ঐতিহাসিক ডিবেট অবশেষে হার মানলেন সজল রোশন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক Abdullah bin abdur razzak
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #অবশেষহার #মারলেনসজলরোশন
#SohiAqeedamedia
গত ৮ মে ২০২১ অনুষ্ঠিত হয়,
মহা ডিবেট" আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক vs সজল রোশান !
প্রতিপাদ্য বিষয় : কোরআনের সরল পথ ও হাদিস মানার বাধ্যবাধকতা !
ফুল আলোচনা ৩ ঘন্টা ১৬ মিনিট
অনেকের কাছে এত টাইম হয়না। তাই আপনাদের সুবিধার্থে ধারাবাহিক পর্ব হিসেবে ভিডিওটা প্রচার করবো, আপনাদের সহযোগীতা একান্ত কামনা। পর্ব ১
• মহা ডিবেট" শায়খ আব্দু...
পর্ব ২
• শায়খ আব্দুল্লাহ বিন আ...
পর্ব ৩
• এগুলি কি বলে শায়খ আব্...
সজলের হারা দেখতে আসলাম।কিন্তু মনে হচ্ছে উনি ই সঠিক।
পুরা বুঝতে হলে ফুল ডিবেট দেখতে হবে যা ৪ পর্ব ধারাবাহিক দেওয়া আছে।
সজলভাইয়ের খোলা মনের উদ্দেশ্য এবং বক্তব্যই আমরা সমর্থন করছি! যুক্তিসঙ্গত এবং সমর্থন ও গ্রহণযোগ্য বাড়তি বক্তব্য কোনো ব্যক্তি দিতে পারলে সজলভাই তাঁর বইতে সংযোজন করবেন, বলেছেন! তাতে বইটি সম্পূর্ণতা পাবে, তার মান বাড়বে এবং বই সম্পর্কে বিতর্কও কমবে! এটাই তো আমাদের সকলের কাম্য! সজলভাই একাধারে কোরআনপন্থী এবং হাদীসপন্থী ( অবশ্যই কোরআনসমর্থিত সহি হাদীস )!
অন্যায়ভাবে ওঁর সম্পর্কে কেউ মিথ্যা রটাবেন না! আমাদের মাথার ওপরে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ আছেন! তাঁর সূক্ষ্ম বিচারে কেউ ছাড় পাবে না!
আমি সজল রোশন ভাইয়ের, এবং আব্দুল্লাহ ভাই, দুজনে ডিবেড সবগুলো শুনেছি, সর্বশেষ আমি যা বুঝেছি, সজল রোশন ভাই, সৎকর্মশীল ও ধৈর্যশীল, যে কোন লোক, নিরপেক্ষভাবে শুনলে সজল রোশন ভাই ১০০% সত্য।
সজল রোশন কে প্রতারক না বলা উচিত তিনি সাধারন মানুষকে বুঝিয়ে বলেছেন
ধন্যাবাদ
সজল রোশনকে ছাই দিয়ে ধরছে আবদুল্লাহ ভাই....আল্লাহ আবদুল্লাহ ভাইয়ের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন.....আমিন❤️❤️❤️❤️
সজল ভাইয়ের কথা যথেষ্ট যুক্তি যুক্তি।
এখানে সজল ভাইয়ের ব্যাবহার ও নর্মতা খুবই সুন্দর
খুব বেশি আবেগ প্রবন না হয়ে আমাদের উচিত কোরআন এবং সহি হাদিস দুটো ই অনুসরণ করা ।।।
ভাই, সহি হাদীসের সহি সার্টিফিকেট কে দিছে? হাদীস ঐটাই সহি যা ফুরকান ( সত্য মিথ্যার পার্থক্য কারী) এর সাথে মিলে।
সজল রশান! তার গোপন উদ্দেশ্য কি? সে কোন মাদ্রাসা থেকে মৌলবী, মওলানা আর মুফতি ডিগ্রী অর্জন করেছে ? সে নিসন্দে বিশ্বের একজন শ্রেষ্ট clever নাস্তিক, নাস্তিকের এজেন্ড।পবিত্র কোরানে উল্লেখ আছে আল্লাহরে নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কিন্তু সে বলে কেবল কোরানকেই মানলে যথেষ্ট হবে। সে জয়ীফ হাদীসের অজুহাতে নবীর সহি হাদীসকে অস্বীকার করার জন্য সবাই কে পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। সেজন্য সে মুনাফিক, বেঈমান এবং কাফির। সে মানুষকে নাস্তিক বানানের র জন্য খাটি মুসলিমের ছদ্মবেশ ধারণ করেছেন। ১০/ ২০ বছর পর হাজার হাজার মানুষ কে সঙ্গে নিয়ে একসাথে সে নাস্তিক হয়ে যাবে, এটাই তার গোপন উদ্দেশ্য। অবশেষে সে কোরানের আয়াতকেউ অস্বিকার করেছে।
Right 👍👍
@@TanvirAhmed-uc6be
আপনি সঠিক বলেছেন।
তিরমিজি শরীফের হাদীসে শিরক বিদ্যমান।
হাজরে আসওয়াদ বনী আদমের পাপ টেনে নেওয়ার কারণে কালো হয়েছে এই বিশ্বাস কেউ পোষণ করলে শির্ক হবে।
তোমাদের জন্যে একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমুহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না।
এই আয়াতের কি ব্যাখ্যা দিবেন আহলে আহাম্মকগন!!? সহি হাদিস না হলে নবী করিম সাঃ এর তত্বজ্ঞান আমরা কিভাবে পেতাম।
100, শতাংশ বাঙালি মুসলিমই জীবনে কখনো পুরো কুরআন বাংলায় পড়েনি৷ তারা জানেই না যে কুরআনে সম্পূর্ন দোয়ার প্যাকেজ আছে। এমন কোন দোয়া নেই, যা কুরআনে নেই।
100% porla problem acha?
আমি কি বাঙালীর মধ্যে পড়ি না??!!
ভাই ঠিক আছে
Rights
পড়ার জন্য কেউতো নিষেধ করেনি কিন্তুু কেউ যদি না পড়ে তাতে আল্লাহর কি আসে যায়। ।
সজল ভাই ইসলামের সঠিক সত্যের
উপস্থাপন করেছেন তার জন্য অনেক
ধন্যবাদ।
সজল রশান! তার গোপন উদ্দেশ্য কি? সে কোন মাদ্রাসা থেকে মৌলবী, মওলানা আর মুফতি ডিগ্রী অর্জন করেছে ? সে নিসন্দে বিশ্বের একজন শ্রেষ্ট clever নাস্তিক, নাস্তিকের এজেন্ড।পবিত্র কোরানে উল্লেখ আছে আল্লাহরে নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কিন্তু সে বলে কেবল কোরানকেই মানলে যথেষ্ট হবে। সে জয়ীফ হাদীসের অজুহাতে নবীর সহি হাদীসকে অস্বীকার করার জন্য সবাই কে পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। সেজন্য সে মুনাফিক, বেঈমান এবং কাফির। সে মানুষকে নাস্তিক বানানের র জন্য খাটি মুসলিমের ছদ্মবেশ ধারণ করেছেন। ১০/ ২০ বছর পর হাজার হাজার মানুষ কে সঙ্গে নিয়ে একসাথে সে নাস্তিক হয়ে যাবে, এটাই তার গোপন উদ্দেশ্য। অবশেষে সে কোরানের আয়াতকেউ অস্বিকার করেছে।
@আঃ কুদ্দুস (সালাফি) দূর হ মগা
কোরআন প্রত্যেকের জন্য, প্রত্যেকেরই নিয়মিত পাঠ করা উচিত। ( অর্থ সহ অবশ্যই )
আর যারা নিজের নাম টাও লিখতে পারে না তারা কেমনে কোরআন অর্থ করে পড়বে।
@@ronysheikh9941 যারা পারে তাদের থেকে শুনবে। বানোয়াট মিথ্যা হাদিস ও কাহিনি কেন শুনবে।
নামাজ পড়া এক ধরনের ছাগলামি।কারন এরা কুরআনের আয়াত না বুঝেই নামাজ পড়ে।কুরআনের একটা আয়াতের অর্থ হলো জান্নাতের হুরিদের স্তন উঁচু উঁচু। এইসব যখন নামাজে বলে তখন সেটা নামাজ হয় কি করে??
@@ronysheikh9941তারা হাদিস কিভাবে জানে?
