Amar Balar Kichhu Chhilo Na | Bengali Modern Song | Haimanti Shukla
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Song :: Amar Balar Kichhu Chhilo Na
Singer :: Haimanti Shukla
Music Director :: Manna Dey
Lyricist :: Pulak Bandopadhyay
Mood :: Sadness
Theme :: Love
Label :: Saregama
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamabengali
যতটা প্রচারের যোগ্য ছিলো, তা আর হয়নি--কারণ, ততদিনে বাঙালীর মানসিকতা আর রসবোধের অবনমন শুরু হয়ে গেছে। ফলে, বাংলা গানের মৌলিকতা আর অন্তর্নিহিত সৌন্দর্যও ততদিনে অবলুপ্তির পথে!
হৈমন্তীকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানাই।
যতবার শুনি, তত আরো শুনতে ইচ্ছে করে, হৈমন্তীর এই গানটি। ✨
আমি বাংলাদেশে থেকে জানাচ্ছি সংগীত বা গানের কোন ভৌগলিক সীমারেখা নেই ।বাংলাদেশের মানুষ এমন শত সহস্র ভারতীয় বাংলা ও হিন্দি গান শুনে শুনে থাকি । তেমনি আমার বিশ্বাস ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকজন বাংলাদেশের গান শুনে থাকে এবং ভালোবাসে । আজ এই প্রযুক্তির যুগে এই শোনা কখনও অপূর্ণ থাকে না ।
অসাধারন,,,,এ গানের তুলনা হয় না,, যত শুনি ততোই মুগ্ধ হই,,,,,।
সালটা ২০১৩, সুজনদের চিলেকোঠা রুমটা ভাড়া নিয়েছিলাম। বেতন ছিলো ১২০০০ টাকা। সেই রুম থেকে প্রতিদিন নিয়ম করে ছাদে হাঁটতাম। সেখান থেকেই তার সাথে প্রেম। মাঝখানে অনেক ইতিহাস। ৬ বছর তাকে হৃদয় দিয়ে আগলে রাখার পরও আমার করে নিতে পারিনি। সে চলে গেছে, আমাকে একটা গান আর চোখের জলটুকু দিয়ে গেছে। ভালো থেকো।
ছোট বেলায় আকাশ বানীতে ,অনুরোধের আসরে এই গান গুলো শোনার জন্য রেডিওর সামনে বসে থাকতাম।
একদম আমিও ❤
অসাধারণ গাইলেন আমার প্রিয় শিল্পী
WHEN I WAS Q8YEARS OLD MY MOM LEFT ME FOR EVER AND I DO NOT KNOW WHERE SHE IS NOW. BUT WHEN I LISTEN TO THIS SONG I STILL FEEL HER PRESENCE IN MY SAD HEART AND SHED TEARS DROP BY DROP. I TELL HER, " MAY UR SOUL REST IN PEACE. U R FAR AWAY FROM ME BUT I AM ALWAYS WITH U THROUGH THIS SONG."
😢😢 আমি মানিকগঞ্জ জেলা থেকে কমেন্ট করলাম অন্ত আমি মাসুদ বলছি আজো তুরে পাগলের মতো ভালোবাসি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাবো
অতুলনীয় সুন্দর চিরস্থায়ী যুগ যুগ ব্যাপি এই গানটি অমর হয়ে থাকবে।
আমার হাজব্যান্ড সারাদিন রাত গান শুনতো করোনায় মারা গেছে এই কারণে আমি কোন গান শুনতে পারি না আমার বুক ফেটে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়
এই গান আমার জীবনের অনেক কিছুকে মনে করিয়ে দেয়
সেড
জীবন অনেক সুন্দর / কষ্টের .. এত কিছুর পরেও আমরা বেঁচে থাকি বা বাচতে হয় এটাই জীবন
Comment koren kivabe?🤔🙄😒
দুঃখ করবেন না। জীবনের সবই ক্ষণস্থায়ী, আজ আছি কাল থাকবো তার কোনো নিশ্চয়তা নেই।
জীবনে কাউকে তেমন করে ভালো বাসা বা হারাইনি কিন্তু কেন জানি না এই ধরনের গান শুনতে বড়ো ভালোলাগে আর আমি যখন এই গানগুলো শুনি আমার স্ত্রী আমায় বলে তুমি কী জীবনে কাউকে হারিয়ে ছ যে তোমার মনে এত ব্যাথা বেদনখ
গানটিতে আমার পুরোনো কথা মনে পড়ে।
অসাধারণ কালজয়ী গান।
Old is Gold. Very Beautiful and Pathetic Bengali Song of Famous Female Bengali Singer Haimanti Shukla.
