মানুষ হয়ে যখন জন্মেছি। কাঁটার আঘাত তো সইতে হবে। কিন্তু তাই বলে তো থেমে যাওয়া যাবে না। জানেন তো থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। হেরে যাওয়া মানুষের জীবন সবসময় বিষাদময়! আর লড়ে যাওয়া মানুষ জানে জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র।তাই লড়াই টাই চলুক জীবনের সাথে। সময়ের সাথে । নিজের মতো করে বাঁচুন। নিজের জন্য বাঁচুন।❤❤
39:37 "মায়ার বাঁধন ছিন্ন করে, মেলবো ডানা দূর আকাশে। ভিজবে না চোখ চাঁদের আলোয়, পা ছুবে না দুব্বা ঘাসে। যখন রাতের অন্ধকারে, আকাশ ভেঙে জোছনা নামে। আমায় ভেবে কেঁদো তুমি, ভালোবাসার অভিমানে।" 💔🙁 ★ অপূর্ব ভাইয়ের এই কবিতার সংলাপগুলো এক কথায় অনবদ্য ছিলো। 😍👌🏻 ★ প্রথমে তার হঠাৎ এমন কবিতার লাইনগুলো বলার কারণটা বুঝতে পারিনি কিন্তু শেষ অংশটা দেখে পুরোপুরি বুঝতে পারলাম সে কেনো এমন কবিতার লাইন ফারিনকে বলছিলো! 😞
এমন নাটক খুব কমেই হচ্চে বর্তমানে । কারন বর্তমানে গরমের দূ্র্ভিক্ষের মতো রুচির দূর্ভিক্ষ চলছে । এমন নাটক গুলো তাই হারিয়ে যাচ্ছে দিনদিন ।মিস ইউ অপূর্ব তোমার নাটক অনেক কম হচ্ছে বেশি করে করো
Short note: যতো বেশি ভুলে থাকতে চাইবেন ততো বেশি মনে পড়বে,, এই জন্য নতুন স্মৃতি তৈরি করেন, আপনি যতো বেশি নতুন স্মৃতি তৈরি করবেন, পুরোনো স্মৃতির উপর ততো বেশি ধুলো পড়ে যাবে। এই নতুন স্মৃতির ভিড়ে পুরোনো স্মৃতিগুলো এমনিতেই হারিয়ে যাবে 🥰
এই নাটকের মাধ্যমে এটাই বুঝানো হয়েছে যে কোন কিছুর জন্যই জীবন থেমে থাকেনি,, জীবনের নিয়মে যে কোন পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে,, আসছি একা যাবো একা!! বাস্তবিক নাটক 💯👌👌💖❤️
নাটকটি দেখতে দেখতে কিছু কবিতা আবৃত্তি করেছিলাম ভবে,তবে শেষের সিন দেখে কবিতা গুলো ভুলে গিয়ে, চোখের কোনায় আশ্রয় নিলো কানি ফোটা জল,,, জীবন টা অদ্ভুত সুন্দর যদি তুমি বুঝতে পারো,,, এই নাটক টি মন ছুয়ে গিয়েছে এই নাটকের পরিচালক সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤ বিশেষ ভাবে ধন্যবাদ জানাই অপুর্ব ভাই ও তাসনিয়া ফারিণ কে নিখুত অভিনয়ের মাধ্যমে এত সুন্দর চরিত্র ফুটিয়ে তোলার জন্য,,,❤❤❤
যতটুকু ভেবেছিলাম তার চাইতেও অনেক অনেক বেশি সুন্দর বাস্তবতা তুলে ধরেছেন। একটা মানুষকে নতুন করে কিভাবে বাঁচতে হয় সেটা শিখিয়েছেন।অনেক বেশি ভালো হয়েছে ভাইয়া। ❤❤❤
এই অপুর্ব কে দেখলেই মনে একটা শান্তি চলে আসে।।। আমার প্রিয় অভিনেতা এই কথাটা বললেই কেউ একজন অনেক রেগে যেত।। অনেকবার ঝগড়া ও করেছি তার সাথে।।। ইচ্ছে করেই অপুর্বর কথা বলতাম।সহ্য করতে পারত না অন্য কারো কথা বললে।।আর এখন কারো সাথে সারাজীবন কাটালেও তার কিছুই যায় আসে না,,, হ্যাঁ এরাই পুরুষ,, 😅😅😅💔💔💔💔
এমন অদ্ভুত সুন্দর গল্প এবং অভিনয়কে কুর্নিশ জানাই। সৃষ্টিতে থাকুন আপনারা। আপনাদের সৃষ্টি অনেক মানুষকেই আনন্দ দেয়। শরৎচন্দ্র বাবুর সেই লাইনটা মনে পড়লো “ জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবথেকে বেশি গভীর..।" ভালো লেগেছে প্রতিটা মুহূর্ত। ভালো লেগেছে প্রকৃতি, প্রেম এবং একরাশ নিস্তব্ধতার এই সংমিশ্রণ। আজ কিছু কথা রেখে গেলাম। আবার একদিন আসবো উঁকি মারতে।❤️❤️❤️❤️
রেখে গেলাম স্মৃতি হিসেবে। (2024) সালে ঠিক যেমন নাটক দেখতে এসে এই কমেন্টটি মানুষ দেখতে পাবে! তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ঠিক এভাবেই আমি আমার প্রিয় মানুষটি কে হারিয়েছি।💔🥀
অসাধারণ অসাধারণ একটি নাটক । না মানলো চোখের জল,না মানলো মনের ব্যাথা আর ও বেশী ভরে উঠলো। আরও লেখার ইচ্ছে ছিল কিন্তু না আর নয়।এত ভালো নাটক অপূর্ব র অনেক দিন পর দেখলাম। অনেক অনেক শুভকামনা রইল, প্রতি টি অভিনেতাদের জন্য ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
বাংলাদেশের নাটকের অন্ধ ভক্ত কলকাতা থেকে❤🇮🇳 "মুখে যতোই মুক্তির কথা বলি না কেন, আমরা আসলে কারুর কাছে বাধা থাকতেই ভালবাসি" ---- বাস্তব সত্য👍 গতানুগতিক গল্পের বাইরে মন ছুয়ে যাওয়া গল্প❤
Hello from Mumbai, I always enjoy watching Bangla Natok from Bangladesh. These are always based on reality, and there is no exaggeration - simple and warm! Thanks for showcasing the rich Manipuri culture in this Natok.
