বিজেপি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন‍্য দেশের বিচারব্যবস্থাকে ব্যবহার করছে ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 260

  • @tapankundu-zp5qy
    @tapankundu-zp5qy หลายเดือนก่อน +46

    এতো যুক্তিপূর্ণ বক্তব্য বর্তমান বাংলায় সাংবাদিকদের মধ্যে বিরল। কি ভাষায় আপনাকে ধন্যবাদ জানাব তার উপযুক্ত ভাষা আমার ভান্ডারে নেই।

    • @emonhossin8895
      @emonhossin8895 หลายเดือนก่อน +1

      Right 👍

    • @MdIbrahim-v6l
      @MdIbrahim-v6l หลายเดือนก่อน +2

      দাদাকে অনেক অনেক ধন্যবাদ, বর্তমানে ভারতের আইন ব্যবস্তা এক গুয়েমি বা এক তরপা হয়ে গেছে মনে হয়?? এরখম এক তরপা চলতে তাকলে কোনো এক সময় ধস নেমে আসবে।

    • @JamshedKhan-c5r
      @JamshedKhan-c5r หลายเดือนก่อน

      Yes, Grandpa, it is true that the structure has been changed in India before and Modiji's position is being corrected as the media is saying, and this is what Sheikh Hasina of Bangladesh did, which resulted in her being in India.

  • @mdbadsha6272
    @mdbadsha6272 หลายเดือนก่อน +32

    আপনার অনুষ্ঠান যখন শুনি মনে হয় আপনার মত মানুষ আছে বলে পশ্চিমবাংলাটা এত ভালো এত নিরপেক্ষ আপনি সুস্থ থাকুন দীর্ঘজীবী হোন আরো চালিয়ে যান

    • @AbdulSalam-u6g
      @AbdulSalam-u6g หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক আমীন ।

  • @azimhossain4640
    @azimhossain4640 หลายเดือนก่อน +7

    সোশ্যাল মিডিয়াতে আমি সংখ্যালঘু হিসেবে প্রচুর প্রতিবাদ করি কিন্তু আমার মত বলার একজন ব্যক্তি পায় না আপনাকে পেয়ে আপনার যে বক্তব্য শুনে খুবই খুশি হলাম আপনার আন্তরিকতা দেখে আমি খুব খুশি আপনার সৎ সাহস আছে

  • @solemanhajra8327
    @solemanhajra8327 หลายเดือนก่อน +40

    আপনার কথাবার্তা শুনে আমি খুব মুগ্ধ। আপনার কথাবার্তায় যুক্ত সম্পন্ন। আপনার মতন মানুষ এই সময়টা থাকা উচিত শুধু ন্যায় কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ

    • @kazientajali1075
      @kazientajali1075 หลายเดือนก่อน +2

      আমি মুসলিম হয়েও......বলার কি দরকার ছিল

    • @tamalbhattacharjee8384
      @tamalbhattacharjee8384 หลายเดือนก่อน +1

      সালাম ভাই, আপনার সব কথা ঠিক ছিল কিন্তু এর সাথে মুসলিম হওয়ার কি সম্পর্ক? ব্যাপারটি বুঝলাম না।

    • @giridhariroyroy6430
      @giridhariroyroy6430 หลายเดือนก่อน +1

      দলের উপর জাতি
      ধর্মের উপর জাতি।

    • @monwarbarlaskar1793
      @monwarbarlaskar1793 หลายเดือนก่อน

      এই ক্ষেত্রে আপনি কেন ধর্মপরিচয় দিতে গেলেন?

    • @solemanhajra8327
      @solemanhajra8327 หลายเดือนก่อน

      @monwarbarlaskar1793 ভুল হয়ে গেছে বুঝতে তো পারিনি

  • @md.nasiruddinsardar7558
    @md.nasiruddinsardar7558 หลายเดือนก่อน +14

    একদম সঠিক কথা। আপনার জ্ঞান অনেক বেশী। নির্ভীক মানুষ আপনি। স্যালুট রইল আপনার।

    • @biswajitmondal8687
      @biswajitmondal8687 หลายเดือนก่อน

      Agula sathik bujcho, pak bangladesh. Aro. 55da desh muslim ratra ghsona dai takhan kichu bojhona?

