আমি পাকিস্তানি নাটক গুলো খুবই পছন্দ করি। কারণ তাদের পোশাক মার্জিত, ভাষা মার্জিত, খুবই ভালো স্ক্রিপ্ট থাকে নাটক গুলোর, এবং সুশ্রী কলাকৌশলী আর তাদের দেখানো লাইফ স্টাইল আমাদের সাথে অনক মিলে, কারণ তারা মুসলিম দেশ।
বাংলাদেশের নাটকগুলোতে নায়ক নায়িকার জড়িয়ে ধরার একটা দৃশ্য থাাকেই। যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না। দেখে মনে হয় কোন সিনেমা। পাকিস্তানি সিরিয়ালগুলো পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো এবং শিক্ষনীয়।
হ্যাঁ, তিশার জামাই ফারুকি আসার পর থেকে দেশের নাটকের মান একবারে ধষে পড়ছে। আজকাল দেশের বস্তাপচা নাটক গালাগালি অশ্লীলতা নিম্নমানের অভিনয়ে ভরা। এসবের দর্শক যদি থেকেই থাকে শুধু নিম্নরুচির মানুষই হয়তো এসব দেখে। আমরা রুচিশীল দর্শকরা তাই পাকিস্তানি বিশ্বমানের নাটকগুলি দেখি।
The main reason to watch Pakistani dramas: 1. Amazing Storytelling 2. Brilliant Acting by the actors 3. No nudity or inappropriate scene 4. Family Friendly 5. Portrayal of Muslim Culture
পাকিস্তানি নাটকগুলো অনেক সুন্দর ৷ তাদের কথায় আছে 'ভদ্রতা, শালীনতা এবং ভালোবাসা যেটা দেখার মতো ৷ এবং নাটকগুলো ইসলামের পন্থায় পরিপূর্ণ ৷ এ সকল নাটক সকল মুসলমানের অনেক ভালো লাগবে ৷
I don't know what this video is about but reading all those beautiful comments from my Bangladeshi brothers and sisters makes me so happy. love and peace to you guys from Pakistan.
আমি Egypt এ থাকি। পাকিস্তানি ড্রামা অবশ্যই দেখার মতো! সামাজিকতা,মাধুর্যতা কি নেই তাতে? ইন্ডিয়ান সিরিয়ালে নোংরামি আর অসভ্যতা ছাড়া আর কিই বা আছে? একজন মুসলমান হিসাবে তুর্কি এবং পাকিস্তানি সভ্যতাকে মন থেকে রেস্পেক্ট করি এবং ভালোবাসি।
Apni Egypt r drama deksen? Tar tulonay BD ki kharap? Specially ager Egypt r drama r tulonay? Ager Egyptian movie/drama te lip kiss, bikini sob ei dektao
আল্লাহ-রসুলের নাম, আলহামদুলিল্লাহ, মাশা-আল্লাহ এই সব শব্দ গুলোর সুন্দর ব্যবহার; মার্জিত পোশাক ও অল্প এপিসোডে শেষ করে দেওয়ার জন্য পাকিস্তানি সিরিয়াল গুলোর দর্শক বেড়েছে।
আমি নিজেই পাকিস্তানি নাটক বড় একজন ভক্ত তাদের নাটক দেখলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়, কেউ কে চিনে কতবার না চেয়েও সবাইকে প্রথম সালাম জ্ঞাপন করে, নামাজ পড়ানো দেখানো,শালীন কথাবার্তা, শালীন কাপড়-চোপড়, সবই তারা দেখায় তাদের সিরিয়ালে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ, অথবা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এক কথায় পারিবারিক ইসলামিক একটিভিটি থাকে সবাইকেই নিয়ে দেখা যায় কিন্তু আমাদের দেশের নাটক এরকম ইসলামিক এক্টিভিটি কম দেখা যায়, আমাদের দেশে এখন যা দেখা যায় নাটকের মধ্যে টুট টুট টুট।
আমি অনেক গুলা নাটক দেখেছি ,পাকিস্তানি নাটক আমার যেই কারনে ভালো লাগে তা হলো আল্লাহর প্রতি ভালোবাসা,ইবাদাত,র্মাজনিয় পোশাক,শালীন কথাবার্তা ,আর কথায় কথায় সব কিছুতে আল্লাহু রাব্বুল আলামিন কে স্বরন করা ❤ আর অপর বাংলাদেশ যেখানে আমি আপনারা বসবাস করি আমাদের বাংলাদেশের নাটকে আস্তাগফিরুল্লাহ
পাকিস্তানের নাটক গুলা খুব খুবই ভালো লাগে...কারন তারা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ,, কোথা থেকে আসলে সালাম দেয়া ,, যাওয়ার সময় সালাম দেয়া...তাদের পোশাক ...সব কিছুই ভালো লাগে 😍🥰 I Love Pakistan drama 💖
পাকিস্তানি নাটক গুলো পারিবারিক গল্প নির্ভর এবং মুসলিম সমাজকে সুন্দরভাবে উপস্থাপন করে । পরিবার , সমাজ এবং রাজনীতি সব কিছু সমন্বয় রেখে একটি শিক্ষনীয় গল্পকে সুন্দরভাবে এবং পরিমার্জিত দর্শকের সামনে তুলে ধরা হয়।
পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির যে কমন বিষয় আমাকে বরাবরের মতো মুগ্ধ করে তা হলো দ্বীনি শিক্ষার উপর যে কনটেন্ট গুলো বানানো হয়। তাছাড়া মার্জিত গল্প, পোষাকের শালীনতা, অসাধারণ অভিনয়, অযৌক্তিক বিষয় এড়িয়ে চলা,অযথা বেকার কাহিনি তৈরী না করা এবং আরো অনেক বিষয় আছে যা এই ড্রামাগুলোর উপর আকৃষ্ট করতে বাধ্য।
পাকিস্তানি সিরিয়াল গুলোর গল্প ও কাহিনী সুন্দর।আর তাছাড়া এইসব সিরিয়ালে কোন অশ্লীলতা ও নেই।ফ্যামিলি,ফ্রেন্ড সবার সাথে বসে দেখা যায় নিশ্চিন্তে। যার জন্য সবাই এখন পাকিস্তানি সিরিয়াল ই বেশি দেখে।
পাকিস্তানি ড্রামার কোনো তুলনা চলেনা। ভারতীয় মুভি যেমন হিট, একই রকম হিট পাকিস্তানি ড্রামা। ভারতীয় ড্রামার মত বোরিং নয়, বাজেট এবং ব্রটকাস্টিং দেখলে মুভি বলে মনে হয়। আর ইউটিউবেই সব এপিসোড পাওয়া যায়। প্রতিবেদনের জন্য ধন্যবাদ।
@@InvestDeskBD vai mind blowing natok holo khaani, koi chand rakh, khuda aur mohabbat, aye musht e khaak, kaisi teri khudgarzi, ishqiya, ishq hai, amanat
আমি একজন বাংলাদেশি আর আমি অসংখ্য পাকিস্তানি নাটক দেখেছি আসলে পাকিস্তানের নাটক গুলি ভারতিয় নাটকের চেয়ে হাজার গুণ ভালো, আর আমি এখন ৮০ ভাগ উর্দু ভাষা বুঝতে পারি
@@dontcry8195 observe her comment .. She ( @rumana rumana) paid respect to all cultures -pakistani, Indian and Bangladeshi ,instead of demeaning Indian culture to show Pakistani customs in a good light.. That's why I liked her comment.. And Pakistani movies and serials are inspired by Indian serials.. So I guess, there is a little difference between Indian and Pakistani productions.. তো কাজেই এটা বলবেন না যে "ভারতীয় সংস্কৃতিকে উদযাপন করলেই" আমরা খুশি হয়.. We take interest in every culture ..
@@dontcry8195 amio hindi bollywood dekhi na(aagey Dekhtam).. I lost interest around 2019.. Odia o na..but southern movies gulo besh bhalo 🔥 hoy.. Tai ogulo dekhi.. ..and besides Indian ones, I also watch Turkish drama, but am unfamiliar with Pakistani ones.. Aar ta chara, Serials kono desh erii dekhi na😂
আমি মনে করি বাংলাদেশের নাটকের চেয়েও পাকিস্তানের নাটক অনেক কাহিনী বেশ হয় এবং সামাজিকতা থাকে যা আমরা বাংলাদেশের নাটকের তা দেখিনি আরো একটি কারণ হতে পারে সেটা হচ্ছে বাজেটের বিষয় আমাদের বাংলাদেশের নাটকের প্রযোজকের কাছে টাকাই নাই যে ভালো গল্প এবং কি নাটক বানানোর ...
