আমরা কি সঠিক ভাবে যাকাত দেই | Doyel Agro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • প্রতি ঈদুল ফিতরের আগে আমরা যাকাত হিসাবে যে কাপড় বিতরণ করি সেটা দিয়ে কি আসলে যাকাত আদায় হয়?
    Join this channel to get access to perks:
    / @doyelagro
    For business enquiries - doyelagro@gmail.com
    My Facebook page / doyelagrovlog
    My Facebook profile / doyel.agro
    আমাদের সাথে যোগাযোগ এবং লেনদেন করার নাম্বার (01602254717 অথবা 01876791804 বিকাশ পার্সোনাল) অথবা মেইল করতে পারেন doyelagro@gmail.com এর বাইরে কেউ লেনদেন করবেন না। অনেক প্রতারক আমাদের নাম ছবি ব্যবহার করে হুবুহু আমাদের পেজের মত পেজ বানিয়ে আপনাদের মেসেঞ্জার ইমু তে ফোন করে প্রতারণা করতে পারে তাই সাবধান। আপনাকে আমাদের পেজের মত কোন ফেসবুক পেজ থেকে মেসেজ দিলে আগে চেক করবেন ঐ পেজে আমার ভিডিও আছে কিনা এবং ফেসবুক পেজের ফলোয়ার ১৫+ লক্ষ কিনা। আর দয়া করে কেউ কমেন্ট বক্সে নিজের ফোন নাম্বার দিবেন না। ধন্যবাদ।
    I'm a software engineer. After 10 years of service i quit my job and decided to go after my dream. My dream is to living with nature growing my own food and become a true self-sufficient person. I already start working on my dream. Please support me in this journey by subscribing the channel also like and share my video. Thanks.
    আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি নিজে চাকরি বাদ দিয়ে খামার শুরু করছি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে। বেশির ভাগ ভিডিওতে দেখানো হয় কৃষিকাজ আর খামার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আসলে লাভ হয় না লস হয় তার বাস্তব চিত্র জানতে পারবেন আমার থেকে। আমার এই খামারের ভিডিও দেখতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।
    Md Abdus Salam is a senior software engineer. Who loves living with nature and cultivate food for his family. Besides, he tried to help the poor people in the area by necessary things.
    #doyelagro
    #doyelagrovlog
    #villagelifewithshampa

ความคิดเห็น • 691

  • @omorfaruq3373
    @omorfaruq3373 3 หลายเดือนก่อน +142

    যাকাতের অর্থ একজনকে দিয়ে সাবলম্বী করে দেওয়া সবচেয়ে উত্তম।

  • @Muktarhossain-sz5td
    @Muktarhossain-sz5td 3 หลายเดือนก่อน +275

    আসসালামু আলাইকুম,,, ভাইয়া কিছু মনে করবেননা,,, যাকাত অর্থ দারিদ্র বিমোচন,,,, এমন ভাবে যাকাত দেন যাতে করে পরের বছর সে যেনো আর যাকাত এর জন্য লাইনে না দারায়,,,,আশা করি বুজতে পারছেন

    • @abunasir1858
      @abunasir1858 3 หลายเดือนก่อน +18

      ভাই বলার সময় সবাই বলতে পারি, সবাই সব জান্তা,, আমাদের মনে রাখা প্রয়োজন যেই ভদ্রলোক দিচ্ছেন নিশ্চয়ই উনি ভালো বুঝেন,, অন্যে সিদ্ধান্ত কে সম্মান করতে হয়।

    • @najmulhossen4657
      @najmulhossen4657 3 หลายเดือนก่อน

      তার দেওয়া ঠিক আছে কিন্তু এটাকে যাকাত বলে দিলে তা জায়েজ হবে না। এটা দান হিসেবে কবুল হবে​@@abunasir1858

    • @rajamiya7142
      @rajamiya7142 3 หลายเดือนก่อน +19

      শুনেন ভাই তারে ১০ লাখ টাকা দিল সে আগামী বছর যাকাতের জন্য আবার আসবে, এটা বাঙালি

    • @user-sy2qv5uq2x
      @user-sy2qv5uq2x 3 หลายเดือนก่อน +5

      সবজাগাতেই কি নাক গলাতে হয়

    • @gramerchelemd.salahuddin
      @gramerchelemd.salahuddin 3 หลายเดือนก่อน +2

      আসসালামু আলাইকুম ❤️ ❤️ ❤️
      আমাদের মাথায় যত চিন্তা ভাবনা সবে কিন্তু
      আমাদের মধ্যে কারো না কারো ধারণা থেকে থাকে তাই,
      আমরা যাই করি না কেন তা বিবেচনা করে করি তা উচিত,
      কোথায় আছো না ,,,ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না,,,