অপূর্ব তুমি তো মনে প্রাণে অপূর্ব। তোমার জন্য খুব খুব খুব অপেক্ষা করি। তোমার অভিনয় মন্ত্র মুগ্ধ হয়ে দেখি। নতুন না হলে পুরনো নাটকে স্বাদ মেটাই। কলকাতা থেকে।
সত্যি বলতে গল্পটা অসাধারণ ছিল, শেষটা অন্যরকম হতে পারতো। কিন্তু এই শেষটাও কোন এক কারণে অসাধারণ ছিল। কিছু কথা ছিল একদম বাস্তব এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি কথা অনুভব করেছি। It's amazing.❤
অসম্ভব সুন্দর একটা নাটক ❤❤ অপূর্ব ভাইয়ার রোমান্টিক ইমেজ এই নাটকে লেভেল ক্রশ করে গেছে 😍 ফারিন আপুকেও অনেক সুন্দর লেগেছে। তার সাথে নাটকের লোকেশন এবং সিনেমাটোগ্রাফি দুর্দান্ত 😊😊 আবহসঙ্গীত একদম মানানসই। অনেকদিন পর একটা সুন্দর, গোছানো নাটক দেখলাম 😊❤
"জানেন তো, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া, হেরে যাওয়া মানুষের জীবন সবসময় বিষাদময়। 🙁 আর লড়ে যাওয়া মানুষ জানে জীবনের এগিয়ে যাওয়ার মন্ত্র। তাই লড়াইটাই চলুক। জীবনের সাথে। সময়ের সাথে। নিজের মতো করে বাঁচুন। নিজের জন্যে বাঁচুন।" 🧡✨ শেষ মুহুর্তের এই লাইনগুলো শুনে আমার হৃদয় ছুয়ে গেলো। 😢 শেষের এই মুহুর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। 💔
সত্যিই সুন্দর গল্প দুজনের অভিনয় অসাধারন কিন্ত অপূর্ব বেটার অভিনয়ের কোনও তুলনা হবে না অপূর্ব সত্যিই অপূর্ব ইউ আর দা বেস্ট আই লাভ ইউ বেটা আরও অনেক বড় হও এই আশীর্বাদ করি কলকাতা থেকে❤❤❤❤️
আজকালকার ছেলে পেলে প্রেমে ছ্যাকা খেয়ে খুবই বিষন্ন হয়ে পড়েছে। আমরা যুবসমাজ দেখতে চাই আপনাদের এই সমস্ত নাটক। জানিনা এরকম নাটক দেখে কোন ছেলে শান্তিতে থাকতে পারবে কিনা। কিন্তু এটুকু ভেবে খুশি হবে । অন্তত শান্তি টুকু তো পেলাম।😢😢
Story, appeal, background music everything class. One of my best choice drama. Actin of apurba is beyond words. He is the master, king of romance and tragedy. What sublime touches of expression. Bangladesh should be proud to have such a genius. Tasnia starred very well but apurba fades others. From kolkata
Sotti osadharon ekti natok... Ei rokom motivational natok gulo aj kalker generation er chele ,meyeder dakha khub proyojon... Thanks for SR mojumder ....& apurba or tasnia both off u ... Love u all
এই ধরণের নাটক অপূর্ব আগেও করেছেন সাবিলার সঙ্গে, (জীবন দর্শনের) অভিনয় সাধারণ মানের ছিলো, অপূর্বর গলার আওয়াজ কে অকারণে অত চেপে রাখার দরকার ছিলো বলে আমার মনে হয় না, কারণ যে অপরকে বাঁচার মানে শেখাচ্ছেন, বাঁচবেন বলে শেষে চলেওযাচ্ছেন তার মধ্যে প্রাণবন্ত ভাবের অভাব ছিলো ভীষণ ভাবে, ফারিন ঠিক ঠাক যেমন প্রয়োজন ছিলো তেমন অভিনয় করেছেন। এই নাটকে সবথেকে ভালোলেগেছে স্পট, চোখ জোড়ানো সবুজ দেখেছি, মন আনন্দে ভরেগেছে। পরিচালক ও প্রযোজক কে ধন্যবাদ।
এক কথায় নাটকটি অসাধারণ ছিল, তবে শেষ টা যদি সুন্দর হতো গল্প টা প্রান ফিরে পেতো, যাই হোক গল্প লেখক আমার থেকে অবশ্যই অনেক জ্ঞানী , অপূর্ব, যেমন তার নাম তেমন তার অভিনয় ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য 🤍👌
Where there is S. R. Majumdar and Apurba together our expectation goes to a higher level. The story began with a simple plot but proceeded with an amazing flow that constantly aroused inquisition in viewer's thought. Extraordinary script.... It sounded like a poetry revealing the philosophy that deals with the reality. Farin is good enough at her points..... It is Apurba who again proved his excellence being the main sailor of the vessel. His presence, his expressions and all the gestures delivered is incomparable. Thanks to the entire team.