Sad to read it but believe me there was a time when we had PTV only , the budget of serials and payments of actors and writers were v low ,even than they made iconic dramas and shows of both geners serious and comedy . Its just the matter of keeping the content original and relatable to audiance . I wish you best all bangali brothers
i am Bangladeshi.. but i love pakistani serial more than indian serial and bangladeshi movie..just bcz of there drama is like of familiar, emotional, purity..just awesome.. অভদ্রতামীর কিছু পাওয়া যায় না তাদের নাটকে
২০১৮ থেকেই পাকিস্তানি নাটক গুলো দেখি। তাদের শালীন পোশাক, বাস্তবধর্মী বিষয়বস্তু, পারস্পারিক শারীরিক দূরত্ব সব কিছুর মাধ্যমে আকৃষ্ট হয়েছি। সপরিবারে বসে দেখলেও এমন কোনো সংলাপ থাকে না যাতে বিব্রত বোধ করতে হয়।❣️
আমি ২০২০ সালে করনার বন্ধসময়ে থেকে হাম টিভির জ তু চাহে নাটক দেখে আমি পাকিস্তানি নাটকের ভক্ত হয়ে পরি।আমার প্রিয় পাকিস্তানি চ্যানেল হার পাল জিও। প্রতিদিন নামাজ কালাম, তাসবীর, কুরআন পরে বিনদন হিসেবে একটা দুইটা পাকিস্তানি নাটক,ইসলামিক গজল দেখি।
পাকিস্তানি নাটক গুলা দ্যাখার পর ভারতীয় নাটক...বিশেষ করে কোলকাতার বাংলা নাটক গুলো কে যাত্রা নাটক বলে মনে হয়। তার চেয়ে আমাদের বাংলাদেশের বাংলা নাটকের মান অনেক উন্নত।
l love pakistani drama. বিদেশি হতে পারে কিন্তু পাকিস্তানি drama ইন্ডিয়ান সিরিয়ালের মতো অভিনয়ের নামে যৌন শিক্ষা দেয় না। বরং ইসলামিক ভাবে একটা সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখার শিক্ষা দেয়
I started watching Pakistani dramas from 2021 during lockdown.... Now I'm obsessed with Pakistani dramas .. they're too good ❤️... Danish Taimoor is my favourite actor 🔥❤️
পাকিস্তানি সিরিয়ালগুলো ভাল লাগার বেশ কিছু কারণ আছে ১. কাহিনী বাস্তবধর্মী ও শিক্ষনীয়- parizaad, yakeen ka safar ২. ধর্মীয় সংস্কৃতির প্রকাশ - যেমন suno chanda যেটা রোযার সিরিয়াল ছিল সেটাতে দেখানো হয় রোযার মাসের সেহেরি, ইফতার, চাঁদ দেখা, ঈদের শপিং - আমাদের দেশের নাটকে এসব নেই এমনকি ঈদের নাটকেও না। ৩. স্বাভাবিক মেক আপ/লুক - এখানে ঘুমানোর সময় নায়িকারা লিপিস্টিক পরে না। ৪. কস্টিউম- scene এর সাথে মানানসই, এখানে শীতের সময় পাতলা শাড়ি নেই। ৫. শালীনতা- সবার সাথে দেখার মত, রোমান্টিকতা আছে কিন্তু জড়িয়ে ধরার দৃশ্য নেই। পোশাক ভদ্র ও শালীন ৬. সুশ্রী অভিনেতা- অভিনেত্রী- sarah khan, sajal aly, hania amir, ahad raja mir, billal abbas ৭. অভিনয় - natural. প্রত্যেকে অসাধারণ performance করে ৮. Background music ৯. OST
আগে জানতাম না। আগে কখনো দেখিনি। এই মাসেই অনেকগুলো সিরিয়াল দেখে ফেলেছি। তাদের আচার-আচরণ, বাবা-মায়ের সাথে সুন্দর আচরণ, সবাইকে সালাম করা, এমনকি স্বামী-স্ত্রীও সালাম বিনিময় করে, তাদের পোশাকের শালীনতা, সুন্দর গল্প এসব কিছু সত্যিই মনোমুগ্ধকর।
পাকিস্তানের নাটকে অশ্লীলতা নেই, পরিবার কিভাবে ভাংগা যায় সেইসব কুটনামী বুদ্ধি না ফলিয়ে বরং পরিবারকে কিভাবে এক করা যায়, সুন্দর করে গঠন করা যায় তা শেখানো হয়-জনপ্রিয় হবে এটাই তো স্বাভাবিক।
কারন এই নাটক গুলার কাহিনি খুবি ভিন্ন এবং পারিবারিক যা আমাদের মুসলিম সমাজের সাথে অনেক মিল তার উপর পোষাক ও ভাষা খুবি মার্জিত,,,, আর কোন অশ্লীল সিন থাকেনা,,,,,,খুবি প্রিয় এসব নাটক
পাকিস্তানি সিরিয়াল গুলোর দৃশ্যপট খুবই বাস্তব সম্মত, no extra drama,no extra makeup,no extra stupidity script.... That's y Bangladeshi viewers love it...
ওরা অনেক শালীন পোশাক পরিধান করে,,, সবার সাথে বসে সেই নাটকগুলো দেখা যায় তার জন্য বাংলাদেশিরা এত পছন্দ করে I কারণ তাদের পোশাক মার্জিত, ভাষা মার্জিত, খুবই ভালো স্ক্রিপ্ট থাকে নাটক গুলোর, এবং সুশ্রী কলাকৌশলী আর তাদের দেখানো লাইফ স্টাইল আমাদের সাথে অনক মিলে, কারণ তারা মুসলিম দেশ।
প্রায় ৬০ টার বেশি পাকিস্তানি সিরিয়াল দেখেছি। একেকটার চেয়ে একেকটা অসাধারণ। Aamanat Aisi hai tanhai Aik hai nigar Aap ki kaneez Ak tum aurtain Bin roye Berukhi Bandh khirkiyan Behaad Baydardi Bakhtawar Chup raho Chauraha Dhup ki deewar Do Bol Do Lafzon ki kahani Dil e momin Deewangi Dil ka rishta Ehsas Fitoor Gohor e nawab Hum Tum Humnaseen Humsafar Inteha e ishq Ishq hai Ishq mein kafir Jhooti Judaai Janbaaz Kis se kahu Khuda dekh raha hai Koi chand rakh khamoshi Kaisi teri khudgarzi Lapataa Log kya kahenge Mere rab waris Mein kaise kahu Maang Mumkin Mere pass tum ho Merey humnaseen Noor ul Ain Naaraz Parchayee Pehchaan Pehli si mohabbat Phir wohi mohabbat Pyar dewaangi hai Ru bru ishq tha Shart Sinf e Aahan Tum mere ho Raaz e ulfat Wedding virus Yakin ka safar Ye dil mera Ye na thi hamari kismat Zakham zindegi gulzar hay কয়েকটা এখন রানিং
I am Bangladeshi but i watch every day pak drama. Becouse pak drama decent, moral, mild, pious, polite and elegible. No sign sexsual heresment. Good acting.
পাকিস্তানি ড্রামা গুলো শালীনতা পূর্ণ, ভাষায়, পোশাক আশাকে যথেষ্ট শালীনতা আছে। ভালো স্ক্রিপ্ট, সুন্দর ফ্যামিলি গল্প আর অসাধারণ নায়ক নায়িকা নিয়ে পাকিস্তানি ড্রামা তৈরি করা হয়। আমিও পাকিস্তানের অনেক গুলো ড্রামা দেখে ফ্যান হয়ে গেছি। বিশেষ করে দিওয়াঙ্গী, কেসি তেরি খুদগারজি অনেক বেশি প্রিয়। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী ন্যাচারাল অভিনয় করে থাকে। কোনো বাজে স্ক্রিপ্ট বা ওভার এক্টিং থাকে না।👍👍❤❤
কারণ পাকিস্তানের নাটকগুলোতে নম্র ভদ্র, সঠিক উচ্চারণ এবং মুসলিম সভ্যতা পরিবারের সবাই মিলে দেখতে পারছি যেযন। মেরা নাম ইউসুফ হে ,এ মুশহাক এ খাক এই অভিনয় গুলো দেখলেই প্রাণ জুড়িয়ে যায়
কারন হলো ওদের নাটক এর মধ্যে কোনো কোনো বাজে কথা বা কোনো অশ্লীলতা কোনো ছিন থাকে না,, যেটা কিনে ফেমিলি নিয়ে নাটক দেখার যোগ্য এবং ওদের মধ্যে কথা গুলা সুন্দর করে আল্লাহ নাম নেওয়া হয় বাবা মামা কে ছালাম দেয় যা দেখলে ওই ❣️😍 অনেক ভালো লাগে
আজব ইন্ডিয়ানরা হিন্দু তাদের ধর্মের পূজা দেখালে দোষ আর পাকিস্তানিরা মুসলিম আর বাংলাদেশের বেশিরভাগ মুসলিম বলে নামাজ রোজা দেখানো টা ভালো কি অবস্থা🙂 হিন্দুধর্মে আছেই বারো মাসে তেরো পার্বণ আর তাই সিরিয়ালে না দেখানোর কি আছে?? সব দেশই তাদের টিভি সিরিয়াল, সিনেমায় নিজ ধর্ম,সংস্কৃতি তুলে ধরবে হাসির খোরাক বানানোর কি আছে? বাংলাদেশের নাটকেও তো রোজা ঈদ তুলে ধরবে-- পূজা অর্চনা কি কখনো দেখায়? আর দেখায় না বলে কি বাংলাদেশী হিন্দুরা কিছু বলে? তাই নিজ দেশ নিয়ে ভাবেন,, focused on story Obviously the Concept of Pakistani drama is good, exceptional But Don't compare...... If you want to compare...plz compare with story not BARO MASHE TERO PARBON apnader roja dekhanota jodi vlo hoi PUJO O HINDU DER dhormiyo bishoi.... Bango krar ki ase
আমি দেখি 2016 থেকে কারন পাকিস্তানি অভিনেতা অভিনেত্রী দের দেখতে অন্নেক সুন্দর যেটায় আমি মুগ্ধ গল্প অভিনয় সিনেমাটোগ্রাফি সব অসাধারণ । কোন অশালীন দৃশ্য নাই তারপর ও আকর্ষণীয় নায়ক নায়িকা খুব কাছাকাছি ঘনিষ্ঠ দৃশ্য তে আসে না তারপরও অসাধারণ রোমান্টিকতা প্রকাশ পায়।" রুপশ" টেলিফিল্ম টি যারা দেখেননি দেখে ফেলুন বলিউড রোমান্টিক মুভিকেও হার মানায়
আমি আগে কখনোই পাকিস্তানের সিরিয়াল দেখিনি কিন্তু আমার বান্ধবী বলার পর দেখে সত্যিই ভালো লেগেছে। কোথায় যেনো মনে হয় সেই ছোটবেলার বিটিভির নাটক দেখছি। গল্প আছে, মানঅভিমান আছে, সংঘর্ষ আছে কিন্তু ভারতীয় সিরিয়ালের মতো প্রচন্ড কুটনামি, একশোটা পরকীয়া নেই।
পাকিস্তানি 2টা নাটক দেখেছিলাম লকডাউনের সময়ে। অনেক ভালো লেগেছে। বাংলা হিন্দি নাটকের মত জড়াজড়ি কিস্ কিছুই ছিলো না। তারপরেও কতো সুন্দর করে প্রেম রোমান্স ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের সবাই কে নিয়ে দেখা যায়। কোনো অশ্লীলতা নেই।
Not only Bangladeshis the Indians are also more interested in Pakistani dramas cause they have another level of screenplay their acting skills are awesome ❤️ and most sweetest thing is there is nothing vulgar ...we can see Pakistani dramas with our family unlike Indian drama or kdrama...