  • @rajaganguly2951
    @rajaganguly2951 หลายเดือนก่อน +44

    বিচারপতি ও বিচার বিভাগ এখন দলদাসে পরিনত হয়েছে

    • @AminRuhul-jm3cj
      @AminRuhul-jm3cj หลายเดือนก่อน +4

      ✍🏾💯💯💯💯💯💯💯💯💯💚🤍❤☝️🩸🌹

    • @arefinhoosain654
      @arefinhoosain654 หลายเดือนก่อน

      মোদী হাসিনার কাছ থেকে শিখেছে।কারণ হাসিনা যা ২০১১ সালেই করেছে আর মোদী আজ তার কিছুটা গ্রহণ করেছে।
      মোদী আর যাই করুক মোদী তো আর সংবিধানের মূল কাঠামো (structure ) তো পরিবর্তন করে নি।
      এই দিক থেকে মোদী তো হাসিনার কাছে শিশু।

    • @SaugataBanerjee-ck9yz
      @SaugataBanerjee-ck9yz หลายเดือนก่อน

      This is your opinion. Because you subscribe to a particular ideology.

  • @sukhendughosh2818
    @sukhendughosh2818 หลายเดือนก่อน +16

    আপনার অনুষ্ঠান শোনার জন্য আমি অধীর রাগ করে বসে থাকি। কিন্তু আপনার জিরো আওয়ার শনিবার রবিবার হয় না মন ভারাক্রান্ত হয়ে যায়। আপনার এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পারি।

  • @OppMan-n3j
    @OppMan-n3j หลายเดือนก่อน +4

    আপনার মতো সামান্য কিছু ভালো, সৎ এবং মুক্ত মনের মানুষ থাকার জন্য এই দেশ আজও টিকে আছে , ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏

  • @sandipmondal-g3o
    @sandipmondal-g3o หลายเดือนก่อน +5

    বিচার ব্যবস্থা আমাদের দেশে চমৎকার তো বটেই, কিন্তু কোন ফ্যয়সালা হয় না। স্যার 🙏 আপনাকে স্যালুট।

  • @falgunimukherjee9521
    @falgunimukherjee9521 หลายเดือนก่อน +23

    কাল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বললেন সংখ্যাগুরু হিন্দুর মত অনুযায়ী দেশ চলবে ,এরা কি ধরনের বিচারপতি , এনারা কি আর এস এস পন্থী

    • @monwarbarlaskar1793
      @monwarbarlaskar1793 หลายเดือนก่อน

      এলাহাবাদ হাই কোর্টের এই বিচারপতির মন্তব্য থেকে ও আবার পরিষ্কার হয়ে গেল RSS দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে নিয়েছে।

    • @arefinhoosain654
      @arefinhoosain654 หลายเดือนก่อน

      মোদী হাসিনার কাছ থেকে শিখেছে।কারণ হাসিনা যা ২০১১ সালেই করেছে আর মোদী আজ তার কিছুটা গ্রহণ করেছে।
      মোদী আর যাই করুক মোদী তো আর সংবিধানের মূল কাঠামো (structure ) তো পরিবর্তন করে নি।
      এই দিক থেকে মোদী তো হাসিনার কাছে শিশু।

    • @debarshibagchi6991
      @debarshibagchi6991 หลายเดือนก่อน

      ঠিক বলেছে। হিন্দুরা এটা সাপোর্ট করে

  • @asifahmed4728
    @asifahmed4728 หลายเดือนก่อน +3

    Aniket Babu zindabaad. Excellent speech. Valo bolechen. Valo laglo. Valo thakun. Howrah. Nalpur.

  • @manabendrapakhira5801
    @manabendrapakhira5801 หลายเดือนก่อน +2

    এতো আইনি ব্যবস্থা থাকার যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও বক্তব্য শুনলাম ও সমৃদ্ধ হোলাম। আপনাকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। ❤🙏❤

  • @MD.ARIFMOLLA-g1e
    @MD.ARIFMOLLA-g1e หลายเดือนก่อน +2

    সঠিক ও সময় উপযোগী প্রতিবেদন। অসংখ্য ধন্যবাদ।

  • @shovanlalbiswas729
    @shovanlalbiswas729 หลายเดือนก่อน +6

    Mind blowing analysis DADA. I am really proud of you.