অনেক অপেক্ষার পর অপূর্ব ভাই এবং তাসনিয়া ফারিন আপুর নতুন একটা নাটকটা পেলাম ❤ আমার দেখা সেরা একটা জুটি ❤ এই জুটির কাজ দেখার জন্য কারা কারা অপেক্ষায় থাকেন ❤ আমার মতন কারা কারা এই জুটি কে ভালোবাসেন ❤️ তাদেরকে দেখতে চাই ❤
এতো এতো অরুচিকর নাটকের চেয়ে এমন একটা নাটক উপহার দেওয়া সত্যিই প্রশংসনীয়। 💝
অপূর্ব ভাই মানেই কবিতার বিশালতা।
th-cam.com/video/TpKtIafusHE/w-d-xo.htmlsi=8eiW_2AudpPzW6fW
মেলা শুরু হওয়ার ইতিহাস কেমন ছিলো জেনে নিন
Right
Absolutely right... 😊😊😊😊😊
"মুখে যতই মুক্তির কথা বলি না কেন,আমরা আসলেই কারো কাছে বাঁধা পড়ে থাকতেই ভালোবাসি"
চমৎকার একটা ডায়ালগ ছিলো👍
Right 👍
45:49 45:54 45:55 45:56
R8
হুম
❤❤❤
আমি বাংলা সিনেমা দেখি না আমার কাছে বাংলা নাটক সেরা বাংলাদেশের সিনেমার থেকে নাটক গোলো সেরা একমত হলে লাইক দিয়ে যাবেন
আমাদের বাংলাদেশ যত সুন্দর... ঠিক ততটাই সুন্দর এ দেশের নাটক।
দুইজনই ভীষণ পছন্দের।
মানুষ হয়ে যখন জন্মেছি।
কাঁটার আঘাত তো সইতে হবে।
কিন্তু তাই বলে তো থেমে যাওয়া যাবে না।
জানেন তো থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।
হেরে যাওয়া মানুষের জীবন সবসময় বিষাদময়!
আর লড়ে যাওয়া মানুষ জানে জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র।তাই লড়াই টাই চলুক জীবনের সাথে। সময়ের সাথে । নিজের মতো করে বাঁচুন। নিজের জন্য বাঁচুন।❤❤
শুধু অপূর্ব ফ্যানরা লাইক দাও
39:37
"মায়ার বাঁধন ছিন্ন করে,
মেলবো ডানা দূর আকাশে।
ভিজবে না চোখ চাঁদের আলোয়,
পা ছুবে না দুব্বা ঘাসে।
যখন রাতের অন্ধকারে,
আকাশ ভেঙে জোছনা নামে।
আমায় ভেবে কেঁদো তুমি,
ভালোবাসার অভিমানে।" 💔🙁
★ অপূর্ব ভাইয়ের এই কবিতার সংলাপগুলো এক কথায় অনবদ্য ছিলো। 😍👌🏻
★ প্রথমে তার হঠাৎ এমন কবিতার লাইনগুলো বলার কারণটা বুঝতে পারিনি কিন্তু শেষ অংশটা দেখে পুরোপুরি বুঝতে পারলাম সে কেনো এমন কবিতার লাইন ফারিনকে বলছিলো! 😞
অপূর্বর নাটক আর তাসনিয়া ফারিন এর নাটক কার কার থেকে ভালো লাগে 🎉🎉
Bangladesh a best jodi no 1
আমার
সবার ভালো লাগে
Amar
Tomra sobai ABP Rannaghar er video dekhe bondhu hoye pls pls pls pase theko ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
এই নাটকটা ফ্যামিলি নিয়ে দেখার মত.অনুষ্ঠানগুলো হচ্ছে ফ্যামিলি নিয়ে দেখা যায় না.এই সুন্দর নাটক পরিচালক কে ধন্যবাদ
কোনো সন্দেহ ছাড়াই বলতে পরি,
বাংলা মুভির ছেয়ে নাটক সেরা 🤍
নাটক লাভারদের লাইক হবে নাকি
ইন্ডিয়ান বন্ধুরা বাংলাদেশ নাটক কতো ভালোবাসো তা আজকে কমেন্ট গুলো না দেখলে জানতামই না ধন্যবাদ ইন্ডিয়ান বন্ধুদের বাংলা নাটকের পাশে থাকার জন্য 🇧🇩❤️🇮🇳
❤❤🇮🇳🇮🇳
@@zaara_hayat tumi ki indian
Amar sob teke fevarit .valo lage apurba vai . RJ Farhan vaiyer natok...ami Indian 🇮🇳
আমি ভারত থেকে বলছি সত্যিই এই সেশ কথা গুলি এত সেরা কি বলব বলবো সত্যিই অসাধারণ from India ❤️🩹💚💚💚🤲💚❤️🩹❤️🩹❤️🩹✍️✍️✍️
এমন নাটক খুব কমেই হচ্চে বর্তমানে । কারন বর্তমানে গরমের দূ্র্ভিক্ষের মতো রুচির দূর্ভিক্ষ চলছে । এমন নাটক গুলো তাই হারিয়ে যাচ্ছে দিনদিন ।মিস ইউ অপূর্ব তোমার নাটক অনেক কম হচ্ছে বেশি করে করো
Kom koruk but manshommoto koruk
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
@@masumpavel1910💯 Correct ❤
Jee. Assa
সত্যিই অসাধারণ স্ক্রিপ্ট_ 😍😍😍
অপূর্ব ভাইয়ের ভক্তরা সব কই__🙋♂️
❤❤
@@nahidhasannipu539 Ekdon . kono kotha hobe na
Like paour dhanda naki??
