অসাধারণ। ওই সময় এঁরা যদি প্রযুক্তির সাহায্য পেতেন তাহলে কতো সুবিধে হতো। কিন্তু তাতেও কি অসম্ভব সুন্দর গল্প, চিত্রনাট্য ও অভিনয়। বিদেশে গিয়ে নাচগান দেখানোর কোনো দরকার হতো না, অল্প বাজেটে ই কতো সুন্দর ছায়াছবি
কী অদ্ভুত ব্যাপার কোভিডের পূর্ব পুরুষরা এত বছর আগে ও ছিল তাহলে! এই করোনা কালের জন্য এই ছবি খুব মানান স ই ।কোভিডের প্রটোকলের সাথে হুবহু মিল আছে তরুণ কুমারের অসুখ দৃশ্যে।
ছোটবেলা থেকে দেখে আসছি এইসব মুভিগুলো ! কখনো কিন্তু পুরোনো হয় না ! অথচ, আমি জানি এইসব সিনেমাগুলো আমার মা বা বাবার কিংবা দিদাদের প্রিয় ! এতগুলো, জেনারেশন চলে গেলেও কিন্তু, লোকের পছন্দের কিছু পরিবর্তন নেই ! এতটাই, সাবলীল !
বাসস্থানের অভাবের মত গুরুতর সমস্যাকে এমন কমেডির মাধ্যমে উপস্থাপনার মত কঠিনতম প্রয়াস চিরস্মরণীয় সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র মহাশয়ের পক্ষেই সম্ভব। তবে এক্থাও ঠিক চলচ্চিত্র একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। সফলতার দাবিদার সবাই।
বন্দু পাওয়া যায় ঠিকই। কিনও মনের মতো মন পাওয়া বড় কঠিন। আমাদের কুতসিত আর কিছু নোংরা মনের কিছু মানুষ নামের পশু এখনো পিছু ছাড়ে না। প্রেম ও ভালোবাসা কখনো সহজ ওসরল পথ খুজে পায় না। একটি মেয়ে ভালোবাসি এই ছোট্র কথা টুকু বলতে যতোটুকু সময় লাগে!ঘৃণা করি এই কথা টুকু বলতে ততোটুকু সময় কিনও লাগে না। সাভেয়ার মাসুদ পারভেজ। কালিহাতী-টাংগাইল। বাংলাদেশ। প্রবাসে কুয়েতের মরুভূমির বুক থেকে।
@@mmh0982 even শশীবাবুর সংসারে। সেইদিক থেকে একটু দেখ্তে গেলে পাহাড়ি সান্যাল ও ছবি বিশ্বাসের character ( in sense of comedy) interchange হয়ে গেছে যেন। আশা করি বোঝাতে পারলাম
Darun movie👌👌👌👌👌,,sera hasir chhobi,sabitri Uttom juti ta darun chhilo,Chhobi biswas aar Pahari Sanyal r bondhutto r juti ta o best chhilo e movie ta te
WOW?! What a wonderful movie! A proverb says" Bar Bar Dekho ,Hazar bar Dekho ,dekhne Ko Chiz Hai "Haat Baralei Bandhu" hamara.Simply brilliant in every aspects Will remain evergreen till the last breathe of my life.The acting of our ever great Uttam Kumar,Sabitri Devi,Chhabi Biswas,Pahari sanyal,Tarun Kumar n lastly Jahar Roy is inexpricable.Long live the Bengal Film fraternity n it's crew members,for whose the film has been sooooo successful n touched everyone's heart mind.Best of luck.
Thanks a lot for all the performers of the movie. Boththe story andthe movie are so beautiful..Some of the viewers want this type of movie......... Thank you.
One of the immortal Commercial Bengali movie, all the performer's are great, specially cchabi biswas in a comedy role, rest are too good, jahar Roy, pahari sanyal, and great Uttam Kumar and adorable Sabitri chstterjee ,are act their best, all in all a fantastic movie.