  • @ssmsartaj2212
    @ssmsartaj2212 3 หลายเดือนก่อน +12

    আমার মনে হয় এটা যাকাত দেওয়ার সঠিক নিয়মনা।এমনকি দানেরও। আশা করি ভবিষ্যতে ভালভাবে জেনে দিবেন।

  • @zahirhasanzahir2514
    @zahirhasanzahir2514 3 หลายเดือนก่อน +111

    আপনার মার পরদা করা মাশাআললাহ, খুভ ভালো লাগলো।

    • @pagalami2077
      @pagalami2077 3 หลายเดือนก่อน

      E boyoshe allah porda sithil korese. Ekhon uni porda na korleo chilbe

    • @user-kx1st7uo5p
      @user-kx1st7uo5p 3 หลายเดือนก่อน +3

      Hasailen Vai bow thake udam ar ma kore porda koto tuku Valo Allah Valo jane

    • @zahirhasanzahir2514
      @zahirhasanzahir2514 3 หลายเดือนก่อน +2

      @@user-kx1st7uo5p ভাই যে পরদা করে তার টা তো বলতেই হবে। আর ওনার বৌ কতোটুকু পরদা করে বা করে না এইটা আপনি বা আমি কেও কি যানি?

    • @user-kx1st7uo5p
      @user-kx1st7uo5p 3 หลายเดือนก่อน

      @@zahirhasanzahir2514 ki bolen Vai apni Ami Jani nah matha thik asa porda bolte ki bujhen age sheta Jana dorkar tar por Kotha na Jena Kotha bolen keno shara duniyar manush ke dekhay ar bolen apni janen nah onar bow ke dekha manush poshongsha kore jeta haram

    • @farhanaferdous4279
      @farhanaferdous4279 3 หลายเดือนก่อน

      ​@@user-kx1st7uo5pভাই উনার আম্মা হজ্জ করে আসছেন তাই উনি এভাবে পর্দা করেন ।কারো সম্পর্কে না জেনে এভাবে কথা বলবেন না।আর সম্পা উদাম থাকে কোথায় দেখলেন?হাসাইলেন রে ভাই।নিজের বৌ বোন পর্দা করে তো ঠিক ভাবে ?

  • @Syedareza-7
    @Syedareza-7 3 หลายเดือนก่อน +3

    ভাইয়া আর ভাবি আপনাদের জন্য দোয়া।❤ খুব ভালো লাগে আপনাদের জন্য অনেক মানুষের মধ্যে হাসি ফুটে। আল্লাহ আপনাদের সহায় হোন।

  • @user-tw7ik8jc1o
    @user-tw7ik8jc1o 3 หลายเดือนก่อน +38

    যাকাতের টাকা এমন ভাবে দেওয়া উচিত যাতে একজন প্রতিষ্ঠিত হতে পারে।আর সাড়া বছর যা দেন ঐটা হচ্চে দান।যাকাত হচ্ছে মাসে দিতে হয়

    • @iqbalhossain3129
      @iqbalhossain3129 3 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন ভাই আমার সেই ভাবে দেইসারাবছরযেনদেয়ানালাগ আরেকজনকে জেনদেওয়াযায়

    • @helperoftruth8382
      @helperoftruth8382 3 หลายเดือนก่อน

      ঠিক

    • @helperoftruth8382
      @helperoftruth8382 3 หลายเดือนก่อน +3

      ৫০ জনকে না দিয়ে ১০ জনকে দেয়া উচিত

    • @mimabipasha439
      @mimabipasha439 3 หลายเดือนก่อน +1

      😂😂😂 যাকাত সারা বছর দেয়া যায়।রমজানে দেয় অধিক সাওয়াবের আশায়।

    • @mdmubarak5771
      @mdmubarak5771 3 หลายเดือนก่อน

      ঠিক বলছেন 👍

  • @user-or1hg7mn6o
    @user-or1hg7mn6o 3 หลายเดือนก่อน +24

    যারা অহেতুক কমেন্ট করতেছেন .না করাটাই ভালো .উনি তো আশেপাশের গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেছে .বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে .অথচ গরিবদেরকেও সাহায্য সহযোগিতা করে না .বরং উনার জন্য দোয়া করুন .যাতে উনি আরো বেশি বেশি করে গরিবদের কে সাহায্য সহযোগিতা করতে পারে