নিজে পরে না অন্যের থেকে শুনে,
নিজের সেন্সটাকে ভালো করে কাজে লাগান
খুবই ভালোলাগলো, সজল রওশান খুবই সংযত ভাষায় কথা বলেন, ভীষণ ভালো। কিন্তু হুজুর মশাই ভাষা সংযত করলেন না, খুবই দুঃখজনক।
বাদ বাকী আলোচনা অনেক সমৃদ্ধ আলোচনা। ভাষার ব্যবহার প্রমান করে কার জ্ঞান কতটুকু।
সজল রশান! তার গোপন উদ্দেশ্য কি? সে কোন মাদ্রাসা থেকে মৌলবী, মওলানা আর মুফতি ডিগ্রী অর্জন করেছে ? সে নিসন্দে বিশ্বের একজন শ্রেষ্ট clever নাস্তিক, নাস্তিকের এজেন্ড।পবিত্র কোরানে উল্লেখ আছে আল্লাহরে নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কিন্তু সে বলে কেবল কোরানকেই মানলে যথেষ্ট হবে। সে জয়ীফ হাদীসের অজুহাতে নবীর সহি হাদীসকে অস্বীকার করার জন্য সবাই কে পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। সেজন্য সে মুনাফিক, বেঈমান এবং কাফির। সে মানুষকে নাস্তিক বানানের র জন্য খাটি মুসলিমের ছদ্মবেশ ধারণ করেছেন। ১০/ ২০ বছর পর হাজার হাজার মানুষ কে সঙ্গে নিয়ে একসাথে সে নাস্তিক হয়ে যাবে, এটাই তার গোপন উদ্দেশ্য। অবশেষে সে কোরানের আয়াতকেউ অস্বিকার করেছে।
@user-oo2qw7jr1k ঠিক, ।
@আঃ কুদ্দুস (সালাফি) তুমি জাহেল
হুজুর মশাই ! কি সুন্দর ভাষা। ভাইজান উনারা দুইজন আলোচনা করছেন আর আমরা কিছু শিখছি । কটাক্ষ করার কিছু নাই।
সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কোরআনের সঠিক তথ্য গুলো তুলে ধরার জন্য। আবদুল্লাহ সাহেব চাপা মারছেন তার হাদীস কে গুরুত্ব দেয়ার জন্য।
সজল রশান! তার গোপন উদ্দেশ্য কি? সে কোন মাদ্রাসা থেকে মৌলবী, মওলানা আর মুফতি ডিগ্রী অর্জন করেছে ? সে নিসন্দে বিশ্বের একজন শ্রেষ্ট clever নাস্তিক, নাস্তিকের এজেন্ড।পবিত্র কোরানে উল্লেখ আছে আল্লাহরে নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কিন্তু সে বলে কেবল কোরানকেই মানলে যথেষ্ট হবে। সে জয়ীফ হাদীসের অজুহাতে নবীর সহি হাদীসকে অস্বীকার করার জন্য সবাই কে পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। সেজন্য সে মুনাফিক, বেঈমান এবং কাফির। সে মানুষকে নাস্তিক বানানের র জন্য খাটি মুসলিমের ছদ্মবেশ ধারণ করেছেন। ১০/ ২০ বছর পর হাজার হাজার মানুষ কে সঙ্গে নিয়ে একসাথে সে নাস্তিক হয়ে যাবে, এটাই তার গোপন উদ্দেশ্য। অবশেষে সে কোরানের আয়াতকেউ অস্বিকার করেছে।
ভাই চাপা না সঠিকটা বলছে।
হাদিস পালন কারিরা চাপাবাজি করে
হাদিস পালন কারিরা চাপাবাজি করে
Apni ki murkho?
Nastik k bolcen thanks..
Sojol to batper vul borno na kore
আব্দুল্লাহ ভাইকে আল্লাহ জন্য ভালবাসি।আর সজল ভাইকে বলি, মানুষের কাছে কোরআন এর তাফসির বা ব্যাখা শুনে বই লিখলে বা কথা বলতে গেলে ভুল হওয়া টাই স্বাভাবিক। ভালো অংকের মাষ্টার এর কাছে, যেমন অংক শেখা যায়, তেমন ভালো আলেমের কাছে হাদিস জানা যায়। সঠিক বা ভালো আলেম বাছাই করাটাও বুদ্ধিমানের কাজ। তাই আমল করুন সহি হাদিস এর উপর, জাল হাদিস এর উপর নয়।শুধু কোরআন মানতে বলেছেন, তাহলে আল্লাহ যে নিজে বলেছেন-রাসূলের আনুগত্য করলো,সে যেন আল্লাহ আনুগত্য করলো। তাহলে আমাদের নবী,জীবন ধসায় কিভাবে পরিচালনা করেছেন এবং আল্লাহ প্রতি আমল করেছেন কই পাবো, যদি হাদিস না মানি।মোট কথা যার মাধ্যমে আমরা পবিএ কোরআন পেয়েছি, তার জীবন যাপন সম্নধে জানবো না সে কি হয়।তাই আমরা হাদিস মানতে বাধ্য।
Bukhari has collected many false hadises. For this first we need to know the translation of the holly QURAN. Then only we can understand which hadis does not follow the verses or Ayats of our "QURAN "
এরে পাগলা,তুই আব্দুল্লাহ ভাই থেকে শুনে শুনে কোরআনের তাফসির লেখতো দেখি।
আসসালামু আলাইকুম ভাই।
দয়া করে কোরানটা একটু ভালোভাবে পড়বেন।
তাহলে আপনি দেখতে পারবেন। নবী নিজেই কুরআন ফলো করছে।
তাহলে আমরা কি করব?
@@abujaforabujafor2159 আচ্ছা ভাই আপনার মৃত্যুর পর আপনাকে উলঙ্গ অবস্থায় মাটি চাপা দেওয়া হবে। কারন কোরআনে কাপড়ের কথা নেই।
অবশ্যই কোরআন জ্ঞানী মানুষ দের জন্য শুভকামনা রইল আপনার জন্য
কথাটা ভাল বুঝি নাই ।
সজল ভাই আমার এক টি প্রিয় মানুষ
সুন্দর করে কথা বলেন যুক্তিদিয়ে
আল্লাহ্ যেন সজল ভাই কে নেক হায়াত
দান করেন।
সজর মুশরিক
সজল ভাই খুবই যৌক্তিক কথা বলেছেন
সজলের ঈমান নেই সে একজন মুশরিক
@@rmrakibhossain4914 via,ektu bujhiye bolle ektu valo hoto.
আল্লাহ্ সুবহানাহ ওয়াতাআ'লা আপনাকে যেন হেদায়েত দান করেন
আমিন ছুম্মা আমিন
আল্লাহ্ আব্দুল্লাহ কে হেদায়েত করুন। সঠিক জ্ঞান দান করুন।
Thik bolechen
মাদ্রাসাগুলো চলেই ওহাবিদের টাকায়
আল্লাহ আপনাকেও হেদায়েত দান করুন
Apni khub Beshi bujesen.Abdullake hedayet korar Kotha bolesen.Ami doa Kori Allah jeno apnake abong sojolke hedayet Koren.hadis sikar na korle se Mohammad s er ummat hote parena.
@@AbdusSalam-bj4pu হাদীস স্বীকার না করলে সে মোহাম্মদ সাঃ এর উম্মত না এটা কি রসুলুল্লাহ সাঃ বলেছেন নাকি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন?
আল্লাহর কিতাব যার হৃদয়ে সে কখনো হারে না।
এখানে হার জিতের কোন ঘটনা ঘটেনি। আপনাদের এই ক্যাপশন প্রমান করে আপনারা উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই এই পোস্ট দিচ্ছেন।
আপনি ঠিক বলছেন ভাই
th-cam.com/video/X8HXCZqxpYg/w-d-xo.html
তবে আবদুল্লাহের কথা বিশ্বাস করলে মানলে সে অবশ্যই মুশরিক/ হিন্দু/ বৌদ্ধ হয়ে যাবে
0pppppppppp pp
এরাও ইউটিউববার দের মতই কেপসন এক আর ভিতরে আরেক।।
সবই সার্থের ধান্দা
জিও সজল ভাই জিও আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারছি যাই হুজুররা লুকিয়ে রেখেছিল,,, কোন হাদিস কোরআন কে যদি অসম্মান না করে সেই হাদিস মানা যাবে কোরআন, কোন হাদিস কোরআন কি অসম্মান করলে বাদ দিতে হবে,,,, এই বিষয়ে সজল ভাই খুব ভাল কথা বলেছেন,, হুজুর আরো ফিতনা ছড়াচ্ছে
হাদিস না মানার অর্থ নবীকে অস্বীকার করা।
সজলের তো ঈমানই নাই। তার উদ্দেশ্য খুবই খারাপ। কুরআনের মুখোশ পরে মানুষকে অমুসলিম বানানোই তার উদ্দেশ্য।
সজল একজন মুশরিক তার ঈমান নেই
তুইও মুশরিক
সজল ভাই বলেছেন, কোরআনে অবিশ্বাস্য কথা এসেছে । সজলের কথা ভাল?