  • @ashokegiri2162
    @ashokegiri2162 หลายเดือนก่อน +2

    অসাধারন তথ্যসমৃদ্ধ যৌক্তিক বিশ্লেষণ।অসংখ্য ধন্যবাদ।

  • @milansvlogs1294
    @milansvlogs1294 หลายเดือนก่อน +6

    Sir আপনার ভিডিও অনেকদিন ধরেই দেখছি কিন্তু আপনার চ্যানেলের সেরকম গ্রোথ নেই তার মানেই হলো আপনি সঠিক । সাংবিধানিক ভাবে শাসককে শাসকের মতো ধারালো প্রশ্ন করেন এবং বিরোধীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।
    ধন্যবাদ জানাই আপনাকে এরকম সাংবাদিকতা করার জন্য।❤

    • @arefinhoosain654
      @arefinhoosain654 หลายเดือนก่อน

      মোদী হাসিনার কাছ থেকে শিখেছে।কারণ হাসিনা যা ২০১১ সালেই করেছে আর মোদী আজ তার কিছুটা গ্রহণ করেছে।
      মোদী আর যাই করুক মোদী তো আর সংবিধানের মূল কাঠামো (structure ) তো পরিবর্তন করে নি।
      এই দিক থেকে মোদী তো হাসিনার কাছে শিশু।

  • @AmirHossainTalukder-r9i
    @AmirHossainTalukder-r9i หลายเดือนก่อน +3

    আমি বাংলাদেশ থেকে অধীর আগ্রহে বসে থাকি আপনার অনুষ্ঠান দেখে কিছু শেখার জন্য। কিছু জানার জন্য। মুগ্ধ হয়ে শুনি। সত্যিই আপনি অতুলনীয়।
    আপনার কথা শুনে মনে হয়, আপনি একাধারে একজন পলিটিকাল সায়েন্সের অধ্যাপক , অন্য দিকে একজন বিশিষ্ট ইতিহাস বিদ।
    ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দাদা।

    • @QQQ-o2v
      @QQQ-o2v หลายเดือนก่อน

      আমি ভারত থেকে আসাদ নুর, আসিফ মহিউদ্দীন এবং ফরিদ স্যারের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।
      এনাদের মতো মুক্ত চিন্তা এবং
      মানবতাবাদী মানুষ বিরল।

    • @debarshibagchi6991
      @debarshibagchi6991 หลายเดือนก่อน

      নিজের দেশে তোর আইন আছে?.হিন্দুদের মেরে শেষ করছিস আর এখানে gayan মারছিস

  • @azizulhaquebiswas3878
    @azizulhaquebiswas3878 หลายเดือนก่อน +4

    খুব ভালো লাগলো আপনার তথ্য ভিত্তিক আলোচনা । ধন্যবাদ আপনাকে ।

  • @sariful2745
    @sariful2745 หลายเดือนก่อน +9

    মানুষের দৈনন্দিন জীবনে ধারনের সমস্যা গুলিকে ভুলিয়ে দিতে ধর্ম নিয়ে সারা বছর মানুষ কে মেতে থাকতে বাধ্য করা হবে।

  • @mdasaduzzaman6364
    @mdasaduzzaman6364 หลายเดือนก่อน +3

    নিরপেক্ষ সাংবাদিকতারএই অসাধারণ প্রয়াস সফল হোক। আরো ছড়িয়ে পড়ুক এই সংবেদনশীল বার্তা। বাঙালি বিদ্বেষ-বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হোক।

  • @siddharthaghosh7931
    @siddharthaghosh7931 หลายเดือนก่อน +2

    Thanks

  • @monwarbarlaskar1793
    @monwarbarlaskar1793 หลายเดือนก่อน +7

    যে সংঘ পরিবার ভারতের স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধিতা করে গেছে তারই নাকি দেশের সংবিধান কি ভাবে পরিচালনা করবে তা নির্ধারণ করবে।

    • @debarshibagchi6991
      @debarshibagchi6991 หลายเดือนก่อน

      আমরা হিন্দুরা এটা বুঝে নেবো

    • @JafarKhan-ml1ll
      @JafarKhan-ml1ll หลายเดือนก่อน

      তাহলে উগ্র সাম্প্রদায়িক হিসাবে সিমির মতো নিষিদ্ধ করা হল না কেন? নাকি একটা গৃহ যুদ্ধের জন্য অপেক্ষা করতে হবে।

  • @ruhulquddus2547
    @ruhulquddus2547 หลายเดือนก่อน

    আপনার কথা শুনে মনে হয় ভারতে এখনও সত্যবাদী ও নির্ভিক সাংবাদিক আছেন । যারা প্রকৃত অর্থে সাংবাদিক ও খাঁটি দেশপ্রেমিক।
    আপনার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করছি।

