসব গান আমার মুখস্থ গান। আজ থেকে একটাই দুঃখ গানের ভক্ত হয়ে গেলাম 🙏 সাবস্ক্রাইব করে দিলাম। গায়ক ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, বাউল আকাইদ ভাই এর লেখা আরও গান চাই। জয় গুরু বাউল আকাইদ এর জয় 🙏
অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল
গানটা আমার সাথে মিলে গেছে, আমি প্রতিদিন একবার হলেও সুনি, কমেন্ড রেখে গেলাম যতবার লাইক পরবে ততবার শুনতে পারব, ভালোবাসার মানুষ যে এত কস্ট দেবে তা আগে ভাবতে পারিনি😢 রকি ভাই পিকে ভাই অনেক ভালো বাজিয়েছেন ।
দারুণ মায়া ভরা একটি গান, কি দারুণ সত্য কথা, কতো মমতায় সাজানো গোছানো, কি দারুণ সুর হৃদয় ছুঁয়ে দিয়ে গেলো। সাথে গায়কী অসাধারন। সবার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ
গানের প্রতিটা লাইনে শরীর এর লোম দাঁড়িয়ে জায়।কি এক অসাধারণ গান। মায়া আর দরদ ভরা কণ্ঠ আপনার
❤️❤️
আমি গান শুনিনা বললেই চলে, কিন্তুু মনির ভাইয়ের এই গান টা আমার মন জুড়াইয়া দিলো। অসংখ্য ধন্যবাদ ভাই।
অসাধারণ সৃষ্টি, অসাধারণ কথা ও সুর গায়কী
আমার এই কমেন্টটা স্মৃতি করে রেখে গেলাম, এত সুন্দর একটি গান তুমি ছেলে না গেলে হয়তো সোনা হতো না তোমাকে ধন্যবাদ ছেড়ে দেওয়ার জন্য ❤😢😢
❤️
সময়ের ব্যবধানে সব ভালোবাসা অর্থহীন,এক মাত্র আল্লাহ ভালোবাসা অসিম।
এই গানটা শুনলে চোখের পানি আর ধরে রাখতে পারি না,, আমার জীবনটা আজ খতবিক্ষত হয়ে গেছে,,এই গানটা শুনলে কিছুখন একা একা কাদি পরে হালকা লাগে,,এত সুন্দর গান গাওয়াট জন্য ধন্যবাদ
ধন্যবাদ ❤️
দেহতরী এলবাম এর পর থাইকা আপনার প্রতি আলাদা একটা ভালবাসা কাজ করে।দরদ দিয়ে গান করেন।ভালবাসা নিবেন প্রিয় ভাই❤❤
আমার জীবনের সাথে গানে কথা গুলো সব মিল খুঁজে পাই গান টা যেতো শুনি আমার কলিজা আঘাত লাগে দুই চোখের পানি চলে আসে
আহ... কি অসাধারণ সৃষ্টি 💚🙏🙏
ধন্যবাদ
কথা ও সুর এক কথায় অসাধারণ,,,,,,,
কোন কিছুর কমতি ছিল না,,,
❤️❤️❤️❤️
গানটা আমার জীবনের দুঃখ কষ্টের সাথে একদম পুরোপুরি মিলে গেছে। সত্যি জীবনে যার জন্য আপনি বেশি কষ্ট করবেন সেই দেখবেন একটা একদিন আপনাকে ধোকা দিয়ে চলে গেছে। 😢😢
💗💗💗
Ai gaan jotobar suni mon bhorena, speechless signing, Lyrics r tune just fata fati
💓💓💓💓
Manir bhaiya, Outstanding performance. তোমার গান শুনলে মন ভারাক্রান্ত হয়ে যায়।কী যাদু তোমার গানে । তুমি অনেক অনেক বড়ো হ্ও শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আমি একজন ভারতীয়, তোমার বিরাট ফ্যান।