    • @Explore-WithHasaN
      @Explore-WithHasaN 3 หลายเดือนก่อน

      যাকাত হচ্ছে আপনার টাকার মধ্যে গরীব এর অংশ। যা নির্দিষট নিয়মে দিতে হবে। এই টাকা দিয়ে তাকে এমন ব্যবস্থা করে দে য়া উচিত যেন তার আর যাকাত নেয়া না লাগে। যার উপর যাকাত ফরয তার দেয়া লাগবেই। এটা অনেক বড়লোক দেক আর না দেক। আপনার আল্লাহ উপর ইমান থাকলে আপনি দিতে বাধ্য। যাকাত না দিলে আপনার গুনাহ হবে।আর দান হল আপ্নের ইচ্ছা আপনি দিলে সওয়াব হবে না দিলে গুনাহ হবে না সামর্থ অনুযায়ী দিবেন। আপ্নের অন্য দান এর সাথে যাকাত মেলালে চলবে না।যাকাত তার নিয়মে দিতে হবে। কিছু মনে করবেন না সঠিক টা যানানোর চেষ্টা করলাম।

    • @rounakjahan4627
      @rounakjahan4627 3 หลายเดือนก่อน

      উনি একটা ফরজ কাজ সঠিকভাবে করছেন না এতে উনার ফরজ আদায় হচ্ছে না।তাই যারা উনার শুভাকাঙ্ক্ষী তারা উনাকে বুঝিয়ে বলছেন।নফল দান আর ফরজ কাজের মধ্যে আগে পার্থক্য বুঝেন।

  • @ইব্রাহীম
    @ইব্রাহীম 3 หลายเดือนก่อน +35

    ফিতরা খাবার আর যাকাত টাকা দিয়ে দিতে হবে।এই অর্থ গরীবের হক এটা দিয়ে সে যা খুশি করবে।

    • @azizurrahaman6528
      @azizurrahaman6528 3 หลายเดือนก่อน +1

      আপনার কথা ঠিক

  • @firozabegum608
    @firozabegum608 3 หลายเดือนก่อน +22

    যাকাত সম্পর্কে আপনার একটু স্টাডি করা উচিৎ। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যাকাত কেমন করে বন্টন করতে হবে।

  • @Mdridoy-fu5by
    @Mdridoy-fu5by 3 หลายเดือนก่อน +3

    ভাই দোয়া রইলো সব সময় যেনো গরিব মানুষের পাশে এই বাবে দাঁড়াতে পারেন। আমিন

  • @misbah5363
    @misbah5363 3 หลายเดือนก่อน +24

    ভাই যাকাত এই রকম দেওয়া উচিৎ কি না ভেবে দেখার জন্য অনুরুধ করছি।
    আপনার যাকাতের যে টাকা আসে তা খুব কম নয় আবার আপনার এলাকায় গরীবের সংখ্যা ও কম নয়।
    আপনার যেই টাকাটা হয় সেই টাকা মাত্র ২ থেকে তিন জন কে দেন যাতে ওই পরিবার সাবলম্ভী হয়ে যায়। এই রকম ৫ বছর দিলে কম পক্ষে ১০টি পরিবার সাবলম্ভী হবে।
    টাকা আর কাপড় দিয়ে যাকাতের আদায় হবে কিন্তু। কেউ আর উপক্রিত হবে না।

    • @user-nd5nz8bo4c
      @user-nd5nz8bo4c 3 หลายเดือนก่อน +2

      আপনার কমেন্ট টা আমার ভালো লাগছে,,,, আসলে এভাবে যাকাত দিলে কি কেউ উপকৃত হয়,,, মোটেও না,,,

    • @progamer-lh2ok
      @progamer-lh2ok 3 หลายเดือนก่อน

      right

  • @fnvhch1384
    @fnvhch1384 3 หลายเดือนก่อน +7

    এই দানের পএী দান নিশ্চ এক দিন পাবেন ইনশাআল্লাহ দুয়া রইলো

  • @ishratnadia
    @ishratnadia 3 หลายเดือนก่อน +19

    আমি সব সময় আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি।

  • @NazmulIslam-rj3bo
    @NazmulIslam-rj3bo 3 หลายเดือนก่อน +8

    আপনার আত্মীয়-স্বজনের মধ্যে কেউ যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হয়। তাহলে তাকে যাকাতের অর্থ দিয়ে অর্থনৈতিক সচ্ছলতা আনার চেষ্টা করতে হবে। যাতে তিনি পরের বছর নিজে অন্যকে যাকাত দিতে পারে

