জামায়াতের কাজ শুধু গনতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাওয়া না। তাদের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন। আশা করি, বুঝতে পারবেন। আপনার থেকেও আরো এডভান্স প্লানেই কাজ করে যাচ্ছি আমরা। তবে আপনার জন্য দোয়া রইল। অন্যরা এগুলো নিয়ে ভাবতেই চায় না।
আপনাদের স্ট্রাকচার আওয়ামী বিএনপির স্ট্রাকচার এর বাইরে না। আশির দশক, 90 এর দশক, 2000 এবং 2000 পরবর্তী আপনারা কিভাবে আপনাদের মূল ভিত্তি থেকে সরে এসেছেন শুধুমাত্র হিকমতের নামে।
ইসলামি ছাত্র শিবির তাই প্রথমে সবাইকে সংস্কার এর চেষ্ঠা করে... একজন ব্যাক্তিকে প্রথমে নিজেকে প্রস্তুত করতে সাহায্য করে... এভাবে এক সময় অনেক মানুষ নিজেকে খেলাফত এর জন্য প্রস্তুত করতে পারবে৷
@@marziaaaRahman vai sibir ক্ষমতার জন্য পাগল না.. শিবির যদি ক্ষমতার এত পাগল হতো তাহলে এত অত্যাচার সহ্য করত না.. শিবিরের মানুষ অনেক নিষ্ঠাবান... আমার ছোট ভাই ক্লাস ৭ এ পরে এখনো ছোট কয়দিন আগে কর্মী হইছে ও শিবিরে যুক্ত হয়ে নামাজ পরে নিয়মিত... আমিও কর্মী ছিলাম বাট অলসতার জন্য.. কন্টিনিউ করছি না... পরে করব
এতো ইন ডিটেইলস পড়াশোনা করে হাইয়েস্ট ডেপ্টে গিয়ে আলোচনা করতে কতটুকু স্টাডি করতে হয় একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে আমি বুঝি। আল্লাহ আপনার এই ডেডিকেশনের গুরুত্ব একদিন দিবে ইনশাআল্লাহ। দোয়া রইলো আপনার জন্য ভাই।❤
ভাই আপনি ঠিক বলছেন তবে জামাতে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সাধারণ মানুষের ভিতর খেলাফত প্রতিষ্ঠার পরিবেশটা তৈরি করতে পারবে। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় খেলাফত প্রতিষ্ঠার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ
গত মাসে আমার ছোট ভাই ঢাকা আসে ও আমার এক রুমমেট সাথে উপরের বিষয়টা নিয়ে একদম সেইম কথা গুলো বলেছে, তখন বুঝলাম কিছু টা এখন পুরোপুরি বুঝলাম,,আমার ছোট ভাইয়ের কথার গভীরতা দেখে অবাক হলাম। আল্লাহ ওর ইলমে বারাকা দান করুন। আমিন
খেলাফত প্রতিষ্ঠায় এগিয়ে যাবে ক্ষমতায় গেলে। কারণ জামায়াতের প্রত্যেকটি খেলাফতের চিন্তা লালন করে৷ আর তারা ক্ষমতায় গেলে খেলাফত ব্যবস্থায় আমরা অনেক দূর এগিয়ে যাবো। ইংশাআল্লাহ । আমরা অপেক্ষায় ইমাম আল মাহদীর। ❤
@@funenjoy2425 25 ta ashon keno…Jamaat er jodi ekta ashon o thake shetai onek powerful hobe. Kom parte pasher desh theke shusma swaraj ure ashe shudhu matro Jamaat ke election theke dure rakhte r jatiyo party’r moton dummy opposition ke humki diye election a nae?
গণতান্ত্রিক দেশে থাকেন সমস্যা হয় না । গণতন্ত্র দিয়ে বইগুলো ছেয়ে গেছে ওগুলো পড়তে আপনাদের সমস্যা হয় না । গণতান্ত্রিক সংবিধান মেনে চলেন ওগুলো সমস্যা হয় না । সমস্যা শুধু কারা গণতান্ত্রিক পদ্ধতি মানে তাদের পেছনে লাগা । বর্তমানে পুরো পৃথিবী চলে গণতন্ত্র দিয়ে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করে ইহুদীরা তাদের বললেন কুরআন এর আইন দিয়ে পৃথিবী চলবে আর তারা মেনে নেবে?? হাস্যকর । আমরা ইতিহাস ভুলে গেছি মুসলিমদের কৌশল সম্পর্কে আমাদের ধারণা নেই । যাই হোক গনতন্ত্র দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম কখনই হবে না । কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে সংসদে না হলে সারা জীবন এভাবে শুধু মিডিয়ায় এভাবে কথা বলতে হবে
বিপ্লব বা সংস্কার যেই পথেই বেচে নেন নিজের ব্যাপারে সৎ থাকেন,,ভালো লাগলো উক্তিটা,,,,, যে যেইভাবে ইসলামের ব্যাপারে কাজ করুক বাংলাদেশর প্রেক্ষাপটে সমর্থন করেন কাউকেই প্রতিপক্ষ হিসাবে কাউন্ট করবেন না তার মধ্যে নিজের কাজ অবিচলভাবে চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসিবেই,,,,,,
Domain dimension is not stop here. . My rabb input this system all of system like algorithm, waves, dimension. So in earth everything going with a system. Thats if we go with a system we can achieve . Thanks brother who speak in stage . Your thoughts ....