অনেক ধন্যবাদ,
ভালোবাসা রইলো...🙂
আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গান মিলে গেছে 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤️❤️
বাউল আকাইদ ভাই এবং মনির বাউলা ভাই জুটিতে আরও গান চাই 🙏 যদিও যতদুর জানি বাউল আকাইদ ভাই সবসময় খুব খেয়াল করে কাজ করেন, হরহামেশাই মনগড়া কাজ করেন না, তিনি গানের লেখা ও সুরের বিষয়ে খুবই যত্নবান ❣️ বরাবরের মতো সুন্দর সুন্দর সৃষ্টি আপনার থেকে আশা করি। মনির বাউলা ভাইয়ের দরদী কন্ঠ 🙏
অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা
গানটি আমার জিবনে এর সাথে অনেক মিল খুজে পায়, সত্যি ই গানটির গীতিকার, সুরকার, এবং যিনি এতো মাধুর্য দিয়ে গানটি গায়লেন তাকেও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ।
❤️
Gan onek somoy ,,, nijer jiboner sathe mile jay
আমি ব্যক্তিগতভাবে বাউল আকাইদ স্যারের একজন ভক্ত অনুরাগী, শ্রদ্ধেয় বাউল আকাইদ স্যার বাংলা ফোক গানের বর্তমান সময়ের প্রাণ। উনার লেখা গানে বাস্তব জীবনের কথা, মা ও মাটির কথা ফুটে উঠে। জনপ্রিয় গীতিকার বাউল আকাইদ এবং শিল্পী মনির বাউলা শ্রদ্ধা জানাই আপনাদের 🙏
❤️❤️❤️❤️
গানের প্রতিটি কথা আমার জীবনের বর্ননা দিয়েছে। অনেক অনেক ভালোবাসা শিল্পী ও গীতিকারের প্রতি 🧡🧡🧡🧡
অনেক ধন্যবাদ
❤❤
অসাধারণ গায়োকী শিল্পি কে আগে চিনতাম না।আজ থেকে ভক্ত হয়ে গেলাম।যে বাঁশি বাজিয়েছেন অসাধারণ।
❤️❤️
আজকে দের গন্টা এই একটা গান সুনছি ভাই, এতো বেশি ভালো লাগছে বলে বুঝতে পারবো না, কলিজায় লাগে গানের টান আর গানের কথা গুলো সুনে ❤️❤️
অনেক ধন্যবাদ
এতো কষ্ট ভাইয়া আপনার😢😢😢😢
কিছু গান আসলে গান নাহ!!!! এই সব লাইনগুলো কারো কারো জীবনের চরম বাস্তবতা!!! তার মধ্যে আমি সেই একজন!! 😢😢😢
ধন্যবাদ ❤️
শ্রদ্ধা বাউল আকাইদ ভাই। আপনি গুনে মানে অনন্য💜💜অসাধারণ সৃষ্টি একটা দারুণ সুন্দর কথা ও সুর
❤️❤️❤️
বলার মতো কিছু নাই।
অবাক হয়ে শুনলাম শুধু। অসাধারণ একটা গান রে ভাই 🙏 আহা কি অসাধারণ। এই গানের ওজনটাই অনেক বেশি। এই গান সময় পেলেই শুনি।
অনেক ধন্যবাদ
বাহ্ সত্যি ই অসাধারণ লেখনী এবং গায়েকী ও খুব চমৎকার
দোয়া ও ভালোবাসা রইলো অফুরন্ত
এমন বিচ্ছেদ সব সময় চাই দাদা🙏🙏
❤️❤️❤️❤️
😢😢😢 এতো সুন্দর করে গান লিখেছে বাউল আাকাইদ ভাইয়া... যার কোন ভাষা খুঁজে পাইনা..খুব মনে পরে সেই দিন গোলা যখন থাকে খুব কাছে পেয়েও হারায় ছি😢😢 অল্প দিনের ব্যবধানে থাকে আমি হারিছি ভুলতে পারিনা থাকে আজও.... সৃতি হয়ে রয়ে গেল আমাদের দিন গোলা..... তোকে আমি কখনো ভুলতে পারবো না.......😢😢😢😢😢😢 7:58