আছতো
❤❤❤❤
অপুর্বর এমন কোন নাটক নাই আমি দেখি নি,, ভালোবাসার প্রিয় অভিনেতা💔🧡🧡
Short note:
যতো বেশি ভুলে থাকতে চাইবেন ততো বেশি মনে পড়বে,, এই জন্য নতুন স্মৃতি তৈরি করেন, আপনি যতো বেশি নতুন স্মৃতি তৈরি করবেন, পুরোনো স্মৃতির উপর ততো বেশি ধুলো পড়ে যাবে। এই নতুন স্মৃতির ভিড়ে পুরোনো স্মৃতিগুলো এমনিতেই হারিয়ে যাবে 🥰
এই নাটকের মাধ্যমে এটাই বুঝানো হয়েছে যে কোন কিছুর জন্যই জীবন থেমে থাকেনি,, জীবনের নিয়মে যে কোন পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে,, আসছি একা যাবো একা!! বাস্তবিক নাটক 💯👌👌💖❤️
নাটকটি দেখতে দেখতে কিছু কবিতা আবৃত্তি করেছিলাম ভবে,তবে শেষের সিন দেখে কবিতা গুলো ভুলে গিয়ে, চোখের কোনায় আশ্রয় নিলো কানি ফোটা জল,,, জীবন টা অদ্ভুত সুন্দর যদি তুমি বুঝতে পারো,,, এই নাটক টি মন ছুয়ে গিয়েছে এই নাটকের পরিচালক সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤ বিশেষ ভাবে ধন্যবাদ জানাই অপুর্ব ভাই ও তাসনিয়া ফারিণ কে নিখুত অভিনয়ের মাধ্যমে এত সুন্দর চরিত্র ফুটিয়ে তোলার জন্য,,,❤❤❤
দারুণ উপলব্ধি..
অবুঝ দিনের গল্প পার্ট-৩
কারা দেখতে চান তারা লাইক দিন 🎈
৬ বছর হয়ে গেছে এখন আর দিবে না
😂@@MahadiHasan-od5is
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
আর কখনো আসবে বলে মনে হয় না,তাই অপেক্ষা করা ছেড়ে দিছি।
ভূয়া গল্পের নাটক
আমি একদম অভিভূত বলার কোনো জায়গা নেই তোমাদের নাটক দীর্ঘ্য জীবি হোক আমাদের মত মানুষের বেচেথাকার অবলম্বন তোমরা আমি কলকাতা থেকে লিখছি
অপুর্ব বসের ভালোবাসার মানুষ গুলো কই দেখতে চাই❤❤
যতটুকু ভেবেছিলাম তার চাইতেও অনেক অনেক বেশি সুন্দর বাস্তবতা তুলে ধরেছেন। একটা মানুষকে নতুন করে কিভাবে বাঁচতে হয় সেটা শিখিয়েছেন।অনেক বেশি ভালো হয়েছে ভাইয়া। ❤❤❤
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
সবচেয়ে সুন্দর মুহূর্ত,,,,,, মায়ার বাধন ছিন্ন করে,,, আহা অসাধারণ বাচনভঙ্গি,,,,,, অসাধারণ কন্ঠস্বর,,,, মন ছুয়ে গেল❤❤❤❤❤
এই অপুর্ব কে দেখলেই মনে একটা শান্তি চলে আসে।।। আমার প্রিয় অভিনেতা এই কথাটা বললেই কেউ একজন অনেক রেগে যেত।। অনেকবার ঝগড়া ও করেছি তার সাথে।।। ইচ্ছে করেই অপুর্বর কথা বলতাম।সহ্য করতে পারত না অন্য কারো কথা বললে।।আর এখন কারো সাথে সারাজীবন কাটালেও তার কিছুই যায় আসে না,,, হ্যাঁ এরাই পুরুষ,, 😅😅😅💔💔💔💔
😢
নিজের জন্য বাঁচুন ❤
পুরুষ জাতি এমনই হয়
তারা তাদের নিজের সার্থছাড়া আর কিছু বুঝেননা আবার সার্থ পুরিয়ে গেলে উল্টো দিকের মানুষটাকে আর চিনতে পারেনা
এমন অদ্ভুত সুন্দর গল্প এবং অভিনয়কে কুর্নিশ জানাই। সৃষ্টিতে থাকুন আপনারা। আপনাদের সৃষ্টি অনেক মানুষকেই আনন্দ দেয়। শরৎচন্দ্র বাবুর সেই লাইনটা মনে পড়লো “ জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবথেকে বেশি গভীর..।" ভালো লেগেছে প্রতিটা মুহূর্ত। ভালো লেগেছে প্রকৃতি, প্রেম এবং একরাশ নিস্তব্ধতার এই সংমিশ্রণ। আজ কিছু কথা রেখে গেলাম। আবার একদিন আসবো উঁকি মারতে।❤️❤️❤️❤️
রেখে গেলাম স্মৃতি হিসেবে। (2024) সালে ঠিক যেমন নাটক দেখতে এসে এই কমেন্টটি মানুষ দেখতে পাবে! তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ঠিক এভাবেই আমি আমার প্রিয় মানুষটি কে হারিয়েছি।💔🥀
😭😭😭😭
আমিও ছেম ভাই 😭
Same amio
Same to same bro... Iam from India assam
অপূর্বর নাটক দেখেই যেতে ইচ্ছে করে , অসাধারণ লাগে অপূর্ব কে ,কণ্ঠস্বর আর অভিব্যক্তি ভোলা যায়না ❤️💖❤️
কেয় কেয় আছে আমার মতো অপূ্র্বব নাটক সব গুলো দেখো
