ধন্যবাদ ভাই, রবিস্কোপ কে প্রায় দক্ষিণীর কোচিং ক্লাসে পরিণত করতে অনেকেই বদ্ধপরিকর। তোরা আমায় এর থেকে উদ্ধার কর। এই ধরনের আড্ডার ভিডিওর মধ্যে দিয়েই এই চ্যানেলের সার্থকতা।
চমৎকার আলোচনা।নতুন অনেক তথ্য জানলাম। অভিনন্দন রবিস্কোপকে। রবীন্দ্রনাথ যে প্রাণের ঠাকুর! এতো সুন্দর করে ইতিহাস বলে যাচ্ছেন। আমার কাছে শ্রেষ্ঠ বিষয় টি নিয়ে শ্রেষ্ঠ এই চ্যানের। সঙ্গে আছি, সকল ইতিহাস, স্বরবৈচিত্র, রবীন্দ্রনাথের সৃষ্টির সাথে নিরন্তর আছে! অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা রইলো আপনাদের অসাধারণ উদ্যোগ টির জন্যে। সফলতা কামনা করছি।🙏
স্যার, নমষ্কার নিবেন। আমি বাংলাদেশের ছেলে কিন্তু পরিবার নিয়ে নিউ ইয়র্কে আছি। আমার বয়স ৫২। জীবনে কোনদিন কোন গানের যন্র ধরি নি। ১২/২০১৯ থেকে কেন, কিসের জন্য, কিভাবে Saxophone র প্রতি ভালবাসা জন্মেছে জানি না। আমি সেটা কিনেছি এবং অনলাইনে ক্লাস করছি একজন ননবেঙ্গলির কাছে। উনি গুরগাঁও, দিল্লীর বাসিন্দা। আমি স্কেল এবং ফ্লাট নিয়ে খুবই বিভ্রান্ত ছিলাম। আপনার জানা এবং বোঝানোর কৌশল অসাধারণ। আপনার ভিডিও তে বেশ উপকার হয়েছে, স্কেল, ফ্লাট, আপার স্কেল ইত্যাদি জানার জন্য, অসাধারণ। তবে এই ভারতীয় মিউজিক জানার জন্যে কোন বইয়ের নাম বলবেন কি? প্লিজ..। আপনার সাথে কথা বলতে পারবো কি? ধন্যবাদ- বিশ্বাস, নিউ ইউর্ক।
অনেক ধন্যবাদ, আপনার উৎসাহকে কুর্নিশ জানাই। একটা WhatsApp নম্বর ভিডিওতে দেওয়া আছে, সেটায় যোগাযোগ করুন। কিছু বই পিডিএফ আকারে পাওয়া যায়, সেগুলোর লিংক আশা করি দিয়ে দিতে পারব। স্কেল নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, আরও বেশ কয়েকটি পর্ব বানাতে হবে এই বিষয়ে। আশা করি সেগুলোও আপনার ভালো লাগবে। সঙ্গে থাকুন...
ধন্যবাদ স্কেল নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও সিরিজ রয়েছে, দেখার অনুরোধ রইলো। robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
দাদা আপনার channel দুদিন ধরে দেখছি very useful technic.খুব ভালো লাগছে অনেক রাগ সিখেছি কিনতু চড়ার দি কে গলা ওঠেনা । আমার কি scale change koরটে হবে সি scale দেখাবেন । 20 yrs আমি ছেড়ে দিয়েছি তখন ছেলে ছোট ছিল Teacher য়ের কাছে তালিম নিয়েছি। উতোরের আসায় রইলাম
ধন্যবাদ স্কেল দিয়ে একটা সম্পূর্ণ ভিডিও সিরিজ আছে আমাদের ব্লগ সাইটে। সেটা একবার দেখার অনুরোধ রইলো... robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
নিশ্চয়ই, স্কেল নিয়ে একটা বিস্তারিত ভিডিও সিরিজ আছে, দেখার অনুরোধ রইল... robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
আপনি সম্ভবত বয়সন্ধিকালে ছেলেদের গলার স্বর পরিবর্তনের কথা বলতে চাইছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, এ নিয়ে যতদূর সম্ভব আলোচনা অবশ্যই করার চেষ্টা করব আমার সীমিত বিদ্যাবুদ্ধি মতে।🙏🙏