খেলাফতের সময়কাল ত শেষ হয়েছে অনেক আগেই, মাত্র ৩০ বছর। আর খেলাফত ত উম্মা ভিত্তিক, দেশ ভিত্তিক নয়। যেকোনো দল ১০০% কুরআন দিয়েও দেশ চালাইলেও ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। কারণ; খেলাফত পরো পৃথিবী ভিত্তিক ভাই।
@@peacestudioindখেলাফতের সময়কাল ত শেষ হয়েছে অনেক আগেই, মাত্র ৩০ বছর। আর খেলাফত ত উম্মা ভিত্তিক, দেশ ভিত্তিক নয়। যেকোনো দল ১০০% কুরআন দিয়েও দেশ চালাইলেও ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। কারণ; খেলাফত পরো পৃথিবী ভিত্তিক ভাই।
দাওয়াতি কাজ ছাড়া কখনওই খেলাফত সম্ভব নয়। আগে দেশের মানুষকে ঠিক করতে হবে। এমন একটা সমাজ গড়তে হবে যারা আসলেই ইসলামী আইন চায়। তখনই খেলাফত প্রতিষ্ঠা হবে। ক্ষমতায় যাওয়ার সুবিধা হলো দাওয়াতি কাজে সুবিধা। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক (আমীন)
নাই মামার চেয়ে কানা মামা ভাল, একদিনে সব হয় না, আগে সেবা দেয়ার সুযোগ নিতে হবে, গ্রহণ যোগ্যতা অর্জন করতে হবে। যেভাবে ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে সম্মান তা ভুল প্রমাণ করতে হবে, প্রকৃত ইসলামের সৌরভ ছড়িয়ে দিতে হবে । মানুষ ভালোবেসে খেলাফত কায়েম করবে।
@Md.jamidulislam কিভাবে এমন অলীক কল্পনা করেন ভাই বুঝি না। দয়া করে আফগানদের সম্পর্কে পড়াশোনা করেন ভাই। তাদের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আফগান বিপ্লবী আলেমদের অন্তত বিশটা বই পড়েন আগে দয়া করে। তারপর বুঝতে পারবেন। আফগানদের সাথে মিল দুনিয়ার কোথাও পাওয়া কঠিন। কিছুটা মিল এই লেকচারে পেলাম।
খুবই প্রশংসনীয়। দারুণ গবেষণামূলক কথা। তবে জামায়াত ক্ষমতায় গেলে কী করবে এবং তাদের স্ট্রাটেজি কী সে সম্পর্কে ভাইয়ের অজ্ঞতা অনেক বেশিই! আরো জানলে বক্তৃতা শেষে আপনার কথাটি এই উপসংহারে পৌছাত যে, জামায়াতে ইসলাম আপনার এই কথা কয়েক দশক আগেই মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে।
Good discussion. But need massive endeavour to train people in favor of establishing Islam in personal life, society and jn state level. This is faze kafia for the Islamic real believer.
‘‘দীনে কোনো জবরদস্তি নেই। ... যে তাগূতকে অবিশ্বাস করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে সে এমন এক মযবুত হাতল ধরবে যা কখনো ভাঙ্গবে না।’’ অন্যত্র আল্লাহ বলেন: أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا ‘‘তুমি কি দেখ নি তাদেরকে যারা দাবি করে যে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তা তারা বিশ্বাস করে, অথচ তারা তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাগূতকে অবিশ্বাস করার আর শয়তান চায় তাদেরকে ভিষণভাবে পথভ্রষ্ট করতে? তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এস, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হতে মুখ একেবারে ফিরিয়ে নিতে দেখবে।’’[2] মহান আল্লাহ আরো বলেন: وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ‘‘আল্লাহর ইবাদত করার এবং তাগূতকে বর্জন করার নির্দেশ দিয়ে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি।’’[3] এখানে তাগুতকে বর্জন করা বলতে তাগুতের ইবাদত বর্জন করা বুঝানো হয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ আরো বলেছেন: وَالَّذِينَ اجْتَنَبُوا الطَّاغُوتَ أَنْ يَعْبُدُوهَا وَأَنَابُوا إِلَى اللَّهِ لَهُمُ الْبُشْرَىٰ ‘‘যারা তাগূতের ইবাদত করা বর্জন করে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ।’’[4]
এখনও বুঝলেন না ভাইজান,গনতান্ত্রিক প্রক্রিয়ায় খেলাফত অতীতেও কায়েম হয় নাই,সামনেও হবে না, খেলাফত প্রতিষ্ঠার জন্য বৈপ্লবিক পরিবর্তন চাই, যেমনটা আফগানিস্তানে হয়েছে,তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমেরিকা,রাশিয়া,গৃহ যুদ্ধ কি করে নি।সুতরাং,আমরা যদি সত্যিই অন্তর থেকে চাই,মদিনার ইসলাম ও ওমরের (রা:) যুগ বাংলার জমিনে ফিরে আসুক,আমাদেরকে জ্ঞানে গুনে বলে সর্বদিক থেকে একটা প্রজন্ম তৈরি করতে হবে যাদের অন্তরের পিপাসা থাকবে ইসলামী খেলাফত কায়নার সেজন্য তারা আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসেবে সশস্ত্র বিপ্লব করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকবে। সুতরাং,গাইডলাইন এটাই,নিজেকে ও সন্তানাদি থাকলে তাদেরকে একজন মুজাহিদ হিসেবে গড়ে তুলুন।
উনি যে সংস্কারের বা খেলাফতের পদ্ধতির কথা বলেছেন, সেটা গত ৫০ বছর ধরে অনেকেই চেষ্টা করে আসছে কিন্তু কোনো লাভ হয়নি! তাই এখন একটু ভিন্ন ভাবে চেষ্টা করা উচিত। সর্বাদিক চিন্তা করে আপাতত একবার জামায়তকে সুযোগ দিয়ে দেখুন কোনো পরিবর্তন আসে কিনা!