My favorite pakistani top 10 drama 1 Dil lagi 2 Humsafar 3 Sadqay Tumhari 4 Dewangi 5 Ehd e wafa 6 Qurban 7 Ishq zahe nasib 8 Tum kon piya 9 Khuda our mohabbat Season 1 2 10 Parizaad
আমি clss 8 থেকে পাকিস্তানি ড্রামা দেখি। জীবনের সবগুলা best ড্রামা এই পাকিস্তানেরই ছিলো। পাকিস্তানি ড্রামা দেখেই আমি প্রথম সেলোয়ার কামিজ পড়া শুরু করছিলাম, ভদ্রতা কি ওইটা শিখার চেষ্টা করছি 😐!! আমার life বড় একটা অংশ এই ড্রামাগুলা 🥺🥺,, আমার যখন মন খারাপ হতো আমি pk ড্রামা দেখা শুরু করতাম, বেছ!!🥰 আমার মন ভালো হয়ে যেতো। সরকারের কাছে আবেদন 😑ARY digital চ্যানেল টা যাতে tv টে আবার দেয়।🥺🥺, এই চ্যানেল বাংলাদেশ বাদ দিয়া দিছে 😭😭,star jolsha bad den,zee Bangla, indian ক্ষেত চ্যানেল গুলা বাদ দেন তাও ARY digital চ্যানেলটা বিনিময়ে ফেরত দেন 🥺🇧🇩
@@asmabintechowdhury1263 ami tv tei fast pk drama dekha shuru kori,age chilo BD te ARY digital,,ekhon 2/3 bochor hoice bad dice 🥺,,amio chai চ্যানেল ta aber dik😭
আমি ৩৫+ পাকিস্তানি সিরিজ দেখেছি,, কিছু বেস্ট সিরিজ, Ehd e Wafa, Sono Chanda, Chowdury & sons, Chopke Chopke, Yeh dil mera, yekin ka safar. আরো বেশ কিছু। যারা নতুন দেখা শুরু করবে তারা এগুলা দিয়েই শুরু করতে পারো। শুধু মাত্র ছেলেদের জন্য। মেয়েদের রুচি আলাদা হইতে পারে।
পাকিস্তানের নাটক ফ্যামিলি কে নিয়ে একসাথে বসে দেখার মতন নাটক যেটা আর এখন বাংলাদেশে হয় না পাকিস্তানি নাটকের মধ্যে কোন ধরনের অশ্লীল মন্তব্য দেখা যায় না অশ্লীল ভাষা ব্যবহার করা হয় না
India also watch Pakistani dramas massively from the beginner 'Dhoop Kinare' to today's 'Zindegi Gulzar Hay' ft. Fawad Khan ! Pakistani Dramas or TV Plays are very intense and powerful - these dramas or plays are watched more than movies in both country Pakistan and India as well ! Pakistani drama's OSTs also a big hit in India and Pakistan - Du Bol , Bol Kaffara ost got millions millions views on youtube.
Yes Parizaad is larger than life - Ahmed Ali transform himself as black man not just in terms of color but also in attitude, gesture and body language throughout the whole drama !
আমি বর্তমানে চলমান ২৪/২৫টি৷ সবকটি নাটক দেখছি ২০১৮ সাল থেকে ১২০ দেখা শেষ করেছি একেকেটির পর্ব ২৪ থেকে ৪০, ৫০ পর্ব তার চাইতে বেশী পর্ব হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের নাটক বেশী দেখি। ❤️❤️
বাংলাদেশী নাটকের যাকে যাকে তাকে দিয়ে নাটক করানো হয়, খাটো, কালো ,মোটা সবাই চান্স পায় বাংলাদেশ নাটকে। বাংলাদেশে কোন ভাল নাটক তৈরি করা হয় না শুধু কমেডি নাটক তৈরি করা হয়, বাংলাদেশী নাটকে কলা কৌশলীদের ভাষা খুবই নিম্নমানের। তাদের আসলে নাটক করার কোন যোগ্যতাই নেই। পাকিস্তানি ড্রামা অনেক ভালো।🖤
মানুষ বিচার না করাই ভালো কারন সবাই আল্লাহর সৃষ্টি, সবার আলাদা আলাদা টেলেন্ড আছে। জ্বি, তবে ভাষা অশ্লীল ভাষা ইউজ করে আমাদের মুসলিম দেশে। আর প্রাই সব নাটকের কাহিনি একই শুধু মানুষ আলাদা
Tamil film industry hit. Tara to short black, thick.. Eshob diye manush k judge koren naki? Short black hole dekhte kharap hobe? Shundor face cutting e real beautiness. Not the colour of skin. Eshob racism off koren. Allahr shob sristi shundor. Kintu apnar dekhar moto oi shundor chokh ta nai. R apni bolte chaisen jara kalo, short tara jate chance na pay natok e. But ashol jinish holo talent.... Salman khan koto shundor. Kintu tar por o shah rukh khan beshi hit.. King of bollywood bola hoy take. Bcz of his talent and smartness which is real beautiness
@@shimulshimul7931 well apni bollen j shundor cokh nei, ami akta question korte chai apna k apni tamil cinema and Bollywood er example dilen....accha apnar ki onk shundor dakhar dristy? Tamil cinema te sari pore body revile kora dance dekhte ki apnar onk vhalo lage? R cinema er kotha baad e dei oikhane kono real kichu to dakhay na....like jeita dakhay oita just cinema tei possible..real life e amn hoy na..but Pakistani dramay amn kichu dakhao hoy na jeita possible na.
@@asmabintechowdhury1263 actually ovhabe bolechi karon bapar ta amn hoyeche j akhon just omn rai chance pay nijeder talent na thaklew...ora just comedy kore and jara vhalo and talented tara chance e pay na....body shaming ta main uddessho chilo na.
বাংলাদেশ নাটক পাকিস্তান নাটক সম্পূর্ণ আলাদা পাকিস্তানি নাটকে কোন তুলনাই হয়না অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালো লাগে তাদের নাটকের মধ্যে পাকিস্তানের চরিত্র ব্যবহার সমাজ সবকিছু ফুটিয়ে তোলে যেটা বেশি আকর্ষণ থাকে সবার সাথে মিলেমিশে দেখা যায় আমার অনেক অনেক ফেভারিট পাকিস্তানি নাটক আই লাভ পাকিস্তান ড্রামা,, কেইসে তেরে খুদ্গরজি, দিবানিগী ছাড়াও অনেক সুন্দর সুন্দর নাটক আছে মাই ফেবারেট কেইসে তেরে খুদ্গরজি।
The most crucial thing to remember is that Pakistani drama does not grow in popularity. That Indian drama certainly does. In Bangladesh, we solely created BOYFRIND and GIRLFRIND-based dramas.
I love Pakistani drama. 🇧🇩💚🇵🇰 I am watching this drama 1 meray paas tum ho 2 khuda aur mohabbat 3 deewangi 4 kaisi teri khudgarzi 5 qurban 6 sang e mah 7 suno chanda
বর্তমানে বাংলাদেশে অকথ্য, গালিগালাজ করা ছাড়া নাটক তৈরি হয় না। এছাড়া অশ্লীলতা তো আছেই। দেখা যায় 50টি নাটকের মধ্যে হাতেগোনা 5-7 টি নাটক প্রশংসা পাবার যোগ্য। তাহলে কেন মানুষ ভিনদেশী নাটক দেখবে না?
সেই ২০১৮ সাল থেকে দেখতেছি কোনো ড্রামা বাদ রাখি না অনেক ভালো লাগে তারা কথায় কথায় সালাম, জাযাকাল্লাহ, আল্লাহ হাফেজ এবং ইসলাম নিয়েও অনেক নাটক আছে যেমন Fasiq এটাতে নামাজের বেশি গুরুত্ব দেওয়া হয়
পাকিস্তানি নাটকের এক বিশাল ভক্ত আমি,আমার কাছে এত এত ভালো লাগে বলার বাহিরে,প্রত্যাকটি নাটক এ কাহিনী,খুব ভালো
আমি পাকিস্তান নাটকের আসক্ত একজন?