অসাধারণ গেয়েছো কোন বলার কোন ভাষা নেই
আমার বলার কিছু ছিলনা
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলেগেলে❤❤।
Haimonti didi excellent khub bhalo laglo asadharon surela kantha excellent🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥦👍👍👍👍👍
সবাই একটা কথা মনে রাখবেন অপূর্ণতা ভালোবাসার পূর্ণ সুখ
এক কথায় অসাধারণ❤❤❤ কমান্ড রেখে গেলাম ২৪/১২/২০২৪ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন❤
Asadharon suro murchana hridayke nara dey❤❤❤❤😂❤❤❤😂😂😂❤❤❤❤❤😂😂❤❤❤❤
আমার অতি প্ৰিয় গান। গান গেয়ে
মনে তৃপ্তি পাই। 🙏প্রণাম 🙏। জানাই 🌹🙏🙏🌹🙏🙏❤️❤️
আমার যখন খারাপ লাগে তখন এই গানগুলি ভালো লাগে খুব ভালো লাগে এখানেই মনে হয় শান্তি আপনাদের কি মনে হয় আমার ধারনা কি ঠিক
Amer Manu (wife) cancer kere niechhe ,2021 _25_April.Aj Ami aka ,Eie gan koto ber suni aber suni asa mete na.
Nijeke sakto korun 😂😂😢
মহান আল্লাহ আপনার সহায় হোক 😭😭😭😭😭
❤
Very sad. Get the strength with your loss
😢😢😢😢❤
এগানগুলো শুধু মনকষ্টই বাড়ায়।
অসাধারণ কন্ঠশিল্পী❤❤
Sombhoboto 1986 sale Beldanga SRF college ese chhilen shilpi. Sei kobe theke Shuni Ai gan
Kintu purani hoi na.
বহুবার শুনেছি
এখনো শুনি
পুরনো হোল না
Ganti sulam kintu kichu bolar nei (Eto sundor)
জীবন খাতার প্রতিটি পাতায় তোমার স্মৃতি থেকে যাবে মৃত্যুর আগ মূহুর্ত প্রিয়। 😊 আসলেই ভুলিতে পারিনা তোমাকে। 😢 মিস ইউ আমার অপূর্ণ ভালোবাসা। 💔💔
Excellent performance 💯👍 incredible 💕☺️☺️ awesome
অসাধারণ 👍 ❤🎉
আসলেই আমারও বলার কিছুই ছিল না😭😭
গায়ে কাটা দিয়ে উঠলো 😢❤❤
সত্যি অসাধারুন❤
পুরনো দিনের গান শুনলে মনে ভিতরে শিওরে উঠে 😢😢😢😢😢😢😢😢😢😢
Mone bhore gelo aha ki gan😢
শুধু বলবো আহ কি সুন্দর গান
অপূর্ব 👌👌👌।
সত্যি বলার কিছু ছিল না 😢😢😢😢😢
অসাধারণ 👍👍👍
MY BELOVED MOM HAS LEFT ME FOR EVER AND NOW SHE IS IN HEAVEN. BUT HOW CAN I GET BACK HER. IS IT POSSIBLE. NEVER, NEVER IS IT POSSIBLE. HENCE I REMEMBER HER THROUGH THIS SAD SONG AND SHED TEARS DROP BY DROP. O! MOM REST UR SOUL IN PEACE.