  • @abulislam1445
    @abulislam1445 หลายเดือนก่อน +1

    সত্য ন্যায়ের কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। যশোর।

  • @faridahmed7326
    @faridahmed7326 หลายเดือนก่อน

    দাদা আপনাদের মতো মানুষ আরও অনেক বেশি দরকার চিলো জনগণের জন্য উপ মহাদেশে, বিশেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য, আপনারা আছেন ব'লে এখনো সাধারণ মানুষ মনে করে না এখনো সমাজের সব শেষ হয়ে গেছে আলোর কিরন দেখতে পায়,ধন্যবাদ আপনাকে

  • @mdjahiruddinmollaJahir-b1j
    @mdjahiruddinmollaJahir-b1j หลายเดือนก่อน

    সঠিক মতামত এবং আলোচনা ধন্যবাদ good Like 🎉

  • @MdMofizur-e6q
    @MdMofizur-e6q หลายเดือนก่อน

    অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ভারত বর্ষে আপনার মুখেই আমি বাস্তব সত্য কথা শুনলাম।

  • @zabihurrahaman3693
    @zabihurrahaman3693 19 วันที่ผ่านมา

    সত্যের কণ্ঠ সদা প্রাণবন্ত হয়ে থাকুক ❤

  • @monalisadas504
    @monalisadas504 หลายเดือนก่อน

    আপনার বক্তব্য শোনার জন্য সব সময় ওয়েট করে থাকি 🫡🫡🫡

  • @shamimmuhammadshahidullah3400
    @shamimmuhammadshahidullah3400 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ সত্য ভাষণের জন্য।

  • @rownakul720
    @rownakul720 หลายเดือนก่อน +4

    ১০০% সঠিক ,,,

  • @MaktabNooremadina
    @MaktabNooremadina หลายเดือนก่อน

    আপনি একজন নির্ভীক স্পষ্টবাদী সৎশীল সাংবাদিক আপনার জয় হোক

  • @gardeningwithfun2368
    @gardeningwithfun2368 หลายเดือนก่อน +2

    সঠিক ও সময়োপযোগী বিশ্লেষণ

  • @AbdulAziz-e5p
    @AbdulAziz-e5p หลายเดือนก่อน

    🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমি ভারতীয় সংবাদ শোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিলাম। যেভাবে ভারত থেকে গুজব অপপ্রচার চালানো হচ্ছিল এতে ভারতের প্রতি আমার একটা খারাপ ধারণা মনে জন্ম হয় কিন্তু আপনার অনুষ্ঠানটি দেখার পর মনে হল ভারতে ভালো মানুষের অবস্থান আছে..। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর বক্তব্যের জন্য এখন থেকে নিয়মিত আপনার ভিডিও সংবাদ গুলো দেখে থাকি। খুব ভালো।

  • @AbdusSamad-cc8zn
    @AbdusSamad-cc8zn หลายเดือนก่อน

    এত সত্য কথা বলার জন্য আপনাকে স্যালুট!

  • @hajiazizurrahamanmullick2496
    @hajiazizurrahamanmullick2496 หลายเดือนก่อน

    আপনার যুক্তি পুরনো কথা খুব সুন্দর লাগছে। আপনি দিঘ্য জিবি হোন

  • @uttamsarkar2627
    @uttamsarkar2627 หลายเดือนก่อน

    একদম সঠিক তথ্য।

  • @IbrahimSk-gr8tg
    @IbrahimSk-gr8tg หลายเดือนก่อน +1

    আপনাকে লক্ষ লক্ষ সালাম,সত্য কথা বলার জন্য।

  • @Hghhjkk-p4s
    @Hghhjkk-p4s หลายเดือนก่อน

    Aniket Babu, apner sangbadikota asadharan. Bicharakar ra ekhan sirdhara heen.