Same to you
Me too
I'm Interested Iike Pakistani drama
আমি পাকিস্তানি নাটক গুলো খুবই পছন্দ করি।
কারণ তাদের পোশাক মার্জিত, ভাষা মার্জিত, খুবই ভালো স্ক্রিপ্ট থাকে নাটক গুলোর, এবং সুশ্রী কলাকৌশলী আর তাদের দেখানো লাইফ স্টাইল আমাদের সাথে অনক মিলে, কারণ তারা মুসলিম দেশ।
আমারও খুব ভালো লাগে
Me too
Valo bolechen ❤️
Akdom thik
Me too
আমি মা বোনদের সারা জিবন বলে আসলাম সিরিয়াল দেখবানা সেই আমিই Pkistani serial দেখি ভালো লাগে পাকিস্তানি সিরিয়াল
বাংলাদেশের নাটকগুলোতে নায়ক নায়িকার জড়িয়ে ধরার একটা দৃশ্য থাাকেই। যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না। দেখে মনে হয় কোন সিনেমা। পাকিস্তানি সিরিয়ালগুলো পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো এবং শিক্ষনীয়।
হ্যাঁ, তিশার জামাই ফারুকি আসার পর থেকে দেশের নাটকের মান একবারে ধষে পড়ছে। আজকাল দেশের বস্তাপচা নাটক গালাগালি অশ্লীলতা নিম্নমানের অভিনয়ে ভরা। এসবের দর্শক যদি থেকেই থাকে শুধু নিম্নরুচির মানুষই হয়তো এসব দেখে। আমরা রুচিশীল দর্শকরা তাই পাকিস্তানি বিশ্বমানের নাটকগুলি দেখি।
সহমত
ঠিক। এছাড়াও কখনও না কখনও আল্লাহ্ এর নাম নেয়া হয়ই। তাই ভাল লাগে
Absolutely right
ভাই,ভুল ব্যাখ্যা দিয়ে পাকিস্তানকে জায়েজ করিয়েন না...
পাকিস্তানি ড্রামা সবার সাথে বসে দেখা যায়।ওদের কথার মধ্যেও মাধুর্য আছে, সেখানে শালীনতা বজায় রাখে, অনেক গল্পগুলাতে বুঝবার মত, শিখার মত কিছু থাকে।
একদম, যেমন "ফাসেক " ড্রামাটা
Right
right
rights
নদীর অপারের ঘাস গুলাকেও অনেক সুন্দর দেখায় সালা মূর্খ বাঙ্গালী
পাকিস্তানি নাটক সবথেকে ভালো পোশাক মার্জিত, ভাষা মার্জিত। অসাধারণ সবকিছুই
yes 😇
The main reason to watch Pakistani dramas:
1. Amazing Storytelling
2. Brilliant Acting by the actors
3. No nudity or inappropriate scene
4. Family Friendly
5. Portrayal of Muslim Culture
Right❤
Their serial is something special
Can you suggest sob good romantic Pakistani drama
@@NoNo-dv8wb 1. Khuda Aur Muhabbat season 1
2. Khuda Aur Muhabbat season 3
3. Suno Chanda
4. Humsafar
5. Khaani
6. Hum Tum**( light hearted comedy drama)
7. Ishqiya
@@be_maiesha kaise teri khudgarzi
দুই সপ্তাহ অগেও বাংলা নাটক দেখতাম, আর এখন পাকিস্তানী নাটক। যেমন সুন্দর গল্প তেমন মেকিং। সাউন্ড ট্র্যাক গুলো অসাধারন 🥰🥰🥰😍😍
Thank you so much bangladesh for loving pakistani dramas😍☺😚😚🇵🇰🇧🇩👈
معیار بولتا ہے. بس پاکستانی ڈراموں کو دوسری زبانوں میں ترجمہ کروانے کی ضرورت ہے
Welcome❤love From Bangladesh🇧🇩
পাকিস্তানি নাটকগুলো অনেক সুন্দর ৷ তাদের কথায় আছে 'ভদ্রতা, শালীনতা এবং ভালোবাসা যেটা দেখার মতো ৷ এবং নাটকগুলো ইসলামের পন্থায় পরিপূর্ণ ৷ এ সকল নাটক সকল মুসলমানের অনেক ভালো লাগবে ৷
পাকিস্তানি নাটকে ফস্টি নস্টি, গালাগালি নাই,এমনকি কোলাকুলি করার পর্যন্ত কোন সিন নাই।
তাদের স্ক্রিপ্ট সুন্দর,ভাষা মার্জিত।
আমি অনেক অনেক পছন্দ করি।
আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানের সিরিয়ালের খুবই ভক্ত!✨❤️ তাদের কালচার ড্রেসআপ থেকে শুরু করে সবকিছুই মনোমুগ্ধকর! ✨
I don't know what this video is about but reading all those beautiful comments from my Bangladeshi brothers and sisters makes me so happy. love and peace to you guys from Pakistan.
This video is about the sudden popularity and appreciation of Pakistani dramas by Bangladeshi audience.
পাকিস্তানি নাটকের তুলনা হয়না।এক-একটা নাটকের কাহিনি অন্যরকম।আমি কখনো ভারতের কোনো নাটক দেখি না।কিন্তু পাকিস্তানের সব নাটক দেখি। অনেক সুন্দর।
পাকিস্তানের নাটক সেই,
Ami india er kono drama dekhi nah
Sem ami ow onek sundor story
সেইম
আমি Egypt এ থাকি।
পাকিস্তানি ড্রামা অবশ্যই দেখার মতো!
সামাজিকতা,মাধুর্যতা কি নেই তাতে?
ইন্ডিয়ান সিরিয়ালে নোংরামি আর অসভ্যতা ছাড়া আর কিই বা আছে?
একজন মুসলমান হিসাবে তুর্কি এবং পাকিস্তানি সভ্যতাকে মন থেকে রেস্পেক্ট করি এবং ভালোবাসি।
Apni Egypt e thaken.
Egypt r drama toh deksen ei.
Er theke ki BD r drama ki kharap?
Egypt r ager movie/ film deiken
Apni Egypt r drama deksen?
Tar tulonay BD ki kharap?
Specially ager Egypt r drama r tulonay?
Ager Egyptian movie/drama te lip kiss, bikini sob ei dektao
খুব ভালো লাগে পাকিস্তানি ড্রামা সিরিয়াল গুলি। সামাজিক ও ইসলামী কালচার আছে। এজন্য ভালো লাগে।। 🥰🥰
R8
হ্যা, আমিও দেখি।অনেক ভালো লাগে
I am agree with you
পাকিস্তানের ড্রামা বা ভারতের ড্রামার পোশাকে কোন ফারাক দেখি না
পাকিস্তানি নায়িকা হিবা বুখারীর নাটকগুলো আমার ভালো লাগে।
কিভাবে হিরো হিরোইন কে কাছাকাছি না এনে ও ভালো একটা রোমান্টিক ড্রামা তৈরি করা যায় সেটা পাকিস্তানিদের কাছ থেকে শেখা উচিত।
ঠিক বলছো bro.
Yes 👍 👍👍
ঠিক বলেছেন
Ekdom
পাকিস্তানের নাটকগুলো হলো বিশের সেরা নাটক ❤️💝। ভারতীয় নাটক থেকে হাজার হাজার গুণ ভালো 😂😂
আল্লাহ-রসুলের নাম, আলহামদুলিল্লাহ, মাশা-আল্লাহ এই সব শব্দ গুলোর সুন্দর ব্যবহার; মার্জিত পোশাক ও অল্প এপিসোডে শেষ করে দেওয়ার জন্য পাকিস্তানি সিরিয়াল গুলোর দর্শক বেড়েছে।
আমি নিজেই পাকিস্তানি নাটক বড় একজন ভক্ত তাদের নাটক দেখলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়, কেউ কে চিনে কতবার না চেয়েও সবাইকে প্রথম সালাম জ্ঞাপন করে, নামাজ পড়ানো দেখানো,শালীন কথাবার্তা, শালীন কাপড়-চোপড়, সবই তারা দেখায় তাদের সিরিয়ালে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ, অথবা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এক কথায় পারিবারিক ইসলামিক একটিভিটি থাকে সবাইকেই নিয়ে দেখা যায় কিন্তু আমাদের দেশের নাটক এরকম ইসলামিক এক্টিভিটি কম দেখা যায়, আমাদের দেশে এখন যা দেখা যায় নাটকের মধ্যে টুট টুট টুট।
Absulatly right
Right
Ami o Pakistani dramar vokto...almost 110 ta drama dakhsi ar onk telifiem ar movie dakhsi tar hishab nai.... 🥰
Right
কথাটা তেতো লাগলেও এটাই ১০০% সত্যি
আমি অনেক গুলা নাটক দেখেছি ,পাকিস্তানি নাটক আমার যেই কারনে ভালো লাগে তা হলো আল্লাহর প্রতি ভালোবাসা,ইবাদাত,র্মাজনিয় পোশাক,শালীন কথাবার্তা ,আর কথায় কথায় সব কিছুতে আল্লাহু রাব্বুল আলামিন কে স্বরন করা ❤
আর অপর বাংলাদেশ যেখানে আমি আপনারা বসবাস করি আমাদের বাংলাদেশের নাটকে আস্তাগফিরুল্লাহ
পাকিস্তানের নাটক গুলা খুব খুবই ভালো লাগে...কারন তারা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ,, কোথা থেকে আসলে সালাম দেয়া ,, যাওয়ার সময় সালাম দেয়া...তাদের পোশাক ...সব কিছুই ভালো লাগে 😍🥰 I Love Pakistan drama 💖
পাকিস্তানি ড্রামাতে কোনো বেহায়াপনা নেই, তাই আমি পাকিস্তানি ড্রামা খুব ভালোবাসি ❤️
same to me. My febarate Pakistani actress Ali abbas,firoz khan.
my febarate Pakistani sirial fitoor,angna,dil awaiz, guddu,mere hamnashin,khuda or mohabbat.