বাংলাদেশের ৮০% মুসলমান মুনাফেক! এরা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে সকাল ১১ পর্জন্ত এরপর ১২ থেকে ডিজে গান শুনে! এরপর এডাল্ট ছবি দেখে রাতে! এদেশের ৮০% মানুষ হলো টক ঝাল মিষ্টি ইসলাম পছন্দ করে! এদেশের মানুষ ইসলামকে হাস্যরসের বিষয়বস্তু বানিয়ে দিয়েছে এবং ব্যবসার খেত্র বানিয়েছেন! পুরা সংবিধান চেন্জ করতে হবে
আপনার ব্যাখ্যা যুক্তি আমার মতে ঠিক নেই। আপনি এতদিন কোথায় ছিলেন এই ১৫-১৬ বছর ধরে ইসলাম এভাবে খেলাফত অর্জন করতে পারবে না এই কথাগুলা আগে কেন বলেন নাই আমি মনে করি যে আপনার ভিতরে কোন সমস্যা আছে।
আমি দুঃখিত এইজন্য যে, আপনি ঠাস করে খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবেন! কিন্তু আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন: ইল্লালাযিনা তাবু ওয়াআসলাহু ওয়াবাইয়্যানু ফা উলাইকা আতুব আলাইহিম ওয়ানাত তাওয়াবুর রাহিম। সূরা বাকারা আয়াত 160। আল্লাহতালা এখানে সংশোধনীর কথা বলেছেন, আপনাদের মত ঠাস করে পরিবর্তনের কথা বলেন নাই, অবশ্য এখানে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে, আর সংশোধন সংশোধন বলতে আপনারা কি বুঝেন! বাংলাদেশ জামাত ইসলাম সংশোধন বলতে বুঝে ব্যক্তি সংশোধন পারিবারিক সংশোধন সামাজিক সংশোধন রাষ্ট্রীয় সংশোধন পরিশেষে উম্মার সংশোধন এজন্য যে আমরা শিরক বেদাতে ডুবে আছি। ধন্যবাদ
Indeed I strongly testify that ❤ Syed Muhammad Qasim bin Abdul Karim will be the real ❤ Imam al Mehdi by the mercey of Allah. Everything is happening right now is according to Muhammad Qasim's dreams. May Allah bless us. Ameen...
অনেক সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ,,,,আমার প্রশ্ন বাংলাদেশ একটি গনতান্ত্রিক রাষ্ট্র,বাংলাদেশের অধিকাংশ মানুষ গনতন্ত্রের পক্ষে,যেমন ধরে নেন আমাদের দেশে ২০ কোটি মানুষ তার মধ্যে ৫ কোটি মানুষ খিলাফতের পক্ষে,১৫ কোটি খিলাফতের বিপক্ষে এখোন যদি আমরা খিলাফত কায়েম করতে চাই ১৫ কোটির বিপক্ষে নামতে হবে,আর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে চিন্তা ভাবনা করে,সেটা হচ্ছে আগে মানুষকে কুরআন বুজাতে হবে আগে কুরআনকে বাংলাদেশের রাষ্ট্রে বসাতে হবে,যখোন মানুষ কুরআনের বুজতে পারবে তখোন আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশের মানুষ হাসি মুখে খিলাফতের পক্ষে আসবে ইনশাআল্লাহ ✊✊✊✊
আসসালামু আলাইকুম আমি সম্পূর্ণ সহমত ব্যক্ত করছি আপনার সংগে বৈপ্লবিক পরিবর্তন ছাড়া সমভব নয়।বাট কিভাবে? এক কাজ করুন আপনি যেহেতু বুঝছেন শুরু করুন না! চেষ্টা তো করুন।❤❤❤
একমাএ আল্লাহর আইনের মাধ্যমেই দীন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। গনতান্ত্রিক পদ্ধতিতে/আইনে দীন প্রতিষ্ঠা করতে চাওয়া /আর বিবাহের আগে সন্তান নিয়ে বিবাহের পরে বৈধতা দেওয়া সমান কথা।
জামায়াতের কাজ শুধু গনতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাওয়া না। তাদের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন। আশা করি, বুঝতে পারবেন। আপনার থেকেও আরো এডভান্স প্লানেই কাজ করে যাচ্ছি আমরা।
তবে আপনার জন্য দোয়া রইল। অন্যরা এগুলো নিয়ে ভাবতেই চায় না।
😂😂😂😂😂😂😂😂😂
Accha apnara constitution change korben kibhabe khomotay gele?
Accha apnara constitution change korben kemne khomotay gele?
😂
আপনাদের স্ট্রাকচার আওয়ামী বিএনপির স্ট্রাকচার এর বাইরে না। আশির দশক, 90 এর দশক, 2000 এবং 2000 পরবর্তী আপনারা কিভাবে আপনাদের মূল ভিত্তি থেকে সরে এসেছেন শুধুমাত্র হিকমতের নামে।
ইসলামি ছাত্র শিবির তাই প্রথমে সবাইকে সংস্কার এর চেষ্ঠা করে... একজন ব্যাক্তিকে প্রথমে নিজেকে প্রস্তুত করতে সাহায্য করে... এভাবে এক সময় অনেক মানুষ নিজেকে খেলাফত এর জন্য প্রস্তুত করতে পারবে৷
মাশাল্লাহ
পার্কে প্রেম করে শিবির ইসলাম কায়েম করবে😜
@@marziaaaRahman vai sibir ক্ষমতার জন্য পাগল না.. শিবির যদি ক্ষমতার এত পাগল হতো তাহলে এত অত্যাচার সহ্য করত না.. শিবিরের মানুষ অনেক নিষ্ঠাবান... আমার ছোট ভাই ক্লাস ৭ এ পরে এখনো ছোট কয়দিন আগে কর্মী হইছে ও শিবিরে যুক্ত হয়ে নামাজ পরে নিয়মিত... আমিও কর্মী ছিলাম বাট অলসতার জন্য.. কন্টিনিউ করছি না... পরে করব
@@nrahman3943 তাহলে সপ্তাহে যে দীনি প্রোগ্রাম হয়, রিপোর্ট লেখা, দাওয়াত দেওয়া, হাদিস পরা এগুলো কি?