it's me
I'm ready
আছি ভাই
Ami
@@kawsararuma1637 ধন্যবাদ সাপট করবেন সবাই
খুব রুচিসম্মত নাটক।প্রতিটি মুহুর্ত নাটকের দৃশ্য নিজের সাথে সাদৃশ্য করে কল্পনা করেছি।
অপূর্ব মানেই অসাধারণ আর ফারিণ কে ও অসাধারণ লাগছে❤
তাসনিয়া ফারিন এর ফ্যান গুলো কই। সারা দাও
Ami
আমি, ইন্ডিয়া থেকে,নাটক,দেখি, সুন্দর
@@সুমনসেখ-ষ৪হ sotti
অনেক সুন্দর একটি নাটক। অপূর্ব ও ফারিন এই দুজনের জুটি কাদের কাদের পছন্দ তারা আমার কমেন্ট এ লাইক দিয়ে জানিয়ে যাবেন।
অপূর্ব +ফারিন আমার অনেক প্রিয় ,আমার মতে আর কে কে অপুর্বের বিগ ফ্যান আছো সাড়া দাও,তোমাদের সাড়া পেলে ভা্লো লাগে ♥️
Same 2 you ❤
❤❤
আমিও
Asi re vai ❤
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
অসাধারণ অসাধারণ একটি নাটক । না মানলো চোখের জল,না মানলো মনের ব্যাথা আর ও বেশী ভরে উঠলো। আরও লেখার ইচ্ছে ছিল কিন্তু না আর নয়।এত ভালো নাটক অপূর্ব র অনেক দিন পর দেখলাম। অনেক অনেক শুভকামনা রইল, প্রতি টি অভিনেতাদের জন্য ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
মাঝে মাঝে কিছু নাটকের ডায়লগ নিজেকে নতুন করে বাঁচতে অনুপ্রেরণা দেয়,,
যেমন "থেমে যাওয়া মানে হেরে যাওয়া,"
"জীবনকে তার মতো চলতে দিন আর অনুভব করুন।'😊
Teme. Zuya. Mane. Ki. Here. Zuya. Asole. Ki. Ty....???
Onovobe. Tomi. Aso?
"থেমে যাওয়া মানে হেরে যাওয়া, জীবনকে তার মতো চলতে দিন আর অনুভব করুন। "🙏✌️💝
বাংলা সিনেমার থেকে ও জনপ্রিয় আমাদের বাংলা নাটক,
কে কে আমার সাথে একমত
আমার মতো কে কে অপূর্ব ভাইয়ার বিগ ফ্যান💖
তাদেরকে দেখতে চাই🖐️
বর্তমান সময়ে -অপূর্ব +তটিনীর এই জুটির নাটক দেখতে চাই।
যারা আমার সঙ্গে একমত তারা লাইক দিন 🎈
Hmm right
অপুর্ব আর তাসনিয়া ফারিনের জুটি দারুণ
তবে এই গল্পে তারিনই বেস্ট।
নাটক চালিয়ে কমেন্ট পড়তে আসা মানুষ গুলো কই সাড়া দাও ❤❤ লজ্জা নয় লাইক দাও ❤❤
😂😂😂
লাইক নিয়ে ভাতের সাথে মিক্সিং করে খা
🤚
নাকট আমার জীবনের একটা অংশই বলা যায়,,,
আমি আছি like for
বাংলাদেশের প্রকৃতি সমৃদ্ধ নাটক আমাকে ভীষন ভাবে টানে।এই ধরনের নাটক কি আরও আশা করতে পারি? আমি পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে অনুরোধ করছি।
অনুপ্রেরণা পেলাম, বাঁচার। নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছে ডানা মেললো। 🙏🙏🙏 ভালোবাসা নিও অপূর্ব স্যার। 🙏
বাংলাদেশের নাটকের অন্ধ ভক্ত কলকাতা থেকে❤🇮🇳
"মুখে যতোই মুক্তির কথা বলি না কেন, আমরা আসলে কারুর কাছে বাধা থাকতেই ভালবাসি" ---- বাস্তব সত্য👍 গতানুগতিক গল্পের বাইরে মন ছুয়ে যাওয়া গল্প❤
নাটকের জন্য বিশ্বের সেরা ।
নাটকের জন্য বিশ্বের সেরা বাংলাদেশ ।
রোমান্টিক নাটক এর জন্য অপেক্ষা করে থাকা মানুষ গুলো কোথায় সারা দিয়ে যাও।
এইযে আমি
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
Ami
আমি আচি
নায়ক নায়িকার কথা বলা বাচালতার নামান্তর,নাটকের স্কৃপ্টগুলি অসাধারন।নাটকটাকে অন্য এক জায়গায় পৌঁছে দিয়েছে।মজুমদার সাহেবকে শুভেচ্ছা।
দুজনের মধ্যে মিল হলে ভালো লাগত
মনোরম দৃশ্যাবলী, হারিয়ে যাওয়া যায় এখানে। গল্পও খুব সুন্দর এবং কষ্টের। জীবনের পাঠ এভাবে শেখানোর জন্য পরিচালক কে অশেষ ধন্যবাদ।
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
Hello from Mumbai, I always enjoy watching Bangla Natok from Bangladesh. These are always based on reality, and there is no exaggeration - simple and warm! Thanks for showcasing the rich Manipuri culture in this Natok.