  • @sharifuddinmolla1980
    @sharifuddinmolla1980 หลายเดือนก่อน

    Excellent discussion. Thank you sir. Apni ai rakam satya katha tule dharman

  • @MD.A.MONDAL
    @MD.A.MONDAL หลายเดือนก่อน

    অসাধারণ বিশ্লেষণ। নমস্কার জানাই।

  • @gautamdasgupta4211
    @gautamdasgupta4211 หลายเดือนก่อน +2

    খুব সুন্দর ও যথার্থ প্রতিবেদন।

  • @skmohammadsakeef5621
    @skmohammadsakeef5621 หลายเดือนก่อน

    Sir your taking style is very good & smooth to understood mankind. . many thanks sir, god bless you

  • @SolomKing-d6u
    @SolomKing-d6u หลายเดือนก่อน

    ধন্যবাদ দাদা

  • @immallick7398
    @immallick7398 หลายเดือนก่อน

    Dhonnobad dada ❤

  • @MuslemaBibi-e1j
    @MuslemaBibi-e1j หลายเดือนก่อน

    রাইট কথা বলেছেন ধন্যবাদ

  • @munshinasiruddin7034
    @munshinasiruddin7034 หลายเดือนก่อน

    Right good news very nice Thanku

  • @noajesmandal1672
    @noajesmandal1672 หลายเดือนก่อน

    you are actually right

  • @Inbssssdgfg69861
    @Inbssssdgfg69861 หลายเดือนก่อน +4

    সোজা কথায় প্রায় ডিক্টেটরশিপ চলছে।

  • @pankojghoshroy515
    @pankojghoshroy515 หลายเดือนก่อน +2

    এই নিয়ে দেশজুড়ে আন্দোলন দরকার। কিন্তু সেই আন্দোলন সংগঠিত করবে কে বা কারা!

  • @delwerhossein6917
    @delwerhossein6917 หลายเดือนก่อน

    Sundor alochona. Dhonnobaad dada tomake.

  • @abdulmotaleb2518
    @abdulmotaleb2518 หลายเดือนก่อน

    আপনার কথা একদম সঠিক

  • @abulkhayer1156
    @abulkhayer1156 หลายเดือนก่อน

    Aniket Babu your analysis is unique and true.u r really great man who tries to establish true fact.go ahead sir

  • @AbdusSamad-cc8zn
    @AbdusSamad-cc8zn หลายเดือนก่อน

    কিন্ত দেশের বিচার ব্যবস্থার সম্মানহানি ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে ।যার ফল হবে সুদুর প্রসারিত ।

  • @mojiburrahman3106
    @mojiburrahman3106 หลายเดือนก่อน

    দাদা আমি আপনার অনুষ্ঠান গুলো দেখি এবং বলাই বাহুল্য খুব ভালো লাগে। আপনার আলোচনায় বিবেক বুদ্ধি এবং বিবেচনা সবকিছুই থাকে। আমি বাংলাদেশের সন্তান তবে জন্মগ্রহণ করেছিলাম পূর্ব পাকিস্তানে। তখনকার সমাজ, দেশ, প্রতিবেশী, বন্ধুবান্ধব সবকিছুই আমার মনে পড়ে। ভারত পাকিস্তান যুদ্ধের কথাও মনে পড়ে। তবে ভারত সম্বন্ধে আমার সবচেয়ে একটি আদর্শ স্মৃতি মনে পড়ে আর তা হচ্ছে ভারতের নিরপেক্ষতা। সে সময় ভারত বলতে গেলে তৃতীয় বিশ্বের নিরপেক্ষ দেশগুলোর নেতা হিসেবে আবির্ভূত হয়েছিল। কিন্তু কালক্রমে সেই ভারত যেন কিভাবে নিরপেক্ষতা ছেড়ে 'হিন্দুত্ববাদী'তে প্রবেশ করে গেল। হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করা হিন্দু-মুসলিম সহঅবস্থানকে ভেঙে ফেলা হলো। এখন ভারতের সব মসজিদের নিচেই ভগবানের লুকিয়ে থাকা মন্দির রয়েছে এই অজুহাতে মুসলমানদের অন্তরকে ভেঙে ফেলা হচ্ছে। জোট নিরপেক্ষ ভারতের ভিতর কি সুন্দর ধর্ম নিরপেক্ষ ভারতের উদয়! আমি যখন হাইস্কুলে পড়ি তখনকার বন্ধু গোবিন্দ চন্দ্র। এই বৃদ্ধ বয়সেও তার সাথে মোবাইলে আমার যোগাযোগ হয়। সে একজন গ্রাম্য ডাক্তার। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী গ্রহণ করে সরকারি চাকরিতে ঢুকি এবং বর্তমানে অবসরে আছি। কিন্তু আজও সেই বন্ধুকে আমি ভুলে যাইনি, তেমনি সেও আমাকে ভুলে যায়নি। আমি গ্রামের বাড়ি গেলে তার জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাই। সে খুব খুশি হয়। আমি তার একটি কথা শোনার জন্য মুখিয়ে থাকি যখন সে বলে "তুই এখনো আমাকে মনে রেখেছিস? "তাহলে দাদাবাবু আপনিই বলেন এপার বাংলা ওপার বাংলা সবখানেই হিন্দু-মুসলিম সমাজকে ধ্বংস করছে কারা। সে যাই হোক, ভারতের ভিতর ভুঁইফোড় আরএসএস, বজরং এবং অন্যান্য গোষ্ঠীর উত্থান আমার পছন্দ হয়নি। মোদীজি নিজে একজন রাষ্ট্রনায়ক হয়ে এসব দলকে পেট্রোনাইজ করেন এটা কল্পনা করা যায়। হিন্দুত্ববাদ প্রচার করে ক্ষমতায় টিকে থাকা যায় কিন্তু রাষ্ট্র টিকে না। ভারত এখন আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। পাশের ছোট দেশগুলোর ক্ষেত্রে ভারতের অযথা নাক গলানো একেবারেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দলের সাথে সখ্যতা করে সারা বাংলাদেশকে কি বন্ধু হিসেবে পাওয়া যাবে? বর্তমানে বাংলাদেশের 90% লোক ভারত বিরোধী। এটি ভারতের ভুল নীতির কারণেই হয়েছে। ভারতের পশ্চিম বঙ্গের লোকজন বাংলায় কথা বলেন এবং আমরাও বাংলায় কথা বলি। অতএব ভাষাগতভাবে আমরা তাদের অনেক কাছের। কিন্তু বাংলাদেশের ব্যাপারে দিল্লির ভ্রান্ত নীতি আর অযাচিত হস্তক্ষেপ বাংলাদেশের মানুষকে আজ ভারত বিরোধী করে তুলেছে। এতে ভারতের কি লাভ হয়েছে আপনারাই বলুন। 7:06 7:06 7:06