Sajal Roshun hocche dhokabaj jara Sajal er dhokay jara bissas korche tara fitnahr moddhe.
অত্যন্ত চমৎকার আলোচনা করলেন সজল ভাই এবং আব্দুল্লাহ ভাই
এই অনুষ্ঠানটি আমিও শুনে বুঝতে পারলাম যে কোরআনকে কুরআনের ধারাই অনুবাদ করতে হবে
সজল রশান! তার গোপন উদ্দেশ্য কি? সে কোন মাদ্রাসা থেকে মৌলবী, মওলানা আর মুফতি ডিগ্রী অর্জন করেছে ? সে নিসন্দে বিশ্বের একজন শ্রেষ্ট clever নাস্তিক, নাস্তিকের এজেন্ড।পবিত্র কোরানে উল্লেখ আছে আল্লাহরে নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কিন্তু সে বলে কেবল কোরানকেই মানলে যথেষ্ট হবে। সে জয়ীফ হাদীসের অজুহাতে নবীর সহি হাদীসকে অস্বীকার করার জন্য সবাই কে পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। সেজন্য সে মুনাফিক, বেঈমান এবং কাফির। সে মানুষকে নাস্তিক বানানের র জন্য খাটি মুসলিমের ছদ্মবেশ ধারণ করেছেন। ১০/ ২০ বছর পর হাজার হাজার মানুষ কে সঙ্গে নিয়ে একসাথে সে নাস্তিক হয়ে যাবে, এটাই তার গোপন উদ্দেশ্য। অবশেষে সে কোরানের আয়াতকেউ অস্বিকার করেছে।
এই প্রোগ্রামটি দেখার পর কোরআনের প্রতি আসক্তি আরো বেড়ে গেল। ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ সজল ভাই ধন্যবাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
আপনি শজলকে কিভাবে সমর্থন করলেন বলেন ??? শজল কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং হাদীস অস্বীকার করতেছে যা হুজুর যুক্তি দিয়ে শজলের ভুল গুলো ধরিয়ে দিচ্ছেন তা কি আপনার চোখে পড়েনা ??? শয়তানি আর কত করবেন ??
সাবাস সজল রোশান খাঁটি মুসলমান Bravo! Shojol Sajal Roshan Pure Musolman.
সজল রোশান,
ইসলাম ধর্মের উপর সুগভীর পান্ডিত্যের জন্য সাধুবাদ জানাই।
Sajal Roshan
Kudos to you for your profound scholarship on Islam.
সাগর ভাইয়ের প্রতি অনুরোধ আপনি সজল ভাইয়ের সাথে জাকির নায়েক সাহেবের একটা অনুষ্ঠানের ব্যবস্হা করেন প্লিজ। আশা করবো দুই আধুনিক গবেষকের সমন্বয়ে কুরআনের একটি চমৎকার বৈঞ্জানিক ব্যাখ্যা বেড়িয়ে আসবে। প্লিজ।
Jakir nayek is the best....
Shojol Bhai kee Raji hoben ?
@@NurulAmin-gm8qi Jakir nayek er status eto tao kom hoye jai ni chagol er sathe bitorko korben diye nijer time nosto korben
শজল তো হাদিস ই মানে না
ড. নায়েকের সাথে কিভাবে বসবে।
এই Stupid সজল রসুন , একজন বাটপার । কোরানে নামায ও নবী মুহাম্মদের কথা সুস্পষ্ট বর্ণনা আছে । এই রসুন ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল ব্যাখ্যা করে । এর থেকে যুব সমাজ দূরে থাকবেন
সজল ভাইয়ের যুক্তি অনেক শক্তিশালী, আর উনি রেফারেন্স ছাড়া কথা বলতেছেন না।
সজল মিয়ার যুক্তিতে ইসলাম চলে না। ইবলিস শয়তানও শক্তিশালি যুক্তি পেশ করেছিল আল্লাহ কাছে।
@@mdselimhossain9737 ইসলাম যুক্তি ও জ্ঞানীদের জন্য।
@@megnanody2307 তাহলে আমরা যারা কম জ্ঞানী তারাকি ইসলাম ধর্ম পালন করবে না। কম জ্ঞানীদের জন্য কি অন্য ধর্ম পালন করতে হবে।
@@mdselimhossain9737 সজল সাহেবের আহবান হচ্ছে কুরআনকে আক্রে ধরার জন্য এবং ঐ সকল হাদিস যেগুলোর কুরআনের সাথে সম্পর্কিত। এ বেপারে কারো মতো ভেদ থাকার কথা নয়, আপনি কেনো মতের বিপক্ষে যাচ্ছেন?
শয়তানের যুকতি শক্তি শালী হয়না
তার মানে হাদিসের কাছে কোরআনের পরাজয় হলো। কেয়ামতের আলামত শুরু হয়েছে এটাই তার প্রমান।
বিষয় টা এমন নয়,
এসব ভুল মন্তব্য থেকে দূরে থাকুন ।
@@md.nazrulislam5662 যাকাত ফেতরা ভিখারি, ধর্ম ব্যাবসায়ী দের কাছে প্রশ্ন? এই পর্যন্ত কোরআনের পক্ষে এত সুন্দর যুক্তি তো কোনো হুজুর নামের খাজুরেরা দিতে পারেনি। কোরআনের যে এত শক্তি আছে তারা কেনো বলতে পারেনি? পেশা ভিত্তিক ইসলাম আর আমলে ইসলাম ফুটোই ভিন্ন শব্দ। কারা ইসলাম বেচে খায় তাদের আমরা চিনি। দুখ্য একটাই, এদেশে এমন কিছু ধর্মান্ধ আছেন, যারা হুজুরে জান্নাত দিয়ে দিবে মনে করে, বউ দিয়ে হুজুর কে হোটেলে পাঠিয়ে দেন।মহান আল্লাহ সবাইকে শহি জ্ঞান দান করুন। আমিন।
সজল সাহেব এর বক্তব্য দেখে অনেক মুগ্ধ হলাম❤️❤️❤️❤️
সে ঈসায়ী মুসলিম মানে খ্রিস্টান। যে মুসলিমের বাচ্ছারা তার কথা শুনে আবেগে তারে হিরো বানিয়ে দিতেছো তারা নিজের অজান্তেই খ্রিস্টান হয়ে যাচ্ছে
th-cam.com/video/rjRRjppygSc/w-d-xo.html
সজল রোশন একজন জাহিল
সজল শয়তানের দলভুক্ত ।
আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আপনাকে হেদায়েত দান করেন
আমিন ছুম্মা আমিন
আব্দুল্লাহ ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন উনার এলেমের যোগ্যতা এত ভালো আমি জানতাম না, আর যারা রোশন ভাইয়ের প্রশংসা করছেন তাদেরকে বলব আপনারা কোরআন হাদিস স্টাডি করুন তাহলে বুঝতে পারবেন কারটা সঠিক এবং কে সঠিক পথে আছে
কে কি হাসিল করলো সেটা মুখ্য বিষয় নয়। আপনি আমি কোর'আন এর সহজ অনুবাদ বুঝেছি কিনা এবং তার সাথে কোন কোন হাদিস সামঞ্জস্যপূর্ণ সেটা বোঝা এবং সেভাবে চলাটাই আমাদের নিজ নিজ দায়িত্ব।
যুক্তিতে সজলের ধারেকাছেও আবদুল্লাহ যেতে পারেনি। ফালতু ইনট্রো সরান। হুজুর হুজুরই থাকে।
আল্লাহ তায়ালা তোদের গোমরাহি থেকে হেফাজত করুন। সজল রশৌন বাকপটু বটে কিন্তু কোরানিক ধারণা সীমিত। আল্লাহর দোহাই মানুষকে বিভ্রান্ত করবেননা।
হার জিতের কিছু না,আমরা আল্লাহর সরল সঠিক পথে চলতে চাই।
আসসালামু আলাইকুম, পৃথিবীতে হারজিত বলতে কিছুই নেই। পরকালের জিত যা জয় যাকে কুরআনের ভাষায় বলা হয়েছে সফলতা সেটাই আমাদের কাম্য।
আছে
সজল ভাইয়ের জানার ও বুঝার কাছাকাছি যেতে শায়খ আবদুল্লাহ কে আরো অনেক অধ্যাবসায় ও পড়াশোনা করতে হবে।
100% ঠিক
কোরআনকে অবশেষে যারা হার মানাতে চায় তারা কারা বুঝতে পারছেন?