Ameo
Same
পাকিস্তানি নাটক গুলো পারিবারিক গল্প নির্ভর এবং মুসলিম সমাজকে সুন্দরভাবে উপস্থাপন করে । পরিবার , সমাজ এবং রাজনীতি সব কিছু সমন্বয় রেখে একটি শিক্ষনীয় গল্পকে সুন্দরভাবে এবং পরিমার্জিত দর্শকের সামনে তুলে ধরা হয়।
পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির যে কমন বিষয় আমাকে বরাবরের মতো মুগ্ধ করে তা হলো দ্বীনি শিক্ষার উপর যে কনটেন্ট গুলো বানানো হয়। তাছাড়া মার্জিত গল্প, পোষাকের শালীনতা, অসাধারণ অভিনয়, অযৌক্তিক বিষয় এড়িয়ে চলা,অযথা বেকার কাহিনি তৈরী না করা এবং আরো অনেক বিষয় আছে যা এই ড্রামাগুলোর উপর আকৃষ্ট করতে বাধ্য।
apni dekhen
আমি পাকিস্তানি নাটক পছন্দ করি। কারণ তারা বাংলা নাটকের মোত কথায় কথায় জরিয়ে ধরে না। তাদের মাঝে শালীনতা থাকে।
I'm from Bangladesh, love Pakistani drama for their unique story and dress modesty.
হিন্দি সিরিয়াল এর মত সংসার নষ্ট করার গল্প নাই,,,,,,,,জোড়া দেওয়ার গল্প আছে তাই💗
ঠিক বলেছেন,,
ঠিক
হিন্দি সিরিয়ালে যত কূটনামি, সেকালের চুগলখড়ি সভাব,মহিলাদের পেচাল ভরা, পাকিস্তানি নাটক এ গুছগাছ,শালিনতা,পরিস্কার পরিচ্ছন্নতা,আন্তরিকতা,পারিবারিক আদব কায়দা, নামাজ কালাম, ইসলামিক কালচার,পরিবারের সমসসা সমাধান শিক্ষা দেয়।ভারতীয় সিরিয়াল এ ১০০০ পর্বে মানুষের সমস্যা সমাধান হয় না। পাকিস্তানি নাটক অতিরিক্ত হলে ৫০ পর্বে নাটক শেষ হয়।
tnax
ami 2020 tke dki,
পাকিস্তানি সিরিয়াল গুলোর গল্প ও কাহিনী সুন্দর।আর তাছাড়া এইসব সিরিয়ালে কোন অশ্লীলতা ও নেই।ফ্যামিলি,ফ্রেন্ড সবার সাথে বসে দেখা যায় নিশ্চিন্তে। যার জন্য সবাই এখন পাকিস্তানি সিরিয়াল ই বেশি দেখে।
আমি নিজেও পাকিস্তানের সিয়ালের ভক্ত আই লাভ পাকিস্তান ডরমা,💚🌷💖🇵🇰🇧🇩💪
আমিও দেখি খুবই অপুরন্ত লাগে।। অনেক ভালো গল্প।। ভালো সিকোয়েন্স স্ট্যান্ডার পোশাক নমনীয় আচরণ।। ধার্মিক মূল্যবোধ সব মিলিয়ে পাকিস্তানি সিরিয়াল অসম্ভব সুন্দর।
পাকিস্তানি ড্রামার কোনো তুলনা চলেনা। ভারতীয় মুভি যেমন হিট, একই রকম হিট পাকিস্তানি ড্রামা। ভারতীয় ড্রামার মত বোরিং নয়, বাজেট এবং ব্রটকাস্টিং দেখলে মুভি বলে মনে হয়। আর ইউটিউবেই সব এপিসোড পাওয়া যায়। প্রতিবেদনের জন্য ধন্যবাদ।
Tafhim Tahsin : hindi movie hit , kkkk bolche apnak???
সব থেকে বেশি ভাল লাগে ৩০ -৩৫ পর্বের মধে শেষ হয়।
baydardi best drama
Shomoye tv akta " Kuttha" tv.
পাকিস্তানি নাটক গল্প, কাহিনি, লোকেশন , সুন্দর এ্যাক্টর, সুন্দর সাউন্ড, একদম আমরা বাংলাদেশের নিউ জেনারেশন যেরকম চাই, ওরা সেরকম নাটক বানাচ্ছে।
পাকিস্তানের এমন কোনো ফেমাস নাটক নেই যে আমি দেখি নাই 💝💝 বিশ্বের সেরা ড্রামা ইন্ডাস্ট্রি পাকিস্তান 💝💝
@Azmir H Mamun জি বলুন
ভাই কয়েকটি মাইন্ড ব্লোয়িং নাটকের লিস্ট দেন
@@InvestDeskBD vai mind blowing natok holo khaani, koi chand rakh, khuda aur mohabbat, aye musht e khaak, kaisi teri khudgarzi, ishqiya, ishq hai, amanat
@@InvestDeskBD eigula dekhlw buzte parben je asole pakistani natok ki jinish
@@InvestDeskBD ar holo dil awaiz, rani nokrani, ar talefilm ruposh.. Ar ost gula dekien tarpor bujben
kaisi teri khudgarzi" is one of my fav drama now..Danish taimoor and dur e fishan both are brilliant actor and actress ❤️
Natok ta habby joss tai nah😍😍 but 7 din wait korte hoitace akta episode er jonno, 7 din a jodi 2, 3 ta dito.🙂🙂🙂
And Also khuda Awr Mohabbat,Hum Tum,Ehd e wafa,Yakeen ka safar.
Amro onk fav oi drama ta. Asolei Pakistani drama gula onk xoss r oder posak r kotha barta gula o xoss🤩🤩
My favourite also 🖤
Same
আমি একজন বাংলাদেশি আর আমি অসংখ্য পাকিস্তানি নাটক দেখেছি আসলে পাকিস্তানের নাটক গুলি ভারতিয় নাটকের চেয়ে হাজার গুণ ভালো, আর আমি এখন ৮০ ভাগ উর্দু ভাষা বুঝতে পারি
পাকিস্তান,বাংলাদেশ আর ভারত প্রতিবেশী দেশ,এজন্য পরস্পরের সংস্কৃতির প্রতি আগ্রহ থাকবেই।
Amongst all other comments, yours one is the only one which I could agree upon... 👍
@@SattwikaDutta ভারতের প্রশংসা করলেই আপনারা তো খুশি হবেনই।এটা সত্যি আমিও ভারতীয় নাটক দেখি।তবে সেটা হিন্দি বা বাংলা নয়।সাউথ আর ওড়িয়া।
@@dontcry8195 observe her comment .. She ( @rumana rumana) paid respect to all cultures -pakistani, Indian and Bangladeshi ,instead of demeaning Indian culture to show Pakistani customs in a good light.. That's why I liked her comment.. And Pakistani movies and serials are inspired by Indian serials.. So I guess, there is a little difference between Indian and Pakistani productions.. তো কাজেই এটা বলবেন না যে "ভারতীয় সংস্কৃতিকে উদযাপন করলেই" আমরা খুশি হয়.. We take interest in every culture ..
@@dontcry8195 amio hindi bollywood dekhi na(aagey Dekhtam).. I lost interest around 2019.. Odia o na..but southern movies gulo besh bhalo 🔥 hoy.. Tai ogulo dekhi..
..and besides Indian ones, I also watch Turkish drama, but am unfamiliar with Pakistani ones.. Aar ta chara, Serials kono desh erii dekhi na😂
@@SattwikaDutta Hum..
আমি মনে করি বাংলাদেশের নাটকের চেয়েও পাকিস্তানের নাটক অনেক কাহিনী বেশ হয় এবং সামাজিকতা থাকে যা আমরা বাংলাদেশের নাটকের তা দেখিনি আরো একটি কারণ হতে পারে সেটা হচ্ছে বাজেটের বিষয় আমাদের বাংলাদেশের নাটকের প্রযোজকের কাছে টাকাই নাই যে ভালো গল্প এবং কি নাটক বানানোর ...