@@robiscope Aapni ekdom thik dhorechhen. Video r opekhkhay thaklam. 🙏🙏Amar chhele r jonne jiggesh korchhilam, May te 18 years holo, B flat er upor er Sa korte gele kosto hoy, strain pore. Ei khetre ki G# othoba arektu nicher scale e practise korbe jotodin gola shape e na ashe? Aapni eto fundamental practice sekhachhen Robiscope e, amra shotti obhibhuto. Aapnake ojosro sadhubad janai 🙏🙏
স্যার, আমার বয়স ৩৭ বছর। সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়াম ধরলে আমার ভয়েস এ শার্প স্কেলের মন্দ্র সপ্তকের মা থেকে তার সপ্তকের মা পর্যন্ত যায়। আবার বেলা গড়ালে অর্থাৎ দুপুর পেরোলে সেটা ডি শার্পের তার সপ্তকের মা পর্যন্ত যায়। আমার রেওয়াজের সঠিক স্কেল তবে কোনটা হবে যদি আমাকে পরামর্শ দিয়ে কৃতার্থ করতেন।
অনেক ধন্যবাদ, ভিডিওতে একটা WhatsApp ফোন নাম্বার দেওয়া আছে, ওটায় অনেকেই যোগাযোগ করেন, বা WhatsApp এর মাধ্যমে গান রেকর্ড করে পাঠান, আমি আমার সাধ্যমত উত্তর দিই। ওই নম্বরে অনেকেই ফোন করেন, তবে ক্লাস বা অন্য ব্যস্ততা থাকলে সবসময় কথা বলতে পারি না, এ ব্যাপারে আগে থেকেই মার্জনা ভিক্ষা করে রাখছি। নির্দ্বিধায় ফোন করুন, সমমনস্ক মানুষদের সাথে কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগে, গান বিষয়ে আমি চরম আড্ডাবাজ। তবে ফোন না ধরলে রাগ করবেন না, প্লিজ।
অনেকগুলো বই আছে, স্বামী প্রজ্ঞানানন্দ এর ভারতীয় সংগীতের ইতিহাসে অনেকটা পাবেন। পরবর্তী গবেষকদের মধ্যে বিমল রায়, প্রদীপ কুমার ঘোষ এর কাজ আমায় সবথেকে বেশি প্রভাবিত করেছে।
@@robiscope sir dhora jak ekon manush B flat eo gaite parchen A teo sabolil, G teo tar khubb niche lage na... tahole sothik kon scale ta se bolbe ? tar musician der? ba songeet er ekjon mastermoshai tanr chatroder scale ki bhabe nirbachon koren?
খুবই প্রয়োজনীয় বিষয় এই স্কেল নির্বাচন যা নিয়ে আজ আলোচনা করলেন । নিজের উপযুক্ত স্কেল নির্বাচন না করতে পারলে গান গাওয়া বৃথা হয়ে যায়। এবার একদিন কোন রিড কে সা করলে কোন কোন স্কেল হবে তা নিয়ে আলোচনা করবেন একটু। নমস্কার । মমতা ঘোষ বয়স 70+
দাদা,নমস্কা জানবেন ৷ অামি বাংলাদেশ থেকে একটি বিষয় জানার জন্য লিখলাম৷ হারমোনিয়াম বাজান সেখার ইচ্ছেটা অামার অনেক দিনের,এখন অামার বয়স 30 এখন থেকে শুরু করলে কি হবে? নাকি শেখার সময় সেষ হয়েগেছে৷
সত্যি কথা বলতে কি, দুটোই ঠিক... আমি বিগত ২০ বছর ধরে গান শেখাচ্ছি, ২০০৭ সাল থেকে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে সংগীতের শিক্ষকতা করছি... আমি নিজে এখনও শিখছি, রোজই ছাত্রছাত্রীদের শেখাতে গিয়ে নতুন কিছু শিখি। অর্থাৎ, শিক্ষার কোনও বয়স নেই। আমার মতে, যেকোনো শিল্পের আসল জিনিসটা হল আনন্দ... সুতরাং বয়স্ নিয়ে চিন্তা করবেন না, আসল কথা হল, হারমোনিয়াম বাজাতে আপনার ভালো লাগে কি না! ব্যাস, মনের আনন্দে বাজাতে থাকুন, নিষ্ঠা ভরে রোজ একটু একটু করে চর্চা করবেন, কোনও দিন বাদ দেবেন না, তাহলেই হবে।
এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, আমি নিজেও অনুষ্ঠানের সময় একাধিক স্কেল ব্যবহার করি। তবে রেওয়াজ করার জন্য একটা নির্দিষ্ট স্কেল বেছে নিয়ে তাতেই রেওয়াজ করা উচিত। তবেই আস্তে আস্তে আপনি নিজের গলার রেঞ্জটাকে বাড়াতে পারবেন।
@@robiscope sir ami reaz kori B scale a bt uporer sa te utle gola krek kore ar kosto kore nia sa bola lage.. Suto bela thekei gan shiki kintu vul chilo shika tai abar notun kore shikchi ki korbo sir bolben ple
মহাশয়,প্রথমত আপনি খুব ভালো গুছিয়ে কথা বলেন। যা অত্যন্ত ঐতিহ্য পূর্ণ। পরিস্কার ভাষী। দ্বিতীয়ত সঙ্গীত শাস্ত্রে আপনার দখল অনেক এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমারা বিশেষ ভাবে উপকৃত হচ্ছি। দয়াকরে বন্ধ করে দেবেন না।
অসাধারণ। অনেক কিছু জানলাম। অনেক সমৃদ্ধি হলাম
ধন্যবাদ।
কি ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম। ভালো থাকবেন।
খুব ভাল লাগল এই discourse . খুব analytical and cultured submission .
মূল্যবান অবশ্যই । গন্ধর্ব বিদ্যা শুনলাম । ইতিহাস ধন্য । ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার ।
পুরো সিরিজটা দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
@@robiscope
অশেষ কৃতজ্ঞতা । বাবা ।
আপনার আকাশ উদারতা ।
শ্রদ্ধা জানাই ।
অসাধারণ শেখানোর পদ্ধতি।
অনেক শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ ও অভিনন্দন। উপস্থাপন খুবই ভালো।
ক্লাসগুলো খুব ভালো লক্ষ্য করছি। খুবই
ভালো থাকবেন। জয় মা 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
খুবই দরকারি। ধন্যবাদ।
Thanks 👍
অনেক শ্রদ্ধা ও ভালবাসা রইল।
অনেক জানলাম 🙏🌿
ধন্যবাদ আপনাকেও।
Sayan da.. Tumi ei "bisuddho adda" mere-i je koto ki shekhale!! ❤️🙏🏼 Forever grateful... 😊
ধন্যবাদ ভাই, রবিস্কোপ কে প্রায় দক্ষিণীর কোচিং ক্লাসে পরিণত করতে অনেকেই বদ্ধপরিকর। তোরা আমায় এর থেকে উদ্ধার কর। এই ধরনের আড্ডার ভিডিওর মধ্যে দিয়েই এই চ্যানেলের সার্থকতা।
দারুন
ধন্যবাদ।
চমৎকার আলোচনা।নতুন অনেক তথ্য জানলাম। অভিনন্দন রবিস্কোপকে। রবীন্দ্রনাথ যে প্রাণের ঠাকুর! এতো সুন্দর করে ইতিহাস বলে যাচ্ছেন। আমার কাছে শ্রেষ্ঠ বিষয় টি নিয়ে শ্রেষ্ঠ এই চ্যানের। সঙ্গে আছি, সকল ইতিহাস, স্বরবৈচিত্র, রবীন্দ্রনাথের সৃষ্টির সাথে নিরন্তর আছে! অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা রইলো আপনাদের অসাধারণ উদ্যোগ টির জন্যে। সফলতা কামনা করছি।🙏
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
কি সুন্দর করে বলতে পারেন আপনি, নতুন কিছু জানতে পারলাম ! ধন্যবাদ স্যার আপনাকে।
স্বাগত জানাই আপনাকে। 🙏🏼🙏🏽🙏🏼🙏🏽
দাদা খুব সুনদর । আপনার বোঝানোর খুব ভাল।ভাল থাকুন
ধন্যবাদ
অসাধারণ আলোচনা,অনেকেই জানিনা,
ধন্যবাদ, এতো কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা যে এত জনপ্রিয় হবে আমার ধারণাই ছিল না।
khub bhalo laglo..... onek kichu jante parchi..... thank you sir 🙏🙏🙏🌹