কিছু মানুষ আছে যারা নিজের মতো করে ইসলাম বুঝতে চায়, কোরআন হাদিস ছাড়া ইসলাম চলে না।
@@SohiAqeedaMedia সবাই যার যার মত বুঝতে চায়, সে জন্যই এত মত, এত পথ সৃষ্টি হয়েছে। বেশী বুঝতে চাওয়া আলেমরাই সমস্যার মুলে।
@@SohiAqeedaMedia কোন উজবুক বলেছে- কোরান, হাদীস ছাড়া ইসলাম চলে? কেউ বলেনি, এটা আপনারা জোর করে কিছু মানুষের ওপর চাপিয়ে দেন। সজল সাহেব কি একবারও বলেছেন তিনি হাদীস মানেন না? তিনি পরিষ্কার করে বললেন যেসব হাদীস কোরানের সাথে সাংঘর্ষিক সেগুলো তিনি বাদ দেবেন। একজন মুসলমানের তো সেটাই করা উচিত। আমরা সত্যিটা জানতে চেয়েছি। দুইজনকেই আমরা শ্রদ্ধার সঙ্গে শুনেছি। আর আপনারা এখানে হার/জিত নিয়ে এসেছেন!
Nobody is trying to downgrade, demote, relegate the Quran.
The Quran is the only scripture, unaltered book of revelation, original words of Allah. According to the Quran, we Muslims must believe in Saheeh Hadiths and that's Quran's unequivocal, unambiguous declaration.
Recently there is a vogue , fad in the West where some people are claiming to be "" AHLE QURAN "". They believe in ONLY QURAN AND REFUSE, DENY, INVALIDATE, DISMISS ANY HADITHS contrary to the teaching of the Quran.
Denying Saheeh Hadiths (not weak, JAIF, false, fabricated Hadiths) means denying the Quran and that put one out of the fold of Islam.
So, we as Muslims must be vigilant, alert, circumspect about this new phenomenon (Ahle Quran) and vehemently, fiercely , vigorously defend our IMAN, FAITH as Mumeen
Muslims and fervently reject, cast off, shun this obnoxious, Iman-destroying "Ahle Quran" ".
May Allah bless us and help us to defend our Iman.
সজল ভাই ঠিক বলেছেন
সজল ভাই সঠিক কথা বলেছেন
সজল ভাইয়ের জন্য শুভকামনা, সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছেন।
যে বেক্তি রাসুলুল্লাহ সাঃ কে কৌসলে অসিকার করছেন তার মুখে কুরআন,,,,
⚠ সাবধান মানুষ ⚠
সজলের এসব বুঝ আপাতদৃষ্টিতে খুব সরল মনে হলেও এগুলা সবই হচ্ছে মনগড়া বুঝ।
আল্লাহ কুরআন বুঝার জন্য নবী এবং সাহাবী রেখেছেন। কুরআন নিজের মন মত বুঝলে হবেনা। নামাজ নিজের মন মত পড়লে হবেনা। নবীর তরীকা অনুযায়ী পড়তে হবে।
জনাব সহজ রোশান,আপনি আমরণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জনে নিজেকে সোপর্দ করুন, দয়াময় আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার উপর রহম করুন
যে বেক্তি রাসুলুল্লাহ সাঃ কে কৌসলে অসিকার করছেন তার মুখে কুরআন,,,,
⚠ সাবধান মানুষ ⚠
অসম্ভব কোন মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে তাহলে সে কাফের সে মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে যারা বলে শুরু কোরআন মানবো হাদীস মানবো না তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে
সজল রওশন সাব শতভাগ সত্য বলছেন
th-cam.com/video/rjRRjppygSc/w-d-xo.html
R8
সজল ভাইয়ের কথাগুলো খুব সুন্দর ও যুক্তিযুক্ত। আল্লাহ পাক তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন।আমিন।
R8
@user-oo2qw7jr1kআপনি যে একজনকে কাফের বলেছেন, আল্লাহর কাছে সে যদি কাফের না হয় তবে তা আপনার দিকেই ফিরে আসবে, আপনি কাফের হয়ে যাবেন।
@@HelalUddin-gf6bk
আপনি যে ফতোয়াটা দিলেন যে কাউকে কাফের বললে সে কাফের না হলে যে কাফের বলেছে সে নিজেই কাফের হয়ে যাবে। এই ফতোয়া আপনি কোথায় পেলেন? এই ফতোয়া আছে হাদিসের ভিতরে। সজল রোশন তো হাদিসই স্বীকার করে না। তাহলে এবার কি হবে ফতোয়া কি টিকলো আপনার?
শয়তানি আর কত করবেন ভাই ? ওনার যে ভুল গুলো ধরে দিচ্ছে এগুলো আপনার বিবেকে চিন্তা করে না ???
@@HelalUddin-gf6bk ধরেন আপনি বাংলা ব্যাকরণে পড়েছেন যে , বাক্য কাকে বলে ? এই বাক্য কাকে বলে তা ব্যাকরণে দেয়া আছে আর এই সংগাটি সবাই মানে ও বুঝে। কিন্তু কেউ যদি ব্যাকরণে দেয়া বাক্য কাকে বলে তার যে সংগা দেয়া আছে এর উল্টা যদি কেউ বলে তাহলে তাকে বিশ্ব পাগল ছাড়া আর কি বলা যাবে বলেন ??? একে পাগলই বলতে হবে। অনুরুপ আল্লাহ এর দেয়া কুরআন ও আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী (সাঃ) এর দেয়া বাণীকে অস্বীকার করবে বা মানবে না তো তাকে নাস্তিক বা কাফের বা অন্য কিছু বললে দোষ কি বলেন ?? শয়তানি আর কত করবেন....
কোরআনমজিদ ও সহীহ হাদীস অবশ্যই মানতে হবে, এতেই বিভ্রান্তী থেকে বাচা যাবে। আবদুল্লা ভাইয়ের বক্তৃতা আমার কাছে ভালো মনে হয়েছে।
Tomer kache vlo mone hobei goru
হাদিসকে আমরা অস্বীকার করি না, তবে হাদিসকে মানবো কোরআনের আলোকে ।
এখন জানাযা এর কথা বলা আছে এখন এই টা তো কোরআন এ বলে নাই তাহলে আপনি কী মারা গেল আপনার জানাযা পরব না কী বলেন ভাই আপনাকে ডাইরেক্ট পুতে রাখি
আপনি মারা গেলে কি করবে মানুষজন?? কুকুরের মতো পুতবে না আগুনে পুড়িয়ে দিবে না জংগলে ফেলে দিবে???
কারন কুরআনে তো এ ব্যাপারে কিছু বলা নাই
বুঝে কথা বলিও ভাই
@@sajjatarif124 very good
জানাজার কথা কোরআনে আছে
যাহক দেরিতে হলেও শজল সাব শিকার করেছেন যে আব্দুল্লাহ সাব অনেক গ্যানি, ধন্যবাদ শজল সাব
জনাব সজল রোশন সাহেব সত্যিই জ্ঞানী, তাই আব্দুল্লাহ সাহেবও জ্ঞানী বুঝতে পেরেছেন। অনেক সময় হেরে গিয়েও জিতা যায়! বিতর্কের আগেই আপনি যদি একজনকে সাপোর্ট করে বসেন, তাহলে উভয়ের বক্তব্য সঠিক মূল্যায়ন ক্ষমতা লোপ পেয়ে যাবে। তাই নিরপেক্ষ থেকে বুজবার চেষ্টা করেন!!!
আপনি ভুল বলছেন।সজল ভায়ের জ্ঞানের ধারে কাছেও নেই আবদুল্লাহ ভাই।
ডিবেট সম্পর্কে সজল ভাইয়ের ৮পর্বের বক্তব্য আছে। এগুলো একটু দেখে তারপর মন্তব্য করুনা
❤ঠিক বলেছেন@@mdanwar8660
সজল ভাই ঠিক বলছন ধন্যবাদ ☝☝☝❤❤
গোবর রয়েছে তোমাদের মাথায়,যার কারনে সজল রোশনের ভক্ত হয়েছেন।
@@MehediHasan-oq4fk তুই গাধা
সজল রোশন ধর্ম ব্যাবসায়ী না, তিনি শিক্ষিত মানুষ, তিনি টাকা নিয়ে মেহফিলে ওয়াজ করার হুজুর নয়, তাই তার ধর্ম সম্পর্কে মিথ্যা কথা বলার কোন দরকার হয় না।
হাদিস না মানার অর্থ নবীকে অস্বীকার করা।
সজলের তো ঈমানই নাই। তার উদ্দেশ্য খুবই খারাপ। কুরআনের মুখোশ পরে মানুষকে অমুসলিম বানানোই তার উদ্দেশ্য।
@@tapanbikashsaha4254 রাম ছাগল 🐐🐐
সজল রোশনের বক্তব্য সঠিক
সজল ভাইয়ের বক্তব্য অধিকতর যুক্তি সংগত।
সজলের এসব বুঝ আপাতদৃষ্টিতে খুব সরল মনে হলেও এগুলা সবই হচ্ছে মনগড়া বুঝ।
আল্লাহ কুরআন বুঝার জন্য নবী এবং সাহাবী রেখেছেন। কুরআন নিজের মন মত বুঝলে হবেনা। নামাজ নিজের মন মত পড়লে হবেনা। নবীর তরীকা অনুযায়ী পড়তে হবে।
মহান আল্লাহতায়ালা সজল রৌশন দের হেদায়েত দান করুন। আমিন।
Goru
আবদুল্লাহ সাহেব কোরানকে প্রশ্নবৃদ্ধ করেছেন!!!
th-cam.com/video/X8HXCZqxpYg/w-d-xo.html
আব্দুল্লাহ কি বলছেন এগুলো?