@@rakat1 গণতান্ত্রিক পদ্ধিতিটিই ত হারাম
এতো ইন ডিটেইলস পড়াশোনা করে হাইয়েস্ট ডেপ্টে গিয়ে আলোচনা করতে কতটুকু স্টাডি করতে হয় একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে আমি বুঝি। আল্লাহ আপনার এই ডেডিকেশনের গুরুত্ব একদিন দিবে ইনশাআল্লাহ। দোয়া রইলো আপনার জন্য ভাই।❤
💙💙❤️
500 bosor lagbe khelahot jongi der shashon aste
তাও দেখেন ভাই কত গনতন্ত্রপুজারি এসে ধুয়ে দিচ্ছে
ভাই আপনি ঠিক বলছেন তবে জামাতে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সাধারণ মানুষের ভিতর খেলাফত প্রতিষ্ঠার পরিবেশটা তৈরি করতে পারবে। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় খেলাফত প্রতিষ্ঠার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ
সেটা নিয়েও বলা হয়েছে লেকচারে
আমিও তাই মনে করি।
Right ❤
সহমত
গত মাসে আমার ছোট ভাই ঢাকা আসে ও আমার এক রুমমেট সাথে উপরের বিষয়টা নিয়ে একদম সেইম কথা গুলো বলেছে, তখন বুঝলাম কিছু টা এখন পুরোপুরি বুঝলাম,,আমার ছোট ভাইয়ের কথার গভীরতা দেখে অবাক হলাম।
আল্লাহ ওর ইলমে বারাকা দান করুন। আমিন
আমিন
আসসালামু আলাইকুম। ভাই আপনার কথাগুলা আমার চিন্তার সাথে মিলে। সামনে দিন আসছে। ইনশাল্লাহ দ্বীন কায়েম হবে ধীরে ধীরে। আমরা দরকারি কাজ করবো ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ ❤❤❤
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ 💙
সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায় ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ🤍
জামাত ইসলাম ইসলাম এর পক্ষ আছে।
ইনশাআল্লাহ
এটা ভুল। জামায়াত ইসলামের মুখোশ ধরে আছে 😢
"পক্ষে নাই" এই কথা তো উনি বলেন নি।কিন্তু সংবিধানে যা লেখা আছে তা ইসলামপন্থী না।
জ্ঞান মূলক আলোচনা মাশাআল্লাহ
হুম
জামাত আর ছাত্রশিবির এক না।
ছাত্রশিবির যুবকদের মাঝে বেশ ভাল কাজ করে যাচ্ছে নীরবে।
মাশাল্লাহ
নিরবে কাজ করলে আল্লাহ পাক খুশি হন।❤❤❤
ছাত্র লীগের মতো শিবির হলো জামাতের লাঠিয়াল বাহিনী
Good lecture
Best of luck
❤️❤️
খেলাফত প্রতিষ্ঠায় এগিয়ে যাবে ক্ষমতায় গেলে। কারণ জামায়াতের প্রত্যেকটি খেলাফতের চিন্তা লালন করে৷ আর তারা ক্ষমতায় গেলে খেলাফত ব্যবস্থায় আমরা অনেক দূর এগিয়ে যাবো। ইংশাআল্লাহ । আমরা অপেক্ষায় ইমাম আল মাহদীর। ❤
😂😂😂
দেখা গেলো ২৫ টা আসন নিয়ে বিএনপির সাখে জোট করল
@@funenjoy2425 25 ta ashon keno…Jamaat er jodi ekta ashon o thake shetai onek powerful hobe. Kom parte pasher desh theke shusma swaraj ure ashe shudhu matro Jamaat ke election theke dure rakhte r jatiyo party’r moton dummy opposition ke humki diye election a nae?
জামাতার নেতারা বলে আমরা খিলাফত কায়েম করব না। আর কর্মি বলে আমরাই করব😜
গণতান্ত্রিক দেশে থাকেন সমস্যা হয় না ।
গণতন্ত্র দিয়ে বইগুলো ছেয়ে গেছে ওগুলো পড়তে আপনাদের সমস্যা হয় না ।
গণতান্ত্রিক সংবিধান মেনে চলেন ওগুলো সমস্যা হয় না । সমস্যা শুধু কারা গণতান্ত্রিক পদ্ধতি মানে তাদের পেছনে লাগা ।
বর্তমানে পুরো পৃথিবী চলে গণতন্ত্র দিয়ে
পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করে ইহুদীরা
তাদের বললেন কুরআন এর আইন দিয়ে পৃথিবী চলবে আর তারা মেনে নেবে??
হাস্যকর ।
আমরা ইতিহাস ভুলে গেছি মুসলিমদের কৌশল সম্পর্কে আমাদের ধারণা নেই ।
যাই হোক গনতন্ত্র দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম কখনই হবে না ।
কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে সংসদে না হলে সারা জীবন এভাবে শুধু মিডিয়ায় এভাবে কথা বলতে হবে
দেশের মানুষ নামাজ পড়ে না, রোযা রাখে না, যাকাত দেয় না। ওজনে কম দেয়, দূর্নিতী করে, ব্যভিচারে লিপ্ত, কাদের নিয়ে আপনি খিলাফত প্রতিষ্ঠা করবেন?
ভিডিও পুরোপুরি না শুনে কমেন্ট করেছেন, পুরো শুনলে উত্তর পেয়ে যাবেন
শরীয়া আইন চালুহলে এমনিতেই সব সোজা হয়ে যাবে...
এজন্যই দাওয়াত দিয়ে কোরআনে আনতে হবে। শরিয়াই তো কোরআন ।
@@ibrahimsheikh7050কে করবে চালু?
@@peacestudioind uni j mamla theke jamin or Chara paiche tar process ta shari'a onujaee hoiche?