কিসব ছবি তৈরী হত তখন। একটা অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, এ বলেন আমায় দেখ, ও বলেন আমায় দেখ। এঁরা অভিনয় করতেন না, নিজেরাই চরিত্র হয়ে উঠতেন। ছবিটা সাদা-কালো, কিন্ত পরতে পরতে কত রং। আমরা ধন্য হলাম।
Erom chobi te ache prokrito ruchi Bodh, sangeet er rasho Bodh, r prokrito avinoi,, r Ekhn kar dine ja paoa jai na sevabe,,, sahitter jog o nei ekhon kar chobi te,, edaning kichu artfilm tao Dekha jai, Khub valo laglo
এক কথায় অসাধারণ অনবদ্য। উত্তম কুমারের প্রায় সব ছবি আমি দেখেছি। কোনটা ভালো বলবো সব ভালো অসাধারণ।
Absolutely right.
অসাধারন ছবিটি। কি সাধারণ হয়েও অসাধারন। এতো সুন্দর নির্ভেজাল অভিনয়। উত্তমকুমার, সাবিত্রী চ্যাটার্জী, তরুনকুমার, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, জহর রায় কাকে ছেড়ে কাকে বলবো। এতো সুন্দর মজার ছবি আর কটা হয়েছে কে জানে
এত সর্বাঙ্গসুন্দর চলচ্চিত্রকে আজ পর্যন্ত দেখিনি।
@@abhijitchakrabarty45😢
Km
একটি অতি চমৎকার রম্য ছায়াছবি। যেমন সংলাপ,প্রেমেন্দ্র মিত্রের গানের কথা ও নচিকাতা ঘোষ বাবুর সুর,তেমনি উত্তম,ছবি বিশ্বাস,পাহারী সন্যালের অভিনয়!
Thik bolechen.
ছবিতে উত্তমকুমার-সাবিত্রী জুটি অনবদ্য।
ভাষায় প্রকাশ করা অসম্ভব।
অনুষঙ্গের চরিত্রগুলিও ভীষণ সুন্দরলাগে।জানিনা কতবার দেখেছি।
Same with me also I don't know how many times i have seen this movie 🙏 very cute movie 🙏
তখনকার এসব সিনেমার জন্যই স্বর্নযুগ ছিলো বাংলা সিনেমার।
যত দেখি ততই ভালো লাগে। অসাধারণ গল্প অনবদ্য অভিনয়।🤍🤍
ছায়াছবি গুলো আমার জন্মের আগের । সত্যি অসাধারণ কাহিনী,অসাধারণ অভিনয়,আর বোধহয় ওনাদের মতো কাওকে ফিরে পাবোনা ।
উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জী, ছবি বিশ্বাস, পাহাড়ী স্যানাল, জহর রায়, তরুণ কুমার প্রত্যেকে এক কথায় অনবদ্য! অভিনয় কাকে বলে!!!
অসাধারণ। ওই সময় এঁরা যদি প্রযুক্তির সাহায্য পেতেন তাহলে কতো সুবিধে হতো। কিন্তু তাতেও কি অসম্ভব সুন্দর গল্প, চিত্রনাট্য ও অভিনয়। বিদেশে গিয়ে নাচগান দেখানোর কোনো দরকার হতো না, অল্প বাজেটে ই কতো সুন্দর ছায়াছবি
এগুলো বাংলা সিনেমার স্বর্ণ যুগ। তথ্য প্রযুক্তি দপ্তরের উচিত এই সব ছবি গুলো এডিটিং করে picture quality আরো ভালো করা।
ABSOLUTELY CORRECT 👍👍👍
@@sanjoydey5459 to
একদম ঠিক
@@sanjoydey5459 Absolutely right
একদম ঠিক বলেছেন
আহা, কি দেখলাম জন্ম jonmantoreu ভুলবার নয়।❤️🙏
উত্তম কুমার এবং সাবিত্রী দেবী র অভিনয় তো আছেই , সঙ্গে জহর রায় ছবি বিশ্বাস পাহাড়ি সান্যাল, কি অসম্ভব জোরালো অভিনেতা সব। যেন সোনার খনি।
সকলেই মহানায়ক
কী অদ্ভুত ব্যাপার কোভিডের পূর্ব পুরুষরা এত বছর আগে ও ছিল তাহলে! এই করোনা কালের জন্য এই ছবি খুব মানান স ই ।কোভিডের প্রটোকলের সাথে হুবহু মিল আছে তরুণ কুমারের অসুখ দৃশ্যে।
..