আর ২০০ থেকে ৩০০ বছর পরে সাহাবী বা তাবেইন কই পেলেন?
@@md.yasirkamal3548 অধিকাংশই আল্লাহতে বিশ্বাস করে এবং সে সাথে শিরক ও করে( আল কুরআন)
অর্থাৎ সে অর্থে একজন মুশরিক ও মনে করে সে পাক্কা ইমানদার-
তবে সমস্যা হলো অন্য যায়গায়-
সূরা সফে বলা হচ্ছে+
অধিকাংশই কুরআনের আয়াতের কথায় বিশ্বাস করেনা( কুরআন)
এর অর্থ ইমান আল্লাহের প্রতি রাসূলের প্রতি বিচার দিবসের প্রতি থাকলেও এরা প্রকৃত মুসলিম নয়- কারন এরা কুরআমের কথায় বিশ্বাসি নয়-
আরেকটি আয়াত আছে- খুব ইন্টারেসটিং -
না তারা মুসলিম,না ইহুদি না খৃষ্টান না মুশরিক বরং ভিন্ন কিছু-( এই আয়াতটি ভবিষ্যৎ বাণী অর্থে)
- এর কারন হলো- বর্তমানের আলেম গন- ইহুদিদের মতো কথা বলে, বিশ্বাস গুলো খৃষ্টান দের মতো- ধর্মিয় আচার ইবাদাতে মুশরিক দের মতো।
তবে লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে।
Yes
ওরে বাটপার
আলহামদুলিল্লাহ! চমৎকার আব্দুল্লাহ ভাই, আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
Chagol
Why only for Abdullah and not Sajal. What a mean minded muslim you are?
আমিন। আব্দুল্লাহ ভাইকে আল্লাহ মনোযোগী হওয়ার তওফিক দিক। বোঝ-জ্ঞান দান করুন।
আব্দুলা কেমন করে এমন কথা বলে।
নবীও নিজে বিধান দিয়েছেন।
আল্লাহ নবীকে বলেছে আমার নবী কবি নয়। আমার নবী যদি আমার নামে কোন কথা রচনা করত,তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতেন।এবং তার শিরা ধমনি কেটে ফেলছে।
সেই নবী কেমন করে কুরআন ছাড়া অন্য কথা রচনা করতে পারে।এর সবাই নবীর নামে মিথ্যা রচনা করে নিজেরাও বিভ্রান্ত হচ্ছে।অন্য মানুষকে বিভ্রান্ত করছে।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কোরআনে এমনই আয়াতের আদিষ্ট আছেন "কোরআন এ-র আয়াতের বাহিরেই কোনো কথা বলবার অনুমতি নেই।
রাসুলুল্লাহ সাঃ এ-র জামানায় ধাপে ধাপে বিভিন্ন সময়েই প্রতিপক্ষ দলের মাধ্যমে জওয়াব দিতেই হতো এজন্যই মহান আল্লাহ প্রয়োজন মাফিক আয়াত নাজিল করিয়েছেন কেননা শানেনজুল (ঘটনার বিবরণ অনুযায়ী) সুরা সকল এবং তাঁর আয়াত সমুহের আবশ্যিক ছিলো ঐ সময়েই ঐ স্হানের প্রতি,বর্তমানে অনেকেই নিজেদের সুবিধামতই মনগড়া ও পরিকল্পনায় অনুযায়ী তাহার উপস্থাপনা করা এবং তাফসীরের অভাব নেই মতদ্বৈধতার নুন্যতম অভাব নেই, মুল স্থান থেকে সরে গিয়ে বহুল মতবাদের বৈষম্যবাদের জন্ম দিয়েছেন, আমোরা শ্রুতা ও পাঠক বর্গ কোন শায়েখ মোহাদ্দেস এ-র মতবাদ কে বিশ্বাসের গ্রহণ যোগ্যতায় মেনে নিতে পারি।
এখানে আপনাদের দুজনেরই বুঝার ভুল, জনাব,
@@Saifulislam-rz3el ভাই,ভুলটা দরিয়ে দিন।
আল্লাহ বলছেন নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কুরআনে নিজের কথা কুরআনের কোন সুরাতে লিপিবদ্ধ করতেন তাহলে আল্লাহ রাসূলের ডান হাত কেটে নিতে। এখানে হাদিসে প্রসংগ কোথায় পেলেন? হাদিসে রয়েছে আল্লাহর নির্ধারিত কিতাবের (কুরআনের) বাহিরর ওহী, নবীর জীবনের নমুনা ও শরিয়ত পালনের পথ ও পদ্ধতি।
সজল অসাধারণ
আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এর উপর আল্লাহ রহম করুন।
সজল রোশান সাহেব খুব সুন্দর মনে নিয়ে সত্য কথা গুলো তুলে ধরেছেন
তার কথা বিশ্বাস করলে আপনি বেইমান হয়ে যাবেন।সময় আছে ফিরে আসার।
সজল ভাই আপনাকে ধন্যবাদ।
আব্দুল্যাহ বিন আঃ রাজ্জাককে সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ
সজল সাহেবর কথায় যথেষ্ট যুক্তি আছে
Sajal er fitnah grohon korile Iman nosto hobe!
সজল ভাই you r GREAT,,,,আপনার মতো কিছু লোক থাকলে মৌলবাদ ধ্বংশ হবেই,,মহান আল্লার ও মহানবীর রহমত আপনার উপর বর্ষিত হউক,,,
😁😁😁😁
নিজের ইচ্ছামত ইসলামধর্ম মানতে পারলেই খুশি তাই তো 🤣
@@mdmaruf2491 একদম না ভাই,,তবে আপনি খেয়াল করে দেখবেন সব ধর্ম ই বুজরুকি তে ভরে গেছে,,বিশেষ করে আমাদের ধর্ম এ(হিন্দু) যত ধর্ম শাস্ত্র আছে সব ব্রাহ্মণ দের লেখা ও ব্যাহ্মণ্যবাদের পক্ষে,,,এ ও করতে পারবে না সে সেটা করতে পারবে না,,এ নিয়ম গুলি ঈশ্বর প্রদত্ত নয় ,,,এ গুলি আপনাদের জাল হাদিস এর মতো মন গড়া চাপানো নিয়য
ভাই এই কারণে এরা বলে জাল হাদিস মানা যাবে না আর আপনার এই সজল ভাই বিরুদ্ধে বলে যে জাল হাদিস কেন মানা যাবে না। ভাই মিষ্টি কথা বললেই কিন্তু আপন লোক হয়ে যায় না বুঝছেন। এ সজল রে আপনারা এখনো চিনতে পারেন নাই। শয়তান অধিকাংশ সময় নেট শরতে ধোঁকা দেয়
সজল হোসেনের আরেকটা ভিডিও আছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন এর সাথে ওই ভিডিওটা দেখতে পারেন
সজল ভাই একজন জ্ঞানী মানুষ।
এখানে হেরে যাবার কি হইলো?
উদ্দেশ্যপ্রণোদিত টাইটেল দেন কেন?