Thanks a lot 👍
সত্যি 🥺 সম্পর্ক না থাকলেও স্মৃতি গুলো রয়ে যায়.... সাথে কষ্ট .....💔😊
অপূর্ব তুমি তো মনে প্রাণে অপূর্ব। তোমার জন্য খুব খুব খুব অপেক্ষা করি। তোমার অভিনয় মন্ত্র মুগ্ধ হয়ে দেখি। নতুন না হলে পুরনো নাটকে স্বাদ মেটাই। কলকাতা থেকে।
Right Dada.. Apurba vaiyar natok cara ami onno karor natok dekhi na.ak akta natok kotho bar dekhci ami jani nah.tar poreo dekhte esca kore
Wonderful 🪷🪷🪷🥰🥰🥰
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
Absolutely right ❤
সহমত।
প্রিয় বস এর নাটকের অপেক্ষায় থাকে এমন কেউ কি আছো?
সত্যি বলতে গল্পটা অসাধারণ ছিল, শেষটা অন্যরকম হতে পারতো। কিন্তু এই শেষটাও কোন এক কারণে অসাধারণ ছিল। কিছু কথা ছিল একদম বাস্তব এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি কথা অনুভব করেছি। It's amazing.❤
Apnr name ki Ummi kulsum Akhi.
অপূর্ব দুর্দান্ত, ফারিন নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে নিজেকে
অসম্ভব সুন্দর একটা নাটক ❤❤ অপূর্ব ভাইয়ার রোমান্টিক ইমেজ এই নাটকে লেভেল ক্রশ করে গেছে 😍 ফারিন আপুকেও অনেক সুন্দর লেগেছে। তার সাথে নাটকের লোকেশন এবং সিনেমাটোগ্রাফি দুর্দান্ত 😊😊 আবহসঙ্গীত একদম মানানসই। অনেকদিন পর একটা সুন্দর, গোছানো নাটক দেখলাম 😊❤
"জানেন তো, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া,
হেরে যাওয়া মানুষের জীবন সবসময় বিষাদময়। 🙁
আর লড়ে যাওয়া মানুষ জানে জীবনের এগিয়ে যাওয়ার মন্ত্র। তাই লড়াইটাই চলুক। জীবনের সাথে। সময়ের সাথে। নিজের মতো করে বাঁচুন। নিজের জন্যে বাঁচুন।" 🧡✨
শেষ মুহুর্তের এই লাইনগুলো শুনে আমার হৃদয় ছুয়ে গেলো। 😢
শেষের এই মুহুর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। 💔
Thik bolcen vaia
পঞ্চাশ মিনিটের একটা নাটকে এতো সুন্দর একটা গল্প।অসাধারণ,এই জন্যই দর্শক রা ছবি না দেখে নাটক দেখে।
অপূর্ব ভাই তো অপূর্ব যার কোন তুলনা হয় না সাথে ফারিন আপু অসম জুটি
পৃথিবীর সেরা নাটক এই বাংলায়।😔🤟
সেরা প্রিয় অপূর্ব ভাই
আসলে জীবনটা নিজের তাই শত কষ্টের মাঝেও যুদ্ধ করে জীবন কে বেঁচে রাখতে হবে ! নাটক টি খুব ভালো লাগলো ! আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা ছিল অন্যরকম অসাধারণ !!
আমি কলকাতা মুর্শিদাবাদ অপূর্ব বড় ফ্যান আমি অপূর্ব এমন কোনো নাটক নাই সেটা আমি দেখিনা খুব সুন্দর লাগে
প্রতিবেশী ভাই আপনার মুর্শিদাবাদে একটু ঘুরতে চাই সময় দিতে পারবেন আমি বাংলাদেশ থেকে বলছি।চাইলে আপনি বাংলাদেশে আসতে পারেন
@@ZueelRanaঅবশ্যই পারবো কেনো পারবো না
ধন্যবাদ ❤
@ZueelRana আমার ও ইচ্ছে ঘুরতে যাওয়ার জন্য ❤
Kam kaj nai naki?? 😂
কারা কারা মুভির চেয়ে বাংলা নাটক বেশি পছন্দ করেন তাদের কে দেখতে চাই ❤️❤️❤️
Ami
Khub Posondo kori
বাংলা দেশের সিনেমা আমাদের ভারতের নকল বেশিভাগ ,অভিনয় যা করে ফালতু , তার যে নাটক 1000গুন ভালো , মন ভালো হয়ে যায়
❤️❤️
এক দাছের নাটক আর ভাল্লাগেনা ঘোরাফেরা একই কাহিনী
আমি শুধু অপুর্ব নাটক ছাড়া কারো কারো নাটক দেখিনা,
Same vai😊
অপূর্ব ফারিনের রোমান্টিক নাটক সব সময় সুন্দর হয় । এই নাটকটা দারুণ হয়েছে।
বাংলা নাটকের সেরা জুটি হলো অপূর্ব এবং তাসনিয়া ফারিণ ❤❤❤❤❤। এই জুটির আরও বেশি বেশি নাটক চাই!