আমিও মিল পেলাম কোভিডের সাথে
ছবিটা যখন মুক্তি পায় তখনও আমার জন্ম হযনি।কিন্ত মনে হয আমার মতো রসে বসে থাকতে চাওয়া মানুষ এর জন্য এ ছবি তৈরি।
Ha
Aamar jonmou hoini..ta Tumi kon saale jonme Cho...aamio etokhon vabtichilam tomar kotha ??!!!!! Tumi kohone acho ??
Diabetes nei to !!??
Tamak khaber chao !??
Aaißa boho aamar duare !!
Aamar natni ekhon uttam kumar er natir pisi hoi...tai kobe potol tulbe ??
কি মজার গল্পো......আজকাল এমন গল্পো নিয়ে সিনেমা হয়না কেন?
অপূর্ব। এরকম সিনেমা আর হবে না।👌👌
সিরিও কমেডি চরিত্রে অভিনয়ে
উত্তমকুমার সাবিত্রী চট্টোপাধ্যায়
অসাধারণ। ভাষায় প্রকাশ করা অসম্ভব।
Both uttam kumar and sabitri are looking very cute 🙏 beautiful movie 🙏 thanks for uploading 🙏
উত্তমকুমার-এর অভিনয় প্রসঙ্গে মন্তব্য
নিষ্প্রয়োজন। তরুণ কুমার এবং সাবিত্রী
চট্টপাধ্যায়-এর ভাই ও বোনের ভূমিকায়
অভিনয় ভীষণ ভালোলগ।
অসাধারণ সংলাপ, অভিনয়, চরিত্র এবং গল্প।
ছোটবেলা থেকে দেখে আসছি এইসব মুভিগুলো ! কখনো কিন্তু পুরোনো হয় না ! অথচ, আমি জানি এইসব সিনেমাগুলো আমার মা বা বাবার কিংবা দিদাদের প্রিয় ! এতগুলো, জেনারেশন চলে গেলেও কিন্তু, লোকের পছন্দের কিছু পরিবর্তন নেই ! এতটাই, সাবলীল !
বাসস্থানের অভাবের মত গুরুতর সমস্যাকে এমন কমেডির মাধ্যমে উপস্থাপনার মত
কঠিনতম প্রয়াস চিরস্মরণীয় সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র মহাশয়ের পক্ষেই সম্ভব।
তবে এক্থাও ঠিক চলচ্চিত্র একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। সফলতার দাবিদার
সবাই।
দারুন মুভি, মনে হয় একমাত্র সাবিত্রী চ্যাটার্জি ছাড়া সবাই পরলোকে
besh sundor....misti golpo....moner manush k bibaho basor e prothom dekhte pawa r drisso ta jodi movie ta te dekhato tahole aro jome jeto
শ্রদ্ধেয় ছবি বিশ্বাস ও পাহাড়ী সান্যাল অনবদ্য❤
"অসাধারণ"বিশেষণটির এমন বহুমাত্রিক প্রয়োগ খুব কম চলচ্চিত্রের ভাগ্যে জুটেছে।
আমার এই বিষয়টি মনে হয়।
কত বার যে দেখলাম ছবিটা,যত বারি দেখি না কেন মনে হয় আবারও দেখি।।🌹🌹
সর্বশ্রেষ্ঠ অভিনয়ের অপূর্ব নিদর্শন...🎥
এমনও কথা আছে শুনলে খুশ হয়, আবার জলে ভরে দু-নয়ন।সুখেও কেঁদে ওঠে মন।কখনো ভাবি বসে আসবে কি ফিরে, পুরনো সেই মধুর লগন।
খুব ভালো লাগলো, আপলোড করার জন্য ধন্যবাদ। উত্তম কুমারের -ছদ্মবেশী, চিড়িয়াখানা, ধন্যিমেয়ে, শুক সারী, বাঘ বন্দী খেলা, উত্তরায়ণ ইত্যাদি ছবিগুলো প্লিজ আপলোড করুন।
৬৩ বছর পর একটা সেদিনের জনপ্রিয় ছবিটা দেখলাম ।আ হাঃ প্রাণটা জুড়িয়ে গেল ।কি সব প্রিয় চরিত্র !যতদিন বাঁচবো, এমন ছায়াছবি বার বার দেখবো ।কি বলেন ?