দাদা, প্রনাম জানাই। দারুন আপনার বোঝানোর পদ্ধতি। ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকেও।
স্যার, নমষ্কার নিবেন। আমি বাংলাদেশের ছেলে কিন্তু পরিবার নিয়ে নিউ ইয়র্কে আছি। আমার বয়স ৫২। জীবনে কোনদিন কোন গানের যন্র ধরি নি। ১২/২০১৯ থেকে কেন, কিসের জন্য, কিভাবে Saxophone র প্রতি ভালবাসা জন্মেছে জানি না। আমি সেটা কিনেছি এবং অনলাইনে ক্লাস করছি একজন ননবেঙ্গলির কাছে। উনি গুরগাঁও, দিল্লীর বাসিন্দা। আমি স্কেল এবং ফ্লাট নিয়ে খুবই বিভ্রান্ত ছিলাম। আপনার জানা এবং বোঝানোর কৌশল অসাধারণ। আপনার ভিডিও তে বেশ উপকার হয়েছে, স্কেল, ফ্লাট, আপার স্কেল ইত্যাদি জানার জন্য, অসাধারণ। তবে এই ভারতীয় মিউজিক জানার জন্যে কোন বইয়ের নাম বলবেন কি? প্লিজ..। আপনার সাথে কথা বলতে পারবো কি? ধন্যবাদ- বিশ্বাস, নিউ ইউর্ক।
অনেক ধন্যবাদ, আপনার উৎসাহকে কুর্নিশ জানাই। একটা WhatsApp নম্বর ভিডিওতে দেওয়া আছে, সেটায় যোগাযোগ করুন। কিছু বই পিডিএফ আকারে পাওয়া যায়, সেগুলোর লিংক আশা করি দিয়ে দিতে পারব। স্কেল নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, আরও বেশ কয়েকটি পর্ব বানাতে হবে এই বিষয়ে। আশা করি সেগুলোও আপনার ভালো লাগবে। সঙ্গে থাকুন...
th-cam.com/video/xNmNlWWszPs/w-d-xo.html
স্কেলের ভিডিওর দ্বিতীয় পর্ব...
চমৎকার আলোচনা হচ্ছে। অনেক কিছু জানছি ,শিখছিও।
স্কেল নিয়েও একটা সিরিজ আছে, সেই সব ভিডিওগুলো দেখতে অনুরোধ জানাই।
th-cam.com/video/_GbP2fLqPng/w-d-xo.html
Thank you soooo much. Dada
Most welcome 🤗🤗
দারুন ❤️ just অসাধারণ ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏প্রণাম নেবেন 🖤°°°°°°°°°°°°এত সুন্দর ভাবে বোঝানোর জন্য 🖤
ধন্যবাদ স্কেল নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও সিরিজ রয়েছে, দেখার অনুরোধ রইলো।
robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
Khub bhalo laaglo
Asadharan Bollen.
দাদা আপনার channel দুদিন ধরে দেখছি very useful technic.খুব ভালো লাগছে অনেক রাগ সিখেছি কিনতু চড়ার দি কে গলা ওঠেনা । আমার কি scale change koরটে হবে সি scale দেখাবেন । 20 yrs আমি ছেড়ে দিয়েছি তখন ছেলে ছোট ছিল Teacher য়ের কাছে তালিম নিয়েছি। উতোরের আসায় রইলাম
এটা দেখুন, এখানে কিছুটা আলোচনা করা আছে...
th-cam.com/video/xNmNlWWszPs/w-d-xo.html
Darun dada very good video
Thanks
Khub bhalo hoche bhaia.
অনেক অনেক ধন্যবাদ। মিউজিকাল আড্ডার এই অনুষ্ঠান টি দারুন উপভোগ করলাম।
অনেক ধন্যবাদ, এই আড্ডার পরেরে দুটো পর্ব দেখার অনুরোধ রইল।
th-cam.com/video/xNmNlWWszPs/w-d-xo.html
th-cam.com/video/g7_5W6YQWg8/w-d-xo.html
Mulyoban oti mulyoban adda.apnake pronam janai
ধন্যবাদ স্কেল দিয়ে একটা সম্পূর্ণ ভিডিও সিরিজ আছে আমাদের ব্লগ সাইটে। সেটা একবার দেখার অনুরোধ রইলো...
robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
Samiddho jabo eirakam alochona cholte thakle.anek anek dhonyobad.