  • @moniraakter4624
    @moniraakter4624 3 หลายเดือนก่อน +66

    যাকাত যদি ইসলামিক ওয়েতে দেন তাহলে প্রতি বছর আপনার যত টাকা যাকাত নির্ধারন হয় অই টাকা টা ১জন বা ২ জন কে সাবলম্বি করে দিবেন যেন নেক্সট বছর এ এদের কে দিতে নাহয়।অন্য আরও ১জন বা ২জন কে দিবেন।এতে করে সবাই যার যার মতো অবস্থার উন্নতি করতে পারবে।টাকা টা কাজে লাগবে ঠিক মতো

    • @britishbanglabb9576
      @britishbanglabb9576 3 หลายเดือนก่อน +3

      ঠিক আলহামদুলিলাহ আমি এইটাই করি

    • @imw.sheikh
      @imw.sheikh 3 หลายเดือนก่อน

      Uni jei poriman dan kore ,mosjid,bari,tubewell,asa kori kapor deya ta bifole jabe na,eid e ekta sundor kapor porlo valo lagbe,

    • @shamsunnahar2593
      @shamsunnahar2593 3 หลายเดือนก่อน

      Assalamu alykum. At last of the year. You aggregate all your gold. Cash and bank balance. Add all these perfectly. Divide value of these by 40. Or make 2.50%.

    • @moniraakter4624
      @moniraakter4624 3 หลายเดือนก่อน

      @@imw.sheikh bifol e jabe eta kew boleny.jakat r dan 2 ta vinno.uni chayle kapor ditey pare eta aro valo.but jakat er niom jeta just etay bola hoyeche ekhane.shara bochorer dan ta count hobena jakat er sathe.

  • @JahangirAlom-zy7dm
    @JahangirAlom-zy7dm 3 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে

  • @mosaddekbillah6109
    @mosaddekbillah6109 3 หลายเดือนก่อน +84

    হিন্দু ধর্মাবলম্বী তাদের প্রতি সন্মান রেখেই বলতাছি,তাদের আলাদা ভাবে সহায়তা করলেই ভালো।
    যাকাতের টাকা তাদের না দেওয়াই ভালো।
    যাকাত কোথায় দেওয়া যায়, সে বিষয়টা জেনে দেওয়াই উত্তম হবে।

    • @minarulbiswas5061
      @minarulbiswas5061 3 หลายเดือนก่อน +2

      কোথায় লিখা আছে? হিন্দু মানুষদের যাকাত এর টাকা দেওয়া যাবে না?

    • @srsutube
      @srsutube 3 หลายเดือนก่อน

      Dhormer prokrito niom manle .........Dhormo Manei Bivedh , Baishimmo ar hingshah er jonmo dey..

    • @knowislamfollowislam2969
      @knowislamfollowislam2969 3 หลายเดือนก่อน +9

      যাকাতের আটটি খাত তার মধ্যে যদি কোন হিন্দু লোক মুসলমান হওয়ার চান্স আছে তাহলে দেয়া যাবে

    • @srsutube
      @srsutube 3 หลายเดือนก่อน

      ​@@knowislamfollowislam2969 , tottho-sutro dile amrao aktu jante partam........

    • @user-qk8bk5eu7d
      @user-qk8bk5eu7d 3 หลายเดือนก่อน +3

      আপনি কোথায় দেখছেন যে দেয়া যাবে

  • @monirulhaquebidduth6089
    @monirulhaquebidduth6089 3 หลายเดือนก่อน +3

    "Masha Allah" "Alhamdulillah"

  • @ashiklovely588
    @ashiklovely588 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুব ভাল লাগল আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সবাই কে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন ❤❤❤❤❤❤❤❤❤ভালোবাসা অবিরাম