সজল একজন মুশরিক তার ঈমান নেই
@@rmrakibhossain4914 ভাই মুশরিক কাকে বলে জানেন ত নাকি?🤣🤣🤣
সজল এর কথা সঠিক এবং অকাট্য।
আব্দুল্লা যে হাদিস নিয়ে লাফালাফি করে এসবের সবই ভূয়া
আল্লাহ এর কাছে দুআ করি।সজল রশান এর নেক হায়াতের জন্য।আল্লাহ যেন সজল রশান কে হেফাজত এ রাখেন। যেহেতু আল্লাহ পাক ই ওকে অহির জ্ঞান দান করছেন। আমার কাছে মনে হয় সজল রশান আমার ছেলে।মায়ের ভালবাসা তো দিতে পারব না,তবে সব সময় দোআ করে যাব। এটা তো অহির পক্ষী।আলহামদূলিল্লাহ।
দোয়া করবেন সঠিক কোরআন ও সহি সুন্নাহর আলোকে বুঝতে পারে, না হয়নি যে বিভ্রান্ত হবে মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাবে,
@@SohiAqeedaMedia বিভ্রান্ত আপনারাই ছড়াচ্ছেন, ইসলামের ইতিহাস পড়েন। রসুলুল্লাহ সাঃ এর ওফাতের পর থেকে এক শ্রেণির সাহাবী, আলেম, মোহাদ্দেস নাম ধারীরাই আজকের বিতর্কের মুল দায়ী।
@@millions1957 সম্মানিত ভাই আপনি তার ইউটিউব থেকে হাদিস সম্পর্কে তার ধারাবাহিক কয়েকটা পর্ব আছে। একটু শুনুন তাহলে বুঝতে পারবেন না হয় কি বলবো আমি আপনাকে,
@@SohiAqeedaMedia আপনি বোধ হয় সজলের হাদীস সম্পর্কিত বক্তব্য দেখার কথা বলছেন। তার বক্তব্য দেখার আগে আপনি আমাকে বলেন আব্দুল্লাহর ভাষায় হাদীস অহি হয় কি ভাবে? বোখারী শরীফে অনেক বিতর্কিত হাদীস আছে যা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। সজলের বক্তব্যের যথার্থতা বুঝতে পিএইচডি করা লাগে না।
@@millions1957 ভাই হাদীস যদি ওহী না হতো তাহলে কোরআনে যে নামাজ রোজা হজ জাকাত বিবাহ কবর ইত্যাদি যে বিষয় গুলো আছে সেগুলা বিস্তারিত কিভাবে কি করতে হবে তাহলে সেটা আপনি কিভাবে জানবেন বলেন প্লিজ সেগুলার বিস্তারিত কি কোরআনে দেয়া আছে???
আল্লাহ কাদের সিজদা কবুল করেন তা নিয়ে চিন্তা করে বেশ কষ্ট পেতাম , সঠিক ধারনা পেতাম না ।সজল ভাই পরিষ্কার করে দিলেন আমার ধারনা । আল্লাহ পাক আপনার হায়াৎ বৃদ্ধি ও হেফাজত করুন। আমাদের ধারনা পরিষ্কার হোক আপনাদের জ্ঞানগর্ভ আলোচনায়।সবার জন্য দোয়া করি। ধর্ম কত সহজ অথচ এটাকে ভয়ংকর করে তোলে কিছু মানুষ।মনে হয় তারা জান্নাতে বসে হুরদের সাথে আমদে মত্ত,আর আমরা জাহান্নামের জ্বালানি। ধন্যবাদ ❤❤❤
Tor Sojol _ar vondami choke pore na …??? Allah jeno toke oh Sojol ke sorol oh sotik poth dekan …ameen
Sajal Roshun protarok dhokabaj.
হুজুর লেবাসি যারা আছেন, তাঁদের এক একজনের ব্যাখ্যা একএক রকম ( হানাফী,সাফী মালেকি,হাম্বালী আরো আছে সালাফী ওয়াল সুন্নাহ আল জামায়াত।জামায়াতে ইসলামী কাদিয়ানি, কাউমি ইসলামি আন্দোলন হাজারো মতাদশের) আপনি কোন দিকে যাবেন? দিশেহারা বাঙ্গালী।
Kadiani k janis?? Tora holi kadiani
Toi akta bolod
আমরা কিন্তু বুঝেছি কে সত্য বলছে ।কে মানুষ কে কোরআন থেকে দুরে রাখছে।
Tumi ghorar dim bujeso.
হাদিস কুরআন থেকে দূরে রাখে? মানে নবী কুরআন থেকে দূরে রাখে? আর কুরআন যদি যার যার মতো ব্যাখ্যা করে মানার জন্য আল্লাহ দিতেন তাহলে আল্লাহ নির্দিষ্ট করে নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন পাঠালেন? সবার কাছে পাঠিয়ে দিতেন, যে যে যার মতো করে ব্যখ্যা করে মানা শুরু করতো, নিজেরা নিজেদের মতো করে যা মাথায় আসতো সেই ভাবেই মানতো,নির্দিষ্ট করে নবীর কাছে পাঠানোর দরকার ছিলো না তো। নবীর কাছে পাঠানোর তো অবশ্যই উদ্দেশ্য আছে তাহলে।
আবাল এর মাথায় ব্রেন নাই আছে শুধু গবোর৷
কওমী ও আহলে হাদীস ভাইদের বলবো কাহাকেও কটু কথা না বলে বা হেয়প্রতিপন্ন না করে ধৈর্যশীলতার পরিচয় দিই।
তবে কউমিগন মূর্খ, বেয়াদব।
আলহামদুলিল্লাহ সজল ভাইয়ের বক্তব্য আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়েছে।
মাশাআল্লাহ সজল ভাই কত সুন্দর করে কথা বলল এটাই মুসলিমের আদর্শ হিকমা সহকারে কথা বলল আর ওইটা মনে হচ্ছে ঝগড়া মারামারি করার জন্য এসেছে
This is their nature. They behave as the ancestors of Islam as a religion.
হা হা
সজল ভাই কত না অসহায়
Jar chaharatai muslim der satha milnai tak kivaba muslim bolbo.
একসময় আমি সজল সাহেব কে অনুসরণ করতাম,এই ডিবেট দেখার পর আমার কাছে সত্য পরিস্কার হয়ে গেছে,উনি কুরআন ও হাদিসের জ্ঞান খুব সামান্য, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে।
সজল ভাই হারেন নি।আগে অন্ধ ছিলাম,এখন চোখ খুলে গেছে।সজল ভাই সঠিক আছেন।
আপনিও কি নাস্তিক? সজল রশান! তার গোপন উদ্দেশ্য কি? সে কোন মাদ্রাসা থেকে মৌলবী, মওলানা আর মুফতি ডিগ্রী অর্জন করেছে ? সে নিসন্দে বিশ্বের একজন শ্রেষ্ট clever নাস্তিক, নাস্তিকের এজেন্ড।পবিত্র কোরানে উল্লেখ আছে আল্লাহরে নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কিন্তু সে বলে কেবল কোরানকেই মানলে যথেষ্ট হবে। সে জয়ীফ হাদীসের অজুহাতে নবীর সহি হাদীসকে অস্বীকার করার জন্য সবাই কে পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। সেজন্য সে মুনাফিক, বেঈমান এবং কাফির। সে মানুষকে নাস্তিক বানানের র জন্য খাটি মুসলিমের ছদ্মবেশ ধারণ করেছেন। ১০/ ২০ বছর পর হাজার হাজার মানুষ কে সঙ্গে নিয়ে একসাথে সে নাস্তিক হয়ে যাবে, এটাই তার গোপন উদ্দেশ্য। অবশেষে সে কোরানের আয়াতকেউ অস্বিকার করেছে।
তোর সজল নাস্তিক মোনাফেক।
@@mdatikul4109 ঠিক।
রাইট নাসরিন সুলতানা।
@@হৃদয়েবাংলাদেশ-ট৯ঘ Hmm
আমি অনেক আগেই সজল কে সন্দেহ করে ছিলাম ওরা তো সেই জামানার লোকের মত যারা কুরআন কে নিজেদের মত করে মানতো
✅✅✅✅✅ right
এই বাহাস অনুষ্ঠানটি যারা কোরান হাদীসের জ্ঞান আহরণ করতে চাই তাদের জন্য তথা অন্বেষণ কারীদের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকর অনুষ্ঠান ধন্যবাদ আপনাদের
এই সজল পন্ডিতের আর একটি আলোচনায় আমি এমনটি শুনেছি,ইনি গুলিস্থানের আলোচনা করেন কোন প্রসঙ্গ ছাড়া ডায়রেক্ট চকবাজার চলে যান। আসলে এই পন্ডিতদের এইভাবে শিক্ষা দেওয়া উচিৎ ,আবদুল্লাহ ভাই ওনার উদ্দেশ্য মনে হয় ভালো না।
সহজ রোশন ভাই এর কথায় শতভাগ যুক্তি আছে।
Islam tmr baba Roshan er kothay cole na vai..