  • @abduljabberchoudhury3175
    @abduljabberchoudhury3175 หลายเดือนก่อน

    মন চায় সারা দিন রাত আপনার সুন্দর মনের আলোচনা গুলো শুনি।

  • @mdmotiur
    @mdmotiur หลายเดือนก่อน

    বি জে পিও সামনের নির্বাচনে এবারে জয় বাংলা হবে

  • @fhmsweet4080
    @fhmsweet4080 หลายเดือนก่อน +1

    আপনার বিশ্লেষণ টা খুব সুন্দর, নিয়মিত দেখার জন্য সাবস্ক্রাইবস করে দিলাম ❤

    • @arefinhoosain654
      @arefinhoosain654 หลายเดือนก่อน

      মোদী হাসিনার কাছ থেকে শিখেছে।কারণ হাসিনা যা ২০১১ সালেই করেছে আর মোদী আজ তার কিছুটা গ্রহণ করেছে।
      মোদী আর যাই করুক মোদী তো আর সংবিধানের মূল কাঠামো (structure ) তো পরিবর্তন করে নি।
      এই দিক থেকে মোদী তো হাসিনার কাছে শিশু।

  • @LioñTigér-m9i
    @LioñTigér-m9i หลายเดือนก่อน

    বিচারপতি দের অবসরের পর নির্বাসনের আইন চালু করা উচিত।

  • @SaidulSekh-o3o
    @SaidulSekh-o3o หลายเดือนก่อน

    আপনার প্রতিটা যুক্তি এবং বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন জানায়, ইংরেজদের শাসনকালে ভারতবর্ষে যেমন ছিল আমার তো মনে হচ্ছে সেই একই শাসন ব্যবস্থা চলছে ভারতীয় রায় করছে ভারতীয় জনগণের উপর এবং সেটা স্বাধীনতার এত বছর পরেও

  • @rabiulmolla4606
    @rabiulmolla4606 หลายเดือนก่อน

    এই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে সমস্ত মানুষের কাছে মানুষ পৌঁছে দেন