Sad to read it but believe me there was a time when we had PTV only , the budget of serials and payments of actors and writers were v low ,even than they made iconic dramas and shows of both geners serious and comedy . Its just the matter of keeping the content original and relatable to audiance . I wish you best all bangali brothers
i am Bangladeshi.. but i love pakistani serial more than indian serial and bangladeshi movie..just bcz of there drama is like of familiar, emotional, purity..just awesome.. অভদ্রতামীর কিছু পাওয়া যায় না তাদের নাটকে
কিছু সিরিয়ালের নাম বলেন না প্লিজ
@@sanjidasashi3018 kaisi teri khudgarzi,deewangi
২০১৮ থেকেই পাকিস্তানি নাটক গুলো দেখি। তাদের শালীন পোশাক, বাস্তবধর্মী বিষয়বস্তু, পারস্পারিক শারীরিক দূরত্ব সব কিছুর মাধ্যমে আকৃষ্ট হয়েছি। সপরিবারে বসে দেখলেও এমন কোনো সংলাপ থাকে না যাতে বিব্রত বোধ করতে হয়।❣️
আমি ২০২০ সালে করনার বন্ধসময়ে থেকে হাম টিভির জ তু চাহে নাটক দেখে আমি পাকিস্তানি নাটকের ভক্ত হয়ে পরি।আমার প্রিয় পাকিস্তানি চ্যানেল হার পাল জিও। প্রতিদিন নামাজ কালাম, তাসবীর, কুরআন পরে বিনদন হিসেবে একটা দুইটা পাকিস্তানি নাটক,ইসলামিক গজল দেখি।
সহমত
Vai amke kisu best Pakistan Drama er name bolben jegula apne deksen plz
পাকিস্তানি নাটক গুলা দ্যাখার পর ভারতীয় নাটক...বিশেষ করে কোলকাতার বাংলা নাটক গুলো কে যাত্রা নাটক বলে মনে হয়। তার চেয়ে আমাদের বাংলাদেশের বাংলা নাটকের মান অনেক উন্নত।
কিজে উন্নত দেখেই বুঝা যায় লুচচামী গলপো আর এক গলপের মাজে সত গলপো
l love pakistani drama. বিদেশি হতে পারে কিন্তু পাকিস্তানি drama ইন্ডিয়ান সিরিয়ালের মতো অভিনয়ের নামে যৌন শিক্ষা দেয় না। বরং ইসলামিক ভাবে একটা সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখার শিক্ষা দেয়
I started watching Pakistani dramas from 2021 during lockdown.... Now I'm obsessed with Pakistani dramas .. they're too good ❤️... Danish Taimoor is my favourite actor 🔥❤️
Danish Taimoor is also my fav actor😍😍🥰
Feroze Khan is my favourite actor in Pakistani drama 🥰
দানিশ তৈমুর সবথেকে বেশি সুন্দর লাগে আমার কাছে 🙂
পাকিস্তানি সিরিয়ালগুলো ভাল লাগার বেশ কিছু কারণ আছে
১. কাহিনী বাস্তবধর্মী ও শিক্ষনীয়- parizaad, yakeen ka safar
২. ধর্মীয় সংস্কৃতির প্রকাশ - যেমন suno chanda যেটা রোযার সিরিয়াল ছিল সেটাতে দেখানো হয় রোযার মাসের সেহেরি, ইফতার, চাঁদ দেখা, ঈদের শপিং - আমাদের দেশের নাটকে এসব নেই এমনকি ঈদের নাটকেও না।
৩. স্বাভাবিক মেক আপ/লুক - এখানে ঘুমানোর সময় নায়িকারা লিপিস্টিক পরে না।
৪. কস্টিউম- scene এর সাথে মানানসই, এখানে শীতের সময় পাতলা শাড়ি নেই।
৫. শালীনতা- সবার সাথে দেখার মত, রোমান্টিকতা আছে কিন্তু জড়িয়ে ধরার দৃশ্য নেই। পোশাক ভদ্র ও শালীন
৬. সুশ্রী অভিনেতা- অভিনেত্রী- sarah khan, sajal aly, hania amir, ahad raja mir, billal abbas
৭. অভিনয় - natural. প্রত্যেকে অসাধারণ performance করে
৮. Background music
৯. OST
অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
❤❤❤❤
ঠিক বলেছেন।।। আমি ও অনেক বছর ধরে পাকিস্তানি নাটক দেখি সব মিলিয়ে অনেক ভালো লাগে।।
Love from Pakistan 🇵🇰🇵🇰❤😊
আগে জানতাম না। আগে কখনো দেখিনি। এই মাসেই অনেকগুলো সিরিয়াল দেখে ফেলেছি। তাদের আচার-আচরণ, বাবা-মায়ের সাথে সুন্দর আচরণ, সবাইকে সালাম করা, এমনকি স্বামী-স্ত্রীও সালাম বিনিময় করে, তাদের পোশাকের শালীনতা, সুন্দর গল্প এসব কিছু সত্যিই মনোমুগ্ধকর।
Sobcheye best
Kaisi Teri Khudgarzi 🥰❤️ loved it
R8😁
akhon kaffara dekhen khub ei vlo lage
পাকিস্তানি ড্রামা সিরিয়াল,, যথেস্ট ভদ্র,,,শালীনতা,,সম্মান দেয়া,, সবকিছুই আছে,,,।।কোন বাজে সিন নাই,,,।।।আই লাভ পাকিস্তানি ড্রামা সিরিয়াল,,,
ঠিক বলেছো bro.
পাকিস্তানের নাটকে অশ্লীলতা নেই, পরিবার কিভাবে ভাংগা যায় সেইসব কুটনামী বুদ্ধি না ফলিয়ে বরং পরিবারকে কিভাবে এক করা যায়, সুন্দর করে গঠন করা যায় তা শেখানো হয়-জনপ্রিয় হবে এটাই তো স্বাভাবিক।
পাকিস্তানের সবগুলো সিরিয়ালে ইসলামি কালচার কে সামনে রেখে তৈরি করা হয়।যার দরুন তাদের নাটক সিরিয়ালে অনেক কিছু শিখার আছে।
কারন এই নাটক গুলার কাহিনি খুবি ভিন্ন এবং পারিবারিক যা আমাদের মুসলিম সমাজের সাথে অনেক মিল
তার উপর পোষাক ও ভাষা খুবি মার্জিত,,,,
আর কোন অশ্লীল সিন থাকেনা,,,,,,খুবি প্রিয় এসব নাটক
পাকিস্তানি সিরিয়াল গুলোর দৃশ্যপট খুবই বাস্তব সম্মত, no extra drama,no extra makeup,no extra stupidity script.... That's y Bangladeshi viewers love it...
পাকিস্তানের নাটক গুলোর কাহিনী অনেক সুন্দর। সবাই মিলে দেখা যায়। ভাষা মার্জিত, পোষাক মার্জিত সব মিলিয়ে অনেক ভালো লাগে ♥️
ওরা অনেক শালীন পোশাক পরিধান করে,,, সবার সাথে বসে সেই নাটকগুলো দেখা যায় তার জন্য বাংলাদেশিরা এত পছন্দ করে I কারণ তাদের পোশাক মার্জিত, ভাষা মার্জিত, খুবই ভালো স্ক্রিপ্ট থাকে নাটক গুলোর, এবং সুশ্রী কলাকৌশলী আর তাদের দেখানো লাইফ স্টাইল আমাদের সাথে অনক মিলে, কারণ তারা মুসলিম দেশ।
প্রায় ৬০ টার বেশি পাকিস্তানি সিরিয়াল দেখেছি।
একেকটার চেয়ে একেকটা অসাধারণ।
Aamanat
Aisi hai tanhai
Aik hai nigar
Aap ki kaneez
Ak tum aurtain
Bin roye
Berukhi
Bandh khirkiyan
Behaad
Baydardi
Bakhtawar
Chup raho
Chauraha
Dhup ki deewar
Do Bol
Do Lafzon ki kahani
Dil e momin
Deewangi
Dil ka rishta
Ehsas
Fitoor
Gohor e nawab
Hum Tum
Humnaseen
Humsafar
Inteha e ishq
Ishq hai
Ishq mein kafir
Jhooti
Judaai
Janbaaz
Kis se kahu
Khuda dekh raha hai
Koi chand rakh
khamoshi
Kaisi teri khudgarzi
Lapataa
Log kya kahenge
Mere rab waris
Mein kaise kahu
Maang
Mumkin
Mere pass tum ho
Merey humnaseen
Noor ul Ain
Naaraz
Parchayee
Pehchaan
Pehli si mohabbat
Phir wohi mohabbat
Pyar dewaangi hai
Ru bru ishq tha
Shart
Sinf e Aahan
Tum mere ho
Raaz e ulfat
Wedding virus
Yakin ka safar
Ye dil mera
Ye na thi hamari kismat
Zakham
zindegi gulzar hay
কয়েকটা এখন রানিং
Watch deewangi and ab dekh khuda kya karta ha,and khanni
I am Bangladeshi but i watch every day pak drama. Becouse pak drama decent, moral, mild, pious, polite and elegible. No sign sexsual heresment. Good acting.