  • @user-jh8sj1lg5p
    @user-jh8sj1lg5p 3 หลายเดือนก่อน +2

    আমি আগেই লাইক কমেন্ট করলাম ❤❤❤❤

  • @pappuahmed7897
    @pappuahmed7897 3 หลายเดือนก่อน +4

    Love from India Assam

  • @MehediHasan-rq4tx
    @MehediHasan-rq4tx 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ,,, আয়াত চাচ্চুর কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, ইংরেজি শব্দগুলোও অনেক ভালো লাগে শুনতে।
    দোয়া রইল।

  • @mdbabulmia2657
    @mdbabulmia2657 3 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 3 หลายเดือนก่อน

    যাকাত নিয়ে অসাধারণ সুন্দর একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @user-un6xq3uk8q
    @user-un6xq3uk8q 3 หลายเดือนก่อน +2

    আল্লাহ আপনার দান কবুল করুক❤❤❤

  • @mdzubair8650
    @mdzubair8650 3 หลายเดือนก่อน +5

    Assalam walekum আপনার দান আল্লাহ কবুল করুন

    • @abdulkhalek7513
      @abdulkhalek7513 3 หลายเดือนก่อน

      এটা যাকাত, দান নয়

  • @azizulhoqeu708
    @azizulhoqeu708 3 หลายเดือนก่อน +5

    ঈদ মোবারক ভাইয়া আপনারা সবাই কেমন আছেন

  • @mdfoyazfoyaz2
    @mdfoyazfoyaz2 3 หลายเดือนก่อน

    দোয়া রহিলো ভাই আপনার জন্য পরিবারে সবারই জন্য

  • @mitachoudhury6399
    @mitachoudhury6399 3 หลายเดือนก่อน

    ভাই তুমি দীর্ঘজীবি হও। ইশ্বর তোমার মঙ্গল করুন

  • @Aggj124
    @Aggj124 3 หลายเดือนก่อน +1

    Jajakallah khairan vabi boro lok guli jara zakat deina sukbe kichu

  • @bdanjuman6510
    @bdanjuman6510 6 วันที่ผ่านมา

    ভাই সব সময় মুখে হাসি রেখে দিবেন মানুষের মন শান্তি পাবে দোয়া রইল আপনাদের বর মন দখ ে

  • @anandoanando5967
    @anandoanando5967 3 หลายเดือนก่อน +1

    Good job,go ahead 🙏

  • @user-Faruque
    @user-Faruque 3 หลายเดือนก่อน +6

    🎉Eid Mubarak 🎉 I pray that Allah gives me the grace to give such Zakat# Amin❤

  • @shakhshaiful
    @shakhshaiful 3 หลายเดือนก่อน +17

    এইজন্য আব্দুস সালাম ভাইকে এত ভালো লাগে, তার প্রতিটা কথায় যুক্তি আছে, আমরা তাই করবো যার কাপড় লাগবে তাকে কাপড় দিয়া হবে, যার টাকা লাগবে তাকে টাকা দিয়া,,কারন একটা মানুষ প্রায় চার পাঁচ টা কাপড় পায়,সে এত কাপড় দিয়ে কি করবো কিছু টাকা পেলে আবার বাজার করে খেতে পারবে এটাই ভালো,, সালাম ভাই কে এইজন্য ভালো লাগে,,, ❤❤❤❤

  • @SBSwedenDiary
    @SBSwedenDiary 3 หลายเดือนก่อน +2

    Khub sundor ekta kaj

  • @abusina2145
    @abusina2145 3 หลายเดือนก่อน +2

    যাকাত অবশ্যই নগদ অর্থ দেওয়ার কথা বলা হয়েছে,তবে ৫০ জনকে ১০০০ টাকা না দিয়ে একজনকে ৫০০০০ টাকা দিয়ে সাবলম্বী করে দেওয়া উত্তম, যাতে করে ওই ব্যক্তি পরের বছর আর যাকাত নিতে না আসে বা না নেওয়া লাগে।

  • @MehediHasan-rq4tx
    @MehediHasan-rq4tx 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ অনেক দিয়েছে।
    দোয়া রইলো আল্লাহ আপনাকে আরও সম্পদের মালিক করুক যেন আপনি আরও বেশি করে গরীব অসহায় মানুষদের দান করতে পারেন।

  • @ShahAlam-mv3gy
    @ShahAlam-mv3gy 3 หลายเดือนก่อน +2

    আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক ❤❤❤

  • @sahidaakter3805
    @sahidaakter3805 3 หลายเดือนก่อน

    অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে

  • @sujanmiah3355
    @sujanmiah3355 3 หลายเดือนก่อน +28

    ফিতরা খাবার দিয়ে দিতে হয়❤যাকাত টাকা দিয়ে দিতে হয় ❤আমিও একদিন অসহায় মানুষের পাশে দারা বো ইনশাআল্লাহ্ ❤সবার প্রতি জাযাকাল্লাহু খায়রান ❤❤🎉