ধন্যবাদ আপনাকেও।
ইউটিউব প্লাটফর্মে এমনই একটা মিউজিকাল বিষয় খোঁজ করেছি এতদিন ।।
প্রণাম নেবেন স্যার 🙏
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
dada chords er opore ekta lesson hole bhalo hoy, Amar harmonium bajano te ektu asubidha hoy, chords ekebarei bujhi na, ektu jodi guide koren...
হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কর্ড নিয়ে আলোচনা করার আগে মোডস নিয়ে আলোচনা করা প্রয়োজন।
👍👍
বাহ্। ধন্যবাদ।
স্বাগত জানাই আপনাকে।
এ রকম আলোচনা চলতে থাকুক ।
নিশ্চয়ই, স্কেল নিয়ে একটা বিস্তারিত ভিডিও সিরিজ আছে, দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
সমৃদ্ধ হলাম
ধন্যবাদ। 🙏🏻🙏🏻
Kub vlo laglo
ধন্যবাদ।
খুব ভালো লাগল।
অনেক ধন্যবাদ।
Khub sundor kore bojhalen
ধন্যবাদ...
You are a great Teacher...
Thanks for the complement...
অসাধারণ বিশ্লেষণ!
ধন্যবাদ। এর সঙ্গে সম্পর্কিত বিশ্লেষণ অন্য একটা ভিডিওতে করেছি। দেখার অনুরোধ রইল।
th-cam.com/video/djA_WJl9Ti8/w-d-xo.html
Ekti bachha chheler jakhon scale poriborton hochhe boro hobar sathe, je kono somoy proper scale ta ki bhabe nirdharon kora jaey? Ektu jodi bole daan khub upokrito hobo.
আপনি সম্ভবত বয়সন্ধিকালে ছেলেদের গলার স্বর পরিবর্তনের কথা বলতে চাইছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, এ নিয়ে যতদূর সম্ভব আলোচনা অবশ্যই করার চেষ্টা করব আমার সীমিত বিদ্যাবুদ্ধি মতে।🙏🙏
@@robiscope Aapni ekdom thik dhorechhen. Video r opekhkhay thaklam. 🙏🙏Amar chhele r jonne jiggesh korchhilam, May te 18 years holo, B flat er upor er Sa korte gele kosto hoy, strain pore. Ei khetre ki G# othoba arektu nicher scale e practise korbe jotodin gola shape e na ashe?
Aapni eto fundamental practice sekhachhen Robiscope e, amra shotti obhibhuto. Aapnake ojosro sadhubad janai 🙏🙏
দুরন্ত class, আন্তরইক শুভেচ্ছা রইল
ধন্যবাদ, স্কেল সিরিজের অন্যান্য ভিডিওগুলি দেখার অনুরোধ রইল।
স্যার, আমার বয়স ৩৭ বছর। সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়াম ধরলে আমার ভয়েস এ শার্প স্কেলের মন্দ্র সপ্তকের মা থেকে তার সপ্তকের মা পর্যন্ত যায়। আবার বেলা গড়ালে অর্থাৎ দুপুর পেরোলে সেটা ডি শার্পের তার সপ্তকের মা পর্যন্ত যায়। আমার রেওয়াজের সঠিক স্কেল তবে কোনটা হবে যদি আমাকে পরামর্শ দিয়ে কৃতার্থ করতেন।
বেলা বাড়ার সঙ্গে এতটা স্কেলের পরিবর্তন খুব একটা স্বাভাবিক নয়। আপনি বরং স্বর মিটার দিয়ে একটু মেপে দেখুন আপনার সুরগুলো সঠিক লাগছে কিনা।
খুব ভালো লাগল এবং যোগাযোগ কিভাবে করব অবশ্যই বলবেন। আপনার সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে। ধন্যবাদ
অনেক ধন্যবাদ, ভিডিওতে একটা WhatsApp ফোন নাম্বার দেওয়া আছে, ওটায় অনেকেই যোগাযোগ করেন, বা WhatsApp এর মাধ্যমে গান রেকর্ড করে পাঠান, আমি আমার সাধ্যমত উত্তর দিই। ওই নম্বরে অনেকেই ফোন করেন, তবে ক্লাস বা অন্য ব্যস্ততা থাকলে সবসময় কথা বলতে পারি না, এ ব্যাপারে আগে থেকেই মার্জনা ভিক্ষা করে রাখছি। নির্দ্বিধায় ফোন করুন, সমমনস্ক মানুষদের সাথে কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগে, গান বিষয়ে আমি চরম আড্ডাবাজ। তবে ফোন না ধরলে রাগ করবেন না, প্লিজ।
এই ভারতীয় সংগীতের গল্পের ইতিহাসের বইয়ের নামটা জানাবেন, প্লিজ। অসাধারণ আপনার বুঝানোর কৌশল...
অনেকগুলো বই আছে, স্বামী প্রজ্ঞানানন্দ এর ভারতীয় সংগীতের ইতিহাসে অনেকটা পাবেন। পরবর্তী গবেষকদের মধ্যে বিমল রায়, প্রদীপ কুমার ঘোষ এর কাজ আমায় সবথেকে বেশি প্রভাবিত করেছে।
Amazing Explanation.You are a genius teacher.
Thanks a lot
sir ei alochona ta choluk..eto riddhyo holam!!!
হ্যাঁ, এটার দ্বিতীয় পর্ব এখনও বানিয়ে উঠতে পারিনি, জানি সেটা প্রয়োজন, সেটা ছাড়া এই আলোচনা অসম্পূর্ণ, এর মধ্যে নিশ্চই করে ফেলব।
@@robiscope sir dhora jak ekon manush B flat eo gaite parchen A teo sabolil, G teo tar khubb niche lage na... tahole sothik kon scale ta se bolbe ? tar musician der? ba songeet er ekjon mastermoshai tanr chatroder scale ki bhabe nirbachon koren?
এই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছি না, স্কেলের ভিডিওর দ্বিতীয় পর্ব বানাচ্ছি এর মধ্যে, ওখানেই এই বিষয় নিয়ে আলোচনা করব।
আশা করি ভালো লাগবে...
th-cam.com/video/xNmNlWWszPs/w-d-xo.html
@@robiscope hya sir.....pranam neben
সহজ ভাবে শেখালেন ।
ধন্যবাদ।
Nice❤
Thanks
দাদা আমি আপনার সাথে যোগাযোগ করতে পারছি না। আমি বাংলাদেশ থেকে বলছি।
+918902685419
WhatsApp করবেন, নিশ্চয়ই উত্তর দেব।
খুবই প্রয়োজনীয় বিষয় এই স্কেল নির্বাচন যা নিয়ে আজ আলোচনা করলেন । নিজের উপযুক্ত স্কেল নির্বাচন না করতে পারলে গান গাওয়া বৃথা হয়ে যায়। এবার একদিন কোন রিড কে সা করলে কোন কোন স্কেল হবে তা নিয়ে আলোচনা করবেন একটু। নমস্কার । মমতা ঘোষ বয়স 70+
এই বিষয় নিয়েও আলোচনা করেছি, স্কেল নিয়ে আলোচনার একটা সিরিজ আছে এই চ্যানেলে, আশা করি আপনার ভালো লাগবে।
th-cam.com/video/xNmNlWWszPs/w-d-xo.html
Would kindly inform me about your microphone.Your microphone quality is very good.please inform the name of the recording microphone.
For this video, I might have used a very ordinary Chinese lepel microphone by Maono, Use to cost arround 350 rupees... I'll provide you with the link.
www.amazon.in/dp/B07JF9B592/ref=cm_sw_r_cp_apa_i_Z1AiFbX71G3KV
seshta khub bhalo.
Thanks
Khub khub bhalo llagchhe... Koto kichhu je janchhi shikhchhi. Eto boyose nijeke donyo mone hochchhe. Joy houk tomar baba
দাদা,নমস্কা জানবেন ৷ অামি বাংলাদেশ থেকে একটি বিষয় জানার জন্য লিখলাম৷ হারমোনিয়াম বাজান সেখার ইচ্ছেটা অামার অনেক দিনের,এখন অামার বয়স 30 এখন থেকে শুরু করলে কি হবে? নাকি শেখার সময় সেষ হয়েগেছে৷
সত্যি কথা বলতে কি, দুটোই ঠিক... আমি বিগত ২০ বছর ধরে গান শেখাচ্ছি, ২০০৭ সাল থেকে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে সংগীতের শিক্ষকতা করছি... আমি নিজে এখনও শিখছি, রোজই ছাত্রছাত্রীদের শেখাতে গিয়ে নতুন কিছু শিখি। অর্থাৎ, শিক্ষার কোনও বয়স নেই। আমার মতে, যেকোনো শিল্পের আসল জিনিসটা হল আনন্দ... সুতরাং বয়স্ নিয়ে চিন্তা করবেন না, আসল কথা হল, হারমোনিয়াম বাজাতে আপনার ভালো লাগে কি না! ব্যাস, মনের আনন্দে বাজাতে থাকুন, নিষ্ঠা ভরে রোজ একটু একটু করে চর্চা করবেন, কোনও দিন বাদ দেবেন না, তাহলেই হবে।
কথাগুলো ভালো তবে এত কথা শোনার ধৈর্য্য থাকে না। ভিডিওটা একটু ছোট করলে ভালো হয়।
এত অধৈর্য হলে সংগীত শেখার চেষ্টা না করাই ভালো। 🤗🤗
@@robiscopeঅতিরিক্ত কথা বলা হলো একটি রোগ 😃😃
আমার সঠিক স্কেল বুঝতে পারিনা।কোন কোন গান বি তে গাইতে পারি আবার কিছু গান জি বা জি সার্ফ এ।
এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, আমি নিজেও অনুষ্ঠানের সময় একাধিক স্কেল ব্যবহার করি। তবে রেওয়াজ করার জন্য একটা নির্দিষ্ট স্কেল বেছে নিয়ে তাতেই রেওয়াজ করা উচিত। তবেই আস্তে আস্তে আপনি নিজের গলার রেঞ্জটাকে বাড়াতে পারবেন।
Joy guru 🙏
নমস্কার স্যার।🙏❤❤❤🙏
নমস্কার।
দাদা কোনটা কোন স্কেল সেটা কিভাবে বুঝবো ?
আপনার গলার সঠিক স্কেল কিভাবে বুঝবেন, সে বিষয় বিস্তারিত ভিডিও আছে এই চ্যানেলে, একটু মন দিয়ে দেখতে অনুরোধ জানাই।
আপনি কী রেকর্ডিং শুনে তার স্কেল খুঁজে পাওয়া কথা বলতে চাইছেন? ঠিক বোঝা গেল না!!!!
প্রাপ্তবয়স্ক ছেলেদের c ফ্ল্যাট স্কেলে রেওয়াজ করা যেতে পারে????? ছেলেরা এই স্কেলে ব্যবহার করলে কি কণ্ঠস্বর সরু হয়ে যায় ???
C flat বলতে b natural বুঝি, হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে! তবে ভিডিওতে যেমন বলেছি, এটা একান্তভাবে ব্যক্তিবিশেষের কণ্ঠের ওপর নির্ভরশীল।
@@robiscope sir ami reaz kori B scale a bt uporer sa te utle gola krek kore ar kosto kore nia sa bola lage.. Suto bela thekei gan shiki kintu vul chilo shika tai abar notun kore shikchi ki korbo sir bolben ple
স্যার আপনাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয় বেশ কিছু পাল্টা বা classical শিখালে ভালো হয়
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
Dada ami abar natun kore sikhte chai
অবশ্যই... রবিস্কোপে আপনাকে স্বাগত...
দাদা আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে আপনার কাছ থেকে গান নিয়ে একটু ডিসকাস করতাম আমি শিখতে চাই
একটা নাম্বার ভিডিওতে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তবে, ক্লাসের সময় কথা বলতে পারবো না, দুঃখিত। WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করুন, প্লিজ।
মহাশয়,প্রথমত আপনি খুব ভালো গুছিয়ে কথা বলেন। যা অত্যন্ত ঐতিহ্য পূর্ণ। পরিস্কার ভাষী। দ্বিতীয়ত সঙ্গীত শাস্ত্রে আপনার দখল অনেক এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমারা বিশেষ ভাবে উপকৃত হচ্ছি। দয়াকরে বন্ধ করে দেবেন না।
গুরুর কৃপায় সামান্য যেটুকু শিখতে পেরেছি, সাধ্যমত চেষ্টা করব আপনাদের শেখানোর, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। 🙏🙏
মেয়েদের ক্ষেত্রে রবীন্দ্র সংগীতের সঠিক স্কেল কোনটি,,,,,
সাধারণত G থেকে B এর মধ্যে, তবে ভিডিওতে বলেছি, আবারও বলি, এটা একটা সাধারণ ধারণা মাত্র, অনেক মেয়েকেই এর থেকে অনেক উঁচু স্কেলে গান গাইতে দেখা যায়।
Apnar WhatsApp?
+91 89026 85419
ব্রিলিয়ান্ট
ধন্যবাদ