ওদের নাটক গুলো এত সুন্দর, তার থেকেও ওদের নাটকে খারাপ দিক গুলা থাকে না💜💜
ন্যাচারাল লুক, ঝকঝকে প্রিন্ট, গল্পের বৈচিত্র, আর শালীনতা সব মিলিয়ে তাদের drama গুলো excellent
সামাজিক নাটক পরিবারের সবার সাথে বসে দেখা যায়।মার্জিত ভাষা,শালীন পোশাক, সুন্দর গল্প আমার তো পাকিস্তানি নাটক খুবই প্রিয়।
আমার মতে, ভারতীয় সিরিয়াল দেখে পরকীয়া আর সমাজ নষ্ট না করে,পাকিস্তানি সিরিয়াল দেখা ভালো।
আর বাংলাদেশী নাটক হলে সেটা অবশ্যই ভালো।
পাকিস্তানি ড্রামা গুলো শালীনতা পূর্ণ, ভাষায়, পোশাক আশাকে যথেষ্ট শালীনতা আছে। ভালো স্ক্রিপ্ট, সুন্দর ফ্যামিলি গল্প আর অসাধারণ নায়ক নায়িকা নিয়ে পাকিস্তানি ড্রামা তৈরি করা হয়। আমিও পাকিস্তানের অনেক গুলো ড্রামা দেখে ফ্যান হয়ে গেছি। বিশেষ করে দিওয়াঙ্গী, কেসি তেরি খুদগারজি অনেক বেশি প্রিয়। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী ন্যাচারাল অভিনয় করে থাকে। কোনো বাজে স্ক্রিপ্ট বা ওভার এক্টিং থাকে না।👍👍❤❤
কারণ পাকিস্তানের নাটকগুলোতে নম্র ভদ্র, সঠিক উচ্চারণ এবং মুসলিম সভ্যতা পরিবারের সবাই মিলে দেখতে পারছি
যেযন। মেরা নাম ইউসুফ হে ,এ মুশহাক এ খাক এই অভিনয় গুলো দেখলেই প্রাণ জুড়িয়ে যায়
এ মুুশহাক এ খাক আমার দেখা প্রথম পাকিস্তানি সিরিয়াল। তারপর থেকে আমি নেশায় বুদ হয়ে আছি।খুব ভালো লাগে পাকিস্তানি সিরিয়াল।
কারন হলো ওদের নাটক এর মধ্যে কোনো কোনো বাজে কথা বা কোনো অশ্লীলতা কোনো ছিন থাকে না,, যেটা কিনে ফেমিলি নিয়ে নাটক দেখার যোগ্য এবং ওদের মধ্যে কথা গুলা সুন্দর করে আল্লাহ নাম নেওয়া হয় বাবা মামা কে ছালাম দেয় যা দেখলে ওই ❣️😍 অনেক ভালো লাগে
কলকাতা এবং মুম্বাইয়ের নাটকে ১২ মাসে ১৩ পূজা পার্বণের মেলা বসে সেকারণেই কিছু দর্শক পাকিস্তানের নাটকে ডাইভারট হয়েছে।
এটা ঠিক। পাকিস্তানি নাটকে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, মার্জিত আচার-আচরণ, বাবা-মায়ের প্রতি সম্মান, সামাজিকতা এসব দেখা যায়।
Thik 😂
Akdom tik... Indian serial a tader poja golo beshi dekai..
আজব ইন্ডিয়ানরা হিন্দু তাদের ধর্মের পূজা দেখালে দোষ
আর পাকিস্তানিরা মুসলিম আর বাংলাদেশের বেশিরভাগ মুসলিম বলে নামাজ রোজা দেখানো টা ভালো
কি অবস্থা🙂
হিন্দুধর্মে আছেই বারো মাসে তেরো পার্বণ আর তাই সিরিয়ালে না দেখানোর কি আছে??
সব দেশই তাদের টিভি সিরিয়াল, সিনেমায় নিজ ধর্ম,সংস্কৃতি তুলে ধরবে হাসির খোরাক বানানোর কি আছে?
বাংলাদেশের নাটকেও তো রোজা ঈদ তুলে ধরবে-- পূজা অর্চনা কি কখনো দেখায়? আর দেখায় না বলে কি বাংলাদেশী হিন্দুরা কিছু বলে?
তাই নিজ দেশ নিয়ে ভাবেন,,
focused on story
Obviously the Concept of Pakistani drama is good, exceptional
But Don't compare...... If you want to compare...plz compare with story not BARO MASHE TERO PARBON apnader roja dekhanota jodi vlo hoi PUJO O HINDU DER dhormiyo bishoi....
Bango krar ki ase
@@goodbad2282 দেখাবেই তো
আমি দেখি 2016 থেকে কারন পাকিস্তানি অভিনেতা অভিনেত্রী দের দেখতে অন্নেক সুন্দর যেটায় আমি মুগ্ধ গল্প অভিনয় সিনেমাটোগ্রাফি সব অসাধারণ । কোন অশালীন দৃশ্য নাই তারপর ও আকর্ষণীয় নায়ক নায়িকা খুব কাছাকাছি ঘনিষ্ঠ দৃশ্য তে আসে না তারপরও অসাধারণ রোমান্টিকতা প্রকাশ পায়।" রুপশ" টেলিফিল্ম টি যারা দেখেননি দেখে ফেলুন বলিউড রোমান্টিক মুভিকেও হার মানায়
আপনি হাম তুম, ফাসেক, পারিজাত গুলো দেখবেন অনেক সুন্দর হয়ছে
Ropush ra sondor dekchi,,
আমি আগে কখনোই পাকিস্তানের সিরিয়াল দেখিনি কিন্তু আমার বান্ধবী বলার পর দেখে সত্যিই ভালো লেগেছে। কোথায় যেনো মনে হয় সেই ছোটবেলার বিটিভির নাটক দেখছি। গল্প আছে, মানঅভিমান আছে, সংঘর্ষ আছে কিন্তু ভারতীয় সিরিয়ালের মতো প্রচন্ড কুটনামি, একশোটা পরকীয়া নেই।
পাকিস্তানি 2টা নাটক দেখেছিলাম লকডাউনের সময়ে। অনেক ভালো লেগেছে।
বাংলা হিন্দি নাটকের মত জড়াজড়ি কিস্ কিছুই ছিলো না। তারপরেও কতো সুন্দর করে প্রেম রোমান্স ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের সবাই কে নিয়ে দেখা যায়। কোনো অশ্লীলতা নেই।
Not only Bangladeshis the Indians are also more interested in Pakistani dramas cause they have another level of screenplay their acting skills are awesome ❤️ and most sweetest thing is there is nothing vulgar ...we can see Pakistani dramas with our family unlike Indian drama or kdrama...
পাকিস্তানি সিরিয়াল এস ব্রেস্ট। কারণ তারা কোন অশ্লীল পরেনা। আর তাদের ড্রামা অনেক সুন্দর আর শিক্ষনীয়।
My favorite pakistani top 10 drama
1 Dil lagi
2 Humsafar
3 Sadqay Tumhari
4 Dewangi
5 Ehd e wafa
6 Qurban
7 Ishq zahe nasib
8 Tum kon piya
9 Khuda our mohabbat Season 1 2
10 Parizaad
আমি clss 8 থেকে পাকিস্তানি ড্রামা দেখি। জীবনের সবগুলা best ড্রামা এই পাকিস্তানেরই ছিলো। পাকিস্তানি ড্রামা দেখেই আমি প্রথম সেলোয়ার কামিজ পড়া শুরু করছিলাম, ভদ্রতা কি ওইটা শিখার চেষ্টা করছি 😐!! আমার life বড় একটা অংশ এই ড্রামাগুলা 🥺🥺,, আমার যখন মন খারাপ হতো আমি pk ড্রামা দেখা শুরু করতাম, বেছ!!🥰 আমার মন ভালো হয়ে যেতো। সরকারের কাছে আবেদন 😑ARY digital চ্যানেল টা যাতে tv টে আবার দেয়।🥺🥺, এই চ্যানেল বাংলাদেশ বাদ দিয়া দিছে 😭😭,star jolsha bad den,zee Bangla, indian ক্ষেত চ্যানেল গুলা বাদ দেন তাও ARY digital চ্যানেলটা বিনিময়ে ফেরত দেন 🥺🇧🇩
আমার মতে ভালো হবে এই চ্যানেলটা দিলে
@@asmabintechowdhury1263 ami tv tei fast pk drama dekha shuru kori,age chilo BD te ARY digital,,ekhon 2/3 bochor hoice bad dice 🥺,,amio chai চ্যানেল ta aber dik😭
@@tahsin878 kkn cilo?amder tv te o daklam... Ame wifi nawar por theka daktechi pakistani drama
@@goodbad2282 chilo onk age 😒
Mera naam yousuf hay খুব ভালো একটা পাকিস্থানি নাটক। আসলেই তাদের ড্রেসআপ কথাবার্তা অনেক রুচিশীল। সবাইকে নিয়ে দেখার মত ওদের নাটকগুলো
আমি ৩৫+ পাকিস্তানি সিরিজ দেখেছি,, কিছু বেস্ট সিরিজ, Ehd e Wafa,
Sono Chanda, Chowdury & sons, Chopke Chopke, Yeh dil mera, yekin ka safar. আরো বেশ কিছু। যারা নতুন দেখা শুরু করবে তারা এগুলা দিয়েই শুরু করতে পারো। শুধু মাত্র ছেলেদের জন্য। মেয়েদের রুচি আলাদা হইতে পারে।
আমার ১০০ টা দেখা হয়েছে
মেক্সিমাম দেখছি
sob gula drama e best.. jegulor nam bollen..aro aso oder drama gula te nekami kom.osalin kisu nei.r kisu sikkhonio bepar o ase.