  • @SakiraVlog729
    @SakiraVlog729 3 หลายเดือนก่อน +1

    ভাই ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো ❤❤❤❤❤

  • @user-xc1ri9nl5h
    @user-xc1ri9nl5h 3 หลายเดือนก่อน +1

    ভাইয়া আপনাদের ভিডিও অনেক ভালো লাগে ❤❤❤❤❤❤❤❤

  • @SazzilSamirulislam
    @SazzilSamirulislam 3 หลายเดือนก่อน +2

    *মাশাআল্লাহ❤*

  • @user-eu1fx7pz2x
    @user-eu1fx7pz2x 3 หลายเดือนก่อน +1

    আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি এভাবেই যেন মানুষকে যাকাত দিতে পারেন। চাছিরএকটা কথা কইছে ওই কথাটাই রাইট।ভালোবাসা রইলো ❤❤

  • @user-nw3jy1ik1j
    @user-nw3jy1ik1j 3 หลายเดือนก่อน

    আল্লাহ্ আপনার দান যাকাত কবুল করে নেক

  • @user-yp5fc6ox7v
    @user-yp5fc6ox7v 3 หลายเดือนก่อน

    ভাইয়া আপনাদের এই কাজ গুলো দেখে খুব ভালো লাগলো

  • @saljarsohel7872
    @saljarsohel7872 3 หลายเดือนก่อน +1

    ঈদ মোবারক

  • @md.thuhidmia3901
    @md.thuhidmia3901 3 หลายเดือนก่อน +1

    ভাই আপনার কাজ গুলা অনেক ভাল লাগে।
    মাশা্ আল্লাহ অনেক সুন্দর হইছে

  • @kamrul371
    @kamrul371 3 หลายเดือนก่อน

    Mashallah May God bless your family

  • @user-zs5ex7yx6n
    @user-zs5ex7yx6n 3 หลายเดือนก่อน

    কাপড় গুলো খুব সুন্দর হইছে ভাইয়া

  • @asdrasdr937
    @asdrasdr937 3 หลายเดือนก่อน

    Eid Mubarak and hand your good job

  • @nasemakhatun7849
    @nasemakhatun7849 3 หลายเดือนก่อน

    ঈদ মোবারক আপু ও ভাইয়া

  • @samarmandal2462
    @samarmandal2462 3 หลายเดือนก่อน +1

    Ed mobarok doyel bhai

  • @user-hf2zi6qe9b
    @user-hf2zi6qe9b 3 หลายเดือนก่อน +33

    সম্পদ এর ওপর হিসাব করে যাকাত দিতে হবে,,,আর দান আলাদা হিসাব,,,যাকাত দেওয়া ফরজ,,,দান করা ফরজ নয়

  • @SHAALAMSF745
    @SHAALAMSF745 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ফাস্ট কমেন্ট

  • @Mehedi13860
    @Mehedi13860 3 หลายเดือนก่อน +1

    আজকের ভিডিওটা দেখে খুবই প্রশান্তি পাইলাম ❤️❤️

  • @user-ik2gf1cw5s
    @user-ik2gf1cw5s 3 หลายเดือนก่อน

    ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে

  • @RASELMIA-ms4jn
    @RASELMIA-ms4jn 3 หลายเดือนก่อน

    অনেক সুন্দর ভালো খাজ

  • @shimulhossain5975
    @shimulhossain5975 3 หลายเดือนก่อน

    Vai manush ato valo kemne hoy…. You are just great bro…

  • @hosse2096
    @hosse2096 3 หลายเดือนก่อน +5

    আসসালামু আলাইকুম ভাই,,,যাকাতের বিষয় টা আপনি you tube চাজ দিয়ে আলোচনা টা শুনলে ভালো হবে,, এবং ঐ নিয়মে যাকাত আদায় সঠিক,,,

  • @shovonsardar6329
    @shovonsardar6329 3 หลายเดือนก่อน +2

    যাকাত টাকার উপর ফরয আর ফেতরা দ্রব্যের উপর ফরয। ❤ তাই যাকাতে টাকায় দিতে হবে। আর ফেতরা দ্রব্য। এখানে কোনো যুক্ত চলবেনা। ইবাদত নবী (স) যেভাবে করেছে সেভাবেই করতে হবে। নিজের যুক্তিতে ইবাদতে পরিবর্তন করা বেদাত। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমিন। ❤