চিত্রনাট্য এর এমন প্রাঞ্জল রূপায়ণ অনবদ্য!!!!!
উত্তম কুমার super duper hero ...like you👌👌👌 and love you💟💟💟🤷♂️🤷♂️🤷♂️
কী সুন্দর একটা ছবি...কী ভাল সংলাপ...
সিনেমার
৫১ বছর পরে দেখেও কখনো একঘেঁয়ে লাগে না....যতবার দেখা যায় ততই ভাল লাগে...
আউটডোর শ্যুটিং ছাড়া ; কেবল স্টুডিও র মধ্যে শ্যুটিং করে অসাধারণ এরকম্ একটি সিনেমা ভাবাই যায় না- "হাত বাড়ালেই বন্ধু " চমৎকার- সার্থক নামকরন :- আজকের দুনিয়ায় এই বার্তাই প্রয়োজন অথচ্ কলিযুগে এরকম্ চিন্তাধারা কোনো পরিচালকের মগজে ই আসে না এটাই দুঃখের বিষয়
ঠিক বলেছেন
চমৎকার বলেছেন। আপনার মতো আমিও পুরানো ছবির প্রেমিক। আমরা কি বনধুত্বের হাত বাড়াতে পারি না??
বন্দু পাওয়া যায় ঠিকই। কিনও মনের মতো মন পাওয়া বড় কঠিন। আমাদের কুতসিত আর কিছু নোংরা মনের কিছু মানুষ নামের পশু এখনো পিছু ছাড়ে না। প্রেম ও ভালোবাসা কখনো সহজ ওসরল পথ খুজে পায় না। একটি মেয়ে ভালোবাসি এই ছোট্র কথা টুকু বলতে যতোটুকু সময় লাগে!ঘৃণা করি এই কথা টুকু বলতে ততোটুকু সময় কিনও লাগে না। সাভেয়ার মাসুদ পারভেজ। কালিহাতী-টাংগাইল। বাংলাদেশ। প্রবাসে কুয়েতের মরুভূমির বুক থেকে।
@@greenlife8514 হ্যাঁ পারি......🙋 👋বাড়ালাম ..........................................
দেখি সঠিক পরানের বন্ধু পাই কিনা !!!
আমরা সব ফেল করা বাহাদূর 🤣
সুন্দর
এই সব ছবি যতবার দেখি ততবারই নতুন লাগে,অনবদ্য সিনেমা
Mahanayak..with legendary Chobi biswas..Sabitri Tarun Kumar.. Wonderful
মন মাতানো মন ভরে যাওয়ার মতো ছবি কি সুন্দর।
জীবনের কিছুটা সময় হাসির ফোযরায
কাটিয়ে দিতে বেশ ভালো লাগে।
Just unbelievable👍👍😍😍 wonderful movie🎥🎥🎥🎥
এইরকম উপলব্ধি ও সংস্কৃতি একমাত্র বাঙালি জাতির রক্তেই সম্ভব।
উত্তম সাবিত্রীর ছবি আমার খুব ভালো লাগে, আর যে ছবিতে পাহাড়ী সান্যাল ছবি বিশ্বাস থাকে সে ছবি চার চান্দ লেগে যায় ধন্যবাদ।
Thanks for uploading this wonderful
movie .Please upload Bhrantibilas.