  • @BHARATIGUHA-v3g
    @BHARATIGUHA-v3g หลายเดือนก่อน

    অনিকেত বাবু আমি বাংলা বাজারের সঙ্গে থাকতে চাই। কী ভাবে সম্ভব জানাবেন প্লীজ । এরপরে আসি আজকের এপিসোডে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির শিরদাঁড়ায় সমস্যা আছে মনে হয় এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট পদক্ষেপ করেছেন। আমি আশাবাদী যে সুপ্রিম কোর্ট এই দেশ যে ধর্মনিরপেক্ষ তা নিশ্চয়ই মনে রেখেছেন এবং বিশদ ও সুনির্দষ্ট তথ্য চেয়েছেন ।। আসলে আমরা এক ধর্মান্ধ অযোগ্য অজ্ঞান শাসকের পাল্লায় পড়েছি। তাই স্বাভাবিক ভাবেই দেশ অতলে তলিয়ে গেলেও এদের জ্ঞানের চোখ খুলবে না প্রকৃত স্বচ্ছ ব্যালটের ভোট না হওয়া পর্যন্ত । আপনি সুস্থ্য থাকুন এবং নিরাপদে খুব ভালো থাকুন ।।❤

  • @abduljalil7470
    @abduljalil7470 หลายเดือนก่อน

    Thanks for put out the reality

  • @debarshibagchi6991
    @debarshibagchi6991 หลายเดือนก่อน +1

    আমরা চাই হিন্দু রাষ্ট্র হোক।

  • @ankanghosh5272
    @ankanghosh5272 หลายเดือนก่อน +1

    বহুদিন আগেই হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়া উচিত ছিল। তবু যাই হোক দেরিতে হলেও অসুবিধা নেই

    • @arefinhoosain654
      @arefinhoosain654 หลายเดือนก่อน

      মোদী হাসিনার কাছ থেকে শিখেছে।কারণ হাসিনা যা ২০১১ সালেই করেছে আর মোদী আজ তার কিছুটা গ্রহণ করেছে।
      মোদী আর যাই করুক মোদী তো আর সংবিধানের মূল কাঠামো (structure ) তো পরিবর্তন করে নি।
      এই দিক থেকে মোদী তো হাসিনার কাছে শিশু।

  • @baponbiswas7721
    @baponbiswas7721 หลายเดือนก่อน +1

    বাংলায় বাঙালি কে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে রোজ, গুটকাখোর রা এত সাহস পাচ্ছে কোথায়?? এই নিয়ে একটা প্রতিবেদন চাই।

  • @apurbabiswasfmt
    @apurbabiswasfmt หลายเดือนก่อน

    Daruuun. Somriddho holam🙏

  • @rojabali7441
    @rojabali7441 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য

  • @majibulislamzilu9700
    @majibulislamzilu9700 หลายเดือนก่อน

    Nice Mr Chatterjee.

  • @syedsarifuddin7784
    @syedsarifuddin7784 หลายเดือนก่อน

    আপনার মত জ্ঞানী মানুষ আছে বলেই এখনো কিছু টা হলে ও মানবতা বেঁচে আছে। আপনাকে উপড় ওয়ালা দীর্ঘ জীবী করুন।

  • @siddharthaghosh7931
    @siddharthaghosh7931 หลายเดือนก่อน +1

    দাদা দারুন আপনার উপস্থাপনা আজকের এপিসোড। আজকে আপনার এই বাংলা বাজার কে জিপে করলাম ছোট্ট সাপোর্ট হিসেবে , জানাবেন পেয়েছেন কি না - এইভাবে চলুন নির্ভীক সাংবাদিকতা পরিবেশন ❤- Siddhartha Ghosh

  • @debroopmazumder7590
    @debroopmazumder7590 หลายเดือนก่อน +2

    Joy bangla joy tmc Joy mamata banerjee

  • @subhendudas3867
    @subhendudas3867 หลายเดือนก่อน +1

    এইভাবে বিচারব্যবস্থা যদি একটি দলের মতো আচরন করতে থাকে, তবে এই মুহুর্তে সাধারনের করণীয় কি ?

  • @sekhnazrulislam
    @sekhnazrulislam หลายเดือนก่อน +1

    Thank you very much for true statement.

  • @jyotirmoybhowal9331
    @jyotirmoybhowal9331 หลายเดือนก่อน +3

    রক্ষক যখন ভক্ষক হয় ,তার বিরুদ্ধে কোন বিচারক কথা কয় ।

  • @ParimalSarkar-z2w
    @ParimalSarkar-z2w หลายเดือนก่อน +4

    আমাদের দেশে শুধু মুসলিমরা সংখ্যালঘু নয়, নমসূদ্ররাও সংখ্যালঘু , তাহলে রাজনীতি করুন, এবার!

