শুকনো পাতার নুপুর পায়ে// প্রতিজ্ঞা দাস//

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • শুকনো পাতার নূপুর পায়ে
    নাচিছে ঘুর্ণিবায়
    জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌
    ঢেউ তুলে সে যায়।।
    দীঘির বুকে শতদল দলি’
    ঝরায়ে বকুল-চাঁপার কলি
    চঞ্চল ঝরনার জল ছল ছলি
    মাঠের পথে সে ধায়।।
    বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
    আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
    পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
    ধূলি-ধূসর কায়।।
    ইরানি বালিকা যেন মরু-চারিণী
    পল্লীর-প্রান্তর-বনমনোহারিণী
    আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
    বালুকার উড়্‌নি গায়।।
    #viral
    #viralvideo
    #song
    #music
    #sanatan
    #songviral
    #travel
    #fishing
    #dance
    #fishingvideo

ความคิดเห็น •