ঈমান ওয়ালাদের জন্য এর মধ্যে শেখার অনেক কিছু আছে।
আমিন
জামাতে ইসলাম সেই কৃষক।।।
❤️❤️💪
কৃষকের আগে নিজ আকিদা ঠিক করতে হবে
সটিক😊@@AsifAdnan-p2p
Jamat Brain niye khalle manus r.islam r name onno kisu kore
@@AsifAdnan-p2pআকিদা কখনো আপনার সাথে মিলবে না। কারণ আপনার আকিদা কি আপনিও জানেন না।
রাইট❤❤ কথা। আল্লাহ আপনি আমাদের সাবাইকে হেফাজত করুন!আমিন
আদনান ভাই সামনের দিনের যে কাজের কথা বলছে
জামাত ইসলামীর এগুলো অনেক আগেই ভেবে রেখেছে
এমন আলোচনার জন্য তাকে ধন্যবাদ
আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদূর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিপ্লব বা সংস্কার যেই পথেই বেচে নেন নিজের ব্যাপারে সৎ থাকেন,,ভালো লাগলো উক্তিটা,,,,,
যে যেইভাবে ইসলামের ব্যাপারে কাজ করুক বাংলাদেশর প্রেক্ষাপটে সমর্থন করেন কাউকেই প্রতিপক্ষ হিসাবে কাউন্ট করবেন না তার মধ্যে নিজের কাজ অবিচলভাবে চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসিবেই,,,,,,
❤️❤️❤️
আপনারা শিবিরেরে মতো একটা দল তৈরি করুন, রাজনীতি করার দরকার নাই শুধু শিবিরের মতো গড়ে তুলুন। তাহলে দ্বীন কায়েমের জন্য সবচেয়ে বড় ভুমিকা পালন হবে।
শিবিরের থেকে উত্তম কাফেলা আছে
@SarowarHosen-y5e নাম?
ভাই দল ছাড়া কিছু বুঝেন না? ইসলামই তো একটা দল!
@@MainulIslam-qs9di ভাই, সংঘবদ্ধ না থাকলে দ্বীন এর জন্য কিছু করা সম্ভব না। একা একা কিছুই করতে পারবেন না ইভেন নিজের নফসকেও কন্ট্রোল করতে পারনেন না।
@@onikkhan1805 আপনার এই কথা শিয়াদের ক্ষেত্রেও প্রযোজ্য.
হ্যা রাইট
Hum
গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ❤
আলহামদুলিল্লাহ
আপনার প্রতিটা কথা অত্যন্ত যুক্তিপূর্ণ। এভাবে আগে কখনও চিন্তা করিনি। ইয়া আল্লাহ, আপনি প্রতিটা মুসলমানকে এভাবে গভীর চিন্তা করার বিবেক বুদ্ধি দান করুন 🤲
আমিন
Domain dimension is not stop here. . My rabb input this system all of system like algorithm, waves, dimension. So in earth everything going with a system. Thats if we go with a system we can achieve
. Thanks brother who speak in stage . Your thoughts ....
আসেন সবাই মিলে একসাথে মসজিদে বসে দোয়া করি,আল্লাহ এমনিতেই খুশি হয়ে খেলাফত কায়েম করে দেবেন।
ইনশাআল্লাহ
এইভাবে কুনদিন চিন্তা করিনাই
মাসা আল্লাহ ধন্যবাদ আপনাকে
Hum
আপনার কথা গুলো খুব ভালো লাগে ভাই আমাদের সবার উচিত আমরা যে যার জাইগা থেকে ইসলামকে আকড়ে ধরা
ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে
মাশা আল্লাহ্ , উত্তম আলোচনা।আমরা এই কথার উপর যেন আমল করতে পারি।
Amin
খুবই চিন্তাশীল ও বাস্তভিত্তিক বক্তব্য।
💙❤️
খেলাফতের সময়কাল ত শেষ হয়েছে অনেক আগেই, মাত্র ৩০ বছর। আর খেলাফত ত উম্মা ভিত্তিক, দেশ ভিত্তিক নয়। যেকোনো দল ১০০% কুরআন দিয়েও দেশ চালাইলেও ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। কারণ; খেলাফত পরো পৃথিবী ভিত্তিক ভাই।
গণতন্ত্রে যেহেতু ইসলামিক দল আছে তবুও ভোট দিব কারণ আওয়ামী আর বিএনপি থেকে ভালো।। খিলাফতের জন্য যুদ্ধে নামলে বইলেন আছি অবশ্যই।
ইনশাআল্লাহ
❤❤❤right right right ❤
16:05 "আপনি এটা বললে হবেনা, ইসলাম সব সমস্যার সমাধান দেয়। আপনার বলতে হবে ইসলাম অমুক সমস্যার সমাধান এভাবে দেয়।"
হুম
Uni to agei bollo..
অনেক সুন্দর আলোচনা
আমিন
অনেক গবেষনা মুলক আলোচনা।
💙❤️
@@peacestudioindখেলাফতের সময়কাল ত শেষ হয়েছে অনেক আগেই, মাত্র ৩০ বছর। আর খেলাফত ত উম্মা ভিত্তিক, দেশ ভিত্তিক নয়। যেকোনো দল ১০০% কুরআন দিয়েও দেশ চালাইলেও ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। কারণ; খেলাফত পরো পৃথিবী ভিত্তিক ভাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ ❤
Brilliantly said Masha Allah. May Allah bless you for the truth you brought forwards. ❤
দাওয়াতি কাজ ছাড়া কখনওই খেলাফত সম্ভব নয়। আগে দেশের মানুষকে ঠিক করতে হবে। এমন একটা সমাজ গড়তে হবে যারা আসলেই ইসলামী আইন চায়। তখনই খেলাফত প্রতিষ্ঠা হবে।
ক্ষমতায় যাওয়ার সুবিধা হলো দাওয়াতি কাজে সুবিধা। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক (আমীন)
দাওয়াত বাড়াতে হবে
হাফিঃ সুন্দর আলোচনা করেছেন!
ইনশাআল্লাহ শরিয়াহ কায়েম হবেই!🌸
ইনশাআল্লাহ
Agreed
❤️❤️
إن الدين عند الله الاسلام.