Natok gula valo
আমি প্রাই ১৩ টা ড্রামা সিরিজ দেখেছি খুবি সুন্দর. বিশেষ করে অভিনয় ও কাহিনী অনেক যোষ থাকে❤️❤️
Link diben pls
their story line and acting skill are so impactful that is why people love Pakistani drama
পাকিস্তানি এক একটা নাটক wow লেবেলের আমি নিয়মিত দেখি এগুলো একটু বেশি রোমান্টিক
Apr dekha sera pakistani natok tar nam bolen
Ami dekhte chai
@@taslimanur5119 khoda aur mohabbat,, best heart touching and romantic drama
@@masumasamia4920 r ase😳🙄 ato dekhe ses korcen kmne
R vasha bujhen kmne
@@mdrobin1656 ok chesta korbo
But ami turki drama sirij gula dekhi
Onk onk beshi love kore turki siris gula
@@taslimanur5119 Turkey best drama dirilis artugrul, and kurulus osman,
Pakistani drama আমি প্রতিদিন দেখি এবং প্রতিটা পর্ব দেখি খুব ভালো লাগে খুব আকর্ষণ এবং খুব ইমোশনাল 🙃🥰🥰
আমার দেখা সবচেয়ে সেরা নাটক দিওয়ানগি 🥰🥰🥰🥰❤
পাকিস্তানের নাটক ফ্যামিলি কে নিয়ে একসাথে বসে দেখার মতন নাটক যেটা আর এখন বাংলাদেশে হয় না পাকিস্তানি নাটকের মধ্যে কোন ধরনের অশ্লীল মন্তব্য দেখা যায় না অশ্লীল ভাষা ব্যবহার করা হয় না
India also watch Pakistani dramas massively from the beginner 'Dhoop Kinare' to today's 'Zindegi Gulzar Hay' ft. Fawad Khan ! Pakistani Dramas or TV Plays are very intense and powerful - these dramas or plays are watched more than movies in both country Pakistan and India as well ! Pakistani drama's OSTs also a big hit in India and Pakistan - Du Bol , Bol Kaffara ost got millions millions views on youtube.
Pakistani drama best .
Khuda aur mohabbat ost is best
পাকিস্তানের নাটকের মধ্যে যে রোমান্টিক আর কথার ভাষ কালচার সব কিছু ই অসাধারণ
Feroze Khan and Sana Javed best on-screen couple in Pakistani drama industry 🔥❤️
Pakistan natok সবচেয়ে সুন্দর নাটক♥️♥️♥️💙💙💙, কোনো তুলনা হয় না অন্যদের সঙ্গে
Pakistani dramas better than India and Bangladesh. আর অবশ্যই দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাই সুলতান সুলেমান এর মত এতো সুন্দর একটা ড্রামা উপহার দেয়ার জন্য।
বাংলাদেশের গ্রামের নাটক খুব ভালো লাগে তেমনি পাকিস্তানের শহরের সিরিয়াল খুব ভালো লাগে আর ইন্ডিয়ান বলিউড মুভি খুব ভালো লাগে
Highlly Recommend.
Life changing drama Crial
"Parizad" 😭
আমি দেখছি আর কান্না করছি।
ফাসেক টা দেখবেন আশা করি
Yes Parizaad is larger than life - Ahmed Ali transform himself as black man not just in terms of color but also in attitude, gesture and body language throughout the whole drama !
আমি নিজেও একজন পাকিস্তানি সিরিয়ালের ভক্ত।"ক্যাসি তেরি খুদগারজি" আমার প্রিয় সিরিয়াল।
আমি বর্তমানে চলমান ২৪/২৫টি৷ সবকটি নাটক দেখছি ২০১৮ সাল থেকে ১২০ দেখা শেষ করেছি একেকেটির পর্ব ২৪ থেকে ৪০, ৫০ পর্ব তার চাইতে বেশী পর্ব হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের নাটক বেশী দেখি। ❤️❤️
Best koyektar nam bolen amio onk dekhi
Vai amke kisu best drama name volben plz
@@anwarahmed9871 pyare afzal
পাকিস্তান ড্রামা অনেক ভালো 💕🇵🇰 সবাই মিলে দেখা যায় 🇵🇰🇵🇰🇵🇰💕💕💕💕💕
আমিও পাকিস্তানি ড্রামার অনেক বড় ফ্যান। পাকিস্তানি ড্রামা এত এত ভালো লাগে যা বলে বুঝানো যাবে না। আমি ২০১৯ সাল থেকে ড্রামা দেখি।
বাংলাদেশী নাটকের যাকে যাকে তাকে দিয়ে নাটক করানো হয়, খাটো, কালো ,মোটা সবাই চান্স পায় বাংলাদেশ নাটকে। বাংলাদেশে কোন ভাল নাটক তৈরি করা হয় না শুধু কমেডি নাটক তৈরি করা হয়, বাংলাদেশী নাটকে কলা কৌশলীদের ভাষা খুবই নিম্নমানের। তাদের আসলে নাটক করার কোন যোগ্যতাই নেই।
পাকিস্তানি ড্রামা অনেক ভালো।🖤
মানুষ বিচার না করাই ভালো কারন সবাই আল্লাহর সৃষ্টি, সবার আলাদা আলাদা টেলেন্ড আছে। জ্বি, তবে ভাষা অশ্লীল ভাষা ইউজ করে আমাদের মুসলিম দেশে।
আর প্রাই সব নাটকের কাহিনি একই শুধু মানুষ আলাদা
Tamil film industry hit. Tara to short black, thick.. Eshob diye manush k judge koren naki? Short black hole dekhte kharap hobe? Shundor face cutting e real beautiness. Not the colour of skin. Eshob racism off koren. Allahr shob sristi shundor. Kintu apnar dekhar moto oi shundor chokh ta nai. R apni bolte chaisen jara kalo, short tara jate chance na pay natok e. But ashol jinish holo talent.... Salman khan koto shundor. Kintu tar por o shah rukh khan beshi hit.. King of bollywood bola hoy take. Bcz of his talent and smartness which is real beautiness
@@shimulshimul7931 well apni bollen j shundor cokh nei, ami akta question korte chai apna k apni tamil cinema and Bollywood er example dilen....accha apnar ki onk shundor dakhar dristy? Tamil cinema te sari pore body revile kora dance dekhte ki apnar onk vhalo lage? R cinema er kotha baad e dei oikhane kono real kichu to dakhay na....like jeita dakhay oita just cinema tei possible..real life e amn hoy na..but Pakistani dramay amn kichu dakhao hoy na jeita possible na.
@@asmabintechowdhury1263 actually ovhabe bolechi karon bapar ta amn hoyeche j akhon just omn rai chance pay nijeder talent na thaklew...ora just comedy kore and jara vhalo and talented tara chance e pay na....body shaming ta main uddessho chilo na.
রেসিস্ট এর কমেন্টে আবার ১৫ টা রেসিস্ট লাইকও দিছে
0:34 this OST 🔥 ... goosebumps 🥹 ...my favourite drama till date ... Danish Taimoor my most favourite actor 🔥❤️❤️
বাংলাদেশ নাটক পাকিস্তান নাটক সম্পূর্ণ আলাদা পাকিস্তানি নাটকে কোন তুলনাই হয়না অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালো লাগে তাদের নাটকের মধ্যে পাকিস্তানের চরিত্র ব্যবহার সমাজ সবকিছু ফুটিয়ে তোলে যেটা বেশি আকর্ষণ থাকে সবার সাথে মিলেমিশে দেখা যায় আমার অনেক অনেক ফেভারিট পাকিস্তানি নাটক আই লাভ পাকিস্তান ড্রামা,, কেইসে তেরে খুদ্গরজি, দিবানিগী ছাড়াও অনেক সুন্দর সুন্দর নাটক আছে মাই ফেবারেট কেইসে তেরে খুদ্গরজি।
The most crucial thing to remember is that Pakistani drama does not grow in popularity. That Indian drama certainly does. In Bangladesh, we solely created BOYFRIND and GIRLFRIND-based dramas.
I love Pakistani drama. 🇧🇩💚🇵🇰 I am watching this drama
1 meray paas tum ho
2 khuda aur mohabbat
3 deewangi
4 kaisi teri khudgarzi
5 qurban
6 sang e mah
7 suno chanda
Tere bi n wow😮
পাকিস্তানের নাটকে কোনো অশ্লীলতা নাই। তাই আমার ভারত এবং বাংলাদেশের নাটক থেকে পাকিস্তানি নাটক বেশি পছন্দ।
I watched lot's of Pakistani Dramas like khaani, dewangi, khuda aur muhabbat etc those dramas are Very energetic
বর্তমানে বাংলাদেশে অকথ্য, গালিগালাজ করা ছাড়া নাটক তৈরি হয় না। এছাড়া অশ্লীলতা তো আছেই। দেখা যায় 50টি নাটকের মধ্যে হাতেগোনা 5-7 টি নাটক প্রশংসা পাবার যোগ্য। তাহলে কেন মানুষ ভিনদেশী নাটক দেখবে না?
ইন্ডিয়ার নাটকের চাইতে দশ গুন ভালো বাংলাদেশ আর পাকিস্তানের নাটক,,
সেই ২০১৮ সাল থেকে দেখতেছি কোনো ড্রামা বাদ রাখি না অনেক ভালো লাগে তারা কথায় কথায় সালাম, জাযাকাল্লাহ, আল্লাহ হাফেজ এবং ইসলাম নিয়েও অনেক নাটক আছে যেমন Fasiq এটাতে নামাজের বেশি গুরুত্ব দেওয়া হয়
মুনাফিক নাটকটাও অনেক সুন্দর। যেখানে চরিএ টাকে হাই লাইট করা হয়েছে
পাকিস্তানের নাটক আমার অনেক পছন্দ। তাদের নাটক গান গুলো ভালো লাগে। তাদের নাটক ইসলামি সংস্কৃতির সঙ্গে যুক্ত তাই