দিদি অসাধারণ ❤
প্রণাম নিও🙏 গো শুক্লা ম্যাডাম
৫০বছর ধরে শুনছি তাও বার বার ইচ্ছে করে।
একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো😭😭 9 বছর এর ভালোবাসা ছিল বে।ইমানি করতে ২য় বার ভাবেনি 💔🥀
এই মহাবিশ্বের সৃষ্টির রহস্য অজানা, আমরা সৃষ্টি কতার নগণ্য জীব, তবুও কত বড়ায় করি ,
Khub sundor ♥️♥️
Khub valo gilen didi
Gaan ta jata bar suni tata bar valo laga? akbar uttar bharat tour karar samay amadar driver bollo dada oi gaan sonoi? daklam driverar dui chokay jol! bujlam gaan ti osadharan
যত বারই শুনি ভালো লাগে
আমার প্রিয় শিল্পী।
Certainly Nandi Babu played the Tabla , I hope so.Baya tells the story
রাধাকান্ত নন্দী? তাই এত নিখুত সঙ্গত। এই মানুষটিও তাঁর যোগ্য সম্মান না পেয়েই চলে গেলেন!
আহা কি অসাধারণ গান
অসাধারণ
আমি ঢাকা থেকে ❤
Apurba kantha ebong gaan
ধন্যবাদ ধন্যবাদ তবলচি বাংলাদেশ থেকে ।নমস্কার
😊😊wow🎉🎉👌👌
আমার অনেক ফেভারেট গানটি 🦜🦜😍😍👏👏👏👌👌🤝👈
what a beautiful song love from pakistan
গানটা ভিষন সুন্দর ৷
এই গানটি আমার খুব প্রিয়।
ধন্যবাদ এই গানটি শোনানোর জন্য।
পিছিয়ে যায় সেই ২০০১ সালে কি থেকে কি হয়ে গেলো আজও হিসাব মিলাতে পারলাম না দূর ঘটনা পরে জাওয়া বিষু
তোমাকে ভুলতে গিয়ে আজ আমি অনেক দূরে, কিন্তু তোমার জন্য আজও ভালোবাসা রেখেছি, হয়তো তুমি আমি এখন মধ্য বয়স্ক, তারপরও তোমার জন্য আকাশের ঠিকানায় চিঠি লিখি।
ভালো থেকেও অন্য কোনো আকাশের ঠিকানায় অতীত। 😢😢😢😢😢😢😢😢😢😢😢
কেন এই গানগুলো এত ভাল লাগে
ঠিক বলসেন শুধু মান্না দের ছবিই যথেষ্ট।
Asadharan gaan
Kub sundor gan
Kishori boyos theikei shunchhi.... Kono ksron chharai valo lage ganta... Ajo tai
প্রাণের কোণে দোলে দিয়ে
কে তুমি যাও চলে
আগের মত পপরমানন্দ
বিশ্বাস ভক্তি ভালবাসা
আছে আমার এই তৃষিত বুকে
হাজার তাফাল সয়ে সয়ে
তাই আমি থাকি পরম সুখে।
রমেশচন্দ্র বিঃ২৩-০৯-২৪
দুর্গমগিরি অতিক্রমে
অপচয় হয় আমার দিন
যারা আমায় ভালবাসে
তারা প্রেরণা দেয় প্রতিদিন
রমেশচন্দ্র বিঃ২৩-০৯-২৪
তোমার আলোয়
বিশ্ব হল আলোকিত
যারা তোমায় চেনে
তারা হয় প্রকাশিত।।
রমেশচন্দ্র বিঃ২৩-০৯-২৪
ভাল মনের যারা
ভালই দেখে তারা।
Pulok bandyopadhyay ❤❤❤❤❤
Tumi chole gele😢😢😢😢😢😢
Beautiful ❤❤❤
❤❤
এই সারিতে জগন্ময় মিত্রের চিঠি গানটি স্থান দিলে আরও ভালো হতো
Valo lage
হৈমন্তী দির গানটা সকলের প্রিয়,, যেমন গলা তেমন গান,, এত সুন্দর গান যখই শুনবে তখনি ভাল লাগবে,,
এসব গান মৃত্যু যন্ত্রণা কেউ ভুলিয়ে দেবে
মাথায় কিছু আছে নাকি গেছে।।।
শ্রুতিমধুর
Khub koshto Hoy aey purano shilpi gulo ami dekhtey paini
এই গানটা যতো শুনি ততোই মনে পড়ে বেইমানের কথা অবুজ মনটাকে আর বুঝ মানাতে পারিনা । কেনো জানি মন ছুটে যায় তার কাছে কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে অন্যন কাছে ।
Very nice song ❤❤❤❤
বার বার শুনতে ইচ্ছা করে
অতীতকে বার বার মনে করিয়ে দেয়
NURUNAHARKHAN SO SAD. SO TRAGEDY.. GOD GIVE YOU POWER TO TOLARATE THIS HARD REALITY. NAMASKAR.