আল্লাহ তাআলার নিকট ইসলামই হলো একমাত্র দ্বীন ও জীবনব্যবস্থা।
❤️💙
অসাধারণ আলোচনা
আলহামদুলিল্লাহ
সুন্দর আলোচনা
খেলাফত চায় কতো সুন্দর আল্লাহ আইন খেলাফতের সুবাতাস কবেপাবো
মাশাআল্লাহ ❤❤❤
আগে মানুষের মধ্যে ইসলামি সঠিক জ্ঞান দিতে হবে,,,পরে খেলাফত
ইনশাআল্লাহ
নাই মামার চেয়ে কানা মামা ভাল,
একদিনে সব হয় না, আগে সেবা দেয়ার সুযোগ নিতে হবে, গ্রহণ যোগ্যতা অর্জন করতে হবে। যেভাবে ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে সম্মান তা ভুল প্রমাণ করতে হবে, প্রকৃত ইসলামের সৌরভ ছড়িয়ে দিতে হবে । মানুষ ভালোবেসে খেলাফত কায়েম করবে।
Aita r nam e dhurmo business.. Apnader ideal e thik nai.tai apnader vote nai
সঠিক বলেছেন হুজুর
নিশ্চয়ই জামাত এর বদলে বিএনপি আশা উচিত নয় । তাই জামাত ই আসুক , something better for khilafat is better than doing nothing
১০০০০০০০০% রাইট
বর্তমান মতাদর্শ দূর করা সম্ভব না
এতে অনেক সময় লাগবে
সেটাই বললো উনি
জামায়াত নাম দিলে ভিড়িওর ভিউ বেশি হবে
জামায়াত আসলে আফগানিস্তানের মতো হবে আমার সোনার বাংলাদেশ❤❤❤❤❤❤❤হুজুর শিবির প্রতিটি কর্মীকে সর্বপ্রথম সংস্করণ করেন।😊😊😊😊
ওরকম ভাবা বোকামি
@Md.jamidulislam কিভাবে এমন অলীক কল্পনা করেন ভাই বুঝি না। দয়া করে আফগানদের সম্পর্কে পড়াশোনা করেন ভাই। তাদের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আফগান বিপ্লবী আলেমদের অন্তত বিশটা বই পড়েন আগে দয়া করে। তারপর বুঝতে পারবেন। আফগানদের সাথে মিল দুনিয়ার কোথাও পাওয়া কঠিন। কিছুটা মিল এই লেকচারে পেলাম।
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
"প্রচলিত ইসলামী গণতান্ত্রিক আন্দোলন এর শর'ই মূল্যায়ন; যুক্তিকতা ও বাস্তবতা''
এ নিয়ে আলোচনা এখন সময়ের দাবি,
হুম
@@neamat_ullah পড়ুন: আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচি - ড. ইউসুফ আল কারযাভী রহিমাহুল্লাহ
সব মুসলিম দেশ মিলে একটা সংযুক্ত রাষ্ট্র না হলে, সেটাকে খিলাফাহ বলা যাবে না। শরিয়াহ আইনে পরিচালিত হলেও।
হুম
আমাদের সকলকেই সচেতন হতে হবে দেশ রক্ষার জন্য
খুবই প্রশংসনীয়। দারুণ গবেষণামূলক কথা। তবে জামায়াত ক্ষমতায় গেলে কী করবে এবং তাদের স্ট্রাটেজি কী সে সম্পর্কে ভাইয়ের অজ্ঞতা অনেক বেশিই! আরো জানলে বক্তৃতা শেষে আপনার কথাটি এই উপসংহারে পৌছাত যে, জামায়াতে ইসলাম আপনার এই কথা কয়েক দশক আগেই মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ
ইসলামি আইন প্রতিষ্টিত হবে ইন-শা-6:48 আল্লাহ.. 👍👍🤲🤲
খুব সাহসী কথা ভাই, আমতা আমতা করে সবাই, মুল পয়েন্টে আসেনা কেও।keep going
ইনশাআল্লাহ
কি করবেন
আল্লাহর আইন চাই ❤
এটা মানুষের কাছে চাওয়া যাবেনা। এটা মানুষ আমাদের দিয়ে যাবেনা। আমাদের ওখানে যাওয়ার জন্য তৈরি হতে হবে।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামত সেয়ার করার জন্য ❤❤❤
❤️💙
আমরা সবাই দোয়া করি আমাদের রব যেনো ঘরে ঘরে প্রত্যেক মুসলমান যুবক কে আসিফ আদনান ভাইয়ের মতো করে তৈরি করে দেন।
আমিন
আমিন।
Interest নিয়ে ভিডিও দেখতে আসছিলাম, background শুনে চলে যাচ্ছি... 0:07
ফি আমানিল্লাহ
13:00 -18:00. very important
হুম💙
right
জামাত ক্ষমতায় গেলে দেশ অনেক দিকে ভালো চলবে। দুর্নীতি কমবে। উন্নয়ন হবে। তবে এটাও ঠিক জামায়াত ক্ষমতায় থাকলে খেলাফত কায়েম কঠিন হবে!!
আমিন
ইসলামের প্রতিষ্ঠার জন্য মৌলিক বিষয়গুলো উঠিয়ে নিয়ে এসেছেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ
আলহামদুলিল্লাহ
এই প্রথম সঠিক কথাটা শুনলাম
আলহামদুলিল্লাহ
আবার প্রমান হলো যে। দেশ স্বাধীন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা টা বড় কঠিন
এটা চিরন্তন সত্য
Good discussion. But need massive endeavour to train people in favor of establishing Islam in personal life, society and jn state level. This is faze kafia for the Islamic real believer.