এত পুরনো ছবি অথচ সাউন্ড কোয়ালিটি এক্সিলেন্ট ❤️
ছবি বিশ্বাস কমেডি রোলে !!! ভাবা যায় ? দুর্দান্ত।
কেন ? "ওরা থাকে ওধারে" ছবিতে !! যদিও সেটা ঠিক কমেডি রোল নয়, তাঁর প্রতিটি ছবিই অনবদ্য ।
@@mmh0982 even শশীবাবুর সংসারে। সেইদিক থেকে একটু দেখ্তে গেলে পাহাড়ি সান্যাল ও ছবি বিশ্বাসের character ( in sense of comedy) interchange হয়ে গেছে যেন। আশা করি বোঝাতে পারলাম
হৃদয় জুড়িয়ে যায়, এই ধরনের cenema দেখে ।
Darun movie👌👌👌👌👌,,sera hasir chhobi,sabitri Uttom juti ta darun chhilo,Chhobi biswas aar Pahari Sanyal r bondhutto r juti ta o best chhilo e movie ta te
এরকম ক্ল্যাসিক ফর্মের ছবির বুকে যাঁরা ডিজলাইক এঁকে দেন তাদের হৃদয় বলতে রুচিবোধ বলতে কিছু আছে কি না সন্দেহ!
এদের ছবিতেই মালা দেওয়া উচিত।
ঠিকই বলেছেন...
bojhei na.
না বুঝে এমনটা করে বলে আমার ধারণা।
এদের হাত ছেড়ে দিতে হয় এরা এমনই বন্ধু।😃
Excelent apurna asadharan amazing
WOW?! What a wonderful movie! A proverb says" Bar Bar Dekho ,Hazar bar Dekho ,dekhne Ko Chiz Hai "Haat Baralei Bandhu" hamara.Simply brilliant in every aspects Will remain evergreen till the last breathe of my life.The acting of our ever great Uttam Kumar,Sabitri Devi,Chhabi Biswas,Pahari sanyal,Tarun Kumar n lastly Jahar Roy is inexpricable.Long live the Bengal Film fraternity n it's crew members,for whose the film has been sooooo successful n touched everyone's heart mind.Best of luck.
The two extraordinary character
CHHABI BISWAS and Pahaari Sanyal are unparallal and
Unforgettable also....
In comparison with them present Bengali Chinema Artists of today are very very common.
অসাধারণ একটা মুভি, উত্তম কুমার এর প্রত্যকটা মুভি থেকে অনেক কিছু শেখার অাছে।
এখনকার অভিনেতা,অভিনেত্রী,পরিচালক,কলাকুশলীদের এই ধরনের সিনেমাগুলো বারবার দেখা উচিত। বারবার। তাতে যদি কিছু উন্নতি হয় !!!
"হাত বাড়ালেই বন্ধু' আর 'সদানন্দের মেলা' এই দুটো ছবির মধ্যে অনেকটা মিল পাওয়া যায়। শুধু নায়িকা দুজন যথাক্রমে সাবিত্রী চট্টোপাধ্যায় আর সুচিত্রা সেন।
❤👍😎
Tar karon duto cinema-i Sukumar Dasgupta ar Premendra Mitra ei jutir likhito ar porichalito
দুটোর দর্শনের বিস্তর তফাৎ।
যেমনি সুন্দর গল্প তেমনি অসাধারণ অভিনয়।
অসাধারন ছবি যতই দেখি ততই মুদ্ধ হচ্ছি❤
এই ছায়াছবি গুলো সত্যি সুন্দর
Vison sundor movie ta....
Truly wonderful movie. Enjoyed watching it and laughed a lot. Thanks.🙏
Ki sundar golpo rr ki sundar ovinoy , etai hocche binodon
Evergreen movie. Katobar dekhechi. Tao mone hoi abar dekhi. Esob cinema konodin purano hobe na.
ছবি বিশ্বাস এর অভিনয় আমার খুব লাগে 😄
Khub Sundar Chchobi...Satti Karer Entertainment Korar Moto..
This movie is always new to me.
SO attractive this is.
I don't know howmany times I have
Seen the movie.
Thanks a lot for all the performers of the movie. Boththe story andthe movie are so beautiful..Some of the viewers want this type of movie.........
Thank you.
Unique lapsing by Uttam Kumar..no one can do like him ...