  • @XSurojSarker
    @XSurojSarker 3 หลายเดือนก่อน +1

    শুভকামনা

  • @mdmonirhossan953
    @mdmonirhossan953 3 หลายเดือนก่อน +2

    ইসলাম যুক্তি দিয়ে চলে না যাকাত গরিবের হক এটা টাকা দিয়ে আদায় করতে হয়।।। সে টাকা যায় করে কর।। যাকাত দেওয়ার সমপরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ।। দান করা ফরজ নয়

  • @We_Remittance_Fighter
    @We_Remittance_Fighter 3 หลายเดือนก่อน +13

    দোয়া রইলো আপনাদের সব সময় যেনো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন।

  • @user-gs6ku6wb6w
    @user-gs6ku6wb6w 3 หลายเดือนก่อน +1

    আমি দোয়া করি আল্লাহ আপনার দান কবুল করুক আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু সব সময় কমেন্ট করা হয় না আপনি মানুষকে যে পরিমানে সাহায্য সহযোগীতা করেন মানুষের কোটি টাকা থাকলে তা পারে আল্লাহ আপনাকে বিশাল বড় একটা মন দিছে যেটা সবার থাকে না

  • @Village_life_Shojib
    @Village_life_Shojib 3 หลายเดือนก่อน +1

    সুন্দর ❤

  • @shylaaslam-qq6uo
    @shylaaslam-qq6uo 3 หลายเดือนก่อน

    Masha Allah 🤲🤲

  • @rafikulislam5631
    @rafikulislam5631 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ অনেক সুন্দর

  • @saikathossain5049
    @saikathossain5049 3 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম, যদি ম্যাসেজ টা আপনার চোখে পড়ে, একটু ভাববেন, ছোট মুখে বললাম
    সবচেয়ে ভালো আপনি বড় একজন আলেম এর পরামর্শ নিন, যেইটা উত্তম হবে ইনশাআল্লাহ

  • @mhnaturelover6340
    @mhnaturelover6340 3 หลายเดือนก่อน

    sundor system

  • @ronihasanofficials
    @ronihasanofficials 3 หลายเดือนก่อน +1

    ফাস্ট কমেন্ট

  • @abdulmotaleb-wr3bz
    @abdulmotaleb-wr3bz 3 หลายเดือนก่อน +1

    Nice🙋🏻‍♂️

  • @meherunnessamitu412
    @meherunnessamitu412 3 หลายเดือนก่อน

    Apnar idea ta valo...jar jeta dorkar setai jakat hisebe dea uchit.

  • @kamruzzahansiddika3428
    @kamruzzahansiddika3428 3 หลายเดือนก่อน +3

    Bhai kotha ta khub Bhalo bolesen ghor paka na koborer chinta Korean.Allah apnader dun k kobul korun. Ameen.

  • @farookh8173
    @farookh8173 3 หลายเดือนก่อน

    Masha Allah

  • @OsmanAil-is4ly
    @OsmanAil-is4ly 3 หลายเดือนก่อน

    আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে আপনার বাসা ত মনে হয় মানিকগঞ্জ নাকি

  • @arafatamin1435
    @arafatamin1435 3 หลายเดือนก่อน +1

    ভাই,আপনি সঠিক কাজ করছেন

  • @Zahidhasan-vq2mk
    @Zahidhasan-vq2mk 3 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম
    আপনি সারাবছর ই দান করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরো দিক যাতে আপনি আরও করতে পারেন।❤❤❤🇸🇦🇧🇩

  • @cookingvlogswithrb
    @cookingvlogswithrb 3 หลายเดือนก่อน

    masha allah

  • @herosaidul3337
    @herosaidul3337 3 หลายเดือนก่อน +1

    আমিও আপনার মত এরকম ভাবে গরিব দুংখির পাশে দারাতে চাই।দোয়া করবেন।মানুষকে দেওয়ার মধ্যে যে একটা আনন্দ আমি বলে বুজাতে পারবো না।আল্লাহ তুমি আমাকে মানুষের সেবা করার সুযোগ করে দাও।

  • @yasinarafatentertainment6145
    @yasinarafatentertainment6145 3 หลายเดือนก่อน +2