জনপ্রিয় গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় বাউল আকাইদ এর লেখায়, আপনার গায়কীতে অসাধারণ একটা গান এটি। শুভকামনা রইলো। আর বাউল আকাইদ ভাই আপনি দেশের সম্পদ, বাংলা সংস্কৃতির সম্পদ, আপনি সময়মতো আপনার মর্যাদা পাবেন। আপনাদের জন্য দোয়া রইলো।
ভালোবাসা রইল
আসলেই তাই -- অসাধারণ গান সৃষ্টি করেছেন তিনি, অসাধারণ সুর
গানটার লেখক কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে গানটা লেখার জন্য❤❤
হৃদয়ে লাগলো ❣️ আহা কি কথা সুর গায়কী 🙏 অসাধারণ একটা গান
❤️❤️❤️
কখন জানি ডাক এসে পরে পরপারে যাওয়ার আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি দয়াময় আমাদের সকল গুনাহ মাফ করে দাও
আমিন
এমন একটা কষ্ট পেলাম জিবনে কাউকে বলতে পারবো না।
আমি গান বাজনা এতোটা বুঝিনা তবে বাংলাদেশের লোকসংগীত বারিসিদ্দীকী কন্ঠে শুনলে যে ফিল্ টা পাইতাম তার কিছুটা আমি মনির বাউলা ভাইয়ের মাঝে দেখতে পাই। আমার বাড়ি নেত্রকোনা, বারি সিদ্দিকী সম্পর্কে আমার চাচা হতেন। উনি ঢাকা থেকে কারলী বাউল বাড়িতে আসলে অনেক সময় উনার সাথে আমার সাক্ষাত হতো এবং সামনা সামনি উনাকে দেখে বুঝতে পারতাম যে, এমন লোকগানের দরদী বারি সিদ্দীকির মতো শিল্পী বাংলাদেশে আর জন্মাবে কিনা আমি জানিনা। তবে মনির বাউলা ভাইয়ের মাঝে উনার ছায়া দেখতে পাচ্ছি। 💚❤️💙🌺
অনেক অনেক ভালোবাসা
স্বামী মরা পর বুজলাম ভালো বাসা বলতে কিছু হয়না,,, জে আগে বলতো আমি তোমাকে ছারা কষ্ট আছি সে মানুষ টার কাছে এসেও বুজলাম কতটা অবহেলা করতে পারে,,, লাগে বিয়ে করে আমাকে আরো কষ্ট দিছি আমি তো তাকে সে ছোট সময় থেকে ভালো বাসতাম,,, স্বামী মরা পর দয়া করে বিয়ে করলেও ভালো বাসেনা
সবাই স্বার্থপর
খোভ কষ্টে আছেন 😢😢😢
Prithibir sobai to r ek na apu
পৃথিবীটাই স্বার্থের,স্বার্থ ফুরিয়ে গেলে সবাই বেইমানী করে যায় হায়রে নিঠুর নিয়তী
😢
গানের কথা গুলো হ্নদয়ের মাঝে রক্তক্ষরণ করে দিলো কতবার শুনছি হিসাব নাই,অনেক অনেক শুভ কামনা রইলো
অনেক ধন্যবাদ
মনির ভাই সত্যি গানটা মনের ভিতরটা নারিয়ে দিলো,মনে করিয়ে দিলো সেই পুরনো দিনের কথা,
❤️❤️❤️
আকাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
Superb voice amazing lyric & tune baul akaeid
❤️❤️❤️