  • @shorts-qx1xq
    @shorts-qx1xq หลายเดือนก่อน

    আপনার নিরপেক্ষ মতামত শুনতে ভালো লাগে কিন্তু নিরপেক্ষ বিচার কবে থেকে শুরু হবে?

  • @FaridSk-tz4ee
    @FaridSk-tz4ee หลายเดือนก่อน

    কলকাতা থেকে ফরিদসেখ শুনছি🇮🇳

  • @avishekchowdhury7138
    @avishekchowdhury7138 หลายเดือนก่อน

    আজ প্রথম আপনাদের চ্যানেলের ভিডিও দেখলাম।।।খুব ভালো লাগলো

  • @barjahansk4238
    @barjahansk4238 หลายเดือนก่อน

    ভীষন সুন্দর কথা বললেন

  • @robertalexmathias6242
    @robertalexmathias6242 หลายเดือนก่อน

    Excellent analysis

  • @Pritam64860
    @Pritam64860 หลายเดือนก่อน

    নাগরিক হিসেবে আমরা আর কবে সাবালক হব!

  • @JamaluddinMollah
    @JamaluddinMollah หลายเดือนก่อน

    Right

  • @user-ou9hk3hh5n
    @user-ou9hk3hh5n หลายเดือนก่อน

    A lot of thanks to say the words of justice among the communities and states at large.
    May God bless you.

  • @rabeyasultana8878
    @rabeyasultana8878 หลายเดือนก่อน

    বাংলাদেশের হাসিনার যেসব কার্যকলাপে তার যে অবস্থা আমার মনে হয় ভারতের সরকার একই ভাবে আইন আদালত ব্যবহার করে একই দিকে আগাচ্ছে। ভারতের জন্য দুঃখজনক।

  • @SamirChabri
    @SamirChabri หลายเดือนก่อน

    Perfect analysis 💯❤

  • @AghaAfzal
    @AghaAfzal หลายเดือนก่อน

    Thank you sir, some people like you still have ,minorities of India are now very unhappy

  • @harunkhan6127
    @harunkhan6127 หลายเดือนก่อน

    শিক্ষা স্বাস্থ্য মূল্য বৃদ্ধি বেকারত্ব দূর্নিতি এসব নিয়ে নাজেহাল মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে ভাবার কেউ নাই ।

  • @sharifuddinmolla1980
    @sharifuddinmolla1980 หลายเดือนก่อน

    Very good reporter. So much thank you

  • @debasishdas5934
    @debasishdas5934 หลายเดือนก่อน

    আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয় গুলো উঠে আসে সে বিষয় বিশেষ তাৎপর্যপূর্ণ, বর্তমানের এই বিভীষিকাময় সমাজের জন্য বিশেষ জরুরি। আপনার কন্ট্যাক্ট নাম্বার জানলে ভালো হয়। নমষ্কার 🙏

    • @arefinhoosain654
      @arefinhoosain654 หลายเดือนก่อน

      মোদী হাসিনার কাছ থেকে শিখেছে।কারণ হাসিনা যা ২০১১ সালেই করেছে আর মোদী আজ তার কিছুটা গ্রহণ করেছে।
      মোদী আর যাই করুক মোদী তো আর সংবিধানের মূল কাঠামো (structure ) তো পরিবর্তন করে নি।
      এই দিক থেকে মোদী তো হাসিনার কাছে শিশু।

  • @tuhinhossain6415
    @tuhinhossain6415 หลายเดือนก่อน

    You are an honest and brave speaker

  • @krishnabera8148
    @krishnabera8148 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @joymatara1397
    @joymatara1397 หลายเดือนก่อน +4

    Modir amole anek khela dekhte hóbe

  • @mozammelrimon9504
    @mozammelrimon9504 หลายเดือนก่อน

    👍👍👍

  • @mdarobdulal546
    @mdarobdulal546 หลายเดือนก่อน +1

    EXQUISITE maldah WB

  • @siddiqurrahman0
    @siddiqurrahman0 หลายเดือนก่อน

    May you live long . you are great .

  • @rakibislam-gl6xy
    @rakibislam-gl6xy หลายเดือนก่อน

    God baslas you sar 💓 New Bangladesh

  • @jayantibhattacharya3675
    @jayantibhattacharya3675 หลายเดือนก่อน

    Apner bislesan khub valo.

  • @LilyAhmed1
    @LilyAhmed1 หลายเดือนก่อน

    So nicely described 😍

  • @MunniMondal-y2b
    @MunniMondal-y2b หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