অপূর্ব কে দেখলে মনটা ভরে যায়❤❤❤তাসনিয়া ফারিন কে আমার অনেক ভালো লাগে❤❤❤
মুভির চেয়েও আমাদের দেশের নাটক আমার অনেক প্রিয়।অসাধারণ নাটক,অসাধারণ ছিলো অপুর্ব ও তাসনিয়া ফারিন এর অভিনয়।
অপূর্ব ভাইয়াকে এরূপে কে কে দেখতে চান
উফ..! এত সুন্দর গল্প ,
সত্যি মন ছুঁয়ে গেলো।
ব্র্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম্ভব সুন্দর ছিল।
অনেকদিন পর প্রাণ জুড়ানো একটা নাটক উপভোগ করলাম..❤.!
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চমৎকার একটা নাটক দেখলাম 👍 অনেক ভালোলাগা জুটির দারুন সুন্দর অভিনয় 👌❤️❤️ খুব ভালো লাগলো ❤️
সত্যিই সুন্দর গল্প দুজনের অভিনয় অসাধারন কিন্ত অপূর্ব বেটার অভিনয়ের কোনও তুলনা হবে না অপূর্ব সত্যিই অপূর্ব ইউ আর দা বেস্ট আই লাভ ইউ বেটা আরও অনেক বড় হও এই আশীর্বাদ করি কলকাতা থেকে❤❤❤❤️
Sotti
সিলেটের সৌন্দর্য নাটক কে আরো সুন্দর করে দিয়েছে!❤️✨
এটা সিলেটের কোন জায়গায়
ভাই এই জায়গা টা সিলেট কোন জায়গা
Sreemangal(Rada-Nagar).... Novem resort
আজকালকার ছেলে পেলে প্রেমে ছ্যাকা খেয়ে খুবই বিষন্ন হয়ে পড়েছে। আমরা যুবসমাজ দেখতে চাই আপনাদের এই সমস্ত নাটক। জানিনা এরকম নাটক দেখে কোন ছেলে শান্তিতে থাকতে পারবে কিনা। কিন্তু এটুকু ভেবে খুশি হবে । অন্তত শান্তি টুকু তো পেলাম।😢😢
আমার বাংলাদেশের প্রতিটা নাটক খুব ভালো লাগে।
Specially অপূর্ব দা ।
আমি ভারতের শিলিগুড়ি থেকে।
অসম্ভব ভালো লাগলো! আশাকরি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ঝড় তুলবে অপূর্ব তাসনিয়া ফারিনের এই নাটক।
ছোটপর্দায় অপূর্ব এবং তাসনিয়া ফারিন কে জুটিতে খুব সুন্দর মানিয়েছে নাটকটা ও খুব সুন্দর ছিল
নাটকের শেষ প্রান্ত মর্মাহত ও শ্বাসরুদ্ধ ছিল 😢
❤️🩹সমস্যা যখন চারপাশ দিয়ে আসে😴
🧐তখন আল্লাহ চারা আর কাউকেই পাওয়া যায় না😗🎉
বাংলাদেশের রোমান্টিক হিরো অপূর্ব , বাংলাদেশের নাটক গুলো আমার খুব ভালো লাগে
হুম আমি ওমর আমিও আমার বাংলাদেশের নাটক গুলো অনেক ভালো লাগে.............বায়...()
Asadharan acting amar Vai Apurba r. May God bless you my Brother. 😭😭😭🙏🙏🙏🙏🙏
অপূর্বের অপেক্ষাই থাকা মানুষগুলো কুথায় ? 😊
কেন?
Kita opubo ki jilapine
শেষে মিল না থাকলেও এক অদ্ভুত তৃপ্তি দিয়ে যায় নাটকটি।
Love From Kolkata, INDIA ❤
কি বলবো ভাইরে ৫৯ মিনিট আমি কোথায় যেন হারিয়ে গেলাম,মন ছুঁয়ে গেছে নাটকটা অসাধারণ এমন নাটক আরও অনেকগুলো চাই।❤️😍🌹💖
ভাই এইটা ৫৯ মিনিট না, ৪৯ মিনিট 😊
Story, appeal, background music everything class. One of my best choice drama. Actin of apurba is beyond words. He is the master, king of romance and tragedy. What sublime touches of expression. Bangladesh should be proud to have such a genius. Tasnia starred very well but apurba fades others. From kolkata
Sotti osadharon ekti natok...
Ei rokom motivational natok gulo aj kalker generation er chele ,meyeder dakha khub proyojon...
Thanks for SR mojumder ....& apurba or tasnia both off u ...