গানটা তো ভালো লাগলো subscribe না করে আর পারলাম না অনেক ভালো লাগলো অনেক অনেক এই গানটা আমিও আমার চ্যানেলে গিয়ে ছাড়বো
অনেক ধন্যবাদ
যে দরদ দিয়া গানটা গেয়েছেন তাতে কলিজায় গিয়ে লাগে। একদিন যমুনা আর এই গানটি আপনাকে আরও সামনে নিয়ে যাবে বলে আসা করি 😍
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্ত্যব্যের জন্য। আমার গানগুলোর পাশে থাকবেন।
গান বললে বললে ভুল হবে
চোখ বন্ধ করে শুনলে সব আমার জীবনের সাথে পুরো টাই মিলে যাচ্ছে
❤❤অসাধারণ ভাইয়া❤❤
ধন্যবাদ ❤️
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
Hm right
কিছু কিছু গান মানুষের জীবনের সাথে মিল থাকে,, কল্পনা কাওছার আল্লাহ গো যত জীবন বাঁচব ততদিন পযন্ত দুজন কে অনেক ভালো রেখ,,
আকাইদ ভাই আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি 🙏 বাংলাদেশের একজন সফল গীতিকার আপনি 🧡🧡 আপনার গান খুব ভালো লাগে।
অসাধারণ একটা গান। যিনি লিখেছেন তার প্রতি শ্রদ্ধা জানাই। এমন এক একটি গানের জন্য বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ হবে। লেখক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো শ্রোতাদের কাছে জন্য ভালো গান সৃষ্টি করেছেন বলে।
আহা অতি সুন্দর একটি গান।
বাউল আকাইদ একজন গুণী মানুষ, উনার লেখা অনেক অনেক গান জনপ্রিয়। খুবই ভালো লাগে তার গান।
গতকাল গানটি Fb তে প্রথম বার শুনার পর.....ডাউনলোড করে কিছু না হলেও ১৭/১৮ বার শুনেছি.. আমার জীবনের সাথে অনেক মিল আছে গানের কথা গুলো😢...এ ধরনের গান আরো পেতে চাই❤ শুভ-কামনা রইল প্রিয়❤
ধন্যবাদ
দয়া করে মায়া করে ভাই এই অ্যালবামের পুরো গানের একটা ভিডিও ছাড়বেন প্লিজ প্লিজ
সময়ের ব্যবধানে সব ভালোবাসা অর্থহীন, এক মাত্র আল্লাহর ভালোবাসা অপরিসীম ❤️❤️❤️
আজকে মনটারে শেষ বারের মত কেঁদে হালকা করে নিলাম
🙏🙏🙏🙏🙏৷ ❓
😥😥😥
কেনো যানি গানটা শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো😭😭😭দিন শেষ এ সবাই আমার পর😭😭
অসাধারণ একটা গান খুব দরদ দিয়ে গাওয়া গানটা শুনলে নিজেকে ঠিক রাখতে পারিনা ভাই যেন মনের কথা গুলো বলতেছে দোয়া রইল ভাই আপনার জন্য
❤️❤️❤️
আমি অনেক বার গানটা শুনি খুব ভাল লাগে😢😢😢❤❤
Oshadharon Eakta Song vai
ধন্যবাদ
এই গানটা আমার মনে হয় হাজার বারের বেশি শুনছি তবুও আরও শুনতে ভালো লাগে।।।
আমার জীবনের সঙ্গে পুরো মিলে গেছে গানের সঙ্গে।
৮ বছর ভালোবাসার তার মিথ্যে অভিনয়ের কাছে আমি হেরে গিয়াছি 😭😭😭
❤️❤️❤️
ভাই, কথা ও সুর এক কথায় অসাধারণ 😢😢😢
ধন্যবাদ