ইসলামি আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ।
বাংলাদেশ জামায়েত ইসলামি জিন্দাবাদ।
ইসলামি শাষন ও বিচার ব্যবস্থা জিন্দাবাদ
গনতন্ত্র নিপাক যাক, ইনকিলাব জিন্দাবাদ
ঠিক বলেছেন
‘‘দীনে কোনো জবরদস্তি নেই। ... যে তাগূতকে অবিশ্বাস করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে সে এমন এক মযবুত হাতল ধরবে যা কখনো ভাঙ্গবে না।’’ অন্যত্র আল্লাহ বলেন:
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا
‘‘তুমি কি দেখ নি তাদেরকে যারা দাবি করে যে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তা তারা বিশ্বাস করে, অথচ তারা তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাগূতকে অবিশ্বাস করার আর শয়তান চায় তাদেরকে ভিষণভাবে পথভ্রষ্ট করতে? তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এস, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হতে মুখ একেবারে ফিরিয়ে নিতে দেখবে।’’[2]
মহান আল্লাহ আরো বলেন:
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
‘‘আল্লাহর ইবাদত করার এবং তাগূতকে বর্জন করার নির্দেশ দিয়ে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি।’’[3]
এখানে তাগুতকে বর্জন করা বলতে তাগুতের ইবাদত বর্জন করা বুঝানো হয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ আরো বলেছেন:
وَالَّذِينَ اجْتَنَبُوا الطَّاغُوتَ أَنْ يَعْبُدُوهَا وَأَنَابُوا إِلَى اللَّهِ لَهُمُ الْبُشْرَىٰ
‘‘যারা তাগূতের ইবাদত করা বর্জন করে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ।’’[4]
ইনশাআল্লাহ আপনার সাথে আছি।
ইনশাআল্লাহ
কতগুলো সুন্দর কথা শুনলাম, কিন্তু কি করব গাইড পেলামনা। স্ববিরোধী বক্তব্য সমষ্টি
এখনও বুঝলেন না ভাইজান,গনতান্ত্রিক প্রক্রিয়ায় খেলাফত অতীতেও কায়েম হয় নাই,সামনেও হবে না, খেলাফত প্রতিষ্ঠার জন্য বৈপ্লবিক পরিবর্তন চাই, যেমনটা আফগানিস্তানে হয়েছে,তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমেরিকা,রাশিয়া,গৃহ যুদ্ধ কি করে নি।সুতরাং,আমরা যদি সত্যিই অন্তর থেকে চাই,মদিনার ইসলাম ও ওমরের (রা:) যুগ বাংলার জমিনে ফিরে আসুক,আমাদেরকে জ্ঞানে গুনে বলে সর্বদিক থেকে একটা প্রজন্ম তৈরি করতে হবে যাদের অন্তরের পিপাসা থাকবে ইসলামী খেলাফত কায়নার সেজন্য তারা আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসেবে সশস্ত্র বিপ্লব করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকবে।
সুতরাং,গাইডলাইন এটাই,নিজেকে ও সন্তানাদি থাকলে তাদেরকে একজন মুজাহিদ হিসেবে গড়ে তুলুন।
হ্যাঁ ইসলাম সেকুলারিজমের মধ্যে যে দন্দ সেটা সমাজে তুলে ধরতে হবে।একদম ঠিক, গঠনমূলক আলোচনা করতে হবে।
ইনশাআল্লাহ
বিশ্ব এবং দেশ খিলাফতের উপযুক্ত নয় - তাই আগে প্রয়োজনীয় সংস্কার তারপর শান্তি ( খিলাফত)
মাশাআল্লাহ কি সুন্দর আলোচনা 🤍🤍
আলহামদুলিল্লাহ
সবারই উচিত সঠিক কথা বলে যাওয়া....
ইনশাআল্লাহ
আচ্ছা ভাই জমায়াত যেহুতু পারবে না তাইলে আওয়ামিলীগ বা বি এন পি কেই ভোট দিয়েন।
দরকার কি ইসলামিক দলের।
ভিডিও না বুঝে মন্তব্য করলেন ভাই
এদের বেশি আবেগ!
উনি যে সংস্কারের বা খেলাফতের পদ্ধতির কথা বলেছেন, সেটা গত ৫০ বছর ধরে অনেকেই চেষ্টা করে আসছে কিন্তু কোনো লাভ হয়নি!
তাই এখন একটু ভিন্ন ভাবে চেষ্টা করা উচিত।
সর্বাদিক চিন্তা করে আপাতত একবার জামায়তকে সুযোগ দিয়ে দেখুন কোনো পরিবর্তন আসে কিনা!
অনেক দল চেষ্টা করেছিলো, তাদেরকেও সরিয়ে দেয়া হয়েছিলো
বাংলাদেশের ৮০% মুসলমান মুনাফেক! এরা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে সকাল ১১ পর্জন্ত এরপর ১২ থেকে ডিজে গান শুনে! এরপর এডাল্ট ছবি দেখে রাতে! এদেশের ৮০% মানুষ হলো টক ঝাল মিষ্টি ইসলাম পছন্দ করে! এদেশের মানুষ ইসলামকে হাস্যরসের বিষয়বস্তু বানিয়ে দিয়েছে এবং ব্যবসার খেত্র বানিয়েছেন! পুরা সংবিধান চেন্জ করতে হবে
ইতিহাস সাক্ষী পৃথিবীর কোথাও কুফরি তন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়নি, হবেও না। জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারে বাট ইসলাম প্রতিষ্ঠা হবে না।
Right
জামায়াতের সময় কি আপনি মায়ের পেটে ছিলেন?
জামায়াতের দলীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানুন,,পরে জানায়াত সম্পর্কে মন্তব্য করেন ভাই,,
মানুষের স্বরল মনে ভুলভাল বুঝাইয়েন না
আপনি আগে ভিডিও দেখুন, তারপর মন্তব্য করবেন
জামায়াত সম্পর্কে বিস্তারিত পড়ালেখা করেছে কিনা,, আসিফ ভাইকে জিগ্গেস করেন @@peacestudioind
Right
আপনার ব্যাখ্যা যুক্তি আমার মতে ঠিক নেই। আপনি এতদিন কোথায় ছিলেন এই ১৫-১৬ বছর ধরে ইসলাম এভাবে খেলাফত অর্জন করতে পারবে না এই কথাগুলা আগে কেন বলেন নাই আমি মনে করি যে আপনার ভিতরে কোন সমস্যা আছে।
১৫-১৬ বছর ধরে এদেশে কি চলছে আপনি জানেন না??