@@rsajib4694 জ্বি তোমার বাবা রাজ্জাকের কথায় চলে
ইসলাম বুঝার জন্য বা বুঝানোর জন্য সজল ভাইকে অনেক ধন্যবাদ। কার কি হলো আমি জানিনা, তবে আমার অনেক উপকার হয়েছে।
জানিনা আব্দুল্লাহ সাহেবের কোনো কমনসেন্স আছে কিনা । সজল সাহেব অত্যন্ত জ্ঞানী এবং তার সাথে উনার কোন তুলনাই চলে না । আল্লাহর সজল সাহেবকে দীর্ঘজীবী করুন এবং ইসলামের সেবা করার তৌফিক দান করুন।
গত ৮ মে ২০২১ অনুষ্ঠিত হয়,
মহা ডিবেট" আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক vs সজল রোশান !
প্রতিপাদ্য বিষয় : কোরআনের সরল পথ ও হাদিস মানার বাধ্যবাধকতা !
ফুল আলোচনা ৩ ঘন্টা ১৬ মিনিট
অনেকের কাছে এত টাইম হয়না। তাই আপনাদের সুবিধার্থে ধারাবাহিক পর্ব হিসেবে ভিডিওটা প্রচার করবো, আপনাদের সহযোগীতা একান্ত কামনা। পর্ব ১👇
th-cam.com/video/J9GuKwb289g/w-d-xo.html
পর্ব ২👇
th-cam.com/video/Ehw2A6zC3UY/w-d-xo.html
পর্ব ৩👇
th-cam.com/video/mz1NkfkcP-M/w-d-xo.html
পর্ব৪👇
th-cam.com/video/dfkUlhBhlSc/w-d-xo.html
পর্ব ৫👇
th-cam.com/video/yvdT2b3Jsqk/w-d-xo.html
পর্ব ৬ 👇
th-cam.com/video/MQGyLSDbWNQ/w-d-xo.html
Vhai Ghana na chagol
কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলো
বাদ দিতে হবে। তবে হাদিসকে কোন
অবস্হায় বাদ দেওয়া যাবেনা।
ভাই হাদিস যদি আমাদের জন্য এতই দরকারি হত তাহলে আল্লাহ অবশ্যই তিনি নিজেই কুরআনের মত হাদিসের ও একটা গ্রন্থ নাজিল করত এবং সংরক্ষণ করত।
@@rafinkhan4269 ji vai eta onekei bujhe na,,
Apnio to na bujhe kotha bolen,, uni ki bolse je uni hadith mane na? Sobai ar kono dosh khuje pay na, ghure fire oi eki kotha, uni hadith mane na
Apnio to na bujhe kotha bolen,, uni ki bolse je uni hadith mane na? Sobai ar kono dosh khuje pay na, ghure fire oi eki kotha, uni hadith mane na... Ar ekhonkar Muslim ra sob Quran theke hadith re beshi manno kore
@@rafinkhan4269 আপনি অনেক বড় স্কলার
খুব বেশি আবেগ প্রবন না হয়ে আমাদের উচিত কোরআন এবং সহি হাদিস দুটো ই অনুসরণ করা ।আমীন।।আমীন।।আমীন।
আব্দুল্লাহ যে বলল, কোরআানে নিস্ঠুরতা আছে, হাদিসে নিষ্ঠুরতা নাই। এটা কি কোরআান অবমাননা হলনা? তার শরিয়া আইনে বিচার হওয়া উচিত এবং রাস্ট্রীয় আইনেও বিচার হওয়া উচিত।
এ যেন শিয়ালের কাছে মুরগি পুষতে দেওয়া! ভাই সজল রোশন থেকে সাবধান
পুরা বিষয়টা বুঝতে হলে আপনাকে সজল রওশনের ইউটিউব থেকে হাদিস বিষয়ে বক্তব্য শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না।
গত ৮ মে ২০২১ অনুষ্ঠিত হয়,
মহা ডিবেট" আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক vs সজল রোশান !
প্রতিপাদ্য বিষয় : কোরআনের সরল পথ ও হাদিস মানার বাধ্যবাধকতা !
ফুল আলোচনা ৩ ঘন্টা ১৬ মিনিট
অনেকের কাছে এত টাইম হয়না। তাই আপনাদের সুবিধার্থে ধারাবাহিক পর্ব হিসেবে ভিডিওটা প্রচার করবো, আপনাদের সহযোগীতা একান্ত কামনা। পর্ব ১👇
th-cam.com/video/J9GuKwb289g/w-d-xo.html
পর্ব ২👇
th-cam.com/video/Ehw2A6zC3UY/w-d-xo.html
পর্ব ৩👇
th-cam.com/video/mz1NkfkcP-M/w-d-xo.html
পর্ব৪👇
th-cam.com/video/dfkUlhBhlSc/w-d-xo.html
পর্ব ৫👇
th-cam.com/video/yvdT2b3Jsqk/w-d-xo.html
পর্ব ৬ 👇
th-cam.com/video/MQGyLSDbWNQ/w-d-xo.html
ব্রিস্তিখাতুন
@@NurulIslam-or5hy ব্রিস্তিখাতুন মানে কি?
সাইফুল আজম আজহারীর সাথে সজল রওশনের সাথে ডিবেট হোক। আমাদের সবাই এই কামনা
আব্দুল্লাহ তুমি সজলের কথা ও জ্ঞানের সামনে বাচ্চা
Sothik
Shojoler quran shomporke kono knowledge nai
আব্দুল্লাহ ভাইয়ের জ্ঞানের কাছে সজল ভাই বাচ্চা
নাস্তিক্যবাদকে প্রমোট করে সজল সাহেব
Caption সস্তা ইউটিউবারদের মতো।
আলোচনায় সজল ভাই যথেষ্ট সংযমী ছিলেন।
একটা পর্ব দেখে কিছুই বুঝবেন না পাঁচটা পর্ব ধারাবাহিক দেখুন তাহলে বুঝতে সহজ হবে,
আবদুল্লাহ ভাই, সুপার !!! Great.
সজল তোমার বই লেখা ঠিক হয নাই অনেক বুঝার আছে তবে পার,বে ꫰
চরমোনাই হুজুরের ওয়াজ শুনলে সাধারণ মানুষের বিকৃত আকিদার ভিতরে চলে যাবে কোরআনি হক সত্ত
পৃথিবীতে যত কুরআনের তাফসির আছে তার উপর ঈমান আনা জরুরি না। কুরআন নিজে পড়তে হবে অর্থ সহ।
Sister, you have to gather knowledge from scholar, but decision is your from your own knowledge
আব্দুল্লাহ ভাই এর আলোচনা শুনেও যারা বুঝতে পারলনা আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত কর।
আমীন ইয়া রব্বুল আলামিন
😂হাস্যকর
আমি পুরো ভিডিও দেখেছি তাদের....মাশাল্লাহ... আবদুল্লাহ ভাই পুরাই সজলরে লাড়াইয়া দিছে....আবদুল্লাহ ভাই খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন.....সজল ভাইয়ের হাদিসের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই বললেই চলে...এমনকি কুরআনের জ্ঞানও খুবই কম....সজল ভাইকে আরো জানতে হবে।
সজল ভাই এর বক্তব্য ভালো লাগে
শুধু ভালো লাগলে হবে না তিনি একজন কাফের তার ঈমান নেই।
@@rmrakibhossain4914 দূর হ জাহেল
@@shorifulislam6168 তুই এক নাম্বার জাহেল
আব্দুল্লাহ সাহেব আমার একটা প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য ৭৩ টি দল হবে তার মধ্য ৭২টি জাহান্নামী হবে সেটা হাদিস মানার কারণে নাকি কোরআন মানার কারণে। একটি দল
জান্নাতি হবে সেটাকি হাদিস মানার কারণে নাকি কোরআন মানার কারণে। সজল ভাইয়ের কাছেও আমার একই প্রশ্ন রইলো ধন্যবাদ দুজনেই ভালো থাকুন।
সজল আছে কোরআন প্রচার নিয়ে । ইসলাম ধর্ম নিয়ে । আব্দুল্লাহ আছে আহলে হাদিস নিয়ে । আহলে হাদিস ইসলামের একটি প্রশাখা মাত্র ।
তোমার সজল কি হাদিস মানে
আমি সজল ভাইয়ের বক্তব্য শুনে যা বুঝতে পারলাম তা হলো উনি কোর আন পর্যালোচনা করে মানুষকে সঠিক বিষয় ধারনা দেয়ার চেষ্টা করছেন। এতে যে কারই কিছু কিছু বিষয় ভুল হতে পারে এটা সাভাবিক। ওনাকে ধন্যবাদ জানাই এবং আশাকরি আল্লাহ ওনাকে কোর-আন ও হাদিসের সঠিক জ্ঞ্যানদান করুন যা মানুষের জন্য কল্যাণকর হয়। আ মি ন
আলহামদুলিল্লাহ বেশির ভাগ মানুষ কোরানের পক্ষে।এতেই বুঝা যায় আগামি ১০ বছর পর মানুষ এইসব হুজুর দের বিপুল হারে বর্জন করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ
কেউ মদ বিক্রি করে কিনে দুধ আর কেউ দুধ বিক্রি করে খায় মদ
Besir vag manus musrek ata jene rekho
আর তুই বেয়াদব হুজুর বাদ দিয়ে মজুরদের গ্রহণ করিছ। ব্যাটা ছাগল
আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ভাই সব কিছু ক্লিয়ার করেছেন, আর কিছু বলার দরকার নাই।
সজল সাহেবের যুক্তিটা আমার পছন্দ হয়েছে ।
Sajal akta protarok dhappabaj. Fitnah chhoracche.