❤সকল মিউজিশিয়ান দের, অভিন্দন💐💐 অনেক ভাল বাজিয়ে ছেন,,,,,,,,অসাধারণ লেখনি,,গিতিকারের প্রতি শ্রদ্ধা,,, শুভকামনা,,,
ধন্যবাদ
ভাই কতবার যে শুনেছি নিজেও জানিনা,মনে হয় গানটা আমার ভিতরের কথাগুলো বলতেছে,,আপনি হয়তো গানে বলছেন যে কেউ ভালোবাসে না কিন্তু ভাই আপনার গানটা আমার জন্য মনে হয়,, সত্যি ভাই এই জগতে মনে হয় কারো কাছে ভালো না আমি, আমার জীবনে অফুরন্ত ভালোবাসার অভাব।বুকটা কষ্টে ভরা ভাই,জগতে সবার কাছে ভালবাসা পাওয়ার জন্য যদি কিছু থাকতো জীবনটা সহজ হয়ে যেতো
❤️❤️
Ato sundor gan,sur,r osadharon gayoki,,kotobar je sunlam..download kore fellam🥰🥰
অনেক ধন্যবাদ
বাউল আকাইদ অসাধারণ মেধাবী গীতিকার সুরকার
বাউল আকাইদ গুরুজ্বী দেশের জনপ্রিয় গীতিকার সুরকার। সঙ্গীতে তার অবদান অনেক অনেক 🙏 জয় হোক বাউল আকাইদের
ধন্যবাদ ❤️
অসাধারণ। পুরাতন কথা মনে হয়ে যায়।
❤️❤️❤️
অনেক সুন্দর হয়েছে হৃদয় বিদারক গান একটু গানে ও মিউজিক একটু গতি থাকলে আরো ভালো লাগতো।
অসম্ভব ভালো লাগলো গানটি শুনে 🎤🎵🎶🎧❤।
❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর গান উপহার দেয়ার জন্য ❤❤
দারুণ সুন্দর কথামালা গেঁথে গেলো হৃদয়ের মাঝে
❤️❤️❤️
একটা সময় পর মানুষের দেখার চোখ বদলে যায়।
যে জীবন একসময় ছিল দুঃসহ যন্ত্রণার, সেই জীবন একদিন মানুষকে কি নিবিড় ভাবে যত্ন করে নিজের প্রতি একটা অদ্ভুত আদর অনুভব করতে শিখিয়ে দেয়!
মানুষ তার দুঃসময়ে নিজের জীবনের প্রতি এত'টা বেশি অনিহা বোধ করে যে; জীবনের পথে হাঁটবার জন্য, আনন্দে বাঁচবার জন্য যেটুকু আগ্রহ থাকা প্রয়োজন, সেটুকুও কমে আসে ধীরে।
অথচ মানুষ জানেনা; জীবনের প্রতি বিতৃষ্ণা না জন্মানোর আগে জীবনের প্রতি মায়া জন্মেনা। এই পৃথিবীতে যে একবার ঠেকে ঠেকে, ঠকে ঠকে বেঁচে থাকা শিখে যায়; তার নিজের ভেতর নিজের একটা নতুন জন্ম হয়।
নিরানন্দই মানুষকে আনন্দের গভীর চুম্বন উপলব্ধি করতে শেখায়। তীব্র অপ্রেম মানুষকে প্রেমের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেয়। নিঃসঙ্গতা মানুষকে বুঝিয়ে দেয় সঙ্গীর গুরুত্ব।
মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও অপ্রেমের প্রয়োজন আছে; তা না হলে মানুষ বাঁচবার আনন্দটা কখনোই ঠিকঠাক টের পায়না।🍁
অসাধারণ অসাধারণ একটা গান শুনানোর জন্য অনেক আন্তরিক ও ধন্যবাদ।
গান তো না যেন হাজারো জীবন্ত লাশের আত্মকাহিনী প্রকাশ করা 😭😭😭
গানটা যেনো আমার না বলা কথা হয়ে সবাইকে আমার কষ্টটা বুঝিয়ে দিলো