আমার প্রিয় একটা গান
From Bangladesh 🎉😂❤😢😮
অসাধারণ ❤❤❤
❤❤❤❤❤❤❤
VERY REALISTIC LYRICS OF HUMEN LIFE
Very nice song
AbuTAlib❤
জিবনের বাঁকে বাঁকে কত অজানা প্রেমের মায়াজাল ঘেরা এসব গান
My Favourite Song
Best
এই গানটির কথা হঠাৎ মনে পরলো গান শুনতে ভালো লাগে না খুব কস্ট হয় 😢
এত ভালো লাগে গানটা ❤❤❤❤❤
আকাশ, আকাশ,
শুধু নীল, ঘন নীল, নীল আকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত,
পৃথিবী ঘুমিয়ে পড়ে
তুমি দেখেছো কি?
তুমি রাতের সেই
নীরবতা দেখেছো কি ?
শুনেছো কি রাত্রির কান্না ?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি ?
নিবিড় আ্ঁধার
নেমে আসে ছায়া ঘন কালো রাত,
কলরব, কোলাহল, থেমে যায়
নিশীথ প্রহরী জাগে,
তুমি দেখেছো কি?
এই বেদনার ইতিহাস
গত শতাব্দীর ষাটের দশকের গোড়ার দিক। মৃণাল সেন সবেমাত্র একটি ছবি পরিচালনা করেছেন, কিন্ত সৈটিও ফ্লপ। ফলে কলকাতায় কোনো producer ই পাচ্ছেন না। ওদিকে হেমন্ত মুখোপাধ্যায় তখন মুম্বই-কলকাতায় প্রতিষ্ঠিত শিল্পী, প্রচুর অর্থ-যশ। তবে তিনি কিন্ত সর্বদাই নতুনদের (গুলজার, বিশ্বজিৎ প্রমুখ) বিশষ করে বাঙালি প্রতিভাকে তুলে আনতে বা নতুনদের ছবিতে টাকা ঢালবার ঝুকি নিতেন। এরকমই 'নীল আকাশের নীচে' ছবিটিতে কোনো ষ্টার অভিনেতা-অভিনেত্রী না থাকা সত্বেও ছবিটি প্রযোজনা করতে তিনি রাজী হন। উদ্দেশ্য, তরুণ মৃণাল বাবুকে promote করা। কিন্তু ছবিটি মুক্তি পাবার পর, তৎকালীন ভারত-চীন যুদ্ধ পরিস্থিতিতে, এক চীনা পুরুষ ও এক ভারতীয় রমনীর সম্পর্ক নিয়ে তৈরী এই সিনেমাটিকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেন। প্রসঙ্গত, এটিই স্বাধীন ভারতের প্রথম নিষিদ্ধ সিনেমা। প্রদর্শন নিষিদ্ধ হলেও ছবিটি কিন্ত চিত্র সমালোচকদের প্রশংসা আদায় করে নেয় এবং শক্ত হয় মৃণাল বাবুর পায়ের তলার জমি। কিন্ত পরবর্তীতে, মৃণাল বাবু এই ছবিটিকে বিশেষ কোনো গুরুত্ব দিতে চাইতেন না। ওনার এহেন অকৃতজ্ঞমুলক আচরণে হেমন্তবাবু মনে অত্যন্ত আঘাত পেয়েছিলেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সেই দুঃখ ভোলেন নি।