উত্তম,সাবিত্রী,তরুণকুমার, ছবি বিশ্বাস,পাহাড়ী সান্যাল, বীরেন চ্যাটার্জী,জহর রায়। এ বলে আমায় দেখ,ও বলে আমায়।উফফফ!বিশেষণ হয় না
Well said
বীরেন চ্যাটার্জি কোন ভূমিকায় ছিলেন?
Superb! There is no need of camera, light action cut ambiance etc. All these are useless.
So natural it is.
Thanks a lot all of them...
আমি ভাবছিলাম যে মহানায়ক সম্মান 2022 পেলো কিনা সোহম চক্রবর্তী আর নুসরত জাহান!!! হায় হায়
Sohom r Nusrat churi korar por j acting kore taate ora Mahanayak award pabar joggo
দুয়ারে সরকার, বলো কার কি দরকার !😂😂😂
Excelent apurba amazing
What a lovely story, I really enjoyed it.Congrat to Nochiketa Gosh and Permendra Mitra.
আজ আমি দেখতে শুরু করলাম রাত on 26/01/2023 at. 11.25 P.M
ভাল লাগলো ছবিটা দেখে 👌💞🌹
Owaw! What a film ❤️❤️❤️❤️❤️
এগুলোও সিনেমা। আর এখনকার সিনেমা!!!
সহমত
Lo g.
Uttamer avinito chabi uttami Hoy,hote badhya.
Wowwwww, Hath barale sob paawa jaye,YES YES Bandhu-----------🙏🙏❤️❤️
অসাধারন মুভিটা.......
কোন প্রশংসাই যথেষ্ট নয়।
ঠিক কথা বলেছো friend Henry Roy....?
One of the immortal Commercial Bengali movie, all the performer's are great, specially cchabi biswas in a comedy role, rest are too good, jahar Roy, pahari sanyal, and great Uttam Kumar and adorable Sabitri chstterjee ,are act their best, all in all a fantastic movie.
অসাধারণ ছবি
অসম্ভব সুন্দর!
কতবার দেখলাম।চোখ তো ফেরানো যায়ই না আবার টেনে টেনে পিছনে এনে এনে দেখি পর্দায় যা সম্ভব নয়।কি অভিনয় ,সংলাপ,সিচুয়েশান।সিনেমা শেখার বই।কি সব শিল্পী।
কিসব ছবি তৈরী হত তখন। একটা অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, এ বলেন আমায় দেখ, ও বলেন আমায় দেখ।
এঁরা অভিনয় করতেন না, নিজেরাই চরিত্র হয়ে উঠতেন।
ছবিটা সাদা-কালো, কিন্ত পরতে পরতে কত রং। আমরা ধন্য হলাম।
খুব ভালো লাগলো। এখন আর এই বই হয়না।
ছবিটা যেন বার বার দেখতে মন যায়🎥
AMAZING!!!! A VERY EXCELLENT BENGALI MOVIE BY LEGENDARY ACTOR UTTAM KUMAR....
Amon. akti. Sundar. chabi dekhe. Tripi. Pelam
দারুন সিনেমা । ভালো লাগলো খুব ।
ছবি বিশ্বাসের ছবি শুভদা কোথায় খুজে পাচ্ছনিা কি ভাবে দেখতে পারি
দেখে ভালো লাগলো।
Oshadharon ekta movie........thanks a lot for sharing....
অসাধারণ!
Agekar dine etae hoto baba ma na thakle kaka,mama ra mile vaiji,vagnir bia dito...ar akhon baba ma na thakle matir sathe aro pisay dae..,,
চমৎকার!
Erom chobi te ache prokrito ruchi Bodh, sangeet er rasho Bodh, r prokrito avinoi,, r Ekhn kar dine ja paoa jai na sevabe,,, sahitter jog o nei ekhon kar chobi te,, edaning kichu artfilm tao Dekha jai, Khub valo laglo
অসাধারণ!😍
Sotti tumi uttam...sotti tumi mahanayak.....
Absolutely👍👍👍👍
খুবভালো
খুব ভালো লাগলো সিনেমাটা।