আপনার মাথায় যদি সমস্যা না থাকতো তাহলে কি বলদের মতো কথা বলতেন নাকি। ১৫-১৬ বছরে উনাদের সাথে কি হইছে তার খবর জানেন আপনি?
আপনারা শুধু বলেই যাবেন। বাস্তবে আপামর জনগণ,রাষ্ট্রের জন্য কি করছেন? শুধু ইউটিউবেই খেলাফত কায়েম করবেন।
দাওয়াত ছাড়া মনে মনে খেলাফত হয় নাকি?🤔
আর আপনারা চায়ের দোকানে খেলাফত করতে পারেন না
@@AfsanaAkter-u7m😆 এভাবে লেখা কত সহজ তাইনা? ইউটিউব এর স্টুডেন্ট তো তাই
Dawat 1 no kaj ja se korece R apni?
রাইট
আমি দুঃখিত এইজন্য যে, আপনি ঠাস করে খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবেন! কিন্তু আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন: ইল্লালাযিনা তাবু ওয়াআসলাহু ওয়াবাইয়্যানু ফা উলাইকা আতুব আলাইহিম ওয়ানাত তাওয়াবুর রাহিম। সূরা বাকারা আয়াত 160। আল্লাহতালা এখানে সংশোধনীর কথা বলেছেন, আপনাদের মত ঠাস করে পরিবর্তনের কথা বলেন নাই, অবশ্য এখানে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে, আর সংশোধন সংশোধন বলতে আপনারা কি বুঝেন! বাংলাদেশ জামাত ইসলাম সংশোধন বলতে বুঝে ব্যক্তি সংশোধন পারিবারিক সংশোধন সামাজিক সংশোধন রাষ্ট্রীয় সংশোধন পরিশেষে উম্মার সংশোধন এজন্য যে আমরা শিরক বেদাতে ডুবে আছি। ধন্যবাদ
আপনার বুঝার ভুল আছে
বয়ানটি বুঝেননি, আবার শোনার অনুরোধ রইলো।
Indeed I strongly testify that ❤ Syed Muhammad Qasim bin Abdul Karim will be the real ❤ Imam al Mehdi by the mercey of Allah. Everything is happening right now is according to Muhammad Qasim's dreams. May Allah bless us. Ameen...
খেলাফত খেলাফত❤❤❤❤
অনেক সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ,,,,আমার প্রশ্ন বাংলাদেশ একটি গনতান্ত্রিক রাষ্ট্র,বাংলাদেশের অধিকাংশ মানুষ গনতন্ত্রের পক্ষে,যেমন ধরে নেন আমাদের দেশে ২০ কোটি মানুষ তার মধ্যে ৫ কোটি মানুষ খিলাফতের পক্ষে,১৫ কোটি খিলাফতের বিপক্ষে এখোন যদি আমরা খিলাফত কায়েম করতে চাই ১৫ কোটির বিপক্ষে নামতে হবে,আর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে চিন্তা ভাবনা করে,সেটা হচ্ছে আগে মানুষকে কুরআন বুজাতে হবে আগে কুরআনকে বাংলাদেশের রাষ্ট্রে বসাতে হবে,যখোন মানুষ কুরআনের বুজতে পারবে তখোন আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশের মানুষ হাসি মুখে খিলাফতের পক্ষে আসবে ইনশাআল্লাহ ✊✊✊✊
ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম আমি সম্পূর্ণ সহমত ব্যক্ত করছি আপনার সংগে বৈপ্লবিক পরিবর্তন ছাড়া সমভব নয়।বাট কিভাবে? এক কাজ করুন আপনি যেহেতু বুঝছেন শুরু করুন না! চেষ্টা তো করুন।❤❤❤
Inshallah
বলা সহজ, ময়দানে কাজ করা কঠিন।
Right
মাস আল্লাহ
Khelapot ei Banglar jomine asbe ek din tar jonno ja kora lage tay korar jonno mittor ag porjonto postot asi insha'Allah 🤝🤲
ইনশাআল্লাহ
এটা একদিনে হবেনা,মানুষ কে সচেতন করতে হবে।
হুম
জামাত ❤❤❤
আগে খেলাফত প্রতিষ্ঠার জন্য যোগ্য লোক, আদর্শবান লোক দরকার,যার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির কাজকরে যাচ্ছে।
আমিন
খেলাফত কি জিনিস সেটা এখনো এই লোকটা বুঝতে পারে নাই
উনি ঠিকই বুঝছে, সিরিয়া সেই ভাবেই এগিয়ে গেছে
খুবই উপযোগী বয়ান
@@mdmatin-uq4zm আলহামদুলিল্লাহ
একমাএ আল্লাহর আইনের মাধ্যমেই দীন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। গনতান্ত্রিক পদ্ধতিতে/আইনে দীন প্রতিষ্ঠা করতে চাওয়া /আর বিবাহের আগে সন্তান নিয়ে বিবাহের পরে বৈধতা দেওয়া সমান কথা।
হুম
তাহলে আবার বি এন পি কে ক্ষমতা দিয়ে দাও সব কিছু হারাম বলতে বলতে সব ইসলাম বিদ্বেষীদের কাছে দিয়ে দাও আর বোকার মত অপেক্ষা কর ইসলাম প্রতিষ্ঠার
Chatri shongsthar akjon kormi ami..aikahne Ogroshor kormider proti bhalobasha toiri hoy na..tader kaj kotha barta amr moner moto hocche na bidhay..program gulote ongshogrohon korar aktuo ecvhe hoy na😓 ami jehetu akjon shadharon kormi tai ami bhul gulo bolteo parchi na..ba solve o korte parchi na😢
❤❤