    যাকাতের অর্থ দিয়ে একজন বা দুই-তিনজন ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া শ্রেয় ।যেন তিনি পরবর্তীতে আর তাকে জাকাত না নিতে হয়। এতে করে সমাজ থেকে দরিদ্র বিমোচন হবে।

  • @MistiLifeStyel257
    @MistiLifeStyel257 3 หลายเดือนก่อน

    আপনাদের ভিডিও দেখলে শান্তি লাগে। আল্লাহ কাছে দোয়া করি আমি ও একদিন এভাবেই গিফট করবো সবাই কে।
    আমি নিয়মিত আপনার আর শম্পা আপনার ভিডিও দেখি ২০২০ সাল থেকে মনে হয় না কোন ভিডিও বাদ পরছে দেখা❤❤❤❤
    আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
    আয়াত একটা মিষ্টি মেয়ে মাশাল্লাহ।

  • @sanjdaaktar6567
    @sanjdaaktar6567 3 หลายเดือนก่อน

    mashallah alhamdulillah ❤

  • @mohddulal985
    @mohddulal985 3 หลายเดือนก่อน +3

    ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি

  • @nasrinakter7297
    @nasrinakter7297 3 หลายเดือนก่อน

    অাল্লাহ অাপনার যাকাত কবুল করুক

  • @asfiaazad9998
    @asfiaazad9998 3 หลายเดือนก่อน

    Alhamdulillah
    Alhamdulillah..
    Alhamdulillah...

  • @mdmahfujbhuiyan7541
    @mdmahfujbhuiyan7541 3 หลายเดือนก่อน

    মাসা আল্লাহ,, কাপড় গুলো ভালোই মনে হচ্ছে

  • @KakonHasan.kh8
    @KakonHasan.kh8 3 หลายเดือนก่อน +1

    First comments ❤

  • @user-ys1ep4ro5d
    @user-ys1ep4ro5d 3 หลายเดือนก่อน +1

    ভাইজান আপনার এলাকার মা চাঁচিরা অধিকাংশ শারী পড়ে দেখে ভাল লাগলো।

  • @MdJohorul-yu4em
    @MdJohorul-yu4em 3 หลายเดือนก่อน +1

    হুম ❤❤দেন ভাই

  • @nasimabegom8055
    @nasimabegom8055 3 หลายเดือนก่อน +1

    সবাইকে ঈদ মোবারক

  • @mbjowel
    @mbjowel 3 หลายเดือนก่อน +7

    কিছু কিছু মানুষের চাহিদা শেষ হয় না ,
    মুখ দিয়ে এই কথা আসে না, আলহামদুলিল্লাহ যা পাইছি তাতে খুশি,

  • @ConfusedBeignets-pl2ik
    @ConfusedBeignets-pl2ik 3 หลายเดือนก่อน

    সালাম ভাই আপনাদের সব কাজ দেখে আমরা অনেক অনুপ্রেরণা হয়

  • @robinson7066
    @robinson7066 3 หลายเดือนก่อน +4

    আপনার অনেক সুন্দর মানুষিকথা আছে ধন্যবাদ ❤❤❤

  • @user-dl1hn6pv2m
    @user-dl1hn6pv2m 3 หลายเดือนก่อน

    masallah vai

  • @mohddulal985
    @mohddulal985 3 หลายเดือนก่อน +1

    আজ আমি ই প্রথম

  • @user-wl6ki8cy2y
    @user-wl6ki8cy2y 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান।
    অনেক ভালো লাগলো।
    তবে আমি মনে করি যাকাতের বিস্ময় টা একজন ভালো আলেমের সাথে পরামর্শ করে দিলে ভালো হয়।
    কারণ দান এক জিনিস আর যাকাত হলো আরেক জিনিস।
    বিষয় টা বিবেচনা করে দেখবেন আশা করি।

  • @mujiburrahman9284
    @mujiburrahman9284 3 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ইদ মোবারক ভাই ❤❤❤❤

  • @tauhidazahan8936
    @tauhidazahan8936 3 หลายเดือนก่อน +1

    Aslamualikum vaiya, onekdn jabot apnar vedio dekhi kintu konodn comment krini, viya ami onk bipode aci . Ami apnader basay jete cai ektu dekha krte, vaiya thikana ta ektu diben , plzz viya

  • @Rakib.Rahman03
    @Rakib.Rahman03 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ,