এখানে জ্বর হয়েছে কার,, প্রসাব করে ঠিকমতো পানি খরচ করতে ভুলে যায় তারা হাদিস দেখাইতে আসছে,, বেসর মাপ বেহায়া কোথাকার কোন জায়গায় কোন কমেন্টস করতে হবে সেটা বোঝার যোগ্যতা নাই
কাতারের ব্যাবসায়ী ভাই কথাটা আলহামদুলিল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে না।যা কিছু পেয়েছি বা করেছি তা আলহামদুলিল্লাহ আর যা কিছু করবো বা করতে চাইবো তা ইনশাআল্লাহ হবে
ওরে ভাই কেমনে হলো যোগ্য। ইহুদির সাথে মিলে নাকি? আল্লাহ কোরানে সূরা নিসায় বলেছে ইহুদি কোন মুসলিমের ভালো চায়না এবং বন্দু হতে পারেনা। এখন এ-ই দিনেয় এতো মাথা মোটা লোকজন আছে। কেমনে?
একজন ভাল মানুষ আরেকজন মানুষকে ভাল মানুষ মনে করে আর একজন চোর অন্যজনকে চোর মনে করে। আর এসব সমালোচনার ভিতর দিয়েই এগিয়ে যেতে হবে। ভিপি নূর ভাইকে গাড়ি উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হয়েও গণঅধিকার পরিষদের পক্ষে যে কথাগুলো বলেছেন এবং উপহার দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এইজন্য জানাই প্রবাসী শফিক ভাইকে ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা
ওনার আল্লাহর খুশির দরকার নাই, উনি পীর বাবার খুশি তেই মহা খুশি। কাতার থেকে তেল আইনা বাংলাদেশ এ ঢালতেছে পীর বাবা কে খুশি করার জন্য। পীর বাবা তারে কখন যদি সময় হয় মসনদে বসাই দিবে। এতে যে পীর বাবার বাবার বাবার বাবার বাবার আম্মাজান যে নাখোশ হইয়া সিদ্ব হংস ডিম্ব পশ্চাৎ এ দিবেন তা এখনও উনার নেটওর্য়াক এ ধরতেছে না। হিরো আলম বাবা কিছু অঘটন ঘটায় ফেল্লেও আমি অবাক হব না, যদি পীর বাবা নুরা কিছু করতে পারে পুরা দেশ বলবে, " আমরা তো আবাক"। কেমনে কি!!! "
আওয়ামী লীগের চোখে যে অপরাধী মনে রাখতে হবে সে অবশ্যই ভাল লোক। যেমনটা নাকি আল্লামা মামুনুল হক্ব সাহেব। আওয়ামী লীগ যাকে চোর বলবে অবশ্যই অবশ্যই সে ভাল লোক তাতে কোনো সন্দেহ নাই! ঠিক তেমনই আমাদের নুরুল হক্ব নুরু ভাই। আল্লাহ পাক নুরুল হক্ব নুরু ভাই কে স্বরযন্ত্রবাজদের স্বরযন্ত্র থেকে আল্লাহ পাক হেফাজত করুন আমীন।
মোসাদ তথা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার টাকা পেয়ে নূর ইতিমধ্যে কাতারে গাড়ী ব্যবসায় বিনিয়োগ করছেন বলে শোনা যাচ্ছে আর এ ব্যক্তির ব্যবসাতে বিনিয়োগ করছে কিনা তা প্রশ্ন রইলো? মোসাদ হতে প্রায় ৪০০ কোটি টাকা নিয়েছিলো নূর যার বেশিরভাগ অংশ কাতারে গাড়ী ব্যবসায় বিনিয়োগ করা হয়। নূর এর পিতার চা এর দোকান ছিলো যা এখন বন্ধ করে দিসে ২০১৯ সালের ঘটনা বলছি নূর এর ভাই কলা ব্যবসা করতো। এখন উওরায় তার ভাইয়ের বড় বড় কোম্পানির ডিলারশীপ রয়েছে। আগে বাড়ী ছিলো মাটির ফ্লোরের টিনের ঘর এখন সেখানে ৫ তলা ফাউন্ডেশন এর বাড়ী উঠলো। নামে বেনামে নূর কাতার মালোয়েশিয়ায় নেতা বানাবে বলে প্রবাসীদের কাছ হতে অর্থ হাতিয়ে নিচ্ছে।
প্রবাসী ভাই আপনারা দেশের জন্য অনেক যুদ্ধ করেন অনেক কষ্ট। যে মানুষটা নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করতে তার একবিন্দু খারাপ লাগে না। একটা মানুষরূপী অমানুষ কি আপনি আপনার কষ্টের টাকার গাড়ি উপহার দিবেন।
ভাই আপনার সুচিন্তা বা ভাল মানষিকতাকে আমি সম্মান প্রদর্শন করছি। কিন্তু অনুরোধ করছি , এই ভুল কাজটি মোটেও করবেন না। আপনার সম্পদ আপনার আমানত। আপনি ভাল খারাপ যে কোন খরচ করতে পারেন তবে , নুরুকে গাড়ি দেবেন না। আমি ব্যক্তিগত ভাবে কোন রাজনীতির সাথে জড়িত কেউ না। সাধারণ একজন মানুষ।
এখন পর্যন্ত কোন আওয়ামী লীগ নেতা বলতে পারবে একটা মোটরসাইকেল উপহার পাইছি আঙ্কেল আপনার জন্য দোয়া রইল নুর ভাইকে একটা গাড়ি উপহার দিচ্ছেন আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে আরো দেব বেশি বেশি দিব আপনাকে যারা নুর ভাইকে অপমান করো তাদেরকে বলি নূর ভাইয়ের জায়গায় কখনো তোমরা আসতে পারে না
তুমি কি জানো ওই পাগলার ! নুরুর বাবা যে দশ কোটি দিতে চেয়েছে সেও বাস দেয় নুরুর বাটপারিতে ... .....দুই বছর আগেও পাগলার কি ছিল ..এখন ও বেকার .. শালার কোটি বাবার বাড়ি ..হেচারী ওমরা যাই তারপর মোসাদের কাছেও যাই আল্লাহর কাছে গিয়ে শয়তানের কাছেও ...গিয়াছে .. ...রান্না ঘরে ছিলেন নাকি জানেন না ..একটু পঞ্চ ইন্দ্রিয় চালু করুন
শফিক ভাইয়ের প্রতি ভালোবাশা রইলো অবিরাম। তিনি সম্মানি লোককে সম্মান দিতে জানেন। নূর ভাইয়ের উচিত হবে সম্মানি লোকটির উপহার অচিরেই গ্রহণ করে তাকে যথাযথ সম্মান জানানো।
নূর কে গাড়ি দিবেন ভালো কথা আমরা আপনার গ্রামে বা শহরের প্রতিবেশীদেরকে খবর নিচ্ছেন তো আগে প্রতিবেশীদের হক গাড়ি-বাড়ি দিয়ে ভাইজান হলে চলবেনা পরকালে সহজ হিসাব চাইলে গরিবদের সাহায্য করুন।
আল্লাহ আপনার মঙ্গল করুন। সত্যিই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন আপনি, নূরু ভাই একজন সৎ এবং সাহসী যোদ্ধা। আওয়ামী লীগ, হেলমেট লীগের সন্ত্রাসী হামলা , গ্ৰেফতারের স্বীকার হয়েছেন অনেক বার স্যালুট নুরু ভাই এবং স্যালুট আপনাকে ও।
নুর ইজরায়েলের কোন ব্যক্তির সাথে আলোচনা করে কোন ভুল করেনি😊 কারণ বর্তমানে যদি ইজরায়েল কাছ থেকে আমরা আড়িপাতার যন্ত্র কি নিয়ে থাকি বিভিন্ন সফটওয়্যার কিনে থাকি তাহলে আমাদের মত লোকদের ইজরায়েল সাথে সম্পর্ক রাখলে ক্ষতি কি😊😊
ঠিক বলচেন, ইসরাইল এর মেয়ে রা সুন্দর আছে। চলেন ২ ভাই শরীয়া মত ৪ টা কইরা মোট ৮ টা মেয়ে বিয়া করি। সোয়াব ও হইল, 😜হইলো, সম্পর্ক ও উন্নয়ন হইলো। হুদাই ব** হালাইতে বাংলাদেশী পাসপোর্ট এর পিছনে লিখছে except Israel. নিজেই কমেন্ট এ লিখছেন " যদি কিনে....." তার মানে নিজেই কনফিউশনে আছেন যে শুনা খবর হাছা না মিছা কিন্তু জাজমেন্ট দিয়া দিতেছেন ১০০% কনফার্ম হয়ে যে, ইসরাইল এর সাথে পেয়ার মহাব্বত করাই যায় কারন.................। 😡😡😡 ১১ বলদ আবার বুড়া আংগুল দেখাই কয় ঠিক কইছেন😡😡। তোরার মীরজাফর ওর ম***------****। কিয়ের ল কি তুলনা দছ??
আগে ইউপি নির্বাচনের মেম্বার পদে দাঁড়ান, জিতলে চেয়ারম্যান পদে দাড়াবেন তারপর বেঁচে থাকলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ দাঁড়াইতে পারেন। এমপি পদ তো বহুত দুর.....দাদু
ও বড় ভাই ১৯৯১ এর আগে যে ব্যক্তি এক মুঠো ভাত খাওয়াইছে, পারলে তারে একটা গাড়ি কিনা দেন । কোন রাজনৈতিক ব্যক্তিকে তেল মাইরেন না । আপনার মহৎ উদ্দেশ্য মহৎ জায়গায় সফল হোক ।
যেখানে আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে। ঐ শুনা পযর্ন্ত থাকেন, এগুলাতে না হানদাইয়া সিং ডলার কামান। কামে আসবে। দিন শেষে এ টাকাই কাজে আসবে। নিজের রক্ত ছেচা পয়সা। হালাল টাকা। ওমুক ভাই, তমুক আপা এডি বাদ দেন। থাকেন কই ভাই?? সেরাংগুন?? তারে কেউ দেয় গাড়ী, শ্বশুর এ দিছে নারী কেউ দিবে গাড়ীর তেল কেউ কিনে দিবে বউ এর শাড়ি। আর আমরা কষ্ট করি টাকা কামাই সংসার চালামু আর তাগোরে সাপোর্ট দিমু চিরকাল। ভালো থাইকেন। আর নুরার খবর নিয়েন এভাবে কমেন্ট কইরা।
ভালো বাসা অবিরাম প্রিয় স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেশবাসীর পক্ষ থেকে বিশিষ্ট শিল্পপতি সাহেব এর জন্য।
শফিক ভাই মানুষ অনেক ভালো ।। শফিক ভাইয়ের শোরুমে নূর ভাই এসে চিলেন দেখা করলাম দেখলাম নূর ভাই মানুষ অনেক ভালো
সন্মান দেওয়ার মালিক এক মাত্র আল্লাহ তায়ালা ❤
বেশী দিন লাগবে না দেশ ধ্বংস হবে ইহুদি সাথে কাজ করে
আপনারা এক জিনিস 😡😡 এই শালা বাইনচোদ ইহুদিদের সাথে আতাত করা পাবলিক। ফিলিস্তিনী ভাইবোন দের রক্তের উপর পা দের কোন বাইনচোদ এই দেশের নেতা হতে পারে না
ওরে বাটপার ওরে ভন্ড
ঠিক কারণ জনগণের ভালোবাসা দোয়া যার উপরে আছে,... আল্লাহও তাকে ভালোবাসে🙂🇧🇩👍
প্রবাসী ভাইকে অনেক অনেক সালাম ও অভিনন্দন। নূর ভাই গণমানুষের নেতা। তার জন্য আসলে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।
যখন বান্দার জ্বর হয়,
তখন গুনাহ গুলো ঝড়ে পড়তে থাকে
- হযরত মুহাম্মদ(সাঃ)
তাইনি???
এনার বিরুদ্ধে তদন্ত করা হউক বিকাশ নুর উনাকে মনে হ য় টাকা দিছে উনি বলে গাড়ি কিনে দিবে
এখানে জ্বর হয়েছে কার,,
প্রসাব করে ঠিকমতো পানি খরচ করতে ভুলে যায় তারা হাদিস দেখাইতে আসছে,,
বেসর মাপ বেহায়া কোথাকার কোন জায়গায় কোন কমেন্টস করতে হবে সেটা বোঝার যোগ্যতা নাই
@@Zaman.M1984 you 8ii
*উনার কথার ধরণ উনার এত এত গুছানো কথা সত্যি ই মগ্ন হলাম*
সম্মান দেওয়ার মালিক আল্লাহ সত্তের পথে থাকো নুর ভাই
ইহুদি র সাথে আঁতাত করে আল্লাহ কে ডাকিস !?...
ঈহুদীর চেয়ে খারাপ লোক বাংলাদেশে আছে
ইহুদির টাকা খেয়ে যে ফিলিস্তিনি দের সন্ত্রাসী বলে আর তাকে যারা সমর্থন করে তারাই প্রকৃত মুমিন মুসলমান।
@@Rgtrdঠিক বলেছেন
সত্যর পথে আছে ইহুদিদের সাথে।
এরশাদ সৈরাচার দেশপ্রেমিক ছিলো সে আজীবন ক্ষমতায় থাকলেও দেশ ও জনগনের ভালো হইতো।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন
পবাসী ভাই কে অনেক ধন্যবাদ৷ নুরুল হক নর ভাই কে এগিয়ে যেতে হবে
দ্বিতীয় হাসিনা হতে হবে
পাদা 😂
গাড়ির গতি বাড়ায় দিতে বলিস তাড়াতাড়ি পুছবে ...
@@ashikshikder6104😂😂😂😂
Pada
😂😂😂
কাতারের ব্যাবসায়ী ভাই কথাটা আলহামদুলিল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে না।যা কিছু পেয়েছি বা করেছি তা আলহামদুলিল্লাহ আর যা কিছু করবো বা করতে চাইবো তা ইনশাআল্লাহ হবে
প্রবাসী ভাই কে জানাই, হাজার শ্রদ্ধা। দেশের দুঃসময়ে পাশে থাকবে আমাদের কামনা ❤❤❤
পাগলারে টাকা দিলেই মহৎ কাজ ..
তার প্রতিবেশি রিলেটিভ স্বজনদের
কি অবস্থা খুঁজ নেন ...
I I'll uggr BB gffg
I I'll uggr BB gffg
সম্মান এমনি এমনি আসে না..
নুর ভাই সেটার যুগ্য 💙
ওরে ভাই কেমনে হলো যোগ্য।
ইহুদির সাথে মিলে নাকি?
আল্লাহ কোরানে সূরা নিসায় বলেছে ইহুদি কোন মুসলিমের ভালো চায়না এবং বন্দু হতে পারেনা।
এখন এ-ই দিনেয় এতো মাথা মোটা লোকজন আছে। কেমনে?
আল্লাহ এমন একটা ব্যক্তি যে দুনিয়াতে পাপ করে বেশি তারে দুনিয়া সম্মান দেয় বেশি আল্লাহ আর করুণা এর ভিতরে কোন পার্থক্য নাই
সম্মান দেওয়ার মালিক একমাত্ত আল্লাহ তায়ালা।❤❤❤❤
সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক
মাশাল্লাহ... ভি পি নুর এগিয়ে চলো বাংলা স্বাধীন হোক আবার ❤❤
ইজরাইলের মতো হউক
ভিপি নূর ভাই আপনি জন্য দোয়া রইলো 🎉🎉❤❤❤
🎉🎉🎉😢wwe❤
ইনশাআল্লাহ নুর এগিয়ে যাবেন
Great❤❤❤
কিশোরগঞ্জের মানুষ বড় মনের মানুষ, এটা আবারো প্রমাণ করলো। ধন্যবাদ ❤
নুরুল হক নুর ভাই অনেক ভালো মানুষ তাঁহার জন্য শুভকামনা রইলো । রুহুল আমিন কুমিল্লা।
❤
চুরি করা ভালো মানুষের লক্ষণ
akhon chor der e sobai valo bole?
@@shamim_btc5161আজ পর্যন্ত কোন প্রমান দিতে পারেনি
নুরকে গাড়ি উপহার দিলে জাতী খুশী হবে।নুরের গাড়ি দরকার কিন্তু কেনার টাকা নাই। আপনাকে ধন্যবাদ নুরকে গাড়ি উপহার দেয়ার জন্য।
একজন ভাল মানুষ আরেকজন মানুষকে ভাল মানুষ মনে করে আর একজন চোর অন্যজনকে চোর মনে করে। আর এসব সমালোচনার ভিতর দিয়েই এগিয়ে যেতে হবে। ভিপি নূর ভাইকে গাড়ি উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
তার মানে আপনি ভালো মানুষ হলে চোরকে চোর বলবেন না? বাটপারকে বাটপার বলবেন না? বাংলা লিখতে জানলেই কমেন্ট করে দিতে হবে আন্ধাগুন্ধি?
Gadha gadha k gari dicce
Ato taka gorib k den na kno???
আচ্ছা বলেন তো হাসিনা কেমন?
@@shamim_btc5161 হাসিনা জারজ
একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহর পার্থক্য বোঝা উচিত।
নরসিংদী থেকে নূর ভাইকে অভিনন্দন। ❤❤❤
আমি একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হয়েও গণঅধিকার পরিষদের পক্ষে যে কথাগুলো বলেছেন এবং উপহার দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এইজন্য জানাই প্রবাসী শফিক ভাইকে ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা
অফিস এর ভাড়া দেয় না ১৬ মাস দরে কত বড় বাটপার নূর
আল্লাহ তায়ালা যাকে সম্মান দেয়।তাকে কেউ অসম্মানি করতে পারে না,,,নুরুল হক নুর ভাই এগিয়ে যান
হ পৃথিবীর সব থেকে খারাপ ইহুদির সাথে থেকে এগিয়ে যাবে তা কোথায় যাবে?
নুর ভাই জনগণের পাশে আছে হকের পক্ষে থাকে 👍🙂🇧🇩 তাই আল্লাহই এমন লোকের পাশে থাকেন🤲🙂🇧🇩👍
অভিনন্দন নুরুল হক নুর
আলহামদুলিল্লাহ আর ইনশা-আল্লাহ এর সঠিক ব্যবহার জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।
কিসের সভাপতি
যে ফিলিস্তিনের মুসলিমদের সন্ত্রাসী বলে
সে কিসের নেতা
চুর সকল আছে তোমার সাথে
গালি কখন দেবেন
@@Rgtrdডিম টা সিদ্ব হোক, জায়গা মত দেয়ার সময় হলে অটোমেটিক এ নিজ থেকে দিবে😀😀
চোর সালা
অভিনন্দন বিশিষ্ট শিল্পপতি কাতার প্রবাসী ভাইকে।
যার থেকে সাক্ষাৎকার নিচ্ছে সে হচ্ছে কাতারের ব্যবসায়ী আর শিরোনাম দিয়েছে দুবাইর ব্যবসায়ী 😀
Yes . Oni thakaey QATAR aey . Sirunam asaechaey Dubai .!
Good💞💞💞💞🌹🌹🌹🌹💅💅💅💅💅💅💅❤❤❤❤💙💙💙🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💙💙💙💗💗💗
Good💗💗💙💙💞💞💘💘🌹🌹🌹💅💅💅💞💞💞🌹🌹🌹💙💙💙🌹আমি।হংকংথেকদকছি।ভাই।আমিখুনিহএলাম।ভাই👋👋💅💅🌹🌹
যে ভাবে বলা হয়ে থাক ভয় তো আছে, আর জানলে কি ভাবে খবর তো আছে।
আপনার চোখের ভুল আসে ডাক্তার কে দেকান
নুর হোসেন এগিয়ে চলো,, আমরা আছি তোমার সাথে ❤❤
অনেক দিন পড়ে ভালো একটা খবর দেখে মনটা ভরে গেছে,মিঠাপুকুর, রংপুর
এটাই নূর ভাইয়ের প্রতি ভালবাসা❤
উনি তো বলছে এটা বেকতিগত ব্যবহারের জন দেয়নি
নুর ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে 💕💕🌺💕💕🌺💞💞💞🌺🏵️🏵️💕🌺💕🏵️🏵️🏵️🏵️💕💕💞💞🌺💕🏵️💗💗💗🏵️💕🌺🌺💕🏵️💞💞💞💕💕💕🏵️💗🏵️💕🌺🌺
অভিনন্দন আপনাকে আপনি সুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন।
মাশা-আল্লাহ, আল্লাহ যেন কবুল করেন আমিন
আল্লাহ তায়ালা যাকে সম্মান দেয়।তাকে কেউ অসম্মানি করতে পারে না,
বাইরে বিদেশে অনেক প্রবাসী না খেয়ে আছে ভিপি নুরের গাড়ি না দিয়ে প্রবাসী ভাইদের সাহায্য করো আল্লাহ খুশি হবেন।
ওনার আল্লাহর খুশির দরকার নাই, উনি পীর বাবার খুশি তেই মহা খুশি। কাতার থেকে তেল আইনা বাংলাদেশ এ ঢালতেছে পীর বাবা কে খুশি করার জন্য। পীর বাবা তারে কখন যদি সময় হয় মসনদে বসাই দিবে। এতে যে পীর বাবার বাবার বাবার বাবার বাবার আম্মাজান যে নাখোশ হইয়া সিদ্ব হংস ডিম্ব পশ্চাৎ এ দিবেন তা এখনও উনার নেটওর্য়াক এ ধরতেছে না। হিরো আলম বাবা কিছু অঘটন ঘটায় ফেল্লেও আমি অবাক হব না, যদি পীর বাবা নুরা কিছু করতে পারে পুরা দেশ বলবে,
" আমরা তো আবাক"। কেমনে কি!!! "
প্রবাসীদের সাহায্য করলে উনি হাইলাইটস হবেনা তাই নুরুরে গাড়ি উপহার দিতে চাচ্ছে
অন্যকে উপদেশ না দিয়ে নিজে কিছু করুন।
এই হালায় আওয়ামী লীগ
মানুষের ভালোবাসা এটাকে বলে 💚
পাকুন্দিয়বাসীর পক্ষ থেকে শফিক ভাইকে অনেক ধন্যবাদ
মাশাআল্লাহ আল্লাহ আপনার মঙ্গল কামনা করুক ❤❤❤❤আপনাকে হাজার হাজার কোটি সালাম কাতার প্রবাসী ভাইকে
হে আল্লাহ তুমি এই ভাইকে কবুল করুন আমীন
আওয়ামী লীগের চোখে যে অপরাধী মনে রাখতে হবে সে অবশ্যই ভাল লোক।
যেমনটা নাকি আল্লামা মামুনুল হক্ব সাহেব।
আওয়ামী লীগ যাকে চোর বলবে অবশ্যই অবশ্যই সে ভাল লোক তাতে কোনো সন্দেহ নাই!
ঠিক তেমনই আমাদের নুরুল হক্ব নুরু ভাই।
আল্লাহ পাক নুরুল হক্ব নুরু ভাই কে স্বরযন্ত্রবাজদের স্বরযন্ত্র থেকে আল্লাহ পাক হেফাজত করুন আমীন।
মাশাআল্লাহ দোয়া ও শুভ কামনা রইলো নুর ভাইর জন্য
মোসাদ তথা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার টাকা পেয়ে নূর ইতিমধ্যে কাতারে গাড়ী ব্যবসায় বিনিয়োগ করছেন বলে শোনা যাচ্ছে আর এ ব্যক্তির ব্যবসাতে বিনিয়োগ করছে কিনা তা প্রশ্ন রইলো?
মোসাদ হতে প্রায় ৪০০ কোটি টাকা নিয়েছিলো নূর যার বেশিরভাগ অংশ কাতারে গাড়ী ব্যবসায় বিনিয়োগ করা হয়।
নূর এর পিতার চা এর দোকান ছিলো যা এখন বন্ধ করে দিসে ২০১৯ সালের ঘটনা বলছি নূর এর ভাই কলা ব্যবসা করতো।
এখন উওরায় তার ভাইয়ের বড় বড় কোম্পানির ডিলারশীপ রয়েছে।
আগে বাড়ী ছিলো মাটির ফ্লোরের টিনের ঘর এখন সেখানে ৫ তলা ফাউন্ডেশন এর বাড়ী উঠলো।
নামে বেনামে নূর কাতার মালোয়েশিয়ায় নেতা বানাবে বলে প্রবাসীদের কাছ হতে অর্থ হাতিয়ে নিচ্ছে।
ভালো কাজ করছেন ভাই, নুর ভাই এগিয়ে যাও
প্রবাসী ভাই আপনারা দেশের জন্য অনেক যুদ্ধ করেন অনেক কষ্ট। যে মানুষটা নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করতে তার একবিন্দু খারাপ লাগে না। একটা মানুষরূপী অমানুষ কি আপনি আপনার কষ্টের টাকার গাড়ি উপহার দিবেন।
ওনাকে আমি ছিনি,,,উনি মাশাআল্লাহ অনেক টাকার মালিক
আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম।
গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিশোরগঞ্জের ওই ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা
গণ অধিকার পরিষোদ এখন আর নাই।
এটা বুয়া হয়ে গেছে।
বিকাশ নুর এর কারণে।
ভাই আপনার সুচিন্তা বা ভাল মানষিকতাকে আমি সম্মান প্রদর্শন করছি। কিন্তু অনুরোধ করছি , এই ভুল কাজটি মোটেও করবেন না। আপনার সম্পদ আপনার আমানত। আপনি ভাল খারাপ যে কোন খরচ করতে পারেন তবে , নুরুকে গাড়ি দেবেন না। আমি ব্যক্তিগত ভাবে কোন রাজনীতির সাথে জড়িত কেউ না। সাধারণ একজন মানুষ।
এখন পর্যন্ত কোন আওয়ামী লীগ নেতা বলতে পারবে একটা মোটরসাইকেল উপহার পাইছি আঙ্কেল আপনার জন্য দোয়া রইল নুর ভাইকে একটা গাড়ি উপহার দিচ্ছেন আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে আরো দেব বেশি বেশি দিব আপনাকে যারা নুর ভাইকে অপমান করো তাদেরকে বলি নূর ভাইয়ের জায়গায় কখনো তোমরা আসতে পারে না
❤❤❤রাইট বলেছেন আপু
তুমি কি জানো ওই পাগলার !
নুরুর বাবা যে দশ কোটি দিতে চেয়েছে সেও বাস দেয় নুরুর বাটপারিতে ...
.....দুই বছর আগেও পাগলার কি ছিল ..এখন ও বেকার ..
শালার কোটি বাবার বাড়ি ..হেচারী
ওমরা যাই তারপর মোসাদের কাছেও যাই আল্লাহর কাছে গিয়ে শয়তানের কাছেও ...গিয়াছে ..
...রান্না ঘরে ছিলেন নাকি জানেন না
..একটু পঞ্চ ইন্দ্রিয় চালু করুন
আলহামদুলিল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ
আপনি গাড়ি দিলে বাটপারেরা তো বলবে ঘুষ দিয়েছে নমিনেশনের জন্য।
Nur e seat pay na abr dibo 😂😂😂😂
সম্মান দেওয়ার মালিক এক মাত্র আল্লাহ কারও প্রতি বিশ্বাস এসব উপহার দিতে কিন্তু ভালো কাজ সম্মান অনেক বড়
সন্মান দেওয়ার মালিক এক মাত্র আল্লাহ তায়ালা
শফিক ভাইয়ের প্রতি ভালোবাশা রইলো অবিরাম। তিনি সম্মানি লোককে সম্মান দিতে জানেন। নূর ভাইয়ের উচিত হবে সম্মানি লোকটির উপহার অচিরেই গ্রহণ করে তাকে যথাযথ সম্মান জানানো।
হিরো আলমের ভাংগা গাড়ী😂😂😂😂
কাতারের এই ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নুরু ভাইকে গাড়ি উপহার দিবে এইজন্য।
নূর কে গাড়ি দিবেন ভালো কথা আমরা আপনার গ্রামে বা শহরের প্রতিবেশীদেরকে খবর নিচ্ছেন তো আগে প্রতিবেশীদের হক গাড়ি-বাড়ি দিয়ে ভাইজান হলে চলবেনা পরকালে সহজ হিসাব চাইলে গরিবদের সাহায্য করুন।
সন্মানের মালিক আল্লাহ।
কিশের গঞ্জের নাম আর বলিস না পাগল কোনখানের নূরের মতন ব্যক্তির যদি গাড়ি উপহার দেওয়া বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বাড়ি সহকারী উপহার দেওয়ার
মাশাআল্লাহ ইসলাম শফিক ভাইকে ধন্যবাদ জানাই নুরুল হক ভাই নুরকে একটা গাড়ি দাওয়াতে
আপনি একজন ভালো মনের মানুষ❤❤❤
নুর ভাই ভয় নাই আমরা প্রবাসীরা আপনার সাথে আছি
এই বাটপারের জন্য গাড়ির পিছনে টাকা পয়সা না দিয়া একটা এতিমখানায় দেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।
নুর ভাই এগিয়ে চলো,,,
সম্মান দেয়ার মালিক আল্লাহ
কিশোরগঞ্জ ভাই কে অনেক ধন্যবাদ ❤❤
আপনি অবশ্যই একজন দেশপ্রেমিক। ধন্যবাদ আপনাকে।
এতো বছর কাতারে থেকেও কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ সেটা আজও শিখলো না।
Tik bolechen vai.
@@zubelmia2975 ফজরের নামাজ আদায় করেছেন
আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম উপহার জিনিস কখনো মূল্য দিয়ে হয় না
সত্যির জয় হবেই ইনশাআল্লাহ
সে বুঝছে: দেশের জন্য তার কিছু করা দরকার।
বাল ফেলতে জিলেট ব্লেড দিতে বইলেন
কে বুজেছে?
সম্মান দেওয়ার মালিক আল্লাহ
নারায়ণগঞ্জ থেকে নুর ভাই কে অভিনন্দন ❤
এইসব লোককে গাড়ী উপহার না দিয়ে দেশের গরিব দেরকে টাকা দান করেন তাতে আল্লাহ্ অনেক খুশি হবেন ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উপহারটা দেওয়ার জন্য
বিকাশ নুরুকে টাকা না দিয়ে কাতারে যারা নিরহ প্রবাসী বাঙালি আছে তাদেরকে সহযোগিতা করুন।
মা শা আল্লাহ। ভায়ের উদ্দেশ্য অনেক ভালো ❤
আল্লাহ আপনার মঙ্গল করুন। সত্যিই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন আপনি, নূরু ভাই একজন সৎ এবং সাহসী যোদ্ধা। আওয়ামী লীগ, হেলমেট লীগের সন্ত্রাসী হামলা , গ্ৰেফতারের স্বীকার হয়েছেন অনেক বার স্যালুট নুরু ভাই এবং স্যালুট আপনাকে ও।
হায়রে বাংলাদেশের মুসলিম কখন ইনশাআল্লাহ বলতে হয় আর কখন আলহামদুলিল্লাহ বলতে হয় সেটাও জানে না।
বলদ 😂
সবচেয়ে অবাকের বিষয় হল,এই মুহূর্তে দেশের টপ টপিক নুরুল হক নুর,যে নেট চালায় না সেও এখন তাকে চিনে,লাভ হল নুরেরই
এটা পরিকল্পিত ভাবে জনগণের সামনে আনা হয়েছে। যাতে কেউ সন্দেহ না করে। ওই টাকা নুরুর। বিকাশের মাধ্যমে কামনো টাকা।
নুরু ভাই আমাদের ভালোবাসার মানুষ
বিশ্ব বাটপার বিকাশ নুরকে গাড়ী না দিয়ে হিরো আলমকে গাড়ী দিলে মানুষ বেশি খুশি হতো।
❤ মাশাল্লাহ
নুরকে না দিয়ে হিরো আলম কে দিলে অনেক বেশি ভালো হতো। হিরো আলমের তুলনায় নুরের কোন যোগ্যতা নেই।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ
লোকটা খুবই ভালো মানুষ মনে হচ্ছে ❤
নুর ইজরায়েলের কোন ব্যক্তির সাথে আলোচনা করে কোন ভুল করেনি😊 কারণ বর্তমানে যদি ইজরায়েল কাছ থেকে আমরা আড়িপাতার যন্ত্র কি নিয়ে থাকি বিভিন্ন সফটওয়্যার কিনে থাকি তাহলে আমাদের মত লোকদের ইজরায়েল সাথে সম্পর্ক রাখলে ক্ষতি কি😊😊
ঠিক বলচেন, ইসরাইল এর মেয়ে রা সুন্দর আছে। চলেন ২ ভাই শরীয়া মত ৪ টা কইরা মোট ৮ টা মেয়ে বিয়া করি। সোয়াব ও হইল, 😜হইলো, সম্পর্ক ও উন্নয়ন হইলো। হুদাই ব** হালাইতে বাংলাদেশী পাসপোর্ট এর পিছনে লিখছে
except Israel.
নিজেই কমেন্ট এ লিখছেন " যদি কিনে....." তার মানে নিজেই কনফিউশনে আছেন যে শুনা খবর হাছা না মিছা কিন্তু জাজমেন্ট দিয়া দিতেছেন ১০০% কনফার্ম হয়ে যে, ইসরাইল এর সাথে পেয়ার মহাব্বত করাই যায় কারন.................।
😡😡😡
১১ বলদ আবার বুড়া আংগুল দেখাই কয় ঠিক কইছেন😡😡।
তোরার মীরজাফর ওর ম***------****। কিয়ের ল কি তুলনা দছ??
ধন্যবাদ ব্যবসাইকে সত্যিকারের দেশ পেমিক সাহসী ছাএনেতা ভিপি নুরুল হক নুর
"বিকাশ নুরুর মারে বাপ"
কিশোরগঞ্জ-২ আসন থেকে নমিনেশন পাওয়ার আশায় গাড়ি দিচ্ছেন দাদু.....!!!
নুরুকে গাড়ি দিয়ে বউ পোলার হক নষ্ট করিয়েন না দয়াকরে
Go to school and learn courtichy
তর বাপের কোটি টাকা থাকলে কি কিছু টাকা দান বা কাওকে গিফট করবেনা? এতে হক কেমনে নষ্ট হয়? বেটা হুজুরের কাছে যা আর শিখ
tokai....sala
Nuru 1000% chor
আগে ইউপি নির্বাচনের মেম্বার পদে দাঁড়ান, জিতলে চেয়ারম্যান পদে দাড়াবেন তারপর বেঁচে থাকলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ দাঁড়াইতে পারেন। এমপি পদ তো বহুত দুর.....দাদু
ও বড় ভাই ১৯৯১ এর আগে যে ব্যক্তি এক মুঠো ভাত খাওয়াইছে, পারলে তারে একটা গাড়ি কিনা দেন । কোন রাজনৈতিক ব্যক্তিকে তেল মাইরেন না । আপনার মহৎ উদ্দেশ্য মহৎ জায়গায় সফল হোক ।
ভাই আপনার কথা আমি সিংগাপুর থেকেই শুনছি ভাই আপনার কথা আমি সিংগাপুর থেকেই শুনতে পেলাম প্রচুর দশক ভাই ধন্যবাদ ভাই ছালাম নিবেন পবাসিরা আছি থাকব ইনশাআল্লাহ
যেখানে আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে। ঐ শুনা পযর্ন্ত থাকেন, এগুলাতে না হানদাইয়া সিং ডলার কামান। কামে আসবে। দিন শেষে এ টাকাই কাজে আসবে। নিজের রক্ত ছেচা পয়সা। হালাল টাকা। ওমুক ভাই, তমুক আপা এডি বাদ দেন।
থাকেন কই ভাই??
সেরাংগুন??
তারে কেউ দেয় গাড়ী,
শ্বশুর এ দিছে নারী
কেউ দিবে গাড়ীর তেল
কেউ কিনে দিবে বউ এর শাড়ি।
আর আমরা কষ্ট করি টাকা কামাই সংসার চালামু আর তাগোরে সাপোর্ট দিমু চিরকাল। ভালো থাইকেন। আর নুরার খবর নিয়েন এভাবে কমেন্ট কইরা।
উনার ভালো লাগছে উনার জিনিস যাকে খুশি তাকে দিবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার
সত্যটা জানার দরকার ছিল আমরা জেনেছি ধন্যবাদ ভাই আপনাকে
ভালো বাসা অবিরাম ভাই।
বিকাশ নূরকে গাড়ি না দিয়ে প্রবাসে যারা না খেয়ে আছে
বিপদে আছে তাদেরকে সহযোগিতা করেন
বিকাশ নুরুকে চান্দা দিলে আপনি সংকটে পড়বেন।
গাড়ি আসলে একটা দরকার নুর আপনি এগিয়ে চলেন😂😂😂।
গাড়ি বাড়ি সবই হবে নেতাদের। জনগণের হোগা চিরদিনই খোলা থাকবে।
সাথে সাথে সিদ্ব ডিম এরও....... তবে সেটা খাবে, না নিবে তা সময় বলে দিবে।
ভালো একটা গাড়ি উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি! কারণ নূরের বুলেটপ্রুফ গাড়ির দরকার!