Love u all
❤ আমি আমার খারাপ সময় গুলা বাংলা নাটক দেখে কাটাই❤
😢আমিও same
আমিও
আহ নাটকটা দেখে একদম মনটা ফ্রেশ হয়ে গেল সাথে অপূর্ব ফারিন কেমিস্ট্রি
এইটা মানতে হয় যে নাটকের কিং অপূর্ব
রোমান্টিক কিং অপূর্ব❤️
অসাধারণ একটি নাটক
ভালোবাসার মানুষের কাছে থেকে এমনি সুন্দর সুন্দর নাটক চাই আরো অনেক ❤❤
ধন্যবাদ আমাদের সিলেট কে এত সুন্দর করে তুলে ধরার জন্য ❤😊
Apurbo...The finest actor in Bangladeshi natok...again proved...Love from Agartala, India.
😢😢❤❤এতোটা কষ্ট পাবো বুঝতে পারিনি,,,কিনতু জিবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে এটাও চির সত্য কথা।
হুম
হুম
হুম
ঈশ্বর কোন পুরুষ কে কেন এতো সুন্দর করে তৈরী করেছেন!!!!!!! আমি অপূর্ব র অন্ধ ভক্ত। নাটক টা বডড ছোট হয়ে গেল-- চোখ, মন ঠিক ভরলো না।।।
th-cam.com/video/U91x63UTlTc/w-d-xo.htmlsi=zVZmimRa-JctbBMQ
আল্লাহর সৃষ্টির সব কিছুই সুন্দর।
আর আমার হলাম আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব।
এই ধরণের নাটক অপূর্ব আগেও করেছেন সাবিলার সঙ্গে, (জীবন দর্শনের) অভিনয় সাধারণ মানের ছিলো, অপূর্বর গলার আওয়াজ কে অকারণে অত চেপে রাখার দরকার ছিলো বলে আমার মনে হয় না, কারণ যে অপরকে বাঁচার মানে শেখাচ্ছেন, বাঁচবেন বলে শেষে চলেওযাচ্ছেন তার মধ্যে প্রাণবন্ত ভাবের অভাব ছিলো ভীষণ ভাবে, ফারিন ঠিক ঠাক যেমন প্রয়োজন ছিলো তেমন অভিনয় করেছেন। এই নাটকে সবথেকে ভালোলেগেছে স্পট, চোখ জোড়ানো সবুজ দেখেছি, মন আনন্দে ভরেগেছে। পরিচালক ও প্রযোজক কে ধন্যবাদ।
Natok ta deke onk vlo laglo nijer alaka ke onk dur teke deklam
Novem resort sreemangol , sylhet
এমন একটা নাটক খুঁজে ছিলাম। মনের অপূর্ন আক্ষেপ আকাঙ্খা সব কিছু ছিলো পরিপূর্ণ নাটক এ, আসলে নাটক গুলো মনের শান্তি দেয়। মনকে বিশালতা করে❤
😢ঐ নাটকের কিছু ডায়লগ মানুষকে নতুন করে অনুপ্রাণিত করবে নাটকটি আমার কাছে ভালো লাগছে ❤️❤️
এ ধরনের জায়গায় আরও অনেক বেশি নাটক দেখতে চাই কারন শহরে নাটকের চেয়ে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীমংগল মত জায়গায় নাটক মানেই অন্য কিছু উপহারে মতো
অনবদ্য অপূর্ব, অসাধারণ মিষ্টি, মন ভালো করে দেয়ে...... গল্প , অসাধারণ ফারিণ, অত্যান্ত প্রিয় জুটি অপূর্ব ফারিণ, গল্পের শুরু থেকেই মুগ্ধতা, শেষ টা মন খারাপের হলেও অপূর্ব কিছু......এটি সিনেমার মতোই দেখতে লাগলো।❤
এক কথায় নাটকটি অসাধারণ ছিল, তবে শেষ টা যদি সুন্দর হতো গল্প টা প্রান ফিরে পেতো, যাই হোক গল্প লেখক আমার থেকে অবশ্যই অনেক জ্ঞানী ,
অপূর্ব, যেমন তার নাম তেমন তার অভিনয়
ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য 🤍👌
বাংলাদেশের এইসব নাটকের প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করে ❤❤❤বাংলা নাটকের আসক্ত ❤❤❤
এমন নাটক শুধু অপুর্ব ভাই দ্বারা সম্ভব
না পাওয়ার মধ্যে এক ধরনের সুখ আছে ♥️
Where there is S. R. Majumdar and Apurba together our expectation goes to a higher level.
The story began with a simple plot but proceeded with an amazing flow that constantly aroused inquisition in viewer's thought.
Extraordinary script.... It sounded like a poetry revealing the philosophy that deals with the reality.
Farin is good enough at her points..... It is Apurba who again proved his excellence being the main sailor of the vessel. His presence, his expressions and all the gestures delivered is incomparable.
Thanks to the entire team.
ভীষণ সুন্দর হৃদয়কে স্পর্শ করে গেল 🥰
সেই ঈদের দিন থেকে অপেক্ষা করে আছি শুধু অপূর্বর নাটক দেখার জন্য
অনেক অপেক্ষার পর অপূর্ব ভাই এবং তাসনিয়া ফারিন আপুর নতুন একটা নাটকটা পেলাম ❤ আমার দেখা সেরা একটা জুটি ❤ এই জুটির কাজ দেখার জন্য কারা কারা অপেক্ষায় থাকেন ❤ আমার মতন কারা কারা এই জুটি কে ভালোবাসেন ❤️ তাদেরকে দেখতে চাই ❤
Apurba Bangladesh best Actor Dream ❤❤❤.