আমি বারবার শুনলাম
বুঝলাম সজল ভাই চমৎকার বলছেন আব্দুল্লা যাহা বলছেন তার ধর্ম ব্যাবসা ঠিকিয়ে রাখার পক্ষে
আর সজল ভাই সুন্দর করে আল কোরআন থেকে
বলছেন
আমি আল কোরআন এর পক্ষে
আব্দুল্লাহ সাব রিয়েলি কোরান হাদিসের উপর উনার অনেক গ্যান রাখেন মাশাল্লাহ, হাদিস না মানলে কখনোই কোরান ব্যাখ্যা করতে পারবেন না। যেটা আব্দুল্লাহ অনেকভাবেই বুজিয়েছেন, very good Mr Abdullah
যেখানে বিধান প্রতিষ্ঠাই নাই সেখানে বিধান মানবেন কিভাবে?
তাহলে কোনটা জরুরী কোরানের বিধানের প্রতিষ্ঠা নাকি হাদীস ছাড়া কুরান বোঝা যাবে কিনা সেটা?
মূল বিষয় হলো রাসূলাল্লাহর জীবনী ছাড়া আপনি কোরানের প্রয়োগ ঘটাতে পারবেন না।
যেটা রাসূলাল্লাহর জীবনীতে আছে। আমি কিন্তু হাদীসের কথা বলছি না। কারণ রাসূলাল্লাহর নামে নিজেদের কথা চালিয়ে দেয়া যায়।
হাদীস মানার শর্তটা হলো যেটা কুরানের বক্তব্যের বিপক্ষে যাবে না। ব্যাস্ একদম সহজ।
কুরান প্রতিষ্ঠা করে মানার জিনিস তাই প্রতিষ্ঠা করতে হবে।
কিভাবে করতে হবে সেটা রাসূলাল্লাহর জীবনীতে আছে।
এখন হাদীস ছাড়া কুরাণ বুঝা যাবে নাকি যাবে না এইসব বিষয় নিয়ে বাহাস না করে চলুন এই ঐক্যমতে পৌছাই যে আজ সমগ্র পৃথিবীতে কোথাও কোরানের আইন নাই এটাকে প্রতিষ্ঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
আল্লাহ বলেন, ‘আমি আমার রসুলকে সঠিক পথ প্রর্দশন (হেদায়াহ) এবং সত্যদীন দিয়ে প্রেরণ করলাম এই জন্যে যে তিনি যেন একে (এই হেদায়াহ ও জীবন ব্যবস্থাকে) পৃথিবীর অন্যান্য সমস্ত জীবন ব্যবস্থার উপর বিজয়ী করেন (সুরা ফাতাহ- ২৮, সুরা তওবা- ৩৩ ও সুরা সফ- ৯)।
অর্থাৎ পৃথিবীতে, মানব জাতির মধ্যে আল্লাহর রসুলকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে রসুলের মাধ্যমে হেদায়াহ, পথ প্রদর্শনসহ দীন পাঠানো এবং সেই হেদায়াহ ও দীনকে সমগ্র মানব জীবনে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাঁর রসুলকে এই কাজ করার নীতি ও কর্মসূচিও দান করলেন। সেই নীতি হচ্ছে, সংগ্রাম, জেহাদ করে এই সত্যদীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর রসুল বলেছেন- “আমি আদিষ্ট হয়েছি মানব জাতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে যে পর্যন্ত না সমস্ত মানুষ আল্লাহকে একমাত্র এলাহ এবং আমাকে তাঁর রসুল বলে মেনে নেয়।”
(হাদীস- আবদাল্লাহ বিন ওমর (রা.) থেকে- বোখারী, মেশকাত)।
সজল রওসন ভদ্রলোকের পরিচয় দিয়েছে। আবদুল্লাহ ভাই এর ভঙ্গি ঠিক ছিল না। এবং সজল রওসন ভাই এর কথা বেশি গ্রহণযোগ্য
এটাই হল মদিনা ভার্সিটির ছাত্র প্রতিটি জবাব সহি ভাবে দিয়েছেন আব্দুল্লাহ ধন্যবাদ আব্দুল্লাহ তোমাকে
আলহামদুলিল্লাহ
এবং কোরআনকে ত্রুটিপূর্ণও বলার চেষ্টা করেছেন
দয়া করে বুঝে বুঝে কোরআন পড়েন।
তাহলে সত্যি জানতে পারবেন।
এইটুকু বুঝতে পারলাম,হাদিস ছাড়া ধর্ম ব্যবসা চলেনা।কোরআন থেকে বল্লে ব্যবসা থকে না।
Allah Tumi Abdullah Vatijar Elem aro Baria Dao. I love u.
রোশন ভাই আপনি চালিয়ে যান।আমার সাধারণ জ্ঞানে সম্পুর্ন মাথায়ও আপনার কথা যুক্তি-মনে হচ্ছে। অথচ অত বড় সাইখুলের মাথায় ঢুকছে না।আসলে উনি চাচ্ছেন কুরআন শুধু তারায় জানুক আর আমরা তাদের ফতোয়া নিতে গিয়ে বহু দলে বিভক্ত হই এবং ইসলামের মূল আদর্শ হতে ছিটকে পড়ি।রোশন ভাই আল্লাহ আপনার জ্ঞান আরো বৃদ্ধি করুন ও নেক হায়াত দান করুন!!!
Tumi sojoler doler lok.tora to nobikei manona.
সজল ভাই সঠিক বলছেন
ওহি যা এসেছে তাহ হলো কুর আন
তামাম পৃথিবীর হাদীস একখানে করলেও কোরআন এর একটি আয়াতের সমান হবে না।
কিন্তু আব্দুল্লাহ সাহেব বারবার কোরআনকে ছোট করার চেষ্টা করেছেন।
আল্লাহ আবদুল্লা কে হেদায়েত দিন, না হয় দংশ করে দিন,
একজন পরিপূর্ণ মুসলিম হতে গেলে কোরআন ও সহীহ হাদিস মানতেই হবে।
সহিহ্ হাদিস মানেন কি-না? মানলে বোখারী শরীফ এর বহু হাদিস আছে কুরআনের সাথে সাংঘর্ষিক। (১৭) সুরা বনী ইসরায়েলের ১১০ নং আয়াত। এখানে বলা হয়েছে," তোমরা সালাতে স্বর অতিশয় উচ্চ করোনা এবং অকিশয় ক্ষীণ কর না।"কিন্তু আমরা দই রাকাত যথা নিয়মে পড়ি বাকি সালাত মনেমনে পড়ি।যোহর আছর পুরোপুরি মনেমনে পড়ি। কুরআনের হুকুম অমান্য করে হাদিসকে প্রাধান্য দিলাম কিনা ভেবে দেখবেন।
শুধু তাই নয় কিন্তু জানতে হবে বুঝতে হবে, শিখতে হবে
আপনার কথা যদি সত্যি হয় তাহলে আল্লাহ কেন কুরআনের মত নবীর সহি হাদিসের একটা কিতাব সংরক্ষণ করল না?
@@rafinkhan4269 আপনি কি মুসলিম মুসলিম হলে আপনি এখনো বিভ্রান্তির মধ্যে পরে আছেন। হাদিস চাড়া কোআনের ব্যখ্যা কিভাবে পাবেন আপনি।
@@rafinkhan4269 রাসুল কে মানতে হলে রাসুলের হাদিস ও আপনাকে মানতে হবে রাসুল কে বাদ দিয়ে আপনি কোনদিন আল্লাহ্কে পাবেন না।
আমি পুরো ডিবেট দেখেছি এবং পরবর্তীকালে সজল সাহেব আলোচনা সুনেছি ( উক্ত ডিবেট নিয়ে ) কে হেরেছে আর কে জিতেছে তা বড় নয় এটা বুঝতে কষ্ট হয়নি যে আব্দুল্লাহ সাহেব খতম তারাবি পড়ছেন।
Mr. Sajal really a very talent person. I appreciate him so much.